এক গুচ্ছ অণুকবিতা "হারিয়ে পাওয়া"steemCreated with Sketch.

in hive-129948 •  last year  (edited)

_749f3229-3030-441b-9617-8d093b1e3209.png

Image Created with AI, powered by DALL·E (Microsoft Bing)


এক গুচ্ছ অণুকবিতা "হারিয়ে পাওয়া"



💘


♡ ♥💕❤

(১)

রাতের আঁধারে হারিয়ে যাওয়া,
ভোরের আলোয় খুঁজে পাওয়া;
বহু কষ্টে ফেরার তাকে,
ফিরেই আমি পেলাম ।

হারিয়েই যাচ্ছিল সে তিলে তিলে,
আর তো দেবো না হারিয়ে যেতে,
বুকের মাঝে শক্ত করে রাখবো ধরে,
হৃদয় মাঝে সকাল সাঁঝে
মনের গহীনে।

(২)

তোমায় নিয়ে স্বপ্ন দেখি,
স্বপ্ন দেখি ভীষণ ।
তোমার তরেই জীবন আমার,
তোমার তরেই মরণ ।

তুমি আছো বলেই,
হাজার নিঃসঙ্গতার ভীড়েও,
একাকীত্বের দিনগুলিতেও,
একা আমি তাই নই ।

(৩)

সেই যে আমার চোখের তারা
জ্বলেই যাচ্ছে সারা বেলা।
নিভু নিভু করছে তারা,
নিভতে দেব না কোন বেলা,
নীল সায়রে ।

যতদিন বাঁচব আমি,
তারাটিকেও রাখব আমি।
আঁকড়ে ধরে রাখব তাকে,
শিকড় যেমন আঁকড়ে থাকে,
মাটির গভীরে ।

♡ ♥💕❤


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫১৫ ট্রন জমানো (Today's target : To collect 515 trx)


তারিখ : ০৩ জুন ২০২৩

টাস্ক ২৮৪ : ৫১৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫১৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : 93d3a5d97eed30a31c64c567c6c43ea1b14208f028327cf7c19ac6e827072b2b

টাস্ক ২৮৪ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বাহ্! অণু কবিতা গুলো পড়ে তো একেবারে মুগ্ধ হয়ে গেলাম দাদা। প্রতিটি অণু কবিতা এককথায় দুর্দান্ত হয়েছে। আমাদের সবার উচিত ভালোবাসার মানুষকে যত্ন করে সারাজীবন আগলে রাখা। কারণ ভালোবাসা সবকিছুর ঊর্ধ্বে। যাইহোক এতো সুন্দর সুন্দর অণু কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

একগুচ্ছ অণুকবিতা "হারিয়ে পাওয়া"র তিনটি কবিতাই ভালো লেগেছে আমার। ছন্দ-মাত্রার কি দারুণ মিল। ভালোবাসার মানুষের কাছে নিজেকে সমর্পণের যে আকুতি তা প্রতিটি লাইনে লাইনে অসাধারণ ভাবে তুলে ধরেছেন। হারিয়ে পাওয়া অণুকবিতা গুচ্ছ আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ দাদা।

ওয়াও! দাদা পুরো রোমান্টিকতার গন্ধ পাচ্ছি 🥰🥰। খুব ভালো লাগলো অনুকবিতাগুলা। আপনার কবিতার সহজ সরল ভাষা সবসময় আমাকে অনুপ্রাণিত করে। আশা করি আমিও একটি কবিতা লিখতে পারবো 🥰

সেই যে আমার চোখের তারা
জ্বলেই যাচ্ছে সারা বেলা।
নিভু নিভু করছে তারা,
নিভতে দেব না কোন বেলা,
নীল সায়রে ।

যতদিন বাঁচব আমি,
তারা টিকেও রাখব আমি।
আঁকড়ে ধরে রাখব তাকে
শিকড় যেমন আঁকড়ে থাকে,
মাটির গভীরে ।

এই দুটি অনু কবিতা খুবই ভালো লাগছে আমার কাছে৷ আমি কবিতার ছন্দ মিলাতে পারি না 😔। তাই অন্যের লেখা কবিতা পড়ে নিজের না পাওয়া কাজটি ভুলে থাকি 😐।

দাদা আপনার স্বরচিত প্রতিটি অনু কবিতাই অনবদ্য হয়েছে। ভালোবাসার মানুষকে তো আমাদের হৃদয়ে এমন ভাবেই ঠাঁই দিতে হবে। ভালোবাসার মানুষকে আঁকড়ে ধরেই সারা জীবন বেঁচে থাকতে হবে। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা। আপনার জন্য শুভকামনা রইল দাদা।

দাদা অনুকবিতা গুলো দারুন হয়েছে। আজ অনুকবিতাগুলোতে ভালোবাসাময় ছিল। প্রতিটি কবিতার লাইনগুলো ভালোবাসায় ভরপুর। 🥰 আজ মন খারাপ লাগেনি। আজ খুব ভালো লেগেছে। 👌👌অসংখ্য ধন্যবাদ দাদা সুন্দর কিছু অনুকবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

দাদা আপনার অনু কবিতা গুলো পড়লে আমি মুগ্ধ হয়ে যাই। হারিয়ে পাওয়া অনু কবিতার মধ্যে প্রতিটি অনু কবিতা যেন মন ছুঁয়ে গেল। আপনার প্রতিটি অনু কবিতাই ছন্দে ছন্দে মিলানো। আর প্রতিটি কবিতার মধ্যে প্রিয় মানুষটির প্রতি প্রেমময় আবেগও রয়েছে।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

বাহ! কি দারুন অনু কবিতা যতই পড়ি ততই আরো পড়তে মন চায়। প্রতিটা লাইন এত চমৎকার ছন্দে তালে কবিতা গুলো লেখা হয়েছে পড়ে একেবারে মুগ্ধ হয়ে গেলাম দাদা। অসংখ্য ধন্যবাদ দাদা এত চমৎকার চমৎকার অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

তুমি আছো বলেই,
হাজার নিঃসঙ্গতার ভীড়েও,
একাকীত্বের দিনগুলিতেও,
একা আমি তাই নই ।

তুমি আছো বলে নির্জন রাত আপন করে পাই
তুমি আছো বলে একাকিত্বের মাঝেও
হৃদয় আমার স্বপ্নে ভেসে যায়
তুমি আছো বলেই আঁকড়ে ধরে বাঁচতে চায় মন
তুমি আছো বলেই বেঁচে আছে এই জীবন

প্রিয় দাদা আপনার লেখা তিনটা অনু কবিতা পড়ে আমার খুবই ভালো লেগেছে। আসলে সকল মানুষই তার প্রিয় মানুষকে নিয়ে হাজারো স্বপ্ন দেখে। আবার প্রিয় মানুষের সাথেই ইহলোক ত্যাগ করে পরলোকে যেতে চাই। সত্যি দাদা আপনার লেখা কবিতা গুলো যতই পড়ি ততই মুগ্ধ হয়ে যায়।

তোমায় নিয়ে স্বপ্ন দেখি,
স্বপ্ন দেখি ভীষণ ।
তোমার তরেই জীবন আমার,
তোমার তরেই মরণ ।

প্রিয় মানুষটা যেন হারায় না,
আমার পাশে তোমাকে ছাড়া কাউকে মানায় না।
তোমায় ছাড়া একি নিঃসঙ্গ,
জীবনটাই যেন অভিশপ্ত।

ছোট্ট এই অনু কবিতাগুলোর মধ্যে আপনার মনের ভাবগুলো প্রকাশ পেয়েছে। আপনার প্রিয় মানুষটাকে
আঁকড়ে ধরে বাঁচার ইচ্ছাটা প্রকাশ করেছেন।

Upvoted! Thank you for supporting witness @jswit.

দাদা, "হারিয়ে পাওয়া" একগুচ্ছ অনু কবিতা পড়ে একদম মুগ্ধ হয়ে গেলাম। যদিও বা কবিতার বিষয়ে আমার তেমন জ্ঞান নেই। তবে আপনার অনু কবিতা যতবারই পড়ছি ততবারই ভালো লাগছে।

তোমায় নিয়ে স্বপ্ন দেখি,
স্বপ্ন দেখি ভীষণ ।
তোমার তরেই জীবন আমার,
তোমার তরেই মরণ

বিশেষ করে অনু কবিতার এই লাইনগুলো পড়ে মনের ভেতরে খুবই শান্তি অনুভব করছি। প্রিয় মানুষটির জন্য স্বপ্ন দেখা, প্রিয় মানুষটির জন্য বেঁচে থাকা, এবং প্রিয় মানুষটির জন্যই মৃত্যুবরণ করা। প্রিয় মানুষকে নিয়ে লেখা দুর্দান্ত এই অনু কবিতা সত্যিই অসাধারণ হয়েছে দাদা। খুব সুন্দর অনু কবিতা গুলো আমাদের মাঝে তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ।

তিনটা অনুকবিতাই বেশ সুন্দর। হারিয়ে দিতে না চাইলে আসলেই হারিয়ে যাবে না।হাজার নিঃসঙ্গতার ভীড়েও এমন একজন তুমি থাকলে তো আর কথাই নেই। ভালো লাগলো।ধন্যবাদ

দাদার কবিতা মানেই সেই হৃদয়ের অনুভূতির খেলা, চঞ্চলতার আকাশে দোল খাওয়া, হৃদয়ের স্পন্দন বেড়ে যাওয়া, কারো স্পর্শের আকাংখা তীব্র হওয়া। দারুণ ছিলো আজকের অণুকবিতাগুলো দাদা।

তোমায় নিয়ে জীবন সাজাই
সাজাই হৃদয়ের স্বপ্ন
তোমার নিয়ে কল্পনায় ভাসি
ভাসাই হৃদয়ের স্পন্দন।

দাদা আপনার অনু কবিতা পড়ে অনেক ভালো লাগলো।সত্যি দাদা আমরা কিছু হারায় আবার কিছু পেয়ে যায়।কবিতার প্রতিটি লাইনে চমৎকার হয়েছে। ধন্যবাদ দাদা সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন।

আরে বাহ্ দাদা আপনার কবিতা গুলো পড়ে মুগ্ধ হয়ে গেলাম। দাদা আপনার অনু কবিতাগুলো আমার কাছে অনেক ভালো লাগে। আমরা কিছু হারিয়ে ফেললে এক সময় না একসময় তার চেয়ে বেশি পেয়ে যায়। অনেক সুন্দর করে অনু কবিতাগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ।

যে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেছে কবিতার মাধ্যমে, সেই ভালোবাসার প্রতি শ্রদ্ধা রইল।

যাক বাবা বিরহ তাহলে এখন চলে গিয়েছে। সব সময় বিরহের কবিতা পড়তে পড়তে আজকে অন্যরকম এক ভালো লাগা কাজ করছে কবিতা গুলো পড়ে। কবিতাগুলো পড়ে মনে হচ্ছে আপনার মনটা অনেক ভালো। বিরহের পাশাপাশি মাঝে মাঝে এ ধরনের অনুকবিতাগুলো আমরা চাই আপনার কাছ থেকে।

do not regret for the past

সত্যি কথা বলতে কি দাদা আপনার কবিতা লেখার ধ্যান-ধারণাটা অনেক সুন্দর। আপনি খুব সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে লিখতে পারেন। আমার খুবই ভালো লেগেছে আপনার এই অনু কবিতা গুলো অতি চমৎকারভাবে সাজিয়েছেন প্রত্যেকটা লাইন। যার ভেতরে প্রেম-ভালোবাসা বিদ্যমান। এত সুন্দর অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

অনেক সুন্দর সুন্দর কিছু অনুকবিতা লিখেছেন দাদা। আপনার প্রত্যেকটি অনুকবিতা আমার ভালো লেগেছে এবং আপনার কবিতা পড়ে আমি উৎসাহ পাই কবিতা লেখার জন্য।
প্রতিটি কবিতার লাইনগুলো ভালোবাসায় ভরপুর। কারণ ভালোবাসা সব কিছু থেকে শ্রেষ্ঠ। এত সুন্দর সুন্দর কিছু অনুকবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ধন্যবাদ দাদা আপনাকে ।

তিনটি কবিতাতেই ভালবাসার গভীর বহিঃপ্রকাশ আছে। অনুকবিতার মধ্যেও গভীর সব উপলব্ধি খুব সহজের ফুটে উঠেছে। এজন্যই কবিরা অল্প কথায় অনেক কিছু বুঝিতে দিতে পারে। ভাল লেগেছে দাদা।

কিভাবে একটি প্রকাশনা আছে যা একটি বড় সংখ্যা পয়েন্ট উৎপন্ন করতে হবে