স্বাগতার বিয়ের রিসেপশনের ফোটোগ্রাফি - পর্ব ০১

in hive-129948 •  11 months ago 


স্বাগতা আর আমার ভাইয়ের বিবাহ পরবর্তী রিসেপশন বা বৌ ভাত অনুষ্ঠিত হয়েছে বিগত ২০ নভেম্বর । এ উপলক্ষে একটি পার্টির আয়োজন করা হয়েছিল । ভ্যেনু ছিল শিবালয় গার্ডেন নামক একটি রিসর্ট । সন্ধ্যা ৬টা থেকে রাত ১ টা অব্দি চলেছিল পার্টি । রিসোর্টের বিভিন্ন স্থানে মোট ১১ টি বিভিন্ন ধরণের স্টেজ করা হয়েছিল । এছাড়াও ৯ টি গেট আর একটি জায়ান্ট গেট ছিল । একটা স্টেজ করা হয়েছিল রিসোর্টের সরোবরের মধ্যে ভাসমান অবস্থায় । সেখানে কয়েকজন অর্কেষ্ট্রা শিল্পী ছিলেন । ডিনারের ধরণ ছিল ব্যুফে । মেন্যু ছিল প্রচুর ।

খাওয়া দাওয়া, নাচা-গানা করতে করতে সময়টা জানি কখন শেষ হয়ে গেলো টেরই পেলুম না ।


শুভদৃষ্টির কিছুক্ষণ আগের ফোটোগ্রাফি ।
তারিখ : ১৮ নভেম্বর, ২০২৩
সময় : রাত ১১ টা ৩০ মিনিট
স্থান : ইস্টার্ন ব্যাংকুয়েট, লেকটাউন, কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


এই ছবিগুলি দু'জনের বিয়ের পর পরই তোলা হয়েছে ।
তারিখ : ১৮ নভেম্বর, ২০২৩
সময় : রাত ০১ টা ৩০ মিনিট
স্থান : ইস্টার্ন ব্যাংকুয়েট, লেকটাউন, কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


রিসেপশনের পার্টিতে একক কিছু ফোটোগ্রাফি স্বাগতার ।
তারিখ : ২০ নভেম্বর, ২০২৩
সময় : রাত ০৯ টা ৩০ মিনিট
স্থান : শিবালয় গার্ডেন, কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


রিসেপশনের পার্টিতে স্বাগতার আরো কিছু একক ফোটোগ্রাফি ।
তারিখ : ২০ নভেম্বর, ২০২৩
সময় : রাত ০৮ টা ৩০ মিনিট
স্থান : শিবালয় গার্ডেন, কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


ক্যামেরা পরিচিতি : OnePlus
ক্যামেরা মডেল : EB2101
ফোকাল লেংথ : ৫ মিমিঃ



------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫৫৫ ট্রন জমানো (Today's target : To collect 555 trx)


তারিখ : ২৩ নভেম্বর ২০২৩

টাস্ক ৪২২ : ৫৫৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫৫৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : ee89edf8189d7c8a7ea0f017b7922396ed9363c1b5f027a96162d1af432a3ec0

টাস্ক ৪২২ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বিয়ের দিন এবং রিসেপশনের পার্টিতে দুই দিনই স্বাগতা দিদিকে খুবই সুন্দর লাগছে। ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালো লাগছে। ডেকোরেশনটা তো একদম রাজকীয় ভাবে করা হয়েছে। আয়োজনের কথা শুনে অবাক হলাম। সব মিলিয়ে খুব সুন্দর ভাবে আয়োজন করা হয়েছে। তাদের নতুন জীবনের জন্য অনেক শুভকামনা।

Upvoted! Thank you for supporting witness @jswit.

শুভ দৃষ্টির ফটোগ্রাফি গুলো দেখতে অনেক সুন্দর লাগছে দাদা। এছাড়া অন্যান্য ফটোগ্রাফি গুলোও দারুন হয়েছে। সবাই মিলে অনেক আনন্দ করেছেন দেখেই বোঝা যাচ্ছে। তাদের নতুন জীবনের আনন্দময় মুহূর্তগুলো দেখে অনেক ভালো লাগলো। নতুন দম্পতির জন্য অনেক অনেক শুভকামনা রইল।

কী সুন্দর আদর আদর লাগছে নতুন বৌদিদিকে 😍😍😍
এক কথায় গর্জিয়াস! আর বৌদিদির চেহারাতেও গ্লেস দিচ্ছে। বাকি জীবন টাও এমনই হাসি-খুশি থাকুক। ভালোবাসায় ভালো থাকুন সকলে মিলে এটিই প্রার্থনা 😍

Posted using SteemPro Mobile

দাদা আপনি ছোট দাদার ও দিদির চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করলেন। সবগুলো ফটোগ্রাফি দারুন রকমের সুন্দর হয়েছে।বিয়ের পর শুভ দৃষ্টির ফটোগ্রাফি। এরপর রিসেপশনের ফটোগ্রাফিতে ও দারুন লাগছে দিদিকে।অনেক সুন্দর লাগছে দুজনকেই।দুজনের জন্য মঙ্গল কামনা করছি।ধন্যবাদ দাদা।

স্বাগতা দিদি ও ব্ল্যাকস দাদার যৌথ জীবনের সাফল্য কামনা করছি। আমার বাংলা ব্লগের অন্যতম দুজন সদস্য গাটছড়া বেধেছে জেনে আমি ভীষণ আনন্দিত। নবদম্পতির জন্য শুভ কামনা। দাদা আপনি তাদের বিয়ের দারুণ কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন, এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রতিটি ছবিই দারুণ হয়েছে।ছবি গুলোর মাধ্যমে ফুটে উঠেছে কত জমকালো আয়োজন ছিল বিয়ের অনুষ্টানে। শুভ কামনা আপনার জন্য দাদা।

বিয়ে এবং বৌভাত দুই জায়গাতেই স্বাগতা আপু/ বৌদিকে বেশ সুন্দর লাগছে।লোকেশনটা ও অনেক সুন্দর। সব মিলিয়ে এই কয়েকদিন বেশ ভালো সময় কাটিয়েছেন আপনারা সবাই। ভালোই লাগছে।ধন্যবাদ

Posted using SteemPro Mobile

বাহ ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে।বেশ ভালো লাগলো দেখতে।চমৎকার বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেছেন দেখেই মুগ্ধ হবার মত।দিদি কেউ দেখতে দারুন লাগছে।দুজনের নতুন জীবনের জন্য অনেক অনেক শুভকামনা।

স্বাগতা দিদিকে খুবই মিষ্টি লাগছে দেখছে।বিয়ের সাজ এবং রিসিপশনের সাজ দুটোই স্বাগতা দিদিকে খুব মানিয়েছে। ব্ল্যাক্স দাদা এবং স্বাগতা দিদির নতুন জীবনের জন্য অনেক অনেক শুভকামনা রইলো। পরবর্তী ফটোগ্রাফি গুলো দেখার অপেক্ষায় রইলাম দাদা।

বিয়ের এবং রিসিপশন সাজের ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে। সত্যি দাদা দুজনকে সুন্দর মানিয়েছে।স্বাগতা দিদি ও ছোট দাদা দুজনের নতুন জীবনের জন্য শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

বাহ্! ছোট দাদা এবং স্বাগতা বৌদিকে বেশ মানিয়েছে। দুজনকেই দেখতে বেশ সুন্দর লাগছে।

রিসোর্টের বিভিন্ন স্থানে মোট ১১ টি বিভিন্ন ধরণের স্টেজ করা হয়েছিল । এছাড়াও ৯ টি গেট আর একটি জায়ান্ট গেট ছিল ।

এতগুলো স্টেজ এবং গেট ছিলো, ভাবতেই ভালো লাগছে। ব্যুফে খাওয়া দাওয়া করানোর আইডিয়াটা দুর্দান্ত ছিলো। সবমিলিয়ে বেশ ভালো লাগলো পোস্টটি দেখে। যাইহোক এতো সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

Posted using SteemPro Mobile

ফটোগ্রাফিগুলো খুব সুন্দর হয়েছে। বিয়ের দিনে দিদিকে বেশি সুন্দর লাগছে। আর ডেকোরেশন দেখে তো চোখ ধাঁধিয়ে যাচ্ছে। অসম্ভব সুন্দর ডেকোরেশন। নতুন দম্পতির জন্য অনেক অনেক অভিনন্দন রইলো।

ফটোগ্রাফি গুলো দেখে যথেষ্ট ভালো লাগলো দাদা। সত্যি অনেক সুন্দর হয়েছে। বিভিন্ন ধরনের আয়োজন ছিল শুনে অনেক ভালো লাগলো। বিশেষ করে অনেক ধরনের সেগমেন্ট ছিল। তাছাড়া গানের আয়োজন করলেন। বুফে খাওয়ার ব্যবস্থা ছিল অনেক ধরনের খাবারের আয়োজন করলেন। সবকিছু মিলেই অসাধারণ একটি সময় কাটালেন দাদা। বিশেষ করে ফটোগ্রাফি গুলো অনেক ভালো লাগলো দেখে।

Very good post and I really like your post, greetings to you

বিয়ের সাজ এবং রিসিপশনের সাজ পুরাই অস্থির হয়েছে দাদা। স্বাগতা দিদিকে রাজকন্যার মতো সুন্দর লাগছে। ছোট দাদা এবং স্বাগতা দিদির নতুন জীবনের জন্য অনেক শুভকামনা রইল। পরের ফটোগ্রাফি গুলো দেখার অপেক্ষায় রইলাম।

Posted using SteemPro Mobile

জাস্ট অসাধারণ লাগছে দুজনকে।যদিও এখানে স্বাগতা দিদির ছবিই বেশি। যাহ দারুণ লাগছে বললে হয়তো কম হয়ে যাবে।এই ছবিগুলো কখন দেখবো শুধু তার অপেক্ষায় ছিলাম।যদিও ইচ্ছে ছিল বিয়েতে যাওয়ার মত তবে সবদিক মিলিয়ে আর ইচ্ছেটাকে বাড়াতে পারিনি।আমি আর আমার হাজব্যন্ড তো বিয়ের ডেট শুনেই একজন আরেকজনকে বললাম চলো বিয়েতে যাবো পাসপোর্ট তো আছে শুধু ভিসা লাগবে।কিন্তু এদিকে বিভিন্ন প্রসেসিং এর কারণে আর হলো না।যাইহোক খুব ভালো লাগছে দুজনকে।

রিসোর্ট এর সরোবরে ভাসমান যে স্টেজটা সেটার একটা ছবি দিতেন দাদা দেখতাম । ছবিগুলো কিন্তু দাদা চমৎকার হয়েছে প্রত্যেকটা ছবিতে দিদিকে অসাধারণ সুন্দর লাগছে । দারুন আয়োজন করেছিলেন দাদা । আসলেই আনন্দঘন মুহূর্তগুলো কোথা দিয়ে যে নিমেষের মধ্যে শেষ হয়ে যায় টেরই পাওয়া যায় না । দুজনের নতুন চলার পথ যেন সুন্দর ও সুখময় হয় এই কামনাই করি । শুভকামনা রইলো দাদা ও দিদির জন্য ।

১১ টা স্টেজ আবার ৯ টা গেইট, সেগুলোর ছবি দিয়েন দেখবো। ছবিতে স্বাগতা দিদিকে অনেক সুন্দর লাগছে। দোয়া করি ছোট দাদার সাথে তার জীবনটা সুখের সাগরে ভাসতে ভাসতে কেটে যাক।

Posted using SteemPro Mobile

প্রথমেই দাদা এবং বৌদির জন্য দোয়া রইল। বৌদির বিয়ের রিসেপশনের ফটোগ্রাফি গুলো দেখতে অসাধারন লাগতেছে। দাদা এবং বৌদিকে অনেক সুন্দর মানিয়েছে। দু'জনের দাম্পত্য জীবন সুখের হোক এই কামনাই করি।

মাশাআল্লাহ একে বারে পুতুল পুতুল লাগছে।
আর ফটোগ্রাফি গুলো তো আসাধারণ। খুব সুন্দর লাগছে খুব।দিদি ও দাদা ভাইয়ের জন্য শুভকামনা রইল।২য় পর্ব দেখার অপেক্ষায় রইলাম। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

দিদিভাইকে একদম রাজরানীর মতো দেখতে লাগছে, আমাদের ছোট দাদা রাজা আর তার রানী দিদি। তাদের নতুন জীবনের জন্য শুভেচ্ছা রইল।

ওয়াও! স্বাগতা দিদির বিয়ের রিসেপশনের ফোটোগ্রাফিগুলো জাস্ট অসাধারণ হয়েছে। দিদিকে খুব সুন্দর লাগছিল এই রিসেপশনের দিনের লুকে। আমি যেহেতু এই রিসেপশন অনুষ্ঠানে গেছিলাম তাই আমি সামনে থেকেই সবকিছু দেখেছি। এত আয়োজন আমি আগে কোন রিসেপশনে গিয়ে দেখিনি। আমার লাইফে দেখা বেস্ট রিসেপশন ছিল এটা। পুরো অবাক হয়ে যাওয়ার মতো সব আয়োজন ছিল। এক কথায় সারা জীবন মনে রাখার মত একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরেছিলাম সেই দিন। দাদা ,সবকিছু আমার এত বেশি ভাল লেগেছিল সব কিছুরই ভিডিওগ্রাফি করে রেখে দিয়েছিলাম আমি সেদিন।

ছবিতে রিসেপশনের আয়োজনের ধারনা পাওয়া যাচ্ছে। দূরত্ব আর সীমাবদ্ধতায় অংশগ্রহন করতে পারিনি যদিও তবে ছবি দেখেই ভাল লাগছে যে আয়োজন খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। ছোট দাদা ও স্বাগতা দি র জন্য শুভেচ্ছা ও অভিনন্দন।

বিয়েতে খাবারের মেন্যু বেশি হলে তো জমে যায় দাদা। স্বাগতা দিদিকে মাশাআল্লাহ ভীষণ সুন্দর লাগছে। জামাই বউ দুজনকেই বেশ মানিয়েছে 😍😍

ছবিগুলোতে স্বাগতা দিদিকে দারুন লাগছে দাদা। আর বিয়ের অনুষ্ঠানে তো আপনি রীতিমতো রাজকীয় আয়োজন করেছিলেন। ছবিগুলো দেখে খুবই ভালো লাগলো। নতুন দম্পতির জন্য শুভকামনা রইলো।

দিদিও দাদার বিয়ের রিসেফশনের ফটোগ্রাফি গুলো অসাধারণ সুন্দর হয়েছে দাদা। দিদিকে খুব সুন্দর লাগছে।লাল বেনারসিতে অসম্ভব সুন্দর টুকটুকে বউ লাগছে আর লেহেঙ্গায় তো একদমই রাণী রাণী লাগছে।ধন্যবাদ দাদা সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করে দেখার সৌভাগ্য করে দেয়ার জন্য।

দিদির বিয়ের রিসিপশনের ফটোগ্রাফি পর্ব ১ এর ছবিগুলো দেখে বেশ ভালো লাগলো। প্রত্যেকটি ফটোগ্রাফি এক কথায় অসাধারণ
হয়েছে। ছোট দাদা ও দিদিকে অনেক সুন্দর লাগছে।দোয়া রইল ছোট দাদা ও স্বাগতা দিদি যেন সবসময় নতুন জীবনে হাসিখুশি থাকতে পারে। অনেক ধন্যবাদ সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

দাদা আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন আমাদের কমিউনিটির সম্মানিত এডমিন স্বাগতা দিদি ও আমাদের ছোট দাদার বিয়ের প্রথম পর্বের ফটোগ্রাফি। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনারা সবাই সন্ধ্যা ৬টা থেকে রাত ১ টা অব্দি পার্টি চলেছিল তাই সেই সময় গুলো বেশ আনন্দের সাথে কাটিয়েছেন। ধন্যবাদ দাদা এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।