Copyright-free Image source : Pixabay
কবিতা "তুমি"
💘
♡ ♥💕❤
নভেম্বরের দশ তারিখ,
মনে কি পড়ে প্রিয় ?
শীতার্ত সন্ধ্যার এক হিমেল হাওয়ায়,
তোমাকে আপন করেছিলাম ।
আমার জীবনে তুমিই প্রথম নারী,
যার হাতে হাত রেখে আমি হাঁটতে চেয়েছিলাম ।
আমার হৃদয় তো বরফের চাদরে ঢাকা ছিলো;
কতকাল ধরে তা আমি নিজেই জানতাম না ।
রক্তশূন্য, সাদা, শীতঘুমে আচ্ছন্ন হৃদয়,
তোমার ভালোবাসায় আজ সে প্রস্ফুটিত রক্ত গোলাপ ।
তোমার চোখের তারায়,
সেদিন আমি খুঁজে পেয়েছিলাম নিজেকে ।
এতকাল ধরে আমি নিজেকেই চিনতাম না ।
শুধু, টাকার পিছনে ছুটতে গিয়ে,
আমি হারিয়ে ফেলেছিলাম নিজেকে ।
টাকার স্তূপে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতো,
শত কোটি টাকার মাঝেও আমি ছিলাম
নিঃস্ব, রিক্ত, কাঙাল এক ভিখিরী ।
ঐশ্বর্যবান, এমন সময় তোমার দেখা পেলাম,
ভিখিরীর ভালোবাসার রিক্ত পাত্র পূর্ণ হলো ।
টাকার নোংরা স্তুপ থেকে মুক্তি পেয়ে,
আবার আমি খোলা হাওয়ায় জীবনের স্বাদ পেলাম ।
আমি আসলে নিজেকেই চিনতাম না,
জানতাম না আমি কতটা ভালোবাসার কাঙাল ছিলাম !
তুমিই জানালে ভালোবাসার অর্থ,
তুমিই চেনালে জীবনের মানে ।
"ইটারনাল লাভ", শব্দটির সাথে সেদিনই প্রথম পরিচয়,
মানুষ মরে, কিন্তু ভালোবাসা মরে না ।
মানুষ হারিয়ে যায়, ভালোবাসা হারায় না ।
ক্ষয়ে যায় আমাদের জীবন, ভালোবাসার ক্ষয় নাই ।
জানি তুমি চাও না কিছু,
শুধু চাও এই হৃদয় টুকু।
তাই-ই দিয়েছি আমি উজাড় করে,
হৃদয়ের সব'কটা জানালা আজ খুলে।
♡ ♥💕❤
টাকা দিয়ে যেমন সুখ আসে না, তেমন সুন্দর চেহারা দিয়েও আসে না ভালোবাসা। সুখ আর ভালোবাসা এক সাথে নিয়ে থাকতে হলে চাই একটা ভালো মনের মানুষ। আর ওতেই হয়তো জীবনের তৃপ্ততা। আজ একদম অন্য রকমের লেখা পেলাম দাদা। হ্যাঁ এটা সত্যি ভালোবাসা হারায় না। ছাইয়ের নিচে ধুক ধুক করে জ্বলতেই থাকে সারা জীবন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মনে হচ্ছে কবিতার মাঝে নিজের ভাবটুকু প্রকাশ করলেন।আসলে কবিতা হচ্ছে এমন ভাষা যা অল্প কথায় অনেক কিছু বুঝানো যায়।আগে কবিতার মানে বুঝতাম না, এখন একটু একটু করে শিখছি।ভালো ছিলো।পৃথিবীর সবাই মনে হয় ভালোবাসার কাঙাল এক ভিখিরী। কয় জনই বা পায়।ভালো ছিলো।ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
টাকা দিয়ে কি সুখ পাওয়া যায়? সত্যিকারের সুখী হতে হলে একজন ভালোবাসার মানুষই যথেষ্ট। তখন অল্প টাকাতেও সুখ পাওয়া যায়। খুব সুন্দর ছিল কবিতার লাইন গুলি।
গল্পের দ্বিতীয় পর্বের জন্য অধীর আগ্রহে বসে আছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হাজার মানুষের ভিড়ে যখন নিজেকে বড় একা লাগে তখন বারবার ছুটে চলে যেতে ইচ্ছে করে সেই ভালোবাসার প্রিয় মানুষটির কাছে। কারন ভালোবাসার মানুষটি হয়তো সময়ের স্রোতে হারিয়ে যায় কিন্তু ভালোবাসা কখনো হারায় না। সময়ের সাথে সাথে ভালোবাসার অনুভূতি গুলো আরো বেড়ে যায়। ভালোবাসা সারা জীবন আমাদের অন্তরে রয়ে যায়। এভাবেই বেঁচে থাকে সত্যিকারের ভালোবাসা। দাদা আপনার লেখা কবিতাগুলো আমার কাছে অনেক ভালো লাগে। দারুন এই কবিতা লিখে শেয়ার করেছেন এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো। ❤️❤️❤️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আহা! কি প্রেম, কি যাদু, ভালোবাসা করেছে প্রস্ফুটিত।
সত্যি দাদা মানেই অনবদ্য কিছু, দাদা মানেই ছন্দের যাদু, দাদা মানেই কবিতায় মনের রঙিন আলো।
যদি মন খারাপ থাকে, তুমি আগলে রাখবে আমায়
যদি বৃষ্টি ঝড়ে অনবরত, তুমি ভিজবে সাথে আমার
যদি গভীর রাতে তৃষ্ণা জাগে, তুমি আদ্রতায় ভেজাবে আমায়
যদি সময়ে অসময়ে চাই কিছু, তুমি ভালোবাসায় রাঙাবে আমায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পৃথিবীর সমস্ত ঐশ্বর্য থাকা সত্ত্বেও একটি মানুষের জীবনে ভালোবাসা না থাকলে তার জীবন ব্যর্থতায় ভরে থাকে। পরিপূর্ণ ভালবাসাই পারে একজন মানুষকে আত্মতৃপ্তি দান করতে। আর তাই হৃদয় নিংড়ানো ভালোবাসা সবটুকু উজাড় করে দিয়ে হৃদয়ের সব কটা জানালা খুলে দিয়ে ভালবাসার মানুষকে ভালোবাসা দিয়ে পরিপূর্ণতা দেয়া। দাদা আপনার কবিতা যেন জীবনের কথা বলে। বাস্তব জীবনের সঙ্গে মিল রেখে খুবই চমৎকার একটি কবিতা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি আসলে নিজেকেই চিনতাম না,
জানতাম না আমি কতটা ভালোবাসার কাঙাল ছিলাম !
তুমিই জানালে ভালোবাসার অর্থ,
তুমিই চেনালে জীবনের মানে । সত্যি সত্যি জীবনে চলার পথে কঠিন একটা বাস্তবতা, একজন ভালো সঙ্গীনি অথবা ভালো সঙ্গীই অনেক কিছুই পারে পরিবর্তন করতে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
I love the words and the beautiful meaning behind them @rme
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একজন সত্যিকারের ভালোবাসার মানুষ পাশে থাকলে জীবনকে অনেক সুন্দর করে উপভোগ করা যায়। জীবনের সব মানে বুঝা যায় সেই ভালোবাসার মানুষটির চোখের দিকে তাকিয়ে থেকে। সেখানো যতই না কষ্ট থাকুক , হৃদয়ের ক্ষয় হয় না সত্যিকারের ভালোবাসায়। অনেক সুন্দর করে কবিতা "তুমি" লিখেছেন দাদা, যেখানে একজন প্রেমিক হৃদয়ের লুকিয়ে থাকা কথা প্রকাশ পাচ্ছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভালোবাসা বোধহয় এমনই হয়। সবকিছু ভুলিয়ে দেয়। জগৎসংসারের সবকিছুর উপরে আছে এই ভালোবাসার আকর্ষণ। অন্য কোন কিছু দিয়েই যা কেনা যায় না। চমৎকার লিখেছেন দাদা। শুভকামনা আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বুঝিনি আমি ভালোবাসা হৃদয়ে নিস্তব্ধ রক্তের টান
নিস্তব্ধ রক্তকে ভালোবেসে রূপান্তর করেছ মহাপ্রান
ভালোবাসা সেতো স্বর্গীয় সুখ সেটা বুঝলাম সেদিন
যেদিন তুমি আমি মিলে জীবনটাকে করেছিলাম রঙিন।
দাদা আপনার কবিতাতে জীবনের অর্থ খুঁজে যেমন সহজ, তেমনি সব অর্থ বোঝা অনেক কঠিন। তবে আপনি যে কবিতাগুলো লেখেন সেখানে লুকিয়ে থাকে একটা মানুষের নিস্তব্ধ ভালোবাসা এবং কি নিস্তব্ধ জীবন কাহিনী। যেখানে অর্থই বুলিয়ে দেয় ভালোবাসাকে। সেই ভালোবাসা খুঁজে পাওয়া কতটা কষ্টকর তা একমাত্র সেই ব্যক্তিই জানে। আমাদেরকে এত সুন্দর একটি কবিতা উপহার দিয়েছেন যা সত্যিই ভাষায় প্রকাশ করতে পারছিনা। কিভাবে গুনো গান গাইব তা জানি না। আপনার প্রতি রইল শ্রদ্ধা ভক্তি ভালোবাসা অবিরাম দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা কবিতার মধ্যে একটি বাস্তব কথা ফুটিয়ে তুলেছেন। আর সেটা হলো আমার টাকার পিছনে ছুটতে ছুটতে একসময় নিজেকে হারিয়ে ফেলি। যখন আমাদের হুশ হয় তখন আমাদের আর কিছু বাকি থাকে না। জীবনের শেষ বেলায় ক্লান্ত মনে ভাবি কিভাবে কি হলো কিছু বুঝার আগেই সব শেষ। ধন্যবাদ দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.
Come and visit Italy Community
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই ভালোবাসা অমরত্ব পাক , এমনটাই প্রত্যাশা করে কবির পাঠক । সবথেকে বড় ব্যাপার হচ্ছে কবির বুকের এমন প্রেম সঞ্চালন যেন প্রতিনিয়ত থাকে, সেই প্রত্যাশাই রইল ।
বেশ ভাল লিখেছেন ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আহা! নভেম্বর এর দশতারিখ চির স্মরণীয় হয়ে থাকবে তাহলে দাদা। শীতার্ত হিমেল হাওয়ায় যাকে আপন করে পেয়েছিলেন। প্রিয় তুমিটা যদি না আসতো তাহলে হয়তো আপনি টাকার পিছনেই পড়ে থাকতেন। অথচ অর্থ আমাদের প্রকৃত সুখ এনে দিতে পারেনা।
ঠিক তাই। মানুষ মরে গেলেও ভালোবাসা হারায় না সেটা বেচেঁ থাকে চিরকাল। চমৎকার লিখেছেন দাদা ❤️💙
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মানুষ মরে যায় কিন্তু ভালোবাসা কখনো শেষ হয় না। ভালোবাসা সব সময় অমর হিসেবেই থেকে যায়। ভালোবাসা একটি অনুভূতি যা অন্য কোথাও পাওয়া যাবে না, তুমি ছারা।
আপনার কবিতার প্রত্যেকদিন লাইন অসাধারণ ছিল দাদা। সত্যিই হৃদয় কে দেলা দেওয়ার মত একটি কবিতা, ধন্যবাদ আপনাকে দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে দাদা আমার দৃষ্টিকোণ থেকে অর্থ কখনও সুখের মাধ্যম হতে পারে না। অর্থ দিয়ে শুধু আমাদের প্রয়োজনই মেটানো যায় মনের খোরাকের জন্য মনের মত একজন ভালোবাসার মানুষ প্রয়োজন। অর্থ সবসময়ই অনর্থের মূল। অর্থ উপার্জন করতে করতে যখন একজন মানুষ পাহাড় সমান অর্থের মালিক হয়ে যায় তখন সে ধীরে ধীরে মনের দিক থেকে আরো নিঃস্ব ও একা হয়ে যায়। তখন একজন সত্যিকারের ভালোবাসার মানুষই শুধু পারে তাকে সুখী করতে। যে শুধু তাকেই ভালবাসবে।
ভালোবাসা অবিরাম দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কিছু না চাওয়ার মধ্যেও এই ভালোবাসা চাওয়া মানুষগুলো খুব ভালো হয়। দোয়া করি এবং আশা করি এই মানুষগুলো সব সময় তার ভালোবাসাকে নিজের করে পাবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আজকে আপনার কবিতাটি পড়ে আমার খুবই ভালো লাগলো। আপনি প্রিয় মানুষটির ভালোবাসার অনুভূতি এই কবিতার মাধ্যমে তুলে ধরেছেন। আসলেই প্রিয় মানুষটি আপনাকে ভালোবাসা শিখিয়েছে আর ভালোবাসা কি সেটা আপনাকে বুঝিয়েছে। সত্যিই এই কবিতার প্রতিটি লাইন আমার অনেক ভালো লেগেছে, ভালোবাসায় মাখানো কবিতাটি সত্যিই আমার মন ছুঁয়ে গেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই কি তাই? মানুষ হারিয়ে গেলে ভালোবাসা কি সত্যিই রয়ে যায়? নাকি মানুষের সাথে সাথে ভালোবাসাও হারিয়ে যায় ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকের কবিতাটি পড়ে মনে হল আপনার জীবনের কথাগুলো কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। মনে হচ্ছে বৌদিকে নিয়ে লিখেছেন ।কবিতাটি বেশ ভালো ছিল ।কবিতার প্রতিটা লাইন বেশ অর্থপূর্ণ ছিল।পরে বেশ ভালো লাগলো।এই ভালোবাসার বন্ধন অটুট থাক সেই শুভকামনা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
choto theke ai porjonto kobita mokhastho korte parlam na vai.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার মনে হচ্ছে এই কবিতায় আপনি আপনার বাস্তব জীবনের আবেগ গুলো ফুটিয়ে তুলেছেন। বাস্তব জীবনের চিত্র আপনার কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন। ভালোবাসা নিয়ে খুব সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
টাকার পিছনে ছুটতে গিয়ে মানুষ সবচেয়ে দামি যে জিনিসটি হারায় তাহলে সম্পর্ক। অর্থ দিয়ে সবকিছুকে না গেলেও ভালোবাসা কেনা যায় না।
মানুষ ভালোবাসার কাঙ্গাল। সত্যি কারের ভালোবাসা টাকার কাছেও হার মেনে যায়। ভালোবাসা আসলেই কখনো হারায় না। ভালোবাসার মানুষটি চলে গেলেও আমাদের হৃদয়ে তার জন্য ভালোবাসা চিরকাল ই রয়ে যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুবই সুন্দর চমৎকার অসাধারণ অনবদ্য একটি প্রেমের কবিতা আমাদের উপহার দিয়েছেন প্রিয় দাদা।আসলে প্রকৃত ভালোবাসায় হৃদয় ছাড়া আর তেমন কিছুই চাওয়ার আগে না।উপরোক্ত লাইনগুলো আমার কাছে দারুন লেগেছে।কবিতার জগতে যেন,, কবির বসবাস♥♥
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ,অসাধারণ কবিতা।যেখানে সামগ্র কবিতা জুড়ে জীবনের প্রকৃত অর্থ ও নিজেকে নিজে উপলব্ধি করার কথা বলা হয়েছে।টাকা কখনো প্রকৃত সুখ দিতে পারে না শুধু চাহিদা মেটাতে পারে।কিন্তু মনের চাহিদা মেটাতে টাকা নয়,প্রকৃত ভালোবাসার মনের মানুষ যথেষ্ট।সেই ভালোবাসার মানুষটি শিখিয়েছে ভালোবাসতে ,যেখানে জীবন কতটা সুন্দর।জীবনের মাঝে লাল জীবন্ত গোলাপের মতো একটি প্রস্ফুটিত মন রয়েছে।ধন্যবাদ দাদা,ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit