"এসো নিজে করি" বিশেষ ক্রিসমাস সপ্তাহ ঘোষণা (DIY Event Week Speial Christmas Announcement) [25 Dec-31 Dec '21]

in hive-129948 •  3 years ago 

English DIY শব্দটি হলো একটি abbreviation, এটির পূর্ণ রূপ হলো Do It Yourself. আমাদের কমিউনিটিতে আমরা এটিকেই "এসো নিজে করি" হিসাবে উল্লেখ করে থাকি ।

DIY এমন একটি event যেটি আমাদের প্রত্যেকের মধ্যকার সৃষ্টিশীলতাকে (creativity) পরিপূর্ণরূপে বিকশিত করতে সাহায্য করে । তাই স্বভাবতই, এটার প্রতি আমার একটা বাড়তি টান আছে । "আমার বাংলা ব্লগ" এ এখন ২০০+ ব্লগার অলটাইম এক্টিভ থাকেন, তাই, প্রত্যেক মাসের দ্বিতীয় সপ্তাহব্যাপী DIY বা "এসো নিজে করি" ইভেন্টটি চালু করা হয়েছে ।

তবে আজকের এই DIY Event সপ্তাহটি হলো ক্রিসমাস উপলক্ষে আয়োজন করা বিশেষ DIY Event সপ্তাহ

নিম্নে ক্রিসমাসের বিশেষ DIY Event Week এর বিস্তারিত নিয়ম কানুনগুলো তুলে ধরা হলো --

ইভেন্টের নাম :

DIY Event Speial Christmas Week ("এসো নিজে করি" বিশেষ ক্রিসমাস সপ্তাহ)

ইভেন্টে অংশগ্রহণের সময়কাল :

ডিসেম্বর মাসের শেষ সপ্তাহব্যাপী । সেই নিয়মানুযায়ী ডিসেম্বর মাসের ২৫ তারিখ শনিবার থেকে ৩১ তারিখ শুক্রবার রাত ১২ টা অব্দি এই ইভেন্টের ব্যাপ্তিকাল ।

ইভেন্টে অংশগ্রহণের যোগ্যতা :

"আমার বাংলা ব্লগ" এর সকল "verified member"-এর প্রত্যেকেই এই ইভেন্টে অংশ নিতে পারবেন ।

গ্রহণযোগ্য DIY ইভেন্ট :

১. যে কোনো টাইপের craft building এই DIY ইভেন্টে eligible হিসাবে গণ্য করা হবে ।
২. Abstract আর্ট বাদে যেকোন ধরণের ফাইন আর্ট ও স্কেচ এই DIY ইভেন্টে যোগ্য বলে বিবেচিত হবে ।
৩. নিজে তৈরী করা যে কোনো ধরণের ভাস্কর্য (sculpture) ও শিল্পকর্ম এই DIY ইভেন্টে যোগ্য বলে বিবেচিত হবে ।
৪. আপনি সম্পূর্ণ নিজে যদি কোনো জিনিস রিপেয়ার করার প্রসেস স্টেপ বাই স্টেপ শেয়ার করেন তবে সেটিকেও DIY ইভেন্টে ভ্যালিড এন্ট্রি হিসাবে গণ্য করা হবে ।
৫. নিজের লেখা ও নিজের সুরারোপিত বাংলা গান নিজের গলায় গাইলে সেটিকেও DIY ইভেন্টে ভ্যালিড এন্ট্রি হিসাবে গণ্য করা হবে ।
৬. সম্পূর্ণ ইউনিক ও ক্রিয়েটিভ যে কোনো ধরণের "কুকিং রেসিপি"-কে এই DIY ইভেন্টে যোগ্য বলে বিবেচিত হবে ।

অগ্রহণযোগ্য DIY ইভেন্ট :

১. অন্যের তৈরী করা যে কোনো ধরণের ক্র্যাফট, আর্ট, স্ক্যাল্পচার এই DIY ইভেন্টে ভ্যালিড হিসাবে গণ্য হবে না ।
২. Abstract আর্টও এই DIY ইভেন্টে ভ্যালিড হিসাবে গণ্য করা হবে না ।
৩. যে কোন ধরণের ফোটোগ্রাফি এই DIY ইভেন্টে ভ্যালিড হিসাবে গণ্য হবে না ।
৪. কোনো ধরণের ক্রিয়েটিভ রাইটিংও এই DIY ইভেন্টে বৈধ বলে গণ্য করা হবে না ।
৫. নিজের লেখা ও সুর করা গান ব্যাতিত অন্য কোনও গান গাইলে সেটিকেও DIY ইভেন্টে ভ্যালিড হিসাবে গণ্য হবে না ।

ইভেন্টের অবশ্য পালনীয় নিয়মাবলী :

১. আপনার DIY প্রজেক্টের প্রত্যেক main ষ্টেপের ফটোগ্রাফ অথবা ভিডিও শেয়ার করতে হবে
২. আপনার নিজের তৈরী craft এর সাথে একটি সেলফি দেওয়া আবশ্যক । verified member অথবা Level-01 ব্যাজধারী ব্লগারদের অবশ্য এই নিয়মটি মানা বাধ্যতামূলক নয় ।
৩. নিজের পুরোনো DIY প্রজেক্ট শেয়ার করা যাবে না । সম্পূর্ণ নতুন DIY প্রজেক্ট চাই ।
৪. DIY পোস্টটি করার সময় "amarbanglablog-event" এবং "diy" ট্যাগ অবশ্যই use করতে হবে । অন্যথায় রচনাটি এই প্রতিযোগিতায় disqualified হিসাবে গণ্য করা হবে ।
৫. Plagiarism এবং copyright Infringement কঠোরভাবে নিষিদ্ধ ।
৬. DIY ইভেন্ট সপ্তাহে প্রতিদিন ১টি করে মোট ৭টি পোস্ট করা যাবে ।

ইভেন্টের পুরস্কার :

১. প্রত্যেক ভালো মানের DIY ইভেন্ট পোস্টে আপভোট প্রদান করা হবে ।
২. সব চাইতে সেরা পোস্টটি কিছু বাড়তি পুরষ্কার পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবে ।

ইভেন্টের বিচারক :

১. @blacks
২. @rex-sumon
৩. @winkles
৪. @moh.arif
৫. @hafizullah
৬. @shuvo35

পুরস্কার ঘোষণা :

DIY ইভেন্ট শেষে আমাদের পরবর্তী discord hangout -এ পুরষ্কার ঘোষণা করা হবে ।

↩ধন্যবাদ↪

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অসাধারণ একাটি ইভেন্ট। খুব ভালো লাগলো। একটু কনফিউশন ছিল দাদা,

"আমার বাংলা ব্লগ" এর সকল "verified member"-এর প্রত্যেকেই এই ইভেন্টে অংশ নিতে পারবেন ।

↑↑এটা দেখে মনে হচ্ছে যাদের নামের পাশে verified member লেখা শুধু তারাই অংশগ্রহণ করতে পারবে।

২. আপনার নিজের তৈরী craft এর সাথে একটি সেলফি দেওয়া আবশ্যক । verified member অথবা Level-01 ব্যাজধারী ব্লগারদের অবশ্য এই নিয়মটি মানা বাধ্যতামূলক নয় ।

↑↑ এই লেখা দেখে মনে হচ্ছে যারা ১-৪ লেভেল পাইছে তারাও অংশগ্রহণ করতে পারবে।

ধন্যবাদ।

বাহ, দাদার ঘোষণাটি শুনে আমার মনটা ভরে গেল 🥳🥳🥳। আমি ব্যক্তিগতভাবে Diy পোস্ট করতে অনেক ভালোবাসি। এবার তাহলে খেলা হবে 😋। হাহাহাহা একটু মজা করলাম, যাইহোক, দাদা আমি আমার সবচেয়ে ভালো টুকু দিয়ে ভালো কাজ করার চেষ্টা করব। আপনার জন্য শুভকামনা রইল।

চমৎকার একটি প্রতিযোগিতা সাড়া সপ্তাহ জুড়ে ভেবেই মনটা কেমন কেমন করছে ওহ।এখনি ট্যালেন্ট দেখানোর সুযোগ ।আর এ সুযোগ করেদিয়েছেন দাদা ।এই সপ্তাহে পুরা অভিক্ষ ব্লোগার বের হয়ে আসবে সামনে ।এমন একটি সুন্দর সুযোগ আমাদর দেওয়ার জন্য দাদাকে বিশেষ ভাবে অন্তরীক ধন্যবাদ জানাই ।

নতুন নতুন কিছু দেখার অপেক্ষায় থাকবো, আমিও চেষ্টা করব এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। দাদা,আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই,এই নতুন প্রতিযোগিতাটি নিয়ে আসার জন্য।

প্রতিযোগিতা মানেই নিজেকে ঝালিয়ে নেওয়া। যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন তাদের সবার জন্য শুভকামনা থাকবে। নিঃসন্দেহে উদ্যোগটা অনেক ভালো উদ্যোগ দাদা। প্রতিযোগিতার মাধ্যমে অনেকের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটবে। আমরা যারা নন ভেরিফাইড মেম্বার আছি তারা অনেক ইনজয় করব। ভালোবাসা অবিরাম।

পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো। মনের ভেতর খুব খুশি খুশি লাগতেছে। অনেকের অনেক কিছু তৈরি করা দেখবো এবং নিজেই তৈরি করে শেয়ার করব আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা...

এই আয়োজনে আমরা অনেক ভালো কিছু দেখতে পারব এবং নিজে করব ও শিখতে পারব।তবে আমি এখন শেখাটেকেই বেশী প্রধান্য দিয়ে থাকি।আশা করি আমরা সবাই অনেক ভালো করব

শ্রদ্ধেয় দাদা আপনি নতুন একটি উদ্যোগ গ্রহণ করেছেন। আপনি খুবই সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন।ক্রিসমাস উপলক্ষ্যে একটি প্রতিযোগিতার আয়োজন সত্যিই প্রশংসার দাবিদার। এত সুন্দর প্রতিযোগিতার আয়োজনে উদ্যোগ গ্রহণ করার জন্য আপন প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ।আপনাকে অসংখ্য ধন্যবাদ । দাদা ভালো থাকবেন।

প্রথমেই দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রতিনিয়ত আমাদেরকে এতো সুযোগ সুবিধা এবং আমাদের জন্য নতুন নতুন বিষয় তুলে ধরার জন্য।
আমার বাংলা ব্লগ মানেই সব সময় নতুন নতুন চমক। সব সময় নতুন কিছু সৃষ্টি করা। আর এটার জন্য সবচেয়ে বেশি পরিশ্রম করে যাচ্ছেন আমাদের সবার প্রিয়, দাদা। তার তুলনা হয় না। তিনি আমাদের জন্য সব সময় ভালো কিছু চালু করে থাকেন। এমনিতেই তিনি প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহকে "এসো নিজে করি" সপ্তাহ হিসেবে চলমান রেখেছেন। তারপরও আবার ক্রিসমাস উপলক্ষ্যে তিনি আরও সুন্দর ভাবো "এসো নিজে করি" সপ্তাহের ঘোষণা দিলেন। আশা করও আমরা সবাই এটাতে অংশগ্রহন করতে পারব। আমি নিজেও চেষ্টটা করব যাতে ভালো কিছু করার মাধ্যমে এখানে অংশগ্রহন করার।
আপনাকে আবারও অনেক ধন্যবাদ জানাই দাদা, সব সময় আমাদেরকে এতো সুযোগ করে দেওয়ার জন্য। আপনার জন্য সব সময় শুভেচ্ছা এবং ভালোবাসা।

বিশেষ ক্রিসমাস সপ্তাহ ঘোষণা দেখে খুবই আনন্দ পেলাম দাদা। প্রত্যেকে তাদের মেধাকে কাজে লাগিয়ে নতুন কিছু উপহার দিবে আমাদের মাঝে। আশা করছি সবাই নিজেদের মেধা ও দক্ষতাকে কাজে লাগিয়ে নতুন কিছু তৈরি করে আমাদের সকলের মাঝে উপস্থাপন করবে। এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা নতুন নতুন ডাই প্রজেক্ট দেখতে পাবো। এই বিশেষ সপ্তাহে সকলে তাদের সেরা সৃষ্টি আমাদের মাঝে শেয়ার করবে। আশা করছি সকলে দক্ষতার সাথে এবং নিপুণভাবে প্রতিটি কাজ করে আমাদের মাঝে উপহার দিবে। নতুন কিছু সৃষ্টির মধ্যে অনেক আনন্দ হয়েছে। অনের আনন্দের মাঝে আমরা সকলে একটি সপ্তাহ কাটাবো। এই বিশেষ সপ্তাহে আমরা আমাদের তৈরি ক্রাফটগুলো ভালোভাবে উপস্থাপন করবো। ক্রিসমাস উপলক্ষ্যে বিশেষ এই প্রজেক্ট আয়োজন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি দাদা। আশা করছি আমার বাংলা ব্লগের প্রত্যেকটি ব্যক্তি তাদের নিজেদের দক্ষতা তুলে ধরবে এবং সকলে অনেক আনন্দের সাথে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। দাদা আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার জন্য শুভকামনা রইলো।

ওয়াও দাদা। অসাধারণ সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন। অনেক জমজমাট হবে এবারের এই প্রতিযোগিতা। আমার বাংলা ব্লগ কমিউনিটি এর সকল নিয়ম কানুন শতভাগ মেনে এই প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। আমি চাই আপনারা সবাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। অসংখ্য ধন্যবাদ দাদা।

খুব সুন্দর একটি উদ্দেগ নিয়েছেন "আমার বাংলা ব্লগ" কমিউনিটির মেম্বারদের জন্য।ক্রিসমাস উপলক্ষ্যে সবাই এই ইভেন্টকে বিনোদন হিসেবে নিবে।প্রত্যেকের অংশগ্রহণে এই ইভেন্ট মুখরিত হয়ে উঠুক।এত সুন্দর একটি প্রতিযোগিতা আয়োজন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।

আবারো প্রতিযোগিতা সত্যি মনে আনন্দ এনে দেই। আমার বাংলা ব্লগ এ প্রতিযোগিতা মানেই মেলা উৎসব এর একটা আবির্ভাব অসংখ্য ধন্যবাদ দাদা দারুন এই প্রতিযোগিতা দেওয়ার জন্য আশা রাখি সকল ইউজার নিজের ক্রিয়েটিভিটি দেখানোর চেষ্টা করবে সবাইকে অগ্রিম শুভেচ্ছা।

দাদা,আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই খুবই সুন্দর প্রতিযোগিতার আয়োজন করা জন্য। আমার প্রিয় 💖আমার বাংলা ব্লগ💖 কমিউনিটি তে আসার পর আমি একটি DIY প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম। এরপর অনেক দিন পরে আবার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারব ভেবে অনেক আনন্দ লাগছে।অসংখ্য ধন্যবাদ দাদা এত সুন্দর একটি DIY প্রতিযোগিতার আয়োজন করেছেন আমাদের জন্য।

অসংখ্য ধন্যবাদ দাদা এতো সুন্দর আয়োজন করার জন্য। diy এর কাজগুলো আসলেই অনেক ক্রিয়েটিভি বাড়ায়। প্রতিযোগিতায় অংশগ্রহণের ইচ্ছে আছে যদিও আমি একদম নতুন মেম্বার। আপনার প্রতিযোগিতা গুলো অনেক ভালো লাগছে আপনার প্রতি সম্মান অনেক বেড়ে যাচ্ছে। এসো নিজে করি খুবই ভালো উদ্যোগ।এজন্য আপনাকে আবারো ধন্যবাদ।

বিশেষ ক্রিসমাস উপলক্ষ্যে আপনি খুবই সুন্দরী প্রতিযোগিতার আয়োজন করেছেন। মূলত সৃজনশীলতা প্রকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।এই ড্রাই ইভেন্টয়ের মাধ্যমে সকলেই তাদের সৃজনশীলতা উপস্থাপন করবে। এই সৃজনশীলতার মাধ্যমে নতুন কিছু তৈরি করবে। আপনি খুবই সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ দাদা।

ডিসেম্বর আমাদের বিজয়ের মাস। আর এই বিজয়ের মাসে আপনি নতুন আরেকটি ডাই ইভেন্ট প্রজেক্ট দিয়ে আমাদেরকে আরো বেশি উদ্বুদ্ধ করেছেন। এ জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা ♥♥

ওয়াও আরেকটি প্রতিযোগিতা। বেশ মজা হবে বোঝা যাচ্ছে। প্রতিযোগিতা মানে একটু বাড়তি আনন্দ। বেশ কিছু নতুন নতুন জিনিস দেখতে পাওয়া এবং শিখতে পাওয়া। দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্রিসমাস উপলক্ষ্যে এরকম একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য। আপনি এই প্রতিযোগিতার নিয়ম খুব সুন্দরভাবে বর্ণনা করে দিয়েছেন।যার ফলে প্রতিযোগিতায় সকলেই খুব সহজে অংশগ্রহণ করতে পারবে। তাছাড়া এই ডাই প্রজেক্ট এর মাধ্যমে আমরা সকলে আমাদের ভিতরে প্রতিভার বিকাশ ঘটাতে সক্ষম হচ্ছি। আমাদের নিজেদেরই অজানা ছিল সেই প্রতিভা। সবই সম্ভব হয়েছে দাদা এই ইভেন্টের মাধ্যমে।

এবারের প্রতিযোগিতা অনেকটা আনন্দময় হতে চলেছে। আমরা প্রত্যেকেই কম-বেশি অংশগ্রহণ করার চেষ্টা করব। ইনশাল্লাহ আমি অংশগ্রহণ করব। ডাই ইভেন্ট টা চমৎকার হতে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর একটি প্রতিযোগিতা ঘোষণা করার জন্য। আর যথাযথ নিয়ম মেনেই করার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে শুভকামনা এবং মন ভরা ভালবাসা রইল।

দাদা বরাবরের ন্যয় আপনি আবারও আমাদের জন্য নতুন একটা প্রতিযোগিতার অংশগ্রহণের সুযোগ তৈরি করে দিয়েছেন। এবং সেটি সম্পর্কে আমাদেরকে নিয়ম গুলো খুব সুন্দর করে উল্লেখ করে দিয়েছেন। এবং অনিয়মগুলো উল্লেখ করে দিয়েছেন যাতে আমাদের বুঝতে অসুবিধে না হয়। এমনকি এই ডাই প্রজেক্টে কি করা যাবে কি করা যাবেনা সেটিও স্পষ্ট ভাষায় লিখে দিয়েছেন। এবং আমাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করেছেন। সেই সুবাদে আপনার প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করা ছাড়া অন্য কিছুই দেখছি না। আমাদের জন্য আপনি প্রতিনিয়ত কিছু না কিছু করেই যাচ্ছেন। ক্রিসমাস ডে উপলক্ষে আমাদের জন্য যেই ডাই ইভেন্টের অংশগ্রহণ করার জন্য উৎসাহ দিয়েছেন। প্রতিনিয়ত চেষ্টা করব যোগদান করার জন্য। হারজিত সবারই থাকে সেটা বড় বিষয় নয়। মূল বিষয় হচ্ছে আমি আমাকে সবার মাঝে মেলে ধরতে চাই। আমাদের সাথে এত সুন্দর একটি পোষ্ট ভাগাভাগি করে নেওয়ার জন্য ভালোবাসা অবিরাম দাদা।

খুবই ভালো একটা উদ্যোগ দাদা। আমি সব সময় ডাই ইভেন্টে অংশগ্রহণ করে থাকি। এবারও তার ব্যতিক্রম হবে না। আর তাছাড়া আমি সব সময় যেকোনো কাজ নিজে করার চেষ্টা করি, অন্যের কাজ আমার পছন্দ হয় না। ডাই ইভেন্টের আপনার দেওয়া পোস্টটি যথাযথভাবে নিয়মকানুন মেনে অংশগ্রহণ করার চেষ্টা করব। এত সুন্দর একটি ইভেন্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

অবশ্যই পুরো সপ্তাহ টা খুব ভালো করে উপভোগ করার চেষ্টা করবো দাদা। সাথে ইনশাল্লাহ পার্টিসিপেট করব।

প্রতিবারের মত এবারেও টাইটেল টা একটু ভিন্ন।

ক্রিসমাস সপ্তাহ অবশ্যই আমাদের জন্য নতুন এক অনুপ্রেরণা হিসেবে গণ্য হবে।

ধন্যবাদ আমাদের সামনে এত সুন্দর একটি সপ্তাহ নিয়ে আসার জন্য যেখানে আমরা আমাদের সৃজনশীলতা প্রকাশ করতে পারবো।

দারুণ ঘোষণা দাদা, আশা করছি এই সপ্তাহটা বেশ জমজমাট এবং দারুণ হবে। কারণ আমার বাংলা ব্লগেই ইউজাররা এখন আগের তুলনায় বেশী এ্যাকটিভ, সচেতন ডাইয়া ইভেন্ট এর ব্যাপারে। ধন্যবাদ

দাদা বিশেষ ক্রিসমাস উপলক্ষ্যে আপনি খুবি সুন্দর প্রতিযোগিতার আয়োজন করেছেন। এই প্রতিযোগিতা আমাদের প্রত্যেক মেম্বার দের জন্য খুবই আনন্দ কর।কারণ আমরা এখানে প্রতিযোগিতার মাধ্যমে নিজের সৃজনশীলতা শক্তিকে তুলে ধরবো। আর এখান থেকে আমরা জানতে পারব কার সৃজনশীলতা কত ভালো হয়েছে। যে বিজয়ী হবে। সেই প্রকৃত ভালো Diy ইভেন্ট তৈরিকারী। আপনার এই উপস্থাপন এবং এই চিন্তাধারার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুবই সুন্দর একটি সৃজনশীলতা প্রকাশের আয়োজন করেছেন।

ক্রিসমাস উপলক্ষ্যে আপনি খুবই সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন। আমরা এই প্রতিযোগিতায় অবশ্যই অংশগ্রহণ করব। এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা আমাদের সৃজনশীলতা শক্তিকে প্রকাশ করব। এটি আমাদের জন্য নতুন এক শক্তিকে তৈরি করতে শেখাবে। আপনার এই প্রতিযোগিতা আমার খুবই ভালো লেগেছে। আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করব এবং আমি সর্বোচ্চ চেষ্টা করব এই প্রতিযোগিতায় বিজয়ী হবার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি প্রতিযোগিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

অনেক ভালো একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন। Diy ইভেন্ট এর মাধ্যমে আমরা সকলে আমাদের সৃজনশীলতার শক্তি এখানে প্রকাশ করি। যার মেধা এবং সৃজনশীলতা যত ভালো হবে বিজয়ী হবে। এটি আমাদের জন্য সত্যিই অনেক আনন্দের। আমরা সকলেই চেষ্টা করব আমাদের নতুন Diy ইভেন্ট তৈরি করার জন্য। আপনার এই প্রতিযোগিতা মাধ্যমে আমাদের অনুপ্রেরণা দিবে। আমাদের মধ্যে থেকে নতুন সৃজনশীলতা শক্তিকে বের করে আনবে। আপনার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা।

অনেক চমৎকার হয়েছে আয়োজনটি। প্রতিমাসের এসো নিজে করি ইভেন্টের সাথে বছরের শেষ সপ্তাহ টি যুক্ত হলো এবং খুব আগ্রহ পাচ্ছি। এই সময়টাতে খুব সম্ভবত অনেক ফ্রি থাকবো তাই এবার অবশ্যই কিছু করার চেষ্টা করব কারণ DIY ধরনের কাজগুলো অনেকদিন করা হয় না এবং তাই করতে খুব আনন্দ অনুভব করব পাশাপাশি আমার মেয়ের সাথে এধরনের যে কোন কাজ করতে গেলে সেও খুব আনন্দ পাবে। ধন্যবাদ।

অনেক অনেক ধন্যবাদ আমাদের জন্য এরকাম একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য। ক্রিসমাস উপলক্ষে এই আয়োজন অবশ্যই একটি ভালো দিক। এবার আমি হয়তো এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে পারবো। আর অনেক কিছু শিখতে পারবো।

Nice Boss 😀

দাদা, বিশেষ ক্রিসমাস সপ্তাহ উপলক্ষে আপনি ডাই ইভেন্ট সপ্তাহের যে অ্যানাউন্সমেন্ট করলেন তা দেখে অনেক বেশি ভালো লাগলো। মনে হয় এটা প্রত্যেকটা মেম্বার এর জন্য খুশির খবর। আমি তো এই ইভেন্ট অংশগ্রহণ করার অবশ্যই চেষ্টা করব। আর চেষ্টা করব এই সপ্তাহে ভালো ভালো ডাই প্রজেক্ট করার। আমি এই প্রোজেক্টের প্রত্যেকটা নিয়মকানুন খুবই ভালভাবে পড়ে দেখেছি। প্রত্যেকটা নিয়মকানুন খুবই ভালো ছিল। অনেক ধন্যবাদ দাদা আমাদের মাঝে ক্রিসমাস সপ্তাহের ডাই ইভেন্ট সপ্তাহের আয়োজন করার জন্য।

ওয়াও দাদা এবারের প্রতিযোগিতা টি অনেক জমজমাট হতে চলেছে কেননা এই ডাই ইভেন্ট প্রতিযোগিতা আমাদের সবারই পছন্দ অবশ্যই সবাই ভাল মানের এই ডাই ইভেন্ট প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এরকম একটি প্রতিযোগিতার ব্যবস্থা করার জন্য দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ক্রিসমাস উপলক্ষ্যে একটি প্রতিযোগিতার আয়োজন সত্যিই প্রশংসার দাবিদার। আপনি সবসময় সুন্দর সুন্দর প্রতিযোগিতার আয়োজন করেন ।আর ডাই প্রজেক্ট যেহেতু প্রতিযোগিতায় প্রধান বিষয় আশা করা যাচ্ছে অনেক সুন্দর সুন্দর কিছু ডাই প্রজেক্ট দেখতে পারব । আমি চেষ্টা করব প্রতিযোগিতায় অংশগ্রহণ করার।আর প্রত্যেক মাসের দ্বিতীয় সপ্তাহে ড্রাই ইভেন্ট চালু করা হয়েছে যেটি আরেকটি সুসংবাদ। ধন্যবাদ এত সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য। শুভকামনা রইল।

দাদা খুবই সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন। diy ইভেন্ট এর আগেও প্রতিযোগিতাটি ছিল। তখন সকল সুন্দর সুন্দর diy ইভেন্ট তৈরি করেছিল। এবারও সেই সকলের জন্য একটি সুখবর। আবারো diy ইভেন্টের প্রতিযোগিতা এসেছে। এবার আমি সর্বোচ্চ চেষ্টা করবো আমরাই সেরা diy ইভেন্ট তৈরি করার জন্য। আপনার এই প্রতিযোগিতায় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ দাদা।

পুরষ্কার মানেই আলাদা রকমের উত্তেজনা, আলাদা রকমের আনন্দ। আর সেই আনন্দ যখন সকলে মিলে একসাথে আয়োজন করে, উৎযাপন করে তখন তার কথাই হয়না।
অবশ্যই অংশগ্রহণ করবো দাদা আর অনেক অনেক ধন্যবাদ।

ডাই প্রজেক্ট -এসো নিজে করি মানে অন্য কিছু এবারে অনেক সুন্দর সুন্দর ডাই প্রজেক্ট দেখতে পাবো আশাকরি। ইনশাআল্লাহ সব নিয়ম কানুন মেনে আমিও ডাই প্রজেক্ট অংশগ্রহণ করবো। সবার জন্য শুভকামনা রইলো

DIY এর প্রতিযোগিতা ঘোষণা শুনে সত্যি খুব ভাল লাগলো। আর অবশ্যই নতুন কিছু দেওয়ার চেষ্টা করব যাতে সকলের ভালো লাগে। আর প্রতিযোগিতা শুনলেই সাথে উপহার কেমন যেন একটা ফিল হয় ❤️

খুব সুন্দর একটি আয়োজন। আশা করছি সকলেই ইউনিক ইউনিক কিছু প্রজেক্ট উপহার দিবেন। সবার জন্যই অনেক অনেক শুভেচ্ছা রইল।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



আপনি সর্বত্র "DIY" সংক্ষিপ্ত নামটি দেখতে এবং শুনেছেন এবং আপনি সম্ভবত ইতিমধ্যেই জানেন যে এটি কী বোঝায়: "এটি নিজেই করুন।" এটি একটি চমত্কার সোজা-শব্দযুক্ত ধারণা. কিন্তু "DIY" বিভিন্ন ব্যক্তির জন্য সম্পূর্ণ ভিন্ন চিত্র তৈরি করতে পারে, কারণ সত্যিই, এটি অনেক কিছু হতে পারে।

মূলত, DIY এর অর্থ হল, একটি নির্দিষ্ট কাজ করার জন্য একজন পেশাদার নিয়োগ করার পরিবর্তে - অথবা, একটি দোকান বা একজন কারিগর থেকে পণ্য কেনার পরিবর্তে - আপনি সেই কাজটি করতে বেছে নিচ্ছেন বা কোনও বিশেষজ্ঞের সরাসরি সাহায্য ছাড়াই নিজেই সেই পণ্যগুলি তৈরি করছেন৷ . এর অর্থ এই নয় যে আপনি সাহায্যের জন্য সংস্থানগুলির দিকে যেতে পারবেন না — আপনি যদি একটি YouTube টিউটোরিয়াল ব্যবহার করেন, বা একটি বই বা ব্লগ পোস্ট ব্যবহার করেন দিকনির্দেশ খুঁজে পেতে বা আপনার প্রকল্পকে সঠিক পথে আনতে, এটি এখনও এটি নিজে করা হিসাবে গণ্য হয়৷ DIY আসলেই আপনার জ্ঞানের সন্ধান করা এবং এমন কিছু করার জন্য প্রয়োজনীয় দক্ষতা বিকাশের বিষয়ে যা আপনি সাধারণত অন্য কাউকে আপনার জন্য অর্থ প্রদান করবেন।

বোধগম্যভাবে, "DIY" লেবেলটি অনেকগুলি প্রকল্পে যুক্ত হয়, এবং মূলত, একটি দেওয়ালে একটি গর্ত প্যাচ করা থেকে আপনার নিজের স্নানের বোমা (বা এমনকি বাচ্চাদের স্লাইম!) তৈরি করা পর্যন্ত সবকিছুই একটি DIY প্রকল্প হিসাবে গণ্য হয়৷ এবং DIY এর বাইরেও যায়, যেহেতু এটি আপনার নিজের চুল কাটা, নিজের জামাকাপড় সেলাই করা, কেক সাজানো, আপনার নিজের বিনিয়োগ পরিচালনা করা এবং আরও অনেক কিছুতেও প্রয়োগ করা যেতে পারে।

এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা অনেক সৃজনশীলতা দেখতে পাবো, দাদা আপনাকে ধন্যবাদ আমাদের দারুণ সুযোগ দেওয়ার জন্য।

ক্রিসমাস উপলক্ষ্যে খুব সুন্দর একটি ডাই ইভেন্ট এর আয়োজন করেছেন দাদা। যেটি আমার কাছে খুবই ভালো লেগেছে ।এই ইভেন্টের মাধ্যমে সবার ভেতরের নতুন নতুন প্রতিভা দেখা যাবে ।সবাই আমারা নতুন নতুন কিছু তৈরি করতে পারব ।আমিও নিশ্চয়ই অংশগ্রহণ করব ।আপনার এই সুন্দর উদ্যোগের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা।

জেনে ভালো লাগলো DIY ইভেন্ট শুরু হতে যাচ্ছে কিছু দিন পর। নতুন নতুন পোস্ট লক্ষ্য করা যাবে।এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করবেন তাদের জন্য শুভকামনা রইলো। বছরের শেষে আমিও চেষ্টা করব কিছু অর্জন করতে। নতুন একটি প্রতিযোগিতা সম্পর্কে ধারণা দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ দাদা 💚

"এসো নিজে করি" বিশেষ ক্রিসমাস সপ্তাহ ঘোষণা আমার বাংলা ব্লগ কমিউনিটির পক্ষ থেকে এটা আমাদের জন্য অনেক বড় একটি উপহার। এসো নিজে করি সপ্তাহ সকলে অনেক বেশি উপভোগ করবে এবং সকলে তাদের ক্রিয়েটিভিটি প্রকাশ করবেন। আশা করছি সকলে তাদের দক্ষতার সাথে আর্ট, ক্রাফট ও অন্যান্য বিভিন্ন ধরনের প্রজেক্ট আমাদের মাঝে উপস্থাপন করবে। নিজেদের ভিতরে লুকিয়ে রাখা সুপ্ত প্রতিভা গুলো সকলের মাঝে বিকশিত করবে। আমাদের নিজেদের অজান্তে হয়তো নিজেদের মধ্যে অনেক সুপ্ত প্রতিভা লুকিয়ে থাকে। এসো নিজে করি প্রজেক্ট এর মাধ্যমে সকলের নিজের প্রতিভাকে ফুটিয়ে তুলতে পারবে। নিজের ভিতরে লুকানো প্রতিভা প্রকাশ হয়ে নতুন কিছু তৈরি করতে সহায়তা করবে। আশা করছি এসো নিজে করি সপ্তাহে নতুন নতুন আইডিয়া এবং ক্রাফট দেখতে পাবো আমরা। আমিও চেষ্টা করব নিজের প্রতিভাকে আপনাদের মাঝে উপস্থাপন করার। আমি চেষ্টা করবো ভালো কিছু তৈরি করে আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। দাদা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দারুন একটি প্রজেক্ট শুরু করার জন্য। আশা করছি এই বিশেষ সপ্তাহ জুড়ে আমরা অনেক বেশি উপভোগ করব এবং সকলে আনন্দিত হবে। শুভকামনা রইল আপনার জন্য দাদা।

আবারও চমৎকার একটি প্রতিযোগিতার আয়োজন করলেন দাদা 💚
অবশ্যই অংশগ্রহণ করবো। এটা এমন একটা প্রতিযোগিতা যার দ্ধারা সত্যিই সবার সৃজনশীলতার বিকাশ ঘটানো সম্ভব। সবার জন্য শুভকামনা রইল 🥀

দাদা সুন্দর একটা প্রতিযোগিতা।‌‌ আশা করি আমরা সবাই খুব ভালোভাবে উপভোগ করব এই প্রতিযোগিতাটি। বছরের শেষে এরকম একটা প্রতিযোগিতা আমাদের সবার জন্য আনন্দ বয়ে আনবে।

বছর শেষে এই প্রতিযোগিতাটি আমরা সবাই
অনেক ইনজয় করব।

ভাই এক সাথে এক অত্যাশ্চর্য ঘটনা ঘটিয়েছেন। তাদের প্রত্যেকের জন্য চমৎকার খবর আছে। আবারও, Do It Yourself ইভেন্টের জন্য একটি প্রতিযোগিতা রয়েছে। এই সময়, সেরা DIY ইভেন্টটি সম্ভব করার জন্য আমি যা করতে পারি তা করতে যাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ, ভাই, আপনাকে অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য।

খুব ভাল ঘটনা দাদা, আমি এটা অনুসরণ করব

অত্যন্ত প্রতিযোগিতামূলক এবং সৃজনশীল ইভেন্ট, এই ইভেন্টে অংশগ্রহণ করতে পেরে আনন্দিত, এবং আমি এটি অনুসরণ করার চেষ্টা করব

এত সুন্দর একটি কনটেস্ট এর আয়োজন করার জন্য প্রথমে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্রতিটি ধর্মের প্রতি সম্মান রেখে আপনি যে উদ্যোগ নিয়েছেন তাকে অবশ্যই স্বাগত জানাই। আমাদের জানামতে ডাই প্রজেক্ট গুলো সবসময় অসাধারণ একটি উৎসব বয়ানে আমার বাংলা ব্লগ পরিবারে। আমাদের এই পরিবারের প্রতিটি সদস্য তাদের ক্রিয়েটিভ চিন্তাশক্তি দিয়ে সবসময় নিজের দক্ষতা প্রমাণ করে আসছে। এইটাই প্রজেক্টে আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করব ।

দাদা সত্যিই খুব সুন্দর একটি কার্যক্রম।এতে করে কমিউনিটির সাধারণ মেম্বাররা ডাই কাজের প্রতি বেশি আগ্রহী হয়ে উঠবেন।ক্রিসমাস উপলক্ষ্যে বিনোদনের জন্য নানান বর্ণিল আয়োজন করা হয়।আমাদের কমিউনিটিতেও বিনোদনের একটা কিছু পেলাম।আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা আমাদের জন্য এত সুন্দর আয়োজনের জন্য।

দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য। আর এই প্রতিযোগিতায় অবশ্যই অংশগ্রহণ করে নিজেকে একজন প্রতিযোগী হিসেবে লাইনে দাঁড় করাতে চাই।

দাদা আপনি আমাদের জন্য আবারও ড্রাই ইভেন্ট প্রতিযোগিতার আয়োজন করেছেন খুবই আনন্দ লাগছে। আশা করছি অবশ্যই আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করব। আবারো আমরা নতুন নতুন অনেক কিছু দেখতে এবং শিখতে পারবো এই ইভেন্টের মাধ্যমে। দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের কথা ভেবে আবারও এই ড্রাই ইভেন্টের আয়োজন করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল দাদা।

  ·  3 years ago (edited)

খুবই সুন্দর প্রতিযোগিতার আয়োজন।আমি অবশ্যই অংশগ্রহণ করার চেষ্টা করবো।এটি একটি ভিন্ন ধরনের প্রতিযোগিতা।যেকোনো diy করা খুবই মজার, যদিও একটু সময়সাপেক্ষ।আমি এইরকম কিছুই ভাবছিলাম বড়োদিনের আনন্দ নিয়ে।অনেক ধন্যবাদ দাদা।

খুব সুন্দর একটি প্রতিযোগিতার ঘোষনা করলেন দাদা। পুরো সপ্তাহ জুড়ে সুন্দর ও ইউনিক পোষ্টের সমাহার ঘটবে কমিউনিটি জুড়ে। আমিও চেষ্টা করবো ভিন্ন কিছু কন্টেন্ট উপহার দেওয়ার। আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইলো দাদা।

অসাধারণ একটা প্রতিযোগিতা আমাদের জন্য উদযাপন করেছেন দাদা। ডাই ইভেন্ট প্রত্যেকটা মানুষেরই পছন্দ, আমার বাংলা ব্লগ কমিউনিটির প্রায়ই সবাই চেষ্টা করে এই ধরনের জিনিস তৈরি করার জন্য। ব্যক্তিগতভাবে আমার কাছেও এই ধরনের জিনিস অনেক ভালো লাগে। আমিও চেষ্টা করি বাড়িতে কাগজ দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করতে।

আপনাকে অশেষ ধন্যবাদ এমন সুন্দর একটা প্রতিযোগিতা আমাদেরকে উপহার দেওয়ার জন্য।

অবশ্যই দাদা আমি যথাযথ সময়ে ডাই ইভেন্টে অংশ গ্রহণ করব। আর নিজের প্রতিভাকে ফুটিয়ে আপনাদের সাথে শেয়ার বা সুযোগ করে দেওয়ার জন্য। আপনাকে আমার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাই ধন্যবাদ দাদা আপনাকে।

ধন্যবাদ দাদা আপনাকে সঠিক সময়ে এই রকম একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য।এইটা আমাদের জন্য একটি ভালো দিক।কারন এইটার মাধ্যমে আমরা আমার প্রতিভাকে তুলে ধরতে পারব।

ওয়াও খুব সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন ভাইয়া। এই ইভেন্টের মাধ্যমে সকলেই তাদের সৃজনশীলতাকে দারুন ভাবে প্রকাশ করতে পারবে। খুবই ইন্টারেস্টিং একটি সপ্তাহ হতে যাচ্ছে এটি।

দাদা খুবই খুশির খবর, ডাই ইভেন্ট পেয়ে আমি খুবই আনন্দিত, চেষ্টা করব আমি খুবই সুন্দর সুন্দর ডাই আপনাদের মাঝে উপহার দিতে। শুভকামনা রইল সকল সদস্যবৃন্দের প্রতি। শুভকামনা রইল দাদা আপনার পরিবারের। ভালোবাসা অবিরাম দাদা।

দাদা আমি কি অংশগ্রহণ করতে পারবো? আমি তো লেভেল ৪ এর ক্লাস করছি

NICE BRO

দাদা,,নতুনদের অংশগ্রহনের সুযোগ করে দিলে ভালো হতো।তাহলে আমিও অংশগ্রহণ করতে পারতাম।

দারুণ উদ্যোগ। ক্রিসমাসের সময় এই প্রতিযোগিতায় সবাই নতুন নতুন কিছু তৈরী করবে
দেখতেও ভালো লাগবে আর সাথে পুরস্কার বাড়তি পাওনা। ধন্যবাদ এ রকম প্রতিযোগিতা আয়োজন করার জন্য।

সময়োপযোগী এরকম দলবদ্ধ কর্ম করার প্রয়াস , আমাদের দলকে আরও সুসংগঠিত করবে। অংশগ্রহণের ইচ্ছায়....

হ্যালো! আপনি আমাকে অংশগ্রহণের জন্য যাচাই করতে পারেন?

প্রতিযোগিতাটি আমার মতে সেরা হবে কারন এখন যেহেতু শিতকাল এসময়ে এই প্রতিযোগিতার আশায় ছিলাম।

একটি ক্রিসমাস প্রতিযোগিতা একসাথে করা গর্বিত এবং উত্সাহিত করা উচিত। আপনি সর্বদা দৃষ্টিনন্দন টুর্নামেন্টে রাখেন। যেহেতু DIY প্রকল্পটি প্রতিযোগিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান, তাই আমি কিছু অত্যাশ্চর্য ডাই প্রজেক্ট দেখার আশা করছি। আমি প্রতিযোগিতার জন্য যোগ্যতা অর্জন করার চেষ্টা করতে যাচ্ছি।

আরেকটি প্লাস হল যে শুষ্ক ইভেন্টটি এখন প্রথমটির পরিবর্তে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হয়। এত সুন্দর প্রতিযোগিতা আয়োজনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এটা সৌভাগ্যের একটি স্ট্রোক.

দাদা খুব সুন্দর একটি ডাই ইভেন্টের আয়োজন করেছেন।আশাকরি আমি অংশগ্রহণ করব । চেষ্টা করব সুন্দর একটি ডাই প্রজেক্ট উপহার দেওয়ার।আমি মনে করি পুরস্কারটা বড় বিষয় নয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটাই সবচেয়ে বড় বিষয়। চেষ্টা করব ভালোটা দেওয়ার। ধন্যবাদ দাদা।

খুবই সুন্দর হয়েছে আপনার এই আয়োজনটি দাদা। আমিও এই আয়োজন টি তে অংশগ্রহণ করব। আপনার এই আয়োজনের মাধ্যমে আমরা যে যার সৃজনশীলতা গুলো প্রকাশ করতে পারি। খুবই সুন্দর একটা ব্যাপার। ধন্যবাদ দাদা এত সুন্দর আয়োজন করার জন্য।