DIY - এসো নিজে করি : প্লে ডো দিয়ে "হীরামন তোতার" মডেল তৈরী (Creating Cartoon Model of "Hiramon Parrot" Using Play Doh)

in hive-129948 •  3 years ago 

শুরুতেই বলি আজকের প্লে ডো'টা একেবারেই বাজে কোয়ালিটির । খুবই নরম, এতো নরম যে কোনোভাবেই মডেলটা খাড়া করতে পারিনি , অনেকগুলি টুথপিক গুঁজেও না । একদিন রোদে দেয়া লাগবে না হলে এ দিয়ে আর কোনো মডেল তৈরী করা পসিবল হবে না । আগের বার যখন "লাজুক খ্যাঁকের" মডেলটি যে প্লে ডো দিয়ে তৈরী করেছিলাম সেগুলিকে খুবই ভালো মানের মনে হয়েছিল । দুঃখের বিষয় সেইদিনই টিনটিনবাবু সব গুলি কৌটো নষ্ট করে ফেলেছিলো । তাই এগুলো নতুন করে তনুজা আমাজন এ অর্ডার দিয়েছিলো । কিন্তু এগুলোর কোয়ালিটি একেবারেই বাজে মনে হয়েছে আমার কাছে । কি আর করা এই দিয়ে কাজ সেরেছি আজকে । তাই মডেলটি খুব একটা ভালো দেখতে হয়নি, একেবারে ট্যারা ব্যাঁকা ।

আমাদের এবারের মডেলটি হলো রূপকথার "হীরামন তোতা" । বাস্তবের তোতা পাখির সাথে এর মিল খুঁজতে যাবেন না কিন্তু আগেই বলে দিলাম । পাখির মডেলটি আরো ভালোভাবে বানাতে পারতাম কিন্তু প্লে ডোর নিম্ন মানের হওয়ার কারণে সেটা আর সম্ভবপর হলো না ।

তো চলুন শুরু করা যাক আমাদের আজকের মিশন । কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু ।

স্টেপ-০১

IMG_20210828_194914.jpg
অনেকগুলি কালারের প্লে ডোর কৌটো, সাথে চিরুনি, পেন্সিল আর টুথপিক নিয়ে গুছিয়ে বসে পড়লাম

স্টেপ-০২

IMG_20210828_195852.jpg
একটা পাখির মোটামুটি বডির shape তৈরী করলাম হলুদ রঙের প্লে ডো দিয়ে

স্টেপ-০৩

IMG_20210828_200223.jpg
বেগুনি কালারের পাখির মুন্ডু তৈরী করলাম

স্টেপ-০৪

IMG_20210828_200644.jpg
গোলাপি রঙের ঠোঁট তৈরী করলাম আর লাল রঙের চোখ, সবুজ মণি

স্টেপ-০৫

IMG_20210828_200818.jpg
হীরামনের মাথার সাথে শরীর জুড়ে দিলাম টুথ পিকের সাহায্যে

স্টেপ-০৬

IMG_20210828_201316.jpg
সবুজ রঙের দুটি পাখনা তৈরী করলাম

স্টেপ-০৭

IMG_20210828_201531.jpg
পাখনা দুটিতে পালক যোগ করলাম চিরুনির সাহায্যে

স্টেপ-০৮

IMG_20210828_202049.jpg
গোলাপি রঙের ছোট্ট একটা লেজ জুড়ে দিলাম

স্টেপ-০৯

IMG_20210828_202211.jpg

IMG_20210828_202316.jpg
এক এক করে দুটি ডানাই হীরামনের পিঠে জুড়ে দিলাম

স্টেপ-১০

IMG_20210828_202835.jpg

IMG_20210828_203004.jpg
এক হাত দিয়ে ধরে হীরামনের একটি ছবি নিলাম , পরে বোর্ডে শুইয়ে দিয়ে আর একটা । প্লে ডো এতো নরম যে বেশিক্ষন হাতে ধরে রাখতে পারলাম না, ট্যাড়া ব্যাঁকা হয়ে যাচ্ছিলো মডেলটি


steemit.png

"আমার বাংলা ব্লগ" এর পক্ষ থেকে ধন্যবাদ সবাইকে

steemit.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আহা কি সুন্দর তোতা, আচ্ছা এই তোতা কি কথা বলতে পারে? এই তোতা কি উড়তে পারবে? হি হি হি
আমার পছন্দ হয়েছে, কথা বলতে পারলে ওর সাথে বন্ধুত্ব করা যাবে। খুব সুন্দর হয়েছে দাদা, ভালো লেগেছে। ধন্যবাদ

দাদা হীরামন তোতা তো ভালোই হয়েছে।বাঁকা ত্যাড়া তো বোঝা যাচ্ছে না।প্লে ডো ভালো হলে নাজানি আরো কত সুন্দর হতো।আমার কাছে কিন্তু ভালোই লাগছে।ধন্যবাদ আপনাকে দাদা আমাদের সাথে ভাগ করার জন্য।

প্লে ডো দিয়ে আপনার তৈরি প্রতিটা জিনিসই দৃষ্টিনন্দন। হীরামন তোতার মডেলটা সুন্দর তৈরি করেছেন। দেখে ভালো লাগছে।

টিনটিনের প্লে ডো দাদার খুবই পছন্দ তা বোঝা যাচ্ছে। দাদা এবার পান্ডা বানান 😁

প্লেডো দিয়ে আপনি প্রায় সব কিছুই তৈরি করে ফেলেছেন।সবগুলো জিনিস খুব সুন্দর হইছিলো, প্লিডো দিয়ে তৈরি করা মাছটা এখনো আমার চেখে চোখে ভাসে।
আশা করছি প্লেডো দিয়ে আরো অনেক কিছু তৈরি করে আমাদের দেখবেন।
💝💝

মাটি দিয়ে এত সুন্দর করে আপনি এই পাখিটি তৈরি আমি দেখে সত্যি অনেক অবাক হলাম। তার চেয়ে বড় কথা হলো আপনি পাখিটি বানানোর প্রত্যেকটা ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ দাদা আপনাকে।

ওয়াও কি সৃজনশীল ছবি এত আকর্ষণীয়...

অনন্যসাধারণ প্রতিভা দেখিয়েছেন আজকে দাদা। আজকের হিরামন তোতা-টি আগের সবগুলোর চেয়ে অনেক সুন্দর হয়েছে। আপনার ছেলে মনে হয় খুব ইনজয় করছে আপনার সাথে।

প্লেডো দিয়ে হিরামন তোতার মডেল তৈরি খুবই সুন্দর হয়েছে দাদা। দাদা আমি অনেক সুন্দর সুন্দর পাখি আর্ট করতে পারি। কিন্তু প্লেডো দিয়ে কোন দিন কোনো কিছু তৈরি করা হয় নাই। দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ।

দাদা তো দেখছি খুবই এক্সপার্ট আর্টিস্ট , পরবর্তীতে আমিও চেষ্টা করব প্লেডো দিয়ে কোনো কিছু তৈরি করতে। আমার ঘরে সবসময়ই এগুলো চলে, দেখুন কিছু নমুনা।
D069DD40-E29F-4A75-9F2E-DF7495043EDA.jpeg

@rme দাদা আসলেই আপনি একজন ক্রিটিভ মানুষ। আমি প্রায় লক্ষ করি আপনি সবসময় কিছু না কিছু তৈরি করেন এবং সেগুলো আমাদের মাঝে শেয়ার করেন।
আসলে এগুলো তৈরি করতে যে ক্রিটিভিটি দরকার আপনার মধ্যে সেটা আছে আমি ধীরে ধীরে সেটি বুঝতে পারছি। আসলে এই সকল প্রতিবার জন্য এবং শিশুর প্রতিভা গুলোকে কাজে লাগিয়ে আপনি যে প্রতিভাগুলো আমাদের মাঝে শেয়ার করছেন তার জন্য আসলে আন্তরিকভাবে ধন্যবাদ জানানোর টা খুব কম হয়ে যাবে।

সুতরাং এর জন্য ভালোবাসা অবিরাম আপনার জন্য

সুন্দর পোস্ট এর কাছে এবং প্লেট দিয়ে তৈরি প্যারট এর কাছে ধন্যবাদ সত্যিই নিকৃষ্ট। এককথায় অতিব সুন্দর প্রতিভাবান ব্যক্তি আপনি

দাদা আপনার তুলনা হয় না। আপনার প্রতিনিয়ত প্লে ডোর দিয়ে যে সকল।জিনিসগুলো তৈরি করছে তা সত্যি খুবই অসাধারণ। আমি প্লে ডোর দিয়ে কিছু বানাতে পারতাম না। তবে আপনার পোষ্টগুলো দেখে দেখে সব শিখে গেছি।

আপনাকে অনেক ধন্যবাদ দাদা প্রতিনিয়ত নতুন নতুন পোষ্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আপনার জন্য আমার পক্ষ থেকে ভালোবাসা এবং শুভ কামনা।

খুবই সুন্দর হয়েছে দাদা মনেই হচ্ছে না প্লেডোটা খারাপ ছিল।আসলে কি দাদা আপনি ভালো বানাতে পারেনতো তাই যাই বানান তাই ভালো হয়।আমার কাছেতো এটা সত্যিকার হীরামন তোতাই মনে হচ্ছে। ধন্যবাদ দাদা আমাদের তোতা বানানো শিখানোর জন্য।

প্লে ডো দিয়ে হিরামন তোতার মডেল তৈরি খুবই সুন্দর হয়েছে দাদা। আশা করছি প্লেডো দিয়ে আরো অনেক কিছু তৈরি করে আমাদের দেখবেন। ধন্যবাদ দাদা আপনার জন্য শুভকামনা রইলো 🥀

প্লে ডো নরম হলেও দাদা দেখে বুঝা যাচ্ছে না যে এটা নরম প্রকৃতির।ভিন্ন ধরনের জিনিস বানিয়েছেন দাদা।খুব সহজেই তোতা পাখি বানিয়ে ফেলছেন।অনেক সুন্দর হয়ছে।প্লে ডোর ব্যবহারটা তেমন বুঝতে পারতাম না তবে এখন আপনার পোস্টগুলো দেখে বুঝতে পারি দাদা।ধন্যবাদ

প্লে ডোটা ভালো না হওয়া সত্ত্বেও আপনি কি চমৎকার বানিয়েছেন। একটা জিনিস বোঝা যাচ্ছে দাদা আপনি সব সময় নতুন কিছু করতে পছন্দ করেন। আর DIY প্রজেক্টটা আপনার খুব পছন্দের। আপনি হয়তো আমাদের অনুপ্রেরণা দেয়ার জন্যে এগুলি বানান। আমি একটা ব্যাপারে অবাক হয়ে যায় এত ব্যস্ততার ভেতরেও আপনি সময় বের করে ছোটখাটো মজার কাজ গুলি করছেন। সম্ভবত এ কাজগুলো করতে আপনার ভালো লাগে। এগুলো মনে হয় আপনার মনের খোরাক। আপনি যাই বলেন দাদা হীরামন তোতাটা কিন্তু সুন্দর হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

দাদা ,সত্যি বলতে আপনার হাতে জাদু আছে।অসম্ভব সুন্দর হয়েছে পাখিটি।আমার বেশ পছন্দ হয়েছে।তাছাড়া মনে হচ্ছে পাখিটি আপনার হাত থেকে এখনি উড়াল দেবে।ধন্যবাদ দাদা।

খুব সুন্দর হয়েছে

আপনার কালার কম্বিনেশন আর সৃজনশীলতার মাধ্যমে আমরা যারা নতুন আছি অনুপ্রেরণা পাবো।

ভাইয়া ছবি দেখেই বুঝেছিলাম প্লে ডো তে কোন একটা সমস্যা আছে তা না হলে আপনি খুব সুন্দর মডেল তৈরি করতে পারেন এর আগেই দেখেছিলাম একটি মুন্ডু বানিয়েছিলেন সেটা ছিল অসাধারণ তবে প্লেডো খারাপ থাকার পরেও এত সুন্দর বানিয়েছেন এটাও কিন্তু কম না হীরা মনি কিন্তু দেখতে অনেক অনেক কিউট হয়েছে বিশেষ করে কালার কম্বিনেশন অসাধারণ ছিল

তোতা পাখিটা অনেক সুন্দর হয়েছে দাদা।কালার কম্বিনেশনটা ভালো ছিল🥰

  ·  3 years ago (edited)

অনেক অনেক সুন্দর হয়েছে দাদা। 💖দাদার পোস্ট মানেই নতুন নতুনত্ব।

নতুন কোন কিছু করতে চাও,দেখতে চাও তো দাদার পোস্ট ফলো কর। সবমিলিয়ে সুন্দর হয়েছে।

ওয়াহ দাদা। লাজাবাব। অসাধারণ হয়েছে 🥰

প্লে ডো দিয়ে হীরামন তোতা পাখি টি অনেক চমৎকার হয়েছে দাদা। সত্যিই আপনার তুলনা হয় না♥

টিনটিনের প্লে ডো দাদার খুবই পছন্দ তা বোঝা যাচ্ছে। দাদা এবার পান্ডা বানান 😁

বাগুস সেকালি পোস্টিংন বোস সায়া সুকা বাঙ্গেত দেঙ্গান গয়া পোস্টিংআন ইয়াং সংগাং পেন্টিং বাগি পারা আংগোতা কেলুরগা দান সাহাবাত ইয়াং লাইন
তেরিমাকাসিহ বুয়াত তেমান সেজাতি
💕💋👍

হীরামন তোতার মডেল খুব সুন্দরভাবে তৈরী করেছেন।ধাপ আকারে বেশ সুন্দরভাবে বর্ণনা করেছেন। এত সুন্দর মডেল আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

খুবই সুন্দর হয়েছে। প্লে ডো দিয়ে বিভিন্ন জিনিস বানানোর মাধ্যমেই আপনার ক্রিয়েটিভিটি টের পাওয়া যায়।

ভাই আপনি যদিও হিরামন প্লেডো আপনার মনের মত করতে পারেন নি। তবু এটি অনেক অনেক সুন্দর হয়েছে। আপনার পরবর্তী পোস্ট ইনসাআল্লা ভালো হবে।

খুবই সুন্দর হয়ছে,হীরামনের মডেলটি! আপনার অনেক্ট ট্যালেন্ট! আপনার মতো এতো সুন্দর ভাবে হীরামনের মডেল তৈরি করা আর কারো দেখিনি। সবমিলিয়ে খুবই ভাল লেগেছে।

প্লেডোর রংগুলো বেশ নজর কারছে।দেখতেও বেশ সুন্দর লাগছে।শুভ কামনা রইলো দাদা ❤️

হীরামণ তোতা তো ভালোই হয়েছে দাদা।তবে আমি কোনোদিন এসব প্লে ডো ব্যবহার করিনি।ভাবছি একটু চেষ্টা করে দেখবো কারণ ব্যাপারটা দেখতে মনে হচ্ছে কাজটা বেশ মজাদার ই হবে।তবে মূল সমস্যা হলো এপার বাংলায় যে এসব কোথায় পাওয়া যায় তাই জানিনা।খুজে পেলে অবশ্যই চেষ্টা করবো আমি।

Thank You for sharing Your insights...

দাদা আমি অনেকদিন ধরে আপনার এই ডো এর কাজ দেখছি তাই আজ ভাবলাম নিজেই কিনে আনি।কিন্তু শুধুমাত্র সাতটা ছোট ছোট ডো এর দাম বললো প্রায় ১২০০ টাকা! আমি জানিনা এর দাম তাই আমাকে এমন বললো নাকি আসলেই এর দাম এতো বেশি!!