"লাজুক খ্যাঁক" নিয়ে কমিউনিটিতে একটি গুরুত্বপূর্ণ আপডেট

in hive-129948 •  3 years ago 


"আমার বাংলা ব্লগ" একটি ফুললি self-reliant স্টিমিট কমিউনিটি । আমাদের কখনোই বাইরের কোনো কিউরেটর বা স্টিম কিউরেটর টীম বা বুমিং এর উপরে ডিপেন্ড করা লাগে না । নিজেরাই নিজেদের পাওয়ার । তাই এটি সম্পূর্ণ স্বাধীন । এখন কথা হলো বাইরের ফ্রি curation সাপোর্ট না পেলে নিজেদের পাওয়ার বিল্ড আপ করা সুকঠিন একটা কাজ এবং এতে কমিউনিটির সবারই সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরী বলে আমি মনে করি ।

যেহেতু, "আমার বাংলা ব্লগ" তার কমিউনিটি একাউন্টে কোনো ধরণের ডেলিগেশন একসেপ্ট করে না তাই আমাদের কমিউনিটির পাওয়ার বিল্ড আপে আমি কিছু গুরত্বপূর্ন নীতিমালা প্রণয়ন করলাম । আজকে থেকেই এটি কার্যকর হবে ।


আজ থেকে আমার বাংলা ব্লগ পরিবারের সবাইকেই আপনার পোস্টের (শুধুমাত্র আমার বাংলা ব্লগ কম্যুনিটিতে করা পোস্ট) benificiary মিনিমাম ১০% @shy-fox কে দিতে হবে । এতে @shy-fox এর পাওয়ার বিল্ড আপে আপনি সক্রিয়ভাবে অংশ নিতে পারবেন, যেটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের সকলকার জন্য ।

"আমার বাংলা ব্লগ" আয়োজিত পাওয়ার আপ কন্টেস্টে নিয়মিতভাবে অংশগ্রহণ করবেন । মাসে ৪টি পাওয়ার আপ কনটেস্ট পরিচালিত হয়ে থাকে । আপনাকে প্রতি মাসে অন্তত একটিতে অংশগ্রহণ করতেই হবে ।

@rme, @shy-fox, @amarbanglablog এবং @abb-school এর কোনটাতেই কোনো অবস্থাতেই স্টিম পাওয়ার ডেলিগেশন করতে পারবেন না । আমি আমার কোনো একাউন্ট -এ কোনো অবস্থাতেই বাইরের কোনো ডেলিগেশন একসেপ্ট করি না ।


"লাজুক খ্যাঁক" কোন পদ্ধতিতে "আমার বাংলা ব্লগ"-এ curate করবে ?

  • প্রতি ২৪ ঘন্টায় মোট ৪০টি পোস্ট কিউরেশনের জন্য মনোনীত করা হবে ।
  • প্রত্যেকটা পোস্টের টোটাল ভোট ভ্যালু (কমিউনিটির কিউরেশন সহ) মিনিমাম $১০+ নিশ্চিত করা হবে । সেই ক্যালকুলেশনে "লাজুক খ্যাঁক" ভোটিং weight ঠিক করবে ।
  • একই অথরের প্রতি ২৪ ঘন্টায় একটি মাত্র পোস্ট "লাজুক খ্যাঁক"-এর কিউরেশনের জন্য মনোনীত করা হবে ।
  • inactive অথরদের পোস্ট কিউরেশনের জন্য সম্পূর্ণরূপে উপেক্ষা করা হবে ।
  • ২৫০ শব্দের নিচের কোনো পোস্ট কিউরেশন করা হবে না ।
  • কমিউনিটির সম্পূর্ণ গাইডলাইনস ফলো করে করা পোস্টগুলিই শুধুমাত্র কিউরেশনের যোগ্য বলে বিবেচিত হবে । দেখুন:- "আমার বাংলা ব্লগ" এর নিয়মাবলীর সর্বশেষ আপডেট
  • স্পোর্টস, নিউজ, শর্ট ফোটোগ্রাফি পোস্ট, কবিতা এগুলি "লাজুক খ্যাঁক" দ্বারা কিউরেশনের জন্য বিবেচিত হবে না, কিন্তু কমিউনিটির রুলস অনুযায়ী এগুলি কমিউনিটির কিউরেটর দ্বারা কিউরেশনের জন্য বিবেচিত হবে ।

কি ভাবে আপনি "আমার বাংলা ব্লগ"-এর একজন এক্টিভ অথর হতে পারবেন

  • নিয়মিত পোস্ট করা । প্রতিদিন করা সম্ভব না হলে সপ্তাহে অন্তত তিনদিন পোস্ট করবেন ।
  • নিজের পোস্টে অন্য ব্লগারদের করা কমেন্টে ৩-৪ দিনের মধ্যে reply দেবেন ।
  • নিয়মিত অন্যদের পোস্ট পড়বেন যতগুলি সম্ভব ।
  • কারো পোস্ট ভালো লাগলে এড়িয়ে যাবেন না, তাকে আপভোট দিয়ে সাপোর্ট করবেন । আপনার ক্ষুদ্র একটি সাপোর্ট যে কোন অথরের কাছে সেটা বিশাল ।
  • অন্য অথরদের পোস্টে গঠনমূলক সমালোচনা বা আপনার ভালো লাগা-মন্দ লাগা কমেন্টের মাধ্যমে প্রকাশ করবেন ।
  • মাঝে মাঝে উপকারী পোস্টগুলি বা ভালো মানের পোস্টগুলি re-steem বা re-blog করবেন ।
  • আমাদের কম্যুনিটির সম্মানিত অ্যাডমিন বা মডারেটর প্যানেলের সাথে সহযোগিতামূলক আচরণ করবেন ।
  • আমাদের কমিউনিটির discord সার্ভারে একটিভ থাকার সর্বোচ্চ চেষ্টা করবেন ।

@shy-fox, @amarbanglablog & @abb-school -এর থেকে আপনার পোস্টে কিউরেশন পেতে আপনার অবশ্য করণীয় :-

  • "আমার বাংলা ব্লগ"-এর একজন এক্টিভ অথর হওয়া ।
  • "আমার বাংলা ব্লগ"-এর সকল নিয়ন কানুন মেনে পোস্ট করা ।
  • আপনার পোস্টটি অবশ্যই কোয়ালিটি পোস্ট হতে হবে কিউরেশন পাওয়ার জন্য ।
  • আপনার পোস্টের benificiary মিনিমাম ১০% @shy-fox কে দিতে হবে । এতে @shy-fox এর পাওয়ার বিল্ড আপে আপনি সক্রিয়ভাবে অংশ নিতে পারবেন, যেটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের সকলকার জন্য ।
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
  ·  3 years ago (edited)

সত্যি দাদা আমাদের কমিউনিটির পাওয়ার বিল্ড আপের গুরত্বপূর্ন এই নীতিমালাটি খুবই কার্যকরী ভূমিকা রাখবে আমাদের কমিউনিটি তে।।অসাধারণ একটি উদ্যোগ, আমি দেখেছি আমাদের কমিটির প্রায় সকল সদস্যই shy-fox কে beneficiary করে ।কিন্তু নতুন যারা এসেছে তাদের এই বিষয়ে কোন ধারণা ছিল না ,আপনার এই পোস্ট থেকে তারা অনেক ধারণা পাবে shy-fox এর ভোট বিষয়ে ।আর আরেকটি কথা হচ্ছে পাওয়ার আপ ,আমি নিয়মিত পাওয়ার আপ করে যাচ্ছি কিন্তু অনেকেই এ বিষয়ে উদাসীন, আপনার এই সিস্টেমের ফলে সবাই অনেক আগ্রহী হবে এবং পাওয়ার আপ করতেও বাধ্য থাকবে। সত্যিই এটি অনেক প্রশংসার যোগ্য ,অনেক ধন্যবাদ দাদা আপনার সুন্দর এই পোস্টের জন্য।

অসংখ্য ধন্যবাদ দাদাকে অনেক গুরুত্বপূর্ণ একটা পোস্ট ছিল। আমার বাংলা ব্লগ এ আমরা কিভাবে একটিভ থাকতে পারি এবং আমাদের প্রিয় @shy-fox এর পাওয়ার কিভাবে বিল্ড আপ করতে পারি সেই নিয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচিত একটি্ পোস্ট ছিলো। অবশ্যই আমি আমার সর্বোচ্চ টুকু দিয়ে আমার প্রিয় কমিউনিটি আমার বাংলা ব্লগ এ কাজ করে যাব। ধন্যবাদ দাদা কে এত সুন্দর এটি আপডেট আমাদের মাঝে আলোচনা করার জন্য।

দাদা আপনি আমাদেরকে আমার বাংলা ব্লগের মাধ্যমে যেই সুযোগ সুবিধা দিয়েছেন। এবং কি নিজের মনের ভাব বাংলায় প্রকাশ করার যে সুযোগ তৈরি করে দিয়েছেন এতে আপনি একজন মহান ব্যক্তি। আমাদের সাই-পক্স, আমার বাংলা ব্লগ, এবিবি স্কুল এগুলোর মাধ্যমে আপনি আমাদেরকে অনেক সুযোগ সুবিধা তৈরি করে দিয়েছেন। এবং আমাদের সাথে মডারেটরগণ থেকে শুরু করে আপনি সহ সবাই সহযোগিতামূলক আচরণ করে প্রতিনিয়ত এতে কোনো দ্বিমত পোষণ করার মতো কিছু নেই। আপনার দেওয়া বিধি-নিষেধ মেনে চলা আমাদের জন্য অতি জরুরি আমি মনে করি। এবং আপনার বিধি-নিষেধ প্রতিনিয়ত মেনে চলার চেষ্টা করছি এবং এভাবেই চলবো। আমাদের মাঝে সাই-পক্স, আমার বাংলা ব্লগ, এবং এবিবি স্কুল এর সম্পর্কে অনেক নতুন পরিবর্তন এনেছেন আর সেগুলি আমাদের সুবিধার্থেই। তবে আমার কাছে একটু খারাপ লাগছে যে আমি প্রতিনিয়ত জেনারেল চ্যাটে আপনাকে আর পাব না এটা শুনে খুবই মর্মাহত। তবুও আপনি আশ্বাস দিয়েছেন যে আপনি আমাদের পাশে থাকবেন। আপনার প্রতি ভালোবাসা অবিরাম দাদা।

আজকের এই আপডেট পোস্টটি সবার কাছে খুবই গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়। খুব সুন্দর ভাবে আপনি প্রত্যেকটি নিয়ম কানুন গুছিয়ে ব্যাখ্যা করে বলেছেন। হ্যাঁ দাদা অনেক নতুন মেম্বারের মনে অনেক প্রশ্ন আসছে আমার মনে হয় এই পোষ্টটি পড়ে তাদের কোনো প্রশ্ন হয়তো থাকবে না অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে তারা। এবং আমারও অনেক কিছু ক্লিয়ার হয়ে গেল অনেক কিছু জানতে পারলাম। আর প্রত্যেকেরই উচিত প্রতি মাসে একবার হলেও পাওয়ার আপ কনটেস্টে অংশগ্রহণ করার।আমিও চেষ্টা করবো দাদা আমার বাংলা ব্লগ কমিউনিটি তে প্রত্যেকটি নিয়ম-কানুন মেনে চলার আর আমার মনে হয় এই সকল নিয়ম-কানুন সবাই মেনে চললে সবারই সাফল্যতা আসবে। অনেক ধন্যবাদ দাদা আপনাকে এত সুন্দরভাবে প্রত্যেকটি আপডেট আমাদের সঠিক সময়ে প্রত্যেক মুহূর্তে দেওয়ার জন্য।

অনেক জরুরী বিষয় জানতে পারলাম এই পোস্ট থেকে । প্রতিমাসে অন্তত একবার পাওয়ার আপ করতেই হবে এটি একটি ভাল উদ্যোগ হয়েছে । একটিভ মেম্বার কিভাবে হওয়া যায় সে বিষয়গুলো খুব পরিষ্কার ভাবে বুঝিয়ে দিয়েছেন সেটা থেকে নতুনরা চেষ্টা করতে পারবে।আশা করছি সবাই নিয়মকানুনগুলো মেনে চলবে।

দাদা পুরোটা পোস্ট খুব মনোযোগ দিয়ে পড়লাম। খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আমাদের শেয়ার করেছেন। বিশেষ করে যারা আমাদের মাঝে নতুন এসেছে তাদের জন্য এই পোস্টটি অনেক উপকারে আসবে। এই পোস্টের মাধ্যমে আবারো সবকিছু ক্লিয়ার হয়ে গেলো। অসংখ্য ধন্যবাদ দাদা সর্বশেষ আপডেট আমাদের সাথে সুন্দর ভাবে শেয়ার করার জন্য।

ধন্যবাদ দাদা গুরুত্বপূর্ণ এই আপডেট আমাদের মাঝে শেয়ার করার জন্য যা সবার জন্য জেনে রাখা খুব জরুরী। নতুন এবং পুরাতন সবাই এই নিয়মগুলো মেনে কমিউনিটি তে কাজ করার ক্ষেত্রে আরো এগিয়ে যাবে এবং আশা করি নিয়ম মেনে সাপোর্ট নেয়ার চেষ্টা করবে। ধন্যবাদ শেয়ার করার জন্য। এগিয়ে যাক আমার বাংলা ব্লগ।

বাহ,এটি একটি চমৎকার উদ্যোগ।আমি সবসময় লাজুক খ্যাককে 10% বেনিফেসিয়ারী দিই এবং 250 শব্দের বেশি লেখার চেষ্টা করি নিয়ম মেনে ।তবে যারা নতুন তারা অনেকেই এই সমস্ত নিয়ম সম্পর্কে অবগত নয়, তারা সহজেই সকল বিষয় সুস্পষ্টভাবে জানতে পারবেন।খুবই সুন্দর ও সাজিয়ে গুছিয়ে আপনি পোস্টটি লিখেছেন দাদা।এটি আমাদের জন্য ও খুবই গুরুত্বপূর্ণ।আমিও সকল নিয়ম মেনে চলার পূর্ন চেষ্টা করবো।ধন্যবাদ দাদা।

আপনার আপডেট এর মাধ্যমে আমরা জানতে পারলাম কিভাবে লাজুক খ্যাঁকের ভালোবাসা পাওয়া যাবে এবং একটিভ মেম্বার হতে আমাদের কমিউনিটিতে কি কি কাজ করতে হবে। আমার খুবই ভালো লেগেছে আপনার কমিউনিটিতে প্রতিমাসে চারটা পাওয়ার আপ কনটেষ্ট হয়। পাওয়ার আপ কনটেস্ট এর মাধ্যমে আমরা নিজেরা শক্তি অর্জন করতে পারব। এটি আপনি খুবই সুন্দর একটি পদ্ধতি ব্যবস্থা করেছেন। যার মাধ্যমে প্রত্যেকটা ইউজার শক্তিশালী হতে পারছে। আপনাকে অনেক ধন্যবাদ।

মোটামুটি আগে যা ধারণা ছিল এখন সেটা একদম ক্লিয়ার হলাম। আমি যার রেফারে এই কমিউনিটিতে কাজ শুরু করেছিলাম সে আমাকে অনেক ধারণা দিয়েছিল। আমি আপনার প্রতিদিনের পোস্ট গুলো দেখি এবং নিত্য নতুন বিষয় সম্পর্কে জানতে পারি। আমাদের কে সাপোর্ট দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ দাদা।

দাদা আপনার এই পোস্টটি পড়ে আমি অনেক কিছু জানতে পারলাম। আমি মনে করি এই পোস্টটি খুবই সময়োপযোগী একটি পোস্ট। এই পোষ্টটি পড়ে আমি ক্লিয়ার হয়ে গেলাম যে কোন পোস্ট গুলো সাই ফক্স সাপোর্ট করবে না। আমি আরও জানতে পারলাম কিভাবে একটিভ থাকা যাবে আমার বাংলা ব্লগ কমিউনিটি তে। দাদা আমি মনে করি আপনার নিয়মকানুনগুলো শতভাগ সঠিক এবং পরিষ্কার। আমি সব সময় আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল নিয়ম কানুন মেনে চলার জন্য শতভাগ চেষ্টা করবো ইনশাআল্লাহ। দাদা আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আপনি আরো এগিয়ে যান আপনার প্রখর বুদ্ধি দ্বারা।

লাজুক খ্যাঁক নিয়ে অনেক গুরুত্বপূর্ণ পোস্ট করেছেন দাদা। আশাকরি এবার কারো বুঝতে সমস্যা হবেনা। আমি পাওয়ার আপ করতে ভালোবাসি। আর আমি প্রতিটি পোস্ট এ প্রিয় লাজুক খ্যাঁককে ১০%দেই। এভাবেই এগিয়ে যাবে আমাদের সবার প্রিয় কমিউনিটি আমার বাংলা ব্লগ কমিউনিটির জন্য শুভকামনা রইলো

এটা খুব ভালো লাগে যে আনাদের স্টিম কিউরেটর বা বুমিং এর কোনো নির্ভর করতে হয়না সাপোর্টের জন্য। আর আমার বাংলা ব্লগ এটা আশাও করেনা। কারণ আমাদের আছে শক্তিশালী সাই ফক্স। আশা করি সবাই আপনার কথাগুলো মেনে কাজ করে যাবে। ধন্যবাদ দিতে চাই দাদা আপনাকে এতো ব্যস্ততার মাঝেও আমাদেরকে আপডেটটা দেয়ার জন্য। নতুন সদস্যদের উপকার হবে অনেক।

দাদা, প্রথমেই আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই এতো সুন্দর একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মাঝে ক্লিয়ার করে বুঝিয়ে দেওয়ার জন্য।

দাদা, আপনে সব সময় আমাদের ভালোর জন্য নতুন নতুন উদ্দ্যোগ গ্রহণ করে যাচ্ছেন। লাজুঁক খ্যাকের নিয়ে আপনে আমাদেরকে বিস্তারিত ভাবে বুঝিয়ে দিলেন। আশা করি এটা আমাদের সবার মনে থাকবে এবং আমরা সেই অনুযায়ী কাজ করতে পারব। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটি কর্তৃক আয়োজিত পাওয়ার আপ কন্টেস্টের শুরু থেকে অংশগ্রহন করে আসছি আশা করি সামনের দিনগুলোতেও এভাবে পাওয়ার আপ করতে পারব। সব সময় চেষ্টটা করে।যাচ্ছি, আপনার নির্দেশনাগুলো মেনে চলার।

ধন্যবাদ দাদা, সব সময় আমাদেরকে নিয়ে এতো কিছু ভাবার জন্য। আপনার জন্য ভালোবাসা এবং শুভ কামনা রইল।🙏🙏💞

শক্তিশালী লাজুক খ্যাঁক মানে হচ্ছে নিজেই শক্তিশালী হওয়া । আসুন সবাই আমাদের বাংলা ব্লগ কে আরও শক্তিশালী করে গড়ে তুলি। এখন থেকে সবাই লাজুক খ্যাঁককে ১০% বেনিফিশিয়ারি দিই। দাদাকে অসংখ্য ধন্যবাদ এই চমৎকার উদ্যোগ এর জন্য জানাই আন্তরিক অভিনন্দন।

দাদা প্রথমে আমি আপনাকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই এই গুরুত্বপূর্ণ পোস্ট টি আমাদের মাঝে শেয়ার করার জন্য। এই পোষ্টের মাধ্যমে আমরা জানতে পারব কিভাবে লাজুক খ্যাক এর ভালোবাসা পাওয়া যায়। কিভাবে লাজুক খ্যাক থেকে ভোট পাওয়া যাবে। কিভাবে একটিভ মেম্বার হিসাবে এখানে থাকা যাবে তা জানতে পারলাম। এবং প্রতিদিন লাজুক খ্যাক 40 আপভোট দেয় সেটিও জানতে পারলাম। কোন কোন পোস্ট করলে আমরা লাজুক থেকে ভোট পাব এবং কোন কোন পোস্ট করলে পাবো না আপনি সেটি এখানে উল্লেখ করে দিয়েছেন। আপনের পোস্ট টির দ্বারা আমরা দারুন উপকৃত হয়েছি। এবং অনেক কিছু জানতে পেরেছি। অনেক অজানাকে জেনে নিয়েছে। অসংখ্য ধন্যবাদ দাদা এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

দাদা অসংখ্য ধন্যবাদ।আপনার দেয়া তথ্যগুলো আমাদের সাথে শেয়ার করে বুঝিয়ে দিলেন সবকিছু কমিউনিটির সকল নিয়ম কানুন। আমরা বরাবরই চেষ্টা করব আপনার নিয়ম অনুসরণ করে চলার। অনেক ভালো লাগলো দাদা সবকিছু পুনরায় আবার জানতে পারলাম। শুভেচ্ছা ও ভালোবাসা রইলো আপনার জন্য।

good

লাজুক খ্যাঁক নিয়ে খুবই সুন্দর একটি আপডেট দিয়েছেন। লাজুক খ্যাঁককে আমরা খুবই পছন্দ করি এবং অনেক ভালোবাসি। লাজুক খ্যাঁক কিভাবে ভোট করে এবং কিভাবে আমার বাংলা ব্লগকে কিউরেশন করে সেটি আজকে খুবই সুন্দর ভাবে জানতে পারলাম। প্রতিদিন ২৪ ঘণ্টায় ৪০টি ভোট কিউরেশন করে। এটি আমি খুবই সুন্দর ভাবে জানতে পেরেছি এবং কিভাবে একটিভ মেম্বার হওয়া যাবে, একটিভ মেম্বার হতে কি কি করতে হবে সেগুলো আমি খুবই সুন্দর ভাবে জানতে পারলাম এই পোষ্টের মাধ্যমে। আপনাকে অনেক ধন্যবাদ দাদা।

দাদা আপনার দিকনির্দেশনা সব সময় সুন্দর এবং আমাদের জন্য অনেক উপকারী।আপনি সব সময় আমাদের নিয়ে যে ভাবে চিন্তা ভাবনা করেন এবং আমাদের কে সাপোর্ট দেন এটার প্রশংসা করার কোন ভাষা আমার জানা নেই।

অবশ্যই খুবই ভালো উদ্যোগের কথা বলছেন দাদা। পাওয়ার আপ করলে নিজের শক্তি বৃদ্ধি হবে এবং আমরা অন্যর পোস্ট কিউরেশন করতে পারব। ইনশাআল্লাহ পাওয়ার আপ প্রতিযোগিতায় নিয়মিত অংশগ্রহণ করার চেষ্টা করব। আর সর্বোচ্চ চেষ্টা করব ভালো মানের পোস্ট করতে নিয়মিত এবং অন্যকে উৎসাহিত করব। আমাদের মাঝে কমিউনিটির সুন্দর একটি আপডেট দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।

দাদা আপনার আজকের পোস্টটি পড়ে কারও মনের ভিতরে আর কিউরেশন সম্পর্কে কোন প্রশ্ন থাকবে না। আপনি খুব সুন্দর করে এটি বিস্তারিত বর্ণনা করেছেন। যা পড়লে সবাই জানতে পারবে যে কিভাবে পোস্ট কিউরেট করে। কিভাবে একজন একটিভ মেম্বার হতে পারবেন সে বিষয়েও সুন্দর ভাবে বুঝিয়ে দিয়েছেন।
তাছাড়া আমি সবসময় চেষ্টা করবো যে আমার বাংলা ব্লগ এর যাবতীয় নিয়মকানুন মেনে সামনে এগিয়ে যাওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে দাদা।

লাজুক খ্যাঁক নিয়ে খুবই সুন্দর আপডেট দিয়েছেন। এই আপডেটের মাধ্যমে সকলে জানতে পারবে লাজুক খ্যাঁক কিভাবে কিউ রেশন করে এবং কোন কোন পোস্টে কিউরেশন করে। লাজুক খ্যাঁকয়ের ভালোবাসা পেতে হলে আমাদের কি কি করতে হবে। তাই এই পোষ্টের মাধ্যমে আমরা জানতে পারলাম। আর একটিভ মেম্বার হবার জন্য সকল নিয়ম কানুন আমরা এই পোষ্টের মাধ্যমে জানতে পেরেছি।

দাদা লাজুক খ্যাঁক এর গুরুত্বপূর্ন আপডেট সুন্দর ভাবে সাজিয়েছেন। সবটুকু পড়েছি এবং এই নিয়ম মোতাবেক কাজ করে যাচ্ছি প্রতিনিয়ত এবং আমি মনে করি সকলের এই বিষয় গুলো জানা উচিত। আমি পোষ্ট টি রিষ্টিম করে রাখলাম । ধন্যবাদ

আশাকরি আমাদের কমিউনিটির সদস্যরা বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখবে এবং নিয়মকানুন মেনে কাজ করবে । এটি আসলেই সকলের জন্য গুরুত্বপূর্ণ তথ্য। ধন্যবাদ আপনাকে ভাইয়া । শুভেচ্ছা রইল ।

অসংখ্য ধন্যবাদ, সর্বশেষ আপডেট আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য। নতুনদের অনেকের মাঝে এ নিয়ে প্রশ্ন ছিলো, আশা করছি তারা সবকিছু এখন আরো বেশী পরিস্কার হয়ে যাবেন এবং সকল নিয়ম মেনে যথাযথভাবে কমিউনিটিতে কাজ করার চেষ্টা করবো। আর আমিসহ আমাদের সকলেরই উচিত মাসে অন্তত একবার হলেও পাওয়ার আপ কনটেষ্টে অংশগ্রহণ করা। আমি করবো এখন হতে, ধন্যবাদ

দাদা আপনার প্রতিটি নির্দেশনা খুব ভালো ভাবে মেনে চলার চেষ্টা করব। অবশ্যই চেষ্টা করব নিজের সর্বোচ্চ দিয়ে আমার বাংলা ব্লগ এর একজন এক্টিভ মেম্বার হয়ে ওঠার। এবং মন দিয়ে এই কমিউনিটিতে কাজ করার। এবিবি স্কুলের ক্লাস করে জানতে পেরেছি আমাদের জন্য পাওয়ার আপ করা কতটা গুরুত্বপূর্ণ। আমি অবশ্যই প্রতি মাসে পাওয়ার আপ করে কনটেস্টেঅংশগ্রহণের চেষ্টা করব।
অনেক ধন্যবাদ দাদা।

আপনার এই কথাগুলো ওনিয়মগুলো যথাযথভাবে পালন করার চেষ্টা করব ধন্যবাদ। এবং আমার বাংলা ব্লগের সঙ্গে শুরু থেকে আছি ও ভবিষ্যতেও থাকব আশা করি।

দাদা আপনার পোষ্টের মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে পারলাম। আমার বাংলা ব্লগ এর প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি আপনার এই পোষ্টের মাধ্যমে উপস্থাপন করেছেন। আপনি আমাদের প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছেন এজন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি দাদা। আমি অবশ্যই আমার বাংলা ব্লগ এর প্রতিটি নিয়ম-কানুন মেনে পোস্ট করার চেষ্টা করবো। আমার মনে হয় সকলে যদি সঠিক নিয়ম কারণ মেনে নিয়মিত পোস্ট করে তাহলে অবশ্যই সফলতা অর্জন করতে পারবে।

আমি মনে করি এটি অনেক সময় উপযোগী একটি পোস্ট ছিলো।

কারণ আমাদের কমিউনিটিতে অনেক নতুন মেম্বার ঢুকছে আর ওরা ওদের বিভিন্ন পোস্টে ভোট না পাওয়া নিয়ে অভিযোগ করছে।তবে এই পোস্টটি দেখলে আশা করি সকলের সব সমস্যা সমাধান হবে।আবার অনেকে কবিতা পোস্ট করেন এবং পরে প্রশ্ন তুলে সাই ফক্স থেকে ভোট না পাওয়া নিয়ে।আপনি সবসময় সঠিক সময়ে সঠিক কথা গুলো বলেন দাদা।এজন্যই আসলে আমরা সকলেই নিয়ম শৃঙ্খলা মেনে চলার চেষ্টা করি।কারণ বস যখন এতোটা নিয়ম কানুন মানে সেহেতু তার মেম্বারগণ ভালো কাজের, নিয়ম মানার তো উৎসাহ পাবেই।

দাদা আপনি লাজুক খ্যাঁক নিয়ে খুবই সুন্দর ভাবে কমিউনিটিতে আপডেট দিয়েছেন। এই আপডেটের মাধ্যমে আমরা কমিউনিটি সম্পর্কে খুবই সুন্দর ধারণা পেলাম। আমাদের আগে থেকে ধারণা ছিল তারপরে আপনার আজকের এই পোস্ট থেকে আমরা একদম ক্লিয়ার হলাম। আমাদের আর কোন কিছু জানা বাকি রইলো না। আমাদের কিভাবে একটিভ থাকতে হবে এবং আমরা আপনার কোন কোন আইডিতে ডেলিগেশন করতে পারবোনা আজকে ভালো করে জানতে পারলাম। আমার সবচাইতে বেশি ভালো লেগেছে, কোন কোন পোস্ট করলে আমরা লাজুকের খ্যাঁকের ভোট পাব না সেগুলো আপনি খুবই সুন্দর ভাবে উল্লেখ করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ।💖

দাদা অসাধারণ একটা উদ্যোগ, মাসে অন্তত একবার হলেও পাওয়ার আপ কনটেস্ট এ অংশগ্রহণ করা দরকার , পাওয়ার আপ করা মানের নিজের আইডির সক্ষমতা বাড়ানো। সবাইকেই রুল মেনে কাজ করতে হবে অবশ্যই লাজুক শিয়ালকে ১০% বেনিফিশিয়ারি দিতে হবে। ভালোকাজ করলে অবশ্যই ভাল্প ফল আসবেই, অনেক ভালো লাগলো দাদা । শুভকামনা রইলো সব সময় 💓💓💓💓💓☘️☘️

আমার বাংলা ব্লগ এগিয়ে যাক সবসময় এই দোয়া করি।

Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Please consider to approve our witness 👇

Come and visit Italy Community

অনেক গুরুত্বপূর্ণ একটা পোস্ট। অনেক কিছু বুঝতে পারলাম এই পোস্টের মাধ্যমে। এগুলো আমাকে কাজে দেবে অনেক। ধন্যবাদ

দাদা আমি একদম নতুন বাংলা ব্লগ এ। আমি কি কবিতা লিখতে পারব?

দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর একটি নিয়ম নীতির মাধ্যমে আমার বাংলা ব্লগ কমিউনিটি কে পরিচালিত করার জন্য। আমি বিশ্বাস করি আমার বাংলা ব্লগ একটা সময় ইসলামিক প্ল্যাটফর্মের সর্বোচ্চ শিখরে পৌঁছে যাবে। এর জন্যই আমরা যারা ইউজার আছি আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে। যাইহোক আপনার দেওয়া আপডেটটা ভালোভাবে পড়েছি, আরো ভালো কাজ করার উদ্যোগ নিয়ে এগিয়ে যাবে ইনশাআল্লাহ।

আপডেট বা সামান্য রদবদল করে আবার প্রকাশের নাম হতে পারে।সবকিছুরই প্রায় এরকম করা হয়ে থাকে ।আমাদের জন্যও এমন পরিবর্তন আনা হলো। যা অবশ্যই আমাদের উপকারে আসবে। সুবিবেচনা বয়ে আনুক আমাদের সবার জন্য। এই কামনায়, মেনে ও জেনে নিলাম।

একদম ঠিক কথা বলছেন দাদা আমাদের benificiary মিনিমাম ১০% @shy-fox কে দিতে হবে । এতে @shy-fox এর পাওয়ার বৃদ্ধি হবে। আপডেট টি দেখে সত্যিই খুব ভাল লাগল।

আবারো দাদা আপনি সুন্দর ভাবে আমাদের মাঝে সকল কিছু উপস্থাপনা করলেন। এটি খুবই ভালো লাগলো। আমরা সকল বিধি-বিধান মেনে চলার চেষ্টা করব আরও ১০% @shy-fox কে যুক্ত করবো এবং সকলের জন্য আপনি অনেক পরিশ্রম করে যান আপনার জন্য দোয়া রইল দাদা

স্টিমিট সম্পর্কে আমার ধারণা খুবই কম। এই মহা মূল্যবান পোস্টটি আমার সামনে এসে অনেক কিছু জানতে পেলাম। আশা করি আপনার এই সহায়তা শুধু আমি নই , আমি সহ এই 'আমার বাংলা ব্লগের' অন্যান্য বন্ধুদের জন্য অনেক উপকারী হবে ইনশাল্লাহ।

দাদা,খুবই ভাল একটি উদ্যোগ নিয়েছেন।দাদা,লেখাটি পড়ে খুবই ভালো লেগেছে সেটি হচ্ছে মাসে চারটি পাওয়ার আপ পোস্ট করার জন্য বলেছেন। যদি না হয় তাহলে মাসে একটি হলেও পাওয়ার আপ পোস্ট করা দরকার। আমাদের প্রত্যেক ইউজারের মাসে একটি হলেও পাওয়ার আপ পোস্ট করা অতি জরুরী কারণ নিজের আইডির শক্তিশালী করা আমাদের খুবই প্রয়োজন। এছাড়াও দাদা আপনার পোস্টে একটিভ লিস্টে থাকা ব্যাপারে অনেক কথা লিখেছেন যা পরে আমি অনেক উপকৃত হয়েছি। ধন্যবাদ দাদা

সত্যি দাদা খুব সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন। মাসে ৪টি পাওয়ার আপ পোস্ট কনটেস্ট শুনে অনেক ভালো লাগলো দাদা।
পাওয়ার আপ করতে অনেক ভালো ইনশাআল্লাহ দাদা চেষ্টা করবো মাসে দুইটি পাওয়ার আপ পোস্ট করার জন্য।
অনেক ধন্যবাদ আমাদের সবার প্রিয় দাদা।
অনেক দুআ ও শুভকামনা রইলো আমার বাংলা ব্লগ এর জন্য।

দাদা আপনি লাজুক খ্যাকের খুব সুন্দর একটি আপডেট পোস্ট করেছেন। সত্যিই এটি একটি গুরুত্বপূর্ণ পোস্ট। এই পোস্টটি পড়ে আর কারো মনে কোন সন্দেহ থাকবে না। আশা করি সবাই অবশ্যই সকল নিয়ম কানুন মেনে আমার বাংলা ব্লগ এ কাজ করবে। এই পোস্টটি পড়লে সবাই খুব ভালোভাবে বুঝতে পারবে। আমিও অবশ্যই এই নিয়ম কানুন গুলো মেনে আমার বাংলা ব্লগে কাজ করে যাব ইনশাল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা এত সুন্দর একটি গুরুত্বপূর্ণ আপডেট আমাদের সাথে শেয়ার করার জন্য। আমার বাংলা ব্লগের সকলের জন্য রইল শুভকামনা।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি খুবই সুন্দর গুরুত্বপূর্ণ একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। ব্যক্তিগতভাবে আমি সকল প্রকার নিয়মকানুন মেনে কাজ করছি এবং আজ থেকে অনেকাংশে কাজ করার আগ্রহ প্রকাশ করলাম। সেই সাথে আবারও অসংখ্য ধন্যবাদ জানায় দাদা আপনাকে, নতুনদের জন্য এই পোস্টটি খুবই খুবই সময়োপযোগী ছিল। শুভকামনা রইল দাদা আপনার জন্য।

খুবই গুরুত্বপূর্ণ আপডেট। আশা করি সব সময় কমিউনিটির সকল রোলস মেনে পোস্ট করবো।
ধন্যবাদ দাদা সুন্দর ভাবে আপনি ভোট না পাওয়ার বিষয় গুলো উপস্থাপন করছেন।
আপনার পোস্ট রিস্টিম করলাম। আমি মনে করি আপডেট দেওয়া পোস্টগুলো সবার রিস্টিম করে রাখা উচিত।

দাদা আপনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সঙ্গে শেয়ার করেছেন। সকল নতুন পুরাতন ইউজারদের জন্য এটি অনেক গুরুত্বপূর্ণ। আশা করি আমরা সকলেই এই নিয়ম নীতি গুলো ফলো করে চলতে পারব। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ধন্যবাদ দাদা লাজুক খ‍্যাক এর সর্বশেষ আপডেট আমাদের সাথে শেয়ার করার জন্য।। আশাকরছি আমরা সবাই নিয়মিত পাওয়ার আপ করার মাধ্যমে আমাদের এবং কমিউনিটির শক্তি বৃদ্ধি করব। ধন্যবাদ দাদা আমাদের এইরকম সাপোর্ট দেওয়ার জন্য। আশাকরছি শেষ পযর্ন্ত আমার বাংলা ব্লগ এর সাথে থাকব।।

সত্যিই দাদা অসাধারণ একটি উদ্যোগ নিয়েছেন আমার এই উদ্যোগটি অনেক ভালো লাগলো আর পাওয়ার আপ এর ব্যাপারটিও ছিল অনেক অসাধারণ পাওয়ার আপ আমাদের সবারই গুরুত্বপূর্ণ একটি বিষয় ধন্যবাদ দাদা আপনাকে।

আমি একজন অনুবাদকের চেষ্টা করেছি। কারণ অক্ষরগুলো সুন্দর। আমি ফ্রান্সে বসবাসকারী একজন কোরিয়ান। তোমার সাথে দেখা করে ভালো লাগলো.

আমি খুব ভালো ভাবে বুজতে পেরেছি সব বিষয় গুলো ।আর shy-fox কে ভোট দেওয়ার ব্যাপারে একমত ।কারন নতুন কিছু করতে হলে অবশ্যই নিজেকে আগে বাড়তে হবে নিজেকে সপে হবে নিবেদিত প্রান হিসেবে ।তাই দাদার প্রতিটি বিষয় অবশ্যই সবার মাথায় রাখা উচিৎ ।ধন্যবাদ দাদা এমন ভাবে আমাদের পাশে থাকার জন্য।

Great job!

বিস্ময়কর

এই কমিউনিটির সব গুরুত্বপূর্ণ তথ্যগুলো একসাথে পেয়ে সবাই অনেক উপকৃত হয়েছে। আশা করছি এই কমিটির সম্মানিত নতুন এবং পুরাতন সদস্যগণ এই কমিটির সব আপডেট নিউজ গুলো পেয়ে অনেক কিছু জানতে পেরেছে। সবারই অনেক উপকারে আসবে এই পোস্টটি। কারণ এই পোস্টে লেখা প্রতিটি কথা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। খুবই তথ্যবহুল এবং গোছানো একটি পোস্ট শেয়ার করেছেন দাদা। আশা করছি প্রত্যেকে এই কমিউনিটি সকল নিয়ম কানুন মেনে পোস্ট করবে। আর আমিও সবসময় এই কমিউনিটির সব কিছু নিয়মকানুন মেনে পোস্ট করার চেষ্টা করব।

অসাধারণ একটা উদ্যোগ নিয়েছেন দাদা। আসলে আমাদের সবারই উচিত কোয়ালিটিফুল পোস্ট করার। আর পাওয়ার তো খুব জরুলি। আশাকরি প্রতিমাসে আমি একটা পাওয়ার অফ কনটেস্টে অংশগ্রহণ করব। আর লাজুক খ্যাঁক কে নিয়ে আপডেট টা অনেক ভালো লাগলো। ধন্যবাদ দাদা শুভ কামনা রইল আপনার প্রতি।

  ·  3 years ago (edited)

দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ।
কমিনিটিতে আবারো নতুন কিছু শিখলাম

গুরুত্বপূর্ণ পোস্ট। যেটি আমাদের কাজের গুণগত মান সম্পর্কে সঠিক ধারণা দেয় এবং আমাদের কাজগুলোকে যথাযথ মর্যাদা করতে সাহায্য করে।

ইনশাল্লাহ সকল নিয়মগুলো মেনে চলার চেষ্টা করব অক্ষরে অক্ষরে এবং সব সময় আমার বাংলা ব্লগ পরিবারের পক্ষে আছি এবং থাকব আর এটাই আগামীদিনের শুভকামনা।

ভালোবাসা অবিরাম আমার বাংলা ব্লগের জন্য

অনেক সুন্দরভাবে নিদর্শনা দেবার জন্য @rme দাদাকে অনেক ধন্যবাদ।এখানে বরাবরি দাদা সচ্ছতা বজায় রাখে।এজন্য অপনাকে ভাল লাগে দাদা।💕

আমার বাংলা ব্লগ এমন এক কমিউনিটি যেখান্ব কাউকে উপেক্ষা করা হয়না আমরা আমাদের নিজেদের পাওয়ার দিয়ে চলি।এবং এই পাওয়ার আরো বৃদ্ধি করার জন্য শাই ফক্স কে আমাদের সবাইকেই বেনিফিসিয়ার দেওয়া উচিত।তাহলে আমরা বিশ্বের এক নাম্বার কমিউনিটি হয়ে যাব।🙏😍😍😍

আমি আশা করি আমিও অবদান রাখতে পারব, আমিন

প্রথমেই আপনাকে জানাই ধন্যবাদ ও অনেক ভালোবাসা।আপনার এই গুরুত্বপূর্ণ পোস্ট আমার মতো যারা নতুন মেম্বার তাদের জন্য অনেক কার্যকর ও গুরুত্বপূর্ণ একটি পোস্ট। আমার দৃঢ় বিশ্বাস আমি আপনার পোস্ট গুলো পড়ে অনেক মুল্যবান জ্ঞান অর্জন করতে পারবো।

সত্যিই দাদা খুবই গুরুত্বপূর্ণ একটা পোস্ট ছিল এটার মাধ্যমে আমরা নতুন যারা আছি তারা অনেক অনেক উপকৃত হলাম এবং সামনে আমরা এই নিয়ম গুলো যথাযথ ভাবে মেনে চলবো।অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে।

লাজুক খ্যাঁককে নিয়ে কমিউনিটি ফাউন্ডার দাদা অনেক সুন্দর একটি গুরুত্বপূর্ণ আপডেট পোস্ট লিখছেন বলে আমি মনে করি। আমি নতুন হিসেবে পাওয়ার বিল্ড আপ করা বেশি প্রাধান্য দেই। শুভকামনা দাদা shy-fox এর জন্য

আমি সর্বদা এটি দুর্দান্ত সম্প্রদায় খুঁজে পেয়েছি যেগুলি লেখকদের সম্প্রদায়ের অ্যাকাউন্টে অর্পণ করার প্রয়োজন হয় না৷ ল্যাটিনো সম্প্রদায়ের সাথে আমার একটি খারাপ অভিজ্ঞতা হয়েছে যেখানে আমি 500 স্টিমপাওয়ার অর্পণ করি এবং আমি কখনই সম্প্রদায় থেকে সমর্থন পাইনি৷

আমি যদি আমার প্রকাশনার 10% দেই, সেটা আমার কাছে খুব ভালো মনে হয়, আমি 20% পর্যন্ত দিতে পারতাম যদি তা লাজুক শিয়ালের দ্রুত বৃদ্ধি পেতে এবং আরও ব্যবহারকারীদের সাহায্য করে।

  ·  3 years ago (edited)

প্রিয় দাদা আপনি আমাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ। একটি পোষ্ট উপহার দিয়েছেন কমিউনিটি নিয়ে। কিভাবে আমার বাংলা ব্লগের একজন এক্টিভ অথর হতে পারব। তা সহজে বুঝতে পারা। ও আরো অন্যান্য বিষয়গুলো খুব সহজেই বুঝতে পারা। দাদা আপনার পোষ্ট থেকে আজকে আমি অনেক কিছু শিখতে পারলাম।আমাদের মত নতুন ইউজারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি পোষ্ট বলে আমি মনে করি। আমার বাংলা ব্লগের সব নিয়ম মেনে চলার চেষ্টা করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রিয় দাদা। শুভকামনা রইল আপনার জন্য।