আমার করা প্রথম গ্রাফিক্স প্রোজেক্ট

in hive-129948 •  3 years ago 

বেশ কয়েক মাস আগের কথা । আমার অনেকগুলি বিজনেস ব্যাঙ্ক একাউন্টগুলোর মধ্যে একটি একাউন্ট আছে আমাদের বাড়ির কাছেই একটি বেসরকারী ব্যাংকের সাথে । যদিও ওই একাউন্টে আমার তেমন একটা ট্রানসাকশান করা হয় না, তথাপি ব্যাংকের ম্যানেজার এর সাথে আমার খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে । তো একদিন উনি ফোন করে বললেন একটি বেসরকারী আর্থিক প্রতিষ্ঠান সম্প্রতি বাজারে তাদের নিজস্ব প্রিপেইড ডেবিট কার্ড প্রচলনের অনুমতি পেয়েছে ।

সেই প্রতিষ্ঠানের সিইও তাঁর বন্ধু । তাঁদের প্রিপেইড ডেবিট কার্ডগুলোর design করা দরকার এখন ।যদিও নিয়ম মেনে টেন্ডার ডেকে এই ধরণের কাজের বরাত কোনো একটি প্রতিষ্ঠানকে দেওয়াটাই নিয়ম, কিন্তু তিনি নিজেই কোনো প্রতিষ্ঠানকে দিয়ে কাজটি করিয়ে নিতে চান পার্সোনালি । তাই তিনি তার ফ্রেন্ডকে অনুরোধ করেছেন এমন একটি প্রতিষ্ঠান খুঁজে দিতে ।

এই জন্যই আর কি আমার ব্যাংকের ম্যানেজার আমার কোম্পানিকে কাজটি করে দেয়ার অনুরোধ করলেন । আমি ওনাকে বললাম যে আমার তো সফটওয়্যার ফার্ম, এখানে এই ধরণের কোনো গ্রাফিক্সের কাজ করা হয়ে থাকে না । তবে, আমি দেখলাম খুবই তুচ্ছ একটি কাজ । নিজেই হয়তো পারবো । গ্রাফিক্সের টুকটাক কাজ শিখছি, এখন এই কাজটি যদি নিজে করি তো ভালোই প্র্যাকটিস হয়ে যাবে ।

আমি রাজি হয়ে গেলাম । তবে একটি শর্তে, মোট ৪ ধরণের কার্ড design এ প্রত্যেকটি design পিছু একটা মোটা অংকের টাকা দেয়ার কথা ছিলো সেটা আমাকে দেওয়া যাবে না । আমি সম্পূর্ণ ফ্রি তে কাজটি করে দেব । যদি টাকা পয়সার কোনো ব্যাপার থাকে তাহলে আমি নেই এর মধ্যে । তাদেরকে এটা বললাম যে আমি শখের বশেই কাজটি করতে চাই ।

বিশাল খুশি মনেই রাজি হয়ে গেলো তাঁরা । অনেক টাকা বাঁচলো তাদের । তো আমি ৪টি কার্ডের design করে ফেললাম । পুরো ১ সপ্তাহ লাগলো আমার । কারণ, যখনই একটু ফ্রি টাইম পাই কাজে বসি । একবারে একটানা বেশি সময় দিতে পারিনি ।

আজকে অনেক দিন পরে কিছু ওল্ড ফাইল ডিলিট করতে গিয়ে দেখলাম দুটি ডিজাইন রয়ে গিয়েছে আমার পার্সোনাল ল্যাপটপে । মোছা হয়নি । আজকে এখানে শেয়ার করার পরে মুছে দিলাম তাদের ।পার্মানেন্টলি ।

নিচে কার্ডগুলির ডিজাইন ও কিছু ষ্টেপের ছবি শেয়ার করলাম ।


আর্থিক প্রতিষ্ঠান : Moneypro Wealth Management & Financial Services

Prepaid Card Issuer : RuPay

In association with : NSDL (National Securities Depository Limited)


Card Type : Prepaid Debit Card (Domestic Only)

Card Designer : 😜 (😘


কার্ডের দুটি ভিন্ন Design


Black_prepaid.png

Blue_prepaid.png


কার্ড গুলি ডিজাইন এর কয়েকটি লেয়ার


কার্ড ০১


card1-d1.png

card1-d2.png

card1-d3.png

card1-d4.png

card1-d5.png

card1-d6.png

card1-d7.png

card1-d8.png

card1-d9.png

card1-d10.png

card1-d11.png

card1-d12.png

card1-d13.png


কার্ড -০২


card02-d01.png

card02-d02.png

card02-d03.png

card02-d04.png

card02-d05.png

card02-d06.png

card02-d07.png


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

দাদা এটা শুনে আমার খুবই ভালো লাগলো যে আপনি এই কার্ডটি তৈরি করতে কোন অর্থ নিবেন না।এই কোম্পানির অনেক টাকা আপনি বাঁচিয়ে দিয়েছেন। এত বড় একটি কাজ আপনি টাকা ছাড়াই করবেন জেনে তারা অনেক খুশি হয়েছে।আপনি আসলেই মহৎ ব্যাক্তি দাদা।আপনার প্রতি শ্রদ্ধাশীল বেড়ে গেছে আমার, অনেক সুন্দর করে কার্ডটি তৈরি করেছি। আপনাকে অনেক ধন্যবাদ দাদা।

কি বলবো। অসাধারন কাজ আপনার দাদা। তার চেয়ে বড় কথা আপনি অনেক উদার মনের মানুষ। কিভাবে ফ্রি তেই ওদের কাজ টি করে দিলেন এতো ব্যস্ত সময় এর মাঝেও। আমি টুকটাক গ্রাফিক্স এর কাজ পারি। তবে কেনো জানি আমার মাথায় ডিজাইন আসে না। মাঝে মধ্যে মনে হয় পৃথিবীতে আমিই মনে হয় এক যার মাথায় ডিজাইন আসে না।

আপনার করা প্রথম গ্রাফিক্স প্রোজেক্ট দেখে খুবই ভালো লাগলো দাদা। আপনি অনেক বেশি দক্ষতার অধিকারী। আসলে আপনার অনেক বেশি ইচ্ছা শক্তি রয়েছে। মানুষের ভিতরে যদি অনেক বেশি ইচ্ছা শক্তি থাকে তাহলে সে খুব সহজেই যেকোনো কঠিন কাজও করতে পারে। যেমনটি আপনি করেছেন। আপনার তৈরি করা প্রথম গ্রাফিক প্রজেক্ট দেখে বোঝার কোন উপায় নেই এটি আপনি প্রথম তৈরি করেছেন। একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনারের কাছেও আপনার এই প্রজেক্টটি হার মানায়। হয়তোবা এমন কোনো প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার রয়েছে যারা আপনার থেকে ভালো ডিজাইন করতে পারে না। গ্রাফিক ডিজাইন এর কাজ গুলো খুবই নিখুঁত ভাবে করতে হয়। এগুলো শুধুমাত্র আপনার মত মানুষের দ্বারাই প্রথমবারেই এত সুন্দর করে করা সম্ভব। যেগুলো আমাদের মত সাধারন মানুষরা কল্পনাও করতে পারে না কখনো। কার্ডগুলোর ডিজাইন এবং গ্রাফিক ডিজাইনের কাজ গুলো অসাধারণ হয়েছে। আপনি আপনার বিভিন্ন কাজে ব্যস্ততার মধ্যেও যে এত সুন্দর গ্রাফিক প্রজেক্ট এর কাজ গুলো করেছেন এটা দেখে আমি অবাক হয়ে গেলাম। দাদা আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। আপনি এভাবেই নতুন নতুন গ্রাফিক প্রজেক্ট তৈরি করুন এই কামনাই করি সব সময়।

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WH2CTT1twNKanYsJBPLYUwjWXYjAFiWzVFSpBi1LvCiAeRjBXPNQZyBgWLu9KavyDLD5xNaq57CTJabYXTEn.png

এই ডিজাইনটি আমার ভিশন পছন্দ হয়েছে। দাদা আপনি সত্যিই অনেক বড় মনের মানুষ আবারও তা প্রমান করিয়ে দিলেন। ফ্রিতেই আপনি তাদের কাজ করে দিলেন। আপনার প্রশংসা করতে হয়। আপনার জন্য শুভকামনা রইলো ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় এই কামনাই করি

দাদা একজন মানুষ কতটা দক্ষ ও পারদর্শী হলে এতকিছুর জ্ঞান থাকে তা আপনাকে দেখে উপলব্ধি করতে পারছি সাথে আবার আপনার সুন্দর ও নিখুঁত কাজ দেখে মুগ্ধ ও হচ্ছি।আসলে আপনার কাজ খুবই পুঙ্খানুপুঙ্খ নিখুঁত ও খুবই সুন্দর ডিজাইন গুলি।এটি না জানলে অনেক কষ্টকর বলে মনে হবে ,আপনার প্রত্যেকটি গ্রাফিক্স প্রজেক্ট অসাধারণ।খুবই ভালো লাগলো দেখে।নতুন একটি কাজ দেখতে পেলাম আপনার থেকে ।ধন্যবাদ দাদা।শুভকামনা রইলো।

দাদা আপনার দক্ষতাকে আমি স্যালুট জানাই। আপনি সব বিষয়ে অনেক বেশি পারদর্শী। আমার চোখে দেখা আপনি একমাত্র মানুষ যে প্রতিটি বিষয়ে নিখুঁতভাবে কাজ করতে পারেন এবং আপনার চিন্তা শক্তি অনেক বেশি প্রখর। আপনার মেধা এবং বুদ্ধি দুটোই আমাকে মুগ্ধ করে দেয়। এই কাজগুলো আপনি প্রথম ডিজাইন করেছেন তাও আবার সখের বসে। কিন্তু দেখে বোঝার উপায় নেই এগুলো আপনি প্রথম করেছেন। দেখতে একদম প্রফেশনাল লাগছে। যদিও এই কার্ডগুলোর সম্পর্কে আমার খুব একটা ধারণা নেই তবে আমার যতটুকু মনে হচ্ছে এগুলো একদম নিখুঁত এবং সুন্দর হয়েছে। কারণ আপনার কাজকে আমরা সব সময় ভালবাসি এবং সম্মান জানাই। অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

দাদা চোখ কপালে উঠার মত একটা গল্প বললেন। কারণ যেখানে মোটা অঙ্কের টাকা ব্যয় করে কাজগুলো করানো লাগতো সেখানে আপনি ফ্রিতে করে দিলেন আশ্চর্যজনক। আসলে দাদা আপনার হৃদয়টা না বিধাতা অনেক বড় করে বানিয়েছে। যাইহোক সেখানেও আপনার একটু প্র্যাকটিসের মন মানসিকতা ছিল, যে কাজটা করলেন আর আপনার হাতটা ক্লিয়ার হল এ কারণে আপনি কাজটা বিনা পয়সায় করেছেন। মাঝের মধ্যে টুকটাক সময় পেয়েছেন তখন করেছেন। আচ্ছা দাদা আপনি পারেন না এরকম কোন কিছু থাকলে আমাকে একটু বলেন শুনতাম যে আমার দাদা এটা পারে না, হাহাহা, এ পোস্টের মাধ্যমে জানা হয়ে গেল যে আপনি গ্রাফিক্সের কাজ জানেন। সত্যি দাদা এটা চিরসত্য যাদের হৃদয় বড় তাদের উপরওয়ালা অনেক বড় জিনিস গিফট করেন, তেমনি আপনিও। আমাদের সাথে অনেক সুন্দর করে আপনার একটা অভিজ্ঞতা এবং এক্সপ্রিয়েন্স এর পোস্ট শেয়ার করেছেন। আপনার জন্য ভালোবাসা অবিরাম।

বাহ দাদা আপনি সত্যিই অলরাউন্ডার। আপনার করা প্রথম গ্রাফিক্স প্রজেক্ট সত্যি অনেক সুন্দর হয়েছে। দুইটি কার্ড আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ দাদা আপনার নতুন গ্রাফিক্স প্রজেক্ট আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। শুভেচ্ছা ও ভালোবাসা রইল অবিরাম।

কি বলবো দাদা আপনাকে যতই দেখছি ততই অবাক হচ্ছি। আপনার কাজগুলো এতটা নিখুঁত এবং এত সুন্দর মনের অধিকারী আপনি, আমি এরকম আগে কখনো দেখিনি। এত বড় একটি মোটা অংকের টাকা হাতের কাছে পেয়েও শখের বশে আপনি তাদেরকে সম্পূর্ণ ফ্রিতে করে দিলেন। সত্যি বলতে দাদা আপনার মন অনেক বড়, অনেক বড় মনের মানুষ আপনি। তার চাইতে বেশি আনন্দিত হচ্ছে একারণেই আমি আপনার সাথে কাজ করতে পারছি, এটাতেই আমি নিজেকে অনেক ধন্য মনে করছি। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে। শুভকামনা আপনার জন্য ও আপনার দীর্ঘায়ু কামনা করছি।

আপনি অনেক বড় মনের মানুষ বলতে হয়। না হলে এতো টাকার কাজ কেউ একেবারে ফ্রী তে করে দেয়। এবং কার্ডগুলোর ডিজাইন অনেক সুন্দর হয়েছে। ওদেরও কাজটা হয়ে গেল এবং আপনারও প্রাক্টিস হলো।

দাদা আপনি তো দেখছি দারুন ডিজাইন করেন। ফটোশপের উপর বেশ ধারনা দেখছি। পি এস ডি ফাইল এর প্রতিটি লেয়ার দেখলেই বোঝা যায় আপনি ফটোশপে দারুন দক্ষ। কার্ডের গ্লোসি ডিজাইন তো আরো দারুন হয়েছে। ধন্যবাদ দাদা আপনাকে এত সুন্দর একটি শিক্ষনীয় বিষয় শেয়ার করার জন্য। শুভেচ্ছা।

দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ, সেই সাথে অনেক অনেক শুভকামনা রইল। যতই আপনার সৃজনশীলতা গভীরতা খুঁজতে যায় ততই যেন গভীরে প্রবেশ করি। আপনি প্রখর সৃজনশীলতার অধিকারী। আপনি একজন দক্ষ গ্রাফিক্স ডিজাইনার তা আপনার ডিজাইন দেখে অনুধাবন করতে পারলাম। সবচেয়ে বড় কথা আপনি অনেক বড় ভালো মনের মানুষ, ফ্রিতে খু্বই দক্ষতার সহিত আপনি মাস্টার কার্ডের ডিজাইন করে দিয়েছেন। এতে করে আপনার ব্যক্তিত্ব ও উদারতার মানসিকতা প্রকাশ পেয়েছে। অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা নিবেন দাদা।

সময় যদি কারো কাছে অর্থবহ হয়ে, একবার আটকা পড়ে, তাহলে তা আলাদিনের চেরাগকেও লজ্জায় ফেলাতে পারে। আমি মনে করি, এমনি ভাবে বহমান হচ্ছে আপনার সময়। কেউ যদি ভাবে এটা আপনার ভাগ্যে হয়েছে,সে আজও চালাকের স্বর্গে বাস করছে, বোকার স্বর্গে নয়। আশীর্বাদ কামনায়......

ওই ভদ্রলোক সত্যিই খুব খুশি হওয়ার কথা কারণ অন্য কাউকে দিয়ে কাজটি করিয়ে নিলে তার অনেক টাকা ব্যয় হয়ে যেত। আপনি খুব আনন্দের সাথে কাজটি করে দিয়েছেন এবং সত্যিই অসাধারণ হয়েছে কারণ প্রথম কালো কার্ডটি খুব চমৎকার লেগেছে আমার কাছে। মাঝে মাঝে সৃজনশীল কিছু করার মাঝেই অনেক আনন্দ খুঁজে পাওয়া যায়। আপনি পূর্বেকার গ্রাফিক্স ডিজাইন শেখার যে দক্ষতা সেটা কে কাজে লাগিয়ে ভদ্রলোকের জন্য একটা সুন্দর কার্ড ফ্রি তে ডিজাইন করে দিয়েছেন যেটা থেকে তার কোম্পানি কার্যক্রম ভবিষ্যতে দীর্ঘদিন পরিচালনা করে যাবে। ধন্যবাদ ডিলিট করার আগে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনার ডিজাইন করা কার্ডটি অনেক সুন্দর লাগছে। কম্পিউটারের মাধ্যমে খুব সুন্দর ভাবে ডিজাইন করেছেন এবং সেইসঙ্গে কার্ডের ডিজাইন করার পদ্ধতিও দেখিয়েছেন। বেশ দক্ষতার সঙ্গে আপনি কাজটি সম্পন্ন করেছেন। শুভকামনা রইল দাদা আপনার জন্য। ভালোবাসা অবিরাম।

দাদা আপনি আসলেই সুপারহিরো। আপনি মাত্র এক সপ্তাহের মধ্যেই সুন্দর করে এই কার্ড তৈরি করেছেন। আপনি শখের বশে ডিজাইন শিখেছিলেন, সেই ডিজাইনটা কাজে লেগে গেল। তারপরে একটা বিষয় জেনে আমার খুবই ভালো লাগলো। আপনি এই কার্ডটি তৈরি করতে কোন টাকা নিতে চাননি। টাকা দিতে চাইলে আপনি এই কাজটি করবেন না। আপনি আসলেই মহৎ। আপনি এত বড় একটি কাজ করে দিয়েছেন কোনো অর্থ ছাড়া। আপনার প্রতি রইল ভালোবাসা। আপনি খুবই সুন্দর ভাবে তৈরি করেছেন।খুবি সুন্দর হয়েছে। আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

দাদা আমি খালি ভাবছি আপনার কোন গুণটি নেই অর্থাৎ আপনি কোন কাজটি ভালো পারেন না!! প্রতিটি কাজেই আপনার দক্ষতা খুবই ভালো। আর একটি বিশেষ দিক যেটা আমি খেয়াল করেছি তা হল যেই কাজ ই হোক না কেন আপনি প্রতিটি কাজ অত্যন্ত গুরুত্বের সঙ্গে করেন। যা আমার কাছে খুব ভালো লাগে। কারণ আপনার এই গুরুত্বের সাথে করার কারণেই আপনার প্রতিটি কাজ খুব নিখুঁত হয় আর সুন্দরতো হয়। আর এই জিনিসটা আমার খুব ভালো লাগলো যে আপনি কাজ করেও টাকা নিলেন না। আপনার এই অভ্যাসগুলো আপনার ব্যক্তিত্বকে আরো বেশি ফুঁটিয়ে তুলে। আপনি আসলেই একজন ভালো মনের মানুষ।

আপনার আরো কত দক্ষতা আছে আমাদের অজানা সেটা ভেবে অবাক হচ্ছি । দুটো কার্ডের ডিজাইন ভীষণ সুন্দর হয়েছে। আমি যদিও গ্রাফিক্স ডিজাইন পারিনা কিন্তু বুঝতে পারছি কার্ড দুটো অসাধারণ হয়েছে। একদম প্রফেশনাল ডিজাইনারদের মত ডিজাইন করেছেন । আর কোম্পানির অনেক টাকা খরচ হত এই ধরনের ডিজাইন করতে। আপনি তাদের অনেকগুলো টাকা বাঁচিয়ে দিলেন। আপনি সত্যি মহৎ ।ধন্যবাদ এত সুন্দর ডিজাইন ও ঘটনাটা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

সত্যি দাদা আপনি সকল বিষয়ে খুবই পারদর্শী।আপনি খুবই সুন্দর ভাবে এই কার্ড তৈরি করেছেন। আপনি শখের বশে এত বড় একটি কোম্পানির কার্ড তৈরি করেছেন। একটি খুবই সুন্দর হয়েছে। আপনি খুবই সুন্দর ভাবে ধাপে ধাপে আমাদের মাঝে কার্ড তৈরি করা উপস্থাপন করেছেন । আমার খুবই ভালো লেগেছে। আপনি আসলেই একজন মহৎ মানুষ। আপনার প্রতি রইল অবিরাম ভালোবাসা🌹🌼🌹

দাদা আপনি সকল বিষয়েই খুবই দক্ষ।এ জন্য আপনাকে আমি অলরাউন্ডার বলি, কারণ আপনি চতুর্দিকেই খু্বই দক্ষতার সাথে কাজ করেন। আপনার প্রথম ডিজাইন করা কার্ড কিন্তু দেখে মনে হচ্ছে না যে এটি প্রথম। মনে হচ্ছে কোনো প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার কাজ।আপনার দক্ষতার
দেখা আমি মুগ্ধ। আপনার প্রতি রইলো গভীর ভালোবাসা।সুন্দর ভাবে উপস্থাপন করেছেন, অনেক ধন্যবাদ দাদা।

দাদা আপনার কাজের কোনে তুলে না হয় না।আপনি প্রতিটি কাজের একজন বিশেষ দক্ষ মানুষ।আমি আমার বাংলা ব্লগে এসে আপনার মতো সুন্দর মানুষের সাথে কাজ করে নিজেকে গর্বিতে মনে করি।কারন আপনার মতো কম লোকে দেখছি সততা ,নিষ্ঠা,ন্যায়বান,ন্যায়পরনতা ও দোয়ালু।কারন এখনকার যুগে মানুষ টাকা ছাড়া কিছু করে না দাদা।অন্তর অন্তরস্থলে থেকে আপনার প্রতি আমার গভীর শ্রদ্ধো রইল।অনেক ধন্যবাদ দাদা।

দাদা আপনি আসলেই অনেক বড় মনের একজন মানুষ, ❤️❤️। আপনিতো প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার, ওয়াও আমি সত্যি বলছি প্রথম কার্ডটি দেখে আমি পুরো মুগ্ধ হয়ে গেছি এবং দ্বিতীয় কার্ডটি অসাধারণ ছিল। ওই লোকগুলার অনেক টাকা বাঁচলো, অনেক মহত্ত্বের পরিচয় দিয়েছেন দাদা, এইজন্য আপনি আমাদের প্রিয় দাদা। আমার মনের অন্তরঙ্গ থেকে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি।

যতই দেখছি ততোই অবাক হচ্ছি, কতটা প্রখর আপনার মেধা শক্তি। সত্যিই বলছি আমার দেখা এখন পর্যন্ত সবচেয়ে ব্যতিক্রম মানুষটি হলো দাদা, যতই গভীরে প্রবেশ করতে চাই, ততোই গভীরতা খুঁজে পাই, শেষ হওয়ার নামই নেই।

আসলে কথা প্রসঙ্গে কথা আসে, তবে দাদার প্রসঙ্গে বলতে গেলে শব্দ খোঁজা মুশকিল হয়ে যায়, কোনটা রেখে কোনটা বলি। আজকের ডিজাইনগুলোও তেমনই কিছু নমুনা, শুধুমাত্র শখের কারনে ডিজাইনগুলো করেছেন, তাও একদম ফ্রি। কিন্তু তবুও আপনার দক্ষতা যেভাবে প্রকাশ করেছেন, তার তুলনা হয় না। বেশ দারুণ ডিজাইন হয়েছে দাদা, ভালো লেগেছে আপনার সুন্দর দক্ষতা দেখে।

দাদা আমি ভাবছি আপনি কোন কাজটা পারেন না। দিন দিন যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি আপনার প্রত্যেকটা কাজ দেখে। মনে হচ্ছে ওখানে আছে সব রকমের দক্ষতা রয়েছে। সাত দিন ধরে কাজ করে কার্ডগুলো ডিজাইন করেছেন কিন্তু তাও আবার ফ্রিতে। এত ব্যস্ততার মাঝেও আপনি এরকম কাজ করেন যা চিন্তাও করা সম্ভব না। খুব ভালো লাগলো দাদা আপনার এই পোস্টটা পড়ে।

দাদা আপনি কি পারেন না সেটা একটু জানতে চাই? আজ পর্যন্ত এমন কোনো বিষয় দেখলাম না যে যেটি আপনি পারেন না। ফটোগ্রাফি আর্ট থেকে শুরু করে যাবতীয় কিছু আপনার নখদর্পণে। কিভাবে সম্ভব একজন মানুষের মধ্যে এত প্রতিভার ছড়াছড়ি। তাছাড়া আপনি প্রতিটি কাজই খুব নিখুঁত এবং দক্ষতার সঙ্গে করেন। আপনার প্রশংসা যতই করি কম হয়ে যাবে।
আপনার কার্ড দুটির মধ্যে দুই নম্বর কার্ডটি আমার কাছে বেশি ভালো লেগেছে।

দাদা একটা জিনিস আমার খুব জানতে ইচ্ছা করে আপনি পারেন পারেন না টা।কি? একটা মানুষ এত ধরনের প্রতিভার অধিকারী হতে পারে যে আপনাকে না দেখলে বুঝা যাইতো না। আপনি একাধারে প্রোগ্রামিং ,ব্যবসা ,ব্লগিং থেকে শুরু করে পরিবার তারপরও এখন আপনি এত সুন্দর নিখুঁত ভাবে মাস্টারকার্ডের গ্রাফিক ডিজাইন করেছেন যা বিন্দুমাত্র ধরার অবকাশ নেই। আপনি প্রতিটি ধাপ আমাদের মাঝে এত সুন্দর ভাবে বিস্তারিতভাবে তুলে ধরেছেন তা সত্যিই প্রশংসনীয় ।আপনার সৃজনশীলতা আপনার শক্তি ।যা আপনি বারবার আপনার কাজের মাধ্যমে ,দক্ষতার মাধ্যমে প্রমাণ করে যাচ্ছেন। আপনার জন্য সব সময় ভালোবাসা ও দোয়া থাকবে।

দাদা আমি কি বলবো বলার ভাষাই হারিয়ে ফেলেছি। আপনার প্রতিভা দেখে আমি মুগ্ধ। দাদা আপনার সৃজনশীলতা কে সম্মান জানাই। এত ব্যস্ততার মাঝেও একজন মানুষ কিভাবে এত সুন্দর নিখুঁত ভাবে কাজ সম্পন্ন করতে পারে হয়তো আপনাকে না দেখলে বুঝতাম না। আপনার মত মানুষ পেয়ে সত্যিই আমার বাংলা ব্লগ কমিউনিটি ধন্য । আপনার জন্য সব সময় ভালোবাসা ও দোয়া কামনা করি।

অসাধারণ হয়েছে ভাই আপনার কার্ডগুলো। ডিজাইন গুলো আমার কাছে জোস লেগেছে। আপনার যে আর কত দক্ষতা আছে তা বলে বোঝানোর মত নয়। কি আর বলব আপনাকে আপনার প্রতি মন ভরা ভালবাসা শুভেচ্ছা রইল দাদা।এগিয়ে যান আপন গতিতে। পাশে আছি সবসময়।

দাদা একজন মানুষ এর মাঝে যে কতো প্রতিভা থাকতে পারে তার উজ্জ্বল দৃষ্টান্ত আপনি। প্রতিনিয়ত আপনি আপনার নিজেকে প্রমাণ করে যাচ্ছেন। আপনার কাজ যতই দেখি ততই অবাক হই। আপনার প্রতি সম্মান দিন দিন বেড়েই যাচ্ছে।

আসলে কাজ জানা থাকলে কোন কিছুই কোনো বিষয় নয় দাদা। যার প্রমান আপনি নিজেই দিলেন। কোম্পানির বড় কার্ডের ডিজাইনার হিসেবে আপনি নিজেকে প্রমান দিলেন। এটা অন্যান্য মানুষের কাছে অনেক কঠিন কাজ হলেও আপনার কাছে এটা অনেক তুচ্ছ একটা কাজ।

  • এখানে আপনার সৃজনশীলতার বড় একটি প্রকাশ

দ্বিতীয়তঃ যে বিষয়টি ভালো লেগেছে

কাজ করবেন কিন্তু কোন সেখান থেকে অর্থ গ্রহণ করবেন না। এর থেকে বড় এবং ভালো কি হতে পারে। মানুষকে উপকার করার প্রতিদান অবশ্যই সৃষ্টিকর্তা নিজের হাতে দেন। আপনি যে কাজটি বিনামূল্যে করে দিয়েছেন সেটি সত্যি প্রশংসার দাবিদার

  • মানসিকতার এবং অনেক বড় মনের মানুষ এর উদাহরণ আপনি

আসলে কার্ডের ডিজাইন সম্পর্কে আর কি বলব। অনেক বড় মাপের graphic-designer আপনি। যদিও নিজেকে তুচ্ছ বলছেন তার পরেও আপনি হয়তো নিজেও জানেন না আপনি কত বড় মাপের একজন ডিজাইনার।

দুইটা কার্ড এর ডিজাইন অসাধারণ ছিল

আপনি তো আমাদের ব্লগিং শেখাচ্ছেন এবং আমার বাংলা ব্লগ বর্তমানে তৃতীয় অবস্থানে আছে যা আমাদের জন্য গর্বের বিষয়। গ্রাফিক্সের কাজ গুলো করতে পারেন এটা আগে জানা ছিল না। ভবিষ্যতে আপনার কাছে থেকে গ্রাফিক্সের কাজ গুলো শিখতে পারবো। আপনি একদম অলরাউন্ডার পারফর্মার। এককথায় যে সহজেই সব কাজ গুলো করতে পারে। দোয়া করি আরও এগিয়ে যান। অনেক শুভকামনা রইল দাদা 💚

দাদা আপনাকে যত দেখছি ততই অবাক হচ্ছি। এত ব্যস্ততার মাঝেও শুধুমাত্র শখের বশে তাও আবার একদম ফ্রীতে কাজটি নিয়েছেন। মাত্র ১ সপ্তাহে ৪টি কার্ডের design শেষ করে ফেলেছেন। সত্যি আপনার কোন তুলনা নেই।

আপনার মেধার তারিফ করতে হবে দাদা 👌
আপনি এই কাজটিতে পারদর্শী না হয়েও একদম নিখুঁত সুন্দর একটি কার্ড ডিজাইন করে ফেললেন, তাও আবার একদমই বিনা পয়সায়।
আমরা হলে টাকাতো নিতামই আর ডিজাইনে এর আশে পাশেও পৌঁছাতে পারতাম না। আপনার পক্ষে সত্যিই সম্ভব।
শুভ কামনা সবসময়ই রয়েছে ❣️

যাক আপনি অনেক ভাল গ্রাফিক্সের কাজ পারেন দাদা আপনি খুব দক্ষতার সাহায্যে কাজটি সম্পন্ন করেছেন।আসলে সবথেকে ভালো লাগে আপনি কোন মানুষকে না করতে পারেন না মনটা অনেক ফ্রেশ আর উনি বলল আপনি এত ব্যস্ততার ভিতরে করে দিলেন। এটা সত্যিই অনেক ভালো লাগলো আর আপনার প্রতিটা হাতের কাজ আমার অনেক ভালো লাগে। অনেক দক্ষতা নিয়ে কাজগুলো সম্পন্ন। করেন।আমারও ইচ্ছা গ্রাফিক্সের কাজ শিখা এবং গ্রাফিক্স এর কাজ শিখতে হলে অনেক দক্ষতা লাগে এবং অনেক ধৈর্য্য নিয়ে কাজ করতে হয়। আপনার প্রতিটা কাজই অনেক সুন্দর হয়েছে। অনেক দক্ষতা নিয়ে করেছেন।

আপনার মাঝে কি নেই আমি ভাবি! সবকিছুতেই একদম পারদর্শী আপনি। বিনা পয়াসায় একটি প্রতিষ্ঠানের ডেবিট কার্ড করে দিয়েছেন। যেখানে একটি প্রতিষ্ঠান আপনাকে মোটা অঙ্কের টাকা দিতেও রাজি ছিল। পুরো এক সপ্তাহ নিয়ে মেধা কাটিয়ে খুবই দক্ষতার সাথে কার্ডটি আপনি তৈরি করেছেন। বিনা পয়সায় এরকম এরকম কাজ করে দিবে এমন মানুষ পাওয়া দুষ্কর দাদা। আপনার প্রতি ভালোবাসাটা আরও বেড়ে গেলো। সত্যি আপনি অনেক ভালো ব্যক্তিত্বসম্পন্ন একজন মানুষ। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

বিশাল খুশি মনেই রাজি হয়ে গেলো তাঁরা । অনেক টাকা বাঁচলো তাদের । তো আমি ৪টি কার্ডের design করে ফেললাম । পুরো ১ সপ্তাহ লাগলো আমার ।

মুরুব্বির জনে জ্ঞানী গণে বলেন যতদিন এই দুনিয়াতে ভালো মানুষ থাকবে ততদিন এই পৃথিবী টিকে থাকবে। আজকে আপনি প্রতিটি পদে-পদে তারই পরিচয় দিয়েছেন। সর্বদা দোয়া করব আপনার জন্য, আপনি যেন সর্বস্তরের মানুষের সেবা ও সহায়তা প্রদান করতে পারেন।

প্রথমে অসংখ্য ধন্যবাদ আপনাকে। কারণ এই পৃথিবীতে সবাই আমরা অর্থের বিনিময় যেকোনো কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। কিন্তু সেখানে আপনি অর্থ ছাড়া কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেছেন এটি আমার কাছে অনেক ভালো লেগেছ। আমরা অর্থকে বেশি গুরুত্ব দেই কিন্তু আমি যে একটি জিনিস শিখলাম এটার মূল্য কত এটাকে গুরুত্ব দেইনা। এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ দাদা।

স্বার্থপর এই পৃথিবীতে কেউ স্বার্থছাড়া নেই ।যেখানে স্বার্থছাড়া কিছুই চলেনা সেখানে আপনি অমায়িক মনের মানুষের পরিচয় দিলেন দাদা ।আমি মুগ্ধ দাদা ।আপনি স্বার্থপর এই জগৎকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন যে ভালো মনের মানুষ এখন দুনিয়াতে আছে ।কারন ভালো ছাড়া দুনিয়াটা অচল ।দাদা আপনার গুনের কথা কি বলবো যতো দেখি ততোই মুগ্ধ হই যে এই ব্যস্তময় জীবনে কতোকিছু আয়ত্ত করে নিয়ে পথ চলেন কার্ডের ডিজাইন গুলো অনেক সুন্দর হয়েছে ।ধন্যবাদ ও দোয়া রইলো দাদা ।আরও নতুন কিছু শেয়ার করে আমাদের চমকে দিবেন এমন করে ।

ডিজাইন গুলো To the point আর Mordern দুটোই একসাথে। ৪ খানা ডিজাইন তাও কোনো পারিশ্রমিক ছাড়া, ব্যাংক ঋণ দেওয়ার বদলে তোমার কাছেই চিরঋণী হয়ে গেলো।

সত্যি দাদা মাঝে মাঝে আপনাকে দেখলে অবাক হয়ে যাই। সেই সাথে নিজের মধ্যে অনেক অনুপ্রেরণা পাই। আপনি অনেক প্রতিভার অধিকারী, সব রকম কাজেই আপনার অভিজ্ঞতা আছে। আমার কাছে সবথেকে এই বিষয়টি ভাল লেগেছে যে, আপনি তাদের সম্পূর্ণ কাজটি ফ্রি ভাবে করে দিয়েছেন। আপনি আপনার এই কাজের মাধ্যমে নিজের উদার মন মানসিকতার তাদের মাঝে তুলে ধরেছেন। সত্যি বলতে আপনার তুলনা শুধু আপনি নিজেই। আপনার পোস্টটা পড়ে আমার বেশ ভালো লাগলো, এভাবেই মানুষের পাশে সব সময় থাকবেন বলে আশা রাখছি💞💞

দাদা আমার খুবই ভালো লেগেছে আপনার মহৎ কাজটির কথা শোনে। দাদা আপনি যে মহান এতেই বুঝা যাচ্ছে। এত বড় একটি কোম্পানির কার্ড অনেক সময় দিয়ে কষ্ট করে বানিয়ে দিয়েছেন। এবং কোন অর্থ ছাড়াই। বর্তমানে মানুষ থাকলেও , অন্য মানুষের কোন কাজ করতে চায়না। আপনার থেকে খুব মহান একটি কাজ শিখলাম। আজ থেকে আমাকে ও যদি কেউ কোন কাজ দেয় তাহলে তাকে আমি ফেরাবোনা। বিনা অর্থে তাকে সাহায্য করবো, প্রায় সময় করার চেষ্টা করব। দাদা আপনাকে কথা দিলাম।

সত্যি দাদা আপনি অসাধারণ প্রতিভার অধিকারী একজন ব্যক্তি। আপনার তৈরি কার্ড দুটি দেখতে অসাধারণ সুন্দর হয়েছে। এ কার্ড গুলো তৈরি করতে আপনি দারুন একটি উদারতার পরিচয় দিয়েছেন চাপড়ে আমার খুবই ভালো লাগেছে। দাদা আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Love your Card.
Hello, please share this if you want CRYPTO'S. USA trying to BAN all Crypto's.
https://odysee.com/@privacyx:5/10-new-crypto-laws-you-need-to-know:8

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Such a great job Dear. Keep it up.

Beautiful card designs, @rme.

আপনি যদি গ্রাফিক ডিজাইন সম্পর্কে বেশি কিছু না জানেন এবং এই দুটি কার্ড তৈরি করেন, যেমনটি আপনি একজন ডিজাইন পেশাদার হলে, আমি কল্পনা করি আপনি একটি মেটাভার্স তৈরি করবেন। 😆

দাদা, আপনি সহজে কঠিন কাজ করেন, আমি আপনার দক্ষতা দেখে অবাক হয়েছি

Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Please consider to approve our witness 👇

Come and visit Italy Community

Hello stemians, I'm from the Philippines and I've been posting on steemit for my vocational course. I translate your work to English so that I can understand it, you did a great job, and I hope to see more posts from you in the future.stay safe always rme😊