বিগত ১১ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস চালু হয়ে আজ উইক ৭৯ এ পদার্পণ করেছে । এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস" ? আসুন জেনে নেওয়া যাক ।
ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস : প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার থেকে শুরু করে বুধবার অব্দি আমার বাংলা ব্লগের সকল এক্টিভ ব্লগারদের মধ্য থেকে এক জন আমার পছন্দের ব্লগার হিসেবে বেছে নেওয়া হয়ে থাকে । ইনিই হন সেই সপ্তাহের "ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস" । এই নির্বাচনটি একদমই আমার নিজের খুশি মতো করা হয় । যাঁর লেখা আমার ভালো লাগে আমি তাঁকেই নির্বাচিত করি । প্রত্যেকের সামগ্রিক পোস্ট বিশ্লেষণ করে পোস্টের কোয়ালিটি, পোস্ট ভ্যারিয়েশন, বানান এবং মার্কডাউন এর ব্যবহার পর্যবেক্ষণ করে এই বিচারপর্ব সম্পন্ন করা হয়ে থাকে।
ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস - @shahid540
পুরস্কার : $২৫ এর দুটি আপভোট
ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস পুরস্কার
SERIAL | AUTHOR | UPVOTE | POST LINK |
---|---|---|---|
01 | @shahid540 | $25 UPVOTE | তিক্ত অভিজ্ঞতা |
02 | @shahid540 | $25 UPVOTE | ক্রাফট-একটি ছাতা তৈরি |
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নাম - মোঃ শাহিদ ইসলাম। স্টিমিট আইডি - @shahid540। উনি রংপুর বিভাগের রংপুর জেলায় বসবাস করেন। বর্তমানে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়, (অক্সফোর্ড খ্যাত)রংপুর কারমাইকেল কলেজ এর(IHC )ডিপার্টমেন্ট থেকে অনার্স এবং মাদ্রাসা থেকে ফাজিল করছেন। উনার সব থেকে বড় ইচ্ছে উনি একজন উদ্যোক্তা হবেন। তাছাড়াও ভিন্ন ভিন্ন বিষয় কনটেন্ট লেখা-লেখি,কবিতা লেখা ,আর্ট করা ,ওয়ালমেট তৈরি , অরিগামী ডিজাইন, ফটোগ্রাফি করা ,গজল-গান কভার করা,ভ্রমণ করা,রেসিপি রিভিউ সহ সব রকম কাজ করতে উনি ভীষণ পছন্দ করেন।২০২৩ সালের অক্টোবর মাসে স্টিমিট প্লাটফর্মের সাথে যুক্ত হয়েছেন।বর্তমানে স্টিমিট জার্নির বয়স প্রায় ১ বছর।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
তাঁর ব্লগ সম্পর্কে আমার অনুভূতি :
রংপুর তাজহাট জমিদার বাড়ি ঘোরার অভিজ্ঞতা(বৃক্ষ ডিজাইন) পর্ব --4...... by @shahid540 • 15/11/2024
আজকাল বর্তমানে বিভিন্ন গাছ কেটে বিভিন্ন ডিজাইন তৈরি করা খুব বেশি দেখা যাচ্ছে। বলা চলে যদিও গাছ কাটা আমার খুব একটা পছন্দ নয়। কারণ গাছের যেহেতু প্রাণ রয়েছে, সেহেতু তো অবশ্যই গাছের কষ্ট হয়। আর গাছ কাটা, গাছের পাতা ছেড়া যদিও আমার এমনিতেই পছন্দ নয়। কিন্তু এই ধরনের গাছের ডিজাইনগুলো করার জন্য এক ধরনের বিশেষ গাছের দরকার হয়। যেগুলোর পাতাগুলো খুব ঝাগড়া হয়ে উঠে এবং সেগুলোকে ট্রিম করার মাধ্যমে বিভিন্ন ধরনের ডিজাইন করা হয়ে থাকে। আর এই ডিজাইনগুলো বিশেষ করে বিভিন্ন বড় বড় বাড়ি, প্রতিষ্ঠান কিংবা উদ্যানে দেখতে পাওয়া যায়। আর এগুলো বেশ ভালোই সৌন্দর্য বর্ধন করে।
ছবিটি @shahid540 এর ব্লগ থেকে নেওয়া হয়েছে
সোনালী সেই শীতের শৈশব...... by @shahid540 • 17/11/2024
সত্যি কথা বলতে ছোটবেলার শীতকাল আর এখন এর শীতকালের মধ্যে আকাশ-পাতাল তফাৎ। শৈশবের শীতকালের কথা মনে পরলে মন যেনো আনন্দে নেচে উঠে আর বিশেষ করে গ্রামের শীতকালের মজা আজকালকার সময়ের বাচ্চারা অর্থাৎ শহরের বাচ্চারা কখনোই বুঝবে না। কারণ আমরা যখন ছোটবেলায় শীতকালে খেলাধুলা করতাম। তখন সেই মুহূর্তগুলো ছিলো অভাবনীয়। উনার সাথে আমিও একমত,ভোরে উঠে চুলোর পাশে বসে পিঠে পুলি তৈরি করা দেখা এবং খাওয়ার আনন্দ সকল আনন্দকে হার মানায়। আর শীতকালের খেলাধুলাটাও ছিলো আলাদা রকমের। তখন দারুন আনন্দ হতো, তখন খেলাধুলা করতে আর বন্ধু-বান্ধবদের সাথে শীতকালের একেবারে ভোরবেলা খেলাধুলা করার মজাটাই আলাদা। শৈশবের এইসব স্মৃতি মনে পরলে মন কেনো যেনো উদাস হয়ে যায়। ইশশ,কি যে ভালো দিন ছিলো।
ছবিটি @shahid540 এর ব্লগ থেকে নেওয়া হয়েছে
তিক্ত অভিজ্ঞতা...... by @shahid540 • 22/11/2024
আসলে আমাদের সমাজে এই ঘটনা অহরহ। অর্থাৎ ব্যক্তিগত অভিজ্ঞতা আমরা আমাদের চোখের সামনেই অনেক মানুষের সাথে ঘটতে দেখে থাকি। আসলে বর্তমানের মানুষ এর মন মানসিকতা কি পরিমাণ তলানিতে গিয়ে থেকে যে ঠেকেছে, আমরা কেউ আঁচ পর্যন্ত করতে পারি না। কারণ আমরা সকলেই জানি বাবা-মা আমাদের জীবনের কতোটা পরিমাণ জায়গা জুড়ে রয়েছে এবং তারা আমাদের জন্য কতো বেশি মূল্যবান। কিন্তু তাও আসলে আমরা না বুঝেই তাদের সাথে বিভিন্ন রকমের খারাপ আচরণ করে ফেলি। আর সত্যি কথা বলতে আমি এই ধরনের মানুষদের একেবারেই দেখতে পারি না। আর একটি চিরন্তন সত্য কথা হলো, যারা বাবা মা এদের কষ্টের কারণ হয়। তারা নিজেদের জীবনে কখনো সুখী হতে পারে না।
ছবিটি @shahid540 এর ব্লগ থেকে নেওয়া হয়েছে
ক্রাফট-একটি ছাতা তৈরি...... by @shahid540 • 23/11/2024
ক্রাফটিং ব্যাপারটি যতোটা না সময়ের তার চেয়ে বেশি শখের। কারণ এই কাজটি করতে অনেক বেশি সময়ের দরকার হয়। শুধু তাই নয়,আসলে ক্রাফটিং ব্যাপারটি করতে মনের দরকার হয়।কারণ এই কাজগুলো একদিনে শেখা যায় না। এই ব্যাপারগুলো করতে করতে এরপর শেখা হয়। তাই যারা ক্রাফটিং করে উনারা যে বেশ শখের বসেই কাজগুলো করে সেটা আমরা সকলেই জানি।কারণ,করতে বেশ সময় লাগে। এই কাজগুলো করার মতোন ধৈর্য্য সকলের থাকে না।আর,উনার এই ছাতাটাও বেশ সুন্দর হয়েছে।আর একটু কালারফুল হলে দেখতে আরো বেশি সুন্দর লাগতো।
ছবিটি @shahid540 এর ব্লগ থেকে নেওয়া হয়েছে
বয়স,সময় দুটোই আমাদের জীবনে বাস্তবিক শিক্ষক...... by @shahid540 • 24/11/2024
মানুষের জীবন এমন একটা যন্ত্র,যাতে যতো বেশি সামনের দিকে আগাবে ততো বেশি জটিলতায় পূর্ণ হবে। আসলে মানুষের জীবনে সুখের সময় যদি আমরা কোনোটাকে বলি। তা হলে সেটা হলো শৈশব। অর্থাৎ শৈশবে কোনো ঝামেলা ছিলো না, কোনো সমস্যা ছিলো না। কিন্তু আমরা যতো বড় হচ্ছি, ততোই অশান্তি,ঝামেলা,দুশ্চিন্তায় ডুবে যাচ্ছি। তবে এটা সত্যি কথা যে, দিনশেষে আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষক হলো বয়স এবং সময়। কারণ যতো বেশি বয়স বাড়ে আমরা ততো বেশি অভিজ্ঞতা অর্জন করি এবং যতো সময় যায়, ততো আমরা নতুন নতুন অনেক কিছু জানতে পারি। সময়ের বেড়াজালে পরে আসলে আমরা অনেক কিছু শিখি, অনেক কিছু জানি। মানুষ যতো বড় হতে থাকে, যতো বয়স বাড়তে থাকে ততোই সব কিছু আমাদের জীবনে জড়িয়ে পরতে থাকে।
ছবিটি @shahid540 এর ব্লগ থেকে নেওয়া হয়েছে
ধন্যবাদ জানাই আমাদের কমিউনিটিকে এতো সুন্দর সুন্দর কোয়ালিটিফুল পোস্ট উপহার দেওয়ার জন্য। কারণ প্রতিটি পোস্টের বানান,মার্কডাউন,ছবি সবকিছুই বেশ সুন্দর ছিলো।আশা করছি ভবিষ্যৎ এও এমন আরো সুন্দর সুন্দর পোস্ট দেখতে পাবো।
------- ধন্যবাদ -------
পরিশিষ্ট
Account QR Code
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Congratulations, your post has been upvoted by @nixiee with a 100 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আশা করছি ভবিষ্যৎ এ উনার আরো ভালো ভালো লেখা দেখতে পাবো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমেই @shahid540 ভাইয়াকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। এই সপ্তাহে তিনি ফাউন্ডার চয়েজ হিসেবে সিলেক্ট হয়েছে দেখে অনেক বেশি ভালো লাগলো। তিনি ভালো কাজ করে যাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছেন। আশা করছি ওনার ভবিষ্যতে আরো ভালো ভালো কাজ দেখতে পাবো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই সপ্তাহে ফাউন্ডার চয়েজে মনোনীত হয়েছে শাহিদ ভাইয়া দেখে অনেক ভালো লাগলো।তিনি আমার বাংলা ব্লগের একজন ভালো ইউজার।তিনি বেশ ভালো লেখেন। আর পোস্ট গুলো দেখে অনেক ভালো লাগলো।শাহিদ ভাইয়াকে অভিনন্দন এবং ভাইয়ার জন্য রইল অনেক শুভকামনা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ব্লগার অফ দি উইক হবার জন্যে শাহিদ ভাই কে অনেক অভিনন্দন। এটা অবশ্যয় একটা গর্ব করার মত অর্জন। আশা করি উনি আরো ভাল ভাল পোস্ট উপহার দিবেন আমাদের জন্যে।
অন্যান্যদের জন্য ও এটা প্রেরণাদায়ক।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা আমাকে চলমান সপ্তাহের ফাউন্ডার চয়েজ হিসেবে মনোনীত করার জন্য। গত হ্যাংআউটের মাধ্যমে এই বিষয়টি শুনেছিলাম পুনরায় আপনার পোস্টের মাধ্যমে দেখতে পেলাম ভালো লাগলো। অবশ্যই আমি চেষ্টা করব আমার পোস্ট কোয়ালিটির ধারাবাহিকতা অব্যাহত বজায় রেখে আরো ইউনিক এবং কোয়ালিটি সম্পন্ন পোস্ট আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। সর্বোপরি আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমেই শাহিদ ভাইকে অভিনন্দন জানাচ্ছি এই সপ্তাহের ফাউন্ডার'স চয়েস নির্বাচিত হওয়ার জন্য। আসলেই দাদা ছোটবেলার শীতকাল এবং এখনকার শীতকালের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আপনি শাহিদ ভাইয়ের বেশ কিছু পোস্ট পড়ে দারুণভাবে নিজের অনুভূতি শেয়ার করেছেন। সেজন্য অসংখ্য ধন্যবাদ দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রতিনিয়ত ফাউন্ডার’স চয়েসে একজনকে ব্লগার করা হয় এটা অবশ্যই আমাদের জন্য খুবই সুখবর। দাদা এই বিষয়টি নিজেই হ্যান্ডেল করে থাকেন। ইউজারের সমস্ত কার্যক্রম, পোস্ট কোয়ালিটি সবকিছু যাচাই-বাছাই করে ফাউন্ডার’স চয়েসে ব্লগার নির্বাচন করা হয়। এবারে শহীদ ভাইকে ফাউন্ডার’স চয়েসে ব্লগার দেখতে পারাই অনেক ভালো লাগছিল। দাদার জন্য অনেক অনেক শুভকামনা রইল আর শহিদ ভাইয়ের জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শাহিদ ভাইয়া ব্লগার অফ দ্যা উইক হিসেবে নির্বাচিত হয়েছে এটা দেখে অনেক ভালো লাগলো। উনার প্রত্যেকটা পোস্ট অনেক সুন্দর, আশা করছি তিনি ভবিষ্যতে আরো ভালো কাজ করে যাবেন। ভবিষ্যতে ওনার আরো ভালো ভালো কাজ দেখতে পাবো আশা করছি। অনেক ধন্যবাদ দাদা, এত সুন্দর করে এটা শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit