দশটি মজার কুইজ : সঠিক উত্তরদাতাকে পুরস্কার দেওয়া হবে -এপিসোড ০৩

in hive-129948 •  2 years ago  (edited)


Copyright Free Image Source: PixaBay

কুইজ আমার খুবই ফেভারিট । স্কুলে পড়ার সময়ে প্রচুর কুইজ কনটেস্ট করতাম আমরা ক্লাসে নিজেদের মধ্যে । গর্ব করে বলতে পারি যে ম্যাক্সিমাম কন্টেস্টে আমিই উইনার ছিলাম । বিজ্ঞান, সাহিত্য আর প্রাণীজগৎ ছিল বেশি প্রিয় আমার কুইজ কন্টেস্টের বিষয়ে । খেলাধুলা-র বিষয়ে একটু কম পারতাম । আর ভূগোল এবং ইতিহাসে তেমন একটা পারতাম না । তবে অঙ্ক আর বুদ্ধি বিষয়ক কুইজ গুলোতে ছিলো ঈর্ষণীয় দক্ষতা ।


নিয়মাবলী :

১. একজন ব্লগার একটার বেশি কমেন্ট করে কুইজ এর উত্তর দিতে পারবেন না ।
২. কমেন্ট এডিট করা যাবে না ।
৩. অন্যের উত্তর হুবহু কপি পেস্ট করা যাবে না ।
৪. আমার সন্দেহ হলে আপনার উত্তরের সোর্স জানতে চাইতে পারি ।
৫. গুগল সার্চ ইঞ্জিন এবং বই এর সাহায্য নেওয়া যাবে ।
০৬. দশটি কুইজ এর সবগুলির সঠিক উত্তর কেউ যদি না দিতে পারেন তো -
--- প্রথম সর্বোচ্চ উত্তরদাতাকে প্রতিটি সঠিক উত্তরের জন্য কুইজ পিছু $২ এর আপভোট
--- দ্বিতীয় সর্বোচ্চ উত্তরদাতাকে প্রতিটি সঠিক উত্তরের জন্য কুইজ পিছু $১ এর আপভোট
--- তৃতীয় সর্বোচ্চ উত্তরদাতাকে প্রতিটি সঠিক উত্তরের জন্য কুইজ পিছু $০.৫০ এর আপভোট

পুরস্কার :

১. প্রথম সঠিক উত্তরদাতা : $২০ এর কমেন্টে আপভোট
২. দ্বিতীয় সঠিক উত্তরদাতা : $১০ এর কমেন্টে আপভোট
৩. তৃতীয় সঠিক উত্তরদাতা : $৫ এর কমেন্টে আপভোট


কুইজ :


০১. কোন পদ্ধতিতে বিনা তারে বিদ্যুৎ পৌঁছানো সম্ভব ?

০২. কোন প্রাণীর এমন এক আশ্চর্য ক্ষমতা আছে যেটা থেকে মানুষ প্রভাবিত হয়ে সেই প্রাণীর জিনের অবিকল প্রতিলিপি তৈরী করে অঙ্গহীন মানুষদের নতুন অঙ্গ তৈরির প্রচেষ্টা করছে যেটা অনেকাংশেই সফল হয়েছে । এই প্রাণীর শরীরের যে কোনো অঙ্গ কেটে ফেললে সেখানে নতুন করে অবিশ্বাস্য গতিতে কোষ বিভাজন ঘটিয়ে নতুন অঙ্গ তৈরী করে নেয় । মাথা, চোখ, ফুসফুস এমনকি হার্টের মতো গুরুত্বপূর্ণ অঙ্গ নতুন করে গজিয়ে ফেলার ক্ষমতা ছোট্ট এই প্রাণীটির আছে ।

০৩. স্টিমিটে উইটনেস এর ভূমিকা কি ? কেন এদেরকে স্টিমিট ইকো সিস্টেমে সব চাইতে গুরুত্বপূর্ণ বলা হয়ে থাকে ?

০৪. ব্যাঙ বৃষ্টি, মাছ বৃষ্টি, মটরশুঁটি বৃষ্টি, পাখি বৃষ্টি । এগুলো অত্যাশ্চর্য ঘটনা হলেও একেবারেই কোনো বিরল ঘটনা নয় । এর পেছনের আসল কারণটা কি ?

০৫. মানুষের চোখ একটি অত্যাশ্চর্য বস্তু । ঠিক যেন একটা ক্যামেরা । আমাদের চোখের রেটিনায় রড ও কোন কোষের পরিমাণের তারতম্য ঘটিয়ে যে কোন দৃশ্য সেখানে বেশ কিছুক্ষন স্থায়ী করে রাখা যায় । এবং ফিল্মের নেগেটিভ ডেভেলপ করার মতো সেটাকে দৃশ্যমান বোধগম্য ছবিতে রূপান্তর করা যায় । বায়ো-কেমিস্ট্রির এই অদ্ভুত বিদ্যার নামটি কি ?

০৬. ইতিহাস বিখ্যাত রোমান সম্রাট জুলিয়াস সিজার কে গুপ্ত হত্যা করেন তাঁরই সেনেটররা । কোন অস্ত্রের মাধ্যমে তাঁকে হত্যা করা হয় ?

০৭. জগদ্বিখ্যাত কোন কমিক্স বই পৃথিবীতে সর্বাধিক বেশি ভাষায় অনূদিত হয়েছে ?

০৮. আমাদের খুবই পরিচিত একটি প্রাণী যার জীন সিকুয়েন্স এর সাথে আমাদের পৃথিবীর কোনো প্রাণীর মিল নেই । এ জন্যই এই প্রাণীটিকে অনেক জীববিজ্ঞানীই পৃথিবীর বাইরে থেকে আসা কোনো প্রাণী বলে অভিহিত করেন ।

০৯. পম্পেই নগরী ধ্বংসের কারণ কি ?

১০. এস্টেরিক্স এর কমিক্স এ এস্টেরিক্স এর বন্ধু ওবেলিক্স এর কেন চিরস্থায়ী অতিমানবীয় শক্তি ছিল যেখানে অন্যান্যদের শুধুমাত্র জাদু পানীয় খাইয়ে স্বল্পস্থায়ী অতিমানবিক শক্তি প্রদান করা যেত ?

০৯. পম্পেই নগরী ধ্বংসের কারণ কি ?

১০. এস্টেরিক্স এর কমিক্স এ এস্টেরিক্স এর বন্ধু ওবেলিক্স এর কেন চিরস্থায়ী অতিমানবীয় শক্তি ছিল যেখানে অন্যান্যদের শুধুমাত্র জাদু পানীয় খাইয়ে স্বল্পস্থায়ী অতিমানবিক শক্তি প্রদান করা যেত ?


✡ ধন্যবাদ ✡


পরিশিষ্ট


প্রতিদিন ৩৫০ ট্রন করে জমানো এক সপ্তাহ ধরে - ১ম দিন (350 TRX daily for 7 consecutive days :: DAY 01)


trx logo.png



সময়সীমা : ২৫ সেপ্টেম্বর ২০২২ থেকে ০১ অক্টোবর ২০২২ পর্যন্ত


তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২২


টাস্ক ৭১ : ৩৫০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৩৫০ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : 8ed860c98b70199856945b6a8f979f7a22833d0ebb93a2bad5a8d7394e9d6c30

টাস্ক ৭১ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png












Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

১. তার বিহীন বিদ্যুৎ সংযোগ ব্যবস্থা।
২.শুকর
৩.স্ট্রিম ব্লকচেইনে যত কার্যক্রম হচ্ছে অর্থাৎ পোস্ট, কমেন্ট, আপভোট, ট্রান্সফার ইত্যাদি সবগুলোকে ভেরিফাই করে যারা ব্লক প্রোডাকশনে অংশগ্রহণ করে তাদেরকে বলা হয় উইটনেস (Witnesses বা স্বাক্ষীবৃন্দ)
৪. টর্নেডোর সময় মাছ বা অন্যান্য প্রাণী পানির সাথে উড়ে চলে যায় এবং পরবর্তীতে মেঘের মধ্যে জমা হয়ে থাকে। পরে বৃষ্টি আকারে নেমে আসে।
৫.optography
৬. ২৩ টি ছুরিকাঘাতে
৭. The adventures of asterix
৮. অক্টোপাস
৯. মাউন্ট ভিসুভিয়াস থেকে ৭৯ খৃস্টাব্দে অগ্নুৎপাতের কারণে পম্পেই শহরটি পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল
১০. তিনি যখন শিশু ছিলেন তখন তিনি গলদের জাদুর ওষুধের কড়াইতে পড়েছিলেন। যার ফলে তিনি স্টেরিকস গ্রামের একমাত্র ছিলেন যিনি অতি মানবীয় শক্তির স্থায়ী অবস্থায় রয়েছেন।

১. তার বিহীন বিদ্যুৎ সংযোগ ব্যবস্থা।
২.টিকটিকি
৩.পোস্ট, কমেন্ট, আপভোট, ট্রান্সফার ইত্যাদি সবগুলোকে ভেরিফাই করে ব্লক প্রোডাকশনে অংশগ্রহণ করাই উইটনেসের কাজ।
৪. টর্নেডোর সময় মাছ বা অন্যান্য প্রাণী পানির সাথে উপরে উড়ে যায় এবং পরবর্তীতে মেঘের মধ্যে জমা হয়ে থাকে। পরে সেগুলো বৃষ্টি আকারে নেমে আসে।
৫.অপটোগ্রাফি
৬. ছুরিকাঘাতে
৭. The adventures of asterix
৮. অক্টোপাস
৯. মাউন্ট ভিসুভিয়াস থেকে ৭৯ খৃস্টাব্দে অগ্নুৎপাতের কারণে পম্পেই শহরটি পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল
১০. তিনি যখন শিশু ছিলেন তখন তিনি গলদের জাদুর ওষুধের কড়াইতে পড়েছিলেন। যার ফলে অতি মানবীয় শক্তির স্থায়ী অবস্থায় রয়েছেন।

১. তার বিহীন বিদ্যুৎ সংযোগ ব্যবস্থা।
২.টিকটিকি
৩.পোস্ট, কমেন্ট, আপভোট, ট্রান্সফার ইত্যাদি সবগুলোকে ভেরিফাই করা উইটনেস এর কাজ।এসব কাজ করার জন্যই স্টিমিট ইকো সিস্টেমকে সব চাইতে গুরুত্বপূর্ণ বলা হয়।
৪. টর্নেডোর সময় মাছ বা অন্যান্য প্রাণী পানির সাথে উড়ে চলে যায় এবং পরবর্তীতে মেঘের মধ্যে জমা হয়ে থাকে। পরে বৃষ্টি আকারে নেমে আসে।
৫.অপটোগ্রাফি
৬. ২৩ টি ছুরিকাঘাতে
৭. দি এডভেঞ্চার অফ এস্টেরিক্স
৮. অক্টোপাস
৯. ৭৯ খৃস্টাব্দে অগ্নুৎপাতের কারণে পম্পেই শহরটি পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল
১০. তিনি যখন শিশু ছিলেন তখন তিনি গলদের জাদুর ওষুধের কড়াইতে পড়েছিলেন। যার ফলে তিনি স্টেরিকস গ্রামের একমাত্র ছিলেন যিনি অতি মানবীয় শক্তির স্থায়ী অবস্থায় রয়েছেন।

প্রশ্নগুলোর উত্তর দেওয়া হল👇

১)উত্তর:তার বিহীন বিদ্যুৎ সংযোগ ব্যবস্থা।
২)উত্তর:টিকটিকি
৩)উত্তর:পোস্ট, কমেন্ট, আপভোট, ট্রান্সফার ইত্যাদি সবগুলোকে ভেরিফাই করে ব্লক প্রোডাকশনে অংশগ্রহণ করাই উইটনেসের কাজ।
৪)উত্তর:শক্তিশালী টর্নেডোর কারণে।
৫)উত্তর:photogene
৬)উত্তর:ছুরিকাঘাতে
৭)উত্তর:The adventures of asterix
৮)উত্তর:অক্টোপাস
৯)উত্তর :আগ্নেয়গিরির অগ্নুৎপাত।
১০)উত্তর:জাদুর ওষুধের কড়াইতে পড়ে গেছিলো।

০৯. পম্পেই নগরী ধ্বংসের কারণ কি ?

উওরঃ৭৯ খ্রিস্টাব্দে ভিসুভিয়াস পর্বতের আগ্নেয়গিরির দুই দিনব্যাপী সর্বনাশা অগ্নুৎপাতে পম্পেই নগরী সম্পূর্ণভাবে পুড়ে ধ্বংস হয়ে গিয়েছিলো। ৬০ ফুট উঁচু ছাই এবং ঝামা পাথর এর নিচে শহরটি চাপা পড়ে যায়।

Hello friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

১.তারহীন বিদ্যুৎ প্রবাহ

1st : Witricity মাধ্যমে মূলত তার বিহীন বিদ্যুৎ সংযোগ তৈরী করা যাবে। এটি মূলত চৌম্বক ক্ষেত্রে মাদ্ধমে বিদ্যৎ প্রবাহিত করবে।
2nd : ax-oh-lot-el
3rd : উইটনেস মূলত স্টিমিট ব্লক চেইন এর সকল ব্লক গুলো প্রডিউস করে থাকে। সেই জন্যই ওদেরকে স্টিমিট ইকো সিস্টেম এর সব থেকে গুরুত্বপূর্ণ বলা হয়।
5th : photogene ;
6th : ছুরিকাঘাতে নিহত হন ;
7th : the holly bible
8th : পানিভল্লুক
9th : পম্পেই 24 আগস্ট, 79 সিইতে মাউন্ট ভিসুভিয়াসের অগ্ন্যুৎপাতের কারণে ধ্বংস হয়েছিল .

০১. কোন পদ্ধতিতে বিনা তারে বিদ্যুৎ পৌঁছানো সম্ভব ?

উত্তর: তারহীন বিদ্যুৎ প্রবাহ

দাদা ৯ এবং ১০ নং প্রশ্ন দুইবার হয়ে গেছে দাদা।

স্টিমিটের প্রব্লেম এর কারণে এমনটা হয়েছে ।

Good

১. ওয়াইফাই মাধ্যম হিসেবে।
২. অ্যাক্সলটি সালামান্ডার
৩. উইটনেসদের কাজ হলো নতুন ব্লক তৈরি ও ভ্যালিডেট করা। আর স্টিমের দামের ফিড প্রকাশ করে। উইটনেস না থাকলে নতুন ব্লক তৈরি হবে না।
৪. শক্তিশালী টর্নেডোর কারণে।
৫. ফটোজিন
৬. চাকু বা খঞ্জর
৭. দা অ্যাডভেঞ্চার অফ অ্যাস্টেরিক্স
৮. অক্টোপাস
৯. ভিসুভিয়াস পর্বতের অগ্ন্যুৎপাত।
১০. ওবেলিক্স ছোটো বেলায় গেটাফ্লিক্সের যাদুর পোশনের কড়াইতে পড়ে গিয়েছিল।

১. তারবিহীন এই বিদ্যুৎ প্রেরণ ব্যবস্থাকে বলা হয় মাইক্রোওয়েভ পাওয়ার ট্রান্সমিশন। বিজ্ঞানী টেসলা সর্বপ্রথম এই পদ্ধতিতে বিদ্যুৎ প্রেরণের ধারণা দেন।
২. Salamanders হচ্ছে সেই প্রাণী যার শরীরে নতুন অঙ্গ তৈরি করার আশ্চর্য রকম ক্ষমতা আছে।
৩. ইস্টিম ইট ব্লক চেইনে নতুন ব্লগ ভেরিফাই করা, স্টিম এর মূল্য নির্ধারণ সহ আরো কিছু গুরুত্বপূর্ণ কাজ করে থাকে এই ওয়েটনেসরা।
৪. সাধারণত টর্নেডোর কারণেই এ ধরনের ঘটনা ঘটে। কোন এলাকায় যখন টর্নেডো সৃষ্টি হয় বা কোন স্থান দিয়ে যখন টর্নেডো প্রবাহিত হয় তখন এর ভেতরের তীব্র বাতাসের টানে মাছ, ব্যাঙ, মটরশুঁটি, পাখি সবকিছু উপরে চলে যায়। পরবর্তীতে বাতাসের তীব্রতা কমে এলে বৃষ্টির মত ঝরে পড়ে।
৫. optography
৬. ধারালো ছুরির আঘাতে তিনি মারা যান।
৭. The adventures of asterix
৮. মাকরসা
৯. আগ্নেয়গিরির অগ্নুৎপাত।
১০. শিশু অবসথায় তিনি গলদের জাদুর ওষুধের কড়াইতে পড়ে গিয়েছিলেন।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



উত্তরঃ
১)ওয়াইট্রিসিিটির গবেষকরা সর্বপ্রথম এই পদ্ধতিটি আবিষ্কার করেন। যার ফলে ওয়াইফাইয়ের মতো লোডে পাওয়ার সরবারহ করা সম্ভব হবে।

২)

৩)ব্লক উৎপাদন এবং স্টিমিট প্রাইজ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকে উইটনেস।

৪)যখন কোনো নদী বা সাগরের উপর ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয় তখন ঘূর্ণায়মান বাতাস অগভীর নদী বা সাগরের সংস্পর্শে আসলে মাছ বা ব্যঙ ঘূর্ণিঝড়ের সাথে ঘুরতে থাকে। ফলে একটা সময় ভারী বর্ষণে কিছু সময়ের জন্য এই রকম বৃষ্টিপাত দেখা দেয়।

১.ওয়াইফাই এর মত তারহীন এক বিদ্যুৎ ব্যবস্থা
২.টিকটিকি
৩. স্টিমেট ব্লক চেইনের যাবতীয় কার্যক্রমকে নিয়ন্ত্রণ করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।এছাড়া স্টিমিটের ভালো-মন্দ সকল বিষয় নির্ধারণ করে বলে স্টিমিট ইকো সিস্টেম সব চাইতে গুরুত্বপূর্ণ বলা হয়ে থাকে।
৪.ভয়াবহ টর্নেডোর কারনে
৫.অপটোগ্রাফি
৬. ধারালো ছুরির দ্বারা(২৩ বার তাকে আঘাত করা হয়)
৭.দা অ্যাডভেঞ্চার অফ অ্যাস্টেরিক্স
৮.অক্টোপাস
৯.৭৯ খ্রিস্টাব্দে ভিসুভিয়াস পর্বতের আগ্নেয়গিরির দুই দিনব্যাপী সর্বনাশা অগ্নুৎপাতে
১০.তিনি যখন শিশু ছিলেন তখন তিনি গলদের জাদুর ওষুধের কড়াইতে পড়েছিলেন।

১.ওয়ারলেস পাওয়ার ট্রান্সফার
২.অ্যাক্সলটি
৩.নতুন ব্লক তৈরী, স্টিম প্রাইস ফীড প্রকাশ
৪.টর্নেডো
৫.photogene
৬.খঞ্জর
৭.দা অ্যাডভেঞ্চার অফ অ্যাস্টেরিক্স
৮.অক্টোপাস
৯.ভিসুভিয়াসের অগ্ন্যুৎপাত
১০.জাদুর ওষুধের কড়াইতে পড়ে গেছিলো।

১. তার বিহীন বিদ্যুৎ সংযোগ ব্যবস্থা।
২. অ্যাক্সলটি সালামান্ডার
৩. উইটনেসদের কাজ হলো নতুন ব্লক তৈরি ও ভ্যালিডেট করা। আর স্টিমের দামের ফিড প্রকাশ করে। উইটনেস না থাকলে নতুন ব্লক তৈরি হবে না।
৪. শক্তিশালী টর্নেডোর কারণে।
৫. ফটোজিন
৬. চাকু বা খঞ্জর
৭. দা অ্যাডভেঞ্চার অফ অ্যাস্টেরিক্স
৮. অক্টোপাস
৯. ভিসুভিয়াস পর্বতের অগ্ন্যুৎপাত।
১০. ওবেলিক্স ছোটো বেলায় গেটাফ্লিক্সের যাদুর ওষুধের কড়াইতে পড়ে গিয়েছিল।

বাংলায় লিখে আয় করার সাইট ২০২২ : https://grathor.com/earn-money-by-bangla-article-writing/

উত্তর-
১। উন্নত প্রযুক্তি ব্যবহার করে তারবিহীন বিদ্যুৎ ব্যবস্থা।
২‌। এটা শুক্র জাতীয় প্রাণীর মধ্যে বিদ্যমান।
৩। ব্লক জগতে স্টিম ব্লক চেইন এর সকল কার্যক্রম যথা-পোস্ট, কমেন্ট, ট্রান্সফার, আপ ভোট, ডাউন ভোট ইত্যাদি এ সকল কার্যক্রম কে ভেরিফাই করে যারা অংশগ্রহণ করে তাদেরকে বলা হয় witness.
৪। প্রাকৃতিক দুর্যোগ ভয়াবহ টর্নোডে পানির সাথে মাস ও প্রাণী জমা হয়। পরবর্তীতে বৃষ্টির সাথে আবার নেমে পড়ে।
৫। optography।
৬। মর্মান্তিক ২৩ টি ছুরিকাঘাতে।
৭। দ্য অ্যাডভেঞ্চার অফ এস্টিরিক্স।
৮। অক্টোপাস।
৯‌। পম্পেই শহরটি ধ্বংস হওয়ার পিছনে কারণ ছিল মাউন্ট ভিসুভিয়াস অগ্নিগিরির অগ্নুৎপাত। যা ৭৯ খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল।
১০। শিশুকালে গলদের ওষুধের করাইয়ে পড়েছিলেন। এ কারণেই তিনি story cause গ্রামের একজন অতি মানবীয় শক্তির অধিকারী হয়ে রয়েছেন।

১.তড়িৎ চৌম্বক তরঙ্গ এর মাধ্যমে বা তড়িৎ চুম্বক এর মাধ্যমে।
২.অক্সলোটল (Axolotl) (এক ধরনের স্যালাম্যান্ডার)
৩.উইটনেস মূলত স্টিমিট ব্লক চেইন এর সকল ব্লক গুলো প্রডিউস করে থাকে। সেই জন্যই ওদেরকে স্টিমিট ইকো সিস্টেম এর সব থেকে গুরুত্বপূর্ণ বলা হয়।
৪.টর্নেডো
৫.অপ্টোগ্রাফি
৬.ছুরি
৭.দ্যা অ্যাডভেঞ্চার অফ এস্টেরিক্স।
৮.অক্টোপাস
৯.ভিসুভিয়াস এই অগ্নুৎ্পাতের কারনে পম্পেই ধ্বংস হয়।
১০.তিনি যখন শিশু ছিলেন তখন তিনি গলদের জাদুর ওষুধের কড়াইতে পড়েছিলেন,তাই একমাত্র তার অতিমানবীয় শক্তি স্থায়ী ছিল।

আপনাকে শুভেচ্ছা @rme.
এখন পর্যন্ত আমি সবসময় আপনার পোস্ট অনুসরণ করি। আপনার মত স্টিম উদ্যোক্তা এবং বিনিয়োগকারীদের অনুসরণ করার জন্য আমার জন্য একটি অনুপ্রেরণা। কারণ আমি ইন্দোনেশিয়া থেকে এসেছি, এখন পর্যন্ত আমাদের ইন্দোনেশিয়াতে আপনার মতো বিনিয়োগকারী নেই।
এইরকম একটা কুইজ নিতে পেরে খুব ভালো লাগছে। নিচে আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি, হয়তো আমার উত্তরগুলো সব সঠিক নয় কারণ কিছু প্রশ্ন একটু কঠিন।

  1. তার ছাড়া বিদ্যুৎ সম্ভব, এবং গবেষণা টেসলা দ্বারা বাহিত হয়েছে. এই পদ্ধতিটি প্যারাবোলিক পুশ পুল পদ্ধতি ব্যবহার করে।
  2. এই প্রাণীটি প্লানারিয়া নামের এক ধরনের কৃমি। প্ল্যানারিয়ান প্রাণী একটি অসাধারণ পুনরুত্থান ক্ষমতা, যা কেটে ফেলার পরে অঙ্গগুলিকে পুনরায় বৃদ্ধি করার ক্ষমতা রাখে, শরীরের যে কোনও অংশ ক্ষতিগ্রস্থ হলে তা নতুন দিয়ে প্রতিস্থাপন করা হবে।
  3. উইটনেস বা উইটনেস হল স্টিম ব্লকচেইনের মেরুদণ্ড, তারা হল স্টিমিয়ান অপারেটিং কম্পিউটার যা সাক্ষী "নোড" চালায়। মৌলিক ধারণাটি অন্যান্য ব্লকচেইন সিস্টেমে মাইনার এবং মাস্টার-নোডের মতই।. স্টিমিটে বিভিন্ন ক্রিয়াকলাপ যেমন বিষয়বস্তু তৈরি, আপভোট, ওয়ালেটে লেনদেন ইত্যাদির মাধ্যমে তারা যে ব্লকগুলি তৈরি করে তার মাধ্যমে স্টিম তৈরির প্রক্রিয়া বজায় রাখতে সাক্ষী একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যা সদস্যদের দ্বারা পরিচালিত হয়।
  4. এই প্রাণীজ বৃষ্টির ঘটনা সম্পর্কে এখন পর্যন্ত সবচেয়ে যুক্তিযুক্ত অনুমান হল যে শক্তিশালী টর্নেডো বাতাসের দ্বারা চুষে নেওয়ার ফলে শেষ পর্যন্ত এই প্রাণীগুলি তাদের সম্প্রদায়ের বাসস্থান থেকে অনেক দূরে পড়ে যায়, যাতে পশু বৃষ্টির মতো ঘটনা কোথাও থেকে দেখা দেয়।
  5. এই বিজ্ঞানের নাম দেওয়া হয়েছে: চক্ষুবিদ্যা হল মানুষের চোখের অধ্যয়ন
  6. জুলিয়াস সিজারকে তার সিনেটর একটি ড্যাগার অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করেছিল।
  7. কমিক বুক "দ্য অ্যাডভেঞ্চার অফ টিনটিন"। হেহেহে।
  8. টার্ডিগ্রেড প্রাণী, প্রাণী যাদের ডাকনাম "জল ভালুক" (জল ভালুক) তারা পৃথিবীতে সবচেয়ে কঠিন। সামুদ্রিক শুঁয়োপোকার মতো আকৃতির, টার্ডিগ্রেডের পায়ে নখর থাকে।
  9. মাউন্ট ভিসুভিয়াসের অগ্ন্যুৎপাতের কারণে পম্পেইয়ের ধ্বংস যা খুব শক্তিশালী ছিল।
  10. ওবেলিক্স হল অ্যাসটেরিক্সের সেরা বন্ধু, ওবেলিক্স যখন শিশু ছিল, তখন সে জাদুকরী ওষুধের কড়াইতে পড়েছিল এভাবে স্থায়ী অতিমানবীয় ক্ষমতা অর্জন করেছিল

এই মজার কুইজের জন্য ধন্যবাদ। স্টিমিট মেম্বারদের জন্য খুবই ভাগ্যবান যারা আপনার দেশে আছেন এবং যারা বাংলা ভাষায় কথা বলেন আপনাকে পেয়ে।
ইন্দোনেশিয়ায় আমার পক্ষ থেকে শুভেচ্ছা।

Hello ! Thanks for your good content.

Exclusive Bonuses worth $6,600 and Trading Cashback
Global GT Forex Broker Review Exclusive Bonuses worth $6,600 : https://steemit.com/forex/@bestbroker168/global-gt-forex-broker-review

What is Forex Rebate? Why is it Better to Open a Trading Account with Rebate? / Exness Cashback:https://steemit.com/cashback/@bestbroker168/what-is-forex-rebate-why-is-it-better-to-open-a-trading-account-with-rebate-exness-cashback

১. তড়িৎ চুম্বকের মাধ্যমে।
২.অমানবিক প্রানী ।
৩. পোস্ট, কমেন্ট, আপভোট, ট্রান্সফার এগুলো ভেরিফাই করে ব্লক প্রোডাকশনে অংশগ্রহণ করাই উইটনেসের কাজ।
৪. টর্নেডো শক্তির কারণে এগুলো হয়ে থাকে।
৫.অপটোগ্রাফি।
৬. ছুরির আঘাতে।
৭.The adventures of asterix.
৮. অক্টোপাস।
৯. অগ্নু পথের কারণে।
১০.তিনি যখন শিশু ছিলেন তখন তিনি গলদের জাদুর ওষুধের কড়াইতে পড়েছিলেন। যার ফলে অতি মানবীয় শক্তির স্থায়ী অবস্থায় রয়েছেন।

এই প্রতিযোগিতাটি দৈনিক সক্রিয় প্রতিযোগিতার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে

Contest Alerts: Active Contest List on 26th Sep 2022 – Win 450+ STEEM

আরও আপডেটের জন্য অনুসরণ করুন এবং রিস্টিম করুন।
#ContestAlerts #winwithsteem

Loading...

🕉️

১. উত্তর: ওয়াই-ট্রি-সিটি মূলত তার বিহীন বিদ্যুৎ প্রযুক্তি নিয়ে কাজ করছে এই প্রযুক্তিতে বাতাসের মাধ্যমে বিদ্যুৎ ছড়িয়ে দেওয়ার বদলে বিশেষ চুম্বক শক্তির সাহায্যে বিদ্যুৎ প্রবাহিত করা হয়ে থাকে।
২. উত্তর: সামুদ্রিক জেলিফিশ, যেটা সামুদ্রিক জলের সবচেয়ে নিচে বাস করে।
৩. উত্তর: "উইটনেস" স্টিমেট ব্লক চেইনের সকল ধরনের কার্যক্রমকে নিয়ন্ত্রণ করে।
৪. উত্তর: প্রাকৃতিক দুর্যোগ টর্নেডোর ঊর্ধগামী ঘূর্ণনের ফলে পৃথিবী থেকে এ সকল দ্রব্য বা বস্তু আকাশে উঠে মেঘের সাথে মিশে যায় এবং পরে সেটা বৃষ্টি আকারে পৃথিবীতে ফিরে আসে।
৫. উত্তর: "জটিল অপটিক্যাল সিস্টেমের" মাধ্যমে চোখ আলো সনাক্ত করার পরে নিউরনে ইলেকট্র ক্যামিক্যাল ইমপালস এ রূপান্তর করে।
৬. উত্তর: আততায়ীর প্রায় ২৩ টি ছুরিকাঘাতে মৃত্যুবরণ করে;
৭. উত্তর: দি লিটন প্রিন্স 250 ভাষায় সর্বাধিক অনূদিত হয় এখন পর্যন্ত।
৮. উত্তর: বিজ্ঞানী অ্যালিস সিলভারের দাবি অনুযায়ী "মানুষ" পৃথিবীর বাইরে থেকে আসার প্রানী ।
৯. উত্তর: আগ্নেয়গিরি দুই দিনব্যাপী ভীষণ অগ্নুৎপাতের ফলে কমপয় নগরী ধ্বংস হয়।
১০. উত্তর: ওবেলিক্স শিশুকালে "দাহের ড্রুইভের ফুল্কিতে" পড়েছিলেন যেটা ছিল মন্ত্রপূত যাদুর পানীয় সেজন্য তার শরীরে চিরতরে অতি মানবীয় শক্তি উপস্থিত হয়েছিল।