গ্রাম বাংলার কিছু ফোটোগ্রাফিsteemCreated with Sketch.

in hive-129948 •  2 years ago 


আজ আমি গ্রামে আমার বেড়ানোর কিছু স্মৃতি শেয়ার করতে চলেছি । গ্রাম হলো প্রাকৃতিক সৌন্দের্যের লীলাভূমি । অপরূপ ভূ-প্রকৃতি, আর ঘন সবুজ গাছগাছালির মাঝে বার বার নিজেকে হারিয়ে ফেলছি । এ এক অনন্য অভিজ্ঞতা । আজ যে ফোটোগুলো শেয়ার করতে চলেছি সেগুলো হলো গ্রামের পুকুর থেকে মাছ ধরার ও কয়েকটি মাছের ফোটোগ্রাফি ।

গ্রামে শীতের মরসুমেই মূলতঃ মাছ ধরা হয়ে থাকে পুকুরের জল পাম্পের সাহায্যে সেচ দিয়ে । যখন পুকুরের জল সম্পূর্ণ শুকিয়ে যায় তখন সবাই মিলে নেমে যায় মাছ ধরতে । হাঁটুর নিচে জল থাকে, আর থাকে প্রচুর কাদা । এই জল কাদার মধ্যে দিয়েই গ্রামের মানুষ আশ্চর্য দক্ষতায় মাছ ধরে । কেউ জাল খ্যাপায়, কেউ হাতড়িয়ে মাছ ধরে । রুই, কাতলা, ভেটকি, পার্শে, ট্যাংরা, শোল, কৈ, মাগুর, সিলভার কার্প, গ্রাস কার্প, মিরর কার্প, গলদা চিংড়ি, পুঁটি, তেলাপিয়া প্রভৃতি হরেক রকমের মাছ পাওয়া যায় ।

এত মাছ যে দেখলে মাথা ঘুরে যায় । আমি কিছু কিছু ছবি তুলেছিলাম । ধীরে ধীরে সেগুলো সব শেয়ার করবো আপনাদের সাথে । মাছ আমার খেতে ভালো লাগে । কিন্তু, তার চাইতেও বেশি ভালো লাগে মাছ দেখতে । আহা আগের জন্মে নিশ্চয়ই বেড়াল ছিলাম ।

আজকে মাত্র দুটি মাছের ফোটোগ্রাফ শেয়ার করবো । এর পরের এপিসোড গুলোতে ধীরে ধীরে মাছের ফোটোগ্রাফের সংখ্যা বৃদ্ধি করবো । আজকে যে দুটি মাছের ফটো আপনাদের সাথে শেয়ার করবো তার নাম আমি বলবো না । আপনারাই বের করুন । দেখি কেমন মাছ চেনেন আপনারা । কমেন্ট বক্সে অবশ্যই মাছ দুটির নাম উল্লেখ করতে ভুলবেন না যেন ।


গ্রামের পুকুর পাড়ে টিনটিন ও তনুজা ।

তারিখ : ২২ অক্টোবর ২০২২

সময় : সকাল ০৮ টা ১০ মিনিট

স্থান : গ্রাম বাংলা


IMG_20221222_082309.jpg

IMG_20221222_082316.jpg

গ্রামের পুকুর পাড়ে আমার দুটি সেলফি।

তারিখ : ২২ অক্টোবর ২০২২

সময় : সকাল ০৮ টা ২০ মিনিট

স্থান : গ্রাম বাংলা


গ্রামের পুকুর থেকে মাছ ধরার দৃশ্য ।

তারিখ : ২২ অক্টোবর ২০২২

সময় : সকাল ০৮ টা ৩০ মিনিট

স্থান : গ্রাম বাংলা


গ্রামের পুকুর থেকে ধরা সেই দুটি মাছের ফোটো । বলতে হবে কি মাছ এ দুটি ।

তারিখ : ২২ অক্টোবর ২০২২

সময় : সকাল ০৯ টা ৪০ মিনিট

স্থান : গ্রাম বাংলা


কি অসাধারণ একটা দৃশ্য ! তাই না ?

তারিখ : ২২ অক্টোবর ২০২২

সময় : সকাল ১০ টা ০৫ মিনিট

স্থান : গ্রাম বাংলা


ক্যামেরা পরিচিতি : OnePlus

ক্যামেরা মডেল : EB2101

ফোকাল লেংথ : ৫ মিমিঃ



✡ ধন্যবাদ ✡


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

গ্রাম মানেই মনোমুগ্ধকর। শীতের এই মুহুর্তগুলো বরাবরই অসাধারণ। গ্রামের প্রতি আমার এক অন্যরকম ভাললাগা কাজ করে। গ্রামে গেলেই আমি কৃষিকাজ আর মাছ চাষ মুগ্ধ হয়ে কেবল দেখি। গ্রামীণ জীবন অকৃত্রিম শান্ত নির্মল

দাদা সত্যি বলছি এই দৃশ্যগুলো দেখার অপেক্ষা ছিলাম, সত্যি প্রকৃতির মুগ্ধকর দৃশ্য যেন হৃদয় মন সব জুড়িয়ে যায় এবং অন্য রকম একটা মুগ্ধতা কাজ করে। বৌদিকে কিন্তু শতভাগ বাঙালি লাগছে কাপড় পড়াতে। আর আপনি তো যথারীতি চোখ আড়ালে থাকা হিরো হি হি হি। মাছ আমি যতটা না চিনি তার চেয়ে বেশী খেতে পছন্দ করি, প্রথমটা হলো ভেটকি মাছ আর দ্বিতীয়টিকে আমরা কার্ফু নামে চিনি অবশ্য অনেকেই আবার কমন কার্পও ডাকে কিন্তু খেতে খুব একটা স্বাদ লাগে না। ধন্যবাদ

@rme, dada the white one is the Barramundi or the Asian sea bass fish the second one is look like golden fish but it is a orange common carp.

আপনার পুকুরে মাছ মারার দৃশ্য দেখে আমারও সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল আমাদের বাড়ির সামনে খাল ছিল সেই খালে ছোটবেলায় আমিও এবং আমাদের প্রতিবেশীরা মিলে সেই খাল হতে প্রচুর মাছ ধরতাম। মাছ ধরা বা মাছ মারা খুবই ভালো লাগে। তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর পোস্ট করার জন্য।

গ্রাম বাংলার কিছু ফোটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। পুকুরে মাছ ধরতে ভীষণ ভালো লাগে। বৌদি আর টিনটিন এর ছবি গুলো সুন্দর হয়েছে। দাদা আপনাকেও দেখতে অনেক সুন্দর লাগতেছে। গ্রাম বাংলার দৃশ্য গুলো সব সময়ই ভীষণ ভালো লাগে। গ্রাম হলো প্রাকৃতিক সৌন্দের্যের লীলাভূমি। চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে দাদা। আপনার পুরো পরিবারের জন্য শুভ কামনা রইলো।

আপনি গ্রাম বাংলার অনেক দারুন দারুন ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে শীতকালে গ্রামে এরকমভাবে পুকুরের পানি সেচ পাম্পের সাহায্যে বের করে এভাবে মাছ ধরা হয়। আমিও অনেক আগে এরকম ভাবে মাছ ধরেছিলাম। আজকে আপনার ফটোগ্রাফি গুলো দেখে সেই কথাগুলো মনে পড়ে গেল। ধন্যবাদ আপনাকে।

আহা! কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম দাদা! এমন মাছ দেখলে তো ঝাপঁ দিয়ে ধরে ফেলতে ইচ্ছে করে। শীতের সময়টাতে পুকুরের পানিও শুকিয়ে যায়। মাছের নাম মোটামোটি ভালোই জানি 😁। আপনি দাদা আগের জন্মে বেড়াল চিনেন, তাই কি মাছ এতো পছন্দ 😁

অসংখ্য ধন্যবাদ দাদা গ্রাম বাংলার এই চমৎকার ছবিগুলো আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য। বৌদিকে একদমই গ্রামীণ বধুর মতো দেখাচ্ছে। আর আপনার ছবিগুলোও দারুন ছিল। প্রথম মাছটি ভেটকি এবং দ্বিতীয় মাছকে আমরা কার্ফু বলে থাকি। ধন্যবাদ দাদা ছবিগুলো দারুন ছিল 🥀

গ্রামীণ পরিবেশে গিয়ে বৌদিতো দেখছি একেবারে গ্রামীণ সাজে সেজেছে। খুব ভালো লাগছে দেখতে। আপনিও বৌদির সঙ্গে মিলিয়ে গ্রামীন ড্রেস পরলে আরো ভালো লাগতো। এই পুকুরগুলোতে তো পানি নেই সব দেখছি কাদা। এর ভেতর থেকে আবার মাছ কিভাবে ধরে। যাই হোক যদিও আমি মাছ খুবই কম চিনি কিন্তু প্রথম মাছটি আমার কাছে মনে হচ্ছে যে কোরাল/ভেটকি মাছ। আর দ্বিতীয় লাল মাছটির নাম আমি জানিনা। পরবর্তী বিভিন্ন ধরনের মাছ দেখার অপেক্ষায় রইলাম । দাদা ধন্যবাদ।

সবার প্রথমে তো বলবো বৌদি কে নিয়ে ৷ সেই লাগছে গ্রাম বাংলার বধু লালা শাড়িতে সাথে বাবু টিনটিন সত্যি অসম্ভব সুন্দর দেখাচ্ছে ৷
আসলে এই শীত মানেই হলো প্রাকৃতিক সৌন্দর্য লীলা তা আবার গ্রামের পরিবেশ ৷
দাদা আমাদের এই দিকেও বিল হতে এভাবে মাছ ধরে প্রথমে মেশিন লাগিয়ে জল শুকিয়ে নেওয়া হয় ৷ এরপর কাদার মধ্যে মাছ ধরা কি মজা যা বলে বোঝানো সম্ভব না ৷

তবে আপনি যে দুটি মাছের ছবি দিয়েছেন তার নাম বলছি ৷ জানি না হবে কী না ? আসলে একেক জায়গায় একেক নাম বলে ৷
যে মাছটি দেখতে লাল এই মাছটিকে আমরা বলি হাংড়ি না জাপানী ৷ আর পরের টা বলতে পারছি না ৷

আহারে জীবন জলে ভাসা পদ্ম যেমন। সময় গুলো আরও উপভোগ্য হোক ভাই। কয়েকটি দিন শান্তিতে কাটান গ্রামীণ মুক্ত পরিবেশে এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি।

আহা আগের জন্মে নিশ্চয়ই বেড়াল ছিলাম ।

দাদা আপনি আগের জন্মে নিশ্চয়ই বেড়াল ছিলেন,হা হা হা। এত হাঁসি কোথায় রাখি। দাদা বর্তমানে গ্রামে মাছ ধরার মৌসুম চলছে। আমি ছোট সময় যখন গ্রামে ছিলাম তখন প্রচুর মাছ ধরেছি। খাল,বিল,পুকুর ডুবা কোথাও মাছ ধরার বাকি রাখি নাই। আপনার গ্রামে বেড়ানোর স্মৃতি পড়ে ভালই লাগলো।

আমরা আপনার প্রথম মাছটিকে ভেটকি এবং দ্বিতীয় মাছটিকে কার্ফু বলে থাকি। ধন্যবাদ দাদা।

দাদা এ জীবনে আর যাই হোক মাছ চেনা আমায় দিয়ে জীবনেও সম্ভব নয়!তাই প্রশ্নের উত্তর দিতে পারলাম না।আর গ্রামে তো ভালোই শীত মনে হচ্ছে আপনাদের দেখে।

গ্রাম্য পরিবেশের গ্রাম্য ফটোগ্রাফি গুলো আসলে মন কেড়ে নেয়, অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন দাদা, সাথে আমাদের বৌদি আর টিনটিন তো পুরা গ্রাম্য সাজে সেজেছে মনে হচ্ছে। দারুন লাগছে দেখতে।

Your post has been rewarded by the Seven Team.

Support partner witnesses

@seven.wit
@cotina
@bangla.witness
@xpilar.witness

We are the hope!

প্রথমের মাছের নামটা ঠিক জানি না তবে পরের মাছটাকে কারফু মাছ মনে হচ্ছে। যাই হোক গ্রাম বাংলায় অনেক ভালো সময় উপভোগ করুন দাদা এই কামনাই করি, শুভ কামনা রইলো।

আসলে গ্রাম বাংলার প্রকৃতি গুলো দেখলেই মন ভরে যায়। শীতকালে গ্রাম বাংলার পুকুর গুলো অনেকটাই পানি কমে যায় যার কারণে সবাই মাছ ধরাই ব্যস্ত হয়ে পড়ে। আপনি যে দুটো মাছের কথা বলেছেন একটি হচ্ছে ভেটকি মাছ অন্যটি হচ্ছে জাপানি কার্প মাছ।

ঠিকই বলেছেন দাদা শীতের মরসুমেই মূলত মাছ এভাবে ধরা হয়।আর মাছ দেখতে সত্যি অনেক ভালো লাগে খাওয়ার থেকে।গ্রাম বাংলার ফটোগ্রাফি গুলো দারুন।এটা মনে হচ্ছে হাওর অঞ্চল।বাংলাদেশের খুলনায় এরকম দেখা যায় মাছ এর চাষ।আপনাদের ওদিকেও হাওর মনে হচ্ছে,তাই মাছের সমাহার।ধন্যবাদ পরবর্তী পোস্টের অপেক্ষায় রইলাম দাদা।

আপনার গ্রামের এত সুন্দর দৃশ্য দেখে খুবই ভালো লাগলো। বিশেষ করে একটি ছড়ার কথা মনে পড়ে গেল পোস্ট পড়ার সময়।

আমাদের ছোট নদী, চলে বাঁকে বাঁকে
পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি......

মনে হয় ব্রিগেড মাছ হবে।

আমি জানিনা আপনি কেন সম্পূর্ণভাবে আপনার ফেস দেখান না! এর আগেও আপনাকে দেখেছি কিন্তু সম্পূর্ণভাবে লিখতে পারলাম না আজকেও তার বিকল্প নয়। আমাকে অনেক ভাবায় এই বিষয় নিয়ে জানিনা কেন তবে শুধু দেখতে ইচ্ছে করে। প্রতীক্ষায় রইলাম দাদা আপনার সম্পূর্ণ ফেস দেখার।

আশা করি শ্রদ্ধেয় দাদা, ভালো আছেন। আপনার গ্রাম বাংলার প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যের ফটোগ্রাফি গুলো দেখে সত্যি খুব ভালো লাগলো। আসলে মাছ খাওয়া থেকে মাছ ধরার অনুভূতি আনন্দ অনেক বেশি। দেখে মাছ ধরতে অনেক ইচ্ছে করতেছে। কোরাল মাছ কিন্তু খুব স্বাদের আমাদের এদিকে অনেক দাম। সাদা মাছটির নাম হল কোরাল মাছ। আর লাল মাছটির নাম হল কার্ফু মাছ। ধন্যবাদ দাদা এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।

গ্রামের দৃশ্য সবসময় অনেক সুন্দর লাগে আর সেটা যদি হয় সকালের এবং মাছ ধরার সেই মুহূর্ত তাহলে তো আর কথাই নেই। সব মিলিয়ে ফটোগ্রাফি গুলো অনেক ভালো লেগেছে তবে মাছ দুইটির নাম বলতে পারলাম না, যদি বলতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো।

  ·  2 years ago (edited)

আমিও মনে হয় আগের জন্মে বেড়াল ছিলাম দাদা🤣, কারণ ছোট বেলায় আমি মাছ ধরার এত পোকা ছিলাম যে, শীতকালে সকাল হলেই বেরিয়ে পড়তাম হেছা নিয়ে। ছোট বেলার স্মৃতি গুলো এক ঝলক চোখের সামনে ভেসে উঠলো তোমার share করা ফটোগুলো দেখে।

গ্রামের পুকুর থেকে ধরা সেই দুটি মাছের ফোটো । বলতে হবে কি মাছ এ দুটি ।

একটা তো ভেটকি মাছ আর একটা হলো বউ কাতলা/পেট ফোলা মাছ 😁

দাদা গ্রামীন পরিবেশ বেশ সুন্দর ভাবে আপনি ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরেছেন, দেখে সত্যি খুব ভাল লাগলো।😍 বিশেষ করে প্রথম ছবিটা খুবই অসাধারণ লাগছে। সবগুলো ফটোগ্রাফি ই খুব সুন্দর হয়েছে।
আর দাদা প্রথম মাছটা আপনারা ভেটকি মাছ বললেও আমরা কোরাল মাছ বলি।আর ২য় মাছটি হলো হলুদ রঙের মাছ, এটাকে নাইলনটিকা মাছ বলে। এই মাছের পেটে অনেক ডিম থাকে। এই মাছটা আমি গ্রামে বেশি দেখি।কোরাল মাছটা খেতে খুব মজার হয়।আপনি সুন্দর করে ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুব ভাল লাগলো।অনেক ধন্যবাদ দাদা।

অনেকদিন পর দাদা আপনার ফটোগ্রাফির মাধ্যমে গ্রামের দৃশ্যগুলো উপভোগ করতে পারলাম। পুকুরে মাছ ধরার বেশ ভালোই ছবি তুলেছেন, ছবিগুলো দেখে ছোটবেলার অনেক কথাই মনে পড়ে গেল। আমিও ছোটবেলায় এভাবে মাছ ধরতাম। আসলে গ্রামে থাকলে অনেক শান্তিতে জীবন উপভোগ করা যায়।🥀

গ্রামীন পরিবেশে পুকুর পাড়ে বৌদি ও টিনটিন বাবুকে অসাধারণ লাগছে। এরকম জায়গায় বেড়াতে গিয়ে মাছ ধরা দেখতে যেমন খুব ভালো লাগে, তার চেয়ে বেশি ভালো লাগে নিজ হাতে জাল দিয়ে মাছ ধরতে। আমি তো গ্রামে গেলে নিজে জল নিয়ে মাছ ধরতে নেমে যাই।
হা হা হা দাদা বিড়াল হতে যাবেন কেন! মাছ পছন্দ করেন না এমন বাঙালি আছে নাকি। তবে মাছধরা দেখা আসলেই অনেক মজার ব্যাপার।
আপনার শেয়ার করা দুটো মাছের ফটোগ্রাফির মধ্যে প্রথমটি ভেটকি এবং দ্বিতীয়টি আমাদের এখানে কোথাও কার্ফু আবার কোথাও নাইলোটিকা করা হয়।
আপনার সামনের দিনগুলো অনেক ভালো কাটুক এই প্রত্যাশা করি।

সবুজ গ্রাম বাংলার প্রকৃতির মাঝে মানুষ বার বার হারিয়ে যায়।গ্রাম বাংলার প্রকৃতির সাথে বৌদি যেন মিশে গেছে।শাড়ীতে বৌদিকে দারুণ লাগছে।পুকুর, ডোবার মাছ ধরার এসব দৃশ্য সবসময় দেখতে ভালো লাগে।মাছ যদিও খুব ভালো চিনি না। তবে মাছের ফটোগ্রাফি দেখে মনে হচ্ছে প্রথম টি কোরাল মাছ, আর দ্বিতীয় টি কার্ফু মাছ।অনেক ধন্যবাদ দাদা সুন্দর ফটোগ্রাফিগুলো শেয়ার করার জন্য।আগামী পর্বের ফটোগ্রাফি দেখার অপেক্ষায় রইলাম।

শীতের মৌসুমে বিভিন্ন নদীর নালা এবং পুকুরের পানি একদম শুকিয়ে যায়। জেলেরা তাদের মাছ ধরায় ব্যস্ত হয়ে পড়ে এবং বিভিন্ন জায়গায় মাছ চাষাবাদ করা হয়ে থাকে। এইভাবে সেচের মাধ্যমে মাছ ধরার দৃশ্য দেখতে পাওয়া যায়। ছোটবেলায় অনেক মাছ ধরেছি আপনার ফটোগ্রাফি গুলোর মাধ্যমে সেই অনুভূতি গুলো ভেসে উঠলো।

গ্রামে মাছ ধরার অভিজ্ঞতা মানে এক অফুরন্ত আনন্দের।সেই আনন্দ কাউকে বলে বোঝানো যাবে না।এইজন্য আমিও গ্রামকে খুব ভালোবাসি।মাছ ধরার অভিজ্ঞতা আমার ও বেশ আছে।তাছাড়া আপনার একটি মাছ হলো ভেটকি ।অনেকে আবার পাতারি মাছ বলে।আরেকটি মাছ হলো জাপানি রুই।অনেকে কার্ফু মাছ,আমেরিকান রুই মাছ ও বলে।ধন্যবাদ দাদা।

Hello friend good post excellent content.

যারা আগের জন্মে বেড়াল ছিলো,তারা মাছ অনেক পছন্দ করে😜😜।হা হা।আসলেই গ্রাম হলো প্রকৃতির সৌন্দর্যের লীলাভূমি। বৌদিকে একেবারে গ্রামীন বধূ লাগছে। ১ম টা মনে হয় কোরাল মাছ,আর ২য় টা কার্ফু মাছ। ধন্যবাদ