ভারতীয় কিছু ঐতিহ্যবাহী ভাস্কর্য্যের ফোটোগ্রাফ সমূহ part-02

in hive-129948 •  3 years ago 

গত পরশু আমি প্রায় চল্লিশটির মতো ভারতীয় ঐতিহ্যবাহী ভাস্কর্য্যের ফোটোগ্রাফ শেয়ার করেছিলাম আপনাদের সাথে । আমার সব চাইতে ভালো লেগেছিলো শামুক, ঝিনুক, গেঁড়ি, গুগলি দিয়ে নির্মিত ভাস্কর্য গুলি । তবে, পোড়া মাটির ফলকে করা আর্ট গুলোও কিন্তু অসাধারণ ছিলো । ভীষণ এনজয় করেছিলাম আর্টগুলি ।

আজকে যে আর্ট গুলো শেয়ার করবো একগুলোও বেশ অভিনব । কোনটি কাগজ দিয়ে, কোনটি পোড়ামাটির ফলকে, কোনটি আবার পিচ্ বোর্ড কেটে তৈরী । কোনো কোনো ভাস্কর্য দেখতে এতটাই মনোহর যে শুধু তাকিয়েই থাকতে ইচ্ছে করে ।

যাই হোক, আমি আপনাদের সাথে আজকে ভারতীয় কিছু ঐতিহ্যবাহী ভাস্কর্য্যের আরও কিছু ফোটোগ্রাফ সমূহ শেয়ার করবো । আজকে পার্ট ০২ । আশা করি পার্ট ০১ এর ছবিগুলিও ভালো লাগবে আপনাদের ।


পিচ্ বোর্ড কেটে তৈরী করা আর্ট "মা ও শিশু"
আলোকচিত্র তোলার তারিখ : অক্টোবর ২০১৭
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।



অতি চমৎকার একটি ঝাড় লণ্ঠন
আলোকচিত্র তোলার তারিখ : অক্টোবর ২০১৭
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।



মাটি দিয়ে নির্মিত বুদ্ধের মূর্তি
আলোকচিত্র তোলার তারিখ : অক্টোবর ২০১৭
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।



অপূর্ব নকশা, অপূর্ব ভাস্কর্য (যক্ষ ?)
আলোকচিত্র তোলার তারিখ : অক্টোবর ২০১৭
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


হর-পার্বতী, পোড়া মাটির ফলকে ভাস্কর্য
আলোকচিত্র তোলার তারিখ : অক্টোবর ২০১৭
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।



নটরাজের মূর্তি, পোড়া মাটির ফলকে ভাস্কর্য
আলোকচিত্র তোলার তারিখ : অক্টোবর ২০১৭
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


অসাধারণ ডিজাইন, চোখ জুড়িয়ে যায়
আলোকচিত্র তোলার তারিখ : অক্টোবর ২০১৭
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


গির্জার ধাঁচে বানানো পুজো মণ্ডপ
আলোকচিত্র তোলার তারিখ : অক্টোবর ২০১৭
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


পেতলের পাতে উৎকর্ণ বজরংবলীর মূর্তি
আলোকচিত্র তোলার তারিখ : অক্টোবর ২০১৭
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


পোড়া মাটির ফলকে উৎকর্ণ মহাভারতের নানান দৃশ্যাবলী
আলোকচিত্র তোলার তারিখ : অক্টোবর ২০১৭
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


পোড়া মাটির ফলকে উৎকর্ণ মহাভারতের নানান দৃশ্যাবলী
আলোকচিত্র তোলার তারিখ : অক্টোবর ২০১৭
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


অসাধারণ শিল্প, শ্যামা মায়ের মূর্তি
আলোকচিত্র তোলার তারিখ : অক্টোবর ২০১৭
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


সুকুমার রায়ের কালজয়ী কিছু ননসেন্স পোয়েট্রি অবলম্বনে করা এই আর্টগুলি
আলোকচিত্র তোলার তারিখ : অক্টোবর ২০১৭
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


সফল ভারতীয় অ্যাকশন মুভি "বাহুবলী"-র কিছু ক্যারেক্টার অবলম্বনে করা কিছু ভাস্কর্য
আলোকচিত্র তোলার তারিখ : অক্টোবর ২০১৭
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


ক্যামেরা পরিচিতি : OnePlus
ক্যামেরা মডেল : EB2101
ফোকাল লেংথ : ৫ মিমিঃ


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

পোড়ামাটির ফলক এর কাজগুলো আমার কাছে সবসময় অনন্য অসাধারণ লাগে কারণ এই কাজ করতে অনেক নিখুঁত শ্রম দিতে হয়। কত ধরনের শিল্পী এই সময়গুলোতে তাদের নান্দনিকতা এত সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন এবং অনেক গুলোই হচ্ছে গুণী শিল্পীর অনন্য কাজ।

প্রথম পর্বের ছবিগুলোর মতো দ্বিতীয় পর্বের ভাস্কর্যগুলোও ভালো লেগেছে।

সুকুমার রায়ের ননসেন্স পয়েট্রি অবলম্বনে তৈরি আট গুলো অনেক দারুন হয়েছে।

আর, দাদা কুঞ্জবিহারীর নিকুঞ্জ এর পরের পর্বের অপেক্ষায় রইলাম। সময় পেলে গল্প শেয়ার করবেন যার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে কারণ আপনার গল্পগুলো অনেক রহস্যময় ও বর্ণনাভঙ্গি অসাধারণ।

প্রত্যেকটি ছবি চমৎকার কারুকার্য ও দক্ষতা ও নিপুনতার সঙ্গে মনের মাধুরী মিশিয়ে তৈরি করা।যা কোনো সহজসাধ্য বিষয় নয়।কত শিল্পীর মনের ভাবধারা ,না বলা কথাগুলি ও নিজের চিন্তাধারা সুন্দর ভাস্কর্যের মাধ্যমে ফুটে উঠেছে।কাগজের তৈরি মা ও শিশুর ছবিটি অন্ধকারের এক প্রতিচ্ছবিকে তুলে ধরা হয়েছে।তাছাড়া মাটির তৈরি ভাস্কর্যগুলির এতটাই নিখুঁত ও অপূর্ব যে মনে হচ্ছে পাথরের।এত অপরূপ সাজে সজ্জিত কারুকার্যগুলি দেখে মুগ্ধ হয়ে গেলাম।তবুও জানো আরো দেখার প্রতি আগ্রহ দ্বিগুণ বেড়ে গেল।প্রত্যেকটি এত দারুণ কাজ করেছেন শিল্পীরা যে প্রত্যেকটিই চোখ ধাঁধানো।ভাস্কর্যগুলিকে আপনি দারুণভাবে ক্যামেরাবন্দি করেছেন দাদা।অনেক ধন্যবাদ আপনাকে।

অপূর্ব নকশা, অপূর্ব ভাস্কর্য (যক্ষ ?)
আলোকচিত্র তোলার তারিখ : অক্টোবর ২০১৭
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।

অপরূপ সৌন্দর্যময় এই ভাস্কর্যগুলো দেখে আমার খুবই ভালো লাগলো। আপনি খুবই সুন্দর ভাবে এগুলো ফটোগ্রাফি করেছেন এবং আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার এই সুন্দর ফটোগ্রাফি গুলো দেখে আমার খুবি ভালো লাগছে। আপনার ফটোগ্রাফির জন্য আমি এই সুন্দর সুন্দর ভাস্কর্য দেখতে পেলাম। বিশেষ করে এই ভাস্কর্যটি আমার খুবই ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা এত সুন্দর ভাস্কর্যগুলো আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

  ·  3 years ago (edited)

ভারতীয় কিছু ঐতিহ্যবাহী ভাস্কর্য্যের ফোটোগ্রাফ সমূহ part-02 ছবিগুলো দেখতে অনেক সুন্দর লাগছে দাদা। part-01 ঐ পর্বের ছবিগুলোও আমার কাছে অসাধারণ লেগেছে। এই পর্বের ফটোগ্রাফির মধ্যে আমার কাছে প্রথম ছবিটি খুব ভালো লেগেছে।


পিচ্ বোর্ড কেটে তৈরী করা আর্ট "মা ও শিশু"
আলোকচিত্র তোলার তারিখ : অক্টোবর ২০১৭
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।

এই ছবির আর্টটি দেখে আমি পুরাই মুগ্ধ। এতো সুন্দর আর্ট একটা মানুষ কিভাবে করতে পারে আমি ভেবে অকুল। আপনার ফটোগ্রাফিতে আর্টের চিত্র গুলো আরো বেশি ফুটে উঠেছে। ধন্যবাদ দাদা এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন‍্য। ভালোবাসা অবিরাম দাদা।

ভাস্কর্যের ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে দাদা। প্রতিটি ফটোগ্রাফি দেখতে এতটাই সুন্দর যে বলে বুঝানোর মতো নয়। প্রথমের মা ও শিশুর ফটোগ্রাফি আমার কাছে এতটাই ভালো লেগেছে যে বলে বোঝাতে পারছিনা। পিচ্ বোর্ড কেটে তৈরী করা আর্ট "মা ও শিশু" আমার কাছে খুবই ভালো লেগেছে। এছাড়া জনপ্রিয় ও সফল অ্যাকশন মুভি "বাহুবলী"-র কিছু ক্যারেক্টার অবলম্বনে করা কিছু ভাস্কর্য আমার অনেক ভালো লেগেছে দাদা। আপনি সুন্দর করে এগুলোর ফটোগ্রাফি করেছেন। অসাধারণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দাদা। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো দাদা।

দাদা আপনার ফটোগ্রাফি দেখলে খুব ইচ্ছা করে ফোটগ্রাফি করতে। কিন্তু আমি ছবি তুললে বেশি ভালো হয় না। আপনার সব ধরণের ফটোগ্রাফি অসাধারণ হয়। সেটা হোক প্রকৃতির, হোক মানুষের বা হোক সেটা আর্টের সবই চমৎকার হয়। আপনার আজকের ফটোগ্রাফিগুলোও খুব সুন্দর হয়েছে। আর ভাস্কর্যগুলোর কথা কি আর বলবো এক কথায় চোখ জুড়িয়ে গেল দেখে। প্রতিটি ভাস্কর্যই মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে হচ্ছে। এক কথায় অসাধারণ।

ভারতীয় ঐতিহ্যের ভাস্কর্য অতুলনীয়

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnDsAguTitRU6QANS.jpeg

প্রতিটি ভাস্কর্য অসাধারণ ছিল ♥️। বিশেষ করে এই নকশাটি অসাধারণ ছিল। এটির দিকে অপলক তাকিয়ে ছিলাম। তবে এটিতে আসলেই দেখার আর বোঝার অনেক কিছু রয়েছে 🥀। সবথেকে বড় বিষয় আপনার জন্য এই অসাধারণ জিনিসগুলো দেখতে পাচ্ছি।

Good

I am very excited to take away all those shared carvings and drawing to moon along w/ my romantic wife,arrange exhibition on the moon inviting all world models along w/ Elon Musk to moon and sold all the exhibited drawings for a tons of dollars finally we came back to earth and celebrate grand merry Christmas in space station in this chilled cold night inviting you as our chief guest to the merry Christmas w/ clouds nine joy 😹:)))

@rme

কি বলবো দাদা, আপনার তোলা ফটোগ্রাফি গুলো সত্যিই অসাধারণ। আপনার মাধ্যমে আমরা প্রতিনিয়ত নতুন কিছু দেখার সৌভাগ্য অর্জন করতেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।

দাদা আপনার ফটোগ্রাফির জন্য আমি এই সুন্দর সুন্দর ভাস্কর্য দেখতে পেলাম। বিশেষ করে এই ভাস্কর্য গুলো আমার খুবই ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা এত সুন্দর ভাস্কর্যগুলো আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

আপনার part-01 এর ভাস্কর্য গুলোর ছবিগুলো অপরূপ সুন্দর ছিল এবং part-02 ছবিগুলো অপরূপ সুন্দর হয়েছে। যা দেখে চোখ জুড়িয়ে গেল। আপনিও মনে হয় অনেক আনন্দ এবং এনজয় করেছেন ছবিগুলো দেখে। ধন্যবাদ আমাদেরকে শেয়ার করে আমাদের কে দেখার সুযোগ করে দেয়া র জন্য

দাদা বরাবরের মত আপনার ফটোগ্রাফির গুলো সত্যিই অসাধারণ হয়েছে। আপনি খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো সত্যিই প্রশংসনীয়। আমার সবথেকে বেশি ভালো লেগেছে পিচ্ বোর্ড কেটে তৈরী করা আর্ট মা ও শিশুর ছবিটি।

ভারতের ঐতিহ্যবাহী এই ভাস্কর্যগুলো দেখে আমার খুবই ভালো লাগলো। আপনি খুবই সুন্দর ভাবে ভাস্কর্যগুলো আমার দেখার সুযোগ করে দিয়েছেন। মানুষ এত সুন্দর ভাস্কর্য তৈরি করতে পারে এটা আমি ভেবে পাচ্ছি না। আমার খুবই ভালো লেগেছে এ ভাস্কর্যগুলো। প্রতিটা ভাস্কর্যগুলো দেখে চোখ জুড়িয়ে গেছে। আপনার জন্য রইল শুভকামনা।

ভারতের ভাস্কর্যের ফটোগ্রাফি দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন। পিচবোর্ড কেটে তৈরি করা আর মা ও শিশু অনেক ভালো লাগলো। অতি চমৎকার একটি ঝাড়লন্ঠন ওয়াও দেখে তো মুগ্ধ হয়ে গেলাম। মাটি দিয়ে নির্মিত বুদ্ধের মূর্তি অসাধারণ ছিল। তারপর অনেক সুন্দর সুন্দর দৃশ্য তুলে ধরেছেন। খুবই ভালো লাগলো দাদা অনেক সুন্দর ছিল। নটরাজের মূর্তি পোড়ামাটির ফলক ভাস্কর্য। আসলেই ইন্ডিয়ায় অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে। দেখার মত। আপনার জন্য শুভকামনা রইল দাদা

অপরূপ সৌন্দর্যময় ভাস্কর্যগুলো দেখে আমার খুবই ভালো লাগলো। আসলেই মানুষের কি সেরকম দক্ষতা থাকলে এত সুন্দর সুন্দর ভাস্কর্য তৈরি করতে পারে। সৃষ্টিকর্তা মানুষকে এক অসীম ক্ষমতা দিয়েছে যার কারণে এটা করা সম্ভব। আসলে এই ভাস্কর্যগুলো দেখে আমি সত্যিই ভাষা হারিয়ে ফেলেছি। অপরূপ সৌন্দর্যময় আপনি খুবই সুন্দর ভাবে আমাদের দেখার সুযোগ করে দিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপনার এই ঐতিয্যবাহী ভাস্কর্যের আলোকচিত্র ‍গুলো আমার খুব ভালো লাগলো। এই ভাস্কর্য, বিভিন্ন গেট ও নকশা গুলো অসাধাণ সৃষ্টি। যার তুলনা মেলাভার। ধন্যবাদ এতো সুন্দর আলোকচিত্র আমাদের উপহার দেওয়ার জন্য।

ভারতের ঐতিহ্যবাহী এই ভাস্কর্যগুলো দেখে আমার খুবই ভালো লাগলো। আপনি খুবই সুন্দর ভাবে আমাদের দেখার সুযোগ করে দিয়েছেন। আপনার ফটোগ্রাফির তুলনা হয়না। আপনি খুবই সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলো করেছেন। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে এবং এই ভাস্কর্যগুলো দেখে মনে হচ্ছে আমি বাস্তবে ভাস্কর্যগুলো দেখছি। আপনার জন্য রইল শুভকামনা।

আপনার ফটোগ্রাফির কোন তুলনা হয় না। আপনি খুবই সুন্দর ভাবে ফটোগ্রাফির মাধ্যমে ভারতের ঐতিহ্যবাহী ভাস্কর্যগুলো আমাদের দেখার সুযোগ করেছেন দিয়েছেন। আসলেই ভাস্কর্যগুলোতে নানা রকমের স্মৃতি জড়িত আছে।এগুলো দেখে অনেক ভাল লাগছে আপনার জন্য রইল শুভকামনা

অসাধারণ দাদা, এত সুন্দর সুন্দর ভাস্কর্য দেখে চোখে তাক লেগে গেলো। প্রতিটি ভাস্কর্য খুবই সুন্দর দেখতে। পিচ বোর্ড কেটে মা ও শিশুর বানানো মূর্তিটি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে আমাদের মাঝে এত সুন্দর সুন্দর ভারতীয় ঐতিহ্যবাহী ভাস্কর্যের ফটোগ্রাফি শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য দাদা।

আসাধারন চমৎকার দাদা এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন দেখে চোখে তাক লেগে গেছে ।প্রতিটি ফটো অনেক অনেক ক্লিয়ার তুলে শেয়ার করেছেন ।কোন ছবিটার কথা বর্ননা করবো ।কোন ছবিটা ছেড়ে কোন ছবিটার কথা বলবো একটা ছবির ও যে কোন খুত নেই , মনের মতো হয়েছে প্রতিটি ছবি ।আর নতুন নতুন বিষয় ফটোর মাধ্যমে দেখতে পারলাম ।ধন্যবাদ দাদা এতো সুন্দর ফটোগ্রাফি শেয়ার করে দেখার সুযোগ করে দিয়েছেন ।

অসাধারণ সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে আমাদের উপহার দিয়েছেন দাদা। ফটোগ্রাফি গুলো দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে।পিচ্ বোর্ড কেটে তৈরী করা আর্ট "মা ও শিশু"ফটোগ্রাফিটি দেখে আমার মন ছুয়ে গেল। তাছাড়া ঝাড় লণ্ঠন,বুদ্ধের মূর্তি,পোড়া মাটির ফলকে ভাস্কর্য এবংশ্যামা মায়ের মূর্তি গুলো দেখে আমার অনেক অনেক ভালো লেগেছে। এছাড়াও সুকুমার রায়ের কালজয়ী কিছু ননসেন্স পোয়েট্রি অবলম্বনে করা এই আর্টগুলি এবং বাহুবলী সিনেমার ভাস্কর্যগুলো দেখে আমি সম্পূর্ণ মুগ্ধ হয়ে গেছি। এক কথায় অসাধারণ সুন্দর একটি পোস্ট আপনি করেছেন আজ। দাদা আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

ভারতের কিছু ঐতিহ্যবাহী ভাস্কর্যের ফটোগ্ৰাফির ২য় পর্বে আপনি আমাদের মাঝে ভাস্কর্যের ছবি গুলো সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।২য় পর্বের ছবি গুলোর মধ্যে সব চেয়ে বাহুবলীর ভাস্কর্য গুলো সব চেয়ে ভালো লেগেছে। বাহুবলী মুভি নিয় ভারতে ভাস্কর্য আছে সেটা আপনার পোস্ট না দেখলে জানতে পারতাম না। অনেক অনেক ধন্যবাদ দাদা এতো সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

ভাস্কর্যগুলো এককথায় অসাধারণ। একটার তুলনায় অন‍্যটা সেরা। কোনো টাই কোনো টা থেকে কম না। নির্দিষ্ট করে বলব এটা এটা আমার ভালো লেগেছে। কারণ সবগুলো অসাধারণ ছিল। ভাস্কর্য গুলো একেবারে মনমুগ্ধকর। এবং যে ফটোগ্রাফি করেছে তার প্রশংসাও করতে হয়।।

সব গুলোই সুন্দর ও চোখ ধাঁধানো । তবে বেশি ভালো লেগেছে মা ও শিশুরটি । শুভেচ্ছা রইল ভাই ।

ভাস্কর্য হলো যেকোনো দেশের সংস্কৃতির প্রধান উপাদান । একটি দেশের রুচিবোধ,তাদের কৃষ্টি সব ফুটে উঠে সংস্কৃতির মাধ্যমে । ভারতবর্ষে কে বলা হয় সংস্কৃতির ঘর যদিও আমাদের দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলো সংস্কৃতি চর্চায় তেমন আগ্রহি না তবুও ভাতবর্ষের যে পুরাতন একটা ইতিহাস ঐতিহ্য আছে সেটা এই ভাস্কর্যগুলোর মধ্যে ফুটে উঠেছে।

দাদা একেকটা ভাস্কর্যের ছবি এতো অপরূপ সুন্দর যে চোখ সরাতে পারছি না। দেখলে শুধু দেখতেই মন চায় বার বার। কতটা না পাকা ও দক্ষ কারিগর হলে এত অসাধারণ ও অনবদ্য ভাস্কর্য তৈরি করা সম্ভব । এই ভাস্কর্যগুলোর যত প্রশংসা করবো তত কম হবে । আপনাকে অনেক ধন্যবাদ দাদা আমাদের সামনে অতুলনীয় কিছু ভাস্কর্যের ছবি তুলে ধরার জন্য। ধন্যবাদ দাদা।

দাদা আপনার প্রতিটা জায়গার দৃশ্য অসাধারণ ছিল। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে ("ঝাড় লণ্ঠন" এবং পিচ্ বোর্ড কেটে তৈরী করা আর্ট "মা ও শিশু")। তবে প্রতিটা জায়গার ফটোগ্রাফি অসাধারণ ছিল। ধন্যবাদ দাদা আমাদের মাঝে এগুলো শেয়ার করার জন্য। আপনার মাধ্যমে নতুন নতুন কিছু দৃশ্য দেখতে পেলাম।

আলোকচিত্র গুলো অনেক সুন্দর দাদা। একেবারে মনোমুগ্ধকর, অসাধারণ। প্রথম থেকে সবগুলো পড়লাম এবং দেখলাম। শ্যামা মায়ের দৃশ্য, মহাভারতের দৃশ্য নিয়ে তৈরি চিত্রকর্ম গুলো অনেক সুন্দর। আর বাহুবলি মুভির ভাস্কর্য কর্মটাও খুব ভালো লেগেছে আমার। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা এতো সুন্দর সুন্দর আলোকচিত্র গুলো আমাদের মাঝে তুলে ধরার জন্য।

সফল ভারতীয় অ্যাকশন মুভি "বাহুবলী"-র কিছু ক্যারেক্টার অবলম্বনে করা কিছু ভাস্কর্য

ঐতিহ্যবাহী ভাস্কর্য্যের ফোটোগ্রাফস সমূহ দেখে অনেক ভালো লাগলো দাদা। আপনি আপনার ফটোগ্রাফির মাধ্যমে প্রতিটি ভাস্কর্য নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন। দেখতে খুবই সুন্দর লাগছে ভাস্কর্যগুলো। সফল ভারতীয় অ্যাকশন মুভি "বাহুবলী"-র ক্যারেক্টার গুলো অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হয়েছে। দেখে মনে হচ্ছে যেন ভাস্কর্যগুলো একদম অরজিনাল ক্যারেক্টার। অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগলো দাদা।

দাদা অসাধারণ কিছু ভাস্কর্য দেখলাম । প্রতিটি ভাস্কর্য একটি থেকে অন্যটির কোন তুলনা হয় না। বাহুবলী মুভির এত সুন্দর ভাস্কর্য তৈরি করেছে যা চিন্তার বাহিরে। আপনার পোষ্টের না দেখলে কখনো বুঝতেই পারতাম না। প্রতিটা ফটোগ্রাফি খুবই এনজয় করলাম দাদা। অসাধারণ লাগলো দাদা অনেক অনেক ধন্যবাদ।

সব ছবি গুলোই ঐতিহ্য ধরে রেখেছে। সবগুলোই নিজস্ব বৈশিষ্ট্যের ছাপ প্রকাশ করছে।ভাল ছিল।

অসাধারন!
অসাধারন!
অসাধারন!
খুবই চমৎকার এবং মনোমুগ্ধকর প্রতিটি ছবি। কি নিখুঁত কাজ।
দেখলেই অবাক হয়ে যায়।

আমি মাঝেমধ্যে ভাবি আমার সামান্য তুলির কাজ করতেই এতো কঠিন লাগে, এতো সময় লাগে।আর এসব এতো মনোরম,অপরূপ ভাস্কর্য গুলো কি করে তারা করে ফেলে!!
থ্যাংকস দাদা ছবি গুলো শেয়ার করার জন্যে,চোখ জুড়িয়ে যায় কাজ দেখে।

ভারত আজীবন আমাদের বন্ধু দেশ, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সাহায্য তার একটি বাস্তব চিত্র। সব মিলিয়ে ভারতের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জ্ঞান লাভের একটা অন্যরকম আগ্রহ কাজ করে আমার মাঝে। এখনো সুযোগ হয়নি প্রাণের দেশে যাওয়ার। তব আজকে আপনার শেয়ার করা চিত্রগুলোর মাঝে একটা তৃপ্তি পাইলাম দাদা। অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন আমাদের মাঝে। পিচ বোর্ড কেটে তৈরি "মা ও শিশুর " আর্ট অসাধারণ হয়েছে। ভালোবাসা অবিরাম প্রিয় দাদা।

সবগুলো ভাস্কর্য অনেক সুন্দর তাকিয়ে থাকার মত। কোনটাকে ছেড়ে কোনটিকে বেশি সুন্দর বলব তা বুঝে উঠতে পারছিনা। এই ফটোগ্রাফি গুলো দেখে বোঝাই যাচ্ছে দাদা অনেক ভালো ফটোগ্রাফি পারেন। অসংখ্য ধন্যবাদ দাদা।

হর পার্বতী, পিতলের বজরংবলী শ্যামা মা প্রতিটি প্রতিমা দারুন। তাছারা অন্যান্য ভাস্কর্য্য গুলো এবং এগুলোর লাইটিং ইফেক্ট দারুন। এত সুন্দর ভাস্কর্য্য গুলোর ফটোগ্রাফী শেয়ার করে দেখার সুযোগ করে দেয়ার জন্য ধন্যবাদ। নতুবা হয়তো এই ভাস্কর্য্যগুলো দেখা হইতো না। ধন্যবাদ দাদা।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



অসাধারণ ফটোগ্রাফি করেছেন দাদা, অনেক সুন্দর সুন্দর ভাস্কর্যের চিত্র আপনার পোস্টের মাধ্যমে দেখার সুযোগ হলো। বাহুবলীর ভাস্কর্য আমার কাছে অনেক ভালো লেগেছে। আশা করি সামনে আরো নতুন নতুন জিনিস আপনার পোস্টের মাধ্যমে দেখতে পারবো। ধন্যবাদ দাদা।

অসাধারণ একসাথে এত বৈচিত্র্যময় ফটোগ্রাফ অনেক দিন দেখিনি দাদা। সুকুমার রায়ের ননসেন্স পোয়েট্রি অবলম্বনে করা আর্টগুলো খুব ভালো লেগেছে।মহা ভারতের দিশ্যাবলী দারুন লেগেছে।