আলোকচিত্র - ফুল, প্রজাপতি আর ফড়িং (floret, butterfly & dragonfly photography)

in hive-129948 •  4 years ago  (edited)

Purple passionflower, এই নামেই পরিচিত এই অদ্ভুত সুন্দর ফুলটি । বাংলায় এর নাম রাখী ফুল, রাখী পূর্ণিমায় ফোটে বলে এমন নাম ।

আলোকচিত্র তোলার তারিখ ও সময় : ০৮ই জুন ২০১৬, দুপুর ১২ টা বেজে ১৮ মিনিট
স্থান : সায়েন্স সিটি, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।

গন্ধরাজ ফুল (Floribunda Rose) । সাদা রঙের এই ফুলের বেশ মিষ্টি একটা ঘ্রাণ আছে ।

আলোকচিত্র তোলার তারিখ ও সময় : ১০ই এপ্রিল ২০১৬, সকাল ১১ টা বেজে ৫০ মিনিট
স্থান : বারাসাত, পশ্চিমবঙ্গ, ভারত ।

শুষ্ক ধরিত্রীর বুকে এক বিন্দু জলের খোঁজে তৃষ্ণার্ত এক হলদে কালো প্রজাপতি ।

আলোকচিত্র তোলার তারিখ ও সময় : ৩০শে জুন ২০১৬, বিকাল ৩ টা বেজে ২২ মিনিট
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।

সাদার উপর কালো ফোঁটা দেয়া পাখনা মেলে হলুদ ফুলের থেকে মধু সংগহে ব্যস্ত প্রজাপতি ।

আলোকচিত্র তোলার তারিখ ও সময় : ৩১শে জুলাই ২০১৬, দুপুর ২ টা বেজে ৩০ মিনিট
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।

সম্পূর্ণ সাদা রঙের এই প্রজাপতিটিও খুবই ব্যস্ত ফুলের থেকে মধু সংগ্রহে ।

আলোকচিত্র তোলার তারিখ ও সময় : ০৪ঠা আগস্ট ২০১৬, দুপুর ২ টা বেজে ০৮ মিনিট
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।

পেঁপের ফুল থেকে মধু সংগ্রহে ব্যস্ত কালোর উপরে সাদা ব্যান্ড পরানো এক প্রজাপতি ।

আলোকচিত্র তোলার তারিখ ও সময় : ১৮ই আগস্ট ২০১৬, দুপুর ১ টা বেজে ২০ মিনিট
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।

ফুলের নাম তিত বা বুনো বেগুন ফুল, দেখতে কিন্তু অদ্ভুত সুন্দর ।

আলোকচিত্র তোলার তারিখ ও সময় : ১৮ই আগস্ট ২০১৬, দুপুর ১ টা বেজে ৪৫ মিনিট
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।

এই ফুলটিরও নাম জানি না । তবে খুবই পরিচিত একটি ফুল । শিম গাছের ফুল কি না কে জানে ?

আলোকচিত্র তোলার তারিখ ও সময় : ৩১শে ডিসেম্বর ২০১৬, দুপুর ৩ টা বেজে ৪৪ মিনিট
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।

দুর্লভ কালো প্রজাপতি , অপূর্ব দেখতে ।

আলোকচিত্র তোলার তারিখ ও সময় : ৩০শে জুন ২০১৬, দুপুর ৩ টা বেজে ০১ মিনিট
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।

কালো ভ্রমর , মধু আহরণে ভীষণ ব্যস্ত এখন ।

আলোকচিত্র তোলার তারিখ ও সময় : ০৪ঠা মার্চ ২০১৬, বিকাল ৪ টা বেজে ৫০ মিনিট
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।

ফুলের মেলায় প্রজাপতির ওড়াওড়ি ।

আলোকচিত্র তোলার তারিখ ও সময় : ০৫ই এপ্রিল ২০১৬, বিকাল ৩ টা বেজে ৪৬ মিনিট
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।

ফড়িং (dragonfly) ও বীটল (beetle) যার যার কাজে ব্যস্ত ।

আলোকচিত্র তোলার তারিখ ও সময় : ৩০শে জুন ২০১৬, দুপুর ২ টা বেজে ৫০ মিনিট
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।

ক্যামেরা পরিচিতি : Canon
ক্যামেরা মডেল : Canon EOS 1200D
ফোকাল লেংথ : ৫৩ মিমিঃ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

খুবই সুন্দর ছবিগুলো ,দেখে মনটা ভরে গেল।

ফুলের ছবি দেখলেই আসলে মন একটা স্বর্গীয় অনুভূতিতে ভরে যায়, ধন্যবাদ আপনাকে ।

"অসম্ভব সুন্দর ছবিগুলো"


ছবিগুলো নিঃসন্দেহে প্রসংসার দাবিদার। প্রথম ফুলটি আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় লেগেছে। আমি এরকম ফুল প্রথম দেখলাম।

"শুভ কামনা অবিরাম"

flowers-45786_640.webp

আমার ফোটগ্রাফির প্রশংসা করার জন্য অনেক অনেক ধন্যবাদ :)

আপনাকেও অসংখ্য ধন্যবাদ 🥀

অসাধারণ। আপনি প্রাপ্ত ফলাফলগুলি আমি পছন্দ করি

দারুন, আপনাকেও ধন্যবাদ ।

আপনার দর্শন এবং সমর্থন করার জন্য আপনাকে ধন্যবাদ

ফটোগ্রাফি খুব ভাল আমার বন্ধু, ফুল, প্রজাপতি এবং ঘাসফড়িং খুব সুন্দর, এবং ছবি তোলার উপায়টি টার্গেটে খুব সঠিক, আপনি পেশাদার ফটোগ্রাফি।

হ্যাঁ ঠিকই বলেছেন, ফুল, প্রজাপতি এবং ঘাসফড়িংএর ফোটোগ্রাফি খুবই সুন্দর :)

সব গুলো ছবি অনেক সুন্দর হয়েছে । তবে সবথেকে আমার কাছে বেশি ভালো লেগেছে সবুজের ভিতরে সাদা ফুলটা ফুটে আছে ওইটা ।ওইটার প্রতি আমার আলাদা টান তৈরি হয়েছে। যাইহোক ভাল হয়েছে সবগুলো ধন্যবাদ আপনাকে।

গন্ধরাজ ফুল এর কথা বলছেন ? ওর কিন্তু একটা ভারী মিষ্টি গন্ধ আছে, মন আকুল করে তোলে । ধন্যবাদ আপনাকে ফোটোগ্রাফি গুলো দেখার জন্য ।

ফুল দেখতে খুব সুন্দর লাগছে

হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন , ফুলগুলি আসলেই খুব সুন্দর :)

খুবই সুন্দর হয়েছে ভাই সব ছবিগুলো, দেখে আমাকে খুব ভালো লেগেছে।

আপনার ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম বন্ধু ।

অসম্ভব সুন্দর ফটোগ্রাফি করেছেন দাদা

ধন্যবাদ আপনাকে এই সুন্দর কমেন্টটির জন্য ।

সবগুলো ছবি অনেক সুন্দর হয়েছে ভাইয়া। আপনার মতো আমারো ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে।

তাই ? শুনে খুব ভালো লাগলো । আপনিও বেরিয়ে পড়ুন পিঠে ক্যামেরার ব্যাগ ঝুলিয়ে ।

স্যার আপনার ছবি গুলো খুব সুন্দর

ধন্যবাদ আপনাকে :D

খুব সুন্দর ফটোগ্রাফ, আপনার ফটোগ্রাফির ভাল হাত রয়েছে, আপনার কাছ থেকে আরও ফটোগ্রাফ দেখতে চাই। ভাল থাকুন।

প্রশংসা করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ও শুভ কামনা :)

আপনার ছবি তোলার দক্ষতা অসাধারণ। সত্যিই অনেক ভালো লাগছে ছবি গুলো। ❤️❤️

আমি তো পেশাদার ফটোগ্রাফার নই , তবুও আমার ছবি আপনার ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম ।

❤️❤️❤️

অসাধারন ফোটোগ্রাফি। আপনার ছবি তোলার দক্ষতা সত্যি অকল্পনীয়। আপনার ছবি গুলো সত্যি উপভোগ করার মত।

ছবিগুলি আপনার সত্যি ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো । অনেক ধন্যবাদ বন্ধু ।

শুভ কামনা।

ছবিগুলো অসাধারণ হয়েছে ভাই, যা দেখার মত।

ধন্যবাদ ভাই আপনাকে :D

প্রথম চিত্রটি আমি এই প্রথম দেখলাম ভাই সত্যি বলছি, কি চমৎকার গঠনশৈলী। দূর হতে দেখতে আরো বেশী সুন্দর লাগছে। যদিও আপনার ফটোগ্রাফি নিয়ে কোন কথা নেই, অসাধারন সবগুলো শট। ধন্যবাদ

Purple passionflower মানে রাখি ফুলটির কথা বলছেন ? আসলেই অসাধারণ দেখতে এই ফুল । ছবিতে আর কি দেখাচ্ছে ! বাস্তবে এই ফুল দেখতে awesome :)
ধন্যবাদ

ভাল ধারনা থেকেই শুধু ভাল হতে পার। অনেক সুন্দর ছবি গুলো। সু-স্বাগতম।

আপনাকেও সু-স্বাগতম , ভালো থাকবেন :)

ভয়ঙ্কর সুন্দর হয়েছে ফটোগ্রাফার।

অনেক অনেক ধন্যবাদ আপনাকে বন্ধু :)

চমৎকার ফটোগ্রাফি
অসাধারন বক্তব্য
অসামান্য চেতনা
অসাধারন♥

আপনার কমেন্টটিও অসাধারণ ভালো । ধন্যবাদ

ধন্যবাদ

দাদা ফুল, প্রজাপতির অসাধারণ ছবি দেখে মন ভরে গেল।তবে এর মধ্যে আমার 3 টি ফুলের বাংলা নাম জানা আছে। প্রথমটি হল রাখী ফুল, দ্বিতীয়টি গন্ধরাজ ফুল এবং অষ্টম ফুলের নাম তিত বা বুনো বেগুন ফুল। তিত বেগুন মানুষ খেয়ে ও থাকেন।

পোস্টে নাম গুলি যোগ করে দিয়েছি । ধন্যবাদ :)

আপনাকে ও অনেক ধন্যবাদ দাদা।

Nice article keep it up

Get latest and trusted Airdrops my Twitter and telegram accounts:👇
Twitter:
https://www.twitter.com/Freecryptoaird6
Telegram:
https://t.me/Airdropcrypto1000
Website:
https://bestairdropscrypto.blogspot.com