"আমার বাংলা ব্লগ" এর নিউ ইনিশিয়েটিভ "রেফার করো রিওয়ার্ড জেতো" -০৮

in hive-129948 •  last year 


বর্তমানে এফিলিয়েশন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টার্ম । কোনো ব্র্যান্ড বা কোম্পানি বা পণ্য অথবা সার্ভিসকে দ্রুত সবার মধ্যে ছড়িয়ে দিয়ে এবং সেটিকে জনপ্রিয় করার একটা মার্কেটিং স্ট্রাটেজি এটি । সেই হিসেবে বলা যেতেই পারে স্টিমিটেও রেফারাল সিস্টেমটা রাখা খুব গুরুত্বপূর্ণ । কিন্তু, দুর্ভাগ্যবশতঃ সেটি না থাকার কারণে শুধুমাত্র "আমার বাংলা ব্লগ"-এর ইউজারদের জন্য এই সিস্টেমটি আনা হলো । প্রত্যেক মাসে আমাদের কমিউনিটিতে নতুন মেম্বার নেওয়া হয়ে থাকে শুধুমাত্র কমিউনিটির বর্তমান এক্টিভ মেম্বারদের রেফারারে । কিন্তু, এজন্য রেফেরাররা কোনো রিওয়ার্ডস পেতেন না । এটি ছিল ফ্রি রেফারাল সিস্টেম ।

কিন্তু, গত আগস্ট ২০২২ থেকে আমরা প্রত্যেক একটিভ রেফারারের প্রতিটি ভ্যালিড ও ভেরিফাইড রেফারাল এর জন্য ৫ স্টিম করে পুরস্কার দিয়ে আসছি । এই পুরস্কারটি দেওয়া হচ্ছে "আমার বাংলা ব্লগ"-এর মেইন কিউরেশন একাউন্ট @amarbanglablog থেকে । আমি মনে করি, এর ফলে স্টিমিট আরো দ্রুত মানুষজনের মধ্যে ছড়িয়ে পড়বে এবং খুব দ্রুত জনপ্রিয়তা লাভ করবে ।


"আমার বাংলা ব্লগ" এর নিউ ইনিশিয়েটিভ "রেফার করো রিওয়ার্ড জেতো"

রাউন্ড : ০৮

রেফারাল রিওয়ার্ডস : প্রত্যেক ভ্যালিড এবং ভেরিফায়েড মেম্বার এর জন্য ৫ স্টিম ওয়ান টাইম রিওয়ার্ড

রেফেরার হওয়ার যোগ্যতা : "আমার বাংলা ব্লগ"-এর ভেরিফাইড এক্টিভ মেম্বার

ভ্যালিড রেফারাল হওয়ার যোগ্যতা : "আমার বাংলা ব্লগ"-এর ভেরিফিকেশন লেভেল পাশ করতে হবে

লিমিট : একজন রেফেরার প্রত্যেক রাউন্ডে একবারে সর্বোচ্চ ৫ জন কে রেফার করতে পারবেন


রাউন্ড -০৮ এর ভ্যালিড রেফেরার ও রেফারেল এর তালিকা

ক্রমরেফেরাররেফারেল সংখ্যা
০১@rex-sumon০২
০২@shyamshundor০২
০৩@razuan12০২
০৪@nevlu123০১
০৫@mostafezur001০১
০৬@bristychaki০১
০৭@limon88০১
০৮@sumon09০১

:রেফারেল রিয়ার্ডস প্রদান সম্পন্ন :


DateFromToAmountUnitMemo
2024-01-07, 15:18rmesumon095.000STEEMABB referral payment
2024-01-07, 15:17rmelimon885.000STEEMABB referral payment
2024-01-07, 15:17rmebristychaki5.000STEEMABB referral payment
2024-01-07, 15:17rmemostafezur0015.000STEEMABB referral payment
2024-01-07, 15:16rmenevlu1235.000STEEMABB referral payment
2024-01-07, 15:16rmerazuan1210.000STEEMABB referral payment
2024-01-07, 15:15rmeshyamshundor10.000STEEMABB referral payment
2024-01-07, 15:15rmerex-sumon10.000STEEMABB referral payment

------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

মাঝে দু'দিন কোনো এনএফটি আর্ট করার সুযোগ পাইনি । আজকে তাই আবারো একটি এনএফটি আর্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি । এই NFT আর্টটিও "Winter Spirit" সিরিজের অন্তর্গত একটি আর্ট। আমার গত আর্টটি ছিল ফিনিক্স পাখি নিয়ে। আর আজকের আর্টটি হলো ইউনিকর্ন নিয়ে । ইউনিকর্নও ফিনিক্স পাখির মতোই একটা মাইথোলজিক্যাল ক্রিয়েচার । এটাই এই আর্টের মূল প্রতিপাদ্য বিষয় ।

তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এনএফটি আর্ট -


গ্যালারি : Fairy


Screenshot 2024-01-08 030443.png

Winter Spirit

মনে হচ্ছে রূপকথার ইউনিকর্ন চোখের সামনে জলজ্যান্ত অবস্থায় দেখতে পাচ্ছি। কাজটি দারুন হয়েছে দাদা।

রেফার করেও যে ইনকাম করা যায় তা আমার বাংলা ব্লগেই দেখা যায়।তাও ভুল রেফার না,একেবারে পারফেক্ট ইউজার আনলে।সত্যিই দারুণ একটি উদ্যোগ দাদা আপনার।

আমার বাংলা ব্লগ কমিউনিটির এটি একটি দারুণ আইডিয়া দাদা। অন্যকে কাজের সুযোগ করে দেওয়ার মাধ্যমেও কিছু ইনকাম করা যায় এছাড়াও যাকে সুযোগ করে দেওয়া হচ্ছে তার জন্য একটি নতুন ইনকামের ব্যবস্থা শুরু হয়ে যায়। সেই সাথে আমার বাংলা ব্লগ কমিউনিটির সাথে যুক্ত হওয়ার সুবর্ণ একটি সুযোগ পায়।শুধু এখানে ইনকামের কথা বললে ভুল হবে। এর মাধ্যমে বিনোদনের ব্যাপক ব্যবস্থা থাকে। আমার বাংলা ব্লগ কমিউনিটি বিভিন্ন ধরনের অকেশনে কিংবা উৎসবে আমরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে থাকি। সে সবগুলো জায়গাতেও তাদেরকে সুযোগ করে দেওয়া হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দাদা এত চমৎকার একটি সিস্টেম চালু করার জন্য।

রেফার করো রিওয়ার্ড জেতো একটি দারুন উদ্যোগ। রিওয়ার্ড পেতে কার না ভালো লাগে, তেমনি করে এই রিওয়ার্ড পেয়ে অনেকেই উজ্জীবিত হবে এবং রেফার করতে আগ্রহী হবে।
আমার বাংলা ব্লগ মানেই ব্যাতিক্রম কিছু এবং ভালো ইউজার তৈরির কারখানা। অনেক ধন্যবাদ দাদা মেম্বারদের অনুপ্রাণিত করার জন্য।

বেশ দারুণ একটি উদ্যোগ গ্রহণ করেছেন দাদা। আমাদের দেখাদেখি অনেকেই ইচ্ছা পোষণ করে থাকে এই কমিউনিটিতে ব্লগের কাজ করার জন্য। হয়তো তাদের জন্য সুবর্ণ সুযোগ এটা। আপনার সুন্দর এই পোস্ট পেয়ে বেশ খুশি হলাম পাশাপাশি আরো খুশি হলাম এই তালিকায় আমার নাম রয়েছে দেখে।

This is a great initiative you have shared about @rme Dada.

This referal system will help to market steemit and bring in more users to steemit.

It can also serve as a source of income to participants.
Thank you Dada for this Initiative.

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



আমার বাংলা ব্লগ বলেই এটা সম্ভব, যেখানে কাউকে রেফার করে-নতুন ইউজার এনেও ইনকাম করা যায়। যারা রেফার করেছেন তাদের জানাচ্ছি শুভেচ্ছা আর যারা নতুন জয়েন করেছেন তাদের জানাচ্ছি অভিনন্দন।

দাদা আপনার এই উদ্যোগটি সত্যি দারুন একটি উদ্যোগ। এই উদ্যোগের ফলে সবাই নতুন নতুন ইউজারকে এই কমিউনিটির সাথে যুক্ত করার প্রতি উৎসাহিত হবে। দাদা আপনি সবাইকে আপনার তরফ থেকে পুরস্কার দিয়েছেন দেখে ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ দাদা।

রেফার করো রিওয়ার্ড জেতো এই ইনিশিয়েটিভটি নিঃসন্দেহে প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগ পুরো স্টিমিট প্লাটফর্ম জুড়ে কারো কাছে দেখিনাই, যেটা আমার বাংলা ব্লগের পক্ষ হতে শুরু হয়েছে। আর সেটি আপনি কন্টিনিউ চালিয়ে যাচ্ছেন। এই উদ্যোগটির কারণে অনেকেই রেফার করতে আরো বেশি আগ্রহ প্রকাশ করবে আশা করছি। ধন্যবাদ দাদা।

যারা নিউ মেম্বার রেফার করেছে সবাইকে পুরস্কৃত করেছেন দেখে বেশ ভালো লাগলো দাদা। আশা করি পরবর্তী দিনগুলোতে স্টিমিটের আমার বাংলা ব্লগে আরও বেশি জনপ্রিয় হয়ে উঠবে। অসংখ্য ধন্যবাদ দাদা আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

খুবই সুন্দর একটা উদ্যোগ এইটা দাদা। এই উদ্যোগটার ফলে অনেকেই এখন রেফার করার ক্ষেত্রে উৎসাহ প্রদান করেন। যদিও রেফার করাটা অনেকটাই কঠিন কাজ কেননা তাকে খুব ভালোভাবে বিষয়গুলো সম্পর্কে ধারণা দেওয়া লাগে। তারপর পরিবারের সদস্যদেরকে রেফার করার মাধ্যমে এই প্লাটফর্মে নিয়ে আসতে পারলে ভালই লাগে।

খুব দারুণ এবং সুন্দর একটি উদ্যোগ দাদা। এরফলে যারা সত্যিই কাজ করতে আগ্রহ দেখায়, তাদেরকে রেফার করে সুযোগ করে দেওয়া সম্ভব হয়। এবং রিওয়ার্ড জেতার সুযোগ থাকে। যারা রেফার রিওয়ার্ড পেয়েছে, তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন।

অসংখ্য ধন্যবাদ দাদা, সম্মানী দেওয়ার জন্য এবং চেষ্টা করবো আরো মানুষকে এখানে যোগদান করানোর জন্য তারা যেন অনেক সুন্দর ভাবে ক্লাস করে আমার বাংলা ব্লগে কাজ করতে পারে আপনার জন্য শুভেচ্ছা রইল।

Posted using SteemPro Mobile

এটাও আমার বাংলা ব্লগের দারুণ একটা ইনিশিয়েটিভ! যার ফলে ভেরিফাইড ইউজাররা কাউকে রেফার করে আর্ন করতে পারে। যারা রেফার করে নতুনদেরকে স্টিমিটের মতো নতুন একটা দুনিয়ার সাথে পরিচয় করিয়ে দিয়েছেন, পাশাপাশি আর্নের ব্যবস্থা করে দিয়েছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি

Upvoted! Thank you for supporting witness @jswit.

দাদা আপনার নেওয়া নিউ ইনিশিয়েটিভ অনেক ভালো লেগেছে। সব সময় সম্মান জানায় আপনার নেওয়া প্রতিটি ইনিশিয়েটিভ কে। যেগুলো ইউজারদের জন্য অনেক উপকারে আসে। নতুন ইউজারের রেফারের জন্য আপনি ৫ স্টিম করে গিফট দেবেন সেটা শুনে অনেক ভালো লাগলো। যারা নতুন মেম্বার দিয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই এবং শুভকামনা রইল। আমরাও চেষ্টা করব আমাদের একান্ত মানুষ জন পেলে অবশ্যই রেফারার হিসেবে দেওয়ার জন্য।

রাউন্ড - ০৮ এ দেখছি বেশ কয়েকজনকে রেফার করা হয়েছে। এভাবেই দিনদিন স্টিমিট প্লাটফর্ম আরও অনেক জনপ্রিয়তা লাভ করবে ইনশাআল্লাহ। দাদা আপনার আসলেই কোনো তুলনা হয় না। যারা রেফার করেছে তাদেরকে এভাবে পুরষ্কৃত করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা। ভালো থাকবেন সবসময়।

Posted using SteemPro Mobile

শ্রদ্ধেয় দাদা আপনার এই উদ্যোগটি অসাধারণ একটি উদ্যোগ। রেফার করে রিওয়ার্ড জেতো বেশ দারুন উদ্যোগ। এই উদ্যোগের ফলে সবাই নতুন ইউজারকে এই কমিউনিটির সাথে যুক্ত করার চেষ্টা করবে। এই উদ্যোগটির কারণে অনেকেই রেফার করতে আরো বেশি আগ্রহ প্রকাশ করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা।

Khub valo initiative, onk manusher onk upokar hobe.

এটা বেশ ধারণা উদ্যোগ নতুনরা আমাদের এই প্লাটফর্ম সম্পর্কে জানতে পারছেন এবং তারাও আমাদের সাথে যুক্ত হচ্ছে। আমিও চেষ্টা করব যদি এরকম কোন সৎ এবং যোগ্যবান মানুষ পাই আমাদের এই প্লাটফর্মে যুক্ত করার জন্য।

রেফার এর সাথে রিওয়ার্ড ব্যাপারটা নিঃসন্দেহে একটি মহৎ উদ্যোগ দাদা। এর মাধ্যমে যারা রেফার করবে তারাও রেফার করার উৎসাহ পাবে রিওয়ার্ড পাওয়ার মাধ্যমে। যাইহোক, তোমার এই উদ্যোগের প্রশংসা করতেই হয়। এর মাধ্যমে আমাদের কমিউনিটিতে নতুন নতুন সদস্যের দেখা পাওয়া যাবে যা আমাদের জন্য এবং আমাদের কমিউনিটির জন্য একটা ভালো ব্যাপার।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

দাদা আপনার প্রতিটি উদ্যোগ অসাধারণ। এই উদ্যোগের মাধ্যমে অন্যকে কাজে ঢুকিয়ে নিজেও ইনকাম করা যায় এবং অন্যেরও ইনকামের একটি ব্যবস্থা হয়।আর আমার বাংলা ব্লগ কমিটি মূলত শুধু ইনকাম নয় বিনোদন ও
আমরা সবাই একটি পরিবারের মধ্যে থাকি।
আর এখান থেকে অনেক বিষয়ে শিক্ষা অর্জন করা যায়। অনেক ধন্যবাদ দাদা আপনার তরফ থেকে সবাইকে পুরস্কৃত করার জন্য।

রেফারাল সিস্টেম চালু করা এবং প্রতিটি ভ্যালিড ও ভেরিফাইড রেফারাল এর জন্য ৫ স্টিম করে পুরস্কার দেওয়া সত্যিই একটি খুব ভালো উদ্যোগ আমার বাংলা ব্লগের তরফ থেকে। অ্যাফিলিয়েট মার্কেটিং একটি অত্যন্ত জনপ্রিয় এবং কার্যকর মার্কেটিং স্ট্র্যাটেজি সারা বিশ্ব জুড়ে। প্রচুর ব্লগার এবং ইউটিউবারদের মূল রোজগার প্রধানত এর মাধ্যমেই হয়ে থাকে।

স্টিমিটের অনেক কিছুই বেশ অদ্ভুত। যেমন পোস্ট শেয়ার অপশন বহু বছর ধরে ছিল না। খুব সম্প্রতি এটা চালু হয়েছে। আমি মাস তিনেক আগে এটা নিয়ে একটা পোস্টও লিখেছিলাম। এই প্ল্যাটফর্মের আরেকটি দুর্বলতা আমার মনে হয় এভারগ্রীন পোস্টের সাত দিন পর কোনো আর্থিক ভ্যালু না থাকা। এর জন্য কোনো থার্ড পার্টি অ্যাড নেটওয়ার্কের সাথে স্টিমিটের সংযুক্ত হওয়া উচিত বলে আমি মনে করি।

দাদা আপনি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পোস্ট উপস্থাপন করেছেন, মেম্বার রেফার করে রেফারেন্স বোনাস আজ পর্যন্ত অনেকেই পেয়ে আসছেন, এটা দারুণ একটি বাবস্থা যার ফলে প্রত্তেকেই মেম্বার রেফার করার প্রতি আগ্রহী। ধন্যবাদ দাদা

স্টিমিটকে আরো জনপ্রিয় করতে এই রেফার সিস্টেমটি ব্যবহার করা যেতে পারে। আসলে স্টিমিটকে আরো ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আপনার ভেতরে যে প্রচেষ্টা সেটা যদি স্টিমিট টিমের লোকজনের থাকতো তাহলে স্টিমেট আজ বিশ্বে আরো অনেক ভালো অবস্থানে থাকতে পারতো। এটা নিঃসন্দেহে দারুন একটি উদ্যোগ দাদা। বাদবাকি কমিউনিটির উচিত আপনার এই ইনিশিয়েটিভ অনুসরণ করা। ধন্যবাদ আপনাকে।

Congratulations on getting the credit card! You seem happy with it. What benefits have you gained so far?

সতর্কতা: তারা সবাই স্ক্যামার। তারা আপনাকে অর্থ প্রদান করবে যার পরে তারা আপনাকে একটি অজুহাত দেবে আপনাকে আরও টাকা দিতে বলবে। তারা আমাকে $82000 কেড়ে নিয়েছে। আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি তাদের প্রকাশ করতে যাচ্ছি। যখন আমার সহকর্মী আমাকে হ্যাকার স্টিভ ([email protected]) এর সাথে পরিচয় করিয়ে দিয়েছিল তখন আমি এটি সব খুঁজে পেয়েছি। এই হ্যাকিং ফার্মটি একটি নিখুঁত কাজ করেছে। (ইমেল, Facebook, whatsapp, Imo, Skype, Instagram, ফোন ক্লোনিং, DMV অপসারণ, ট্র্যাকিং অবস্থান, ব্যাকগ্রাউন্ড চেক, Kik, অ্যাকাউন্ট পুনরুদ্ধার, ইত্যাদি) থেকে শুরু করে সমস্ত অ্যাকাউন্ট হ্যাক করার ক্ষেত্রে তারা বিশেষজ্ঞ। আপনার (এর মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করা উচিত [email protected]) আজ দ্রুত পুনরুদ্ধারের জন্য

জি দাদা আপনার উদ্যোগ সব সময় আমাদের জন্য খুব কল্যাণকর হয়।আপনি প্রতি রেফারে ৫ স্টিম দিচ্ছেন দেখে আসলেই খুব ভালো লেগেছে দাদা।আমাদের কমিউনিটির যেমন মার্কেটিং বা প্রচার হবে তেমন সব নতুন নতুন ইউজার আসবে কমিউনিটিতে।দাদা আপনার সব সিদ্ধান্তকে সম্মান জানাই সব সময়।

Posted using SteemPro Mobile