Indian Museum ভ্রমণ -পর্ব ৪৯
পূর্বের এপিসোড : Indian Museum ভ্রমণ -পর্ব ৪৮
হ্যালো বন্ধুরা,
শুভ দুপুর বন্ধুরা, কেমন আছেন সব ?
আজকে বাড়িতে অনেক মানুষজন । খুবই বিজি আমি । এরই এক ফাঁকে টুক করে বসে গেলাম পোস্টটা লিখতে । সময় কম তাই আজকের পোস্ট হবে সংক্ষিপ্ত । দেখতে দেখতে ৪৯ তম পর্বে চলে এলাম । আর ৭-৮ টি পর্বে আশা করছি আমার এই সিরিজটি শেষ করতে পারবো । দেখা যাক কি হয় ।
যাই হোক চলুন আজকের মিউজিয়াম পর্ব শুরু করা যাক ।
"প্রাচীন ভারতের এন্টিক দ্রব্যসামগ্রীর প্রদর্শনী" পর্বের আজকে সপ্তদশতম পর্ব । এ পর্যন্ত মোট ষোলটি পর্বে আমি কাঠ, ধাতু ও হাতির দাঁতের তৈরী অনেক antique দ্রব্যের ফোটোগ্রাফ শেয়ার করেছি । আশা করি খুব একটা খারাপ লাগেনি আপনাদের কাছে ।
আমাদের আজকের এপিসোডে যে সব antique বস্তুর ফোটোগ্রাফি থাকছে সেগুলো হলো :
১. প্রাচীন ভারতীয় কোনো এক মহারাজার শিকারের ঢাল, ব্রোঞ্জ ও পিতল নির্মিত
২. রাজস্থানী সুদৃশ্য ফ্লাওয়ার ভাস
৩. সম্পূর্ণ স্বর্ণের তৈরী একটি পানের বাটা
৪. সম্পূর্ণ স্বর্ণের তৈরী আর একটি পানের বাটা
৫. সম্পূর্ণ স্বর্ণের তৈরী একটি যুদ্ধের ঢাল
৬. ব্রোঞ্জ নির্মিত এটি একটি প্রকান্ড ফুলদানি
৭. সম্পূর্ণ হাতির দাঁতের তৈরী রাজা রানীর মূর্তি
তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের আয়োজন কি আছে ! আশা করি খুব একটা খারাপ লাগবে না আজকের আয়োজন আপনাদের কাছে ।
প্রাচীন ভারতীয় কোনো এক মহারাজার শিকারের ঢাল এটি । সম্পূর্ণ ব্রোঞ্জ ও পিতলের তৈরী এই শিকারের ঢালটি অসাধারণ সব কারুকার্য মন্ডিত । নানান রকমের ফুল লতা পাতা ডিজাইনের পাশাপাশি রয়েছে বেশ কয়েকটি শিকারের দৃশ্য, অত্যন্ত দক্ষতার সাথে ফুঁটিয়ে তোলা হয়েছে ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
রাজস্থানী সুদৃশ্য ফ্লাওয়ার ভাস । নানান ধরণের রং বেরঙের ফুল লতা পাতার ডিজাইন করা রয়েছে সুদৃশ্য ফ্লাওয়ার ভাসটির গায়ে যেটা এটাকে অসাধারণ সৌন্দর্যমণ্ডিত করে তুলেছে ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
সম্পূর্ণ স্বর্ণের তৈরী একটি পান রাখার পাত্র, বা যাকে পানের বাটা । প্রাচীন যুগে, বিশেষ করে পূর্ব ভারতীয় নারীদের একমাত্র নেশার দ্রব্য ছিল পান পাতা বা তাম্বুল । অভিজাত শ্রেণীর মহিলারা সুদৃশ্য পানের বাটা ব্যবহার করতো পান রাখার জন্য । এই পানের বাটার উপরের দিকে একটি সুদৃশ্য ময়ূরের প্রতিমূর্তি রয়েছে । আর নিচের তাকে রয়েছে একটি সুদৃশ্য কাঠ ও হাতির দাঁতের তৈরী গয়নার বাক্স ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
সম্পূর্ণ স্বর্ণের তৈরী আর একটি পানের বাটা । পানের বাটার গায়ে রয়েছে অসাধারণ সব সুক্ষ কারুকার্য । আর ঢাকনায় রয়েছে ছয়টি পাখির মুখ খোদাই করা । মাঝখানে একটি সুদৃশ্য গম্বুজ । দারুন দেখতে ঢাকনাটি ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
সম্পূর্ণ স্বর্ণের তৈরী একটি যুদ্ধের ঢাল । অসম্ভব দামী এটি । অন্তত ৫ কিলো ওজনের সোনা রয়েছে ঢালটিতে । অসাধারণ নক্সাকাটা ফুল লতা পাতার ডিজাইন রয়েছে ঢালটির গায়ে ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
ব্রোঞ্জ নির্মিত এটি একটি প্রকান্ড ফুলদানি । উপরের দিকের মুখটা সরুর বদলে চ্যাটানো । এই চ্যাটানো জায়গাটিতে ফুলের ডালি রাখা হতো । ফুলদানিটির গায়ে অসাধারণ সব সুক্ষ কারুকার্য রয়েছে ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
সম্পূর্ণ হাতির দাঁতের তৈরী রাজা রানীর মূর্তি । অসাধারণ সব নক্সাকাটা রয়েছে মূর্তি দুটির গায়ে ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
ক্যামেরা পরিচিতি : OnePlus
ক্যামেরা মডেল : EB2101
ফোকাল লেংথ : ৫ মিমিঃ
দেখতে দেখতে 49 পর্ব চলে আসলাম।এই পর্বে সম্পূর্ণ স্বর্ণের তৈরী একটি পান রাখার পাত্র, বা যাকে পানের বাটা বলে।প্রাচীন যুগে, বিশেষ করে পূর্ব ভারতীয় নারীদের একমাত্র নেশার দ্রব্য ছিল পান পাতা,,, আপনার এপিসোড এর মাধ্যমে অনেক অজানা তথ্য জানতে পারি♥♥।শত ব্যস্ততার মধ্যেও আপনি ধারাবাহিকতা বজায় রেখেছেন এ জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিয় দাদা♥ ♥
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
india traditional traveling places world most beautiful place 😍 traveling lovars
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তাদের সময় পানের বাটা ও স্বর্ণ দিয়ে তৈরি করতো।কি আজব লাগছে,আমাদের কাছে।এই যগে তো তা প্রায়
অসম্ভব। তবে সুন্দর ছিলো। এপিসোড গুলো দেখছি আর ভালো লাগার পাশাপাশি জানতেও পারছি।ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কি অসাধারণ কারুকাজ , দেখেই অবাক লাগছে । একদম চোখধাঁধানো, স্বর্ণের তৈরি জিনিস তাই আকর্ষণটা বেশি কাজ করছে । তাছাড়াও হাতির দাঁতের রাজা রাণীটাও ভালো লেগেছে । শীঘ্রই আপনার ব্যস্ততা কমুক এই কামনাই করি । ভাই শুভেচ্ছা রইল ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যুদ্ধের ঢাল এর নকশা গুলো চমৎকার ভাবে করা হতো সেটা দেখে মুগ্ধ হলাম।নতুনত্বর সাথে পরিচিত হতে পেরে খুবই ভালো লাগছে। পরর্বতী পর্বের জন্য আশায় রইলাম দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা ব্যস্ত থেকেও আমাদের সময় দিচ্ছেন এটায় আমাদের জন্য অনেক ।শত ব্যস্ততার মাঝেও আপনি সব সময় আমাদের সাথে থাকেন ।
যাই হোক আজকের পোস্ট অসাধারণ হয়েছে ।আপনার পোস্টের মাধ্যমে প্রতিনিয়ত শতবছরের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে পারছি । সোনার দিয়ে বানানো পানের বাটা গুলো খুব ভালো লেগেছে । এছাড়া যুদ্ধে ব্যবহৃত ঢাল যা সোনা দিয়ে তৈরি এটি আমাকে অবাক করেছে ।
বরাবর এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা দেখতে দেখতে আজকে প্রায় ৪৯ পর্ব চলে আসলো। দাদা আপনার তোলা ফটোগ্রাফি গুলো দেখতে পেরে আমি খুবেই আনন্দিত। কারন দাদা আপনার পোস্টগুলো পড়ে আমি অনেক কিছু জ্ঞান অর্জন করতে পারছি এবং অনেক বিষয়ে আমার একটু ধারনা হয়েছে আমি মনে করি। দাদা আমার পক্ষ থেকে আপনার জন্য অনেক ভালোবাসা ও প্রাণঢালা শুভেচ্ছা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা বাড়িতে খুব মানুষ জন রেখে এতো ব্যস্ততার মধ্যেও আমাদেরকে এত সময় দিচ্ছেন এত সুন্দর সুন্দর পোস্ট উপহার দিচ্ছেন। সত্যি দাদা আপনার সাথে কারো কোনো তুলনা হয় না। দাদা Indian Museum ভ্রমণ দেখতে দেখতে পর্ব ৪৯ শেষ হয়েছে।দাদা যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি Indian Museum এর বিভিন্ন ধরনের ভাস্কর্যগুলো।
দাদা এই কারু কাজ দেখে আমি মুগ্ধ অসম্ভব সুন্দর। দাদা আপনার জন্য সব সময় মন থেকে অনেক দুআ করি। সৃষ্টিকর্তা আপনাকে সব সময় সুস্থ রাখুক ভালো ও হাসি খুশি রাখুন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দেখতে দেখতে 49 টি পর্ব হয়ে গেল আর মাত্র একটি পর্ব আসলে আমরা পঞ্চাশটি পর্ব দেখতে পাবো। প্রত্যেকটি পর্বত দেখতে কি যে ভালো লাগে বলে বোঝানোর মত না অনেক কিছুই জানতে ও শিখতে পারছি আমরা এখান থেকে। ধন্যবাদ দাদা আপনাকে এত কষ্ট করে প্রত্যেকটি পর্ব সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপন করার জন্য। ভবিষ্যতের সামনে আরো অনেক কিছু জানতে ও দেখতে চাই আপনার মাধ্যমে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাবতেই অবাক লাগছে,এতো দামি ঢাল 😯
৫ কেজি সোনা একসাথে এই প্রথম দেখলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা,আপনার হাজার ব্যস্ততার মাঝে আমাদের সময় দেয়া এবং আমাদের মাঝে সবসময় সুন্দর কিছু উপস্থাপন করা দেখলে মনটা ভালো হয়ে যায়। কারণ প্রতিনিয়ত নতুন নতুন কিছু জিনিস নিয়ে আপনি উপস্থিত হন,আর আমরাও অনেক নতুন কিছু জানতে পারি। অসংখ্য ধন্যবাদ আপনাকে দাদা,সবসময় আমাদের পাশে থাকার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
very nice
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সম্পূর্ণ স্বর্ণের তৈরি পানের বাটা কি চমৎকার দেখতে জিনিসটা 😍
আর হাতির দাঁতের তৈরি যেকোন জিনিস আমার বেশ ভালো লাগছে। যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি।
সত্যিই অসাধারণ শিল্প দেখলাম ♥️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যাইহোক আপনি ব্যস্ত থাকার পরেও সময় নিয়ে পোস্টটি করেছেন। আমরাও কিছু দারুন দারুন জিনিস দেখতে পেলাম। স্বর্ণের তৈরি পানের বাটা দিয়ে অসাধারণ লাগল দাদা। আসলে অনেক গুরুত্বপূর্ণ জিনিস দেখতে পাচ্ছি আপনার মাধ্যমে বেশ ভালো লাগছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দেখতে দেখতে আমরা অনেক পর্ব পার করে ফেলেছি।পানের বাটা দেখে আমি মুগ্ধ, কারণ পানের বাটাটি আমার খুবই পছন্দ হয়েছে।এছাড়া রানীর মূর্তিগুলো ও খুব সুন্দর।ভালো থাকবেন দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সম্পূর্ণ স্বর্ণ দিয়ে তৈরি পানের বাটা আমার কাছে খুব ভালো লেগেছে। অনেক মূল্যবান একটি পানের বাটা দেখলাম আজকে। দাদা আপনি আপনার ফটোগ্রাফির মাঝে অনেক গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সব জিনিসপত্রগুলো আমাদের মাঝে শেয়ার করছেন আমার কাছে অনেক ভালো লাগছে। আজকে আপনি যে ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন সেগুলো অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দেখতে দেখতে, আজকে ৪৯ পর্বে দেখছি।পাঁচ কিলো ওজনের সোনার ঢালটি দেখে ভাবছি, আর দেখছি। এসব স্বর্নযুগে কি ছিল,আর এখন কি যুগে আমরা আছি। সাথেই আছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
স্বর্ণের তৈরি ঢাল!!! শুনেই মাথা চক্কর দিচ্ছে। এমন একটি ঢাল নিয়ে কেউ যদি যুদ্ধে আসতো তাহলে বেচারার আর যুদ্ধ করতে হতো না। সবাই ওর ঢাল নেয়ার জন্য উঠে-পড়ে লাগতো। এমন সুদৃশ্য আর দামি দামি কিছু অ্যান্টিক দ্রব্য দেখার সুযোগ করে দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সবগুলো ছবি অসাধারণ এবং অনেক দামী দামী সব অ্যান্ট্রিক দ্রব্য। তবে হাতির দাঁতের তৈরি রাজা রানী এটা দেখতে অনেক বেশী আকর্ষনীয় লাগছে। আপনার মাধ্যমে আমরা অনেক নতুন নতুন অ্যান্টিক দ্রব্য দেখতে পেলাম এবং এর বিষয় সম্পর্কে জানতে পারছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকের পর্বে রাজস্থানী সুদৃশ্য ফ্লাওয়ার ভাস ছিল চোখে লাগার মত একদম। এত চমৎকার 👌। আর সব শেষে হাতির দাঁতের তৈরি রাজা রাণী মূর্তিটি এক কথায় মিষ্টি লেগেছে আমার দাদা। কি অসাধরন কারুকার্য ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
স্বর্ণের পানের বাটা দেখার সৌভাগ্য হলো দাদা আপনার মাধ্যমে। এখন অনেক মানুষই পান খাই এবং বাটা ব্যবহার করে রাখার জন্য। খুবই সুন্দর ছিল দাদা
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রাজস্থানী সুদৃশ্য ফ্লাওয়ার ভাস টি দেখতে খুবই সুন্দর। সম্পূর্ণ স্বর্ণের তৈরি পানের বাটা টিও দেখতে বেশ অদ্ভুত কিন্তু খুবই সুন্দর এর শিল্প কার্য করা রয়েছে। আজকের পর্বটি আমার কাছে খুবই ভালো লেগেছে দাদা। শুভকামনা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই সিরিজের যতগুলো ফটোগ্রাফি এখন পর্যন্ত দেখেছি তাদের মাঝে এই হাতির দাঁতের তৈরী কারুকাজের শিল্পকর্মগুলো বেশী আকর্ষনীয় লেগেছে আমার কাছে। কি নিখূঁতভাবে এগুলো তৈরী করেছে তারা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দেখতে দেখতে ৪৯ পর্ব ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো । দাদা আপনি খুবই সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করে দেখার সুযোগ করে দিয়েছেন। আসলেই প্রাচীন মেয়েরা অনেক সুখী ছিল। সেটা দেখে বোঝা যাচ্ছে, স্বর্ণ দিয়ে তৈরি সত্যি অবাক। তারপরে গয়নার বাক্স হাতির দাঁত ও কাঠ দিয়ে অপরূপ সৌন্দর্যময় কারুকার্য দেখেই ভাল লাগল। আমার খুবই ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit