DIY - এসো নিজে করি : প্লে ডো দিয়ে মাছের মডেল তৈরী (Creating Model Fish Using Play Doh)

in hive-129948 •  3 years ago 

প্লে ডো তো আমরা সবাই কিনি রোজই বাচ্চাদের জন্য । আমাকে তো প্রায় প্রতি সপ্তাহে কিনতে হয় টিনটিন বাবুর জন্য ।প্লে ডো (play doh) হলো একরকমের সিনথেটিক নন-টক্সিক বাচ্চাদের খেলনা মাটি (clay) যা আসলে ময়দা, বোরিক অ্যাসিড, ফুড কালার এই সব দিয়ে তৈরী হয়ে থাকে । ছোট বাচ্চাদের ক্রিয়েটিভিটি বাড়ানোর জন্য এই টা একটা খুবই গুরুত্তপূর্ণ টুল । তো আজ ভাবলাম কয়েকটি প্রাণীর মডেল তৈরী করবো, কিন্তু হলো না । কারণ আমার ছেলে টিনটিনের দুস্টুমি । তাই খুবই তড়িঘড়ি করে এই মাছের মডেলটি তৈরী করলাম । ভেবেছিলাম এর সাথে কচ্ছপ, হাতি আর গরু তৈরী করবো । কিন্তু এই মাছ-ই তৈরী করতে দিচ্ছিলো না তো আর অন্য্ কিছু তৈরী করবো কি ভাবে ! এই মাছটিও আমি নিখুঁতভাবে সময় নিয়ে তৈরী করতে পারলাম না, পরে একদিন দেখাবো --

স্টেপ -০১ :

IMG_20210802_234310.jpg
কয়েকটি রঙের প্লে ডোর কৌটো নিয়ে বসে পড়লাম গুছিয়ে

স্টেপ-০২ :

IMG_20210802_234527.jpg

সবুজ কালারের এক তাল প্লে ডো নিয়ে কিছুটা মাছের বডির shape দিলাম

স্টেপ-০৩

IMG_20210802_234843.jpg

মাছের মাথার shape টা এডজাস্ট করলাম , তারপরে লেজ টা বানালাম

স্টেপ-০৪

IMG_20210802_235449.jpg

এই বার মাছের চোখটা বানালাম, গাঢ় নীল কালারের চোখ আর গোলাপি চোখের মণি বানালাম

স্টেপ-০৫

IMG_20210803_000412.jpg

এই বার মাছের পৃষ্ঠ পাখনা, পুচ্ছ পাখনা আর তলপেটের পাখনা তৈরী করলাম । সাথে মাছের কানকো ও তৈরী করলাম, এই গুলি তৈরী করতে নীল রঙের প্লে ডো ব্যবহার করলাম

স্টেপ-০৬

IMG_20210803_000631.jpg
মাছের ঠোঁট তৈরী করলাম গোলাপি কালারের প্লে ডো দিয়ে । পাখনা, আর লেজগুলি একটু design করলাম চিরুনি ব্যবহার করে, সাথে মাছের গায়ের আঁশ

ফাইন্যাল আউটপুট

IMG_20210803_000653.jpg

এটাই সর্বশেষ আউটপুট, টিনটিন বাবুর উৎপাতের কারণে সময় নিয়ে বানাতে পারলাম না, তাই খুব একটা ভালো হয়নি

==== ধন্যবাদ ====

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

প্লে ডো দিয়ে মাছের মডেল
তৈরি করি এসো,
নিজের হাতের করা কাজ
নিজেও দেখেও হেসো।

মাছের বডি সবুজ রঙে
নীল গোলাপি চোখ,
পাখনা গুলো নীলে করা
গোলাপিতে ঠোট।

চিরুনি দিয়ে ডিজাইন করে
তৈরি হল আঁশ
টিনটিন বাবুর সাথে মাছের
হল বসবাস।

সাব্বাস দাদা সাব্বাস

সাব্বাস আপনাকে , এত ছন্দ আপনার মাথায় আসে কি করে ? সত্যি অবাক ব্যাপার :)

ছন্দ রানী আমি নাকি
আমিই কাব্যকন্যা
কাব্যের তাই ছড়ছড়ি
যেন প্রবল বন্যা।

শুভকামনা দাদা তোমায়

সুন্দর হইছে । ধন্যবাদ ভাই অভিজ্ঞতা শেয়ার করার জন্য।

আপনাকেও অনেক ধন্যবাদ পোস্টটি দেখার জন্য :)

বাহ খুবই সুন্দর হয়েছে ভাইয়া।

আপনার ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম, ধন্যবাদ :)

অনেক সুন্দর টুল টিনটিন বাবুর জন্য, মাছটা সুন্দর হইছে ভাই 👏❤️💕💖

বাহ্ আপনার প্রশংসা পেয়ে মনটা খুশিতে ভরে উঠলো :)

আপনি প্রশংসা ডিজার্ভ করেন ভাই 💖💕❤️

আপনি "ভাই" বললে আমার খুবই ভালো লাগে, আমার নিজের কোনো বোন নেই ।

আমারও আপনাকে ভাই হিসেবে অনেক ভাল লাগে আর টিনটিনকেও ❤️💕💖

শুনে খুবই ভালো লাগলো, অনেক ধন্যবাদ :)

অসাধারণ টিপস করেছেন দাদা। আসলে আমাদের চিন্তাধারা আরও সুন্দর এবং উন্নত করতে হবে। তবে এত সুন্দর সুন্দর কাজগুলো করা সম্ভব হবে।

আজকের সকালের প্রথম পোস্ট এটা। খুব ভালো লাগলো টিপসগুলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে দাদা শেয়ার করার জন্য

আপনাকেও অনেক ধন্যবাদ সুন্দর কমেন্টটি করার জন্য :)

বাচ্চারা যদি কখনো ভুল এটি ( প্লে ডো) খেয়ে ফেলে, তাহলে কি সমস্যা হবে?

না, এগুলো ময়দা, বোরিক অ্যাসিড, আর খাবার রং দিয়ে তৈরী অবিষাক্ত ।

খুব খুব সুন্দর হয়েছে দাদা মাছটি।আপনার তো জবাব নেই দাদা।সব কিছুতেই দক্ষ।ছবি আঁকা,কবিতা লেখা, বিভিন্ন হাতের কাজ এছাড়া কম্পিউটারে।আমি তো ভেবেই পাই না এতকিছু।অশেষ ধন্যবাদ আপনাকে দাদা।

সবার ভিতরেই এই সকল গুণাবলী থাকে, চর্চার অভাবে সেগুলি বিকশিত হয় না ।

অসাধারণ প্রতিভার অধিকারি আপনি। নতুনত্ব ও রুচিশীল আবিষ্কার।

অনেক ধন্যবাদ আপনাকে :)

সুন্দর হইসে অনেক !

👀আটা ময়দা দিয়েও এইরকম বানানো যায়। কই যেনো দেখছিলাম বানাইতে।

হ্যাঁ, আসলে প্লে ডো ময়দা দিয়ে বাড়িতেও বানানো যায়, কিন্তু অনেক ঝামেলা তাই কিনি ।

  ·  3 years ago (edited)

ভালো হয়নি মানে? অনেক অনেক সুন্দর লাগছে । টিনটিন বাবু মনে হয় অনেক খুশি হয়েছে।

  ·  3 years ago (edited)

যেমন চেয়েছিলাম তেমন হয়নি, প্রায় শেষ মুহূর্তে হাত দিয়ে চটকানোর চেষ্টা করছিলো টিনটিন । ওরই মধ্যে বানালাম, বানানোর সাথে সাথে নিয়ে এক মুহূর্তে চটকে পিন্ডি বানিয়ে দিলো :)

দারুণ হয়ছে তো

থ্যাংক ইউ :)

দক্ষতা আর বাস্তবতার দারুন সমন্বয় দাদা, খুব সুন্দরভাবে এটি তৈরী করেছেন। শৈশব এর কথা মনে পড়ে গেল, তখনতো এই সব কেনার সুযোগ ছিলো না আমাদের সমাজে। কিন্তু আমরা লাল মাটি দিয়ে এগুলো তৈরী করতাম এবং চুলার পাশে কিংবা চালের উপর দিয়ে শুকাতাম। কত আনন্দ ছিলো তখন!

আর বলেন না , মন খারাপ হয়ে যায় ছোটবেলার কথা মনে পড়লে, তখন সব কিছুই ছিল খাঁটি । আরএখন সব কিছুই কৃত্রিম, মাটি দিয়ে যতটা সুন্দরভাবে ভাস্কর্য তৈরী করা যায় এই কৃত্রিম মাটি প্লে ডো দিয়ে তা করা যায় না । আমিও ছোটবেলায় মাটি ছেনে কত যে পুতুল তৈরী করেছি তার ইয়ত্তা নেই । বস্তুত সমবয়সীদের মধ্যে আমিই ছিলাম এ ব্যাপারে এক্সপার্ট । মাটি দিয়ে পুতুল তৈরী করে দু'তিন ধরে রোদে শুকিয়ে তারপরে উনুনের পাশে রেখে দিতাম । সব শেষে রং করতাম আলতা, লিপস্টিক, কাজল নেল পালিশ দিয়ে :)

অনেক সুন্দর হয়েছে দাদা

অনেক ধন্যবাদ আপনাকে :)

দাদা অনোক সুন্দর হয়েছে। এতো কিছু কিভাবে করতে পারেন। আমার সব কিছু মাথার উপর দিয়ে যায়।

আপনি চেষ্টা করুন, আপনিও পারবেন, তেমন কঠিন কিছুই না ।

অবশ্যই দাদা।❤️🥰

দাদা সবকিছুতেই পারদর্শী। অনেক সুন্দর হয়েছে।

অনেক অনেক ধন্যবাদ আপনাকে :)

বাহ্ অসাধারন তো...! সত্যি আমার কাছে মাছ বানানোটি চমৎকার লেগেছে।

আপনার পছন্দ হয়েছে শুনে খুব খুশি হলাম, ধন্যবাদ :)

শুভ কামনা ভাই।

প্লে ডো আসলেই বাচ্চাদের জন্য চমৎকার এক ধরনের খেলনা। আজকালকার বেশিরভাগ বাচ্চারাই মোবাইল দেখে সময় কাটায়। মোবাইলের বদলে বাবা-মা যদি এই ধরনের খেলনা বাচ্চাদের কে দেয় তাহলে তাদের সময় ও কাটবে ক্রিয়েটিভিটিও ডেভেলপ করবে। আপনার মাছটি অনেক সুন্দর হয়েছে দাদা।

একদম ১০০ ভাগ ঠিক কথা বলেছেন, মোবাইল না দিয়ে রং পেন্সিল, রং তুলি, প্লে ডো এই সব দিতে হবে বাচ্চার মানসিক বিকাশ পূর্ণতা দিতে :)

খুবই সুন্দর হইছে দাদা🥰

আপনাকে অনেক ধন্যবাদ ভাই :)

দাদা এই কাজগুলো করতে আমিও ভীষণ পছন্দ করি। আমি আর আমার ভাই ঈশান অনেক মজা করে এটা ওটা নানান কিছু বানাই।
ভালো লাগলো জেনে যে আপনিও পছন্দ করেন বেশ।

IMG_20210805_125936.jpg

ওয়াও , এগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে, ঝটপট একটা DIY পোস্ট পাবলিশ করে ফেলুন :)