আমার বাংলা কবিতা "ভালোবাসার মূল্য"

in hive-129948 •  3 years ago  (edited)


image source: copyright & royalty free image sharing website piXabY


কবিতা : "ভালোবাসার মূল্য"



💘


♡ ♥💕❤
আঙুলে আঙুল, একটু উষ্ণতার খোঁজে,
মন খারাপের দিনে শুধু তোমায় মনে পড়ে ।
মন শুধু তোমার শরীর খোঁজে না,
শরীরও মন খোঁজে ।
ভালোবাসা কয় কারে ?
দেহও জানে এই মনখারাপের মানে।

শুধু তুমি জানো না,
জানতে কখনো চাইলেও না ,
কেন আমার মনটি খারাপ থাকে;
সতত শুধু তোমায় মনে পড়ে ।

আমার কি মনে হয় জানো?
হৃদয়ের ভাষা বোধহয় বোঝো না ।
তা যদি তুমি বুঝতে ?
তবে, টাকার মূল্যে ভালবাসা
যায় না কেনা ,
এ কথা তুমি মানতে ।

অর্থ দিয়ে যায় পাওয়া যায় এই দুনিয়ার সবই,
মন কখনো যায় কি কেনা ?
ভেবে দেখেছো তুমি ?

বসন্তের এই উষ্ণতম ফুল ফোটার দিনে,
হৃদয় আমার শীতল আজি,
হৃদয়ে তুষার ঢাকে ।

কালবোশেখীর ঝোড়ো হাওয়ায়
আজ স্বপ্নকুটির ভাঙে ।
♡ ♥💕❤


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

দাদা আপনার কবিতায় আপনি ঠিকই অনুভব করছেন প্রিয় তোমার স্পর্শ , এখানে একটি কথা স্পষ্ট হয়ে যায়, শুধু যে মন স্পর্শ খুঁজে তা নয়। মন মনের ভালোবাসা খুঁজে হাজারবার। আপনি ঠিক বলেছেন টাকা পয়সা দিয়ে সবকিছু হয়না। মন কেনা যায় না, আর সেটা অনেকেই বোঝে না। আপনি অসাধারণ একটি কবিতা আমাদেরকে উপহার দিয়েছে। আর আপনার এই কবিতা থেকে আমি কয়েকটা লাইন নিলাম।

আমার কি মনে হয় জানো?
হৃদয়ের ভাষা বোধহয় বোঝো না ।
তা যদি তুমি বুঝতে ?
তবে, টাকার মূল্যে ভালবাসা
যায় না কেনা ,
এ কথা তুমি মানতে ।
অর্থ দিয়ে যায় পাওয়া যায় এই দুনিয়ার সবই,
মন কখনো যায় কি কেনা ?
ভেবে দেখেছো তুমি ?

আমাদেরকে আপনার এই শত ব্যস্ততার মাঝে এত সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য, আপনার প্রতি রইল ভালোবাসা অবিরাম দাদা।

Greetings, I want to share the secret of the success of good earnings. I earned $1,000 a month and in many ways refused myself, but then a friend advised the site on making money. I took a chance and invested $ 100 and the very next day I earned $150, I hardly believed it
[ https://tinyurl.com/ywcp6jnn ]

  ·  3 years ago (edited)Reveal Comment
  ·  3 years ago (edited)Reveal Comment

অর্থ দিয়ে যায় পাওয়া যায় এই দুনিয়ার সবই,
মন কখনো যায় কি কেনা ?

আসলেই দাদা টাকা দিয়ে সবকিছু কেনা যায় নাহ। কারো মন পেতে গেলে তার মনের মতো হতে হয়।এই দুটো লাইন আমার অনেক ভাল লেগেছে। খুবই সুন্দর ভাবার্থ দিয়েছেন এই লাইন দুটোতে ধন্যবাদ দাদা এত সুন্দর কবিতাটি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য এবং আপনার পরিবারের জন্য শুভকামনা রইল।

আঙুলে আঙুল, একটু উষ্ণতার খোঁজে,
মন খারাপের দিনে শুধু তোমায় মনে পড়ে ।
মন শুধু তোমার শরীর খোঁজে না,
শরীরও মন খোঁজে ।
ভালোবাসা কয় কারে ?
দেহও জানে এই মনখারাপের মানে।

বাহ দাদা কি কবিতা লিখেছেন সত্যিই অসাধারণ হয়েছে। কবিতাটি একদম মন ছুয়ে গেল। কবিতার ছন্দ গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা এত সুন্দর একটি কবিতা আমাদের উপহার দেয়ার জন্য, ভালোবাসা নেবেন।

আঙুলে আঙুল, একটু উষ্ণতার খোঁজে,
মন খারাপের দিনে শুধু তোমায় মনে পড়ে ।
মন শুধু তোমার শরীর খোঁজে না,
শরীরও মন খোঁজে ।
ভালোবাসা কয় কারে ?
দেহও জানে এই মনখারাপের মানে।

বাহ দাদা কি সুন্দর কবিতা লিখেছেন সত্যিই অসাধারণ হয়েছে। কবিতাটি একদম আমার মন ছুয়ে গেল। কবিতার ছন্দ গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা এত সুন্দর একটি কবিতা আমাদের উপহার দেয়ার জন্য, ভালোবাসা নেবেন।

আঙুলে আঙুল, একটু উষ্ণতার খোঁজে,
মন খারাপের দিনে শুধু তোমায় মনে পড়ে ।
মন শুধু তোমার শরীর খোঁজে না,
শরীরও মন খোঁজে ।
ভালোবাসা কয় কারে ?
দেহও জানে এই মনখারাপের মানে।

দাদা কবিতা পড়ার ব্যাপারে আমার খুব একটা আগ্রহ কখনোই ছিল না। শুধু মাঝে মাঝে জীবনানন্দ দাশ, কাজী নজরুল ইসলাম আর রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা গুলো পড়তে ভালো লাগতো। তবে কমিউনিটিতে যোগদানের পর থেকে আপনার কবিতাগুলো নিয়মিত পড়ি। দারুন সুন্দর লেখেন আপনি। এটা আপনাকে খুশি করার জন্য নয় মন থেকেই বললাম। মনে হয় আগের জন্মে আপনি কবি ছিলেন। আমাদের সাথে সুন্দর এই কবিতাটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

দাদা অসাধারণ। সেই কবিতা লিখেছেন। আসলেই টাকা দিয়ে সব কিনা যায় ,কখনো কি মন কিনা যায়। অনেক ভালো লেগেছে।

বসন্তের এই উষ্ণতম ফুল ফোটার দিনে,
হৃদয় আমার শীতল আজি,
হৃদয়ে তুষার ঢাকে ।

কালবোশেখীর ঝোড়ো হাওয়ায়
আজ স্বপ্নকুটির ভাঙে ।

লাইন গুলা বেশ সুন্দর। ❤❤ধন্যবাদ আপনাকে❤❤

আমার কি মনে হয় জানো?
হৃদয়ের ভাষা বোধহয় বোঝো না ।
তা যদি তুমি বুঝতে ?
তবে, টাকার মূল্যে ভালবাসা
যায় না কেনা ,
এ কথা তুমি মানতে ।

অসাধারণ কবিতা দাদা। কবিতার প্রতিটি কথা একজন প্রেমিকের মনের কথা। একজন প্রেমিক কতটা ব্যাকুল হয়ে তার প্রিয়তমাকে কথাগুলো বলতে পারে কবিতা না পড়লে জানতে পারতাম না। অনেক অনেক ধন্যবাদ দাদা এত সুন্দর একটা কবিতা আমাদের উপহার দেওয়ার জন্য।

আমার কি মনে হয় জানো?
হৃদয়ের ভাষা বোধহয় বোঝো না ।
তা যদি তুমি বুঝতে ?
তবে, টাকার মূল্যে ভালবাসা
যায় না কেনা ,
এ কথা তুমি মানতে ।

ঠিক বলেছেন দাদা। ভালোবাসা অমূল্য। যা মূল্য দিয়ে কখনো বিবেচনা করা যায়না। টাকা দিয়ে আর যাই পাওয়া যাক না কেনো সত্যিকারের ভালোবাসা কখনোই পাওয়া যায়না। খুবই সুন্দর একটি কবিতা উপহার দিলেন আমাদের দাদা। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

Rajasthan RSMSSB Live Stock Assistant Recruitment 2022 Apply Online Link :-https://www.sarkarisresults.com/2022/03/rajasthan-rsmssb-live-stock-assistant.html

দাদা একদম ঠিক বলেছেন দাদা আপনার কবিতার ভাষা বুঝতে গেলে সমৃদ্ধ উপলব্ধি থাকা প্রয়োজন।ভালোবাসা কেবল ভালোবাসা দিয়ে কেনা যায়।টাকা দিয়ে নয়।ভালোবাসা শুধু শরীর খুঁজে না মন খোঁজে।এটাই তো ভালোবাসা ভালোবাসা চিরন্তন♥♥

অর্থ দিয়ে যায় পাওয়া যায় এই দুনিয়ার সবই,
মন কখনো যায় কি কেনা ?
ভেবে দেখেছো তুমি ?

অর্থ দিয়ে যায় পাওয়া যায় এই দুনিয়ার সবই,
মন কখনো যায় কি কেনা ?
ভেবে দেখেছো তুমি ?

দাদা আপনি এই কবিতাটি তে ভালোবাসার প্রকৃত রুপ খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। সত্যি ভালোবাসা কখনো টাকা দিয়ে কেনা যায় না। পৃথিবীতে এখনো এমন কিছু কিছু জিনিস রয়েছে যা টাকা দিয়ে কখনই কেনা সম্ভব নয়। যেমন মানুষের মন অর্থাৎ ভালোবাসার মানুষের মন কখনো টাকা দিয়ে কেনা সম্ভব নয় সেটা একমাত্র ভালোবাসা দিয়েই জিতে নেওয়া সম্ভব। এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে। শুভকামনা রইল আপনার জন্য।

অর্থ দিয়ে যায় পাওয়া যায় এই দুনিয়ার সবই,
মন কখনো যায় কি কেনা ?
ভেবে দেখেছো তুমি ?

মন কি যায় কেনা অর্থ দিয়ে...
মন কিনতে হয় শুধুই মন দিয়ে...

মন সে তো অনেক দামি।
কিনতে লাগে ভালোবাসা, কেয়ার একটুখানি।

অনেক সুন্দর লিখেছেন। 💞

দাদা কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। কবিতার প্রত্যেকটি চরম ছিল অসাধারণ। কিন্তু কেন জানি মনে হল আপনি একটু হতাশ। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি খুব শীঘ্রই আপনার মনের এই হতাশা কেটে উঠবে এবং ভালোবাসায় সিক্ত হয়ে উঠবে আপনার সতেজ হৃদয়।

image.png

দাদা আপনার কবিতার এই লাইন গুলো অসাধারণ লাগলো।আসলে সত্যি কারের ভালোবাসার মধ্যে কােনে টাকার পয়সার মূল্যে থাকে না।দাদা আপনার কবিতাটি চমৎকার।এতে সুন্দর কবিতা উপহার দেওয়ার জন্য অনেক ধন্যবাদ দাদা।

আঙুলে আঙুল, একটু উষ্ণতার খোঁজে,
মন খারাপের দিনে শুধু তোমায় মনে পড়ে ।
মন শুধু তোমার শরীর খোঁজে না,
শরীরও মন খোঁজে ।
ভালোবাসা কয় কারে ?
দেহও জানে এই মনখারাপের মানে।

কবিতার মধ্যে ভালোবাসার স্পর্শতা ভালোই অনুভব করতে পারলাম। ভালোবাসার সবকিছুই নিয়ন্ত্রণ করে মন যেটা চাহনির উপর নির্ভর করে। ভালো লাগলো কবিতাটি পড়ে।❤️❤️

কবিতাটা অসাধারণ হয়েছে। শরীর দেহের উষ্ণতা খুঁজে ঠিকই, অনেক কিছু অপূর্ণ থেকে যায় । টাকা দিয়ে সব কিনা গেলেও,কখনো কি মন কিনা যায় ?

অসাধারণ লিখেছেন দাদা। সত্যিই তো এই পৃথিবীর সবকিছুই টাকা দিয়ে কেনা যায় ,শুধুমাত্র মন টাকা দিয়ে কেনা সম্ভব নয় ।প্রতিটি লাইন চমৎকার লেগেছে আমার কাছে। আপনার প্রতিটি কবিতায় যেন আমি এক ব্যর্থ প্রেমিকের আর্তনাদ দেখতে পাই ।ধন্যবাদ আপনাকে।

অর্থ দিয়ে যায় পাওয়া যায় এই দুনিয়ার সবই,
মন কখনো যায় কি কেনা ?
ভেবে দেখেছো তুমি ?

হাজার টাকা আর ধন সম্পদে কখনো সুখ এনে দিতে পারে না। মনের সুখ না থাকলে কেনা যায়না হাজার কিছুর বিনিময়ে। অনেক সুন্দর অর্থ দিয়ে কবিতা লিখেছেন দাদা ,পরে ভালো লাগলো। ধন্যবাদ দাদা।

সাধারণত আমরা যাকে ভালোবাসি সে কখনোই আমাদের ভালোবাসার মূল‍্য দিতে জানে না। এবং সত্যি আমাদের প্রিয় মানুষটি কখনোই জানতে চাই না আমাদের মন খারাপের কথা। একেবারে বাস্তব ছল কবিতা টা যেন।

আঙুলে আঙুল, একটু উষ্ণতার খোঁজে,
মন খারাপের দিনে শুধু তোমায় মনে পড়ে ।
মন শুধু তোমার শরীর খোঁজে না,
শরীরও মন খোঁজে ।

এই লাইনগুলো আমার সবচেয়ে ভালো লেগেছে। সত্যি ভালোবাসা কখনো শরীর খোজে না খোজে মন। অনেক সুন্দর ছিল দাদা।

আমার কি মনে হয় জানো?
হৃদয়ের ভাষা বোধহয় বোঝো না ।
তা যদি তুমি বুঝতে ?
তবে, টাকার মূল্যে ভালবাসা
যায় না কেনা ,
এ কথা তুমি মানতে ।

এমন আকুলতা পূর্ণ ছন্দ, পাঠকের হৃদয় অনেক আগেই স্পর্শ করেছে । জাস্ট অসাধারণ।

অর্থ দিয়ে যায় পাওয়া যায় এই দুনিয়ার সবই,
মন কখনো যায় কি কেনা ?
ভেবে দেখেছো তুমি ?

দাদা এই কথাগুলো পড়ে আমার খুবই ভালো লেগেছে। সত্যিই টাকা দিয়ে কখনো ভালোবাসার মূল্য হয়না, তা কখনো কিনে নেওয়া যায় না। আপনি খুব সুন্দর করে আজকের এই কবিতাটি লিখেছেন ।আমার মন ছুয়ে গেল দাদা ।আপনার কবিতা পড়ার জন্য সব সময় অপেক্ষা করি।

অর্থ দিয়ে যায় পাওয়া যায় এই দুনিয়ার সবই,
মন কখনো যায় কি কেনা ?
ভেবে দেখেছো তুমি ?

দাদা আপনার ভালোবাসার কবিতা গুলো আমার মন ছুঁয়ে যায় প্রতিটি কথা এত সুন্দর ভাবে আপনি রূপক ভাবে উপস্থাপন করেন যা আসলে বলার ভাষা রাখে না। লাইন কয়েকটি মন ছুঁয়ে দিয়েছে আমাকে। আপনার শব্দচয়ন ভাষার প্রয়োগিক দিকগুলো আমার খুব ভালো লাগে। এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

এত সুন্দর কবিতা আমার হৃদয় ছুঁয়ে যায়। আপনার কবিতা আমার দিন তৈরি করেছে

বসন্তের এই উষ্ণতম ফুল ফোটার দিনে,
হৃদয় আমার শীতল আজি,
হৃদয়ে তুষার ঢাকে ।

দাদা ভালোবাসার মূল্য নিয়ে আপনি খুবই সুন্দর একটি কবিতা আমাদের উপহার দিলেন।আসলে কবিতাটি আমার খুবই ভালো লেগেছে। ভালোবাসার পূর্ণতা এই কবিতার মাধ্যমে প্রকাশ পেয়েছে। কবিতাটি পড়ে আমার খুবই ভালো লাগলো। কবিতার প্রতিটি লাইন যেন ভালোবাসা মিশে আছে। সত্যি দাদা আপনার এত সুন্দর কবিতা আমর পড়তে পেরে খুবই ভালো লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আমাদের উপহার দেওয়ার জন্য।

অর্থ দিয়ে যায় পাওয়া যায় এই দুনিয়ার সবই,
মন কখনো যায় কি কেনা ?
ভেবে দেখেছো তুমি ?

দাদা আপনার লিখা ভালোবাসার মূল্য কবিতার এই লাইন সত্যি অনেক ভালো লেগেছে। সত্যি দাদা দুনিয়ায় সব কিছুই টাকা দিয়ে কিনতে পাওয়া যায়। তবে মন কখনো কিনতে পাওয়া যায় না। দাদা আপনার কবিতার প্রতিটি লাইনে অনেক অর্থ লুকিয়ে আছে।
ধন্যবাদ দাদা,আপনার জন্য অনেক দুআ ও ভালোবাসা রইল।

কবিতার লাইনগুলো পড় ছিলাম এবং আবৃত্তি করে এর অনুভূতিগুলো বোঝার চেষ্টা করছিলাম, আমি আপনার কবিতার ফ্যান হয়ে গেছি। এত সুন্দর সুন্দর কবিতা আপনি লিখেন, অনুমতি পেলে আমি আপনার কবিতাগুলোকে আবৃত্তি করতে চাই।

আমার কি মনে হয় জানো?
হৃদয়ের ভাষা বোধহয় বোঝো না ।
তা যদি তুমি বুঝতে ?
তবে, টাকার মূল্যে ভালবাসা
যায় না কেনা ,
এ কথা তুমি মানতে ।

দাদা আপনার কবিতা পড়ে সবসময়ই আমার ভালো লাগে। দাদা আপনার কবিতার মাঝে যে গভীরতা আছে সেই গভীরতা হয়তো উপলব্ধি করতে পারছি কিন্তু আমার ভাষায় হয়তো প্রকাশ করতে পারছিনা। তবে আমি আমার এই ক্ষুদ্র জ্ঞানে এতটুকুই বলতে পারি ভালোবাসার সেই ব্যাকুলতা আজ হৃদয়কে অস্থির করে তুলেছে। কিন্তু যার জন্য এই হৃদয় কাঁদে সে বোঝেনা হৃদয়ের ভাষা। হয়তো হৃদয়ের সেই ব্যাকুলতা সে বোঝেনা। ভালোবাসা হয়তো হাজারো অর্থ দিয়ে কেনা যায় না। কারণ ভালোবাসা তৈরি হয় হৃদয়ের অনুভূতি থেকে। তবুও আমরা পেতে চাই সেই খাঁটি ভালোবাসা। দারুন কবিতা লিখে সকলের মাঝে শেয়ার করেছেন এ জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দাদা।

মন শুধু তোমার শরীর খোজেনা শরীর ও মন খুজে। কি চমৎকার একটি কথা লিখেছেন দাদা। সত্যিই আপনার প্রতিটি কথার মধ্যে অনেক ভালোবাসা লুকিয়ে রয়েছে। আপনাকে নিঃসন্দেহে ভালোবাসার গুরু বলা চলে। যার মনে ভালোবাসা আছে শুধুমাত্র সেই মানুষটি এত সুন্দর লিখতে পারে।

আমার কি মনে হয় জানো?
হৃদয়ের ভাষা বোধহয় বোঝো না ।
তা যদি তুমি বুঝতে ?
তবে, টাকার মূল্যে ভালবাসা
যায় না কেনা ,
এ কথা তুমি মানতে ।

দাদা, খুব কম সংখ্যক মানুষ ই ভালোবাসার প্রকৃত অর্থ বুঝে। এই কয়টি লাইন এর গভীরতা অনেক।

বাহ,খুব সুন্দর কবিতা।সত্যিই টাকা দিয়ে সবকিছু কেনা যায় কিন্তু মানুষের ছোট্ট মন ও ভালোবাসা কখনো কেনা যায় না।কারণ এগুলো কখনো দাম দিয়ে হিসাব হয় না।বসন্তের ফুল ফুটে উঠুক সকলের মনে এটাই কাম্য,ধন্যবাদ দাদা।

তবে, টাকার মূল্যে ভালবাসা
যায় না কেনা ,
এ কথা তুমি মানতে ।

বাহ সুন্দর দাদা লাইনগুলো। ভালোবাসার মূল্য যায়না কেনা টাকা দিয়ে। টাকা দিয়ে সব কিনা গেলেও কারো মন কিনা যায়না। অসাধারণ লিখেছেন দাদা ❤️🌼

সত্যিই টাকার মূল্যে কোনোদিন ও ভালোবাসা কেনা যায়না।টাকা দিয়ে সুখ কেনা যায়না, অনেকেই হয়তো ভাবে যে কেনা যায়।
একেবারে বাস্তবতার বহিপ্রকাশ এ কবিতা দাদা।

ভালবাসা, মন, প্রেম এগুলো অকৃত্রিম। অর্থ দিয়ে ত নয় ই, কোন কিছু দিয়েই এসব প্রকৃতপক্ষে কেনা যায় না। সুন্দর কবিতা

অর্থ দিয়ে যায় পাওয়া যায় এই দুনিয়ার সবই,
মন কখনো যায় কি কেনা ?
ভেবে দেখেছো তুমি ?

আপনার এই লাইন দুটি আসেই সবাইকে ভাবনায় পেলে দিলো। সবাই একটু ভাবলেই মানুষ বুজতে পারবে। আর বাকী কথাগুলো জাস্ট অসাধারণ হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা এই সুন্দর কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য 😊😊

বসন্তের এই উষ্ণতম ফুল ফোটার দিনে,
হৃদয় আমার শীতল আজি,
হৃদয়ে তুষার ঢাকে ।

বাহ! বাহ! বাহ!
খুব ভালোবাসা হৃদয়ে ভাসছে দাদার, হুম প্রিয়া তুমি থাকলে দূরে
হৃদয় শুধু তোমার ‍উষ্ণতা খুঁজে। হি হি হি হি খুব সুন্দর লিখেছেন দাদা।

আমার কি মনে হয় জানো?
হৃদয়ের ভাষা বোধহয় বোঝো না ।
তা যদি তুমি বুঝতে ?
তবে, টাকার মূল্যে ভালবাসা
যায় না কেনা ,
এ কথা তুমি মানতে ।
অর্থ দিয়ে যায় পাওয়া যায় এই দুনিয়ার সবই,
মন কখনো যায় কি কেনা ?
ভেবে দেখেছো তুমি ?

দাদা কি বলবো অসাধারণ লেখেছেনে ভালো বাসার মূল্য কবিতা। হৃদয় গেঁথে যাওয়ার মতো একটি কবিতা। যা পড়ে আমি মুগ্ধ হয়ে গেছি। দাদা আপনার কবিতার লাইন গুলো একবার না শত বার পড়তে ইচ্ছে করে। এতো সুন্দর ছন্দের মিল সাবলীল ভাষায় কবিতা লিখতে পারেন যা আমার কাছে খুবই ভালো লেগেছে। উপরের কয়েকটি লাইন আমার কাছে আরো ভীষণ ভালো লেগেছে। সত্যি বলেছেন দাদা ভালো বাসা ও মন কখনো টাকা দিয়ে কেনা যায় না। যা মন থেকে বুঝতে হয়। অনেক ব্যস্ততার মধ্যে আমাদের সুন্দর একটি কবিতা উপহার দিয়েছেন দাদা আপনার জন্য অবিরাম ভালো বাসা ও শুভকামনা রইল।

দাদা আপনার কবিতা নিয়ে আর কি আর বলব। আপনার প্রত্যেকটা কবিতা আমার কাছে অসাধারণ লাগে। আপনার কবিতার প্রত্যেকটা লাইন একএকটা অর্থ বহন করে।

শুধু তুমি জানো না,
জানতে কখনো চাইলেও না ,
কেন আমার মনটি খারাপ থাকে;
সতত শুধু তোমায় মনে পড়ে ।

আজকের কবিতাটি পড়ে, একদম মন ছুঁয়ে গেছে। বিশেষ করে এই কয়েকটা লাইন আমার অনেক অনেক ভালো লেগেছে দাদা।এত সুন্দর সুন্দর কবিতা লিখে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দাদা। আশাকরি প্রতিনিয়ত ও আপনার মাধ্যমে আমরা নতুন নতুন কবিতা শিখতে পারব এবং জানতে পারবো।

শুধু তুমি জানো না,
জানতে কখনো চাইলেও না ,
কেন আমার মনটি খারাপ থাকে;
সতত শুধু তোমায় মনে পড়ে ।

দাদা আপনার কবিতা পড়ে খুবই ভালো লাগলো। আসলে এই কবিতার মাঝে মিশে আছে মনের আবেগ ও অনুভূতিগুলো। ভালোবাসাগুলো এমনই হয়। মন খারাপের কারণ সে জানতে চায় না। হৃদয় দিয়ে উপলব্ধি করলে ভালবাসার গভীরতা অনুভব করা যায়। প্রিয় মানুষটি যখন নিজেকে আড়াল করে রাখে তখনও সে হৃদয়ের কোনে উষ্ণ ছোঁয়ায় ভালবাসার পরশ বুলিয়ে যায়। কখনো সে হয়তো জানতেও চায় না মন খারাপের সেই কারণ। তবুও শুধু তাকেই মনে পড়ে। দারুন একটি কবিতা লিখে সকলের মাঝে শেয়ার করেছেন এ জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দাদা। সেই সাথে আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো দাদা।

Greetings, I want to share the secret of the success of good earnings. I earned $1,000 a month and in many ways refused myself, but then a friend advised the site on making money. I took a chance and invested $ 100 and the very next day I earned $150, I hardly believed it
[ https://tinyurl.com/ywcp6jnn ]

আমার কি মনে হয় জানো?
হৃদয়ের ভাষা বোধহয় বোঝো না ।
তা যদি তুমি বুঝতে ?
তবে, টাকার মূল্যে ভালবাসা
যায় না কেনা ,
এ কথা তুমি মানতে ?

সত্যি দাদা অনেক সুন্দর হয়েছে কবিতাটি। অনেক সুন্দর করে প্রতিটি লাইন লিখেছেন। আমার কাছে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে

কালবোশেখীর ঝোড়ো হাওয়ায়
আজ স্বপ্নকুটির ভাঙে।

এই দুর্দান্ত লাইন আপনার লেখায় খুঁজে পাওয়া সম্ভব। আসলেই স্বপ্ন ভাঙে দমকা হাওয়ায়, ঝোড়ো বাতাসে। খুব ভালো লাগলো কবিতাটি।