আমার বাংলা ব্লগ এক্স (টুইটার) অব দ্যা উইক || সপ্তাহ -০৭

in hive-129948 •  last year 

Twitter Cover.png

আমার বাংলা ব্লগ শুধুমাত্র একটা কমিউনিটি নয় বরং বাংলা ভাষায় সেরা কিছু প্রকাশের অন্যতম জনপ্রিয় মাধ্যম। আমার বাংলা ব্লগ কমিউনিটি প্রতিষ্ঠা করার পর হতে অদ্যবদি সকল ক্ষেত্রে সেরা অবদান নিশ্চিত করার চেষ্টা করে যাচ্ছে সদস্যদের নিয়ে। সত্যি বলতে কমিউনিটি শুধুমাত্র কমিউনিটি হিসেবে বিবেচনা করলে লাভের বিষয়টি হয়তো নিশ্চিত হয় কিন্তু এর বাহিরের বিষয়গুলো বিবেচনা করলে, সদস্যদের সাথে সংযোগ, সম্পর্ক, দক্ষতা এবং সফলতা সবগুলোই নিশ্চিত করা সম্ভব হয়। আর এই বিষয়গুলোকে সামনে রেখেই আমার বাংলা ব্লগ এগিয়ে যাচ্ছে তার কাংখিত লক্ষ্যে।

ভিন্ন ভিন্ন উদ্যোগ, কোয়ালিটি কিংবা সৃজনশীলতার সেরা কিছু উপস্থাপন এবং কাংখিত সাপোর্টের ক্ষেত্রে আমার বাংলা ব্লগ সব সময় নিজের ব্যতিক্রম অবস্থান ধরে রেখেছে। এরই ধারাবাহিকতায় এই সপ্তাহ হতে শুরু হচ্ছে এক্স (সাবেক টুইটার) অব দ্যা উইক। প্রমোশনের ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দেয়া এবং সেই সাথে সাথে ইউজারদের আরো বেশী অনুপ্রাণীত করা, আর সেটার কাংখিত ফলাফল আমাদের এই প্রচেষ্টা। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার প্রকাশ করার চেষ্টা করা হবে ধারাবাহিকভাবে। প্রতি বুধবার কমিউনিটির সকল ইউজারের টুইটারের রিপোর্ট হতে কাংখিত ইউজারদের বাছাই করা হবে এবং পয়েন্টস তালিকায় শীর্ষে থাকা ইউজারকে এক্স (টুইটার) অব দ্যা উইক ঘোষণা করা হবে।

যিনি এক্স (টুইটার) অব দ্যা উইক হওয়ার সৌভাগ্য অর্জন করবেন তাকে কমিউনিটির পক্ষ হতে বিশেষ সাপোর্ট দেয়া হবে। আমরা আশা করবো শুধুমাত্র সাপোর্ট নিশ্চিত করার জন্য নয় রবং এই প্লাটফর্মকে ভালোবেসে এবং কাংখিত প্রচারের উদ্দেশ্য নিয়ে সবাই যথাযথ নিয়ম অনুসরণ করে এক্স (টুইটারে) এ্যাকটিভ থাকার চেষ্টা করবেন। চলুন দেখে নেই এই সপ্তাহে সার্বিক ফলাফল।


এই সপ্তাহে মোট টুইট হয়েছে - 174 টি।
এ্যাকটিভ ছিলেন - 33 জন ইউজার।
কাংখিত পর্যায়ে ছিলেন - 13 জন ইউজার।


পয়েন্টস তালিকাঃ

SLUser IDTotal TweetsTotal Points
01@narocky71078+6+13+13+29+27+47=143
02@nevlu123116+16+8+9+21+73+26=159
03@tuhin0020713+13+32+10+17+22+11=118
04@samhunnahar0913+51+33+16+33+29+36=211
05@mohinahmed0744+50+34+22+21+35+40=246
06@tasonya114+14+23+14+13+16+22=106
07@jamal70723+14+25+49+25+27+45=208
08@bijoy107828+862+922+906+875+786+448=5627
09@emranhasan0720+36+47+47+33+57+66=306
10@limon880721+24+19+50+21+23+17=175
11@fasoniya07193+375+322+368+376+469+240=2343
12@bdwomen0713+8+47+49+20+32+28=197
13@shimulakter0718+36+49+69+144+64+76=456


এই সপ্তাহের বিজয়ীঃ

এক্স (টুইটার) অব দ্যা উইক হলেন- @bijoy1


@bijoy1 এর এক্স (টুইটার) হ্যান্ডেল : https://twitter.com/bijoy1__2024_SB


@bijoy1 এর সপ্তাহের কিছু সেরা টুইটের স্ক্রিনশট :


Screenshot 2024-02-29 153611.png

Screenshot 2024-02-29 153626.png

Screenshot 2024-02-29 153634.png


পুরস্কার : চলমান সপ্তাহে @bijoy1 এর যে কোনো একটি পোস্টে $৫০ এর আপভোট


পুরস্কার প্রদান সম্পন্ন


ABB X of The Week 07 :: Prize Distribution


DateAuthorPost LinkUpvote Amount
2024-02-28@bijoy1নাটক রিভিউ : - ভালোবাসার লক্ষীপ্যাঁচা$50



------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫৫৫ ট্রন জমানো (Today's target : To collect 555 trx)


তারিখ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪

টাস্ক ৫১৩ : ৫৫৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫৫৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : 434eefaf9a6481167029f7b1e8d998344cac4dc9e47d92d803b919c62db4c2d3

টাস্ক ৫১৩ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

»»——⍟——««

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

এই সপ্তাহে আমি টুইটার অব দ্যা উইক হতে পেরে খুবই আনন্দিত।আসলে প্রতিদিন চেষ্টা করি পোস্ট প্রমোশনের জন্য টুইটারে শেয়ার করতে।আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা,আমাদের জন্য এই স্পেশাল আয়োজনের উদ্যোগ নেয়ার জন্য।আপনি সবসময়ই আমাদের জন্য ভালো কিছুই চিন্তা করেন, যেটা প্রত্যেকটা ইউজারের জন্যই ভালো কিছু বয়ে আনে।কৃতজ্ঞতা এবং ভালোবাসা রইলো দাদা।

টুইটারে অফ দ্যা উইকে যে বিজয়ী হয়েছে তাকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে তার একটিভিটি ধরে রেখেছে। ধন্যবাদ আপনাকে।

This is a well detailed twitter report that you have shared Dada.

Congratulations to @bijoy1 for being the best for this week, more wins.

Thank you very much Dada for this report ❤️❤️❤️

Posted using SteemPro Mobile

আপনাকেও অবেক অনেক ধন্যবাদ জানাই আমাকে অভিনন্দন জানানোর জন্য৷ খুব ভালো লাগলো আপনাদের সকলের ভালোবাসা পেয়ে।

Posted using SteemPro Mobile

@bijoy1 অভিনন্দন ভাই।
এক্স (টুইটার) অব দ্যা উইক দেখে অনেক ভালো লাগলো। দাদা আপনার উদ্যোগ গুলো সত্যি আমাদের ভালোর জন্য। সবাই প্রতিনিয়ত সাপোর্ট পাচ্ছে দেখে সত্যি ভীষণ ভালো লাগে। দাদা আপনার জন্য অনেক দোয়া ও ভালোবাসা ❣️

দাদার এই উদ্যোগে আমি অনেক খুশি। ওনার সকল উদ্যোগ আমার ও আমাদের সবার অনেক ভালো লাগে৷

Posted using SteemPro Mobile

Well detailed report from you dada on the list of the top users and their respective point, commendable effort everyone.

A special congratulations though to @bijoy1🙂 enjoy it, it's a privilege most do not have.🤌

I hope this initiative continues

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য৷ চেষ্টা করব এই ধারাবাহিকতা সবসময় বজায় রাখার।

Posted using SteemPro Mobile

এই সপ্তাহে বিজয় ভাইয়া টুইটার অব দ্যা উইক নির্বাচিত হয়েছেন দেখে অনেক ভালো লাগলো। বিজয় ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা রইল। দাদা আপনি "টুইটার অব দ্যা উইক" বিজয়ীর নাম তুলে ধরেছেন আর পোস্ট করেছেন দেখে ভালো লাগলো।

প্রথমেই @bijoy1 ভাইকে আমার পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই সপ্তাহে এক্স (টুইটার) অব দ্যা উইক হিসেবে উনাকে নির্বাচিত করা হয়েছে দেখে সত্যি খুবই ভালো লেগেছে। আর উনার অ্যাক্টিভিটিস ছিল অনেক বেশি ভালো। অসংখ্য ধন্যবাদ দাদা উনাকে সিলেক্ট করার জন্য। আশা করছি প্রত্যেকটা সদস্যের নাম এখানে দেখতে পাবো।

আমিও আশা করি সবার নাম যেন ধারাবাহিকভাবে এই রিপোর্ট এ দেখতে পারি৷ তবে আমার নাম যখন এই রিপোর্ট এ দেখি তখন আমি এতটাই মুগ্ধ হয়ে যাই, যা বলার কোনো ভাষা নেই৷

Posted using SteemPro Mobile

Upvoted! Thank you for supporting witness @jswit.

@bijoy1 এর একটিভিটিস খুবই ভালো ছিল এবং কি উনাকে এক্স (টুইটার) অব দ্যা উইক হিসেবে বাছাই করা হয়েছে দেখেই তো আমার অনেক ভালো লেগেছে। ওনাকে এই জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সবকিছুকে ভালোভাবে দেখেই সিলেক্ট করা হয়েছে। এটার মাধ্যমে সবাই আরো বেশি উৎসাহিত হবে আস্তে আস্তে। ধন্যবাদ দাদা রিপোর্টটা সুন্দর করে শেয়ার করার জন্য।

একদমই ঠিক বলেছেন। আমিও যখন আমার নাম এই পোস্টে দেখতে পাই তখন একেবারে অবাক হয়ে যাই।

Posted using SteemPro Mobile

বিজয় ভাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার এক্টিভিটিস দেখছি টুইটারে কমে গিয়েছে। ব্যস্ততার কারণে সব এলোমেলো হয়ে যাচ্ছে। পরের বার থেকে আবার শুরু করবো ইনশাআল্লাহ। সবার জন্য শুভকামনা 🌼

শুনে খুব খুশি হলাম আপনি আবার টুইটার প্রমোশন এর বেপারে আরো সময় দিবেন। এর ফলে আমাদের এই প্ল্যাটফর্ম অনেক এগিয়ে যাবে।

Posted using SteemPro Mobile

অভিনন্দন @bijoy1 🎉✨🥳 🤞
আপনি আপনার চমৎকার কাজের পুরস্কার পেলেন দাদার মাধ্যমে। নিঃসন্দেহে আপনি টুইটারে নিজের সেরাটা দিয়ে এই অবস্থানে পৌঁছাতে পেরেছেন। শুভ কামনা রইলো আপনার জন্য।

অসংখ্য ধন্যবাদ দাদা ❤️ বরাবরের মতো সদস্যদের চমৎকারভাবে অনুপ্রাণিত করার জন্য। আপনার তুলনা সবসময়ই আপনি নিজে 🤗
দোয়া রইল পুরো পরিবারের জন্য।

Posted using SteemPro Mobile

প্রথমেই যেদিন আপনি টুইটার অফ দা উইক হয়েছিলেন, তখন থেকেই আমারও অনেক ইচ্ছে ছিল আমিও টুইটার অফ দা উইক হব৷ আজকে এর সফলতা অর্জন করলাম।

Posted using SteemPro Mobile

অভিনন্দন এ সপ্তাহে নির্বাচিত টুইটারে অব দা ইউিক ভাই কে ৷ আসলে আমার বাংলা ব্লগ মানে ভিন্ন ধর্মী কিছু আয়োজন ৷ যেখানে সব কমিউনিটির উর্ধে ৷ আর যার জন্য বড় অবদান আমাদের বড় দাদার ৷
এভাবেই এগিয়ে যাক আমাদের কমিউনিটি এমনটাই প্রত্যাশা করি৷

প্রথমেই অভিনন্দন জানাচ্ছি @bijoy1 কে টুইটার অফ দ্যা উইক নির্বাচিত হওয়ার জন্য। উনার পোস্টের ইমপ্রেশনস ছিলো আকাশছোঁয়া। আমার জানামতে এই ইনিশিয়েটিভ চালু হওয়ার পর থেকে এই পর্যন্ত এটাই সর্বোচ্চ ইমপ্রেশনস একজন ইউজারের। যাইহোক সবার উচিত এক্টিভিটি বৃদ্ধি করা এবং প্রমোশনের ব্যাপারে আরও আগ্রহী হওয়া। এই পোস্টটি আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

Posted using SteemPro Mobile

হটাৎ করে আমার পোস্ট এর এত ইম্প্রেশন দেখে আমিও অবাক হয়ে গিয়েছিলাম৷ তারপর থেকে টুইটার এ আরো একটু ভালো এক্টিভিটিস দিলাম৷

Posted using SteemPro Mobile

বিজয় ভাইয়ের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তবে একটা বিষয়ে খেয়াল রাখা দরকার যে টুইটারে অর্গানিক ভাবে ইম্প্রেশন করলেই আসলে লাভ পাওয়া যাবে। ধন্যবাদ দাদা ♥️।

অনেক ধন্যবাদ দাদা। আমাকে অভিনন্দন জানানোর জন্য। অর্গানিক ভাবে ইম্প্রেশন করার চেষ্টা করে যাচ্ছি দাদা।

Posted using SteemPro Mobile

টুইটার অব দ্যা উইক হিসেবে bijoy কে দেখে খুব ভালো লাগলো।আসলে দাদা আপনি সবাইকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সব সময় সাপোর্ট করছেন এটা নিতান্তই আপনার বড় মনের প্রকাশ। অনেক অনকে ধন্যবাদ দাদা।।

এ সপ্তাহের টুইটার অব দ্যা উইক @bijoy1 ভাইকে দেখে অনেক ভালো লাগলো ৷ অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইল @bijoy1ভাইয়ের জন্য ৷ এবং অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে ৷ এভাবে আমাদের সাপোর্ট করার জন্য এবং স্টিমিট প্ল্যাটফর্মকে ভালো কিছু দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ল৷

Posted using SteemPro Mobile

Hi @rme I know you are running STEEM witness. The steemit still has the API issue. Who's in charge of the maintenance of steemit? Why does steemit neglect this issue for more than 3 days? Do you know any reasons about it? Have STEEM witnesses discussed this issue?

ঠিক বলেছেন দাদা, এটি শুধুমাত্র একটি কমিউনিটি নয় বরঞ্চ নিজের মাতৃভাষায় সবকিছু প্রকাশের অন্যতম একটি মাধ্যম। এই কমিউনিটি এতদূর পর্যন্ত আসতে পেরেছে শুধুমাত্র আপনার প্রচেষ্টায়, দাদা। আপনাকে এজন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এছাড়াও বিভিন্ন ধরনের উদ্যোগের মধ্য দিয়ে এই কমিউনিটি আরও এগিয়ে যাচ্ছে তারই মধ্যে একটি হচ্ছে টুইটার অফ দা উইক। এবারের ব্লগার অব দ্য উইক বিজয় ভাইকে অভিনন্দন জানাই, সেই সাথে সকলকে অভিনন্দন জানাই যারা যারা প্রমোশন করে যাচ্ছেন। আপনি না থাকলে হয়তো দাদা কোনো কিছুই বাস্তবায়ন করা সম্ভব হতো না, এজন্য আপনার প্রতিও অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

God bless you, colleague engineer in computer systems, a big hug.

খুব ভালো বাংলায় এরকম community দরকার আমিও অনেক কিছু বাংলায় post করতে চাই।

টুইটার অব দ্যা উইক এপিসোডটি আমার বাংলা ব্লগের একটি নতুন সংযোজন। আর এই নতুন সংযোজনে অংশ গ্রহন করে প্রতিটি ইউজার বেশ উৎসাহিত হচ্ছে এটাও আমার বিশ্বাস। শুভ কামনা রইল তাদের প্রতি যারা এই নতুন সংযোজনে নিজেদের কে তুলে ধরতে সক্ষম হচেছন। ধন্যবাদ দাদা প্রতিবেদন টি ‍সুন্দর করে প্রকাশ করার জন্য।