শুভ জন্মদিন "আমার বাংলা ব্লগ"steemCreated with Sketch.

in hive-129948 •  2 years ago 


দেখতে দেখতে অবশেষে "আমার বাংলা ব্লগ" দু'বছরে পদার্পণ করলো । আজ, অর্থাৎ ১১ জুন হলো "আমার বাংলা ব্লগ" এর দ্বিতীয় জন্মদিন । আজকে ভোরে ঘুম থেকে উঠেই বাজারে হাঁস কিনতে পাঠালাম আর সেই সাথে একটা কেকের অর্ডার । আজ সন্ধ্যায় টিনটিনবাবু "আমার বাংলা ব্লগের" বার্থডে কেক কাটবে ।

ব্লগিং আমার একটি শখ । আর যেহেতু আমি একটু প্রযুক্তি ঘেঁষা মানুষ তাই Steemit নামক ডিসেন্ট্রালাইজড ব্লকচেইন বেজড ব্লগিং প্ল্যাটফর্মে আমার ব্লগিং করতে এতো ভালো লাগে । শুধুমাত্র নিজেদের মাতৃভাষা বাংলায় যাতে আমরা ব্লগিং করতে পারি সে জন্য আজ থেকে দু'বছর পূর্বে ২০২১ সালের জুন মাসে প্রতিষ্ঠা করেছিলাম "আমার বাংলা ব্লগ" । শুরুতে আমাদের জার্নিটা এতটা মসৃণ ছিল না । আমাদের কমিউনিটি শুধুমাত্র "বাংলা ভাষায়" হওয়ার কারণে এবং কাউকে তোষামোদ করার অভ্যাসটা আমার কোনো কালেই না থাকাতে স্টিমিট টিমের এবং স্টিমিট representative কারোরই কোনো হেল্প পাইনি ।

তবে, আমি চিরটাকাল স্বাধীনচেতা মানুষ । জীবনেও কারোর কাছে কখনো মাথা নত করে বা খোষামোদ করে চলিনি । সো, এখানেও তা করবো কেন ? একদম কাউকে সঙ্গী না করেই শুরু করলাম আমার জার্নি । একদম প্রথম পোস্টেই একটা উৎসাহমূলক কমেন্ট পেলাম আমাদের কমিউনিটির বর্তমান সিনিয়র এক্সিকিউটিভ হাফিজউল্লাহর (hafizullah) কাছ থেকে । এটা আমাকে বেশ প্রভাবিত করেছিল । তাই অব্যাহত রাখলাম আমার জার্নি ।

এরপরে ক্রমে আমার বাংলা ব্লগের প্রথম অ্যাডমিন প্যানেল গঠন করলাম । আমার ভাই, দীপ্র এরা যোগ দিলো অ্যাডমিন হিসেবে । কাজটা আরো দ্রুত তালে এগিয়ে চললো । পরবর্তীতে, হাফিজ ভাই, সুমন ভাই, শুভ ভাই, আরিফ ভাই যোগদান করলেন কমিউনিটির মডারেটর হিসেবে ।

তখন আমরা একদম ছোট্ট কমিউনিটি । বাইরের কোনো সাপোর্ট পাই না । তখন ঠিক করলাম অন্য কারোর ওপর ভরসা করলে এ কমিউনিটি খুব দ্রুতই হারিয়ে যাবে । self-reliant হতে হবে, তাহলে কমিউনিটির একটা ভবিষ্যৎ থাকবে । যা ভাবা সে কাজ । শুরু করলাম ধাপে ধাপে কিন্তু নিশ্চিতভাবে কমিউনিটির পাওয়ার বাড়ানোর কাজ । এবং একদিন সফল হলাম ।

শুরুতে আমাদের কমিউনিটির rank ছিল ৬৮ । এক মাস পরে হলো ৩৭ । ছয় মাস পরে হলো ১৬ । প্রথম বছর পূর্ণ হওয়ার আগেই rank হলো ২ । আর এরপরে সেই যে rank ১ হলো, আর কোনোদিনও সেখান থেকে আমাদেরকে কেউ নামাতে পারেনি । সমগ্র স্টিমিট প্লাটফর্মে সব চাইতে বেশি নিয়ম কানুন এখন আমাদের কমিউনিটিতে, সব চাইতে বেশি এনগেজমেন্ট আমাদের কমিউনিটিতে আর সব চাইতে বেশি কোয়ালিটি পোস্ট করাও হয় আমাদেরই কমিউনিটিতে ।


আজ ১১ জুন ভারতীয় সময় রাত সাড়ে আটটায় অনুষ্ঠিত হতে যাচ্ছে "আমার বাংলা ব্লগ" এর দ্বিতীয় বর্ষ পূর্তি উপলক্ষে এক বিশেষ মনোজ্ঞ ভার্চুয়াল অনুষ্ঠান । আপনারা সবাই আমন্ত্রিত । জন্মদিনের আনন্দ সবার সাথে সমান ভাগে ভাগ করে নেওয়ার উদ্দেশ্যে আজ, আগামীকাল এবং পরশু এই তিনদিন ধরে প্রতিদিন রাত সাড়ে আটটায় (ভারতীয় সময়) বিবিধ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । আপনারা সবাই আমন্ত্রিত ।


≋ সংক্ষিপ্ত অনুষ্ঠানসূচি ≋


꧁প্রথম দিবস꧂

ꕥ ভেন্যু : "আমার বাংলা ব্লগ" এর অফিসিয়াল ডিস্কর্ড চ্যানেল
ꕥ সময় : ১১ জুন ২০২৩, ভারতীয় সময় রাত সাড়ে আটটা

𓇻 শুভেচ্ছা বক্তব্য, প্রতিষ্ঠাতা-সহকারী প্রতিষ্ঠাতা ও এডমিন-মডারেটর।

𓇻 কমিউনিটির সদস্যদের অনুভূতি শোনা।

𓇻 লোগো কনটেস্ট রেজাল্ট প্রকাশ।

𓇻 প্রতিযোগিতা ৩৮ তম পর্বের ফলাফল প্রকাশ।

𓇻 প্রতিযোগিতা ৩৯ তম পর্বের ফলাফল প্রকাশ।

𓇻 কমিউনিটির সর্বোচ্চ এক্টিভিটিসকারীদের অ্যাওয়ার্ড প্রদান।

𓇻 এয়ারড্রপ এবং গিভওয়ে।


꧁দ্বিতীয় দিবস꧂

ꕥ ভেন্যু : "আমার বাংলা ব্লগ" এর অফিসিয়াল ডিস্কর্ড চ্যানেল
ꕥ সময় : ১২ জুন ২০২৩, ভারতীয় সময় রাত সাড়ে আটটা

𓇻 কমিউনিটির সদস্যদের পার্টিসিপেন্টে কুইজ কনটেস্ট

𓇻 কমিউনিটির সদস্যদের পার্টিসিপেন্টে কবিতা আবৃত্তির উৎসব

𓇻 কমিউনিটির সদস্যদের পার্টিসিপেন্টে গানের উৎসব

𓇻 এয়ারড্রপ এবং গিভওয়ে।


꧁তৃতীয় দিবস꧂

ꕥ ভেন্যু : "আমার বাংলা ব্লগ" এর অফিসিয়াল ডিস্কর্ড চ্যানেল
ꕥ সময় : ১৩ জুন ২০২৩, ভারতীয় সময় রাত সাড়ে আটটা

𓇻 কমিউনিটির সদস্যদের পার্টিসিপেন্টে কবিতা আবৃত্তির উৎসব

𓇻 কমিউনিটির সদস্যদের পার্টিসিপেন্টে গানের উৎসব

𓇻 কমিউনিটির সদস্যদের পার্টিসিপেন্টে আনলিমিটেড ডিজে পার্টি (ডিজে : সিয়াম, আইরিন এবং পূজা)

𓇻 এয়ারড্রপ এবং গিভওয়ে।


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫২০ ট্রন জমানো (Today's target : To collect 520 trx)


তারিখ : ১১ জুন ২০২৩

টাস্ক ২৯২ : ৫২০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫২০ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : d2f402977e3b08aad768a1604380bb751d215267f2d42a3e831cf6c827082d5b

টাস্ক ২৯২ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

সত্যি দাদা পুরনো সেই স্মৃতিগুলোর মাঝে যেন হারিয়ে গেলাম, দেখতে দেখতে দুই বছর অতিক্রম করে ফেললাম, যদিও শুরুতে এটা শুধূই কল্পনা ছিলো আমার কাছে। কারন এই প্লাটফর্মে আসার পর একটা বিষয় বেশ গভীরভাবে অনুধাবন করলাম আর সেটা হলো বাংলা ভাষায় অনুভুতি প্রকাশ করার সুযোগ, যেটা একদমই ছিলো না। কাউকে এগিয়ে আসতেও দেখলাম না, শেষে নিজেই বাংলা প্রকাশের একটা কমিউনিটি খোলে ফেললাম, আর নানাভাবে সুযোগ খুঁজতে থাকলাম।

একদিন বিওসি কমিউনিটির ইনভাইটেশন পেলাম তারপর সেখানে গিয়ে জানতে পারলাম ব্ল্যাকস ভাই বাঙালী, খুশি হলাম বেশ এবং সেখানে নিয়মিত হওয়ার চেষ্টা করলাম, যদিও প্রতিকূলতা ছিলো সেখানেও। কিন্তু আমি ধমে যাইনি, কারন এগিয়ে যেতে হবে, বাংলার টান যে হৃদয়ের মাঝে তখনও জাগ্রত, সেটাকে ধরে রাখতে হবে। তারপর হঠাৎ করেই একদিন ঘোষণা দেখলাম আপনার, তাৎক্ষনিকভাবে নিজের অনুভূতি প্রকাশ করলাম, আশান্বিত হলাম কিছু পাওয়ার। সত্যি সেদিনের আশাটা বৃথা যায় নাই, আপনার মতো একজন সুহৃদয়ের মানুষের উপস্থিতি সেটা দারুণভাবে পূর্ণ করে দিলো। আজ হাজারও হৃদয়ের ভালোবাসায় আপনি উজ্জ্বল তারার মতো ভালোবাসার আকাশে।

ভালোবাসার এই আয়োজন থাকুক হৃদয়ের আবেগ প্রকাশের ক্ষেত্রে, ভালোবাসার এই আয়োজন থাকুক জীবনের প্রয়োজন দূর করতে, ভালোবাসার এই সৃষ্টি থাকুক হৃদয়কে রঙিন রাখতে। ভালোবাসা রইল আমার বাংলা ব্লগের প্রতি, ভালোবাসা রইল আপনার প্রতি এবং আপনার সাথে থাকা প্রতিটি মানুষের প্রতি যারা সব সময় আপনাকে উৎসাহ দিয়েছে এই কমিউনিটির জন্য। শুভ জন্মদিন আমার বাংলা ব্লগ।

আমরা অনেক চেষ্টা করেছিলাম আপনার নেতৃত্বে ব্লকচেইনে বাংলাকে প্রতিষ্ঠিত করতে। মনে আছে নিশ্চই আপনার। দাদার নেতৃত্বে আমাদের সেই স্বপ্ন পূরন হয়েছে। ব্লকচেইনে বাংলা আজ প্রতিষ্ঠিত।

চারিদিকে খুশির জোয়ার
ফুল পাখিরাও হাসে,
জন্মদিনের শুভেচ্ছাটা
জানাই ভালোবেসে।

শুভ শুভ শুভ দিন
বাংলা ব্লগের জন্মদিন
আনন্দ আজ সীমাহীন
বাজুক সানাই বাজুক বীন
বাংলা ব্লগের জন্মদিন
🎂🥀🎂

আমার বাংলা কমিউনিটির একজন সদস্য হতে পেরে সত্যিই গর্বিত। সবচেয়ে বেশি গর্বিত একজন বাঙালি হিসেবে এই প্লাটফর্মে সফলতা পাওয়ায়। দাদা আপনি অনেক বড় মহৎ মনের মানুষ আপনার উদ্যোগ আপনার অগ্রযাত্রা সত্যিই আমাদের জন্য অনেক সুফল বয়ে এনেছে। দীর্ঘ দুই বছর এই প্লাটফর্মের সাথে জড়িত আছি। এই প্লাটফর্ম আমাকে অনেক কিছু দিয়েছে অনেক কিছু শিখিয়েছে নিজের প্রতিভাকে কিভাবে কাজে লাগাতে হয় সেই লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে চলেছে । সত্যিই এই পাওয়াটা সবচেয়ে বড় পাওয়া যেটা কখনো কল্পনা করিনি এখান থেকে পাব। আমার বাংলা কমিউনিটি একটা পরিবারের মত যেখানে অনেক সদস্য রয়েছে যাদের সাথে ভাতৃত্ব এবং প্রিয় মানুষগুলোর মধ্যে নিজেকে বিরাজমান করতে পেরে সত্যিই অনেক আনন্দিত। ধীরে ধীরে আমরা প্রতিটি অগ্রযাত্রায় এগিয়ে চলেছি সব সময় এই প্লাটফর্মের সঙ্গে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব এটাই আমার বড় প্রত্যাশা।

আসলেই দাদা যেকোনো কিছু শুরু করে টিকে থাকা এতো সহজ না। সেজন্য প্রচুর পরিশ্রম, ডেডিকেশন এবং বিভিন্ন ধরনের টেকনিক এপ্লাই করতে হয়। হাফিজ ভাইয়ের প্রথম কমেন্টটি আপনাকে বেশ প্রভাবিত করেছিল, জেনে সত্যিই খুব ভালো লাগলো। আমাদের কমিউনিটি টপ লেভেলে আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। অনুষ্ঠানসূচি দেখে উত্তেজনা আরো বেড়ে গিয়েছে দাদা। হাঁসের মাংস ঝাল ঝাল করে রান্না করে লুচি দিয়ে খাবেন নাকি দাদা? আমাদের সবার প্রিয় টিনটিন বাবু আজকে সন্ধ্যায় কেক কাটবে, এটা ভেবে আমার দারুণ অনুভূতি হচ্ছে। দাদা আপনার পুরো পরিবারের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল।

দেখতে দেখতে দুটি বছর পার হয়ে গেলো।আমার পক্ষ থেকে জানাই শুভ জন্মদিন আমার বাংলা ব্লগ পরিবার।আসলে এখানে কাজ করে আমরা অনেক অনুভূতি প্রকাশ করতে পারি।দুই বছর পূর্ন হয়ে গেলো আমার বাংলা ব্লগ,বাকি দিন গুলো আমরা সবাই এক সঙ্গে যেনো কাটাতে পারি।শুভ জন্মদিন আমার বাংলা ব্লগ পরিবারকে।ধন্যবাদ ❤️

প্রথমেই আমার বাংলা ব্লগ পরিবারের শুভ কামনা করছি। দেখতে দেখতে আমার বাংলা ব্লগ কমিউনিটি দু বছর চলে গেলো। আজকে হচ্ছে আমার বাংলা ব্লগ কমিউনিটির জন্মদিন 🍰🎂। সবাইকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন। সত্যি দাদা এভাবে আস্তে আস্তে আমরা বহু দুরে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। তিন দিন আমরা সবাই মিলে ভীষণ আনন্দ উপভোগ করবো আমার তো ভীষণ খুশি লাগতেছে। অপেক্ষায় আছি দাদা। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

যদিও প্রথম দিকের জার্নিটা বেশ কঠিন ছিল। তবুও আপনি তো দাদা একলা চলো গতিতে নিজেকে এগিয়ে নিয়ে গেলেন বহুদূর। আজ আমার বাংলা ব্লগের দিকে বিশ্ব তাকিয়ে। সমগ্র স্টিমিট প্লাটফর্মে আমাদের আমার বাংলা ব্লগ কমিউনিটি রাঙ্কিং এ ১ নম্বর। আমি আজ গর্ববোধ করি যে একটি ক্ষুদ্র মানুষ হয়ে আমি এই কমিউনিটির একজন ভেরিফাইড ইউজার। ধন্যবাদ দাদা আমাদের কে এত সুন্দর একটি কমিউনিটি উপহার দেওয়ার জন্য। আশা করি ২য় বর্ষপূর্তি উপলক্ষ্যে তিনদিন ব্যাপি আয়োজন করা অনুষ্ঠানে প্রতিটি পর্বে সবাই বেশ আনন্দ উপভোগ করবে।

আমার বাংলা ব্লগ কমিউনিটি দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আমি সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার বাংলা ব্লগ কমিউনিটির দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত তিন দিনের অনুষ্ঠানের বিভিন্ন ইভেন্টের ব্যবস্থা রাখার জন্য আমি কর্তৃপক্ষকে জানাই অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই আমরা আজ রাত থেকে অনাবিল আনন্দ উৎসব শুরু করবো এবং উপভোগ করবো।

আমাদের প্রিয় আমার বাংলা ব্লগ কমিউনিটির দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সবাইকে জানাই অনেক অনেক আন্তরিক মোবারকবাদ।আসলে বলতে গেলে হাফিজ ভাইয়ের অবদান অনেক এই কমিউনিটির জন্য।তার সাথে সাথে বাকি এডমিন মোডারেটরদেরও অনেক অবদান রয়েছে।যাইহোক এইবারের বর্ষপূর্তি অনেক অনেক মজা হবে। আর সেই অপেক্ষায় আছি।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

দাদা প্রথমেই আমার বাংলা ব্লগ পরিবারকে জানাই দ্বিতীয় বছর জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। দেখতে দেখতে কেমন ভাবে যেন দুই বছর কেটে গেল। যদিও শুরুটা হয়েছিল একটা ক্ষুদ্র পরিবার দিয়ে কিন্তু এখন আমরা অনেক বিশাল পরিবারে পরিণত হয়েছি। যার বন্ধন টা অনেক বিশাল। আমার বাংলা ব্লগ পরিবারের সাথে একত্রিত হওয়ার পর থেকে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা নেওয়ার সুযোগ রয়েছে। সকল ধরনের বিনোদন এখান থেকেই পেয়েছি। যদি অন্য কোন কাজের সাথে যুক্ত না থাকি আমার বাংলা ব্লগের সাথে থাকলেই সকল ধরনের অনুভূতি নিতে পারি। আমি মনে করি বাইরের আর কোন কিছুর প্রয়োজন হয় না। গত বছরের এই দিনেও অনেক আনন্দ করে আমরা কাটিয়েছিলাম। আজকের অনুষ্ঠানটার জন্য একদম অধীর আগ্রহে অপেক্ষা করছি। আশা করি আমরা সকলে এই দিনটি খুব ভালোভাবেই আনন্দ করে কাটাতে পারব।

দাদা আপনি আমাদের এই সুন্দর একটি কমিউনিটি উপহার দিয়েছিলেন বলেই আমরা একটি নতুন পরিবার পেয়েছি। সময়ের সাথে সাথে কখন যে দুটি বছর পূর্ণ হয়ে গেল বুঝতেই পারিনি। সন্ধ্যায় অনেক আনন্দ ঘন মুহূর্ত আমাদের জন্য অপেক্ষা করছে। সময়টা যেন আর কাটছে না। আশা করছি আজকে আমরা সবাই মিলে অনেক সুন্দর সময় কাটাবো। তিন দিনব্যাপী আমাদের আনন্দ আয়োজনের প্রতিটা সময় আমরা দারুন ভাবে উদযাপন করব।😍😍😍

সময় কত তাড়াতাড়ি অতিবাহিত হয়ে যায়! এইতো মনে হচ্ছে গত কয়েকদিন আগেই এই কমিউনিটিতে জয়েন করেছি। দেখতে দেখতেই দুই বছর অতিক্রম হয়ে গেল। এই দুই বছর অতিক্রম কালে অনেক অভিজ্ঞতা হয়েছে, অনেক ভালো সময় কাটিয়েছি এবং সর্বোপরি দাদা আমাদের সাপোর্ট করে গেছেন এই বিষয়টি অস্বীকার করার মত নয়। যাই হোক আমার বাংলা ব্লক কমিউনিটির জন্মদিনের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং দাদার প্রতি অকৃত্রিম ভালবাসা এবং শুভেচ্ছা রইল।। দ্বিতীয় বর্ষপূর্তি থকে সামনে রেখে যেসব পরিকল্পনা করা হয়েছে আশা করছি সেসব পরিকল্পনা অনুযায়ী অনুষ্ঠানগুলো সফলতা পাবে।।

সত্যিই দাদা দেখতে দেখতে 2 বছর পূর্ণ হয়ে গেল আমার বাংলা ব্লগের। তবে দুই বছরে আমার বাংলা ব্লগ যতটা জনপ্রিয় হয়েছে আমার মনে হয় না অন্য কোনো কমিটিউনিটি এত তাড়াতাড়ি এত জনপ্রিয় হয়ে ওঠে। আর এই সবকিছু হয়েছে একমাত্র দাদার ইচ্ছা আর চেষ্টার ফলে।

আর আজ আমি ও এই আমার বাংলা ব্লগের একজন মডারেটর। সত্যি আমার ওই কঠিন সময় যদি আমাদের হাফিজউল্লাহ ভাই পাশে না থাকতো তাহলে হয়তো আজকে আমি এই জায়গায় আসতে পারতাম না, আর দাদার সাপোর্ট আজকে আমাকে এতদূর আসতে সাহায্য করেছে।

তাই ধন্যবাদ দিয়ে ছোট করতে চায় না, যতদিন থাকবে আমার বাংলা ব্লগ ততদিন থাকবে আমার ভালোবাসা। শুভ জন্মদিন আমার বাংলা ব্লগ।

সত্যি বলতে দাদা আপনার এই পোস্ট করে কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম হারিয়ে গিয়েছিলাম সেই দু'বছর আগের দিনগুলোতে। আপনার কন্ঠে এই কথাগুলো শুনতে পারলে নিজের কাছে আরো অন্যরকম এক ভালো লাগা কাজ করত যখন আপনার এই পোস্ট করেছিলাম আমার কাছে এতটা ভালো লাগছিল বলে হয়তো ভাষায় প্রকাশ করতে পারবো না আমার শরীরের লোমগুলো দাঁড়িয়ে যাচ্ছিল। কিভাবে আপনি এই কমিউনিটি কে এতদূর পর্যন্ত এগিয়ে নিয়েছেন কতটা যত্ন করেছেন এই কমিউনিটির সেটা আপনার এই পোস্ট পড়লেই বোঝা যায়। শুরুতে তেমন কোনো কারো সাপোর্ট না নিয়ে শুধুমাত্র একা একা যে এতদূর পর্যন্ত আসতে পেরেছেন এটা সত্যিই আপনার অনেক বড় পাওয়া বলে আমার মনে হয়। এই কমিউনিটির প্রতি আমাদের ভালোবাসা ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে ভালোবাসা সব সময়। এভাবেই আপনি আপনার লক্ষ্য স্থির রাখবেন বলে আশা রাখি ভবিষ্যতে আমরা আমাদের এই কমিউনিটির মাধ্যমে আরো অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে চাই।

  ·  2 years ago (edited)

"শুভ জন্মদিন" আমার বাংলা ব্লগ।আমাদের সবার প্রিয় আমার বাংলা ব্লগ কমিউনিটির দ্বিতীয় বর্ষপূর্তিতে আমরা সবাই অনেক খুশি। আপনি এমন একটি সুন্দর কমিউনিটির জীবন দিয়েছিলেন বলেই আমরা পেয়েছি নতুন একটি পরিবার। আমরা পেয়েছি নতুন করে বাঁচার স্বপ্ন আর সেই স্বপ্নে দিবানিশি মত্ত থাকি। যখন সব স্বপ্ন গুলো ধূসর হয়ে যায়, যখন সকল আশা গুলো নিঃশেষ হয়ে যায়, তখন আমার বাংলা ব্লগ অনুপ্রেরণা যোগায়।

দেখতে দেখতে কাটলো বছর আজকে খুশির দিন
আমার বাংলা ব্লগ তোমায় শুভ জন্মদিন ❤️❤️

প্রায় শুরু থেকেই আছি প্রিয় এই কমিউনিটির সাথে। আজকের এই বিশেষ দিনে ভালো লাগার অনুভূতি টুকু হয়তো বলে বা লিখে প্রকাশ করার ক্ষমতা আমার নেই। তবে যে কথাটা না বললেই নয় ,, দাদা আপনার দক্ষ নেতৃত্ব ছাড়া হয়তো কখনোই আজকের এই অবস্থানে আমরা পৌঁছাতে পারতাম না। আর আমার বিশ্বাস আরো অনেক দূর এগিয়ে যাবে আমাদের এই পথ চলা।

শুভ জন্মদিন "আমার বাংলা ব্লগ" । এইভাবেই প্রতিবছর আরও উন্নতি করুক এই বাংলা ব্লগ। শুরু থেকে একটু একটু করে পথ চলে, আজ উন্নতির শিখরে আমার বাংলা ব্লগ। ভবিষ্যতেও এই বাংলা ব্লগকে এইভাবেই উন্নতির শিখরে দেখতে চাই। আজ খুবই খুশির একটা দিন, এই কমিউনিটির সকল সদস্যদের জন্য। টিনটিন কেক কেটে উদযাপন করছে এই কমিউনিটির জম্মদিন জেনে খুব ভাল লাগলো।

মনে হচ্ছে এই তো সেদিন প্রথম বর্ষ পালন করলাম। এত দ্রুত যে দ্বিতীয় বর্ষ হয়ে এগুলো বুঝতেই পারলাম না। আমার বাংলা ব্লক এক নম্বর র‍্যাংকিং এ আসার সকল কৃতিত্ব দাদা শুধু আপনারই। এত চমৎকারভাবে এই ব্লগটিকে সাজিয়েছেন তা বলার অপেক্ষা রাখে না। বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত হ্যাংআউট এর জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছি। আশা করি এই হ্যাংআউটের তিনদিনে আনন্দের বন্যা বয়ে যাবে। দাদা দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

দাদা দেখতে দেখতে দুই বছর অতিক্রম হয়ে গেল। আমি এই কমিউনিটিতে যোগদান করেছি দেড় বছর হবে। তবে আমি খুব আফসোস করছি প্রথম থেকে কেন যোগদান করতে পারি নাই। যায়হোক দেড় বছরে অনেক কিছু শিখেছি। আশা করি আজকে দ্বিতীয় বর্ষ অনুষ্ঠান টা জমে উঠবে। ধন্যবাদ দাদা।

পুর পোস্টটি পড়ে বুঝতে পেরেছি দাদা, আপনার স্টিমিট প্ল্যাটফর্মে জার্নিটা কিন্তু এত ইজি ছিল না। আপনি অনেক কষ্ট করে খুব ধৈর্য সহকারে ধীরে ধীরে কমিউনিটিকে আজ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছিয়ে নিয়েছেন সেটা দেখে অনেক বেশি গর্বিত। আজকে আমরা সবাই মিলে অনেক আনন্দ করবো আমার বাংলা ব্লগ কমিউনিটির জন্মদিন মানে হচ্ছে আমাদের অনেক আনন্দের দিন। আপনি এত কষ্ট করে কমিউনিটি দাড় করাইছিলেন বলে আমরা খুব সুন্দর করে বাংলা ভাষায় ব্লগিং করতে পারি এর চেয়ে খুশি আর কি হতে পারে আমাদের জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আপনার উদ্দেশ্য যেন সফল হয় আরো যেন খুব সুন্দরভাবে এগোতে পারেন সেই কামনা করি।

দেখতে দেখতে আমাদের সকলের প্রিয় কমিউনিটির বয়স দুই বছর পূর্ণ হয়ে গেল বিষয়টাতে আমরা অনেক খুশি। জন্মদিনের এই সুন্দর দিনে আমরা চাই সকলেই মিলে মিশে আরও অনেক বছর পাড়ি দিতে। আর জানাতে চাই জন্মদিনের শুভেচ্ছা শুভ জন্মদিন আমার বাংলা ব্লগ পরিবার।

দাদা আমার বাংলা ব্লগ এর এই শুভ জন্মদিনে আপনাকে জানাই প্রানঢালা ভালোবাসা আর অভিনন্দন। আর সকলের প্রতি রইলো ভালোবাসা।এই জন্মদিনের উৎসব খুব আনন্দ মূখর হবে এমনটাই প্রত্যাশা করি।খুব ব্যস্ত সময় কাটছে আমার। দোয়া করবেন যাতে অনুষ্টানে যুক্ত থেকে আনন্দের ভাগ নিতে পারি।অসংখ্য ধন্যবাদ দাদা।অনেক অনেক শুভকামনা রইলো আপনার আর আমার বাংলা ব্লগ পরিবারের জন্য। 💞💞

দাদা আমার বাংলা ব্লগ এর শুভ জন্মদিনে আপনাকে জানাই অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আর সকলের প্রতি রইলো অফুরান ভালোবাসা। জন্মদিনের উৎসব খুব আনন্দ মূখর হবে এটাই প্রত্যাশা করি।খুব সুন্দর সময় কাটবে সবার সাথে। অনেক অনেক শুভকামনা রইলো আপনার আর আমার বাংলা ব্লগ পরিবারের জন্য।

শুভ জন্মদিন "আমার বাংলা ব্লগ"🎂.সত্যিই দাদা, দেখতে দেখতে আমরা দুই বছর কখন যে পার করে ফেললাম ভেবেই অবাক লাগছে।প্রথমদিকে খুবই কঠিন ছিল জার্নিটা।আমার খুবই ভালো লাগছে এই কমিউনিটির একজন সদস্য হিসেবে থাকতে পেরে।তাছাড়া তিনদিন ব্যাপী সকলে একত্রে দারুণ মজা ও আনন্দ হবে বলে আশা করছি।টিনটিন বাবু জন্মদিনের কেক কাটবে জেনে ভালো লাগলো।শুভকামনা রইলো দাদা।

মনে হচ্ছে এইতো সেদিন আমার বাংলা ব্লগে যাত্রা শুরু করলাম। দেখতে দেখতে দুবছর হয়ে গেলো, ভাবতেই অবাক লাগছে। ভালোবাসা জড়িয়ে থাকলে সত্যিই সময় বোঝা যায় না। শুভ জন্মদিন আমার বাংলা ব্লগ।

দেখতে দেখতে দুটো বছর চলে গেল! আমার বাংলা ভাষা, মায়ের ভাষা যেখানে অবহেলিত হতো প্রতিনিয়ত। বিশেষ করে বাঙালীদের ভাষার মূল্য হতোই না! আমার বাংলা ব্লগ আসার পরেই সেটা হয়েছে। আর সেটা দাদা আপনার মাধ্যমেই সম্ভব হয়েছে। শুরুর পথটা মসৃন না হলেও এখন ঠিকই বাংলা ভাষার অবস্থান, তথাপি কমিউনিটির অবস্থান সবার শীর্ষে! এর থেকে গর্বের আর কি হতে পারে! আপনার কাছে চির কৃতজ্ঞ দাদা। ভালোবাসা নিয়েন দাদা 🌼💟

এই মনে হচ্ছে সেদিন থেকে আমার বাংলা ব্লগে কাজ শুরু করলাম। দেখতে দেখতে প্রথম বছরে সেলিব্রেশন করলাম। এরই মধ্যে দ্বিতীয়তম বছরও পার হয়ে গেল। আজ আমার বাংলা ব্লকের দ্বিতীয় জন্মবার্ষিক।। আমার বাংলা ব্লগে আমি যতটা ভালো সময় পার করেছি,প অন্য কোথাও গিয়ে এভাবে সময় অতিবাহিত করতেস পারেনি। নিজের আবেগ অনুভূতি নিজের পরিকল্পনা আর গল্প কবিতা তুলে ধরতে পেরেছি। সেই সাথে পেয়েছি রিওয়ার্ড এবং হাজারো উৎসবমূলক মন্তব্য।। এই ভালবাসার জায়গাটি পেয়েছি এখানে সম্পূর্ণ ক্রেডিট দাদার।।
আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে মাঝে মাঝে দাদার প্রতি কৃতজ্ঞতার প্রকাশের ভাষা হারিয়ে ফেলি। ধর্ম জাতি বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে এখানে আছি। আর এরকম ভাবে বাকিটা সময় অতিবাহিত করতে চাই।।❤️❤️❤️❤️

মনে হচ্ছে এই তো কয়েকদিন আগে প্রথম বর্ষ উদযাপন করেছিলাম। সময়গুলো যে কিভাবে চলে যাচ্ছে বুঝতেই পারছি না। আসলে প্রথম দিকে জার্নিটা একটু কঠিন হলেও এখন আপনি সফল। আপনার এই সফলতার কারণে আমরা এত সুন্দর একটা পরিবার পেয়েছি। সেই সাথে এখানে কাজ করার সময় পেয়েছি নতুন নতুন অনেক অভিজ্ঞতা। সত্যি বলতে এখন আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার হিসেবে খুবই গর্ববোধ করি। বেশ কয়েকদিন আগে থেকে অপেক্ষায় রয়েছি কবে দ্বিতীয় বর্ষ উদযাপন করব। আশা করছি এই তিনটি দিনের ভার্চুয়াল অনুষ্ঠানগুলোতে আমরা সবাই খুব সুন্দর কিছু মুহূর্ত কাটাবো। শুভ জন্মদিন "আমার বাংলা ব্লগ"।

"যদি তোর ডাক শুনে কেউ না আসে রে তবে একলা চলো রে"দাদা আপনার পোস্ট পড়ে এই গানটি আমার খুবই মনে পড়ে গেল। আপনার একা চলার অদম্য ইচ্ছা শক্তি ও আত্মবিশ্বাস আজ আমার বাংলা ব্লগ প্রিয় কমিউনিটিকে শীর্ষস্থানে ত্বরান্বিত করেছে। যদিও বা প্রথম দিকে আপনার জার্নিটা এত সহজ ছিল না, তবুও আপনার মনোবল ও সাহসে সকল প্রতিকূলতাকে পেছনে ফেলে আমার বাংলা ব্লগকে সাথে নিয়ে দুর্বার গতিতে সামনে এগিয়ে চলেছেন। আজ আপনার ভালোবাসায় সিক্ত হয়ে আমার বাংলা ব্লগ পরিবার দুই বছরে পদার্পণ করেছে। এমনিভাবে যেন আমাদের প্রিয় কমিউনিটি দুর্বার গতিতে সামনে এগিয়ে যেতে পারে এই প্রত্যাশা করছি। আজ আমার বাংলা ব্লগের দ্বিতীয় জন্মদিনে আপনাকে অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছি দাদা। আপনার ও আমার বাংলা ব্লগ পরিবারের জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Upvoted! Thank you for supporting witness @jswit.

খুব তাড়াতাড়ি মনে হলো দুবছর কেটে গেলো। আমার বাংলা ব্লগ এর জন্য অনেক অনেক শুভকামনা রইলো। আমি প্রথমের দিকে আমার বাংলা ব্লগের সাথে থাকলেও বোর্ড এক্সাম এর জন্য বিরতিতে ছিলাম। কিন্তু দেখতে দেখতে সময়গুলো কেটে গেলো। আমার বাংলা ব্লগের ২ বছর পূর্তি হতে যাচ্ছে আজকে। শুভ জন্মদিন আমার বাংলা ব্লগ। এই বন্ধন সারাজীবন এমনই থাক এটাই কামনা করি।

আসলেই আপনি প্রথম থেকেই শক্ত হাতে সবকিছু গড়ে তুলেছে। এবং প্রতিনিয়ত আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। প্রতিনিয়ত বাংলা ভাষাতে বিশ্ব দরবারে তুলে ধরেছে। যাইহোক আজকে রাতের উৎসবের অপেক্ষায় রইলাম।

শুভ জন্মদিন আমার বাংলা ব্লগ ৷ দেখতে দেখতে দুটা বছর কেটে গেছে ৷ আজ দ্বিতীয় বর্ষপূর্তি সত্যিই অনেক ভালো লাগছে এই দিনটাতেও এই কমিউনিটির সাথে থাকতে পেরে ৷ এখানে কাটানো প্রত্যেকটা মুহূর্ত সত্যিই দারুণ ছিলো ৷ আমার বাংলা ব্লগ এভাবেই সবার উপরে থাক , আর আমরাও থাকতে চাই এই ভালোবাসার জায়গায় ৷ অসংখ্য ধন্যবাদ দাদা

আসলে সময় কখন চলে যায় টের পাওয়া ই যায়না।এই মূহুর্তগুলো এতো দ্রুত জীবনে আসবে তাও কল্পনার ও অতীত।আপনার ব্যাপারটা শুরু থেকেই তো একই দাদা।পুরোদস্তুর স্বাধীনচেতা একজন মানুষ।যাকে কখনোই অন্যায় কর‍তে দেখিনি আর কখনোই মাথা নুয়াতে দেখিনি।এজন্যেই আজকে আমরা এই পর্যায়ে।শুধুমাত্র আপনার জন্যেই এই পর্যায়ে আমরা।এটা ভাবলেই আলাদা এক ভালো লাগা কাজ করে যে আমরা একজন সৎ,স্বাধীন মানুষের ছায়ায় কাজ করি।অত্যন্ত গর্বের একটা জায়গা এটি আমাদের জন্যে।তাই ভালোবাসাটাও অনেক বেশি আপনার জন্যে ,সে সাথে কমিউনিটির জন্যে।মাঝেমাঝে অবাক লাগে ভাবতেই যে সেদিনের সে কমিউনিটি আজ প্লাটফর্ম সেরা,ভালোবাসা রইলো দাদা এতোটা সুযোগ তৈরি করার জন্যে।

এই কমিউনিটি,এই আপনি আজীবন থাকবেন আমাদের ভালোবাসার মণিকোঠায়।কারণ এতো শ্রদ্ধা সত্যিই কোথাও খুঁজলেও পাওয়া যায়না।আর এতোটা ভালোবাসা দেওয়ার মানুষ ও খুঁজে পাওয়া অসম্ভব ।আপনি আমাদের সকলের উৎসাহ ও ভালোবাসা,টিকে থাকবে তা আজীবন।

দুঃখের বিষয় কমেন্টটি করেছি পোস্ট করার দিন,কিন্তু আজ দেখলাম কমেন্টটি হয়নি আমার নেটের জন্যে।

এই বিস্ময়কর সম্প্রদায়ের সবাইকে অভিনন্দন। সকলের অনেক সাফল্য। একটি বড় আলিঙ্গন

Happy 2 year anniversary to ABB.

This is an extraordinary achievement for high dedication to the community.

To all stakeholders and members, have a happy day and stay together in increasing solidarity and showing the existence and strength of this great community.

যেদিন প্রথম কমিউনিটিতে আমি জয়েন করি সেদিন শুধু এটাই জানতাম যে বাংলায় ব্লগিং করব আর এখানে অনেক অনেক আনন্দ করতে পারব। জয়েন করার প্রথম দিনগুলো ছিল অসাধারণ। গোল্ডেন স্মৃতি হয়ে আছে এখনো। কারণ ওই সময়ে বাংলায় ব্লগিং করার এক্সপেরিয়েন্স ছিল নতুন। যখন কোথাও যেতাম মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে রাখতাম। পরে মনের মাধুর্য মিশিয়ে নিজের মতন করে লিখতাম বাংলায় ব্লগ। এমন একটা সময় আসে যখন এখানে কিছু শেয়ার না করতে পারলে যেন কিছু একটা বাদ রেখে দিয়েছি এমন মনে হতো।

এইতো কিছুদিন আগেও আমি হঠাৎ করেই দুই বছর আগের পোস্টগুলো দেখছিলাম। মনে পড়ছিল আগের দিনগুলোর কথা। কমিউনিটিতে তখন বেশি ইউজার ছিল না। ওই সময় তো তেমন কোন ফিচার বা প্রজেক্ট ছিল না কমিউনিটিতে। ধীরে ধীরে অনেক কিছু হয়ে গেছে। সবই স্মৃতি হয়ে আছে। আর এই স্মৃতি অনেক দামি আমার কাছে।

সত্যি প্রথম যেদিন আমার বাংলা ব্লগ আমার চোখে পড়লো সেদিন আমি আনন্দে চিৎকার করে উঠেছিলাম । আর বলছিলাম আমি এখন থেকে এখানেই কাজ করবো আর কোথাও কাজ করবো না । সত্যি সেদিনটা ছিল অনেক আনন্দের । আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা বাংলায় ব্লগিং করার জন্য আমাদের কে এত সুন্দর একটি কমিউনিটি উপহার দেওয়ার জন্য। এভাবেই আমার বাংলা ব্লগ সফলতার শীর্ষে থাক আজীবন।

দেখতে দেখতে আমার বাংলা ব্লগের কমিউনিটির দুই বছর পার হয়ে গেল ভাবতেই পারিনি মনে হয় এইতো সেদিন আমার বাংলা ব্লগের প্রথম জন্মদিন আমরা করলাম অনেক আনন্দে উল্লাসে সেদিনটা পার করেছি সবাই।
আমার বাংলা ব্লগ নাম্বার ওয়ান এ থাকবে এটাই দোয়া করি সব সময়। আমাদের প্রিয় দাদার নিয়ম-নীতিগুলো সুন্দর জন্যই আমরা
সামনের দিকে এগিয়ে যেতে পারছি। আশা করছি আজকেও খুব সুন্দর সময় কাটাবো সবাই মিলে। অনেক ধন্য মনে করছি তিন দিনের আয়োজনে সবাই মিলে একত্রে থাকতে পেরে। সততা ন্যায়-নীতি ও ভালোবাসা যেখানে আছে সেটি নাম্বার ওয়ানে থাকবেই। এভাবেই আমার বাংলাব্লগ এগিয়ে যাক সফলতা শীর্ষে।

স্মৃতিগুলো অমলিন। ২ টি বছর কিভাবে কেটে গেছে বুঝতেই পারিনি। আপনি উদ্যোগ নিয়েছিলেন বলেই আজ স্টিমিটে বাংলার এই শীর্ষ অবস্থান। আপনি সহ অনেকেই এখানে সময় মেধা ও শ্রম দিয়ে আমার বাংলা ব্লগকে এগিয়ে নিয়ে এসেছেন। সবাইকে ধন্যবাদ।

সবাই খুজে পেয়েছে তাদের পছন্দের একটি প্লাটফর্ম যেখানে লিখে, সময় দিয়ে সবাই খুবই আনন্দিত। এতগুলো মানুষকে এক জায়গায় এত আনন্দঘন সময় ও আয়ের সুযোগ করে দেয়ার জন্য দাদা আপনাকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই। কতগুলো হৃদয়ে আপনার প্রতি ভালবাসা ও জনপ্রিয়তা তা চিন্তা করা যায় না। আপনার স্থান সবার হৃদয়ে অনেক উপরে।

আমি শুধু এটা ভাবি যে, ২ বছরে আপনি আমার বাংলা ব্লগকে এখানে নিয়ে এসেছেন, ৫ বছরে কোথায় নিয়ে যাবেন আর আগামী ১০ বছর পর বাংলা ও আমার বাংলা ব্লগ কোথায় যাবে!!

অভিনন্দন ও শুভকামনা।