আমার নতুন প্রজেক্ট - "Crypto Inheritance Wallet Card" - Update 01steemCreated with Sketch.

in hive-129948 •  last year 

Screenshot 2023-07-15 132304.png

প্রতীকী ছবি


পড়ুন পূর্বের এপিসোডটি : https://steemit.com/hive-129948/@rme/crypto-inheritance-wallet-card


আমার এই প্রজেক্টটি মূলত করা শুধু এই জন্য যে যাঁরা তাঁদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিজেদের ক্রিপ্টো এসেট গুলো খুব সুরক্ষিত ভাবে সংরক্ষণ করে যেতে পারেন এবং যাঁদের প্রযুক্তিগত নলেজ খুব একটা বেশি নয় । এই লক্ষে এই বিশেষ প্রজেক্টটি হাতে নিয়েছি আমি ।

প্রজেক্টটিকে আমি মূলত তিনটি ধাপে ভাগ করে নিয়েছি -

০১. ওয়েব অ্যাপ ভিত্তিক প্রজেক্ট
০২. উইন্ডোজ অ্যাপ ভিত্তিক প্রজেক্ট
০৩. এন্ড্রোয়েড অ্যাপ ভিত্তিক প্রজেক্ট

এর মধ্যে আমি প্রথম শুরু করেছি "ওয়েব অ্যাপ ভিত্তিক প্রজেক্ট" নিয়ে । এই প্রজেক্টে অনলাইন এবং অফলাইন দু'টি অপশন-ই রাখা হচ্ছে । ওয়েব অ্যাপ ভিত্তিক প্রজেক্ট এর কাজ ইতিমধ্যে ৬০% কমপ্লিট । আসল যে কাজটি অর্থাৎ এনক্রিপশন এর কাজটি সেটা শেষ করেছি । যেহেতু এটা আমার একটা শখের প্রজেক্ট তাই খুব একটা টাইম দিতে পারছি না এর পিছনে । মাঝে মাঝে ভোরবেলাটায় ৪০-৪৫ মিনিট টাইম ব্যয় করছি এই প্রজেক্টটির পিছনে ।

এখন বলি এই প্রজেক্টটি কি ভাবে কাজ করে ?


০১. প্রথমে ওয়েব অ্যাপটি দিয়ে আপনার ক্রিপ্টো কারেন্সী ওয়ালেটের প্রাইভেট কীটা একটি মাস্টার পাসওয়ার্ড দিয়ে এনক্রিপ্ট করে নেবেন খুব সহজেই । আপনি সারা জীবনে একটিমাত্র লং ক্যারেক্টার এর পাসওয়ার্ড দিয়ে আপনার সকল ক্রিপ্টো কারেন্সী ওয়ালেটের প্রাইভেট কী এনক্রিপ্ট করে রাখতে পারবেন । অর্থাৎ, সারা জীবনে একটিমাত্র পাসওয়ার্ড মনে রাখলে আপনার যে কোনো ক্রিপ্টো ওয়ালেটের প্রাইভেট কী আজীবনের জন্য সুরক্ষিতভাবে সংরক্ষণ করতে পারবেন । সেক্ষেত্রে মাস্টার পাসওয়ার্ডটি কিন্তু খুবই স্ট্রং দেবেন এবং কোথায় না লিখে রেখে নিজের ব্রেইন এ সেভ রাখাটাই উত্তম । আর যিনি আপনার উত্তরাধিকারী হবেন আপনি শুধু তাকেই মাস্টার পাসওয়ার্ডটি শেয়ার করতে পারেন ।

০২. প্রাইভেট কী এনক্রিপ্ট করে অ্যাপ দিয়ে একটি QR কোড জেনারেট করে নেবেন । এরপরে এনক্রিপ্টেড ডেটা এবং QR কোড উভয়ই ডিজিটালি এবং ফিজিক্যালি (পেপার/মেটাল/উডেন/ক্লথ প্রিন্টেড) করে সংরক্ষণ করে নেবেন । এছাড়াও প্রতিটি ক্রিপ্টো কারেন্সী ওয়ালেটের প্রাইভেট কী (এনক্রিপ্টেড) দিয়ে সুদৃশ্য ক্রিপ্টো ওয়ালেট কার্ড তৈরী করে সংরক্ষণ করে রাখতে পারবেন । যেহেতু এগুলো স্ট্রং পাসওয়ার্ড দিয়ে এনক্রিপ্টেড তাই আপনি পাবলিকলি এগুলো শেয়ার করলেও কোনো সিকিউরিটি ইস্যু তৈরী হওয়ার কোনো চান্স থাকবে না ।

০৩. এনক্রিপ্টেড ডেটা মূলত Base64 ফরম্যাটে থাকে । কিন্তু, আপনি ইচ্ছে করলে অ্যাপটি দিয়ে এটাকে ১০টি ভিন্ন ফরম্যাটে এনকোড করে নিতে পারবেন । এগুলো হলো - Hexadecimal, Text, Binary, Decimal, Base58, Base58Check, Base64, Rfc1751, Poetry এবং Rot13।

০৪. এরপরে যখনই আপনার ক্রিপ্টো ওয়ালেটটির প্রাইভেট কী টা (আন-এনক্রিপ্টেড) দরকার হবে ক্রিপ্টো টোকেন ট্রান্সফার বা ওয়ালেট রিস্টোর এর জন্য তখন আপনি দু'ভাবে এটিকে আবার আন-এনক্রিপ্ট করতে পারবেন । প্রথমটি হলো - অ্যাপটি ওপেন করে QR কোড ডিজিটালি ফাইল সিলেকশন এর মাধ্যমে লোড করে বা ক্যামেরা দিয়ে স্ক্যান করে এবং দ্বিতীয়টি হলো - সরাসরি এনক্রিপ্টেড ডেটা ইনপুট করে (কপি-পেস্ট ডিরেক্টলি) । যে কোনো দু'টি মাধ্যমেই আপনি মুহূর্তের মধ্যে আপনার এনক্রিপ্টেড ক্রিপ্টো ওয়ালেটটি ডিক্ৰিপ্ট করতে পারবেন । তবে ডিক্ৰিপ্ট করার সময় অবশ্যই সেম পাসওয়ার্ড ইউজ করতে হবে । অর্থাৎ, আপনি যে পাসোয়ার্ডটি দিয়ে আপনার ক্রিপ্টো ওয়ালেটটি এনক্রিপ্ট করেছিলেন ঠিক সেই পাসওয়ার্ডটিই দিতে হবে ।

ব্যাস হয়ে গেলো । খুবই সিম্পল ।


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫২৫ ট্রন জমানো (Today's target : To collect 525 trx)


তারিখ : ২৩ জুলাই ২০২৩

টাস্ক ৩৩৩ : ৫২৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫২৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : 626f97e6f6bdaa27e166c39a4234e54f5c5f3ee6e5789460db30a47235bae425

টাস্ক ৩৩৩ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

দাদা আপনার উদ্যোগ সব সময় অসাধারণ। সত্যি দাদা আপনি দারুণ একটা উদ্যোগ নিয়েছেন।আপনার হাতে সময় কম থাকার পরেও আপনি আমাদের জন্য কাজ করে যাচ্ছেন এটাই অনেক। দোয়াকরি আপনার চেষ্টা তারাতাড়ি সফল হোক। ধন্যবাদ দাদা।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

দারুন একটা প্রজেক্ট হাতে নিয়েছেন আমাদের কি গুলোর নিরাপত্তার স্বার্থে। সত্যিই ভালো একটা উদ্যোগ যাদের এই বিষয়ে অভিজ্ঞতা এবং জ্ঞান কম তাদের জন্য খুবই উপকারী। সব ধরনের পরিকল্পনা সফল হোক সেটাই প্রত্যাশা করি।

Upvoted! Thank you for supporting witness @jswit.

দাদা আপনি অনেক সুন্দর একটি পরিকল্পনা হাতে নিয়ে কাজ করছেন যা আমাদের সাধারন ইউজারদের জন্য অনেক কাজে দিবে। এটি খুব ভালো একটি পরিকল্পনা দাদা যদি আমরা সারা জীবনে একটিমাত্র পাসওয়ার্ড মনে রাখতে পারি যে কোনো ক্রিপ্টো ওয়ালেটের প্রাইভেট কী আজীবনের জন্য সুরক্ষিতভাবে সংরক্ষণ করতে পারবো এটি জানতে পেরে বেশ ভালো লাগলো দাদা। আপনার প্রতিটা পরিকল্পনায় সফল হোক এই দোয়া করি। ধন্যবাদ দাদা এত সুন্দর একটি উদ্যোগ গ্রহণ করার জন্য।

এটি সত্যিই ধারুণ একটি উদ্যোগ আমাদের প্রাইভেট কি গুলোকে, নিরাপদ উপায়ে সংরক্ষণ এর জন্য।

This is a great post @rme dada, thank you for embarking on this project to help users securely store their cryptocurrency asset.

You are indeed a genius, continue doing your great works sir ❤️

দাদা সম্পূর্ণ ব্লগটি পড়ে মনে হচ্ছে বিষয়টা খুবই সিম্পল।প্যাক্টিকালি যখন করবো তখন হয়তো আরো সহজ মনে হবে। আমাদের তথা নতুন প্রজন্মের ভবিষ্যতের কথা চিন্তা করে দারুন একটি প্রজেক্ট হাতে নিয়েছে। ধন্যবাদ দাদা।

দাদা এটা সময়োপযোগী উদ্যোগ। এই প্রজেক্ট সফল হলে আমাদের জন্য বিরাট উপকার হবে। হাতে সময় কম থাকার ফলেও আপনি কাজ করে যাচ্ছেন এটাই বড় ব্যাপার। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি এর সুফল ভোগ করবো আমরা।

দাদা আপনি সবসময় নতুন নতুন উদ্যোগ নিয়ে আমাদের মাঝে হাজির হন। এই উদ্যোগটি সত্যিই দারুণ হয়েছে। আশা করছি খুব শীঘ্রই সম্পূর্ণভাবে এই প্রজেক্টটি শেষ করতে পারবেন। অনেক অনেক শুভকামনা রইল দাদা।

সত্যি দাদা দারুন একটি উদ্যোগ হাতে নিয়েছেন । আমাদের প্রাইভেট কী গুলো নিরাপদ রাখার জন্য সত্যিই চমৎকার উদ্যোগ। আপনার মাধ্যমেই নতুন নতুন প্রজেক্ট গুলো আমরাও দেখতে পাচ্ছি। খুব দ্রুত এ প্রজেক্ট টির কাজও শেষ হবে সেই কামনা করছি । ধন্যবাদ ।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



দাদা আপনার প্রতিটি কাজ সবসময়ই দারুণ হয়। নিঃসন্দেহে এটি একটি ভালো উদ্যোগ আমাদের জন্য। প্রাইভেট কী গুলো ভবিষ্যতের জন্য সুরক্ষিত রাখা যাবে। আশা করি খুব শীঘ্রই এই প্রজেক্টের কাজ শেষ হবে। আপনার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল দাদা।

দাদা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কাজ করতেছেন। আপনার এধরনের উদ্যোগ কে সাধুবাদ জানাই। সত্যি আমাদের সকলের খুব উপকার হবে। আমরাঈপ্রাইভেট কী গুলো ভবিষ্যতের জন্য সুরক্ষিত রাখতে পারবো ইনশাআল্লাহ। দোয়া রইল দাদা তাড়াতাড়ি আপনি আপনার কাজ শেষ করতে পারবেন। ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।

দারুন উদ্যোগ দাদা। প্রাইভেট কী গুলো নিরাপত্তা নিয়ে আর চিন্তা রইলো না। আমাদের কী গুলো নিশ্চিন্ত ভাবে রেখে দেওয়া যাবে।

দাদা সত্যিই অসাধারণ প্রজেক্ট হাতে নিয়েছেন আপনি। এ প্রজেক্ট এর সম্পূর্ণ হলে আমাদের সবার জন্যই অনেক সুবিধা হবে। মাত্র একটি পাসওয়ার্ড মনে রাখলে আমাদের আর কোন সমস্যা হবে না। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।

দাদা আমাদের সবার সুবিধার্থে সব সময় নতুন নতুন প্রজেক্ট চালু করে থাকেন যেটা আমাদের জন্য আসলেই অনেক ভালো একটি খবর । এই বড় বড় কঠিন পাসওয়ার্ড গুলো মনে রাখা আসলেই কষ্টকর । তারপরও সারা জীবনে একটি পাসওয়ার্ড মনে রেখে ক্রিপ্টো ওয়ালেটের প্রাইভেট কি সুরক্ষিত রাখা যায় এটা অনেক বড় একটি ব্যাপার। আর এটা ভালো বলেছেন পাসওয়ার্ডটি কোথায় লিখে না রেখে ব্রেনে সেভ রাখলে আসলেই একেবারে নিরাপদ । আপনি যেই প্রজেক্টটি হাতে নেন কেন সেটাতে যত অল্প সময়ই দেন না কেন সেটার সাকসেসফুল হবেই আজ হোক আর কাল হোক ।

ওয়েব অ্যাপ ভিত্তিক প্রজেক্ট এর কাজ ইতিমধ্যে ৬০% কমপ্লিট হয়েছে যেনে খুব খুশি হলাম দাদা। আর বিশেষ করে আপনার এত এত ব্যস্ততার মাঝেও এত বড় একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছেন সবার মঙ্গলের জন্য এটি আসলে অনেক বড় পাওয়া। খুব সুন্দর ভাবে দিকনির্দেশনা তুলে ধরেছেন এই পোস্টের মাধ্যমে। অনেক অনেক ধন্যবাদ দাদা।

ব্যপারটি খুবই দারুন। একটি স্ট্রং পাসোয়ার্ড শুধু মনে রাখলেই সব সেইফ। কোন ডিজিটাল ডিভাইসে এই পাসোয়ার্ড থাকবেই না শুধু মেমরিতে আর উত্তরাধিকারের কাছে বা গোপন ডাইরিতে। এতে সব সুরক্ষিত থাকবে। ডিজিটাল এই যুগে এসেট সুরক্ষিত রাখার সবচেয়ে সেরা টেকনিক বলে আমি মনে করি। দাদা খুবই চমৎকার হবে এটি আর সবাই উপকৃত হবে খুব।

দাদা তো আমাদের কথা মাথায় রেখে প্রতিনিয়ত নতুন নতুন উদ্ভবন করে যাচেছন। আজ দেখছি নতুন একটি প্রজেক্ট হাতে নিয়েছেন। দাদা আপনার আজকের প্রজেক্টটি কিন্তু আমাদের কী গুলোকে বেশ ভালোই নিরাপত্তা দিতে পারবে। অসাধারণ একটি উদ্ভাবন। ধন্যবাদ দাদা আপনাকে এমন একটি সুন্দর উদ্যোগ গ্রহণ করার জন্য।

দাদা এটা খুবই চমৎকার একটি উদ্যোগ। আমাদের প্রাইভেট কি গুলোকে, নিরাপদ উপায়ে সংরক্ষণ এর জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে।♥♥

Hit me on those upvotes thats my crypto inheritance. Loll

সত্যি কথা বলতে অসাধারণ একটি প্রজেক্ট হাতে নিয়েছেন আপনি! এমন একটি ওয়ালেট আমাদের কাছে থাকলে আমরা যেমন নিরাপদে থাকবো ঠিক তেমনি ভাবে আমাদের নেক্সট জেনারেশন এর কাছেও আমাদের কষ্টে গড়া অ্যাসেট গুলো তাদের হাতে নিশ্চিন্তে তুলে দিতে পারব।

যেহেতু এটা আপনার শখের প্রজেক্ট আশা করি আমরা খুব দ্রুতই এই প্রজেক্টটির কাজ সম্পূর্ণ হয়ে যাবে।

আপনার এই পোস্টটি পড়ে আমি যা বুঝতে পারলাম আপনি সাধারণ ইউজারদের কথা চিন্তা করেই এই প্রজেক্টটি শুরু করেছেন যাতে অল্পদক্ষ যারা আছেন তাদের অ্যাসেট গুলা তারা যাতে খুব সহজেই সংরক্ষণ করে রাখতে পারেন ভবিষ্যত প্রজন্মের জন্য।

আমার সৃষ্টিকর্তার কাছে আপনার দীর্ঘ আয়ু কামনা করছি যাতে আপনি এমন আরো অনেক মহৎ কাজ করতে পারেন।

দাদা আপনার প্রতিটা কাজই একটি করে নতুন ঊষার আলোর মত।আপনার চিন্তাভাবনা গুলা সত্যি আমাদের সকলের মঙ্গলের জন্যই হয়ে থাকে।আপনি ভবিষ্যৎ প্রজন্মের চিন্তা করে যেই প্রজেক্ট টির কাজ করতেছেন সেটা খুবই ভালো লাগলো দাদা।আপনি যেভাবে বর্ণনা করেছেন তাতে মনে হলো এটি প্রাক্টিক্যালি করতে গেলেও খুবই ইজি হবে ।ধন্যবাদ দাদা। আপনার সুন্দর প্রজেক্ট এর জন্যে শুভ কামনা এবং অভিরাম ভালোবাসা রইলো দাদা।আপনার দীর্ঘায়ু কামনা করছি দাদা।