Indian Museum ভ্রমণ -পর্ব ৫১

in hive-129948 •  3 years ago 

Indian Museum ভ্রমণ -পর্ব ৫১


পূর্বের এপিসোড : Indian Museum ভ্রমণ -পর্ব ৫০


হ্যালো বন্ধুরা,

শুভ দুপুর বন্ধুরা, কেমন আছেন সব ?

আজকে অসম্ভব ব্যস্ত আমি । মরবার টাইম পর্যন্ত নেই । তার মধ্যেও এই পোস্টটি করছি । অতি সংক্ষিপ্ত করেই করছি পোস্টটা ।

যাই হোক চলুন আজকের মিউজিয়াম পর্ব শুরু করা যাক ।

"প্রাচীন ভারতের এন্টিক দ্রব্যসামগ্রীর প্রদর্শনী" পর্বের আজকে ঊনবিংশতম পর্ব । এ পর্যন্ত মোট আঠেরটি পর্বে আমি কাঠ, ধাতু ও হাতির দাঁতের তৈরী অনেক antique দ্রব্যের ফোটোগ্রাফ শেয়ার করেছি । আশা করি খুব একটা খারাপ লাগেনি আপনাদের কাছে ।

আমাদের আজকের এপিসোডে যে সব antique বস্তুর ফোটোগ্রাফি থাকছে সেগুলো হলো :

১. কাঠের তৈরী এটি একটি খুবই প্রাচীন ড্রেসিং টেবিল
২. বহু প্রাচীন সংষ্কৃত ভাষার একটি হিন্দু পুরাণ
৩. বহু প্রাচীন হাতির দাঁতের তৈরী হাতলযুক্ত একটি খাপে ঢাকা বাঁকা তলোয়ার
৪. ফুল লতা পাতায় সজ্জিত রুপোর তৈরী বহু প্রাচীন একটি প্রসাধনী কৌটো
৫. সম্পূর্ণ হাতির দাঁতের তৈরী একটি হাতির হাওদার মিনিয়েচার মডেল
৬. ব্রোঞ্জের তৈরী একটি সুপ্রাচীন ফুলদানি
৭. সম্পূর্ণ কাঠের তৈরী মুরলীধর শ্রীকৃষ্ণ ও রাধার যুগল মূর্তি

তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের আয়োজন কি আছে ! আশা করি খুব একটা খারাপ লাগবে না আজকের আয়োজন আপনাদের কাছে ।


কাঠের তৈরী এটি একটি খুবই প্রাচীন ড্রেসিং টেবিল । অসাধারণ কারুকার্যময়, কাঠের তৈরী নানান রকমের ফুল-লতা-পাতার ডিজাইন । তবে বহু প্রাচীন হওয়াতে, আয়নাটি অভঙ্গুর অবস্থায় পাওয়া সম্ভব হয়নি, তাই গ্লাস অনুপস্থিত । ড্রেসিং টেবিলের একদম মাথায় রয়েছে ময়ূর ও সর্পের লড়াই এর একটি মূর্তি, আর তার দু'পাশে রয়েছে দুটি ময়ূরের প্রতিমূর্তি ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


বহু প্রাচীন একটি হিন্দু পুরাণ । ভাষা সংষ্কৃত । পুঁথির বাঁদিকের চিত্রটি হলো পরশুরাম ও কার্তবীর্যাজুনের লড়াই । কার্তবীর্যাজুনের ছিল সহস্র হাত, পরশুরাম কুঠার দিয়ে সি সহস্র হস্ত ছেদন করে তাঁকে হত্যা করেন । মোট ২১ বার পৃথিবীকে ক্ষত্রিয় শূন্য করেন তিনি, ক্ষত্রিয় রাজাদের যুদ্ধে হারিয়ে ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


বহু প্রাচীন হাতির দাঁতের তৈরী হাতলযুক্ত একটি খাপে ঢাকা বাঁকা তলোয়ার । তলোয়ারের খাপটি কারুকার্যময়, কিছু পান্না বসানো আছে খাপের গোড়া ও মাথার ছুঁচোলো দিকটাতে ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


ফুল লতা পাতায় সজ্জিত রুপোর তৈরী বহু প্রাচীন একটি প্রসাধনী কৌটো । প্রসাধনী কৌটোটার রয়েছে অসংখ্য সব সুক্ষ কারুকাজ, আর কৌটোর বাইরে রয়েছে নানান ধরণের ফুল, লতা, পাতা, ফুলের কুঁড়ি আর প্রজাপতি, সবই রুপোর তৈরী এবং একটি স্ট্যান্ডের উপরে রক্ষিত ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


সম্পূর্ণ হাতির দাঁতের তৈরী একটি হাতির হাওদার মিনিয়েচার মডেল । দেখা যাচ্ছে হাওদার উপরে একজন রাজা আসীন এবং তার সামনে সৈন্য সামন্তের সারি, বর্শা হাতে । খুবই নিখুঁত ভাবে তৈরী করা হয়েছে মডেলটি ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


ব্রোঞ্জের তৈরী একটি সুপ্রাচীন ফুলদানি । ফুলদানিটির গায়ে ফুল, লতা-পাতার অনেক নকশা মিনে করা রয়েছে ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


সম্পূর্ণ কাঠের তৈরী মুরলীধর শ্রীকৃষ্ণ ও রাধার যুগল মূর্তি । বহু প্রাচীন মূর্তি দুটো ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


ক্যামেরা পরিচিতি : OnePlus
ক্যামেরা মডেল : EB2101
ফোকাল লেংথ : ৫ মিমিঃ


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

সম্পূর্ণ হাতির দাঁতের তৈরি হাতির হাওদার মিনিয়েচার মডেলটি আমার কাছে খুবই ভালো লেগেছে। এছাড়াও কাঠের তৈরি ড্রেসিং টেবিল টিও ভীষণ সুন্দর। খুব সুন্দর একটি পর্ব উপভোগ করলাম দাদা। শুভকামনা রইল আপনার জন্য।

Wow, was such a wonderful post and i liked it much . I always have had interest in history and these kind of relics make me feel amazed.

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Please consider to approve our witness 👇

Come and visit Italy Community

সম্পূর্ণ হাতির দাঁতের তৈরী একটি হাতির হাওদার মিনিয়েচার মডেল । দেখা যাচ্ছে হাওদার উপরে একজন রাজা আসীন এবং তার সামনে সৈন্য সামন্তের সারি, বর্শা হাতে । খুবই নিখুঁত ভাবে তৈরী করা হয়েছে মডেলটি ।

এ পর্যন্ত আপনার পোস্টে হাতির দাঁতের অনেকগুলো সংস্কার দেখলাম বরাবরের মতো এটিও তাক লাগিয়ে দেয়ার মতোই ছিল। আপনার পোস্টগুলোতে সর্বপ্রথম হাতির দাঁতের তৈরি এত সুন্দর সুন্দর সংস্কার দেখতে পেয়েছি। অনেক অনেক শুভকামনা রইল দাদা 💚

দাদা আপনি আপনার ব্যস্ততার মাঝেও এত সুন্দর করে মিউজিয়ামের ভেতরের ফটোগ্রাফিগুলো শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো। আপনি অনেক সুন্দর ভাবে আপনার ফটোগ্রাফির মাধ্যমে মিউজিয়ামের ভেতরের সব প্রদর্শনীগুলো আমাদের মাঝে উপস্থাপন করেছেন। দেখতে দেখতে মিউজিয়ামের অনেকগুলো পর্ব পেরিয়ে গেল। একেকটি পর্ব যেন একেকটি সৌন্দর্যের আধার। আজকে আপনি যেই ফটোগ্রাফিগুলো শেয়ার করেছেন সেগুলো অনেক সুন্দর হয়েছে এবং অনেক কিছু দেখার সৌভাগ্য অর্জন করেছি। দাদা ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা রইলো আপনার জন্য।

দাদা নমস্কার আপনার Indian Museum ভ্রমণ -পর্ব ৫১ পর্বের দৃশ্যের ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে।দেখে আমি মুগ্ধ হলাম।জানি না জীবনে কখানো এতো সুন্দর মিউজিয়ামে যেতে পারবো কী না।কিন্তু আপনার মাধ্যেমে মিউজিয়াম সমন্ধে জানতে পারছি আর অনেক দূদার্ন্ত পুরনো ঐতিহ্য স্মৃতি শিল্প গুলো দেখতে পারছি।এজন্য আপনাকে মনের অন্তরস্থলে থেকে অনেক কৃতজ্ঞা জানাই।অনেক ধন্যবাদ দাদা।

বহু প্রাচীন হাতির দাঁতের তৈরী হাতলযুক্ত একটি খাপে ঢাকা বাঁকা তলোয়ার ।
সম্পূর্ণ হাতির দাঁতের তৈরী একটি হাতির হাওদার মিনিয়েচার মডেল ।
সম্পূর্ণ কাঠের তৈরী মুরলীধর শ্রীকৃষ্ণ ও রাধার যুগল মূর্তি।

পাঠক সন্তুষ্ট হয়েছে , লেখকের সুন্দর উপস্থাপনায় । এই তিনটার কারুকার্য দেখে জাস্ট আমি অবাক । তবে বাকি ছবি গুলোও বেশ ভালো ছিল ।

এই পর্বে আপনি কাঠের তৈরি এবং হাতির দাঁতের তৈরি অনেকগুলো আসবাবপত্র আমাদের সাথে শেয়ার করেছেন। আমার কাছে অনেক ভাল লেগেছে তবে একবার যাওয়ার খুব ইচ্ছা এই মিউজিয়ামে, খুব কাছ থেকে এই জিনিসপত্রগুলো দেখার খুব ইচ্ছে আমার।

ওয়াও দাদা আবারো এই নতুন পর্বের মধ্যে আমরা নতুন নতুন জিনিস দেখতে পেলাম। প্রত্যেকবার আপনি নতুন নতুন জিনিস নিয়ে আমাদের মাঝে হাজির হন। আসলে এই জিনিসগুলো দেখতে অনেক ভালো লাগে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা এত সুন্দর সুন্দর ও নতুন নতুন জিনিস আমাদের মাঝে উপস্থিত করার জন্য

কাঠের তৈরী এটি একটি খুবই প্রাচীন ড্রেসিং টেবিল । অসাধারণ কারুকার্যময়, কাঠের তৈরী নানান রকমের ফুল-লতা-পাতার ডিজাইন । তবে বহু প্রাচীন হওয়াতে, আয়নাটি অভঙ্গুর অবস্থায় পাওয়া সম্ভব হয়নি, তাই গ্লাস অনুপস্থিত । ড্রেসিং টেবিলের একদম মাথায় রয়েছে ময়ূর ও সর্পের লড়াই এর একটি মূর্তি, আর তার দু'পাশে রয়েছে দুটি ময়ূরের প্রতিমূর্তি ।

এই জিনিসটি দেখে সত্যি আমি মুগ্ধ হয়ে গেছি। কারন অত্যন্ত নিখুঁতভাবে তৈরি করা হয়েছে।আর আপনি খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেছেন দাদা।
ফোটগুলো খুবই সুন্দর ভাবে তুলেছেন। ধন্যবাদ দাদা এতো সুন্দর জিনিস গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। 💞💞

কাঠের তৈরী এটি একটি খুবই প্রাচীন ড্রেসিং টেবিল । অসাধারণ কারুকার্যময়, কাঠের তৈরী নানান রকমের ফুল-লতা-পাতার ডিজাইন । তবে বহু প্রাচীন হওয়াতে, আয়নাটি অভঙ্গুর অবস্থায় পাওয়া সম্ভব হয়নি, তাই গ্লাস অনুপস্থিত ।

আসলেই দাদা খুবই চমৎকার লাগছে দেখতে, যদিও আয়না নেই তবুও কিন্তু আকর্ষণটা একটুও কমে যায় নি। কি সুন্দর দক্ষতা ও মেধা ছিলো তাদের, কি নিখূঁত কাজ।

বহু প্রাচীন একটি হিন্দু পুরাণ দেখে খুবি ভাল লাগলো। তাছাড়া ফুল লতা পাতায় সজ্জিত রুপোর তৈরী বহু প্রাচীন একটি প্রসাধনী কৌটোটিও দারুন । হাতির দাতের তৈরী মিনিয়েচার অসাধারন দেখতে। বিশেষ করে পুরাণ দেখে শান্তি পেলাম। ধন্যবাদ দাদা । ভাল থাকবেন।

কাঠের তৈরী এটি একটি খুবই প্রাচীন ড্রেসিং টেবিল ।

আমার কাছে এই ড্রেসিং টেবিল অনেক ভালো লেগেছে। বর্তমানের ডিজাইন থেকে প্রাচীন ডিজাইন গুলো অনেক সুন্দর ছিল। হয়তো বললে ডিজাইন দেখিয়ে বানানো যাবে তারপরও কোথাও না কোথাও একটু ভিন্ন থাকবেই। আপনার Museum ভ্রমণ -পর্ব থেকে অনেক থেকে আমরা অনেক কিছু জানত ও শিখতে পেরেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন বলে।

বহু প্রাচীন হাতির দাঁতের তৈরী হাতলযুক্ত একটি খাপে ঢাকা বাঁকা তলোয়ার । তলোয়ারের খাপটি কারুকার্যময়, কিছু পান্না বসানো আছে খাপের গোড়া ও মাথার ছুঁচোলো দিকটাতে ।

দেখতে দেখতে ৫১ পর্বের ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো। বিশেষ করে হাতির দাঁত দিয়ে তৈরি করা এই তলোয়ারটি দেখে আমার খুবই ভালো লাগলো। হাতির দাঁত দিয়ে কত সুন্দরভাবে তৈরি করেছে। সত্যি দেখে মুগ্ধ হয়ে গেলাম। দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য।

প্রতিবার এর মতন এবারো কিছু ইতিহাসে ভরা ছবি দেখতে পেলাম দাদা। প্রথম ড্রেসিং টেবিল এর চিত্র টা খুব ভালো লেগেছে আমার কাছে। অসাধারন ছবি তুলেন আপনি। অনেক অনেক ধন্যবাদ দাদা এসব ছবি আমাদের মাঝে ভাগাভাগি করে নেওয়ার জন্য। শুভেচ্ছা রইলো।

  ·  3 years ago (edited)

কাঠের তৈরী এটি একটি খুবই প্রাচীন ড্রেসিং টেবিল । অসাধারণ কারুকার্যময়, কাঠের তৈরী নানান রকমের ফুল-লতা-পাতার ডিজাইন । তবে বহু প্রাচীন হওয়াতে, আয়নাটি অভঙ্গুর অবস্থায় পাওয়া সম্ভব হয়নি,

দাদা এতো সুন্দর ড্রেসিং টেবিল আমি আমার জীবনে এই প্রথম দেখলাম, অসাধারণ কারুকার্জ আমি শুধু তাকিয়ে থাকলাম কিছুক্ষন। অবাক করা জিনিস। আপনার এই ফটোগ্রাফির মাদ্ধমে আমি অনেক কিছু দেখতে পেলাম দাদা অনেক ধন্যবাদ দাদা

মরবার টাইম পর্যন্ত নেই ।

এমন কথাও মানুষ বলতে পারে দাদা।😤এগুলো কেমন কথা!!

সম্পূর্ণ কাঠের তৈরী মুরলীধর শ্রীকৃষ্ণ ও রাধার যুগল মূর্তি ।

এই ক্যাপশনের দেওয়া ছবির মূর্তি গুলোর ফিনিশিং জাস্ট অসাধারণ।

কাঠের তৈরী এটি একটি খুবই প্রাচীন ড্রেসিং টেবিল । অসাধারণ কারুকার্যময়, কাঠের তৈরী নানান রকমের ফুল-লতা-পাতার ডিজাইন ।

দাদা আপনি আপনার কর্ম ব্যস্ত জীবনে অনেক ব্যস্ত আছেন এবং সেই ব্যস্ত জীবনের মাঝেও মিউজিয়ামের দারুন সব ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন দেখে অনেক ভালো লাগলো। কাঠের তৈরি সুপ্রাচীন ড্রেসিং টেবিল আমার কাছে খুবই ভালো লেগেছে। নিখুঁত সব কারুকার্য করা লতা পাতা গুলো খুবই সুন্দর। আসলে পুরনো দিনের জিনিস গুলো দেখে মুগ্ধ হয়ে যাই। ধন্যবাদ আপনাকে দাদা ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

এপিসোড গুলো যতই দেখছি,ততোই ভালো লাগছে। এবং জানতেও পারছি।ভালো ছিলো। ধন্যবাদ আপনাকে।

প্রতিবারের মতো এবারও কিছু অদ্ভুত সুন্দর জিনিস দেখে মনটা চাঙ্গা হয়ে গেল। তবে হাতির দাঁতের তৈরি সেই তলোয়ারটি দেখে সত্যিই আমি মুগ্ধ হয়ে গেলাম। এবং এটি যে কারিগর তৈরি করেছে তার প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।

ব্রোঞ্জের তৈরী সুপ্রাচীন ফুলদানি টি আমি আগে কখনো দেখিনি আজকে নতুন একটা অভিজ্ঞতা হলো দাদা। কাঠের তৈরি মুরলীধর শ্রীকৃষ্ণ ও রাধার যুগল মূর্তি টি দেখতে বেশ চমৎকার দেখাচ্ছিল এটি একদম নিখুঁত কারুকাজ। আমার কাছে মিউজিয়ামে থাকা সবগুলো জিনিসই খুবই চমৎকার লেগেছে। ধন্যবাদ দাদা আপনাকে আমাদের মাঝে এমন সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য ভালোবাসা এবং দোয়া রইলো। ❤️❤️

দাদা ড্রেসিংটেবিলের চেহারা দেখেই আমার মাথা ঘুরে গেছে। এত সূক্ষ্ম আর কারুকার্যময় শিল্প নৈপুণ্য শুধু ড্রেসিং টেবিলে ভাবা যায় না। না জানি কত সময় আর পরিশ্রম করতে হয়েছে এটি তৈরি করতে। প্রত্যেকটা জিনিসই একটির চাইতে আরেকটি সুন্দর। কোনটির ব্যাপারে কমেন্টস করব বোঝাটাই মুশকিল। যাই হোক এতকিছু দেখার সুযোগ করে দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

দাদাভাই নতুন করে আপনার ফটোগ্রাফি নিয়ে আর কি বলব। প্রতিবারের মতো এবারও অসাধারণ। আমার কাছে ভাল লাগে এই ব্যাপারটা যে প্রতিবারের মত, ফটোগ্রাফি গুলোর সাথে ওই জিনিসটা সম্পর্কে অনেক নতুন কিছু শিখতে পারি এবং জানতে পারি। কাঠের তৈরি ড্রেসিং টেবিল এবং হাতির দাঁতের তৈরি হালযুক্ত বাঁকা তলোয়ার অনেক বেশি আকর্ষণীয় লাগছে। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর সুন্দর ভ্রমণ পর্ব আমাদের সাথে শেয়ার করার জন্য। আমার পক্ষ থেকে আপনার জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা রইল। পরিবার নিয়ে সবসময় ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ❤️।

অনেক ব্যস্ত সময় কাটাচ্ছেন আশা করছি খুব শীঘ্রই আমাদের মাঝে ফিরে আসতে পারবেন। দেখতে দেখতে ৫১ তম এসে পড়লাম। সবকয়টি পর্বই অনেক ইন্টারেস্টিং ছিল। নতুন নতুন জিনিস দেখতে পেয়েছি সেই সাথে জানতে পেরেছি। সেই সাথে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এতো ব্যস্ততার মাঝে আজকের পর্বটি লিখার জন্য। আজকে প্রথম ফটোগ্রাফি এর কাঠের ড্রেসিং টেবিল অনেক সুন্দর কারুকাজ করা। গ্লাসটা থাকলে আরও সুন্দর দেখাতো

ইন্ডিয়ান মিউজিয়াম এর পর্ব ৫১ এর শিল্প সংস্কৃতি ও ঐতিহ্যের দৃশ্যপটে দেখে মুগ্ধ হলাম দাদা ।প্রতিনিয়ত দেখতে পেরে নিজেকে ধন্য মনে করছি। খুব ভালো লাগলো আজকের শিল্প-সংস্কৃতির কিছু হাতের কারুকাজ যা পুরনো ঐতিহ্য স্মৃতি বয়ে আনে। পরবর্তী পর্বের জন্য আশায় রইলাম দাদ।

@tipu curate 10