শারদীয়া কনটেস্ট ১৪৩১

in hive-129948 •  26 days ago  (edited)

IMG_20241007_213525.jpg


১৪২৮ এবং ১৪২৯ সালের ন্যায় এ বছরেও "আমার বাংলা ব্লগ" এর পক্ষ থেকে শারদীয়া কনটেস্ট এর আয়োজন করা হয়েছে । ১৪৩০ সালেরটা স্কিপ হয়েছে, কারণ ওই বছর আমি পুজোটা বাংলাদেশে দেখেছিলাম ।

আগামী মঙ্গলবার থেকে প্রায় সপ্তাহব্যাপী চলবে আমার বাংলা ব্লগ আয়োজিত এই বিশেষ কনটেস্ট "শারদীয়া কনটেস্ট ১৪৩১ " । এই কন্টেস্টটি মূলতঃ একটি ফোটোগ্রাফি কনটেস্ট । সপ্তমী, অষ্টমী, নবমী ও বিজয়া দশমী মোট এই চার দিন আমরা সবাই ঘুরে ঘুরে ঠাকুর দেখি, অঞ্জলি দেই, আরতি প্রতিযোগিতা করি, বিস্তর খাওয়া দাওয়া, ঘোরাঘুরিতে ব্যস্ত থাকি ।

তারই ফাঁকে ফাঁকে চলে আমাদের শারদীয়ার বিশেষ ফোটোসেশন । পুজোর এই ক'টি দিনে এমন একটি বাঙালিকে খুঁজে পাওয়া দুষ্কর যে কিনা পুজো প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে ছবি তোলে না । কত বিচিত্র থিম পুজো, ঐতিহ্যবাহী সাবেকি ঘরানার পুজো, সাবেক আমলের জমিদারবাড়ির পুজো, গ্রামের প্রকৃতির মাঝে অসামান্য পুজো; কত্ত পুজো যে হয় তার লেখা জোখা নেই । আমাদের পাড়াতেই ১০-১৫টা পুজো হয় প্রত্যেকবছর।

আপনারা পুজোয় আনন্দ করুন, ঘোরাঘুরি করুন, খাওয়াদাওয়া, নাচা গানা, থিয়েটার সবই করুন তবে সাবধানতা মেনে আর অবশ্যই আপনার ফোটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করুন এই কনটেস্টে অংশগ্রহনের মাধ্যমে । আমরাও আপনার সাথে সাথে এনজয় করতে চাই পুজোর এই ক'টা দিন।

কন্টেস্টের নাম : শারদীয়া কনটেস্ট ১৪৩১

কন্টেস্টের নিয়মাবলী :

☑ ঠাকুর বিসর্জনের কোনো ফোটোগ্রাফি শেয়ার করা যাবে না ।
☑ যে দিনকার যে ফটো সেটি উল্লেখ করা বাধ্যতামূলক । যেমন সপ্তমীর দিন তোলা হলে উল্লেখ করতে হবে সপ্তমীর ফটোগ্রাফি ।
☑ সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমীর মোট ৪টি ফোটোগ্রাফি সিরিজ পোস্ট করতে পারবেন এই কন্টেস্টে ।
☑ প্রত্যেকটি ছবি, তোলার তারিখ সমেত শেয়ার করতে হবে ।
☑ থিম পুজো প্যান্ডেলের ফটোগ্রাফির ক্ষেত্রে থিম সম্পর্কে একটা সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া বাধ্যতামূলক ।
☑ ফোটোতে জনসাধারণের মুখাবয়ব স্পষ্ট দেখা গেলে সেটি ব্লার করে তারপরে শেয়ার করবেন ।
☑ যেখানে ফোটো তোলা রেস্ট্রিক্টেড সেখানকার ফটোগ্রাফি শেয়ার করবেন না ।
☑ পুজো প্যান্ডেলগুলোর লোকেশন উল্লেখ করাটা বাধ্যতামূলক ।
☑ প্রত্যেকটা ফটোগ্রাফের ১-২ লাইনের একটি ছোট্ট বর্ণনা আবশ্যক ।
☑ পুজো কমিটি/ক্লাব/উদ্যোক্তা এবং থিম পুজোর ক্ষেত্রে থিমের নাম উল্লেখ করা বাধ্যতামূলক ।
☑ Plagiarism কঠোরভাবে নিষিদ্ধ ।
☑ পোস্টটি করার সময় sharodiya-contest ট্যাগ অবশ্যই use করতে হবে । অন্যথায় আপনার পোস্টটি এই প্রতিযোগিতায় disqualified হিসাবে গণ্য করা হবে ।
☑ প্রতিযোতায় অংশগ্রহণের সময় : ২৯ অক্টোবর ২০২৪ (মঙ্গলবার) থেকে ০৪ নভেম্বর ২০২৪ (সোমবার) । ০৫ নভেম্বর এর পরে submit করা কোনো পোস্ট এই প্রতিযোগিতায় গণ্য করা হবে না ।


পুরস্কার :

১ম স্থান অধিকারী : ১০০০ Steem
২য় স্থান অধিকারী : ৫০০ Steem
৩য় স্থান অধিকারী : ৩০০ Steem


বিচারকমন্ডলী :

আমার বাংলা ব্লগ এর অ্যাডমিন ও মডারেটর প্যানেল


প্রতিযোগিতার ফলাফল ঘোষণা : ০৭ নভেম্বর ২০২৪, বৃস্পতিবার আমাদের discord হ্যাংআউট এ বিজয়ীদের নাম ঘোষণা করা হবে ।



✡ ধন্যবাদ ✡


পরিশিষ্ট


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ধন্যবাদ দাদাভাই, সুন্দর একটা কনটেস্ট দিয়েছেন। বিশেষ করে আমরা যারা হিন্দু সম্প্রদায়ের আছি তাদের জন্য একটা চমৎকার কনটেস্ট।

Upvoted! Thank you for supporting witness @jswit.

দাদা আপনি আজকে খুবই সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন। আসলে পূজার সময় আমরা সকলেই বিভিন্ন পূজা মণ্ডপের মধ্যে ঘোরাঘুরি করি।আর এই পূজা মণ্ডপের মধ্যে ঘোরাঘুরি করার সময় আমরা বিভিন্ন ভাবে ফটোগ্রাফি সংগ্রহ করে থাকি। আমরা সকলেই চেষ্টা করবো এই প্রতিযোগিতার মধ্যে অংশগ্রহণ করার। আপনাকে ধন্যবাদ এতো সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য।

দারুণ ফটোগ্রাফির সাথে নতুন নতুন থিম এবং সুন্দর অংশগ্রহন দেখার অপেক্ষায় রইলাম।

সেরা কনটেস্ট! আমার বাংলা ব্লগে বসেই দারুন দারুন পুজো মণ্ডপ, মায়ের প্রতিমা দেখতে পাবো। জয় মা দুগ্গা 😍

শারদীয়া কনটেস্ট আয়োজন করেছেন দেখে খুবই ভালো লাগলো দাদা। এই প্রতিযোগিতায় আশা করছি পূজার দারুন দারুন সব মুহূর্তগুলো দেখার সুযোগ হবে। অনেক ধন্যবাদ জানাচ্ছি দাদা এই প্রতিযোগিতার আয়োজন করার জন্য।

চমৎকার একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন দাদা। আশা করি এই প্রতিযোগিতার মাধ্যমে পূজা প্যান্ডেলের অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখতে পাবো। যাইহোক এতো সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

পূজা শেষ হয়ে গেলেও তার স্মৃতি রয়েছে আমাদের কাছে।তাই এইবারের কন্টেস্টকে খুবই মিস করছিলাম।কিন্তু দেরিতে হলেও এই কন্টেস্টের আয়োজন করা হয়েছে দেখে ভালো লাগলো।চেষ্টা করবো অবশ্যই ফটোগ্রাফি শেয়ার করার জন্য, ধন্যবাদ আপনাকে দাদা।

চমৎকার একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে দেখে অনেক ভালো লাগলো। এই প্রতিযোগিতার মাধ্যমে পূজা প্যান্ডেলের
অনেক ইউনিক ইউনিক ফটোগ্রাফি দেখতে পাবো।অনেক ধন্যবাদ দাদা দারুণ একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য।

চমৎকার একটি কনটেস্টের আয়োজন করেছেন দাদা এবার। আশা করি সবার করা দুর্দান্ত পুজো মণ্ডপের ফটোগ্রাফি গুলি দেখতে পারবো। কামনা করছি সবাই তাদের করা চমৎকার ফটোগ্রাফি দিয়ে ভরিয়ে তুলবে এই কনটেস্ট। সবার জন্য শুভকামনা রইল।

আশা করি অনেক দারুণ দারুণ সব ফটোগ্রাফী দেখতে পাবো।

অনেক সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন দাদা। এই কনটেস্ট এর মধ্য দিয়ে অনেক কিছু জানার সুযোগ পাবো। বেশি ভালো লাগলো আর একটা বিষয় জেনে, গত ১৪৩০ সনে আপনি আমাদের দেশে ছিলেন। এখানে পুরস্কারের তালিকা টা দেখে আরো ভালো লাগলো। জানিনা কে হবে এই সৌভাগ্যবান তিনজন।

দারুন একটা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আশাকরছি পুজার বেশ সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি দেখতে পাবো। ধন্যবাদ দাদা প্রতিবারের ন্যায় এবারও সুন্দর এই প্রতিযোগিতার আয়োজন করার জন্য।

দাদা আপনি খুব দারুণ একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন। এইবার প্রতিযোগিতাই দারুন কিছু দেখতে পারবো পূজার।পূজা প্যান্ডেলের চমৎকার ফটোগ্রাফি দেখতে পারবো আমরা সবাই। যাইহোক দাদা এত সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য ধন্যবাদ আপনাকে।

দারুন একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন দাদা। পূজো মানে অন্যরকমের উৎসব। আর পুজোর আনন্দ আরো বেশি বাড়িয়ে তুলতে সময়োপযোগী একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন দেখে খুবই ভালো লাগলো দাদা।

দারুন শারদীয়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আশা করছি পুজার বেশ সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি দেখতে পাবো। অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা দারুণ প্রতিযোগিতার আয়োজন করার জন্য।

আরিব্বাস! দারুণ কন্টেস্ট তো!

কিন্তু আমার তো দেশের পুজো নেই৷ প্রবাসের পুজো দেখাবো। যতটুকু পেরেছি, বৃষ্টি ছিল। তাও।

আসলে প্রবাসে থিমের পুজো না বাঙালির আবেগের পুজো হয়৷ আতিথেয়তার পুজো হয়৷

দারুন একটি ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করা হলো। পুজোর দিনগুলো যেমন আনন্দে কেটে গেল, এবার এই প্রতিযোগিতাতেও তেমনই আনন্দে একটি সপ্তাহ কাটবে। অনেক সুন্দর সুন্দর ছবি দেখতে পাবো। নতুন করে এই পুজো পরিক্রমার সুযোগ পাওয়া সত্যিই এক প্রাপ্তি। নিজেও অংশগ্রহণ করবার চেষ্টা করব।

Congratulations, your post has been upvoted by @nixiee with a 100 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

চমৎকার একটা আয়োজন করা হয়েছে দাদা। আশাকরি প্রতিযোগিতার মাধ্যমে অনেক প্রতিযোগীদের কাছ থেকে সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমরা দেখতে পাবো। প্রতিনিয়ত আপনি চমৎকার কিছু নিয়ে আসেন প্রতিযোগিতার মাধ্যমে। সবার জন্য অগ্রিম শুভকামনা রইল।

বিগত সময়ের মতো আবারও এই প্রতিযোগিতা, আশাকরি এবারও আমাদের কমিউনিটির সদস্যরা সকল নিয়ম কানুন মেনে অংশ গ্রহণ করবে এবারের প্রতিযোগিতায়। ধন্যবাদ দাদা আপনাকে, এই উদ্যোগ গ্রহণের জন্য।

অসাধারণ একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন দাদা।এই প্রতি তার ফলে শারদীয়া দুর্গাপূজার আলোকসজ্জাময় অসাধারণ সব ফটোগ্রাফি উপভোগ করতে পারবো।আমি নিজেও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার চেষ্টা করব।আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দাদা আমাদের জন্য এত সুন্দর একটি প্রতিযোগিতা আয়োজন করার জন্য।

good

Emotional stability comes from eating

Show off your food,
Eat spicy food when you are depressed

অসাধারণ একটা প্রতিযোগিতা। আমরা আমাদের গ্রামেরপুজো প্যান্ডেল গুলোতে ঘুরাঘুরি করি আর বিভিন্ন খাবার খাই ভালোই লাগে ২০২২ এ আমি অংশগ্রহণ করেছিলাম।আশা করি এবারো অংশগ্রহণ করবো।

এন্ট্রি নং - ২

https://steemit.com/hive-129948/@kausikchak123/wbjju

এন্ট্রি নং - ৩

https://steemit.com/hive-129948/@kausikchak123/2fx7ud

আমার অংশগ্রহণ-০১

https://steemit.com/hive-129948/@green015/3jzu1g

আমার অংশগ্রহণ-০২

https://steemit.com/hive-129948/@green015/2hyq8q

আমার অংশগ্রহণ-০৩

https://steemit.com/hive-129948/@green015/6cxtub

আমার অংশগ্রহণ..

InShot_20241104_231847729.jpg

https://steemit.com/hive-129948/@ronggin/5ysrws-or-or