আলোকচিত্র : "পোকা-মাকড় ও প্রকৃতি"

in hive-129948 •  3 years ago 

আজকে খুউব ছোট্ট একটি পোস্ট শেয়ার করছি এখানে । সময় করে উঠতে পারলাম না মোটে তাই । বহুদিন আগে মাঠ-ঘাট, ঝোপ-জঙ্গল খুঁজে বিভিন্ন পোকা-মাকড় ও প্রকৃতির বেশ কিছু আলোকচিত্র ধারণ করেছিলাম । অপটু হাতের তোলা সেসব আলোকচিত্র আপনাদের খুব একটা ভালো লাগবে না জানি, তবে প্রকৃতি ও কীটপতঙ্গের দুনিয়াকে যাঁরা ভালোবাসেন একটু হলেও তাঁদের কিছুটা ভালো লাগবে বলেই আমার দৃঢ় বিশ্বাস রয়েছে ।

আমার তোলা আলোকচিত্রের বেশিরভাগ হলো জলফড়িং, প্রজাপতি, মৌমাছি, মিলিপেড এসব । সাথে রয়েছে গাছপালা, ঝোপঝাড় এসবের আলোকচিত্র । প্রকৃতির মধ্যেই আমি যত শান্তি খুঁজে পাই এমনটা আর কোথাও পাই না । অথচ, গ্রামের অপরূপ প্রকৃতির সান্নিধ্য দীর্ঘক্ষণ পাওয়া আমার ভাগ্যে নেই । শহরের ইট-কাঠ-পাথরের বন্দীশালায় নিরুপায় হয়ে গুমরে মরি প্রতিনিয়ত । একটুখানি সুযোগ পেলেই তাই অমনি ছুট্টে যাই প্রকৃতির সান্নিধ্যে । কিছু আলোকচিত্র ধারণ করি তখন আমার বাকি দিনগুলোতে বেঁচে থাকার রসদ হিসাবে ।

তারই কিছু টুকরো টাকরা এখানে শেয়ার করা হলো আজকে । আশা করছি আপনাদের খুব একটা খারাপ লাগবে না । তো চলুন দেখে নেয়া যাক আলোকচিত্রগুলি ।


গোধূলি বেলার আবীররাঙা আকাশ

তারিখ : অক্টোবর ২০১৭
সময় : বিকাল
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


মধুকর মধু আহরণে ব্যস্ত

তারিখ : অক্টোবর ২০১৭
সময় : বিকাল
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


কচি পাটের পাতার নিচে ছোট্ট মাকড়শা সাদা জাল বুনেছে

তারিখ : অক্টোবর ২০১৭
সময় : বিকাল
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


হলুদ-কমলা রঙের উজ্জ্বল একটি ফুল থেকে মধু আহরণে ব্যস্ত একটি মৌমাছি

তারিখ : অক্টোবর ২০১৭
সময় : বিকাল
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


কি সুন্দর একটি জলফড়িং!

তারিখ : অক্টোবর ২০১৭
সময় : বিকাল
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


আপনারা দেখতে পাচ্ছেন ? পাতার সবুজ রঙের সাথে মিশে রয়েছে একটি শূককীট ।

তারিখ : অক্টোবর ২০১৭
সময় : বিকাল
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


এটি একটি পাতাভূক ছোট্ট লাল পিঁপড়ে

তারিখ : অক্টোবর ২০১৭
সময় : বিকাল
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


পাটগাছের গোড়ায় আরো একটি জলফড়িং

তারিখ : জুলাই ২০১৭
সময় : বিকাল
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


পাটগাছের আগায় নাম না জানা একটি পোকা

তারিখ : জুলাই ২০১৭
সময় : বিকাল
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


অজানা ব্যাঙের ছাতা

তারিখ : জুলাই ২০১৭
সময় : বিকাল
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


লাল রঙের একটি মিলিপেড

তারিখ : নভেম্বর ২০১৭
সময় : বিকাল
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


নাম না জানা আরও একটি পোকা, রাতের বেলায় তোলা

তারিখ : নভেম্বর ২০১৭
সময় : বিকাল
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


চষা ক্ষেতের আলে খেঁজুর গাছের চারা একটি

তারিখ : ডিসেম্বর ২০১৭
সময় : বিকাল
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


লাল রঙের একথোকা পোকা গাছের কাণ্ডে

তারিখ : ডিসেম্বর ২০১৭
সময় : বিকাল
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


গাছের পাতার উপরে কমলা রঙের উজ্জ্বল বর্ণা একটি পোকা

তারিখ : ডিসেম্বর ২০১৭
সময় : বিকাল
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


ক্যামেরা পরিচিতি : OnePlus
ক্যামেরা মডেল : EB2101
ফোকাল লেংথ : ৫ মিমিঃ


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Thanks for sharing these photo's. Great work.

জাস্ট অসাধারণ দাদা, আপনি খুবই চমৎকার ভাবে সুন্দর সুন্দর মনমুগ্ধকর কিছু প্রাকৃতিক ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন যে ফটোগ্রাফি গুলো দেখে সত্যিই আমি মুগ্ধ। আপনার এই ফটোগ্রাফি গুলোর মধ্যে ফড়িং-এর ফটোগ্রাফি টা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে।

প্রকৃতির মধ্যেই আমি যত শান্তি খুঁজে পাই এমনটা আর কোথাও পাই না

আপনার এই কথাটা সঙ্গে আমি পুরোপুরি একমত পোষণ করছি, আমিও একজন প্রকৃতিপ্রেমী প্রকৃতির মাঝে যতটা শান্তি খুঁজে পায় এমন শান্তি আর কোথাও খুঁজে পাইনা। মাঝে মাঝে বিকেল বেলা হারিয়ে যায় প্রকৃতির মাঝে। খুবই ভালো লাগে বিকেল সময়টাতে প্রকৃতির সাথে সময় কাটাতে।

দাদা আপনার ফটোগ্রাফি মানেই অসাধারণ কিছু। বেশ অনেকদিন পরে আপনার আবার কিছু ফটোগ্রাফি দেখলাম। আসলে প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। বিশেষ করে প্রথম ফটোগ্রাফি থেকে তো চোখ সরানো যাচ্ছিল না। মধুকরের মধু আহরণের ছবিটি খুব সুন্দর হয়েছে।
আপনার ছবির একটি পোকা নিয়ে ছোট বেলায়
একটি ধাঁধা খেলতাম।

আমার একটি ভাই
লাল জামা গায়
কাঠি দিয়ে খোঁচা দিলে
পয়সা হয়ে যায়।

বলতে পারবেন কোনটা?

কেন্নো নাকি ? একটু টাচ করলেই গোল চাকার মতো হয়ে যায় । কেন্নো মিলিপেড শ্রেণীর পোকা ।

আপনি পেরেছেন। ছোট বেলায় এটিকে দেখলেই কাঠি দিয়ে নাড়া দিতাম। খুব মজা লাগতো। এখনো পেলে নাড়া দেই বাচ্চাদের দেখানোর জন্য।

শহরের ইট-কাঠ-পাথরের বন্দীশালায় নিরুপায় হয়ে গুমরে মরি প্রতিনিয়ত । একটুখানি সুযোগ পেলেই তাই অমনি ছুট্টে যাই প্রকৃতির সান্নিধ্যে । কিছু আলোকচিত্র ধারণ করি তখন আমার বাকি দিনগুলোতে বেঁচে থাকার রসদ হিসাবে ।

দাদা আপনারা উপরের কথাটির সাথে একদম একমত আসলে গ্রামের এই ইট কাঠ পাথরের মধ্যে বন্দিশালায় থাকতে থাকতে একেবারে অতিষ্ঠ হয়ে পড়ি। তবে প্রকৃতির মাঝে যখন যাই তখন নিজেকে প্রকৃতির মাঝে হারিয়ে ফেলি সে যে কি আনন্দ উচ্ছাস বলে বোঝানোর ভাষা থাকেনা। দাদা আজকের বিভিন্ন প্রকার পোকার যে ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন সত্যি দাদা অসাধারণ ছিল ফটোগ্রাফি গুলো এতটা নিখুঁত হয়েছে এবং এটা যে খুবই সূক্ষ্ম হাতের কাজ দেখে বোঝা যায়। আমার কাছে প্রত্যেকটা ফটোগ্রাফি খুবই চমৎকার লেগেছে অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে।

আমার তোলা আলোকচিত্রের বেশিরভাগ হলো জলফড়িং, প্রজাপতি, মৌমাছি, মিলিপেড এসব । সাথে রয়েছে গাছপালা, ঝোপঝাড় এসবের আলোকচিত্র।

আপনি নানা ব্যস্ততার মধ্যে দিয়েও খুবই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে হাজির করলেন। সত্যিই আজকের পোস্টটি দেখে খুবই ভালো লাগলো। অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। বিশেষ করে মৌমাছি মধু সংগ্রহ করছে এবং হলুদ কমলা রং থেকে একটি মৌমাছি মধু সংগ্রহ করছে ও জলফড়িং ফটোগ্রাফি গুলো আমার খুবই ভালো লেগেছে। সকালবেলা ডিসকডে দেখতে পেলাম আপনি আপনার ব্যক্তিগত সমস্যা কাটিয়েছেন। সেটা জানতে পেরে খুবই ভালো লাগছে। আপনার সুস্থতা কামনা করছি।

দাদা আপনার সবগুলো ফটোগ্রাফি আসলে খুব ভালো লেগেছে। ঠিক বলেছেন যারা দুনিয়াকে খুব ভালোবাসে তাদের ছবিগুলো ভালো তো লাগবে। লাল মিলাপেড এর ছবি দেখে সত্যিই খুব ভয় লাগছে দাদা। ফুল এর উপর মৌমাছির ছবিটা খুব সুন্দর। জল ফরিং এর ছবি গুলো অনেক সুন্দর হয়েছে, আমরা এটিকে প্রজাপতি বলে থাকি। গোধূলি বিকেলের ফটো দেখে আনমনে হারিয়ে যাচছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Can you explain in Hindi

প্রকৃতির মধ্যেই আমি যত শান্তি খুঁজে পাই এমনটা আর কোথাও পাই না ।

সত্যিই তাই দাদা। প্রকৃতির মাঝে যে শান্তি রয়েছে তা আর কোথাও নেই। আপনি ভীষণ চমৎকার বেশ কিছু ছবি উপহার দিয়েছেন সত্যিই ভালো লাগছে। বিশেষ করে পোকার ছবিগুলো দারুন ছিল। প্রকৃতির মাঝে শান্তি খুঁজে পান এই কামনা করছি 💖

দাদা প্রথমে নমস্কার নেবেন।আপনার তোলা সব গুলো ফটোগ্রাফি দেখতে অনেক চমৎকার হয়েছে।আমি অনেক দিন পর আপনার ফটোগ্রাফি দেখলাম।আপনি দারুণ ভাবে ক্যাপচার করছেন আপনার পোকামাকড়ের ছবি গুলো।তবে সব ফটোগ্রাফি ভালোর মধ্যে আমার জলফড়িং ছবিটি বেশি ভালো লাগলো। অনেক ধন্যবাদ দাদা।

যখন ভীষণ ক্লান্ত লাগে আমিও ছুটে যাই প্রকৃতির মাঝে মুহূর্তেই মন ভালো হয়ে যায়। খুব সুন্দর ছবি শেয়ার করেছেন। জলফরিং আর ব্যাঙের ছাতা মনে করিয়ে দিলো আনন্দময় শৈশবকে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

দাদা আপনার মত আমারও এমন ক্ষুদ্র ক্ষুদ্র পোকা মাকর, কীট পতঙ্গ আর চোখের আড়ালে থাকা জিনিসগুলোর ছবি তুলতে খুব ভালোলাগে। তবে ছোট জিনিসের ছবি তোলার ক্ষেত্রে ক্যামেরা ফোকাস করতে বেশ ঝামেলা হয়। বেশিরভাগ ক্ষেত্রেই যেখানে ফোকাস করতে চাই সেটা বাদে অন্য জায়গায় ফোকাস হয়ে যায়। ফলে মূল সাবজেক্ট ব্লার হয়ে পড়ে। যাই হোক আপনার ছবিগুলো এককথায় অনবদ্য ছিল। জলফড়িংয়ের ছবিগুলো আমিও তোলার চেষ্টা করি মাঝে মাঝে। এ যেন চোখের আড়ালে থাকা অদেখা এক জগৎ। ছবিগুলো দেখে উৎসাহ পেলাম। ধন্যবাদ দাদা❤️❤️🙏

মিলিপেড দেখে বেশ গা শিরশির করে উঠছে, এগুলো দেখেই আমার জানি কেমন লাগে।

তবে দাদা জলফড়িং এর দৃশ্যগুলো বেশ দারুণ ছিলো, খুব সুন্দর ক্যাপচার করেছেন। এগুলোর দৃশ্য ক্যাপচার করা সত্যি বেশ কষ্টকর। পোষ্টটা দারুণ ছিলো কিন্তু দাদা, মোটেও একদম ছোট ছিলো না।

দাদা আপনার প্রতিটি ছবি আমার কাছে অসাধারণ লেগেছে। ফড়িং গুলোর ছবি অনেক বেশি সুন্দর হয়েছে। গ্রামীন পরিবেশের দৃশ্য গুলো দেখতে খুবই ভালো লাগে। লাল মিলিপেড পোকা গুলোকে আমরা ছোটবেলায় পয়সা বলতাম। অনেকদিন পর দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। শুভকামনা রইল আপনার জন্য, দাদা।

আসলেই তাই, প্রকৃতির মাঝেই প্রকৃত সুখ খুঁজে পাওয়া যায়। তবে দাদা এসব পোকামাকড়ের ছবি দেখে আমার ভালো লাগার চেয়ে বেশি ভয় ই লাগলো।

কি সুন্দর একটি জলফড়িং!
লাল রঙের একটি মিলিপেড
পাটগাছের গোড়ায় আরো একটি জলফড়িং
মধুকর মধু আহরণে ব্যস্ত
গোধূলি বেলার আবীররাঙা আকাশ

সবগুলো ছবিই সুন্দর, তবে সেখান থেকে বেশি সুন্দর ছবি বাছাই করা, খুবই কঠিন কাজ । তবে আমার কাছে উপরের এই কয়টা ছবি বেশি ভালো লেগেছে । তবে অধিকতর ভালো লেগেছে , সূর্যাস্তের ছবিটি । শুভেচ্ছা রইল ভাই।

খুব সম্ভবত মিলিপেড পোকাকে আমরা চেলা বলে থাকি। কি ভয়ংকর দেখাচ্ছে।আসলেই জল ফড়িং টা বেশ সুন্দর। ছোট বেলায় ফড়িং গুলো ধরতাম।তবে আমার কাছে মধু পোকা এবং মৌমাছির ছবিটা বেশ দারুন লাগছে,যেমন ফুলগুলো সুন্দর তেমনি পোকা গুলো।ভালো লেগেছে।ধন্যবাদ

Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Please consider to approve our witness 👇

Come and visit Italy Community

বাহ, সবগুলো ছবিই দুর্দান্ত ও সুস্পষ্ট যেন মনে হচ্ছে বাস্তবে দেখছি।আসলে কমবেশি সব পোকার সঙ্গে আমি পরিচিত।তবে মধু আহরণের পোকাগুলো দেখতে বেশ ভালো লেগেছে আমার কাছে।প্রতিটি কীট-পতঙ্গই আকর্ষণীয় ছিল।লাল রঙের মিলিপেডকে আমরা কেন্ন বলতাম গ্রাম্য ভাষায়।ধন্যবাদ দাদা।

দাদা প্রতিটা ফটোগ্রাফি খুব নিখুঁতভাবে আয়ত্ত করেছেন। আমি যদিও এই ধরনের পোকামাকড় দেখলে দূরে থাকি কেমন যেন গা শিউরে উঠে।

প্রতিটা ছবিই অসাধারণ হয়েছে, তবুও সবথেকে বেশি ভালো লেগেছে সূর্যাস্তের ছবিটি। একদম লাল রঙে রঙিন হয়ে আছে। ধন্যবাদ দাদা।

মধুকের মধু আহরণের দৃশ্যটা অসাধারণ পুরাই। আপনার হাতে জাদু আছে বলাই চলে। তবে দাদা এই ছবিটা

IMG_20220422_211425.jpg

ভালো লেগেছে। সুপারি গাছে এই পোকাগুলো দেখা যেত। "ছোটবেলায় ইস্কুল ছুটি গরম গরম লুটি " এসব বলে কতো আলাদা করেছি এই পোকাদের । তারপরও দেখি একসাথেই মিশে যায় কিছুক্ষণ পর 😇।

দাদা ভালোবাসার সংজ্ঞা যদি দিতে চাই তাহলে প্রথমেই বলব ভালোবাসার মানুষ যা করে তাই ভালো লাগে। যারা আপনাকে ভালোবাসে তারা এটা বলতে বাধ্য হবে যে আপনি যা করবেন তাই তাদের ভালো লাগবে। সুতরাং আশা করি আমার বাংলা ব্লগে যারা রয়েছে প্রতিটি মানুষের আপনার এই পোস্ট পছন্দ হবে। 2017 সাল ডিসেম্বর মাস কি সুন্দর ভাবে সবকিছু মনে রেখেছেন। লাল রংয়ের মিলিপেড দেখে আমার শরীর একটু নাড়া দিয়ে ওঠে ছিল যদিও। কারণ আমি এগুলো একটু ভয় পাই। প্রতিটি ছবিই অসাধারণ ছিল প্রিয় দাদা। আরেকটা কথা এই পোস্ট মোটেও ছোট ছিল না বরং আমি মনে করি আপনার জায়গায় অন্য কেউ হলে হেলায় খেলায় পোস্ট করতো কিন্তু সেখানে আপনার প্রতিটি পোস্ট কোয়ালিটি সম্পন্ন পোস্ট এর চাইতেও কোয়ালিটি সম্পন্ন পোস্ট হয়।

ছবি গুলো খুবি নিখুঁত হাতে তোলা। মিলিপেড আমাদের এখানে ওটাকে কেরা বলে। পাট গাছের আগায় যে পোকাটি দেখলাম দাদা ওটাকে এখানে ঘোড়া পোকা বলে।দাদা সব চাইতে মজার বিষয় খেজুর গাছের এই দৃশ্য টি বেশীর ভাগ ধান ক্ষেতের পাশেই দেখা যায়। থোকা ধরা পোকা গুলো আগে লিচু গাছের গায়ে দেখতে পেতাম এখন আর চোখে পড়ে না। কি সুন্দর মৌমাছি মধু সংগ্রহ করছে। ফড়িং এর ছবিটি তুললেন কিভাবে আমি ভাবছি। ওরা তো খুবি চঞ্চল। তবে যাই বলেন না কেন প্রতিটি ছবি দারুন ছিল।ভাল থাকবেন দাদা ।আর মন চাইলেই গ্রামে ছুটে যাবেন। শুভেচ্ছা রইল।

প্রকৃতির মধ্যেই আমি যত শান্তি খুঁজে পাই এমনটা আর কোথাও পাই না ।

কথাটি একদম ঠিক বলেছেন দাদা। প্রকৃতির মধ্যে আমরা যে আনন্দ খুঁজে পায় সেই আনন্দ আর কোথাও খুঁজে পাওয়া সম্ভব নয়। কারণ প্রকৃতির মধ্যে আলাদা আনন্দ, অনুভূতি এবং সৌন্দর্য লুকিয়ে আছে, যা আমাদের প্রত্যেকের মনকে আকর্ষিত করে।

দাদা আপনার মাধ্যমে অনেক সুন্দর সুন্দর পোকামাকড়ের এবং প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফির দেখতে পেলাম।আপনার তোলা প্রত্যেকটা ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে। বিশেষ করে আপনার তোলা জলফড়িংয়ের ফটোগ্রাফি আমার কাছে অসাধারণ লেগেছে।আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দাদা আমাদের মাঝে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য এবং কিছু পোকা মাকড়ের ছবি উপস্থাপন করার জন্য। আপনার জন্য রইল অনেক অনেক ভালোবাসা।💝

একটুখানি সুযোগ পেলেই তাই অমনি ছুট্টে যাই প্রকৃতির সান্নিধ্যে ।

শহরে ইট পাথরের বিল্ডিং থাকলেও প্রকৃতির অপরূপ সৌন্দর্য্যের দেখা পাওয়া যায় না। আপনার ফটোগ্রাফির ছবিগুলো দেখে সত্যি দাদা মন ভরে গেলো।

লাল রঙের একথোকা পোকা গাছের কাণ্ডে

এই পোকাগুলোর সাথে অনেক পরিচিত আমি। আগে এগুলোতে হালকা ছোঁয়া দিয়ে বলতাম স্কুল ছুটি। অনেক পুরোনো দিনের স্মৃতি মনে পড়ে গেলো। বিশেষ করে পোকাগুলো সুপারি গাছে বেশি পাওয়া যায়। ধন্যবাদ দাদা অসাধারণ ফটোগ্রাফিগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

দাদা আপনি অনেকদিন পর ফটোগ্রাফি নিয়ে আমাদের মাঝে হাজির হলেন। একগাদা পোকামাকড়ের খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন। আমার কাছে আপনার করা মিলিপেড এর ফটোগ্রাফি দেখে ভয় পেয়ে গিয়েছি কারণ এটা দেখে ছোটবেলায় অনেক ভয় পেতাম। আপনার ফটোগ্রাফির মাধ্যমে খুব কাছ থেকে দেখে সেই অনুভূতি আঁচ করতে পেরেছি দাদা।

দাদা আমারও মন খারাপ হলে প্রকৃতির মুখোমুখি হয়ে মনটাকে শান্ত করার চেষ্টা করি। আসলে প্রকৃতি থেকে আমরা যে প্রশান্তি পাই তা আর কোনো কিছুতে সহজে পাওয়া যায় না।আপনার প্রতিটি আলোকচিত্র আমার কাছে অসাধারণ লেগেছে।বিশেষ করেগোধূলি বেলার আবীররাঙা আকাশ,,,লাল রঙের একথোকা পোকা গাছের কাণ্ডে দেখে মনে হচ্ছে তারা গ্রুপ মিটিং করছে।কি সুন্দর একটি জলফড়িং!আলোকচিত্র আপনার নিপুণ হাতে করেছেন,, যযা সত্যিই আমাকে অনেক বেশি অভিভূত করেছে।এত চমৎকার চমৎকার আলোকচিত্র আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং প্রত্যাশা রাখছি আগামীতে আরো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনার কাছ থেকে দেখার সুযোগ পাব।♥♥

So nice to see some good picture everyday from you

অনেকদিন আগে জঙ্গলে ঘুরে বেরিয়ে আপনি কীটপতঙ্গের যেসকল আলোক চিত্র ধারণ করেছেন সেগুলো সত্যিই মনমুগ্ধকর। এছাড়া প্রকৃতিপ্রেমী এবং কীটপতঙ্গ যারা ভালবাসে তাদের কাছে এই ছবিগুলো ভালো লাগবে এ কথাটি ঠিকই বলেছেন। মৌমাছি, জলফড়িং সব মিলিয়ে অসাধারণ একটি আলোকচিত্র আমাদেরকে উপহার দিয়েছেন। শুভকামনা রইল আপনার জন্য।

Amazing

প্রথমত আপনার দেয়ার পোষ্ট এর হেডলাইনের জন্য আপনাকে ধন্যবাদ জানাই।
প্রকৃতির মধ্যে উদ্ভিদ বা গাছপালা পোকামাকড় ছাড়া প্রাণহীন।আর ফুলের মাছে মৌমাছি মধু সংগ্রহ করার দৃশ্যবলীর চিএ কার না ভালো লাগে দেখতে।আপনি আপনার ফটোগ্রাফির মাধ্যমে তা আমাদের মাঝে যথাযথভাবে ও সুন্দর পরিচয়ের মাধ্যমে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

সত্যি দাদা প্রকৃতির মাঝে যে শান্তি পাওয়া যায় তা আর কোথাও পাওয়া যায় না। প্রকৃতির মাঝ থেকে আপনি খুবই সুন্দর সুন্দর সব আলোকচিত্র আমাদের মাঝে শেয়ার করেছেন। বিশেষ করে মিলিপেড দেখে গা টা কেমন যেনো শিউরে উঠলো। মিলিপেড দেখলে আমার কেমন যেন একটা লাগে। তবে গোধূলিবেলার আবিররাঙ্গা আকাশ, ফুল থেকে মধু সংগ্রহ করা মৌমাছি এবং জল ফড়িংয়ের ফটোগ্রাফির গুলা আমার কাছে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ দাদা আপনাকে প্রকৃতির সান্নিধ্য থেকে এই সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



একটি নিপুন ফটোগ্রাফি।আকর্ষণের কোন কমতি নাই।