আলোকচিত্র : শান্তিনিকেতনে কিছুদিন -০৯

in hive-129948 •  3 years ago 

সাঁওতালীদের সাথে তনুজার নাচ গানের ভিডিও আর সোনাঝুরির মেলায় আগত বাউলদের গানের ভিডিও শেষ এপিসোডে দেওয়া হবে । এখন শুধুমাত্র ফোটো গুলো শেয়ার করলাম । তো, নাচগানের পরে সবার জলতেষ্টা পেয়ে গেলো । সঙ্গে সঙ্গে ছুটে আখের রসের দোকানে । বরফ দেয়া আখের রস পান করে তেষ্টা লাঘব হলো সবার । এবার কেনাকাটার পালা ।

তা, মিথ্যে বলবো না প্রচুর কেনাকাটা হলো । সাঁওতালি রমনীদের নানান ধরণের নকশা করা গয়না, পোশাক, শাড়ি এসব কেনার পাশাপাশি চললো নানা রকমের স্যুভেনির - মাটির শো পিস্, ব্রোঞ্জ নির্মিত বেশ কিছু অপূর্ব দেখতে সাঁওতালি মূর্তি, বাঁধানো চিত্রকর্ম, নকশা করা বাহারি ব্যাগ, কাঠের তৈরী শিল্পকর্ম এমন হরেক জিনিস ।

মেলা অনেক লম্বা । শালবনের বুক চিরে ২ কিলোমিটার অব্দি ছড়ানো ছিটানো । এত গরমে অতদূর পর্যন্ত ঘুরে দেখা অসম্ভব । শীতকাল হলে তাও না এক কথা ছিল । তো, আমরা বেশি ঘোরাঘুরি করিনি । তাও, দুপুর থেকে সন্ধ্যে অব্দি ছিলাম । চারটি ঘন্টা কখন যে ফুড়ুৎ করে বেরিয়ে গেলো বুঝতেই পারিনি ।

ঘুরতে ঘুরতে আর কেনাকাটার ফাঁকে এক স্থানে দেখলাম এক বহুরূপী দাঁড়িয়ে আছে । এদেরকে আজকাল আর দেখাই যায় না । এই শিল্প এখন বিলুপ্তির পথে । অথচ, এক সময় গ্রামে গঞ্জে হাটে-বাজারে বহুরূপীরা নানান সাজে সেজে মানুষদের আনন্দ দান করতো এবং কিছু রোজগারও হতো তাদের । তাই দিয়েই স্বচ্ছন্দে সংসার চলে যেত ।

এখন, শুধুমাত্র বীরভূম, মেদিনীপুর ছাড়া আর কোথাও এদের তেমন একটা দেখা যায় না ।

মেলার মাঝে এই বহুরূপী এক সাঁওতালি অপদেবতা সেজেছিল । সাঁওতালি ভাষায় "বোঙ্গা" মানে দেবতা আর "গদ্র বোঙ্গা"মানে অপদেবতা । এই অপদেবতাটি ছিল ভীষণ আকৃতির মিশকালো এক অর্ধ মানুষ অর্ধ পক্ষী । হাঁড়ির মতো মাথা, লাল গোল গোল চোখ, সাদা তীক্ষ্ণ শ্ব-দন্ত, ছুঁচোলো বক্ষ, হাত পায়ে লম্বা লম্বা পালক আর তীক্ষ্ণ বাঁকানো লম্বা নখ । এক কথায় ভীষণ দর্শনধারী ভেক ।

মেলার আর এক জায়গায় একটি বাচ্চা ছেলেকে বহুরূপী সেজে ভিক্ষা করতে দেখেছিলাম । এই বয়সে পেটের তাগিদে এই কাজে নেমেছে সে ।


IMG_20220416_164702.jpg

IMG_20220416_164710.jpg

IMG_20220416_164720.jpg

IMG_20220416_164724.jpg

IMG_20220416_171734.jpg

সাঁওতালি বহুরূপীর ফটো , সাথে আমার একটি সেলফিও দিয়ে দিলাম ।

তারিখ : ১৬ এপ্রিল ২০২২
সময় : দুপুর ৪ টা ১৫ মিনিট
স্থান : শান্তিনিকেতন, বোলপুর, বীরভূম, পশ্চিমবঙ্গ, ভারত ।


IMG_20220416_165733.jpg

IMG_20220416_170726.jpg

IMG_20220416_170807.jpg

এক সাঁওতালি বালক বহুরূপী সেজে মেলায় ভিক্ষা করছে ।

তারিখ : ১৬ এপ্রিল ২০২২
সময় : দুপুর ৪ টা ২০ মিনিট
স্থান : শান্তিনিকেতন, বোলপুর, বীরভূম, পশ্চিমবঙ্গ, ভারত ।


ক্যামেরা পরিচিতি : OnePlus
ক্যামেরা মডেল : EB2101
ফোকাল লেংথ : ৫ মিমিঃ


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আশা করি শ্রদ্ধেয় দাদা, ভালো আছেন? আপনার পোস্টটি দেখি সত্যি খুব ভাল লাগলো। শান্তিনিকেতন সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। আপনার ফটোগ্রাফি করে দেখে খুব ভালো লাগলো। মেলার মুহূর্ত গুলো খুব সুন্দর ভাবে কাটিয়েছেন আশা করি শ্রদ্ধেয় দাদা। এত সুন্দর পোষ্ট শেয়ার করে আমাদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। ভালো থাকবেন দাদা।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Thank You for sharing...

সাঁওতালি বহুরূপীর ফটো , সাথে আমার একটি সেলফিও দিয়ে দিলাম ।

দাদা আপনার সাথে সাঁওতালি বহুরূপীর ফটোগ্রাফি দেখে ভালো লাগলো। বহুরূপী এখন আর খুব একটা দেখতে পাওয়া যায় না। সাঁওতালি এই বহুরূপী সাজ আমার কাছে অনেক ভালো লেগেছে। পেটের দায়ে ছোট্ট শিশুটিও বহুরূপী সেজে ঘুরে বেড়াচ্ছে। পেটের জ্বালা পৃথিবীতে সবচেয়ে বড় জ্বালা। তবে যাই হোক দাদা আপনি অনেক সুন্দর সময় কাটিয়েছেন এটা বুঝতেই পারছি। ভিডিওগ্রাফির অপেক্ষায় রইলাম দাদা। আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো।

Thank You for sharing Your insights...

শালবনের বুক চিরে ২ কিলোমিটার অব্দি ছড়ানো ছিটানো ।

এতো বিশাল বড় জায়গা জুড়ে মেলা বসেছে, পুরো দিনতো এখানে পার হয়ে যাবে। ওরে বাবা এই বহুরুপী দৃশ্যগুলোতো বুক কাঁপিয়ে দিয়েছে, দেখে বেশ ভয় ভয় লাগছে। তবে এটা সত্য এই শিল্প এখন বিলীন প্রায়। আর আপনার সেলফিগুলো বরাবরের মতো চোখ বিহীন, হি হি হি।

দুই কিলোমিটার মেলা একদিনে হেঁটে তো শেষ করা সম্ভব না। আর আপনারা যখন গিয়েছিলাম তখন প্রচন্ড গরম ছিল। তারপরও চারঘন্টা ঘুরেছেন শুনে অবাক হলাম। সাঁওতালি বহুরূপী দেখতে কি ভয়ঙ্কর। রাতের বেলায় এমন কাউকে দেখলে তো পিলে চমকে যাবে। বাচ্চা বহুরূপী অল্প বয়সে ভিক্ষাবৃত্তিতে নেমে গিয়েছে দেখে খুবই খারাপ লাগলো।
শুধু কেনাকাটা করেছেন অনেক। খাওয়া-দাওয়ার গল্প তো তেমন করলেন না আজকে😜।

Thank You for sharing...

২ কিলোমিটার তাহলে তো অনেক।যাই অপদেবতা ছবি দেখে আমার ছেলে বলছে এটা কি স্পাইডারম্যান,😉😉।হঠাৎ ছবিটা দেখে ভয় পেয়েছিলাম।পেটের তাগিদে মানুষ কত কিছু করে।যাই হোক ভিডিও দেখার অপেক্ষায় রইলাম।

  ·  3 years ago (edited)

সত্যিই খুব ভালো লাগলো দাদা আপনার আজকের পোস্ট দেখে এবং পড়ে। শান্তিনিকেতনের এই জায়গাটায় আমার যাওয়া হয়নি। পুরুলিয়ার আঞ্চলিক এক ধরনের নাচ রয়েছে। সাধারণত শীতকালে এই নাচের অনুষ্ঠান হয়ে থাকে। যাকে বলা হয় "ছো নাচ"। এবং সেই নাচে লোকেরা বিভিন্ন অপদেবতা, অসুর ইত্যাদি সেজে নাচ করে। এ লোকটাকে দেখে অনেকটা ওইরকমই মনে হচ্ছে আমার। শুভ কামনা রইলো আপনার জন্য দাদা। ভালো থাকবেন আপনি।

image.png

Thank You for sharing Your insights...

হাই! @rme
হাই!
আমাদের প্রতিযোগিতার একটি ছোট তবে বন্ধুত্বপূর্ণ সম্প্রদায় রয়েছে SteemitContest

আমরা সমর্থন প্রতিনিধি দল খুঁজছেন:
বিনিময়ে, আমরা অ্যাডাম এবং কিউরেটরিয়াল থেকে 50% পরিমাণে অর্জিত বাষ্পের ফেরতের সাথে দিনে একবার সমর্থন করার প্রস্তাব দিই, তারপরে এটি 80% এ বৃদ্ধি পাবে

আমরা শুধুমাত্র অনন্য বাষ্প একচেটিয়া পোস্টের জন্য ভোট. মূলত, আমাদের সম্প্রদায়ের বিভিন্ন প্রতিযোগিতার জন্য নতুনদের জন্য সমর্থন রয়েছে!

আপনার মনোযোগের জন্য ধন্যবাদ!

মেলা থেকে আপনি অনেক কেনাকাটা করেছেন জেনে ভালো লাগলো। বিশেষ করে উপজাতিদের মেলায় ভিন্ন ভিন্ন জিনিসের দেখা যায়। যেকোনো মেলাতেই মাটির শো পিস্ দেখা মেলে। এটি মেলার একটি বিশেষ অংশ। অতি ব্যস্ততার মাঝেও আপনি ৪ ঘন্টা সময় মেলাতে কাটিয়েছেন জেনে ভালো লাগলো।

বহুরূপী সাজের ব্যাপারটা আস্তে আস্তে উঠে যাচ্ছে আগে দেখতাম বৈশাখী মেলাতে অনেকেই বহুরূপী সেজে টাকা উঠাতো। তবে এখন খুব একটা দেখা যায় না ব্যাপার টা। একটা লোক ঘোড়ার উপর বসে আছে এমন সাজতো ছোট থেকেই দেখতাম, খুব ভালো লাগতো। যাইহোক দাদা, বৌদির নাচের ভিডিও দেখার অপেক্ষায় আছি। আপনার জন্য শুভকামনা রইলো। ❣️❣️❣️

Thank You for sharing...

দাদা বিশাল বড় একটি মেলায় ঘুরতে গিয়েছেন আর আমাদের দেখার সুযোগ করে দিয়েছেন। বহুরূপী সেজেছে এরকম মানুষ আজ প্রথম দেখলাম। বেশ চমকপ্রদ একটি সাজসজ্জা কিন্তু এরা বিলুপ্তির পথে শুনে ভীষণ খারাপ লাগলো। আর ছোট একটি বাচ্চা বহুরুপী সেজে ভিক্ষা করছে দেখে খারাপ লাগলো কিন্তু বাস্তবতা অনেক নির্মম অনেকের কাছে। অনেক কেনাকাটা করেছেন দাদা 🤗
পুরো পরিবারের জন্য দোয়া রইল।
ভালো থাকুন সুস্থ থাকুন, এই কামনা সবসময়ই করছি। 🤗

আসলে দাদা শান্তিনিকেতনেই কাটানো মুহূর্তগুলো খুবই আনন্দের ছিল। ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো। আজকে আপনি খুবই সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন। বরফের সাথে মেশানো আখের রস খেতে তৃষ্ণা সেটালেন।সাঁওতালি বহুরূপীর ফটোগ্রাফির সাথে আপনার একটি সেলফিও দেখতে পেলাম। এই সেলফিটি খুব সুন্দর হয়েছে দাদা। আসলে এরকম দৃশ্য আর খুব একটা দেখা যায় না। যাইহোক আপনি খুবই আনন্দময় সময় পার করেছেন। শুভকামনা রইল আপনাদের জন্য।

Thank You for sharing Your insights...

দাদা কি বলবো আর কি লিখব শান্তিনিকেতনে আপনার কাটানো মুহূর্তগুলো ছিল অসাধারণ। সাঁওতালি নর-নারীর সাথে নাচ গান উপভোগ করা, নাচ গান শেষে ইচ্ছেমতো মার্কেট করা থেকে শুরু করে সবকিছুই যেন স্বপ্নের মত লাগছে। তবে ভালো এবং খারাপ দেবতার পার্থক্য দেখাতে গিয়ে সাঁওতালি যে রূপ ধারণ করেছে সত্যিই ভয়ানক। তবে আপনি যে ভাবে বুঝিয়ে লিখেন এবং কি আপনার লেখাতে পড়তে গেলে যে আনন্দ পাই সেটা হয়তো বলে বোঝাতে পারবো না। অপেক্ষায় থাকলাম আপনার এবং বৌদির নাচের ভিডিও ফুটেজ দেখার আশায়। আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার প্রতি রইল ভালোবাসা অবিরাম।

Thank You for sharing...

আমি এই বহুরূপী সত্যি বলতে কখনোই দেখিনি। সবসময় দেখেছি বিভিন্ন বেলুনের মধ্যে থাকা যেগুলো থাকে বা, বিভিন্ন মেলায় স্টলের সামনে অর্থাৎ টাইগার স্পাইডারম্যান এই ধরনের। তবে কখনো এমন দেখিনি সত্যিই অদ্ভুত।

সত্যি বলতে কি ভাই , আমি ভীষণ অধীর আগ্রহে অপেক্ষা করছি শেষ পর্বের জন্য । যে পর্বে বৌদির নাচ ও গানের ভিডিও থাকবে । আমি মনে করি আমার মত অনেকেই সেই পর্বের জন্য অপেক্ষায় থাকবে এমনটাই আশা ব্যক্ত করছি ।শুভেচ্ছা রইল এবং অপেক্ষার প্রহর গুনছি ।

শান্তিনিকেতনে কিছুদিন -০৯ দেখে বেশ আনন্দ লাগছে। স্বপরিবারে এধরনের আয়োজনে যাওয়ার মজাটাই আলাদা। সবাই মিলে বেশ আনন্দ উপভোগ করেছেন। সাঁওতালদের অপদেবতা ও বহুরূপী বালক ভিক্ষারির দৃশ্যগুলো আমার মনে দাগ কেটেছে। অসাধারণ করেছেন চিত্রগ্রাফি সহ দিয়েছেন বিস্তারিত বিবরণ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Thank You for sharing...

Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

সব তো ভালো, বাচ্চাটাকে দেখে খারাপ লাগলো দাদা। আর বহুরূপী আসলেই এখন দেখতে পাওয়া যায়না।

একই জায়গায় কেহ বিশ্ব আনন্দ-ফুর্তিতে জীবনকে ভরিয়ে তুলতে ব্যস্ত ,কেউ বা বিনোদন দিতে ব্যস্ত, বিনোদন নিতে ব্যস্ত, কেউবা বয়স ছাড়াই ভিক্ষা করতে ব্যস্ত, আজব, আজব এ মেলা, আজব এই দুনিয়া, আজব মানুষের প্ল্যাটফর্ম। ভিক্ষা যেখানে আনন্দের অংশ সেখানে আমরা কতদূর আনন্দ পেয়ে মনকে ভরিয়ে তুলতে পারি ,আমি তা বুঝতে পারিনা।

Thank You for sharing Your insights...

You are always welcome. Thanks.

দাদা আসলেই সত্যি কথা বলেছেন, এখনই বহুরূপী দের কোন মেলায় বা কোন অনুষ্ঠানে আর দেখা যায় না। আমি অনেক মুভিতে দেখেছি এই বহুরূপী, তবে কখনো সামনাসামনি দেখিনি। তবে দাদা আপনাকে কিন্তু এই কমলা টি-শার্টে খুবই ভালো লাগছে। একদম ফুটে আছে।

দাদা,বহুরূপীর কথা শুনতেই সেই সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পের হরিদার কথা মনে পড়ে গেল।আসলে প্রথম বহুরূপী টি খুবই আকর্ষণীয় দেখতে আমি তো ভেবেছিলাম ওটা স্থির মূর্তি।যাইহোক এখানের পিতলের ভাস্কর্যগুলি দেখে চোখ জুড়িয়ে যায়।

সাঁওতালীদের সাথে তনুজার নাচ গানের ভিডিও আর সোনাঝুরির মেলায় আগত বাউলদের গানের ভিডিও শেষ এপিসোডে দেওয়া হবে ।

শুনে ভালো লাগলো দাদা,অপেক্ষায় রইলাম।।

Google pays 390$ reliably. My last paycheck was $55000 working 10 hours out of consistently on the web. My increasingly youthful kinfolk mate has been averaging 20k all through continuous months and he works around 24 hours reliably. I can't trust how direct it was once I attempted it out. This is my essential concern...:) For more info visit any tab on this site Thanks a lot GOOD LUCK.........http://Foxnews7.tk/

আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি শেষপর্বে বৌদির নাচ ও বাউলদের গানের ভিডিও দেখার জন্য। আমার মনে হচ্ছে অসাধারণ হবে সেই পর্বটি। বিশ্বাস করবেন কিনা জানিনা মেলার এই ধরনের জিনিস গুলো আমার কাছে খুব ভালো লাগে বিশেষ করে মাটির শোপিস।

সাঁওতালি ভাষায় "বোঙ্গা" মানে দেবতা আর "গদ্র বোঙ্গা"মানে অপদেবতা ।

সাঁওতালিদের দেবতা ও অপদেবতা নিয়ে তথ্যটি দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার পোষ্টে সবসময় শিক্ষণীয় এই ধরনের কিছু পাওয়া যায় এটা আমার কাছে খুব ভালো লাগে। তবে অপদেবতার সাজুগুজু খুব ভালো হয়েছে। সাঁওতালি বহুরূপীর সাথে আপনার সেলফির দৃশ্যটি অসাধারণ ছিল।

Thank You for sharing...

গোলগাল চেহারা তোমার
আড়াল করা দৃষ্টি,
কি অপরূপ করে বিধাতা
করেছে তোমায় সৃষ্টি।

হলুদ টি শার্ট গায়ে পড়ে
বুকে কবিগুরু,,
শান্তিনিকেতনের আনন্দটা
হলো বুঝি শুরু।

♥♥

দাদা এই গরমের মধ্যে আপনারা দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ছিলেন। সেটা ভাবতেই অবাক লাগছে ।এই গরমে ঘুরে মজা নেই ।কিন্তু দুই কিলোমিটার লম্বা মেলা ঘুরতে তো কয় দিন লেগে যাবে তার ঠিক নেই।।আর বহুরূপীর সঙ্গে আপনার সেলফিটা কিন্তু দারুণ হয়েছে ।সব কিছু মিলিয়ে বেশ ভালই লাগলো। এ ধরনের বহুরূপী আমি কখনো দেখিনি। এই প্রথম দেখলাম আপনার পোস্টের মাধ্যমে ।ধন্যবাদ আপনাকে।

শান্তিনিকেতনের এই পর্ব দেখে ভালো লাগলো। হারিয়ে যাওয়া একটা জিনিস দেখতে পেলাম। যদিও এর আগে বহুরূপীর দেখা পাইনি কখনো। তবু বাচ্চা ছেলেটার জন্য খারাপ লাগছে। এইটুকু বয়সে অনেক কিছু দেখে নিয়েছে সে। আর নিষ্ঠুরতার সাথে যুঝে না পেরে শেষে বহুরূপী হতে হল এই বয়সেই।

Thank You for sharing...

সব শেষ পর্বের অপেক্ষায় আছি দাদা। ঐ মজার মুহূর্ত গুলো কবে যে পাব 😊। জীবিকার প্রয়োজনে মানুষ কত কি করে ! গদ্র বোঙ্গা এই শব্দটা এই প্রথম শুনলাম। চমৎকার একটা ব্যাপার সত্যি। এমন সাজ এই প্রথম দেখলাম আমিও। যারা এভাবে সাজিয়েছেন তারাও অনেক গুণী শিল্পী।
আর দাদা আপনার টি শার্ট সব সময় খুব সুন্দর লাগে দেখতে 👌😊

দাদা ,আমি ভয় পেয়ে গেছি এই অর্ধ মানুষ অর্ধ পক্ষী সাঁওতালি অপদেবতা কে দেখে। আমিও আমার ছোটবেলায় হাটে বাজারে এই বহুরূপী মানুষ দের দেখতাম যারা এরকম সেজে মানুষদের আনন্দ দিয়ে ইনকাম করত কিন্তু বর্তমান সময়ে তা আর দেখা যায় না বললেই চলে। আমি ছোটবেলায় আমার এক কাকুকে গায়ে চিটাগুড় মাখিয়ে তারপর গায়ে তুলো লাগিয়ে বানর সেজে ঘুরে বেড়াতে দেখেছি ।খুবই মজা লাগতো ছোটবেলায় এ বিষয়গুলো।

Thank You for sharing Your insights...

রাশিয়ান একজনকে দেখেছিলাম একদম পুতুলের মতো দাড়িঁয়ে থাকতো, বুঝার উপায় নেই যে সে মানুষ। জীবিকার তাগিদে মানুষ কতো কি না করে। বহুরূপী সেজে ছেলেটা ভিক্ষাবৃত্তি। হয়তো পরিবারের দায়িত্বটা কিছুটা হলেও তার উপরে পড়েছে ।।

বহুরূপী বোঙ্গা কে দেখে তো প্রথমে আমি ভয় পেয়ে গেছিলাম। সব কিছু পড়ে জানতে পারলাম এটা বহুরূপী। আর বহুরূপী সেজে যে বাচ্চা ছেলেটা ভিক্ষা করছে তাকে দেখে অনেক মায়া হলো। ভাগ্যের কি নির্মম পরিহাস। যাক দাদা সবমিলিয়ে খুব ভাল একটা পোষ্ট পড়লাম শুধু আপনার চোখ দুটো দেখতে পারলাম না। ধন্যবাদ দাদা।

Thank You for sharing...

বহুরুপি :D :D :D

কতদিন পর দেখলাম , খুব ছোট বেলা গ্রামের বাড়িতে আসতো পুরো ১৫ দিন ধরে, শেষ দিন প্রভু শ্রী রাম অথবা রাবন সাজতো , সেদিন ঠাকুমা দেখতাম একটা প্রণাম করে চাল আলু দিতেন। ঠাকুমা বলতেন অতিথি নারায়ন, কখন কে কার ছদ্দবেশে আসে কেউ জানে না।
তবে আমার ভালো লাগলো রাক্ষস সাজটা, ইউনিক এবং এপিক। ওর পেছনে পেছনে ছুটে ছুটে গোটা পাড়া ঘুরতাম কয়েকদিন ধরে। সে এক অন্য মজা। স্মৃতি ফিরিয়ে দিলেন সেসবের।

আর বোলপুরের ব্যাপারে কি বলি, অনন্য একটা যায়গা তবে ভুল করে সোনাঝুড়ির হাটে কিছু কেনাকাটা করবেন না প্লীজ, কিডনি খুলে দিলেও দেখবেন ২০০ টাকা কম হচ্চে। বোলপুর বাজারে কেনাকাটা করুন একই জিনিষ পাবেন অনেক সস্তায়।

ঘুরতে থাকুন। ভালো থাকুন।

Thank You for sharing Your insights...