গতকালের বিশেষ হ্যাংআউট -এ আমি জয়েন করেছিলাম এক্কেবারে সঠিক সময়ে, শত ব্যস্ততার মাঝেই । বাড়িতে একটা ঘরোয়া পার্টি ছিলো, তা সত্ত্বেও পুরোটা সময় আমি হ্যাংআউট -এ উপস্থিত ছিলাম । পুরো দু'ঘন্টা ছিলাম । আমার দেখা এ যাবৎ সব হ্যাংআউট এর মধ্যে কালকের রাতের হ্যাংআউটই ছিল সর্ব সেরা । আমার বাংলা ব্লগের এত্ত এত্ত ট্যালেন্টেড ব্লগার আছে সে সম্পর্কে আমার বিন্দু মাত্র কোনো ধারণাই ছিল না এর আগে ।
পুরোটা সময় আমি একেবারে মন্ত্রমুগ্ধ ছিলাম । সংগীত পরিবেশন, কবিতা আবৃত্তি, স্বরচিত কবিতা পাঠ আমাকে আনন্দে বিহ্ববল করে দিয়েছিলো । সর্বোপরি কমিউনিটির অ্যাডমিন ও মডারেটর দের এই বিশেষ আয়োজনে আমি সত্যি আবেগতাড়িত হয়ে পড়েছিলাম । আমি কাল হ্যাংআউট এ কোনো কথা বলিনি, কিন্তু উপভোগ করেছি প্রতিটা শব্দ প্রতিটা মুহূর্ত ।
কালকের বিশেষ হ্যাংআউট এ পরিচালকের ভূমিকায় ছিলেন আমাদের শ্রদ্ধেয় হাফিজ ভাই, বন্ধু সুমন , আরিফ এবং শুভ ভাই । সহযোগিতায় ছিলেন ছোট বোন নুসু এবং ছোট ভাই সিয়াম । এ ছাড়াও নেপথ্যে সহযোগিতা করে গেছেন বৃষ্টি ম্যাডাম, আইরিন ম্যাডাম, তানজিরা ম্যাডাম, নির্মাল্য এবং রূপক ভাই । আর দীপ্র আমার বাড়িতেই ছিলো, পার্টিতে । সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি ।
এবার আসি হ্যাংআউট এ । অনেকের নাম ই আমি ভুলে গিয়েছি এই মুহূর্তে, তবে যাঁদের নাম শুধু মনে করতে পারছি তাঁদেরকেই শুধু উল্লেখ করছি । কিন্তু এর মানে এই নয় যে সবার অংশগ্রহণ আমি মিস করে গিয়েছি । সবার পারফরম্যান্স -ই উপভোগ করেছি সমান ভাবে এবং সবার পারফরম্যান্স -ই আমার দারুন ভালো লেগেছে ।
ব্যান্ড সংগীত পরিবেশন করেছিলেন রাজু ভাই । দারুন ছিল । রবীন্দ্র সংগীত পরিবেশন করেছিলেন সাগর ভাই । "আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে " । আমার খুবই প্রিয় একটি গান । দারুন লেগেছিলো । ঈশা দারুন একটি হিন্দি গান পরিবেশন করেছিল । মন ছুঁয়ে গেছিলো । অচেনা এক ভাই গিটার বাজিয়ে একটি রক সংগীত শুনিয়েছিলেন । এনজয় করেছিলুম ভীষণ । প্রফেশনাল সিঙ্গার মনে হয়েছিল । এর পরে অচেনা নারী কণ্ঠে আরো একটি দুর্দান্ত সংগীত শুনেছিলাম আমি । সো নাইস ।
এর পরে আসি কবিতা আবৃত্তিতে । সর্ব প্রথম কবিতা আবৃত্তি করেছিলেন আমাদের সবার প্রিয় সেলিনা ম্যাডাম । অসাধারণ কণ্ঠে অসাধারণ একটি কবিতা শুনলাম ।মনটা সত্যি ভরে গেলো । তারপর আমার খুবই প্রিয় ছোট বোন ঈশা তার স্বরচিত কবিতা পাঠ করলো । পুরোটা সময় আমি অবাক বিস্ময়ে বিভোর ছিলাম । অসাধারণ বললেও ভুল বলা হবে । একটাই শব্দ এর জন্য পারফেক্ট - "অনির্বচনীয়" । এরপরে আমার খুব প্রিয় ছোট বোন নুসু একটি কবিতা শোনালো, মুগ্ধ হয়ে শুনলাম । কবিতাটি ছোট্ট , কিন্তু আবৃত্তিটা ছিল অসাধারণ । সায়মা ম্যাডাম এর কবিতাটিও সত্যি আমার মন ছুঁয়ে গেছিলো । ওনার বাচনভঙ্গিও ছিল খুবই চমৎকার । অসাধারণ লেগেছিলো কবিতাটি ও তার আবৃত্তি ।
শেষে মাস্টারপিস । বিদ্রোহী কবির এই কবিতাটি আমার অসমম্ভব প্রিয় । আবৃত্তিটাও ছিল প্রফেশনাল লেভেলের। এ প্লাস ক্যাটেগরির । দুঃখের বিষয় কণ্ঠের অধিকারীকে আমি চিনতে পারলাম না । তবে ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ।
এরপরে আরো অনেকেই অনেক অসাধারণ পারফরম্যান্স শো করেছেন । কিন্তু, দুঃখের বিষয় সবার নাম এই মুহূর্তে স্মরণ করতে পারছি না । সব হ্যাংআউট পার্টিসিপেন্ট দের জন্য এবং পারফরমারদের জন্য অ্যাডমিন ও মডারেটরদের তরফ থেকে অনেক giveaway র ব্যবস্থা ছিলো । মানুষের উন্মাদনা ছিলো চোখে পড়ার মতো । প্রতি সেকেন্ডে ৩০+ মেসেজ সেন্ট হচ্ছিলো জেনারেল চ্যাট এ । প্রতি মিনিটে ৩ টি এয়ারড্রপ ছিলো অ্যাডমিন ও মডারেটরদের পক্ষ থেকে । আমি মাঝখানে কিছুক্ষনের জন্য স্লো মোড অন করি । ৬ ঘন্টা দিয়েছিলাম । তারপরেও সেকেন্ডে ৫ টি করে মেসেজ সেন্ট হচ্ছিলো । ওগুলো ছিল পেন্ডিং মেসেজ । বাফার থেকে সেন্ট হচ্ছিলো ।
সব মিলিয়ে আমি অভিভূত ছিলাম পুরো সময়টা জুড়ে ।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং যা সব চাইতে দুর্লভ বস্তু সেই --
হ্যাংআউটে তারা যা বলেছিল তা কিছু না বোঝা সত্ত্বেও, আমি গান শুনে একটি দুর্দান্ত সময় কাটিয়েছি এবং সাধারণ চ্যাট সম্পূর্ণরূপে পাগল, যেমন আপনি বলছেন প্রতি সেকেন্ডে 30টি বার্তা পাঠানো হয়েছিল এবং পুরষ্কারগুলি দুর্দান্ত ছিল, আমি প্রায় 2 স্টিমে পৌঁছেছি।
কিন্তু একটা ছোট সমস্যা ছিল। সিয়াম একজন খারাপ ডিজে, সে স্ট্রীম লাইভে প্রতি মুহুর্তে যে গানগুলো রিপিট করত সেগুলি দিয়ে সে আমাকে কাঁদিয়েছিল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গতকাল হাফিজ ভাই যখন বললো আজকে আমার বাংলা ব্লকের স্পেশাল ডে। আপনারা সবাই হ্যাং আউট উপস্থিত থাকবেন। তখন থেকে হাংআউট এর জন্য অপেক্ষা করতেছিলাম। হাংআউট এর পুরো সময়জুড়ে আনন্দ-উল্লাসে মেতে উঠেছে। একটা সময়ের জন্য হাসি থামাতে পারেনি। খুবই সুন্দর সময় কেটেছে। সকলে গান কবিতা খুবই ভালো লেগেছে, কিন্তু স্পেশাল ডে সম্পর্কে সঠিকভাবে জানতে পারছিলাম না। ভেবেছিলাম আপনার জন্মদিন কিংবা আমার বাংলা ব্লগ এর জন্মদিন। কিন্তু আপনাদের বিবাহ বাষিক সেটা আপনার ছবি দেওয়ার পরে জানতে পারলাম। আপনার বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানায়। চিরকাল আপনাদের ভালোবাসা বেঁচে থাকুক এই দোয়ায় করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গতকাল খুব সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছি দাদা ।আপনাদের সাথে এত সুন্দর মুহূর্ত উপভোগ করতে আমার খুবই ভালো লেগেছে। বিশেষ করে বিভিন্ন ধরনের গান কবিতার মাধ্যমে সুন্দর মুহূর্তটা ভালোভাবে উপভোগ করতে পেরেছি। আপনি খুব সুন্দর করে সেই উপভোগ করা মুহূর্তর গল্প অনুভূতি ভালোভাবেই আমাদের সাথে শেয়ার করেছেন। সেটা জানতে পেরে খুবই ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কালকের এই আনন্দ মুখর পরিবেশ আমাদের সবাইকে ও আবেগ মুখর করে ফেলেছিল। এতটা আনন্দপূর্ণ সময় কমিউনিটিতে হয়েছিল কিন্তু এতটা জমে ওঠেনি। আমার সবথেকে ভালো লেগেছে যখন আমার সঙ্গে সবাই গেয়ে উঠলো আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে।
আমার এটি জেনে খুব ভালো লাগলো যে আপনার এই রবীন্দ্র সংগীত টি অনেক ভালো লেগেছে। এখন নিজেকে ধন্য মনে হচ্ছে দাদা। 🎉🔥
ভালোবাসা অবিরাম। আপনার ও আপনার পরিবারের জন্য রইল শুভেচ্ছা ও অভিনন্দন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ দাদা আপনি ঠিকই বলেছেন কালকের হ্যাংআউট টা ছিল অসাধারণ একটা হ্যাংআউট। অন্যান্য সব দিনের তুলনায় কালকের হ্যাংআউট টি অনেক বেশি ইনজয় করেছি ।কালকের হ্যাঙআউট অসাধারণ তো হতেই হবে কেননা আমাদের সবার প্রিয় ও অসাধারণ দাদার স্পেশাল ডে বলে কথা।দাদা আপনার লেখাটি পড়ে খুবই ভালো লাগলো।কালকের হ্যাংআউট এর উল্লেখযোগ্য অংশ আপনি তুলে ধরেছেন।অনেক ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমে জানাই এডমিন মডারেটরদের শুভকামনা। যারা কতকাল সুন্দর একটি হাংআউট এর আয়োজন করেছিল। হাংআউট এর কারণে আমরা সকলেই সুন্দরভাবে আনন্দ উল্লাস করতে পেরেছি। পুরো সময়টা অনেক আনন্দ উপভোগ করেছি। আর যখন জানতে পারলাম স্পেশাল ডে সম্পর্কে তখন খুবই ভালো লেগেছে। প্রথমে আপনার বিবাহ বার্ষিকী শুভেচ্ছা জানাই। স্পেশাল ডে সম্পর্কে সঠিকভাবে জানতে পারছিলাম না তাই ভেবেছিলাম হয়তো জন্মদিন হবে। কিন্তু বিবাহ বার্ষিক এটা আসলেই খুবই গুরুত্বপূর্ণ। এভাবেই সারাজীবন ভালবাসা বেঁচে থাকুক। ভালোবাসা কখনো শেষ হবার নয়।ভালোবাসা চিরকাল থাকবে এই আশা করি।বৌদি ও আপনার জন্য শুভেচ্ছা রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমেই শুভেচ্ছা জানাই দাদা আপনাকে ও বৌদিকে। টিন টিন বাবুর জন্য রইল হৃদয় নিংরানো ভালবাসা। দাদা গতকালকের সব কিছুই সুন্দর ভাবে গুছিয়ে লিখেছেন সত্যি গতকালকের হ্যাং আউট টি বিগত দিনের মধ্যে সবচাইতে মজার ছিল। অনেক মজা করেছি। প্রত্যেকেই দারুন সব গান কবিতা কৌতুক উপহার দিয়েছে। খুবি ভাল ছিল। দাদা আপনার জন্যই আজকে আমার বাংলা ব্লগ এতদূর এগিয়েছে। আপনি বৌদি পাশে আছেন বলেই সব কিছুই দারুন লাগে। গতকালের দিনটির জন্য আপনাদের আবারো শুভেচ্ছা জানাই। আপনারা সকলে সুস্হ থাকেন এই প্রার্থনা করি ভগবানের কাছে। আমি খুবি আনন্দিত হয়েছি যে আপনার লেখার মাঝে আমার লোগো টি ঠাই পেয়েছে। যাই হোক এমন একটি দিন বার বার ফিরে আসুক এই কামনাই করি। ভাল থাকবেন দাদা। শুভেচ্ছা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আসলে আমার বাংলা ব্লগের কালকে খুবই স্পেশাল ডে ছিল। সকলেই বলতেছিল যে আমার বাংলা ব্লগের স্পেশাল ডে। কিন্তু কি জন্য স্পেশাল ডে এটা জানতে পারছিলাম না।আপনি যখন বৌদির সাথে একটি ছবি দিলেন তখন বুঝতে পারলাম যে আপনাদের বিবাহ বাষিক। আপনাদের বিবাহ বার্ষিকী শুভেচ্ছা জানাই।ভালোবাসার বন্ধনে চিরকাল বেঁচে থাকুক আপনাদের ভালোবাসা গতকাল হ্যাংআউট অনেক আনন্দ করেছি।পুরো সময়জুড়ে খুবই আনন্দ উপভোগ করেছে। হাংআউটটা খুবই সুন্দর ভাবে হয়েছে কবিতা আবৃত্তি গান সকলকে নিয়ে মনমুগ্ধকর সময় উপভোগ করেছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই দাদাকে গতকাল হাফিজ ভাই যখন বলল যে আজকে আমার বাংলা ব্লগের স্পেশাল ডে।আজকে হ্যাং আউট হবে। তখন থেকেই হাংআউট এর জন্য অপেক্ষা করতেছিলাম।পুরো সময় ধরে অনেক মজা করেছি। গতকাল খুবই এনজয় করেছি।এক ঘণ্টা পার হয়ে গেছে তারপরেও হ্যাং আউট থেকে আসতে মন চাচ্ছিল না। সবার সুন্দর সুন্দর কবিতা গান মনমুগ্ধকর লেগেছে। খুব বেশি মজা করেছি কালকে।এই দিনটা খুব মিস করছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যিই কাল একটি বিশেষ দিন ছিল এবং সেরা হ্যাংআউট ছিল।যেখানে শুধুমাত্র আনন্দ ও বিনোদন ছিল পুরোটা সময় জুড়ে।তাছাড়া আমি তো নির্বাক শ্রোতা হয়ে দারুণ উপভোগ করেছিলাম ।আর শুধু মনে চিন্তা হচ্ছিল এটি কিসের জন্য ,কি কারণে বিশেষ দিনটি।পুরো সময়টি উপভোগ করলাম ,একে একে মানুষ হ্যাংআউট ছেড়ে বের হয়ে যেতে লাগলো।কিন্তু প্রশ্নটি মনে রইয়েই গেল,হঠাৎ কেউ একজন উত্থাপন করলেন এটি আমার ও প্রশ্ন।বিশেষ দিনটি কিসের জন্য?তারপর জানতে পারলাম আমাদের সকলের প্রিয় দাদা ও বৌদির শুভ বিবাহ বার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠান।মনের মধ্যে অজানা প্রশ্নটির উত্তর পেয়ে গেলাম।খুবই ভালো লাগলো।ভালোবাসা অবিরাম দাদা।অনেক ধন্যবাদ দাদা,সর্বদা অনেক অনেক ভালোবাসা, শ্রদ্ধা ও শুভকামনা রইলো আপনাদের প্রতি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গতকাল যে সময় হ্যাং আউট শুরু হয়েছিল ঠিক সেই সময় আমার বাসায় অনেকগুলো মেহমান।
হাংআউট এর জয়নিং করে লাউড স্পিকার দিয়ে টেবিলে রেখে কাজ করতে ছিলাম।আর সবার পরিবেশনা গুলো উপভোগ করছিলাম।ছিলাম দুটার মধ্যে একদিকে মেহমানদারী করা অন্যদিকে হ্যাংআউট জয়েনিং দুই মিলে আমি যেন খিচুড়ি হয়ে গিয়েছিলাম। যখন শুভ ভাইয়া আমার কবিতা পাঠের কথা বললগ,, ঠিক সেই সময় আমি খাবার পরিবেশন করতে ছিলাম মেহমানদের।কি অবস্থা একটু ভেবে
দেখুন কাল কিন্তু আমি গিটার বাজিয়ে একটি চমৎকার গান পরিবেশন করতে চেয়েছিলাম কিন্তু সময় আমার অনুকূলে ছিল না।।
যাই হোক আমাদের সকলের প্রিয় শ্রদ্ধাভাজন দাদা আমার কবিতা অনেক পছন্দ করেছেন বলে আমি নিজেকে ধন্য মনে করছি সেই সাথে দাদার আগামীর পথ চলা আরো সুগম হোক এই প্রত্যাশা।
এটাও সত্যি যে আমার বাংলা ব্লগে সত্যিই অনেক ট্যালেন্ট আছে যাদের সকলের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা♥♥
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি গতকালের হ্যাংয়াউট ছিল এ জাবত কালের সেরার সেরা। এতো দারুন অনুভুতি লেগেছিল ভাষায় প্রকাশের না।সবাই জেন নিজের ঘরের মধ্যে আব্ধ হয়ে আমরা পার্টি করছি আমার তেমনটাই মনে হচ্ছিল।জখন "আমরা সবাই রাজা"গান টা হচ্ছিল হাফিজ ভাই বলে উঠলেন সবাই একসাথে যেনো একটা বাস্তব স্টেজ শো চলছিল।এতো এতো আনন্দ করেছি কালকে কি বলবো।এর সব ক্রেডিট দাদা আপনি। আপনার জন্যই এগুলো সম্ভব হয়।ভালোবাসা নিবেন দাদা💖
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভালোবাসার অপর নাম আমার বাংলা ব্লগ, এই সত্যটাই কাল আবারও প্রকাশ করেছিলেন। সত্যি বলতে কমিউনিটির সকল সদস্যরা মিলে, নিজেদের আবেগ, ভালোবাসা এবং অনভূতির পুরোটা নানাভাবে প্রকাশের মাধ্যমে সেই সত্যটাকে সম্মুখে নিয়ে এসেছেন আবার।
আমরা নিজেরাও সত্যি এটা কল্পনা করতে পারি নাই, এই রকম একটা পরিবেশ তৈরী হবে, বা সবাই এতোটা আপন ভেবে কমিউনিটিতে নিজেদের উপস্থিতি নিশ্চিত করবে। আসলে প্রতি সপ্তাহে হ্যাংআউট একটা নির্দিষ্ট দিনে অনুষ্ঠিত হয়, যার কারনে সবাই প্রস্তুতি নেয়ার সুযোগ পান। কিন্তু কালকের বিষয়টি ছিলো সম্পূর্ণ ভিন্ন, খুবই অল্প সময়ের মাঝে, ছোট্ট একটা নোটিশের গুরুত্ব কতোটা হতে পারে, সেটার জ্বলন্ত উদাহরণ ছিলো গতকাল।
আসলে আমার বাংলা ব্লগের বিশেষ দিন মানে, সকলের বিশেষ দিন, তাই সবাই গুরুত্বপূর্ণ সব কিছু বাদ দিয়ে নিজেদের উপস্থিতি নিশ্চিত করার মাধ্যমে, কমিউনিটি এবং কমিউনিটির ফাউন্ডারের প্রতি ভালোবাসা প্রকাশের সুযোগটা কেউ মিস করতে চায় নাই।
এটা নিঃসন্ধেহে সত্য, এ যাবত কালের শ্রেষ্ঠ হ্যাংআউট ছিলো গতকালেরটা। আমি আশা করবো, এই ভালোবাসাটা সব সময় থাকবে। আপনাকেও ধন্যবাদ দাদা, আমার বাংলা ব্লগের মাধ্যমে আমাদের এভাবে উজ্জীবিত করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে দাদা গতকাল হাফিজ ভাই বলেছিল আমার বাংলা ব্লগ স্পেশাল ডে। কিন্তু স্পেশাল ডে সম্পর্কে আমরা জানতে পারলাম না। যে কী কারণে স্পেশাল ডে তার পরেও পুরো সময় ধরে অনেক আনন্দ উল্লাসে মেতে উঠেছি। সকলের সুন্দর সুন্দর গান কবিতা আমার খুবই ভালো লেগেছে। বিশেষ করে যখন জানতে পারলাম আপনার ছবি দেওয়ার পরে যে আপনাদের বিবাহ বাষিক। তখন সত্যি আমি অনেক আনন্দ উপভোগ করেছি। যে স্পেশাল ডে সম্পর্কে জানতে পারলাম আপনাদের বিবাহ বার্ষিক উপলক্ষে আপনাদের জন্য রইল শুভকামনা। আপনাদের ভালোবাসা একি বন্ধনে বেঁচে থাকুক এই দোয়া করি। ভালোবাসা বেঁচে থাকুক সবার মাঝে এবং চিরকাল ভালোবাসা কখনো শেষ হবার নয়। আপনাদের ভালোবাসা সারা জীবন বেঁচে থাকুক এটাই প্রত্যাশা আমার।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কাল পুরোটা সময় খুবই এনজয় করেছিলাম। এযাবৎ যতগুলা হ্যাং আউট হয়েছে তার মধ্যে সবথেকে বেশি মজা করেছি কালকের হ্যাংআউটে।সবাই অনেক দারুন ভাবে তাদের নিজ নিজ অবস্থান থেকে আমাদের সবাইকে আনন্দ দিয়েছে। সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। এবং আপনাদের দুজনের জন্য অনেক অনেক শুভকামনা ও আশীর্বাদ রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কি আর বলব দাদা এ যাবত যতগুলা হ্যাং আউট করেছি তার মধ্যে গত কালকের হ্যাংআউট টা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। পুরোটা সময় খুবই এনজয় করেছিলাম, সবাই এত এত গান কবিতা অনেক কিছু আবৃতি করে আমাদের মাঝে উপস্থাপন করেছিল। সত্যিই আমার বাংলা ব্লগ কমিউনিটির প্রতিটা সদস্যের মধ্যে প্রতিভা বিদ্যমান। সবাই অনেক দারুন ভাবে তাদের নিজ নিজ অবস্থান থেকে আমাদের সবাইকে আনন্দ দিয়েছে। সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, সেই সাথে আপনার জন্য রইল শুভকামনা। আপনার পরবর্তী দিনগুলো যেন খুবই সুন্দর ভাবে পরিচালিত হয়💞💞
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভালোবাসার অপর নাম আমাদের ফ্যান্টম দাদা । আর আপনাকে ভালোবেসেই আমরা কমিউনিটিকে পরম যত্নে আগলে রাখার চেষ্টা করি সব সময় ।
কালকের হ্যাংআউটের পর আমি শুধু অবাক হয়ে ভেবেছি আমি যদি এই পরিবারের মাঝে না থাকতাম তাহলে জীবনে অনেক কিছুই মিস করে যেতাম। কমিউনিটির প্রতি কতটা টান থাকলে এক ডাকে সবাই এভাবে সারা দিতে পারে সেটার জলজ্যান্ত প্রমাণ কালকের হ্যাংআউটেই পাওয়া গেছে। ভালোবাসা ছড়িয়ে পড়ুক আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল মেম্বারের প্রতি।
তবে কালকের হ্যাংআউটে আপনার উপস্থিতি টাই আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া ছিল। আপনার উপস্থিতি দেখেই আমরা অনেক খুশি হয়ে গিয়েছিলাম। আমি মনে প্রাণে চাই আমাদের এই বন্ধনগুলো আজীবন টিকে থাকুক। ভালোবাসা অবিরাম 💝💝 প্রিয় দাদা 💝💝
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি কালকে হ্যাংআউট টা মনে রাখার মতো ছিল। অনেকেই গান, কবিতা, জোকস শুনিয়েছিল। আমার ব্যক্তিগত ভাবে ইশা দিদির হিন্দি গান সব চেয়ে ভালো লেগেছে। সুন্দর কন্ঠে সুন্দর সুন্দর গান শুনিয়েছিল। আর @rexsumon ভাই ২৫ স্টিম গিফট করেছিল যারা যারা হ্যাংআউটে শেষ পর্যন্ত ছিল। সব মিলিয়ে কালকের রাতটা অসাধারণ ছিল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যিই অনেক ইনজয় করেছি আমরা এমন হ্যাংআউট আগে কখনো হয়নি তবে একটি সরনিও দিন ছিলো। এখানে সবাই এতো সুন্দর সুন্দর কন্ঠে গান এবং কবিতা আবৃত্তি করেছেন শুনে অনেক বেশি ভালো লেগেছে। আমার বাংলা ব্লগ কমিউনিটির জন্য একটি বিশেষ দিন ছিলো। সবাই কিছু না কিছু উপহার দেওয়ার চেষ্টা করেছিলেন। দেখে অনেক বেশি ভালো লেগেছে। পরিশেষে দাদা এবং বৌদির শুভ বিবাহ 💒 বার্ষিক এর জন্য অভিনন্দন। আর আপনাদের জন্য মন থেকে দোয়া রইলো আগামী দিন গুলো যেনো আরো ভালো কাটে। শুভকামনা রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এতোসব মনে থাকার একটা মাত্র কারণ হচ্ছে আমরা সবাই ই আপনার মনে জায়গা করে নিতে পেরেছি আর যাদের নাম মনে নেই তারা একেবারেই প্রথম করেছে তাই জন্যই মনে নেই। নাহলে তাও মনে থাকতো।
আমার আসলে কোনো প্রিপারেশন ই ছিলোনা দাদা।আমি এটার প্রিপারেশন ই ছিলাম যে সবটা সামলাবো এডমিন, মডারেটর দের সাথে।তবে এতো সুন্দর একটি সময়ে নিজের অংশগ্রহণটা না রেখে পারলাম না।
সত্যিই আমরা খুব সুন্দর ও মজার একটি সময় কাটিয়েছি দাদা।কোনো অভিযোগ ছিলোনা, কোনো সমস্যা ছিলোনা, কোনো নিয়মকানুন ছিলোনা, শুধু ছিলো সকলের আনন্দ, ভালোবাসা।
এটি শুধু কমিউনিটি নয়,,এটি একটি পরিবার।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আপনাদের শুভ বিবাহ বার্ষিকীতে আমার প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা রইল। সারা জীবন দাদা ও বৌদি যেন স্বর্গীয় সুখ নিয়ে পৃথিবীতে দীর্ঘজীবী হয়ে থাকেন এই কামনাই করি
হাফিজ ভাইয়ের অ্যানাউন্সমেন্ট পড়ে জানতে পারলাম বিশেষ হ্যাংআউট এর ব্যবস্থা আছে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত হ্যাংআউট মনের মত করে উপভোগ করেছি। আমরা একে অপরের মনের ভাব, মনের আবেগ এই হ্যাংআউট এর মধ্য দিয়ে প্রকাশ করেছি। দাদা এবং বৌদির জন্য অফুরন্ত শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি কালকে বোনের বাসায় গিয়েছিলাম যার কারণে হ্যাংআউটে এর প্রথম এর কিছু অংশ মিস করে ফেলেছি। কিন্তু পরে যখন গাড়িতে উঠেছি পুরোটা সময় আমি উপভোগ করেছি অনুষ্ঠানটি। শুনতে শুনতে কখন বাসায় পৌঁছে গিয়েছি টেরই পাইনি। কালকের হ্যাংআউট টি আমার জয়েন করা এ যাবৎকালের মধ্যে সর্বশ্রেষ্ঠ হ্যাংআউট । কালকের হ্যাংআউটটি এত সুন্দর হওয়ায় আবারও প্রোমানিত হলো যে আমরা সকলে দাদাকে কতটা ভালোবাসি। কালকে বিশেষ দিন উপলক্ষে হাংআউট এর আয়োজন করা তে এডমিন মডারেটর সকলকে ধন্যবাদ জানাই। দাদা এবং বৌদি কে আবারো শুভেচ্ছা জানাই। আপনারা দীর্ঘজীবী হোন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার কথার সাথে আমি একদম একমত দাদা। আর এতগুলো হ্যাংআউট এর মধ্যে সবথেকে সুন্দর হ্যাং আউট হয়েছে কালকে। আমি নেটওয়ার্কের প্রবলেম এর কারনে একটু লেটে ঢুকেছি তারপরও আমি অনেক সুন্দর ভাবে উপভোগ করেছি। রাজু ভাইয়ের গানটি আবার গিয়েছিলেন তখন আমি শুনেছি
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা সত্যি একটা অসাধারণ দিন ছিলো, হঠাৎ এনাউন্সমেন্ট দেখলাম রাতে হ্যাংআউট আছে, তারপর ঢুকলাম হ্যাংআঊটে সবাইক দেখি গান গায় প্রথমে হীরামনি ভাবি গান গাইলো, তারপর নূর আপু, এক ভাইয়া কবি নজরুলের বিদ্রোহী কবিতা আবৃত্তি করে মাস্টারপিস আমার অনেক ভালো লাগছিলো। সত্যি এই হ্যাংআউটের স্মরণ কালের সেরা হ্যাংআঊট ছিলো😍😍😍😍
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা একেবারেই অন্যরকম ছিলো। আমার কাছে বেস্ট হ্যাংআউট ছিলো। খুব মজা পেয়েছি। সবাই এতো খুশি ছিল যে দেখেও খুব ভালো লেগেছিল। কি অসাধারণ একটি সময় কাটিয়েছি বলে বঝাতে পারবো না৷ দাদা আপনাদের সাথে। আপনাদের বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা রইল দাদা। আপনাদের ভালোবাসা এবং সুখের সংসার যেন আরও সুখের হয়ে ওঠে এই কামনা করি দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যিই বলেছেন দাদা গতকালের মতো মজা আনন্দ কোন হ্যাংআউট এই পর্যন্ত হয়নি। গতকালের দিনটা প্রচুর ইনজয় হয়েছে হ্যাংআউট এ।এর আগে হ্যাংআউট এ তো মজা আনন্দ আমি পাই নাই। পুরো রোমাঞ্চকর একটা সময় কাটিয়েছি কালকে। এটা একটা স্মৃতির পাতায় জড়িয়ে যাবে। জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের মডারেটর এবং ফাউন্ডার দের জন্য। আমাদের জন্য এত সুন্দর একটি সময় তৈরি করার জন্য। আর আপনার জন্য কালকের দিনটি অতি স্পেশাল ছিল। ওই উপলক্ষেই কালকের সব আয়োজন। যাই হোক সব মিলিয়ে একটা রোমাঞ্চকর সময় কাটিয়েছি কালকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আপনাকে প্রথমে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও ভালোবাসা। আসলেই কালকে রাতে অনেক সুন্দর একটা সময় কাটিয়েছি আমার বাংলা ব্লগের সকল সদস্যরা। যেখানে ছিল মনমুগ্ধকর পরিবেশ। প্রত্যেক সপ্তাহের হ্যাংআউট এর মতই এটা ছিল একটা বিশেষত্ব বা স্পেশাল হাংআউট। যেখানে ছিল কথা বলার সবার উপস্থিতি। গানে ও কবিতায় অনেক পরিপূর্ণ ছিল কালকের হাংআউট। আমরা সবাই অনেক উপভোগ করেছি। সামনের দিনেও আরো এভাবেই স্পেশাল হাংআউট উপভোগ করতে চাই এই প্রত্যাশাই করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আপনি যে নজরুল সঙ্গীতের আবৃত্তির ব্যাক্তিকে চিনতে পারেন নি,উনি হলেন পশ্চিমবঙ্গের ভিভ ভাই।পুরো হাঙ্গউৎ ই আমার কাছে খুব ভালো লেগেছে।প্রত্যেকের পরিবেশনা অসাধারণ ছিল।স্পেশাল এই দিনের পারফরম্যান্সও বেশ স্পেশাল ছিল।আপনাদের সম্পর্ক জনম জনম ধরে টিকে থাকুক এই কামনাই করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একপাশে দাদা অন্যপাশে বৌদি মাঝখানে দুজনের চোখের মনি টিনটিন সোনা। আপনাদের সবার জন্য রইলো আমার ভালোবাসা ও দোয়া। সৃষ্টি কর্তা যেন আপনাদের সব সময় সুস্থ এবং আনন্দে রাখেন।আর গতকালের মত রাত আপনাদের জীবনে হাজার বার আসুক এবং উদযাপন করেন সবাইকে নিয়ে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি একেবারে ঠিক কথা বলেছেন দাদা। গতকালের হ্যাংআউট ছিল এ যাবৎ কালের সেরা হ্যাংআউট। হ্যাংআউটের আগে আমার ব্যক্তিগত একটা বিষয়ের জন্য আমার মন খারাপ ছিল। কিন্তু হ্যাংআউটে গিয়ে সবার সাথে সুন্দর মূহুর্ত এবং গান কবিতা এককথায় অসাধারণ কাটে সময়টা। এবং আমার মনটাও ভালো যায়। সবার গান কবিতা খুবই ভালো ছিল।
তবে আমার কাছে বিশেষভাবে ভালো লেগেছে mrnazrul এর স্বরচিত কবিতা। উনি এই বয়সেও যে উদ্দিপনা নিয়ে আবৃত্তি করেছেন এককথায় অসাধারণ। সবমিলিয়ে খুব উপভোগ করেছিলাম। আর giveway এর কথা নাই বা বললাম।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গতকাল রাতের হ্যাংআউটে কাটানো প্রতিটি মুহূর্ত অসাধারণ ছিল। আমরা সকলে মিলে অনেক সুন্দর কিছু মুহূর্ত কাটিয়েছি। দাদা আপনার আনন্দঘন দিনে আমরা আপনার সাথে একত্রিত হতে পেরেছি এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। আপনি সব সময় আপনার আনন্দঘন মুহূর্ত গুলো আমাদের সাথে শেয়ার করেন এটা খুবই ভালো লাগে। এছাড়া সকলের গান, কবিতা ও অন্যান্য প্রতিভাগুলো আমাকে মুগ্ধ করেছে। প্রতিটি মুহূর্ত খুবই উপভোগ করেছি। দাদা আপনি আপনার প্রিয় মানুষটির সাথে এভাবেই ভালো থাকুন এবং সারা জীবন একসাথে পথ চলতে পারেন যেন এই কামনাই করি। আপনাদের ভালোবাসার বন্ধন চিরকাল অটুট থাকুক সবসময় এই কামনাই করি। দাদা আপনি যেমন একজন ভালো মনের মানুষ তেমনি বৌদিও অনেক ভাল মনের একজন মানুষ। বৌদিকে আমার খুবই ভালো লাগে। সত্যি কথা বলতে আপনারা দুজন দুজনার জন্যই জন্মেছেন এই পৃথিবীতে। আপনাদের এই ভালোবাসার বন্ধন চির অটুট থাকুক এই কামনাই করি দাদা। অনেক অনেক শুভকামনা রইল আপনাদের জন্য এবং আপনাদের দাম্পত্য জীবন অনেক সুখের হোক এই কামনাই করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে দাদা আমাদের জন্য আগামী কালকে সুন্দর একটি স্পেশাল দিন ছিল তার মধ্যে আপনি অবস্থিত তাকায় অনেক আনন্দ পেয়েছি এবং সবাই আনন্দ পেয়েছে আপনি এবং আমাদের বৌদির প্রতিটা মুহূর্ত ভালোভাবে কাটুক এই কামনা করি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার পোষ্ট আমি সম্পূর্ণভাবে পড়ছিলাম, হঠাৎ যখন আপনার পোস্টে একটি অংশে নিজেকে খুঁজে পেলাম তখন যে আমার মধ্যে কি আনন্দ হচ্ছিল তা ঠিক বোঝাতে পারবো না।
দাদা আমার গান শুনতে পেরেছে এতেই আমি ধন্য। তবে দাদা আমি প্রফেশনাল সিঙ্গার নই, আমি গানটা কে খুব ভালোবাসি। হ্যাংআউটে এই প্রথম আমি মাইক ওপেন করে আপনাদের জন্য গান করেছি। সবাই যে আমার গান এত পছন্দ করবে এটা আমি ভাবতে পারিনি।
যাইহোক আপনার বিশেষ দিনের একটি অংশ হতে পেরে আমি নিজেকে ধন্য মনে হচ্ছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা প্রথমে জানাই আপনাদের বিবাহ বার্ষিকী জন্য মন প্রাণ থেকে ভালোবাসা ও অভিনন্দন ।আপনাদের এই বন্ধন চিরজীবী হোক। এরপর আসি আমাদের প্রাণপ্রিয় একটি পরিবার আমার বাংলা ব্লগ ।এই পরিবারের সকল সদস্যদের ক্রিয়েটিভিটি দেখে ,চিন্তাশীলতা দেখে আমি সত্যিই মুগ্ধ হয়েছি। সবাই এত সুন্দর করে গান করলো, কবিতা করল। পুরো 2 ঘন্টা সবাই এত সুন্দর করে আমাদের এই বিশেষ হ্যাংআউট কে মাতিয়ে রেখেছে আমি বুঝতেই পারিনি কখন যে ঘণ্টা পার হয়ে গেল। আমাদের মাঝে ভাতৃত্ববোধ, সম্প্রীতি বোধ এভাবেই বেঁচে থাকুক আজীবন। আমাদের পরিবার বড় হচ্ছে ভালোবাসা বৃদ্ধি পাচ্ছে। সর্বোপরি যারা আমাদের এই বিশেষ অনুষ্ঠান কে মাতিয়ে রেখেছে যারা এই অনুষ্ঠানকে তাদের সুমধুর কন্ঠ দিয়ে উজ্জীবিত করেছে তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও ভালোবাসা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গতকাল এমনিতে লেবেল ওয়ানের জন্য ভেরিফিকেশন ক্লাস ছিল , আমিও কিছু জানতাম না , সময় মত ডিস্কর্ডে এসে দেখি সবাই আনন্দে মাতোয়ারা, তারপর বুঝলাম আপনার বিবাহ বার্ষিকী ছিল, আমিও জুড়ে যায় দলে। বিরাট আনন্দ করেছি কাল, গান কবিতা মিলিয়ে সেরা সময় কাটিয়েছি। আর বিদ্রোহী কবির কবিতাটা আমিই আবৃতি করেছিলাম। আপনার ভালো লেগেছে জেনে দারুন ভালো লাগলো। খুব ভালো থাকুন আনন্দে থাকুন, টিনটিন কে অনেক ভালোবাসা আর আদর। আনন্দে থাকুন দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার কবিতা আবৃত্তি টা ভাই এককথায় অসাধারণ ছিল। একটা অনুরোধ ওটা পুণরায় আবৃত্তি করে একদিন পোস্ট করবেন। কানে যেন সেই প্রতিবাদী কন্ঠস্বর এখনো বাজছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অবশ্যই দেব। অনেকেই বললেন ভিডিও করার জন্য। ভেরিফিকেশন হয়ে যাক আমার, তারপর একদিন ভিডিও করে দেব
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার দেখা এখন অব্দি সেরা হ্যাংআউট ছিল গতকাল রাতে। শুরু থেকে শেষ পর্যন্ত শুধু মজা করেই গেছি। সত্যি বলতে দাদা, হাফিজ ভাইয়ের অ্যানাউন্সমেন্ট দেখে আমার হঠাৎ একবার মনে হয়েছিল আজ দাদা বৌদির ম্যারেজ অ্যানিভার্সারি মনে হয় 🥰😊। আন্দাজে ঢিল মারা এই কথাটা যে একেবারে লেগে যাবে ভাবতেও পারিনি। আপনি এবং আপনার পরিবারের জন্য অনেক অনেক ভালোবাসা রইল দাদা। অনেক শুভেচ্ছা আর শুভকামনা রইল। আপনি ছিলেন বলেই আজ আমাদের এই পরিবার। অটুট থাকুক ভালোবাসার এই বন্ধন। ❤️❤️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভালোবাসার ওপর নাম আমার বাংলা ব্লগ , ভালোবাসার ওপর নাম আমাদের প্রিয় দাদা ও বৌদি , ভালোবাসার ওপর নাম আমাদের বাংলা ব্লগের পরিবারের সকল মেম্বার। কালকের এই আয়োজন আমার স্মরণীয় হয়ে থাকবে। প্রতিটি মেম্বার এতো সুন্দর ভাবে নিজেকে উপস্থাপন করেছেন যা ভাষাহীন ছিল , প্রতিটা মেম্বারের যে এতোটা প্রতিভা রয়েছে তা আমার ভাবনার বাহিরে ছিল। তবে সত্যি অনেক অনেক এনজয় করেছি মুহূর্তটা , তা ও এক মাত্র দাদা আপনার জন্যে , আপনার এই আনন্দের মূহর্ত টুকু আমাদের সাথে ভাগ ভাগি করে নিলেন আপনি। অনেক অনেক ধন্যবাদ দাদা , অনেক শ্রদ্ধা আর ভালোবাসা রইলো আপনার প্রতি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি দাদা। অনেক অনেক ইনজয় ছিল গতকালকের হ্যাংআউট। আমিও বেশ উপভোগ করেছিলাম
আসলে আমার বাংলা ব্লগের পক্ষ থেকে যে এত সুন্দর একটি হাংআউট এর আয়োজন করা হয়েছে সেটা সত্যিই আমাদের সকলের জন্য গর্বের একটি বিষয়।
সত্যিই সকলে খুব আনন্দিত ছিল। তাছাড়াও আমাদের একজন ওপার বাংলার ভাই @viv যে সুন্দর একটি কবিতা বলেছিল সেটা সত্যিই চিরস্মরণীয় হয়ে থাকবে।।
বেশ ইঞ্জয় ছিল গত কালকের।
সর্বশেষ বলতে চাই শুভকামনা অবিরাম ভালোবাসা এবং অনেক অনেক শুভকামনা রইল আগামী দিনের জন্য। সুখে থাকুন শান্তিতে থাকুন সেই কামনা করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাং আউট এর পুরো সময় জুড়ে থাকার সুযোগ এবারই প্রথম হয়েছে খুব ভালো লেগেছে। দাদা আপনি যে সবার পারফরম্যান্স মনে রেখেছেন সেটাও দারুন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই হ্যাংআউট এর প্রত্যেকটা অনুভূতি আপনি আপনার কথার মাধ্যমে তুলে ধরেছেন। সবার প্রতি আপনার ভালোবাসা তুলে ধরেছেন। অসম্ভব ভালো লাগলো সবার প্রতি আপনার কথাগুলো। বিশেষ করে একে কোন গান গেয়েছিল, কে কোন কবিতা বলেছিল এই সবকিছু আপনি আলাদা আলাদা ভাবে তুলে ধরেছেন। অসম্ভব ভালো লাগলো আপনার অনুভূতির প্রত্যেকটা কথা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমেই জানাই প্রাণপ্রিয় দাদা ও বৌদিকে বিবাহ বার্ষিকীর একরাশ গোলাপ ফুলের শুভেচ্ছা ও বুক ভরা ভালবাসা। দাদা বৌদির ভালবাসা পৃথিবীর বুকে সারা জীবন বেঁচে থাকুক। অনেক অনেক দোয়া রইল দাদা ও বৌদির জন্য, আপনারা দীর্ঘজীবী হোন। দাদার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তিল তিল করে গড়া আমার বাংলা ব্লগ পরিবারে আমি একজন সদস্য হতে পেরে নিজেকে গর্বিত ও ধন্য মনে করছি। গতকালের হ্যাংআউট এ সকলের আবেগ আপ্লুত পার্টিসিপেন্ট দেখে আমি মুগ্ধ হয়েছি। আমিও অবশেষে নিজেকে ধরে রাখতে পারিনি, তাই আমাদের পরিবারকে উপহার হিসেবে আমার নিজ কন্ঠে রবীন্দ্রসঙ্গীত গান গেয়েছি। আমারো পরানো যাহা চাই.... আমার নিজের কাছে অনেক অনেক ভালো লেগেছে। আমি প্রার্থনা করি আমরা এক পরিবারের মতো করে সারা জীবন এভাবেই থাকতে পারি। অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা রইল আমার বাংলা ব্লক কমিউনিটির সকল সদস্যবৃন্দ প্রতি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আমি সত্যি কথা বলতে আগেই কিছুটা আন্দাজ করতে পেরেছিলাম যে, আপনাদের বিবাহবার্ষিকী। যখনই হাফিজ ভাই বলেছিলেন আজকে কমিউনিটির জন্য একটি স্পেশাল দিন।hangout এর সবকিছুই মনে রেখেছেন। আপনি ওই দিনের hangout খুব উপভোগ করেছেন।ধন্যবাদ দাদা আপনাদের স্পেশাল দিনে সুন্দর একটি hangout এর আয়োজন করার জন্য।আপনাদের জন্য শুভকামনা রইলো সব সময়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমিন হ্যাংআউটে খুবই আনন্দ উপভোগ করেছি, এরকম আনন্দ কোনদিনও অনলাইনে করিনি। তাই বিশেষ করে আমি আমার এডমিন প্যানেলের সবাই কে প্রথমেই জানাই অনেক-অনেক শুভেচ্ছা। আর যাই হোক সব মিলিয়ে হ্যাং আউটি খুব সুন্দর ছিল। তাই আমার পক্ষ থেকে আপনাকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাংআউট এর প্রতিটি মুহূর্ত আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। দাদা আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন আমাদের সকলের সাথে ভাগাভাগি করে নিয়েছেন এজন্য আমরা অনেক বেশি খুশি। সত্যি কথা বলতে সকলের প্রতিভা দেখে আমি মুগ্ধ। গান, কবিতা সবকিছুই অনেক সুন্দর ছিল। সেই সাথে সকলের উপস্থিতি দেখার মত ছিল। আমার মনে হয় সকলে খুবই উপভোগ করেছে সেই মুহূর্তগুলো। সকলের অনেক অনেক ভালোবাসা ছড়িয়ে পড়ছিল প্রতিটি মুহূর্তে। সকলে তার নিজেদের মনের আবেগ গুলো এবং ভালোবাসা গুলো তাদের এসএমএসের মাধ্যমে প্রকাশ করেছে। দাদা আপনার এবং বৌদির দাম্পত্য জীবন অনেক বেশি সুখের হোক সব সময় এই কামনাই করি আমরা। আপনার জীবনের এই বিশেষ দিনের গুরুত্বপূর্ণ মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। দাদা আপনার এবং বৌদির জন্য শুভকামনা রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গতকালকের হাংআউট সত্যিই একটি বিশেষ ছিল ।আর বিশেষ হবে না বা কেন আমাদের দাদা বিবাহবার্ষিকী বলে কথা। দাদা বৌদি দু'জনকেই বিবাহ বার্ষিকীর অভিনন্দন এবং আশা করি যেন আজীবন জীবন এভাবেই দুজনে একসঙ্গে আনন্দে কাটাতে পারেন ।সুমন ভাইয়া ,হাফেজ ভাইয়া , আরিফ ভাই তারা যথেষ্ট আন্তরিকতার সাথে এবং খুব সুন্দরভাবে হাংআউট পরিচালনা করেছেন। তাদেরকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটি হাংআউট আয়োজন করার জন্য। যেসব আয়োজন ছিল গান, কবিতা অন্যান্য সব গুলো অনেক সুন্দর ছিল উপস্থাপনা ।আবার যেন এমন একটি অনুষ্ঠান আয়োজন হয় সেটা অংশগ্রহণ করতে পারি।শুভকামনা রইল দাদা আপনাদের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জনম জনম ধরে ঘুরে আসুক, আজকের দিনটি।
আমিও একটি স্বরচিত, প্রেম কবিতা, আবৃতি করার চেষ্টা করেছিলাম। যাহা কারোই মনযোগ আকৃষ্ট করতে পারে নাই।তাই বলে হাল ছাড়ার অভ্যাস আমার নাই। বার বার চেষ্টা করে, আমি একসময় হয়ত নজরে আসতে পারব, ইনশাআল্লাহ। আশির্বাদ কামনায় -------
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
🌹
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদ এটি আপনার জীবনের বিশেষ দিন গুলোর মধ্যে আরেকটি বিশেষ দিন।শুভকামনা রইলো(দাদা+বৌদিকে) একটি সুখী এবং সমৃদ্ধ জুটি যারা সত্যিই একে অপরের যোগ্য ..একটি চমৎকার জীবনের সূচনা !
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা বৌদি আপনাদেরকে জানাই বিবাহ বার্ষিকী শুভেচ্ছা। সত্যি বলতে কালকের হ্যাংআউট আমাদের কাছে ও খুবই ভালো লেগেছে। আমরা প্রথমে কিছুই জানতাম না। না জানা সত্ত্বেও আমরা খুব আনন্দ করেছি। দাদা আপনি কালকের হাংআউট খুব সুন্দর করে তুলে ধরেছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দাদা এবং বৌদি আপনাদের জন্য রইল শুভকামনা। আপনাদের জীবন সুখের হোক এই কামনা করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নেট সমস্যার কারণে আমি অনেক কিছু উপভোগ থেকে ব্যর্থ হয়েছি। মাঝের কিছুটা সময় হ্যাংআউটে থাকতে পেরেছি। কিন্তু শেষ এবং শুরুর দিকে নেট অনেক সমস্যা করেছিল। দাদার এই পোস্ট দেখেই বুঝতে পারলাম আমি কিছু জিনিস মিস করে পেলেছি৷ যাইহোক যতটা সময় ছিলাম,খুব ভালো লেগেছে। অনেক ধন্যবাদ জানাই,যারা এত কষ্ট করে এই হ্যাংআউটের আয়োজন করেছিলেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কোন কথা না বললেও আমিও আপনার মত পুরো সময়টা জুড়ে খুব ইনজয় করেছি এবং গতকাল এত মজা হয়েছে এটা আসলে ভাষায় বলে বুঝানো যাবে না। পশ্চিমবঙ্গের এক ভাই বিদ্রোহী কবিতাটি আবৃতি করেছিলেন তিনি নির্মাল্য ভাইয়ের পরিচিত। উনি এখন লেভেল ওয়ানের' ক্লাস করছেন তাই উনাকে চিনেছে এবং অনেক অনেক চমৎকার করে বিদ্রোহী কবিতাটি আবৃত্তি করেছেন। আমি আগে কয়েকবার শুনেছি কিন্তু উনি যেভাবে মুখস্ত আবৃত্তি করেছেন সেটা সত্যিই অসাধারণ ছিল। ইশা আপু সহ অনেকের গান ও কবিতা খুবই ভাল ছিল। দুর্দান্ত শো ছিল এটা।
আপনার ও বৌদির দুইজনের আগামী দিনের পথ চলা অনেক শুভ হোক এবং অনেক সুন্দর হোক আগামী দিনগুলো এই শুভ কামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শুভ ভাই যখন বলেছিল বিশেষ কারণে হ্যাংআউট হবে। আমি ভেবেই নিয়েইছিলাম আজকে বিশেষ কিছু হবে একটা। আর এতো এতো গিভওয়ের ব্যাবস্থা থাকবে শুনে অবশ্য খুব ভালো লেগেছিল। পরে জানতে পারি আপনার ও বৌদির অ্যানিভার্সেরি। তো শুনে আমার আরও খুব ভালো লেগেছে। বৌদি যখন আমাদের সাথে জয়েন দিয়েছিল তখন আরও ভালো লাগছিল। কালকের হ্যাংআউট পুরোটা সময় আমি অনেক উপভোগ করেছি। বিশেষ করে ইশা দিদির ভয়েসের গান এক কথায় মন ছুঁয়ে গেছে। আর শেষে ওপার বাংলার এক বাই ভিভ ভাইয়ের বিদ্রোহী কবিতা শুনে রীতিমত শরীরের লোম দাড়িয়ে গেছিল। কি যে ভালো লেগেছে বলে বুঝানো যাবে না দাদা।
তবে দাদা আপনাকে ধন্যবাদ দিতে চাই শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেয়ার জন্য। আমার বাংলা ব্লগের সবাই আপনার প্রতি চির কৃতজ্ঞ। ভালোবাসা নিয়েন দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি দাদা গতকালকের হ্যাং আউটের কথা সারা জীবন মনে থাকবে দাদা।
আপনাদের জন্য অনেক দুআ ও শুভকামনা রইলো দাদা।
সব সময় যেনও আপনারা সুখী থাকেন এই দুআ করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা সত্যি বুঝতে পারিনি এরকম একটা সারপ্রাইজ আমাদের জন্য অপেক্ষা করছে। হাফিজ দাদার অ্যানাউন্সমেন্ট দেখে সজীব আমাকে একবার বলেছিল দাদা বৌদির হয়তোবা অ্যানিভার্সারি হতে পারে । ওর আন্দাজে ঢিল যে এভাবে লেগে যাবে আমি ভাবিও নি 🥰🥰। এমনকি প্রোগ্রাম শুরু হওয়ার পরেও বুঝতে পারিনি। এখন পর্যন্ত আমার সেরা হ্যাংআউট ছিল এটাই। আমি এত এত বেশি পরিমাণে খুশি হয়ে গেছিলাম যে, নিজে থেকেই একটি কবিতা এবং গান করেছিলাম 🥰🥰। আর আমাদের এই পরিবারে এত এত ট্যালেন্টেড মানুষ যে লুকিয়ে ছিল সেটা এই দিনটা না আসলে হয়তো বুঝতেই পারতাম না।
অনেক অনেক শুভেচ্ছা আর ভালবাসা রইলো আমার প্রিয় দাদা এবং বৌদির জন্য। আপনারা ছিলেন বলেই আমাদের এই পরিবার। আমাদের এই একসাথে পথ চলা। আনন্দ আর ভালোবাসায় এভাবেই কাটুক জীবনের প্রতিটা দিন,, ভগবানের কাছে এই প্রার্থনাই রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমিও সত্যিই এই সম্প্রদায়ে থাকা উপভোগ করি। তোমার জন্য ভালোবাসায় পূর্ণ🥰🥰@rme
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.
Please consider to approve our witness 👇
Come and visit Italy Community
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা গতকালকের সত্যি আপনার মত আমার কাছেও ভীষন ভালো লেগেছিল। আপনাকে যখন দেখি তখন এমনিতেই ভালো লাগে জানিনা সেই কারণটা কি। আর অধীর আগ্রহে বসে থাকি আপনার কথা শোনার জন্য। কারন আপনার মুখের কথাগুলো মায়ের মুখের মধুর বাণী মতোই শোনায়। আপনি সবার প্রশংসা করেছেন, আপনি কাউকে ছোট করে দেখেন না। আপনি সবাইকে সবার মতো সমানতালে দেখেন। আপনার ভালবাসার মধুর বাণী গুলি শুনতে শুধু মনে চায়। কিন্তু দুঃখের বিষয় এই যে আমার ডিউটি ভোর পাঁচটায় থাকার কারণে আমি পুরো হ্যাংআউটে ছিলাম না। আপনার কিছু কথা শুনে পড়ে ঘুমিয়ে পড়েছিলাম। তবে আপনি এতো সুন্দর করে পোষ্টটি উপস্থাপন করেছেন মনে হচ্ছে যে আমি পুরো হ্যাংআউটে ছিলাম। আপনি উপভোগ করেছেন আপনার ভালো লেগেছে এটা জানতে পেরে খুবই আনন্দ লাগছে। আপনার জন্য ভালোবাসা অবিরাম দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চমৎকার নিবন্ধ এটা রাখা
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit