"এসো নিজে করি" সপ্তাহ ঘোষণা (DIY Events Week Announcement)

in hive-129948 •  3 years ago  (edited)

হ্যালো বন্ধুরা,
গত সপ্তাহের ডিসকর্ড হ্যাংআউট-এ আমি ঘোষণা করেছিলাম প্রতি মাসের যেকোন ১ সপ্তাহ ব্যাপী "এসো নিজে করি" কর্মসূচি পালিত হবে । সেটাই একটু সংশোধিত আকারে ও বিস্তারিত আকারে আজ ঘোষণা করছি ।

ইংরেজিতে DIY শব্দটি একটি abbreviation, এর পূর্ণ রূপ হলো Do It Yourself. সেটাকেই আমি "এসো নিজে করি" হিসাবে উল্লেখ করেছি । DIY এমন একটি event যেটি আমাদের প্রত্যেকের মধ্যকার সৃষ্টিশীলতাকে (creativity) পরিপূর্ণরূপে বিকশিত করতে সাহায্য করে । সো, এটার প্রতি আমার একটা বাড়তি টান আছে । "আমার বাংলা ব্লগ" এ এখন ১০০+ ব্লগার অলটাইম এক্টিভ থাকেন, তাই, আমি ভাবলাম প্রতি মাসের যেকোন এক সপ্তাহব্যাপী একটি DIY বা "এসো নিজে করি" ইভেন্ট চালু করলে কেমন হয় ?

এখন নিচে DIY Events Week এর বিস্তারিত তুলে ধরা হলো --

ইভেন্ট নাম :

DIY Events Week ("এসো নিজে করি" সপ্তাহ)

অংশগ্রহণের সময়কাল :

প্রত্যেক মাসের দ্বিতীয় সপ্তাহব্যাপী

অংশগ্রহণের যোগ্যতা :

"আমার বাংলা ব্লগ" এর সকল "member" ব্যাজধারী প্রত্যেকে এই ইভেন্টে অংশ নিতে পারবেন

ইভেন্টের নিয়মাবলী :

১. যে কোনো ধরণের craft এই DIY ইভেন্টে eligible
২. আপনি নিজে নিজে কোনো জিনিস যদি রিপেয়ার করেন তবে সেটিকেও DIY ইভেন্টে হিসাবে গণ্য করা হবে
৩. Abstract আর্ট বাদে যেকোন ধরণের ফাইন আর্ট এই DIY ইভেন্টে যোগ্য বলে বিবেচিত হবে
৪. যে কোন ধরণের ফোটোগ্রাফি এই DIY ইভেন্টে গণ্য হবে না
৫. কোনো ধরণের ক্রিয়েটিভ রাইটিংও এই DIY ইভেন্টে গণ্য করা হবে না
৬. আপনার DIY ইভেন্টের প্রত্যেক main ষ্টেপের ফটোগ্রাফ অথবা ভিডিও শেয়ার করতে হবে
৭. আপনার নিজের তৈরী craft এর সাথে একটি সেলফি দেওয়া আবশ্যক । verified member অথবা Level-01 ব্যাজধারী ব্লগারদের অবশ্য এই নিয়মটি মানা বাধ্যতামূলক নয় ।
৮. নিজের পুরোনো DIY ইভেন্ট শেয়ার করা যাবে না । সম্পূর্ণ নতুন DIY ইভেন্টে চাই ।
৯. DIY ইভেন্ট পোস্টটি করার সময় "diy" এবং "amarbanglablog-event" ট্যাগ অবশ্যই use করতে হবে । অন্যথায় রচনাটি এই প্রতিযোগিতায় disqualified হিসাবে গণ্য করা হবে ।
১০. Plagiarism এবং copyright Infringement কঠোরভাবে নিষিদ্ধ ।
১১. DIY ইভেন্ট সপ্তাহে প্রতিদিন ১টি করে মোট ৭টি পোস্ট করা যাবে ।

ইভেন্টের পুরস্কার :

১. প্রত্যেক ভালো মানের DIY ইভেন্ট পোস্টে আপভোট প্রদান করা হবে
২. সব চাইতে সেরা পোস্টটি ১০০% আপভোট পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবে

ইভেন্টের বিচারক :

১. @blacks
২. @rex-sumon
৩. @winkles
৪. @moh.arif
৫. @hafizullah
৬. @shuvo35

পুরস্কার ঘোষণা :

DIY ইভেন্ট শেষে আমাদের discord hangout -এ

↩ধন্যবাদ সকলকে↪

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অসাধারণ একটি ইভেন্ট আমি অবশ্যই এখানে পার্টিসিপেন্ট করব। এই ইভেন্টের মাধ্যমে মানুষের ক্রিয়েটিভিটি ফুটে উঠবে এবং মানুষ যেগুলো করবে তা থেকে আমরা বিভিন্ন ভাবে শিক্ষা গ্রহণ করতে পারি। আমরা অনেকেই আছি অনেক কিছু পারি কিন্তু উদ্যোগের অভাবে এবং সুযোগের অভাবে অনেক কিছু করে উঠতে পারি না এই সুযোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

1626436398157.webp

আপনি অংশগ্রহণ করেছেন দেখতে পাচ্ছি, আপনার সৃষ্টিশীলতা সবার সামনে মেলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ :)

আমি এটাও ভেবে দেখেছি আজ থেকে ছয় মাস পরে আমার রুমটি ভরে যাবে এই DIY প্রজেক্ট এর প্রজেক্ট গুলো দিয়ে। দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিজের ভিতরে যে প্রতিভা গুলো রয়েছে সেগুলো সবার মাঝে প্রকাশ করার একটি অন্যতম প্লাটফ্রম তৈরি করে দেওয়ার জন্য। অফুরন্ত ভালোবাসা রইলো @rme ভাই।

অনেক অনেক ধন্যবাদ।দাদা।

এখানে কোনো এন্ট্রি কমেন্ট করা লাগবে না, শুধু পোস্ট করার সময় "diy" এবং "amarbanglablog-event" ট্যাগ ব্যবহার করলেই চলবে । ধন্যবাদ :)

খুবই ভালো একটি উদ্যোগ দাদা।এখানে অনেকের লুকায়িত প্রতিভা বিকশিত হবে।ধন্যবাদ আপনাকে দাদা।

আপনাকেও ধন্যবাদ বোন , আশা করছি আপনিও অংশগ্রহণ করে আমাদেরকে সম্মানিত করবেন ।

খুবই ভালো একটি উদ্দ্যেগ দাদা।অবশেষে মনের মতো একটা কাজ পাইছি।😊

ধন্যবাদ, আশা করছি আপনি এই ইভেন্টে অংশগ্রহণ করবেন :)

https://steemit.com/hive-129948/@farhantanvir/acmrs

আমার অংশগ্রহণের লিংক।

অনেক সুন্দর একটি প্রতিযোগিতা। মানুষ খুঁজে বের করার অন্যতম পন্থা এটি। দাদা কে ধন্যবাদ জানাই এত সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য।

আপনাকেও কিন্তু এই ইভেন্টে এক জন পার্টিসিপেন্ট হিসাবে দেখতে চাই :)

অবশ্যই চেষ্টা করব দাদা পার্টিসিপেট করার জন্য

আহা কি আনন্দ আকাশে বাতাসে। এতো সুন্দর একটা পোষ্ট দেখে মনটা নেচে উঠলো। আমাদের যত দক্ষতা সেটা শেয়ার করার একটা বড় সুযোগ। নিজেদের ক্রিয়েটিভিটিকে বৃদ্ধি করা, জীবনের পেছনে ফেলে আসা সময়টাকে আবার ফিরে দেখার সুযোগ এসেছে। সেই ছোট বেলাকার কত ছোট ছোট মজার অভিঙ্গতাকে আমরা প্রকাশ করতে পারব। ধন্যবাদ দাদা এবং আমার বাংলা ব্লগকে এতো সুন্দর একটা বিষয় নির্ধারণ করার জন্য। আমি চেষ্টটা করব, আমার যতটা সম্ভব এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।
ধন্যবাদ;)

খুব সুন্দর গঠনমূলক একটি কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে ।

ধন্যবাদ দাদা। আপনার জন্য শুভ কামনা।❤️🥰

  ·  3 years ago (edited)

খুবই ভালো উদ্যোগ এটি ।মানুষের মধ্যেকার সৃজনশীলতাকে টেনে বের করে মানুষের মাঝে উন্মোচন করার বড়ো সুযোগ এটি।সবাই সবার নিজস্ব সৃজনশীল কাজকে উপস্থাপন করতে পারবে এখানে।আমিও অংশগ্রহণ করবো এই প্রতিযোগীতায়।

[দাদা এখানে কি সাতদিনের মধ্যে একটি diy করে ট্যাগ ব্যবহার করতে হবে।না সপ্তাহের মধ্যে অনেকগুলো পোস্ট করা যাবে diy নিয়ে?]এই প্রশ্নের উত্তর জানতে ইচ্ছে করছে ।অশেষ ধন্যবাদ দাদা দারুণ উদ্যোগ নেওয়ার জন্যে।

প্রতিদিন ১ টি করে পারবে diy ইভেন্ট পোস্ট

ঠিক আছে দাদা।

খুবই চমৎকার একটি ব্যাপার হতে চলেছে এটি।আমি মুখিয়ে আছি অংশগ্রহণের জন্য।

আপনাকে স্বাগত জানাই আমাদের নিউ ইভেন্টে অংশ নেয়ার জন্য :)

দারুন, এই সপ্তাহটা হবে সবচেয়ে বেশী জমজমাট। কারন গতানুগতিকের বাহিরে নিজের সৃজনশীলতা প্রকাশের দারুন একটা সুযোগ তৈরী হয়েছে এবং সবাই নিজের কিছু দক্ষতা প্রকাশের সুযোগ পাবেন।

দারুন বলেছেন, আমিও আশা করে আছি একটা জমজমাট রঙিন সপ্তাহের জন্য :)

দারণ একটি উদ্যোগ। নিজের সৃজনশীলতাকে উপস্থাপনা করা যাবে আমি মনে করি এই প্রতিযোগিতার মাধ্যমে।

সেই জন্যই তো এই ইভেন্ট ঘোষণা করা হয়েছে, সবার সৃষ্টিশীলতার উন্মেষ হবে :)

জি দাদা।খুব শীঘ্রই অংশগ্রহণ করবো।

অসংখ্য ধন্যবাদ দাদা
এসো নিজে করি
নিজের মধ্যে সৃজনশীলতায়
নিজেকে গড়ে তুলি।

অঙ্কুর থেকে কিশালয়
হবে একদিন দেখ
আমার বাংলা ব্লগে তাই
নিজ অবদান রেখ।

দারুন বলছেন ছড়ায় ছড়ায় দিদি , ধন্যবাদ আপনাকে :)

সুন্দর উদ্যোগ, এক সময় আমিও কাগজ দিয়ে অনেক কিছু তৈরী করতাম। চেস্টা করবো অংশগ্রহন করার।

অবশ্যই করবেন, আপনাদের জন্যই তো এই ইভেন্ট । কাগজ দিয়ে আসলেই অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরী করা যায় । আমি যতদূর জানি জাপানে Origami একটা দারুন শখের বিষয় :)

আমাদের সকলের জন্য নিঃসন্দেহে এটি অনেক ভালো একটি ইভেন্ট। অবশ্যই আমি এই ইভেন্টে অংশগ্রহণ করব। অনেক ভালো একটি উদ্যোগ দাদা।

অবশ্যই অংশগ্রহণ করবেন, আপনাদের জন্যই তো "আমার বাংলা ব্লগ" :)

অংশগ্রহণ করেছি দাদা।

আমার জন্য সমস্যা হয়ে গেলো।আমি তো কিছুই বানাতে পারিনা🤔😥

যা পারেন তাই বানাবেন । ছোটবেলায় কাগজ দিয়ে নৌকো, প্লেন বানাননি ? কিছু না পারলে ওই গুলোই শেয়ার করুন । আমিও কাগজ দিয়ে শুধু ওই দুটো জিনিসই বানাতে পারি :)

হা হা হা দাদা ভালো বলছেন। আজকে একটা কিছু বানানোর ইচ্ছে ছিলো। কিন্তু হঠাৎ জ্বরে আক্রান্ত হয়েছি। একটু ভালো বোধ করলেই ইচ্ছা আছে কিছু একটা বানানোর। ধন্যবাদ দাদা।

Get Well Soon, best wishes :)

উদ্যোগ ভাল । সাধুবাদ জানাই। আশাকরা যায় মোটামুটি সবাই অংশগ্রহণ করবে । ধন্যবাদ।

আপনিও অংশগ্রহণ করুন , আমরা সবাই খুশি হব ।

আমি এখনো মেম্বার ব্যাচ পাই নাই। তাহলে কি আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবোনা?? আমি চাই প্রতিটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করি এবং সব সময়েই কমিউনিটির সাথে থাকি.

@hafizullah ভাই, আমি কিভাবে এই কমিউনিটির মেম্বার ব্যাজ পেতে পারি।এবং কিভাবে কাজ করলে আমি কমিউনিটির মেম্বার হতে পারব অনুগ্রহপূর্বক আমাকে কিছু দিক নির্দেশনা দিন @rex-sumon

অনুগ্রহপূর্বক।। সাহায্য প্রার্থী

এই তো আপনার মেম্বার ব্যাজ "Member 🇧🇩+Delegator[0.1K]"

  ·  3 years ago (edited)

এত সুন্দর ব্যাতিক্রমধর্মী একটি প্রতিযোগিতা আয়োজন করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দাদা। আমি ভীষণ পছন্দ করি এমন কাজ করতে। @rme দাদা,, আমার লক্ষ্য এখন আপনার কাছ থেকে ১০০% আপভোট পাওয়া এই ইভেন্টে। জানিনা কবে সফল হতে পারবো আমি। তবে আমার বিশ্বাস আমি পারবো। আশীর্বাদ রাখবেন দাদা।

আমার অংশ্রহণ এই সপ্তাহে

আমিও ভীষণভাবে অনুরক্ত যে কোনো ধরণের ক্রিয়েটিভ কর্মকান্ডে নিযুক্ত হতে । ছবি আঁকা, ভাস্কর্য নির্মাণ, সংগীত এ সব আমার অতীব পছন্দের । অনেক ধন্যবাদ আপনাকে আমাদের কমিউনিটিতে এতো সুন্দর একটি ক্রিয়েটিভ পোস্ট করার জন্য :)

कृपया मेरा समर्थन करें @rme....आप की तरह सफल होने में मेरी मदद करें..🙏🙏

[WhereIn Android] (http://www.wherein.io)

এবার মজা হবে কারণ অনেক সুন্দর সুন্দর ক্রাফট দেখতে পাবো সাথে সৃষ্টিশীলতা এবং সৃজনশীলতা ফুটে উঠবে দ্বিতীয় সপ্তাহে প্রতি মাসে। সার্বজনীন এত সুন্দর একটি DIY কন্টেস্ট চালু করার জন্য অনেক ধন্যবাদ দাদা।

আমিও তো মুখিয়ে আছি সবার সুন্দর সুন্দর ক্রিয়েটিভিটি উপভোগ করার জন্য ।

দাদা আপনি অনেক সুন্দর একটি উদ্যোগ গ্রহণ করেছেন। এই পোস্ট এর মাধ্যমে আমরা আমাদের সৃজনশীলতা তুলে ধরার চেষ্টা করবো।

আমিও তো সেটাই চাই, আপনারা দুনিয়ার সামনে নিজেদের সৃষ্টিশীলতাকে তুলে ধরুন, দুনিয়া আপনাকে নতুন করে চিনুক, জানুক ।

ইনশাআল্লাহ তুলে ধরার চেষ্টা করবো।

অনেক সুন্দর একটি উদ‍্যোগ। এর মধ্যে দিয়ে আমরা নতুন নতুন প্রতিভা দেখতে পারব। তবে দুঃখ হচ্ছে আমি হয়তো এই ইভেন্টে অংশগ্রহণ করতে পারব না। কারণ এরপর কাজের আমার কোনো অভিজ্ঞতা নেই।

চেষ্টা করুন নিজের হাতে শখের কোনো জিনিস বানাতে । সব চাইতে সহজ হলো -
কাগজ দিয়ে ফুল, নৌকো, প্লেন এই সব বানানো ।

জ্বী। দাদা আমি চেষ্টা করব।

অবশ্যই একটি ভালো উদ্যোগ। চেষ্টা করবো অংশগ্রহণ করার ❤️🥀

চেষ্টা নয়, অবশ্যই অংশগ্রহণ করবেন , আমাদের সবার খুব ভালো লাগবে ।

আমার পোস্টের লিংক

https://steemit.com/hive-129948/@green015/diy-or-or

CollageMaker_20210810_093516149.jpg

এখানে কোনো এন্ট্রি কমেন্ট করার দরকার নেই, শুধু পোস্ট করার সময় "diy" এবং "amarbanglablog-event" ট্যাগ ব্যবহার করলেই চলবে । ধন্যবাদ :)

ঠিক আছে দাদা।

সুন্দর একটি উদ‍্যোগ।

ধন্যবাদ আপনাকে ।

খুব সুন্দর একটা উদ্যোগ।এই ইভেন্টের মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারবো।

শিখতে পারবেন, আনন্দ পাবেন আর সর্বোপরি নিজের সৃষ্টিশীলতার বিকাশ করতে পারবেন ।

ইনশাল্লাহ।নিজের সৃজনশীলতাকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো।

অসংখ্য ধন্যবাদ দাদা।

দাদাকে অনেক অনেক ধন্যবাদ যে এতো সুন্দর একটা ইভেন্ট তৈরি করার জন্যে,এই ইভেন্টে পার্টিসিপ্যান্ট করতে পারবো বলে নিজের কাছে ভাবতেই খুব ভালো লাগতেছে

আপনি পার্টিসিপেন্ট করলে আমরাও খুব খুশি হব ।

ধন্যবাদ দাদা,অনুপ্রেরণা দেওয়ার জন্যে

খুব সুন্দর একটা ইভেন্ট আয়োজন করেছেন দাদা। অবশ্যই চেষ্টা করবো অংশগ্রহণ করতে।

চেষ্টা নয়, অবশ্যই অংশগ্রহণ করবেন । ধন্যবাদ :)