আমার নতুন প্রজেক্ট - "Crypto Inheritance Wallet Card" - Update 11steemCreated with Sketch.

in hive-129948 •  last year 

পড়ুন পূর্বের এপিসোডগুলো : [এপিসোড ০১] [এপিসোড ০২] [এপিসোড ০৩] [এপিসোড ০৪] [এপিসোড ০৫] [এপিসোড ০৬] [এপিসোড ০৭] [এপিসোড ০৮] [এপিসোড ০৯] [এপিসোড ১০]


আজকের সংক্ষিপ্ত আপডেট এনাউন্সমেন্টে জানাতে চাই যে আমার শখের "Crypto Inheritance Wallet Card" প্রজেক্ট এর বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আনা হয়েছে । যদিও এসকল আপডেট এখনো লাইভে আনা হয়নি । তবে, অফলাইনে আপডেটের কাজ চলছে । সমস্যা যেটা হলো সেটা টাইম নিয়ে । বর্তমানে হাতে একদমই টাইম নেই বললেই চলে । তার মাঝেও প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে ৪০-৪৫ মিনিট টাইম বের করি আমার এই শখের প্রজেক্টটির জন্যে ।


এবার আসি কী কী আপডেট আনতে চলেছি সে সকল বিষয়ের উপর একটা সংক্ষিপ্ত রেখাপাতে -

০১ মাস্টার কী/এনক্রিপশন কী ইনহেরিটেন্স ব্যাকআপ ফিচার

০২ সীড সুইচিং ফিচার

০৩ নিউ কয়েন অ্যাড (আপ টু ৫০০)


আজকের পোস্টে আমি "মাস্টার কী/এনক্রিপশন কী ইনহেরিটেন্স ব্যাকআপ ফিচার" নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করছি । পরবর্তীতে বাকি আপডেট গুলো নিয়ে আলোচনা করবো ।


আপডেট ০১ :


আমার এই প্রজেক্টটি মূলত এনক্রিপশন এর উপরেই বেজ করে । তাই, এনক্রিপশন কী বা পাসওয়ার্ড-ই আসলে সব কিছু । ধরুন আপনি আপনার মাস্টার কী ইউজ করে আপনার যাবতীয় ক্রিপ্টো ওয়ালেট এনক্রিপ্ট করে সেগুলোর প্রিন্ট আউট ব্যাক রাখলেন । এ ক্ষেত্রে যতক্ষণ না আপনার মাস্টার কী আপনার উত্তরাধিকার যিনি থাকবেন তার সাথে শেয়ার না করবেন ততক্ষন অব্দি এটা আপনার অবর্তমানে recoverable হবে না । আবার আপনি যে মুহূর্তে আপনার মাস্টার পাসওয়ার্ড আপনার উত্তরাধিকারকে শেয়ার করবেন সেই মুহূর্ত হতে তিনিও আসলে আপনার যাবতীয় ক্রিপ্টো ওয়ালেট গুলোর মালিক বনে যাবেন । এবং আপনার বিনা অনুমতিতেই চাইলেই কিন্তু তিনি সকল ক্রিপ্টো ওয়ালেট এক্সেস করতে পারবেন । এই প্রব্লেমটা সল্ভ করা হয়েছে এই আপডেটে ।

সফটওয়্যার এর নেক্সট ভার্শনে Backup/Restore Password নামে একটা নিউ অপশন অ্যাড করা হয়েছে । এটার মাধ্যমে আপনি আপনার মাস্টার পাসওয়ার্ড এর সেফ ইনহেরিট্যান্স ব্যাকআপ নিতে পারবেন । তো চলুন দেখে নেওয়া যাক -


ধরুন আপনার মাস্টার কী হলো 936b57dc5b18567557372060fa9b2cc5332a38e6ffe432a17855f6662ecf9157

এই কীটি আপনাকে এমনভাবে ব্যাকআপ রাখতে হবে যাতে সেটা পুরোপুরি নিরাপদ থাকে । তো চলুন শুরু করা যাক ।

প্রথমে সফটওয়্যার এর পাসওয়ার্ড সেক্শনে গিয়ে *Backup/Restore এ ক্লিক করতে হবে । একটা পপ আপ উইন্ডো ওপেন হবে -

Screenshot 2023-09-18 145238.png


এবার এই পপ আপ উইন্ডোর পাসওয়ার্ড ফিল্ডে আপনার মাস্টার পাসওয়ার্ডটি দিন -

Screenshot 2023-09-18 145531.png

দেখুন দুটি আলাদা আলাদা বক্সে পাসওয়ার্ডটি স্প্লিট হয়ে গিয়েছে । প্রথম অংশটি হলো JtDxcrX6WGfFMfQ8veB4b7AfwqNRJSGuGcXYtf4gj8GnG

এটি আপনার লকার কপি । অর্থাৎ, এই কপিটি আপনি সযত্নে আপনার ব্যাংকের লকারে রেখে দেবেন যার নমিনি থাকবে আপনি যাকে উত্তরাধিকারী করবেন তিনি ।

আর দ্বিতীয় অংশটি হলো HQDAiB1EzftJXtU94S5gXJNbbmN9fDUaLVQRRk2tDLHfB

এই অংশটি হলো আপনার ইনহেরিটেন্স কপি । অর্থাৎ, এই কপিটি আপনার উত্তরাধিকারকে দেবেন ।

আপনার ব্যাংকের লকারে থাকা অংশ এবং আপনার উত্তরাধিকারীর কাছে থাকা অংশ, এই দুটি অংশেরই একত্রে দরকার আপনার মাস্টার পাসওয়ার্ডটি রিস্টোর করতে । মনে রাখবেন আপনার মাস্টার পাসওয়ার্ডটি স্প্লিট করে সেই অংশদুটিকে ব্লেন্ড করে আবার সেগুলোকে জোড়া দিয়ে base58 এনকোডিং algorithom দিয়ে এনকোড করে দুটি আলাদা ব্যাকআপ create করা হয়েছে । তাই কোনো একটি অংশ দিয়ে বা তার থেকে মাস্টার পাসওয়ার্ড রি-জেনারেট করা ইম্পসিবল ।

আর আপনার অবর্তমানে আপনার উত্তরাধিকার ভিন্ন আর কেউ যদি কোনোক্রমে লকারের ওই কপিটির ব্যাকআপ জেনেও ফেলে তবে সেটাও নিরাপদ । দুটি কপি এবং এই সফটওয়্যার ছাড়া মাস্টার পাসওয়ার্ড রিকোভার সম্ভব নয় । আপনি আপনার লকার ব্যাকআপ কপির একাধিক প্রতিলিপি তৈরী করে ভিন্ন ভিন্ন লকারে সেভ রাখতে পারবেন । তাহলে, একটি হারিয়ে বা চুরি হয়ে গেলেও অন্যগুলি নিরাপদে থাকবে ।


এবারে আসি দুটি ব্যাকআপ কপি ইউজ করে কি ভাবে আপনার মাস্টার পাসওয়ার্ড রিকোভার হবে -

এই অংশটি আপনার অবর্তমানে আপনার উত্তরাধিকারীর ইউজের জন্য ।

Backup ট্যাবের পাশে Restore ট্যাবে ক্লিক করুন -

Screenshot 2023-09-18 150748.png


এবারে প্রথম ফিল্ডে আপনার লকার কপির কীটা এন্টার করুন । আর দ্বিতীয় ফিল্ডে আপনার ইনহেরিটেন্স কপির কীটা এন্টার করুন -

Screenshot 2023-09-18 151000.png


এবারে নিচের Restore বাটনে ক্লিক করুন । দেখুন লকার কী JtDxcrX6WGfFMfQ8veB4b7AfwqNRJSGuGcXYtf4gj8GnG এবং ইনহেরিট্যান্স কী HQDAiB1EzftJXtU94S5gXJNbbmN9fDUaLVQRRk2tDLHfB দুটি কী বেমালুম জোড়া লেগে গিয়ে মাস্টার কী 936b57dc5b18567557372060fa9b2cc5332a38e6ffe432a17855f6662ecf9157 পুনরুদ্ধার হয়ে গিয়েছে । মজাই মজা।

Screenshot 2023-09-18 151439.png


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫৫৫ ট্রন জমানো (Today's target : To collect 555 trx)


তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৩

টাস্ক ৩৮৮ : ৫৫৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫৫৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : eb3a171a277a8bb297d84effc594c58620790f57dd84dec7b4da04aae8ad5f4f

টাস্ক ৩৮৮ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

দাদা আপনার প্রতিটা উদ্যোগ বেশ অসাধারণ। সময় স্বল্পতার মাঝেও প্রতিনিয়ত আপনি চেষ্টা করছেন আপনার শখের প্রজেক্ট সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ঘুমোতে যাওয়ার আগে প্রত্যেকদিন ৪০ থেকে ৪৫ মিনিট এই প্রজেক্ট এর পেছনে সময় দিয়ে থাকেন জেনে বেশ ভালো লাগলো। মাস্টার কী নিয়ে আপনি আজকে আমাদের মাঝে দারুণ আলোচনা করেছেন দাদা। ধন্যবাদ এত সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য।

দাদা আপনার নতুন প্রজেক্ট নিয়ে নেয়া উদ্যোগ বেশ প্রশংসনীয়।আপনি রাতে ঘুমাতে যাওয়ার আগে এই প্রজেক্টের কাজগুলো করেন।আর তাইতো আমরা নতুন নতুন কিছু দেখতে পাচ্ছি।আপনি মাস্টার কী নিয়ে আলোচনা তুলে ধরেছেন। খুব ভালো লাগলো দাদা।ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে পোস্টে তুলে ধরার জন্য।

দাদা দেখতে দেখতে আপনার নতুন প্রজেক্টের এগারো তম পর্ব দেখে ফেললাম। আজকের পর্বটি খুবই গুরুত্ব পূর্ণ। এমন ভাবে কেউ চিন্তা করেছে কিনা সেটা আমার জানা নেই। যেখানে উত্তরাধিকারীর ইউজের জন্যই পাসওয়ার্ড রেখেছেন। আপনার চিন্তা ধারা গুলো খুবই গভীর। ধন্যবাদ দাদা।

আসলেই বেশ মজার।
এত জটিল বিষয় এতটা সহজ করে তৈরি করে ফেললেন। আপনার এই টুলস আমাদের খুব প্রয়োজন ছিলো। আপনাকে অনেক ধন্যবাদ দাদা।

আপনি এতো ব্যস্ততার মাঝেও শখের প্রজেক্ট এর পিছনে অনেক সময় দিয়ে যাচ্ছেন দাদা। আসলেই দাদা আপনার কোনো তুলনা হয় না। গোল্ড বা অন্যান্য দামী জিনিস যেমন ব্যাংকের লকারে রেখে দেই আমরা, তেমনি ব্যাংকের লকারে আলাদা লকার কপিও রেখে দেওয়া যাবে। মোটকথা কষ্টার্জিত উপার্জন উত্তরাধিকাররা নিঃসন্দেহে ভোগ করতে পারবে। এমন গভীরভাবে আমার মনে হয় না কেউ ভেবেছে কী নিরাপত্তার জন্য। যাইহোক আমাদেরকে নিয়ে সবসময় ভাবার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা। ভালো থাকবেন সবসময়।

সত্যি বলতে দাদা আমি কিছুই বুঝিনি! তবে যেটা বুঝলাম ভালো একটি প্রজেক্ট আপনি নিয়ে আসছেন এতো ব্যস্ততার পরেও।

দাদা ইউজারদের কে নতুন কিছু দেওয়ার জন্য আপনি রাত জেগে জেগে এত গুরুত্ব দিয়ে কাজগুলো করেন। আর আপনার আরও একটি উদ্ভাবন আজ আপনি আমাদের মাঝে শেয়ার করলেন। আপনার আজকের উদ্ভাবনগুলো আমাদের জন্য অনেক উপকারী । ধন্যবাদ দাদা আপনাকে ইউজারদের কে এত সুন্দর কিছু উপহার দেওয়ার জন্য।

দাদা আপনি প্রতিনিয়ত ইউজারদের কথা মাথায় রেখে এক একটি নতুন প্রজেক্ট আমাদের মাঝে নিয়ে আসছেন।ব্যস্ততার মাঝেও নতুন নতুন সব পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।সিকিউরিটি রিলেটেড পদক্ষেপটি চমৎকার ছিল।অনেকটা উপকার হবে আমাদের জন্য এটি ।দাদা ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

ইনহেরিটেন্স বেকাপ ফিচারটি খুব দারুন হয়েছে। এনক্রিপ্ট করার পর জেনারেটকৃত একটি অংশ হলেও কাজ হবেনা। দুটোকেই জোড়া দিয়ে রিস্টোর করতে হবে পাসোয়ার্ড। দারুন ব্যাপার দাদা। এভাবে উত্তরাধিকার ও নমিনীর মাঝে সমন্বয় থাকবে আমার অবর্তমানেও। খুব চমৎকার হয়েছে ব্যাপারটি। আপনার এই প্রজেক্ট দাদা এই সময়ের ডিজিটার নিরাপত্তায় খুব কার্যকরী ও ইউনিক।