Copyright Free Image Source : PixaBay
স্টিমিটে আমরা আমাদের ওরিজিনাল কনটেন্ট - যেমন বিভিন্ন বিষয়ের উপরে প্রবন্ধ লেখা, গল্প, কবিতা, ফোটোগ্রাফি, রেসিপি, ট্রাভেল স্টোরি, আর্ট এবং প্রাত্যহিক লাইফস্টাইল নিয়ে শেয়ার করে আর্ন করে থাকি । এই আর্নিংয়ের জন্য আমাদের পকেট থেকে কোনো ধরণের ইনভেস্ট করা লাগে না । পুরোপুরি ফ্রী ইনকাম ।
স্টিমিট হলো ইন্টারনেট জগতের সর্বপ্রথম ব্লকচেইন বেসড ডিসেন্ট্রালাইজড ব্লগিং প্ল্যাটফর্ম । শুধু মাত্র ভালো ব্লগ লিখে এখন থেকে আপনারা ফ্রী ইনকাম করে থাকেন । এই টাকাটা আসে কোথা থেকে ? স্টিমিটের রেওয়ার্ডস পুল থেকে । এটা একটা সম্প্রসারিত ফান্ড যার বাৎসরিক inflation rate তিনের সামান্য উপরে । অর্থাৎ, রিয়ার্ডস পুলের inflation rate এই মুহূর্তে মাত্র ৩% । শুরুতে এটা ৯.৫% ছিল । প্রত্যেক বছরে এই inflation rate কমে প্রায় ১০% করে অর্থাৎ ০.৯৫% করে কমে ।
অর্থাৎ, আমাদের এই সাধের রিয়ার্ডস পুলটি কিন্তু expandable, কিন্তু প্রত্যেক বছরে এর inflation rate কমে যাচ্ছে । যখন এটি ০.৯৫% এ নেমে যাবে তখন এই রেটটিকেই ফিক্সড করা হবে । ২০৩৬ সাল নাগাদ inflation রেট কমে ০.৯৫% এ ফিক্সড হবে । তাহলে দেখা যাচ্ছে দিন দিন রিয়ার্ডস পুলে স্টিম সাপ্লাই কমে যাচ্ছে ।
এখন, যদি বিশেষ একটি গ্রূপ এবিউজ করা শুরু করে তবে এই রেওয়ার্ডস পুলের ওপর আরো বেশি চাপ পড়বে । ফলশ্রুতিতে, ভালো ব্লগাররা কম ইনকাম করবে । স্টিমিট জনপ্রিয়তা হারাবে । তাই আমাদের সকল ইউজারের দায়িত্ব এই abuse এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ।
সব চাইতে ভয় হলো কপি-পেস্ট এবং মাইক্রো পোস্ট দাতাদের নিয়ে । এরা স্প্যামিং করে বেশি । এবং স্টিমিটের রিয়ার্ডস পুলের একটা বড় অংশ এখনো এই স্প্যামারদের একাউন্টে ঢুকছে । আর আমরা গুড কোয়ালিটি পোস্টাররা বঞ্চিত হচ্ছি । এরপর আছে প্ল্যাগিরিজম যারা করে তারা । অন্যের ওরিজিনাল কনটেন্ট থেকে চুরি করে সামান্য রদবদল করে শেয়ার করে স্টিমিট প্ল্যাটফর্মে এবং নিজের অরিজিন্যাল কনটেন্ট বলে দাবী করে থাকে । এরাও সম্পূর্ণ অনৈতিকভাবে রিয়ার্ডস পুল থেকে একরকম বলা চলে স্টিম চুরি করছে ।
সর্বশেষে কথা বলবো পোস্ট রিপিটারদের নিয়ে । এরা অদ্ভুত চরিত্রের লোক । নিজের করা পোস্ট যেগুলি থেকে ইতিমধ্যে ইনকাম করেছে সেগুলিই ঘুরিয়ে ফিরিয়ে স্টিমিটের একাধিক বিভিন্ন কমিউনিটিতে শেয়ার করে রিয়ার্ডস পুলকে লুঠ করছে ।
আর আছে ফেক প্রোফাইলধারীরা । স্টিমিট প্ল্যাটফর্ম যেহেতু ডিসেন্ট্রালাইজড সেহেতু এখানে anonymously যে কেউ একাউন্ট খুলে পোস্ট লিখতে পারে । আর এই সুযোগটাকে বেছে নিয়েছে এক শ্রেণীর প্রবঞ্চকরা । তারা একের অধিক স্টিমিট একাউন্ট খুলে রিয়ার্ডস পুলকে লুঠ করছে ।
আমি আশ্চর্য হয়ে যাই যে স্টিমিটে খুব কম কমিউনিটি আছে যারা এটা নিয়ে ভাবে এবং অধিকাংশ কমিউনিটিতে abuse চেক করা হয়ই না । আগে দু'একটি ইনিশিয়েটিভ দেখেছিলাম abuser দের বিরুদ্ধে সরব হতে ও লড়াই করতে । কিন্তু, দুঃখের বিষয় এখন "আমার বাংলা ব্লগ", "Beauty of Creativity", "Tron Fan Club" এবং টপ লেভেলের ৩-৪ টি কমিউনিটি ভিন্ন আর কোনো কমিউনিটিতে plagiarism এবং abuse চেক করা হয় না ।
তাই আমি আপনাদের কাছে একটি প্রস্তাব রাখছি । আপনার আইডিয়া দিন । কী করা যায় ?
একটি ননপ্রফিটেবল ইনিশিয়েটিভ এর আইডিয়া চাই যার মাধ্যমে abuse এর বিরুদ্ধে জনমত তৈরী এবং জেনারেল ইউজারদের এ সম্পর্কে সতর্কীকরণ করা যায় । অপেক্ষায় রইলাম । আপনাদের মতামতের আশায় ।
হিন্টস : লড়াইয়ের জন্য আমাদের নিজেদের সব মিলিয়ে $২০০ ডলারের এক একটি ডাউন ভোট রয়েছে । তবে, আমি ব্যক্তিগতভাবে ডাউনভোট দেয়ার বিপক্ষে সব সময় । যেখানে, বুঝিয়ে বা সতর্ক করে কাজ হবে সেখানে খামোকা ডাউনভোট দেওয়া হবে না । কিন্তু, বার বার এলার্ট করা হলেও সেম কাজ করলে নিরুপায় হয়ে দিতেই হবে - ডাউনভোট, সকল পেন্ডিং রিওয়ার্ডস জিরো করে ।
ধন্যবাদ :)
abuse দিন দিন বৃদ্ধি পাচ্ছে এখনি এই বিষয়ে পদক্ষেপ না নিলে ভবিষ্যতে আমাদেরই এর খেসারত দিতে হবে। দাদা, আপনার এই বিষয়ে চিন্তাভাবনা দেখে ভালো লাগলো। আসলে আমাদের সবাইকে এই abuse এর বিষয়য়ে সতর্ক হতে হবে। এ জন্য আমি সুমন ভাইয়ের মন্তব্যকে সমর্থন করছি। আশা করি ভালো একটা টিম ওয়ার্ক এর মাধ্যমে এই abuse রোধ করা সম্ভব হবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুব সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন দাদা। এই প্লার্টফর্মকে রক্ষা করতে হলে আমাদের নিজেদেরকে রুখে দাড়াতে হবে এইসব এবিউজারদের বিরুদ্ধে। এর জন্য আমি মনে করি, একটা একাউন্ট ক্রিয়েট করা দরকার।
যেখানেই আমরা এবিউজ দেখবো, আমরা সেই একাউন্টকে মেনশন করে দিয়ে তাকে ওয়ার্নিং দিবো। এবং তার একাউন্ট টা ব্লাকলিষ্ট তালিকায় রাখবো। প্রতি ১৫-২০ দিন পর পর সেই সব আইডি আরেকবার চেক দিবো।
এইভাবে আমরা সবাই সম্মিলিত ভাবে এবিউজ থেকে স্টিমিটকে রক্ষা করতে পারি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বিভিন্ন কমিউনিটি থেকে অন্তত টপ থার্টি থেকে একজন করে মডারেটর নিয়ে একটি টিম করা যায় যেই টিম শিয়াল পন্ডিতের পাঠশালার মত কোন একটি স্কুল পরিচালনা করবে যেখানে শুধুমাত্র এই এভিউজ এর ব্যাপারটা প্রতিনিয়ত শেখানো হবে। এবং এটাও সবাইকে শেখানো হবে যে, যদি আমরা প্লাটফর্মে কোয়ালিটি কনটেন্ট তৈরি করতে থাকি তাহলে কিভাবে করে প্লাটফর্মে ভ্যালু অ্যাড করবে যা দীর্ঘমেয়াদে আমাদের সবার জন্য অনেক ভালো হবে।
সব কমিউনিটি থেকে এই কাজে মডারেটর দিতে হবে এবং এটাকে একটি নন প্রফিতাবল কাজ হিসেবে সবাই এগিয়ে আসতে হবে। এই টিমের প্রত্যেককে অন্য টিমের এভিউজ চেক করার জন্য একটা সুযোগ দেয়া হবে এবং যদি তা খুঁজে পায় তাহলে সেটা ওই সংশ্লিষ্ট কমিউনিটির পক্ষ থেকে পুরস্কৃত করার ব্যবস্থা রাখতে হবে।
যখন অন্য কমিউনিটিতে গিয়ে এভিউজ ধরতে পারলে পুরস্কার দেয়া হবে তখন সবাই এই কাজের প্রতি আগ্রহী হবে। পাশাপাশি যেহেতু স্কুল চলমান থাকবে তাই একটি সচেতনতামূলক কাজ প্রতিনিয়ত চলতেই থাকবে।
যে সকল কমিউনিটি এভিউজ মুক্ত থেকে ভালোভাবে কাজ করতে চায় তারা সবাই একত্রিত হয়ে একটি চুক্তিবদ্ধ প্লাটফর্মে এসে এভিউজ এর বিরুদ্ধে সমন্বিতভাবে এভাবে কাজ করতে পারে। আর সেটার উদ্যোক্তা আপনি নিজে হতে পারেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কোন প্রকার abuse কে ছাড় দেওয়া হবে না । যারা এই প্ল্যাটফর্মকে অপব্যবহার করছে ,তাদেরকে একদম বহিঃপ্রকাশ করার করজোড় অনুরোধ রইল। আমি মনেকরি এইটা সময় উপযোগী সিদ্ধান্ত।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমাদের অবশ্যই লড়াই করতে হবে। অনেক ভালো কন্টেন্ট রাইটার এবিউজ ইউজারদের কারনে হারিয়ে যাচ্ছে,কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে। তারা যখন দেখছে তাদের থেকে অনেক কম কোয়ালিটি সম্পন্ন পোস্ট করে কেউ ভালো রিওয়ার্ড পাচ্ছে তখন তারা কাজের প্রতি আর আন্তরিকতা দেখায় না।তারাও ভাবে যে যেকোনো ভাবেই পোস্ট করলেই যখন ইনকাম করা যায় তাইলে এতো কষ্ট করে কেন পোস্ট করব। আশার ব্যাপার হলো দাদা সব কিছুই বোঝেন, সবার কথায় ভাবেন। আমাদের কমিউনিটি অনেক পরিছন্ন। কিন্তু আফসোস অন্য কমিউনিটি গুলোর অবস্থা দেখে। সেই ক্ষেত্রে আমাদের কমিউনিটির যে ইউজার অন্য কমিউনিটিতে এবিউজ করছে বা কপি পেস্ট বা মাইক্রো পোস্ট করছে তাদের কোনো রুপ দয়া দেখানো উচিত না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি ব্যক্তিগতভাবে এই ধরনের উদ্যোগকে সমর্থন জানাই কারন ভালো পরিবেশ তৈরীর জন্য লড়াইটা আবশ্যক। আর যেখানে ইনকার রয়েছে সেখানে মুখোশের আড়ালে ভিন্ন কিছুর প্রচেষ্টা থাকবে, সেটাই স্বাভাবিক। তবে আমরা যদি ভালো কমিউনিটি গুলোর সমন্বয়ে একটা টীম তৈরী করতে পারি এবং সঠিক সমন্বয়ের মাধ্যমে টীম ওয়ার্ক করতে পারি, তাহলে হয়তো খুব সহজে আমরা বিজয়ী অবস্থানে আসতে পারবো।
এটা সবচেয়ে আনন্দের বিষয় যে, আমাদের কাছে ভালো অংকের একটা পাওয়ার মানে ভোট রয়েছে লড়াই করার। হ্যা, আমিও ব্যক্তিগতভাবে ডাউনভোটের সমর্থন করি না, তবে সুযোগ পাওয়ার পরও যারা নিজেদের সংশোধন করতে আগ্রহী না তাদের ব্যাপারে কোন সমাঝোতা করতে রাজি নই আমি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এটা আসলে দুঃখের একটি বিষয় এত ভালো একটি প্ল্যাটফরম কে কিছু জনগোষ্ঠীর মিলে নস্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। অনেকেই একাধিক অ্যাকাউন্ট খুলে মাইক্রো পোস্ট, স্পামিং ইত্যাদি করে যাচ্ছে। আসলে এখান থেকেই আমাদের এই প্ল্যাটফর্মের পরিবেশ নষ্ট হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এইসব আইডির বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে তাহলেই প্ল্যাটফর্মকে সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব।
আমি আপনার সাথে একমত দাদা, কোন আইডিকে সরাসরি ডাউনলোড প্রদান করার পক্ষে আমি নই। তবে তাকে বারবার ওয়ার্নিং দেওয়ার পরও যদি সে একইভাবে কাজ চালিয়ে যায় সে ক্ষেত্রে আমরা ডাউনলোড দিতে পারি।
তবে এই উদ্যোগটি পরিচালনার জন্য একটি দক্ষ টিমের প্রয়োজন হবে। যেই টিম বিভিন্ন কমিউনিটি এবং বিভিন্ন পোস্ট চেক করে তাদেরকে ওয়ার্নিং দিবে এবং পরবর্তীতে একটি পরিসংখ্যান তুলে ধরবে। আপনি যে পরিসংখ্যান তুলে ধরেছেন সেটি সত্যিই ভয়াবহ। এভাবে যদি চলতে থাকে তাহলে এই সুন্দর একটি প্ল্যাটফর্ম খুব সহজেই নষ্ট হয়ে যেতে পারে।
আমি যখন এই সিস্টেমের প্লাটফর্মে জয়েন করি তখন দু-তিনটা এরকম প্রজেক্ট ছিল যারা অ্যাবিউজ এবং স্পামিং এর বিরুদ্ধে কাজ করতো। কিন্তু দুঃখের বিষয় সেগুলো আর এখন সচল নেই। আমরা এমন একটি প্রজেক্ট চালু করতে পারি, যা পরিচালিত হবে একটি দক্ষ টিম দারা। সেই দক্ষ টিমটি একটি নিয়মের মধ্যে থাকবে এবং নিয়মের মধ্যে থেকেই তারা কাজ করবে।।
এত বড় একটি উদ্যোগ শুধুমাত্র কিছু মেম্বার বা টিম দিয়ে মেকআপ করা সম্ভব হবে না। সে ক্ষেতে আমি মনে করি আমাদের কমিউনিটির যত জন মেম্বার রয়েছে তারা যদি এরকম মাইক্রো পোস্ট স্পামিং জাতীয় কোন পোস্ট দেখে তাহলে যেন সেই টিমের সাথে যোগাযোগ করে।
সর্বশেষে আমি এটা মনে করি দাদা, যদি এখন থেকে কোন অ্যাকশন নেওয়া নেওয়া না হয় তাহলে স্টিমিট এত সুন্দর প্ল্যাটফর্ম হিসেবে হয়তো ভবিষ্যতে টিকে থাকতে পারবে না। এই ছিল আমার সংক্ষিপ্ত মন্তব্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি পোষ্ট আজকে আমাদের সাথে শেয়ার করলেন। আসলে আমাদের প্রত্যেকেরই উচিত অ্যাবিউজ, কপিরাইট এই ধরনের জঘন্যতম অন্যায় থেকে বিরত থাকা।নিরাপদ এবং স্বচ্ছভাবে কাজ করার ইচ্ছা শক্তি থাকতে হবে। আসলে যেখানে ইনকাম আছে সেখানেই মুখোশধারী মানুষ আছে যারা অন্যায়কে কাজে লাগিয়ে ইনকাম করতে চায়। তবে আমাদের একটি পাওয়ার হয়েছে যার মাধ্যমে আমরা অন্যায়কে প্রশ্রয় দেবো না। তাই অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য পাওয়া খুবি গুরুত্বপূর্ণ। তাই আমি মনে করি আমাদের প্রত্যেকেরই সৎ ভাবে কাজ করতে হবে এবং এই অন্যায়কারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নিঃসন্দেহে একটা ভাল উদ্যোগ নিয়েছেন দাদা। আমার কাছে অনেক ভালো লেগেছে। কারন আমি এমন কমিউনিটি দেখেছি যেখানে তিন থেকে চার লাইন লিখে অনেক ভোট পেয়েছে। আসলে তারা স্টিমিট প্ল্যাটফর্মটাকে নষ্ট করার পায়চারি করছে শুধুমাত্র তাদের রিভার্স পাওয়ার জন্য। কারণ তারা নিয়মিত মাইক্রো পোস্ট করে রেওয়ার্ড পাইতাছে।যেহেতু আমাদের পাওয়ার আছে আমি মনে করি যে প্রথমে একবার সাবধান করে দিয়ে তারপর আমাদের তাদের বিরুদ্ধে লড়তে হবে। ধন্যবাদ দাদা আপনাকে এরকম একটি সুন্দর উদ্যোগ গ্রহণ করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন দাদা আমাদের সবাইকে abuse এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। চমৎকার উদ্যোগ নিয়েছেন। স্টীমিট প্লাটফর্মে কাজ করে যে ভালোবাসা পেয়েছি কোথাও এটা পাইনি। আর নিত্য নতুন কিছু শিখতেছি। আমার স্টীমিট প্লাটফর্মে কাজ করতে ভিশন ভালো লাগে। abuse এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে তা না হলে দিনে দিনে বেরে যাবে।
দাদা আপনি যেটা সিদ্ধান্ত নিবেন সেটাই আমরা সবাই আপনার পাশে আছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুবই ভাল একটি সিদ্ধান্ত হাতে নিয়েছেন দাদা। কারণ আমরা এখন এত বেশি পরিমাণে এভিউজ দেখতে পাচ্ছি যা আসলে আমাদের কাম্য নয়। এই জিনিসটিকে বন্ধ করার জন্য আমাদের সকলকে একত্রিত হয়ে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আপনার যেকোন সিদ্ধান্ত পিছনে আমরা রয়েছি দাদা। আপনার সিদ্ধান্তকে আমরা সবসময় সমর্থন করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই সেই সাথে আপনার সুন্দর উদ্যোগ কে ব্যক্তিগতভাবে সমর্থন জানাই।
যেই প্লাটফর্ম থেকে আমাদের রুটি রুজির ব্যবস্থা হয়ে থাকে, সেই প্ল্যাটফর্ম কে সুবিন্যাস্ত শৃংখলাবদ্ধ পরিবেশ সৃষ্টি করে তোলার দায়িত্ব আমাদের। কোন প্রকার অ্যাবিউজ কে ছাড় দেওয়া হবে না বলে আমি মনে করি, কপি পোস্ট, মাইক্রো পোস্ট ,প্লাগারিজম এইগুলো কোনভাবে ছাড় দেওয়া হবে না।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি এগুলো দেখভাল করার জন্য কমিউনিটি গুলোর সমন্বয়ে একটি টিম গঠন করা, যেখানে সকল প্রকার কুকর্ম , অ্যাবিউজ দের হাতেনাতে ধরা সম্ভবপর হবে।
আমি ব্যক্তিগতভাবে আরেকটি বিষয় নোটিশ করতে চাই আপনাকে, কপি পোস্ট, মাইক্রো পোস্ট, প্লাগিয়ারিস্ম, স্পামিং, এ ধরনের অ্যাবিউজ গুলো বেশি বেশি করে থাকে একের অধিক একাউন্ট চালনাকারী ব্যক্তি বর্গ বলে আমি মনে করি।
আমরা যারা একটা অ্যাকাউন্ট সুন্দর ও সুশৃঙ্খল ভাবে পরিবেশবান্ধব করে চালনা করতে পারি, যারা দুইটা একাউন্ট ক্যারি করে থাকে তারা অবশ্যই আমাদের মত করে চলতে পারে না তাই তারা অতি অর্থ লাভের আশায় খারাপ পথ টা বেছে নিতে বাধ্য হয়, এমনকি আমি মনে করি অনেক অসাধু ইউজাররা দুইটা কমিউনিটি মেইনটেইন করার লক্ষ্যে খারাপ পথ বেছে নেয়।
ধন্যবাদ দাদা আপনাকে, ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আপনার এই উদ্যোগকে সাধুবাদ জানাই। আমরা যারা স্টিমিট প্ল্যাটফর্মকে ভালবাসি তারা যদি নিজের দক্ষতায় কাজ করি তাহলে আরো বেশি উন্নতি হবে। আমরা যদি এই জনপ্রিয় প্ল্যাটফর্মকে আরো বেশি জনপ্রিয় করতে চাই তাহলে এই প্লাটফর্মে যারা স্পামিং ও অ্যাবিউজ এর মত অপরাধমূলক কাজ করছে তাদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনা উচিত। এর ফলে এই প্লাটফর্ম আরো বেশি সফলতা অর্জন করবে এবং সকলেই সচেতন হবে। সকলের সচেতনতাই এই প্লাটফর্মকে এগিয়ে নিয়ে যেতে পারে। অনেক গুরুত্বপূর্ণ এই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য শুভকামনা ও
ভালোবাসা রইলো দাদা।💖💖
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা যে বিষয়টি লিখেছেন সেটি খুবি যুক্তিযুক্ত একটি বিষয় । কিছু মানুষ সব সময় কম পরিশ্রম কিন্তু বেশী ইনকাম এই পন্থা অবলম্বন করে চলছে প্রতিটি জায়গায়। তারা শুধুই সর্টকাট খোজে। নিজেকে প্রকাশিত করতে কিংবা নূন্যতম সময় দিতে চায় না কিংবা এখাধিক একাউন্ট ব্যবহার করে । এই ধরনের plagiarism এবং abuse বন্ধ হওয়া উচিত । inflation rate এর যে বিষয় টি লিখেছেন তাতে স্টিমিট সাপ্লাই যদি কমে যায় তবে ভাল ব্লগাররা ক্ষতির সম্মুখীন হবে এটাই স্বাভাবিক।আপনার বক্তব্য যুক্তসঙ্গত এবং আমি একমত পোষন করছি।আর আইডিয়া ব্যাপারে আমি আপনার হিন্টস্ টিকে যুক্তি যুক্ত মনে করছি।ধন্যবাদ দাদা । ভাল থাকবেন । শুভেচ্ছা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কপিরাইট এর ফলে পরীক্ষিত ব্লগার রা বঞ্চিত হচ্ছে। এদের বিরুদ্ধে কঠোরভাবে রুখে দাঁড়ানো দরকার। দাদা আপনি যে উদ্যোগ গ্রহণ করেছেন আমি তাতে সাধুবাদ জানাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমত আমাদের Abuse watcher চ্যানেলটি চালু করতে হবে। তারপর যেসব কমিউনিটির ইউসারসহ সবাই কপি পেস্ট, মাইক্রো পোস্ট করবে তাদের বেছে বেছে কয়েকদিণ ডাউনভোট দিয়ে দিতেবে আর সেইসব আইডি abuse watcher এর মাধ্যমে প্রকাশ করতে হবে। তারপর সতর্ক না হলে তাদের ব্ল্যাক লিস্টে ফেলে দিতে হবে। আর যারা একাধিক আইডি চালিয়ে যাছে তাদের সব আইডিগুলোর রেপুটেশণ স্কোর শূণ্য করে দেওয়াই ভাল হবে আর এই সববিষয় abuse watcher এর মাধ্যমে করা মনে হয় ভাল হবে। আর এই সমস্ত বিষয়গুলোর জন্য আলাদা কয়েকজনের একটা টিম তৈরি করতে হবে যারা এই কাজে নিযুক্ত থাকবে। এটা আমার মতামত।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার কাছে মনে হয় হাফিজ ভাইয়ের কথার সাথে একমত। এখানে যদি কিছু কপিরাইট চেকার রাখা হয় যারা প্রতিনিয়ত সকল কমিউনিটি এবং স্পামিং পোস্ট চোখের সামনে পাবে তা আপনার কাছে রিপোর্ট করবে এবং প্রথমে যদি না শুনে তারপর অ্যাকশন নেওয়া হবে।সত্যি বলতে আসলে স্পামিং ম্যাক্রো পোষ্টের কারনে অনেক ভাল ভাল ব্লগার নিজের মূল্যয়ান পাচ্ছে না এটাই বাস্তব।আমার বাংলা ব্লগের মত যদি প্রতিটা কমিউনিটি হতো তাহলে কতই না সুন্দর হতো। আরো আমাদের দুইটা কমিউনিটি আছে একদম সূক্ষ্ম নির্ভেজাল আর বাইরের কমিউনিটিতে নিজেদের মধ্যেই সাপোর্ট এবিউইজ করে এটা খুবই দুঃখজনক😒আপনার সিদ্ধান্তকে সম্মান জানাই আশা করি আপনি যা সিদ্ধান্ত নেবেন তাই হবে। কিছু টিমের লোক রাখা হোক যারা সবকিছু দেখভাল করবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রতিটা ভালো কাজের সাথে খারাপ কাজ থাকবেই,আমরা এখানে সবাই মোটামুটি কম বেশী আর্ন করে থাকি । কিছু মুখোশধারী আছে যাদের কারণে আমাদের সবার সমস্যা হবে এটা আমরা চাইনা। আমরা এই ব্লকচেইনকে অনেকেই প্রফেশন ভাবে নিয়েছি।তাই যারা এবিউজ করে তাদের চিহ্নিত করে একদম ব্লক করা দরকার।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমত দাদা আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি উদ্দেগ্য নিয়ে চিন্তা করার জন্য।
আমি মনে করি এবিউজ এর জন্য একটি নতুন একাউন্ট ক্রিয়েট করে সেখান থেকে এই এবিউজদের সর্তকবার্তা দেওয়া , এর পর সেই সর্তকবার্তা পরেও যদি বন্ধ না হয় তাহলে তাকে ডাউন ভোট দিয়ে তার আইডি ব্লাকলিস্ট করা। কারন সেই সব আইডি এই প্ল্যাটফর্মে অপব্যবহার জন্য আমরা কেউ চাইনা আমাদের ক্ষতি হোক, কেনো না আমরা এখান থেকে কিছু উপার্জন করতে পারছি। আর অর্থ উপার্জন করা কতটা কষ্টে হয় , যে সারা দিন পরিশ্রম করে সেই জানে। তাই আমিও এই লড়াইয়ে সমর্থন জানাই ।আপনি একটি সিদ্ধান্ত গ্রহন করুন , যেটি আপনি ভালো মনে কবেন। ধন্যবাদ , এবং অপেক্ষায় রইলাম একটি সিদ্ধান্তের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
স্পামিং, কপিরাইট পোস্ট গুলোকে আমাদের আর একদমই ছাড় দেওয়া উচিত নয়। এর বিরুদ্ধে আমাদেরকে একটি কঠোর পদক্ষেপ নিতেই হবে। আমরা যদি স্টিমিট এর টপ লেভেলের কয়েক টি কমিউনিটি কে একত্রিত করে একটি টিম গঠন করি। এবং সবাই মিলে স্পাম্মিং পোস্ট, শর্ট পোস্ট, রিপিটেড পোস্ট, কপিরাইট পোস্ট, ওয়ান পিছ পোস্ট নিয়ে কঠোর অবস্থান গ্রহন করি তাহলে আমরা একটা সমধানে আসতে পারব বলে মনে করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার মতামত হচ্ছে যে একটা টিম গঠন করা হোক। যেই টিম সবসময় শুধু একটি বিষয়ের উপর কাজ করবে। নাম্বার 1 abuse এবং 2 plagiarism । শুধুমাত্র এই একটি টিম এই দুটি বিষয় নিয়ে কাজ করবে তারা সব সময় কমিউনিটিতে চেক করতে থাকবে কোন পোস্ট টা কিরকম হয়েছে। তাছাড়া আরো একটি কাজ করা যেতে পারে সেটা হচ্ছেঃ সতর্কীকরণ, স্টিমেট প্লাটফর্মে যত কমিউনিটি আছে, সবাইকে একত্রে করে তাদেরকে abuse এবং plagiarism এর কুফল সম্পর্কে ধারণা দিতে হবে। তাদেরকে এটা বোঝাতে হবে যে এই দুটি জিনিসের জন্য স্টিমেট প্লাটফর্মে খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যেতে পারে। এরকম কিছু কিছু বিষয়ের উপর জোর নজরদারি রাখলে খুব শীঘ্রই আমরা এর থেকে পরিত্রান পাব বলে আশা রাখি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা ভালোর মাঝে খারাপের আগমন ঘটবেই, তাই বলে আমাদের পিছিয়ে তাকলে চলবে না, যারা এসব কাজ করে তাদের জন্য কঠোর ব্যবস্থা নেওয়া খুবই জরুরী, আমরা সব সময় চাই এই প্লাটফর্মকে সব সময় abuse থেকে মুক্ত রাখতে, তার জন্য আমরা সবাই আপনার পাশে থাকবো দাদা, আপনি সত্যি অনেক সুন্দর একটি উন্যোগ নিয়েন, আমি নিরদ্বিধায় সব সময় আপনার পক্ষে থাকবো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি দাদা কি বলব বুঝতে পারছি না। এটা খুবই দুঃখের বিষয়। এখন প্রায় সকল জায়গা দুর্নীতিতে ভরে গেছে। পার্সোনালি এসব এবিউজারদের বিরুদ্ধে না যাওয়াটাই আমার ভালো মনে হয়। স্টিমিট প্লাটফর্ম এর সিস্টেম যদি অটোমেটিক এমন হতো যে এসব নিয়ম না মানলে পোস্ট এ্যপ্রুভই হবে না তাহলে সবচেয়ে ভালো হতো। কিন্তু তা কি সম্ভব?
তাই সুমন ভাইয়ের মতো আমারও মনে হয় একটা আলাদা কমিউনিটি করে শুধুএসকল এ্যবিজারদের বিরুদ্ধে স্টেপ নিতে হবে। সেসকল আইডির কাজই থাকবে ডাউনভোট দিয়ে ওই সকল আইডিগুলোর রেওয়ার্ড জিরো করে দেওয়া। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিকই বলেছেন দাদা এই প্ল্যাটফর্মের জনপ্রিয়তা ধরে রাখার জন্য এবং ভালো ভালো ব্লগারদের ইনকাম ঠিক রাখার জন্য Abuser দের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। এক কথায় বলতে গেলে আমাদের এখানকার সকল অনৈতিক ইউজারকে বাতিল করে শুধু ভাল ব্লগার দের রাখা উচিত এর ফলে আমরা যারা ব্লগিংকে নিজের ক্যারিয়ার হিসেবে বেছে নিয়েছি তাদের জন্য অনেক ভালো হবে।
আর এ ধরনের অনৈতিক কাজকে রুখে দেয়ার জন্য আমরা একটি টিম তৈরি করতে পারি। যারা Abuser দের সতর্ক করবে। সতর্ক করার পরেও তারা যদি Abuse করা থেকে বিরত না থাকে তখন তাদের নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করা হবে এবং সেই রিপোর্ট অনুযায়ী তাদের ডাউন ভোট দিয়ে ব্ল্যাকলিস্টে ফেলা হবে।
আমি মনে করি এভাবে পদক্ষেপ নিলে আমরা আমাদের এই প্রিয় প্লাটফর্ম থেকে খুব সহজেই ময়লা আবর্জনা পরিষ্কার করে ফেলতে পারব।
আমি আপনার এই উদ্যোগকে সাধুবাদ জানাই দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বারংবার বলার সত্বেও যদি একই ঘটনা চলতে থাকে। ডাউনভোট তো দিতেই হবে। এত লোভী মানুষজনকে যত আস্কারা দেওয়া হবে। ততই এরা সুযোগ নেবে। কথায় বলে ,স্বভাব যায় না মরলে।
দাদা তুমি যে প্রথম থেকেই এই ব্যাপারটা নিয়ে সতর্ক । আর এর জন্যই হয়তো আমাদের কমিউনিটি এসব থেকে বর্তমানে বেশ সুরক্ষিত।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা শেয়ার করেছেন দাদা।আমাদের উচিত তাদের একবার, দুইবার বুঝানো এরপর যদি না শুনে তাহলে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্তা নেওয়া উচিত।
এসব ইউজারদের জন্য ভালো কনেন্ট রাইটার ইউজাররা হারিয়ে যাচ্ছে।তারা যখন দেখে অন্য কেউ তাদের থেকে কম কোয়ালিটি সম্পন্ন পোস্ট করে বেশি রিওয়ার্ড পায় তখন তারা নিজেদের পোস্টের কোয়ালিটি হারিয়ে ফেলে।আমি মনে করি যেসব ইউজাররা কপি পোস্ট বা মাইক্রো পোস্ট করছে তাদের কোনোভাবে দয়া দেখানো উচিত নয়।তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এবিউজ সম্পর্কে জানা ছিল। কিন্তু এটা এতটা মারাত্মক হয়ে দাড়াতে পারে সেই সম্পর্কে কোন ধারণাই ছিল না। এখন মনে হচ্ছে এদের বিরুদ্ধে আসলেই কার্যকরী পদক্ষেপ নেওয়া উচিত।
পোস্টগুলো বেশির ভাগই কমিউনিটিতে করা হয়। তাই এদের ব্যান করতে কমিউনিটি ভিত্তিক কাজ করা যেতে পারে। এই ক্ষেত্রে প্রথমে লিডিং কিছু কমিউনিটির সাথে যোগাযোগ করে কাজ করা সম্ভব হলে ভাল হয়। প্রত্যেক কমিউনিটির জন্য আলাদা টিম থাকবে এবিউজিং চেক করার জন্য। এইসব কমিউনিটির এডমিন/ মডারেটর/ টিমের প্রতিনিধিত্ব করবে এমন একজন অন্য সব কমিউনিটির প্রতিনিধিত্বদের সাথে কানেক্ট থাকবে। এর সাথে সচেতনতামূলক কাজ চললে অন্যান্য সব কমিউনিটিও আবিউজারদের ব্যান করতে এগিয়ে আসবে বলে আমার বিশ্বাস।
এটা আমার ব্যাক্তিগত মতামত। আর উল্লেখ করতে হচ্ছে যে এটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই প্ল্যাটফর্ম এর জনপ্রিয়তা দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে তার সুযোগ নিয়ে কিছু অসাধু লোকজন এই কাজগুলো করে যাচ্ছে। আসলে একার পক্ষে এই অসাধু ব্লগারদের চিহ্নিত করা কি সম্ভব? অন্যান্য কমিউনিটিগুলোও যদি এই ব্যাপারে আরও বেশি সচেতন হতো তাহলে মনে হয় এই অসাধু ব্লগারদের দূর করা সম্ভব হতো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
স্টিমেট একটি ডিসেন্ত্রালাইজড ব্লগিং প্লাটফর্ম। এখানে আমরা ভালো ভালো পোস্ট করে সাপোর্ট পেতে পারি ।যদি অ্যাবইউজ ,কপিরাইট ইত্যাদি পোস্ট গুলা থেকে বেঁচে থাকা যায়। তাই এই সকল অ্যাবইউজ এবং কপিরাইট পোস্ট গুলোর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়ানো উচিৎ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চমৎকার একটি উদ্যোগ নিয়েছেন দাদা, কিছু অসাধু লোক বার বার চেষ্টা করে তাদের নিজের স্বার্থ হাসিল করার জন্য এই প্ল্যাটফর্মের অপব্যবহার করা,
আমাদের একটি টিম গঠন করা হোক, যারা প্রতিনিয়ত এই কাজে নিয়োজিত থাকবেন, এবং অন্য মেম্বাররাও যখন কোন এবিউজারদের আইডি দেখবে তখন তৎক্ষণাৎ টিম কে মেনশন করবেন, এতে করে আমি মনে করি খুব সহজে আমরা এই কাজে এগিয়ে যেতে পারবো,
আমাদের কমিউনিটি তে এবিউজার না থাকলেও আমরা অনেক সময় অন্য কমিউনিটি তে এটি দেখে থাকি, আমরা যদি অন্য কমিউনিটিতে এরকম অবস্থা দেখি সেক্ষেত্রে আমরা কি একইভাবে পদক্ষেপ নিব এটি আমার প্রশ্ন থাকলো?
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
স্টিমিটকে আরও একধাপ এগিয়ে নিতে আপনার উদ্যোগকে সাধুবাদ জানাই দাদা। স্টিমিটে অনেক কমিউনিটি দেখেছি যেখানে ম্যাক্রো একটি পোস্টে ১০-১৫ $ ভোট পেয়ে যেতে। এতে ফায়দা হলো কই? উল্টো ক্ষতি করে বসলো। একজন জেনারেল ইউজার যেখানে দুই বা তিন ঘন্টা সময় নিয়ে একটা পোস্ট লিখে সেখানে ছোট একটি পোস্ট করে রিওয়ার্ড পেয়ে যাওয়া মোটেও কাম্য নয়। আমি মনে করি এসব এ্যাবিউজদের বিরুদ্ধে রুখে দাড়াঁনোর জন্য আলাদা একটি একাউন্ট করা বা একটি চ্যানেল ক্রিয়েট করা। যে চ্যানেলে সচেতনতামূলক ও এ্যাবিউজদের কিভাবে ধরা যায় সেটা নিয়েই কাজ করবে। এতে দুটি লাভ হবে। এক এ্যাবিউজদেরও ধরা হয়ে গেল এবং দুই জেনারেল ইউজার যারা তারাও সচেতন হয়ে যাবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার মনে হয় বড় বড় কমিউনিটিগুলোকে নিয়ে এই বিষয়ে আলোচনা করা দরকার, আপনার মতো তাদেরও এ বিষয়ে খুব জোরদার হতে হবে। নিজের কমিউনিটির দেখভাল করার সাথে সাথে অবশ্যই সকলে মিলে একটি টিম গঠন করতে হবে, এই টিম গঠন করার মাধ্যমে অন্যান্য প্ল্যাটফর্মের অ্যাবুউজার দের কঠোর হাতে দমন করতে হবে। একার পক্ষে কোনো কাজই সম্ভাব নয়, সকলে মিলে কঠোর পরিকল্পনার মাধ্যমে এটি সমাধান করা সম্ভব। এছাড়া এই বিষয়টির ব্যাপক প্রচার ও প্রসার ঘটানো দরকার যা অনেকেই জানে না। আমিও এত কিছু জানতাম না, আপনার পোষ্টটি পড়ে জানতে পারলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা কিছু মানুষ আছে যারা সব সময় সুযোগ খোজে যে কি ভাবে অন্যায় করে অন্যায় কাজ গুলো বাড়াতে থাকে আমার ক্ষুদ্র ধারনা অনুযায়ী এদের জন্য একটি আলাদা টিম থাকা দরকার যারা খুবই নিখুঁত ভাবে সকল কাজ গুলো দেখবে আর যাদের অন্যায় পাবে তারা হাজার ক্ষমা চাইলেও মাফ করা যাবে না কঠোর শাস্তি দিতে হবে বা প্লাটফর্ম থেকে বের করে দিবে এদের কঠিন শাস্তি দেখে অন্যরা ঠিক হয়ে যাবে।
দাদা আগের মানুষ একটি কথা বলতো দুষ্ট গরুর চেয়ে শুন্য গোয়াল অনেক ভালো। ধন্যবাদ দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যারা যারা abuse করে যাচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা উচিত। যাতে করে পরবর্তিতে যে কেউ abuse করা থেকে বিরত থাকে এবং ভয় পায়।দাদা আপনি ঠিকই বলেছেন যারা বারবার এলার্ট করার পরেও একই কাজ করে তাদের ডাউনভোট দেওয়াই ঠিক হবে। যে ব্যাক্তি একাধিক একাউন্ট চালায় তার বিরুদ্ধে সব থেকে বেশি কঠোর হওয়া উচিত।সব গুলো কমিউনিটি এগিয়ে আসলে কাজটা অনেক সহজ হতো।আপনি যেভাবে সব কিছু নিয়ে চিন্তা করেন অন্যরা তা করে না এটাই সমস্যা।এই জন্যই আপনি সবার থেকে আলাদা।আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আমার মনে হয় যেহেতু এটা একটা আন্তর্জাতিক প্ল্যাটফর্ম সেহেতু সচেতনতা গড়ে তুলতে হবে বিশ্বব্যাপী। এক্ষেত্রে প্রত্যেক কমিউনিটি কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার সেইসঙ্গে সচেতনতা গড়ে তোলার বিকল্প নেই। বিশেষ করে অসৎ পন্থা অবলম্বন কারীদের প্রথমে সতর্কীকরণ এবং এতে কাজ না হলে ডাউনভোট দেয়া ছাড়া বিকল্প কিছু নেই বলেই আমার মনে হয়। তবে প্রশ্ন হল আমার বাংলা ব্লগ, বিউটি অফ ক্রিয়েটিভিটি বা ট্রন ফ্যান ক্লাবে এ সমস্ত ইনিশিয়েটিভগুলো নেয়া সম্ভব হলেও পৃথিবী জুড়ে ছড়িয়ে থাকা অন্যান্য কমিউনিটি গুলোর ক্ষেত্রে আমরা কি করতে পারি। সেগুলো তো আর আমাদের নিয়ন্ত্রণে থাকছে না। কিন্তু তার প্রভাব ঠিকই সমগ্র স্টিমিট প্লাটফর্মের উপর পড়বে। আশা করি সকলেই চিন্তা-ভাবনা করলে কোনো না কোনো কার্যকর সমাধান অবশ্যই বেরিয়ে আসবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.
Come and visit Italy Community
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আমি মনে করি আমার বাংলা ব্লগ এর মত এরকম দক্ষ ফাউন্ডার, এডমিন ও মডারেটরদের দ্বারা প্রত্যেকটা কমিউনিটি যদি এভাবে সাজানো-গোছানো ভাবে তৈরি করা হয়, তাহলে এই স্টিমিট প্লাটফর্ম থেকে অ্যাবিউজ দের উৎখাত করা সম্ভব হবে। এক্ষেত্রে প্রত্যেক কমিউনিটির ফাউন্ডারা যদি এই বিষয়টি একাত্মতা প্রকাশ করে তাহলে খুব সহজেই এই কাজটি করা সম্ভব হবে।
আমার আরেকটি মতামত হলো প্রত্যেকটা কমিউনিটি থেকে ফাউন্ডার দের মধ্যে একটা টিম তৈরি করতে হবে এবং এই টিমের মাধ্যমে প্রত্যেকটা কমিউনিটি পরিচালিত হবে। এই টিম কর্তিক সুস্থ-সুন্দর গঠনমূলক ও নিয়মতান্ত্রিক একটি রুলস থাকবে যে রুলসটি সকল কমিউনিটি মানতে বাধ্য থাকবে। আপাতত দাদার মাথায় এতটুক আসলো তাই আপনার সাথে শেয়ার করলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আমি মনে করি বিষয় গুলো যদি আমরা সকলেই নিজেদের মতো করে শুধরে নেওয়ার চেষ্টা করি এবং সর্বশেষ একটি টিম ম্যানেজমেন্ট থাকে। সেই টিম সবসময় খেয়াল রাখবে কোথায় অ্যাবিউজ হচ্ছে
।তাদেরকে ওয়ার্নিং করা কিংবা তাদেরকে ডাউনভোট কিংবা তাদেরকে শুধরানো সেই টিমের কাজ হবে। এবং সেই টিম একেবারে কোনো স্বজনপ্রীতি ছাড়াই কাজ করে যাবে। আমি মনে করি এই ভাবে করলে, সকলে একসাথে মিলে কাজ করলে অবশ্যই একদিন স্পামিং,এবিউজ এগুলো কমে যাবে। অবশ্যই নিজেদের নৈতিকতা যদি ঠিক করতে পারি তাহলে এসব একদিন নেই হয়ে যাবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ হবে এটি দাদা। সবার কথা ভেবে আপনি যেভাবে নানান রকমের উদ্যোগ গ্রহণ করেছেন এ পর্যন্ত সে সবগুলো উদ্যোগ অত্যন্ত সফল হয়েছে। আমার মনে হয় একটা দক্ষ টিম তৈরি করে সুন্দর একটা কমিউনিটির মাধ্যমে পুরো প্রচেষ্টা টা আরো এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই সমস্ত উদ্ভট লোকজনকে ছাড় দেয়া কখনো উচিত হবে না। কারন একমাত্র এদের জন্য যারা ভালো মানের পোস্ট করে তারা সঠিক মূল্যায়ন পায়না। এদের প্রথমে ভুল ধরিয়ে দিতে হবে এবং পরবর্তীতে তাকে নজরদারিতে রেখে না শুধরালে ডাউনভোট মেরে দিতে হবে।
একটি টীম তৈরি করা যেতে পারে যাদের কাজ হবে নিজের সর্বোচ্চ চেষ্টা দিয়ে যারা এধরনের কাজ করছে তাদের সনাক্ত করা। তাছাড়া আরো একটি কেন্দ্রীয় কমিটি থাকবে। তারা প্রতিদিন এবং সাপ্তাহিক আকারে একটি রিপোর্ট প্রকাশ করবে। প্রথমেই তাদের সতর্ক করা হবে। তারপরও না শুধরালে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাদের ডাউনভোটের আওতায় আনতে হবে এবং প্রয়োজনে তাকে ডাউনভোট ট্রেইলে ফেলে দেয়া যেতে পারে।
কিন্তু সব কথার শেষ কথা এদের ছাড় দেয়া যাবেনা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
স্টিমিটের সুরক্ষিত ভবিষ্যত ও উন্নতির জন্য আমাদের সংগঠিত হয়ে চলতে হবে। কমিউনিটি টু কমিউনিটির সুসম্পর্কের পাশাপাশি আলাপ আলোচনার খুবই প্রয়োজন।
স্টিমিট নামক সমুদ্রে Plagiarism এবং Micro post গুলো ম্যানুয়ালি ডিটেক্ট করার কাজটা খুবই কঠিন হবে। তবে আমার মনে হয় ওই দুটো দেখার কাজে আমরা Bot ব্যবহার করতে পারি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন দাদা, abuse নিয়ে অবশ্যই লড়াই করার আমাদের সবার খুব প্রয়োজন কারণ অনেক ভালো ভালো লেখক এই abuse কারণে পিছিয়ে পড়ছে।তাই আমাদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই করা খুবই প্রয়োজন।দাদা, আপনি লিখেছেন ডাউনভোট দেওয়া আপনার পছন্দ না তবে সবার স্বার্থে ডাউনভোট দেওয়াটা খুবই জরুরি। কারণ তাদের কারণে অনেক ভালো ভালো লেখকরা তাদের মূল্যায়ন থেকে বঞ্চিত হচ্ছে। তবে দাদা,ওদেরকে যদি বুঝিয়ে কিছু হয় তাহলে বুঝালে ভালো হবে।আর না বুঝলে আপনার মতামত যেটি ভালো হয় সেটি করাটাই উত্তম হবে ।দাদা,আমার মতামত এতটুকুই ধন্যবাদ।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আপনি একটা সময় উপযোগী পোস্ট করেছেন আমাদের মাঝে। এখান থেকে অনেক কিছু জানলাম। তবে যারা এবিউজ করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এখন আমাদের জন্য ফরজ হয়ে দাঁড়িয়েছে। যেহেতু ভালো কন্টেইনার সাপোর্ট পাচ্ছিনা, কিন্তু প্রতারকরা বরাবরই রিওয়াডপুল থেকে চুরি করে নিয়ে যাচ্ছে। তাই তাদেরকে প্রথমে বোঝাতে হবে তারপর ওয়ার্নিং না সুদ্রালে ডাউনলোড দিতে হবে। এবং প্রতিটি মেম্বার যদি সতর্ক থাকে তাহলে এটা করা সম্ভব।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি পোষ্ট আজকে আমাদের সাথে শেয়ার করলেন। আসলে আমাদের প্রত্যেকেরই উচিত অ্যাবিউজ, কপিরাইট এই ধরনের জঘন্যতম অন্যায় থেকে সরেআসা । একাধিক লাভের আশায় অন্যের ক্ষতি করা কোনভাবেই কারো পক্ষেই উচিত না। তাই নিজেকে শুধরে নেওয়াটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক আর যদি বার বার ওয়ানিং দেওয়ার পরেও কোন প্রতিক্রিয়া না দেখা যায় তাহলে এর প্রতিকার আপনারাই নিশ্চিত করবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি পোষ্ট করেছেন আজ।এভিউজ সম্পর্কে আমরা ক্লাসে ধারণা পেয়েছি।আমরা জানতে পেরেছি এভিউজ মারাত্মক অপরাধ।যারা এভিউজ করছে আমি মনে করি তাদেরকে খুঁজে বের করা দরকার। তারই সাথে সাথে দক্ষ টিম গঠন করা দরকার যাদের মাধ্যমে এবইউজ কারীদের খুঁজে বের করা সম্ভব হবে। এভিউজ কারীদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দেওয়াটাই হবে প্রধান কাজ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চোর যদি ধর্মের কাহিনী শুনতো,তাহলে চুরি কখনো হতো না। তার সাথে আইন আদালত থাকতো না।
কমিউনিটির আইন মানলে এখানেও অপকর্ম হতোনা।
যখন বুঝা যাচ্ছে কেউ অপকর্ম করছে বা
তার পরেও যখন কমিউনিতে অপকর্ম গুলো হচ্ছে। তাহলে ধরেই নেয়া যায় এনারা কমিউনিটির নিয়মকানুনকে বৃদ্ধাঙ্গুলী দেখাতে কোন পরওয়া করেনা।
এখানে নতুন ও পুরাতন ব্যবহারকারী বলে কিছু নাই সবাই অন্য কমিউনিটি থেকে এখানে এসেছে। সবাই পাকা খেলোয়াড়,এমনকি আমিও। ইদানিং abb স্কুলের মাধ্যমে হয়ত দু-চারজন নবীন খেলোয়াড় এসেছে।তারাও ক্লাসে কমবেশি শিখেছে।
সবশেষে আমার কথা, আমাদের নিত্য একটিভ ইউজার গন হ্যাংআউট ও ডিসকর্ড চ্যানেলে কি সমান সংখ্যক ভাবে নিয়মিত যোগাযোগ রাখছেন?
কর্তার ইচ্ছায় কর্ম হোক।
এই অধমের কামনা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আপনি অ্যাবিউজ এর বিষয়টা নিয়ে এত গুরুত্ব দিয়ে ভেবেছেন জেনে খুব ভাল লাগছে। ব্যক্তিগতভাবে আমিও এই বিষয়টা অনেক সমর্থন করি। এটা কমিউনিটির জন্য তথা আমাদের প্রত্যেকের জন্য খুব ভালো একটি উদ্যোগ। আমাদের স্টিমিট পারফর্মকে রক্ষা করার জন্য অ্যাবিউজ কনটেন্ট এবং অ্যাবিউজকারীকে বয়কট করতে হবে। সম্মিলিতভাবে এ কাজটি করে আমরা স্টিমিট প্ল্যাটফর্ম কে রক্ষা করতে পারবো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার মনে হয় কি দাদা
স্পামিং, কপিরাইট, অ্যাবিউজ , এই ধরনের পোস্ট গুলো কে কখনোই ছাড় দেয়া যাবে না। এদের চুড়ান্ত থেকে চুড়ান্ততম শাস্তির ব্যবস্থা করা উচিত। যাতে করে একজনের শাস্তি দেখে অন্য ব্যক্তি শিক্ষা নিতে পারে।
দ্বিতীয়তঃ এ ধরনের পোস্টে গাইড লাইন দেওয়া যেতে পারে, যাতে করে তাদের স্পামিং, কপিরাইট, অ্যাবিউজ , সম্পর্কে সঠিক ধারণা দেয়া যায়। এরপরও যদি তারা একই কাজ বারবার করতে থাকে তাহলে কমিউনিটি থেকে ব্লক করে দেয়া যেতে পারে বলে আমি মনে করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ভালো একটি উদ্যোগ নিয়েছেন দাদা। আসলে দিন দিন এবিউজ এর পরিমাণ অনেক বাড়তেছে। তাও ভালো যে বট থেকে ভোট কেনার সিস্টেম টা তেমন বেশি একটা নাই। নাহলে এই এবিউজ এর হার আরো বেশি হতো। এটা খুব ভালো উদ্যোগ যে যারা এই কাজ করে তাদের বুঝিয়ে শুনিয়ে এগোনো যায়। তারপর যদি সে না বুঝে একই কাজ করে বার বার সেক্ষেত্রে ব্যবস্থা নেওয়া যায়। আমরা সব সময় আপনার পক্ষে আছি দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন দাদা আপনি। আমাদের সবাইকে abuse এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমরা চাই স্টিমেট এই প্লাটফর্মে বহুদিন কাজ করতে। আমরা যদি abuse কারি দের বিরুদ্ধে রুখে দাঁড়াতে না পারি তাহলে আমাদের এই ভালবাসার প্ল্যাটফর্ম একদিন বন্ধ হয়ে যাবে। তাই দাদার এই উদ্যোগের জন্য আমি সাধুবাদ জানাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমাদের অবশ্যই উচিত হবে abuse সম্পর্কে এবং নিজেদেরকে সচেতনতার জালে আবদ্ধ করা। আর অবশ্যই যারা ম্যাক্রো পোস্ট করছে এবং অ্যাবিউজ এর সাথে জড়িত তাদেরকে শেষবারের মতো ওয়ার্নিং দিয়ে দেওয়া।
তবে সে ক্ষেত্রে একটি বিষয় আমি মনে করি, একই ইউজার যদি ওয়ার্নিং দেওয়ার পর আবারও সেই একই কাজ করে তার ক্ষেত্রে 100% ডাউনলোড প্রয়োগ করা দরকার।
Abuse কে চিরতরে দূর করার জন্য কার্যকরী পদক্ষেপ হবে আমাদের টিম গঠন করে কাজ করা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই বিষয় নিয়ে দেখছি কেউই আলোচনা করছেনাহ। সবাই কেমন জেনো চুপ। যদিও আমাদের এ.বি. বি ক্লাসে এই বিষয়গুলো নিয়ে সকলকে সতর্ক করছে। আজ আপনার পোস্ট টি দেখে ভালো লাগলো।
আ্যবিউজারের ফলে ভালো ব্লগাদের কাজের প্রতি অনিহার প্রকাশ ঘটাবে। কেউ কষ্ট না করে ইনকাম করছে আবার কেউ শত চেষ্টা করেও ভালো কিছু আর্ন করতে পারছেনাহ। তাই স্প্যামিং,আ্যবিউজ,প্ল্যাগিরিজম নিয়ে প্রত্যেক কমিউনিটির এডমিন ও মডারেটস দেরকে কমিউনিটির মেম্বারদের সতর্ক করা ও প্রতিনিয়ত রিপোর্ট তৈরি করা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমরা সবাই একজোট হয়ে এবিউজ এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো ছাড়া কোনো উপায় নেই দাদা। কারণ এটা এভাবেই বাড়তে থাকলে। আমাদের অনেক সমস্যার সমমুখীন হতে হবে। সুমন ভাইয়া খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আসলে আমাদের সকলকে এবিউজ করা থেকে বিরত থাকতে হবে। খুব সুন্দর একটি গুরুত্বপূর্ণ পোস্ট করছেন দাদা। আমি এই উদ্যোগকে ব্যক্তিগত সমর্থন করি। আর এর জন্য একটা গুরুপ তৈরি করা যেতেই পারে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Great 😎
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এধরনের abuse কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে ।এরাই একাধিক আইডি চালিয়ে বিভিন্ন abuse করে থাকে। অন্যান্য কমিউনিটির সবাই কে এ ব্যাপারে সতর্ক হতে হবে এবং আমাদেরও এগিয়ে আসতে হবে তাহলেই সবাই মিলে যদি কিছু করা সম্ভব হয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে দাদা এই ধরনের প্লাটফর্মে এই সমস্ত সমস্যা কিছু থেকেই যাবে। তারপরও আমরা যদি স্টিমিট টিমকে এই ধরনের ইনিসিয়েটিভ এর গুরুত্ব বোঝাতে পারি এবং অন্যান্য কমিউনিটি গুলিকে কোয়ালিটি চেক করার ব্যাপারে বাধ্য করতে পারি। তাহলে পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Steemit team দিয়ে কিছুই হবে না। হলে এতোদিনে আমরা ফল পেতাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার জানামতে শুধু আমার বাংলা ব্লগ কমিউনিটি তে পর্যাক্রমে লেভেল এগুলোর ক্লাস নিয়ে কাজ শেখানো হয়। প্রথমত যখন আমি এই প্লাটফর্মে কাজ শুরু করলাম তখন মনে একটা প্রশ্ন জেগেছিল যে অন্য কোন কমিউনিটিতে এরকম ক্লাস নেওয়া হয় না বা কপিরাইট,অ্যাবিউজ, প্লাগারিজম বিষয়গুলোকে তেমন আলাদাভাবে গুরুত্ব দেওয়া হয় না। কিন্তু আমার বাংলা ব্লগে কেন এগুলো নিয়ে এত গবেষনা করা হয় সেটার উত্তর লেভেলের ক্লাস করার সময় পেয়ে গিয়েছিলাম। আর আজকে দাদার এই পোস্ট পড়ে বিষয়গুলো সম্পর্কে আরো পরিষ্কার হলাম আসলে এটা কতটা মারাত্মক।
আপনাকে অনেক ধন্যবাদ দাদা, অজানা এই বিষয়গুলো ক্লিয়ার করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের মাঝে তুলে ধরেছেন দাদা। আসলে এই বিষয়টা নিয়ে আমাদের সকল ইউজারদের ভাবা উচিত। কারণ আমাদের ভুলে আমাদের ক্ষতি হচ্ছে। তবে আমার দৃষ্টিকোণ থেকে একটি সঠিক পরামর্শ দিতে পারি যে
*এই সমস্ত সমস্যাকে সমাধান করতে সকল কমিউনিটির প্রধান দের দৃষ্টি আকর্ষণ করতে হবে। তাদের কমিউনিটি তে পোস্ট করা হয়েছে এমন খারাপ দিকগুলো তাদের মাঝে তুলে ধরতে হবে। এবিউজার,কপি-পেস্ট কারি ও পোস্ট রিপিটারদের চিহ্নিত করে সকলের মাঝে তুলে ধরতে হবে এবং তাদের একটি নোটিশ করতে হবে যেন এই পথ থেকে বের হয়ে আসে।একের অধিক বার ওয়ার্নিং দেওয়ার পরে যদি না থামে, তবে তাদের জন্য শক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি মনে করি অ্যাবিউজের সাথে যারা জরিত তাদেরকে দূর করতে পারলে কমিউনিটিতে কাজ করার আগ্রহতা বেড়ে যাবে বিশেষ করে যোগ্য ব্যক্তিদের।এই উদ্যোগের মাধ্যমে কমিউনিটির সুফল বয়ে আসবে।অ্যাবিউজ করে কেউ টিকে থাকতে পারবে না।কাজ না করে সুবিধা নেওয়া এটা খারাপ দিক।যেটা কোন ভাবে কাম্য নয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আপনার এই উদ্যোগটি আমি সমর্থন করি। সত্যি খুব ভালো একটি উদ্যোগ নিয়েছেন। এইরকম অ্যাবিউজ অপরাধীদের শাস্তি দেওয়া উচিত। দাদা আপনার পাশাপাশি যদি সব কমিউনিটিগুলো এইভাবে একজোট হয়ে একটি টিম গঠন করতো তাহলে এরকম অ্যাবিউজ অপরাধীদের ধরা তেমন একটা কঠিন হতো না। দাদা আমি আপনার হিন্টসটিকে সমর্থন করছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই ধরণের পরিস্থিতি সামাল দেয়ার জন্য একটা অটোনোমাস মনিটরিং সিস্টেম থাকা জরুরি। যার কাজ হবে মনিটর করে দায়িত্বরত টিম কে জানানো। এই টিমের কাজ হবে সিগন্যাল অনুযায়ী ম্যানুয়ালী পর্যবেক্ষণ করা। সেই টিম @rex-sumon এর সাজেস্ট করা আইডিয়ার ওপর বেজ করে হতে পারে অথবা অন্য যেকোন উপায়ে। তবে সেই টিম মেম্বার চয়নের ক্ষেত্রে তার স্টীম পাওয়ার এবং রেপুটেশন দেখা জরুরি, কারণ অরথনৈতিক অভাব থাকলে স্বভাব চেঞ্জ হতে বেশি সময় লাগে না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুবই ভালো উদ্যোগ দাদা।এই ধরনের অপকর্ম রুখতে আমাদের নিজেদেরকেই এগিয়ে আস্তে হবে।নাহলে ব্লগিং করার যে মানুষিকতার আছে আমাদের সেটা নষ্ট হয়ে যাবে।তাই এদের বিরুদ্ধে দ্রুতই কার্যত উদ্যোগ নিতে হবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আমি ছোট করে যদি বলি,তাহলে বলবো একটি টিম গঠন করা হোক যেখানে কিছু কিছু অন্যায়কারীকে ডাউনভোড দেয়া হোক কিছু মানুষকে ডাউনভোড দিলে বাকিরা এমনি ভয় পেয়ে যাবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
abuse করা খুব খারাপ কাজ।তাই এই abuse এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো সকলের উচিত।সকলের মতামত নিয়ে আমাদের সুন্দর একটি কঠোর সিদ্ধান্ত নেওয়া উচিত এর বিরুদ্ধে।এগুলো নির্মূল হলেই আমাদের পোস্টগুলি যথাযথ মূল্যায়ন পাবে।আমি আপনাদের সিদ্ধান্ত ও নেওয়া উদ্যোগকে সমর্থন করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি প্রথমে একটি কথা বলবো কোনো জিনিস যদি দীর্ঘস্থায়ী চিন্তা করা হয়, তাহলে সেখানে ভয় দেখিয়ে কাজ করানোর চেয়ে ভালোবাসা দিয়ে কাজ আদায় বেশি ভালো।এখানে যেহেতু ব্লগ লেখার বিনিময়ে ইনকাম হয়, তাই কোন ধরনের রেংক বা বিভিন্ন লিস্টকে গুরুত্ব দেওয়ার চেয়ে ব্লগ লেখাকে বেশি গুরুত্ব দেওয়া উচিৎ। যদি ভালো ব্লগ নির্বাচন করে সাপোর্ট দেওয়া যায়, তাহলে যারা অ্যাবিউজ করছে তারা যদি সাপোর্ট না পায়, তাহলে তারা আস্তে আস্তে অ্যাবিউজ করা থেকে নিরুৎসাহিত হবে।এতে যারা ভালো ব্লগ লিখছেন তারা আরো বেশি উৎসাহিত হবেন এবং কমিউনিটিতে তারা আরও ভালো ভালো ব্লগ উপস্থাপন করবেন। ফলে ভালো ভালো ব্লগারের ফিরে অ্যাবিউজ ব্লগারেরা কমিউনিটিতে নিজেদের জায়গা হারিয়ে ফেলবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কিন্তু সমস্যা হচ্ছে একেবারেই লো-কোয়ালিটির পোস্টে ভোট বাই করা হচ্ছে। সেখানে অনেকেই আবার কনটেন্ট রিপিট করছে। এগুলোতে কোন পরিশ্রম নেই বললেই চলে। এগুলো থেকে ফিরিয়ে আনা কঠিন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা এবিউজ দিন দিন বেড়েই চলেছে তাই আমাদের প্ল্যাটফর্ম বাংলা ব্লগের সকল সদস্যদের এবং কমিউনিটি মডারেটরদের একত্রে পদক্ষেপ নেওয়া উচিত। না হলে আমাদের এর খেসারত দিতে হবে। তাই আমরা সকলেই এই এবিউজ এর বিরুদ্ধে রুখে দাঁড়াবো। আমাদের এই প্লাটফরমটি দীর্ঘজীবী করার জন্য। এই প্রত্যাশা করি দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Is it possible to create a group like yours? kindly guide
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার আপনার সাথে একটু কথা ছিল
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুব গুরুত্বপূর্ণ একটি উদ্যেগ নিয়েছেন দাদা।আপনার উদ্যেগ কে সাধুবাদ জানায়।আসলে স্টিমিট কে আমরা ভালো বাসি সবাই আর এর পেছনে কিছু মানুষ আছে যারা লোভ লালাসায় তারনায় এমন করে।
আমার মনে হয় বিশ্বে যতোগুলো ভালো ভালো কমিউনিটি এবং যারা প্রতি নিয়ত আমাদের মতো এবিউস, স্প্যাম চেক করে এবং এর বিরুদ্ধে কথা বলে তাদের কে নিয়ে একটা টিম গঠন করা এবং সবাই এক সাথে অই সমস্থ ইউজারদের বিরুদ্ধে লড়াই করা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
GOOD
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit