জীবনে মোবাইল ফোন পাওয়ার অনুভূতিsteemCreated with Sketch.

in hive-129948 •  last year 

technology-3353701_1280.jpg

কপিরাইট ফ্রি ইমেজ : সোর্স - পিক্সাবে


আমার জীবনে আমি প্রথম মোবাইল ফোন হাতে পাই ২০০৭ সাল নাগাদ । জীবনের প্রথম কম্পিউটার পাওয়ার তুলনায় অনেকটাই দেরিতে মোবাইল পেয়েছি বলতে গেলে । প্রথম কম্পিউটার ১৯৯৯ সালে । প্রথম ল্যাপটপ ২০০৬ সালে । আর জীবনের প্রথম মোবাইল ২০০৭ সালে ।

তবে, এই তিনটি জিনিসের একটাও নতুন হিসেবে পাইনি । সবগুলোই প্রথমে ছিল আমার দাদার, অর্থাৎ আমার বড় ভাইয়ের । এগুলোই পরবর্তী কয়েক বছর পরে আমার হয়ে যায় । আর একটা চমকপ্রদ তথ্য শেয়ার করি আজ আমি আপনাদের সাথে । সেটি হলো আমি জীবনেও নিজের জন্য কোনোদিনই কোনো মোবাইল সেট কিনিনি এখনো অব্দি । আজ পর্যন্ত যতগুলো সেট ইউজ করেছি বা করছি সব গুলোই হয় আমার ভাইদের ইউজ করা সেট নতুবা তাদের কিনে দেওয়া সেট ।

আমার দাদা ২০০৫ সালে একটা নতুন মোবাইল সেট কেনে । মটোরোলার সেট । এতদিন পরে মডেলটা সঠিক মনে নেই । তবে সেটা ছিল কালার ফোন । তখন ছিল নোকিয়ার দাপট । নোকিয়ার সাদা-কালো সেটই তখন বেশি চলতো বাজারে । কিন্তু, আমার দাদা স্রোতের উল্টো দিকেই গিয়ে মটোরোলার সেট কেনে । আমার দাদা বরাবরই অমন ।

আমার মনে আছে সেটটি ছিল ছোট্ট । বড় জোর ইঞ্চি তিনেক লম্বা । দেড় ইঞ্চির কালার ডিসপ্লে । বাটন গুলো অদ্ভুত ধরণের, কিন্তু সুন্দর দেখতে । কয়েকটি গেম ছিল । একটার কথা মনে আছে । মোটর বাইকের রেসিং গেম । খুব খেলতাম এই গেমটি । গেমটি অনেকটাই পিসি গেম Roadrash এর মতো ছিল ।

মটোরোলার এই সেটটাই আমার হাতে আসে ঠিক তার দু'বছর পর । ২০০৭ সাল নাগাদ । আমি এটি এক বছর ধরে ইউজ করি । এরপরে আমার দাদার কেনা এবং ১ বছর ইউজ করে বাদ দেয়া Siemens এর একটি সেট আমার হাতে আসে । এটি ছিল দুর্দান্ত একটি সেট । মডেলটা আমার মনে আছে । SIEMENS C75। এই মোবাইলটি মটোরোলার সেটটার থেকে অনেকটাই লম্বা ছিল । ডিসপ্লে সাইজ ছিল ইঞ্চি চারেক । নেভিগেশন বাটন ছিল । যেটা দিয়ে মাউসের মতো কাজ করা যেত । সব চাইতে বড় কথা এটার ছিল LED ডিসপ্লে এবং ১.৪ মেগা পিক্সেল এর ক্যামেরা । mp3, mp4, avi প্রভৃতি ফাইল চালানো যেত ইজিলি । তাই গান, ভিডিও সব চলতো । ইচ্ছেমত গেম ডাউনলোড করে খেলা যেত । জাভা গেম সাপোর্ট করতো । গুগল ইউজ করা যেত অপেরা মোবাইল ব্রাউজার দিয়ে । আমি paypal এবং Gmail ইউজ করেছি পরবর্তীতে এই সেটেই । সেটটি ২০১০ অব্দি ইউজ করি আমি ।

২০০৯ সালে Samsung এর একটা ফোল্ডিং সেট কিনে দেয় দাদা বৌদিকে । এটারও মডেল আমার ভালো মনে নেই । তবে গ্যালাক্সি ট্যাব সিরিজের হবে সম্ভবত । কারণ অনেক দামি ছিল । সেটটা ফোল্ড করলে উপরে আরেকটা ছোট্ট ডিসপ্লে অন হয়ে যেত । এই সেটটা ছিল android অপারেটিং সিস্টেমের । ক্যামেরা ছিল হাই রেসল্যুশন এর । স্ক্রীন টাচ সেট, তবে বাটনও ছিল । এই সেটটাই এক বছর বৌদি ইউজ করার পরে ২০১০ সাল নাগাদ আমার হাতে আসে । আমি এই সেটে জিমেইল, ফেইসবুক, পেপ্যাল সব কিছুই চালাতাম । প্রচুর android গেমস ডাউনলোড করি । এর মধ্যে উল্লেখযোগ্য ছিল Angry Birds আর Plants vs Zombies । এই সেটটি প্রায় দু'বছর ইউজ করি ।

এরপরে ২০১২ সাল নাগাদ আমি দাদার একটি ইউজ করা সেট নিয়ে নিই । এটি ছিল আমার জন্য একটা বিস্ময় । কারণ সেটটির দাম ছিল ৩৫ হাজার টাকার মতো প্রায় । Windows XP ছিল এর অপারেটিং সিস্টেম । আমার জীবনে প্রথম ইউজ করা একমাত্র উইন্ডোজ সেট ছিল এটি । পিসির মতো প্রায় সব ধরণের apps ছিল এই উইন্ডোজ ফোনে । মোবাইল সেটটি ছিল HTC কোম্পানির । অনেক বড় সাইজের ছিল, বাটন লেস এবং fully screen touch। এই প্রথম সেট আমি ইউজ করি যেটার পুরোটাই ছিল ডিসপ্লে ।

এই উইন্ডোজ সেটটি আমার খুবই প্রিয় ছিল । তাই এটি আমি সুদীর্ঘ একটানা পাঁচ বছর ধরে ইউজ করি । এরপরে ২০১৭ সাল নাগাদ আমার দাদা আমাকে একটা সেট গিফট করে । Samsung মোবাইল সেট । এই সেটটি হলো আমার জীবনের প্রথম পাওয়া নতুন সেট । ইতিপূর্বে যতগুলো মোবাইল সেট ইউজ করেছি সব গুলোই ছিল ইউজড সেট । সেটটি কেনা খোদ Samsung এর দেশ থেকেই । ২০১৭ সালে দাদা দক্ষিণ কোরিয়া যায় । সেখান থেকেই এই সেটটি কিনে আনে আমার জন্য । সেটটি দুর্দান্ত । এখনো আছে আমার কাছে । একটাই প্রব্লেম । সেটা হলো ল্যাঙ্গুয়েজ । Samsung তাদের দেশ কোরিয়ার জন্য এক রকম সেট তৈরী করে আর বহির্বিশ্বের জন্য আরেক রকম তৈরী করে । তাদের দেশের সব সেটেই কোরিয়ান ল্যাঙ্গুয়েজ । সফ্টওয়ার ইউজ করে যদিও ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা হয়েছে কিন্তু সব সেটিংস চেঞ্জ করা যায়নি । এটি ইউজ করা তাই বেশ কিছুটা কঠিন ছিল আমার জন্য ।

এরপরে ২০১৮ সাল নাগাদ আমার ছোট ভাই আমাকে একটা নতুন সেট কিনে দেয় । Honor সেট । সেটটা এখনো আমার কাছেই আছে । ফাস্ট, হাই রেসল্যুশন ক্যামেরা, ব্যাটারি ব্যাকআপ টাইম ভালো, বড় ডিসপ্লে, ফেস রিকগনিশন, ফিঙ্গারপ্রিন্ট লক - এই সব ফিচারের সাথে সর্বপ্রথম পরিচিতি হয় আমার সেই সেটের মাধ্যমেই । এই Honor সেটটি ইউজ করি প্রায় তিন বছর যাবৎ ।

একদম সর্বশেষে যে সেটটি এখন ইউজ করছি সেটিও কিনে দেয় আমার ছোট ভাই । ২০২১ সালে । One Plus । Honor সেট থেকেও এটির ডিসপ্লে আকারে বড় । ক্যামেরা অনেক হাই রেসল্যুশন এর । ফিচারও Honor সেট এর তুলনায় অনেক বেশি । RAM 8 GB আর ROM 64 GB। বর্তমানে আমি এই সেটটাই ইউজ করছি ।

এটাই ছিল আমার মোবাইল সেট পাওয়ার ইতিবৃত্ত ।


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫২৫ ট্রন জমানো (Today's target : To collect 525 trx)


তারিখ : ১৪ জুলাই ২০২৩

টাস্ক ৩২৪ : ৫২৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫২৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : 42dd5d51aa3d89dff6d516290d99bbbcdff74bda08368f2d35df60ddc5cdacbe

টাস্ক ৩২৪ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

দাদা আপনি তো ২০০৭ সাল থেকে শুরু করে এই পর্যন্ত অনেকগুলো মোবাইল সেট ব্যবহার করেছেন দেখছি। আমি ২০০৬ সালে প্রথম ফোন হাতে পাই। মডেলটির নাম হচ্ছে নোকিয়া ৬৬০০। আমার স্পষ্ট মনে আছে আমার আব্বু কুয়েত থেকে ৩০ হাজার টাকা দিয়ে আমার জন্য এই মোবাইলটা কিনে এনেছিল। মোবাইলে সালমান খান এর তেরে নাম মুভির ভিডিও গান দেখে যে তখন কি ভালো লেগেছিল, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। মোটামুটি ২ বছর ব্যবহার করে ৬ হাজার টাকায় সেই মোবাইলটি বিক্রি করে দেই। তারপরে যে নোকিয়ার কতো মোবাইল ব্যবহার করেছি তার কোনো হিসাব নেই। নোকিয়া এন ৭০,৭৬১০ আরো অসংখ্য নোকিয়ার মোবাইল ইউজ করেছি। তবে সাউথ কোরিয়াতে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত স্যামসাং ফোন ব্যবহার করি। যাইহোক পোস্টটি পড়ে সত্যিই খুব ভালো লাগলো দাদা। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

যদিও দাদা, আমার হাতে উঠেছিল প্রথম নোকিয়া মোবাইল। তবে motorola ও সিমেন্স মোবাইল ব্যবহার করার কিছুটা হলেও ধারণা আছে, তবে সেসব আমার ছিল না, ছিল বন্ধুদের । লেখাটা পড়ছিলাম আর অতীত যেন কিছুটা হলেও খুঁজে পাচ্ছিলাম।

Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

Upvoted! Thank you for supporting witness @jswit.

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

দাদা আপনি তো দেখছি অনেক সেট ব্যবহার করেছেন। সত্যি দাদা বড় ভাইয়ের তুলনা হয় না। বড় ভাইয়েরা সব সময় ছোটদের দিয়ে থাকে সেটা হোক নতুন বা পুরাতন।আপনার বড় ভাই আছে বিধায় এমন সেট পেয়েছেন। যাইহোক অবশেষে নতুন একটি সেট পেলেন সেটাও আপনার বড় দাদার কাছ থেকে। আসলে এমন দাদা ঘরে ঘরে থাকলে সত্যি আর কিছুই লাগে না। আর কজনের বা এমন দাদার জিনিস ব্যবহার করতে পারে। ধন্যবাদ দাদা পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

দাদা তোমার জীবনে ফোনের গল্প নিয়েও তো একটা উপন্যাস লেখা যাবে দেখছি। ২০১৭ সালের আগে পর্যন্ত তুমি যে ফোন গুলো ব্যবহার করেছো সবই বড় দাদার ব্যবহার করা। তবে সেগুলোর ভিতরে আশা করি একটা ভালোবাসা বা মায়া ছিল।

Posted using SteemPro Mobile

তাহলে বলা যেতে ২০১৭-১৮ এবং ২১ সাল এ পাওয়ার তিনটি ফোন এখনো পর্যন্ত আপনার কাছে সংরক্ষিত আছে। দাদা প্রথম প্রথম ফোনগুলো ইউজ করাই হয় একদম নিউ ফোন হাতে পাওয়া হয় না সহজেই। আমি নিজেও আমার ভাইয়ার হাতের ফোনটা পেয়েছিলাম। কিন্তু পরবর্তীতে দুইবার কেনা হয়ে গেল। যাই হোক আপনার মোবাইল পাওয়ার ইতিবৃত্তি পড়ে খুব ভালো লাগলো।

এক সাথে আপনার জীবনের অনেক তথ্য পেলাম। সব থেকে অবাক করার বিষয় হলো ২০১৭ সালে প্রথম নতুন মোবাইল হাতে পেয়েছেন তার চেয়ে অবাক হলো আপনি কোটি কোটি টাকা ইনকাম করছেন অথচ নিজের জন্য কোন মোবাইল ফোন কিনেন নি। যারা ইতিহাস গড়ে তারা একটু ব্যাতিক্রমই থাকে। ধন্যবাদ দাদা।

আশা করি শ্রদ্ধেয় দাদা ভালো আছেন। আপনার জীবনে প্রথম মোবাইল পাওয়ার অনুভূতি পর খুব ভালো লাগলো। আপনার দাদা আপনাকে মোবাইল দিয়ে জেনে খুব ভালো লাগলো। আসলে সত্যি জীবনের প্রথম কোন কিছু পেলে খুব ভালো লাগে। আপনার অনুভূতিগুলো খুবই দুর্দান্ত হয়েছে। এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকবেন দাদা।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Definitely good to play epic games like Fortnite and horror ppsspp games

অবাক না হয়ে পারলাম না আসলে দাদা!একটা সেট ও নিজে কিনেন নি!আপনার এই সাধারণ চলা ফেরা দেখলে প্রচন্ড অবাক লাগে!আপনার মতো সাদামাটা লাইফ স্টাইল লিড করার জন্যে ঠিক কতটা স্বচ্ছ মনমানসিকতা লাগে তা ঠিক জানা নেই আমার।পড়েই মুগ্ধ হয়ে গেলাম।🤍

সত্যি দাদা জীবনের প্রথম মোবাইল ফোন পাওয়ার অনুভূতি একেবারে অন্যরকম ।আমিও ঠিক আপনার মত 2007 সালে প্রথম মোবাইল ফোন পেয়েছিলাম । তবে আমার ফোন টি ছিল একদম নতুন sonny Ericson k750i.দারুন অনুভুতি ছিল। আপনি নিজের জন্য একটি ফোন ও কিনেন নি সত্যিই অবাক লাগলো । অনেক দেরিতে হলেও শেষমেষ 2017 তে নতুন সেট পেয়েছিলেন জেনে ভালো লাগলো। আসলে আপনি সবার থেকে আলাদা। exceptional

Hi

আমারও আপনার মতন একই পরিস্থিতি দাদা শুরুটা হয় একদমই সেকেন্ড হ্যান্ড জিনিস দিয়ে। যেমন আমি প্রথম মোবাইল ফোন হাতে পেয়েছিলাম ২০১৮ সালে, সেটি ছিল আমার দাদার দু'বছর ধরে ব্যবহার করা ফোন। এখন আবার কিছুদিন আগে একটি ল্যাপটপ পেয়েছি ,সেটাও আবার আমার দাদার তিন বছর ধরে ব্যবহার করা। যাই হোক বড় দাদাদের ব্যবহার করা জিনিসই নিয়ে কাজ চালাতে হবে। তবে শেষ পর্যন্ত ২০১৭ সালে আপনার কাছে আপনার দাদার কিনে দেওয়া নতুন ফোন আসল আর এখন আপনার ভাইয়ের দেওয়া নতুন ফোন ব্যবহার করছেন জেনে ভালো লাগলো।

এখনো নিজের জন্য একটি মোবাইলও কিনেননি দাদা!!

স্নেক খেলতে কি যে ভাল লাগত নকিয়া ১১০০ বা ৩৩১০ এ। সেই অনুভুতি ছিল।

আপনার পোস্টটি থেকে দাদা একটা জিনিস বুঝতে পারলাম মোবাইল নিয়ে আপনার কখনোই খুব বেশি মাথা ব্যথা ছিল না। যে কোন একটা সেট হলেই চলতো। আপনার মত আমিও প্রথমদিকে ব্যবহার করা সেটগুলোই ব্যবহার করেছি। তবে একটা সময় মোবাইল কেনার প্রতি আমার প্রচন্ড আগ্রহ ছিলো। যদিও আর এখন তেমন একটা আগ্রহ নেই। এখন অবশ্য কাজের জন্যই মোবাইল ফোনটা বেশি ব্যবহার করা হয়। তবে আপনি যেই মোবাইল সেটগুলোর উল্লেখ করেছেন তার ভিতর সিমেন্সের মোবাইলটা আমার বেশ পরিচিত ছিলো। একসময় এই সেটটা আমি কিনতে চেয়েছিলাম। পরবর্তীতে কোন কারণে আর সেটা কেনা হয়নি। তবে আমার এক বন্ধু সিমেনসের ওই সেটটি ব্যবহার করতো। সেটটি আসলেই দারুন ছিলো। পোস্টটি পড়ে ভালো লাগলো ধন্যবাদ দাদা।

দাদার মোবাইল কাহিনী পড়তে পড়তে মনে হলো কোথায় যেন হারিয়ে গেলাম, বেশ অভিজ্ঞতা সম্পন্ন অনুভূতি, বড় ভাই থাকলে অটোমেটিক্যালি অনেক কিছুই হাতে চলে আসে। আমার জীবনের প্রথম মোবাইল সেটটিও ছিলো বড় ভাইয়ের ব্যবহৃত সেট, সেটাও কিন্তু মটোরোলার সেট ছিলো হি হি হি।

দাদা একটা বিষয় আশ্চর্য যে, ফোনের থেকে কম্পিউটার আগে পেয়েছেন। দাদা আমিও আপনার মতোই এখনো নিজের জন্য কোন ফোন কিনি নাই। জীবনে যেসব ফোন ইউজ করেছি বাবা কাকা আর বড় দাদাদের ইউজ করা ফোন। তবে আমার বাবাকে আমার ইনকামের টাকা দিয়ে নোকিয়া বাটন ফোন কিনে দিয়েছি। দাদা আসলে আপনি সবার সুখেই সুখী।