"আমার বাংলা ব্লগের" প্রথম ডিসকর্ড giveaway হোস্টেড 🎉🎉🎉

in hive-129948 •  3 years ago 

diecord
image source & credit: copyright & royalty free PIXABAY


"আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি অতি দ্রুত বর্ধনশীল কমিউনিটি স্টিমিট ইকোসিস্টেম এ । শুধুমাত্র বাংলা ভাষাভাষীদের জন্য হলেও এই কমিউনিটিটি অতি দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে ভারত ও বাংলাদেশের বাইরেও । আমাদের কমিউনিটির একটি বড় অংশ আবার হলো এর ইউজারদের মধ্যে সংযোগ স্থাপনকারী সোশ্যাল নেটওয়ার্ক ডিস্কর্ড (discord) ।

আমাদের ডিসকর্ড কমিউনিটিটি বেশ সুন্দর করে সাজানো হয়েছে । ইউজাররা মোটামুটি এনজয় করে আমাদের সার্ভিস গুলো সেখানে । এখন থেকে আরো একটি ফ্রি সার্ভিস যোগ করা হলো আমাদের ডিসকর্ড কমিউনিটিতে । ডিসকর্ড গিভআওয়ে (discord giveaway) ।

আমি এই সার্ভিসটার ব্যাপারে ভীষণ উৎসাহী । কারণ প্রতি সপ্তাহে ইউজারদের পারফরম্যান্সের ভিত্তিতে এই giveaway গুলো দেয়া হবে । ইউজাররা ভীষণ এনজয় করবে এটা । আজকে প্রথম পরীক্ষামূলক একটা giveaway হোস্ট করা হলো ।এরপর থেকে আরো ছোট বড় নানান ধরনের giveaway চলতেই থাকবে ।


আজকের বিশেষ পরীক্ষামূলক giveaway : Steem Power (SP) Giveaway

Prize : 100 SP

Quantity : 1

Time Period : 24 hours

Eligibility : steem-discord linked all discord users

How to participate : Just navigate to giveaways channel & recat the most recent message with 🎉


প্রথম giveaway শেষ হওয়ার পরে শুধুমাত্র giveaway-eligible রোল প্রাপ্ত ইউজাররাই giveaway পার্টিতে জয়েন করতে পারবেন । আর এই giveaway-eligible শুধুমাত্র তাঁদেরকেই দেয়া হবে যাঁদের ডিসকর্ডে ভালো একটিভিটি রয়েছে ।

অতি ক্ষুদ্র থেকে অতি বৃহৎ giveaway এখন থেকে হোস্ট করা হবে । যাঁর ভাগ্যে বড় giveaway prize বাধবে তাঁর তো কপালই খুলে যাবে ।


নেক্সট উইক থেকে ভালোরকমের একটিভ ডিসকর্ড ইউজারদের একটিভিটি পয়েন্টস প্রদান করা হবে । এই পয়েন্টস রিডিম করে সত্যিকার ক্রিপ্টো টোকেনস পেয়ে যাবেন । আর রেডিও জকি আসছে । বাংলা-হিন্দি মিলিয়ে ৩০টিরও বেশি এফ. এম. রেডিও শোনার অপশনস থাকছে ।আর ভিডিও কন্টেন্টস ক্রিয়েটরদের জন্য নেক্সট মান্থ থেকে থাকছে ডিসকর্ড এ আর্নিং এর একটা ভালো অপরচুনিটি । বেস্ট অফ লাক গাইজ :)


❤💕♥ ♡ 🎉Enjoy your discord🎉 ♡ ♥💕❤

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

হ্যাঁ দাদা অনেক জমজমাট হতে চলেছে আমাদের এই স্থানটি এই গিভ ওয়ে চ্যানেলটি আমাদের সবারই সুন্দর মুহূর্ত এবং আনন্দর মুহূর্ত অনেক ভালোভাবে কাটবে ধন্যবাদ দাদা আমাদেরকে নতুন একটি চ্যানেল উপহার দেওয়ার জন্য।

  ·  3 years ago (edited)

সত্যিই দাদা আপনি দারুন উদ্যোগ নিয়েছেন। এমনিতেই আমরা অনেক ইনজয় করি তার মধ্যে আবার নতুন কিছু পেলে আরো বেশি ইনজয় করবো আমরা। আরো সুন্দর ভাবে চলবে আমাদের কমিউনিটি ডিসকর্ড। অনেক অনেক শুভকামনা রইলো

এটা সত্যি দারুণ একটা সুযোগ আমার বাংলা ব্লগবাসীর জন্য, আমি আশা করছি সকল ইউজার যথযথভাবে এই সুযোগটির সঠিক ব্যবহার করবেন।

অসংখ্য ধন্যবাদ দাদা giveaway এর মাধ্যমে আকর্ষণটা আরো বেশী বৃদ্ধি করার জন্য।

অসংখ্য ধন্যবাদ দাদা। আমাদের জন্য discord এ বিশেষ একটি সুবিধা তৈরি করছেন। আমি আশা করি discord এ আপনার এই উদ্যোগ শতভাগ সফল হবে। সকল ইউজারগন discord এ আরো বেশি আগ্রহী হবে এবং এনজয় করবে। দাদা আপনার এই উদ্যোগ সত্যিই অনেক প্রশংসার। ইউজারদের নিয়ে আপনার এত ভাবনা চিন্তা এবং ইউজারদের কল্যাণে এসব উদ্যোগ আমাকে সম্পূর্ণ রূপে মুগ্ধ করেছে। দাদা আপনি এগিয়ে যান আপন গতিতে আমরা আপনার সাথে আছি এবং সাথে থাকবো সব সময় ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ দাদা।

আপনি খুবই সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন। আপনি সবসময় আমাদের জন্য কাজ করে যাচ্ছেন। আমাদের সুবিধা এবং আনন্দ দেওয়ার জন্য আপনি ডিস্কট আনন্দমুখর করতে নতুন নতুন সার্ভিস চালু করছেন। আপনার আজকের নতুন সার্ভিসটি গিভআওয়ে আশা করছি আমাদের জন্য অনেক আনন্দময় হবে। আপনার এই উদ্যোগকে সাধুবাদ জানাই এবং আপনার প্রতি রইল অনেক ভালোবাসা।

দাদা নতুন ও সুন্দর একটি সার্ভিস পেলাম আমরা আবার।আপনি সর্বদা ইউজারদের এনজয় করার জন্য নতুন নতুন কিছু বের করেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা আমাদের মাঝে এত সুন্দর একটি চ্যানেল উপহার দেওয়ার জন্য। আমরা সবাই খুব এনজয় করব।

শুভকামনা রইল আপনার জন্য দাদা 🙂

ভালো উদ্যোগ। যাইহোক ভাই শুভেচ্ছা রইল আপনার জন্য আর এত সুন্দর উদ্যোগ গ্রহণ করার জন্য, অন্তরের অন্তস্থল থেকে শুভেচ্ছা রইল ।

নিঃসন্দেহে চমৎকার একটা উদ্যোগ। এটার মাধ্যমে আমরা আরোও বেশি ভালো সময় কাটাতে পারবো৷ সত্যি কথা বলতে কি আপনার আইডিয়া গুলো সবসময় ইউনিক। আপনার সৃজনশীল মননশীলতা আমাদের জন্য আশীর্বাদ। আপনার প্রতি ভালোবাসা সবসময় থাকবে। আপনার সুদুর প্রসারী চিন্তাভাবনাগুলোর জন্য শুভকামনা দাদা

খুবই ভালো একটি উদ্যোগ গ্রহণ করেছেন দাদা।খুবই ভালো লাগলো।সবাই আরো বেশি এক্টিভ থাকবে ডিসকর্ড এ।আপনার জন্য অনেক অনেক শুভকামনা।

দাদা আপনি খুবই সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন। আপনার পরিকল্পনাগুলো সত্যিই অসাধারণ। আপনি খুবই সুন্দর ভাবে পরিকল্পনা করে ডিসকর্ড আমাদের জন্য খুবই আনন্দদায়ক করেছেন। তারপরে আজকে নতুন একটা সার্ভিস যুক্ত করলেন। আশা করছি সার্ভিস অনেক আনন্দময় হবে। আপনার উদ্যোগকে সাধুবাদ জানাই। আপনার প্রতি রইল ভালোবাসা।

দাদা,আপনি সবসময়ই নতুন নতুন চমক দিয়ে যাচ্ছেন। আপনার সব উদ্যোগ আমাদের জন্য ভালো কিছু বয়ে আনে। প্রতিনিয়ত আপনি আমাদের কথা চিন্তা করে যাচ্ছেন আর আমাদের সুবিধার্থে অনেক কিছু করে যাচ্ছেন। আপনার প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা রইল। অনেক অনেক ধন্যবাদ আপনাকে দাদা।

খুবই বড়ো ধরনের ও চমৎকার উদ্যোগ এটি।এত রকমের জমজমাট বিষয় থাকবে, সত্যিই ভেবে ভালো লাগছে।এটি শুধুমাত্র আমার বাংলা ব্লগেই সম্ভব।ডিসকর্ডের প্রতি আকর্ষণ ও ভালোবাসা আরো বৃদ্ধি পাবে সবার এবং যোগাযোগ ব্যবস্থা দারুণভাবে গড়ে উঠবে।অসংখ্য ধন্যবাদ দাদা।

দাদা আপনি প্রতিনিয়ত আমাদের জন্য কাজ করে যাচ্ছেন। আপনার সকল উদ্যোগগুলো আমাদের জন্য অনেক আনন্দময়। আপনি খুবই সুন্দর সুন্দর সার্ভিস চালু করেছেন ডিসকর্ড। সার্ভিসগুলো আমরা খুবই সুন্দর ভাবে উপভোগ করি। আজকে নতুন আরেকটি সার্ভিস চালু করলেন। আশা করছি এই সার্ভিসের আমরা অনেক এনজয় করতে পারব। আপনার জন্য রইল অনেক ভালোবাসা 💖

আসলেই দাদা আপনার পরিকল্পনার সকলের ঊর্ধ্বে। আপনি খুবই সুন্দর ভাবে পরিকল্পনা করেছেন। আপনার এই পরিকল্পনার মাধ্যমে ডিস্কটি আরো জাঁকজমক হয়ে উঠবে। আপনি খুবই সুন্দর ভাবে এই পরিকল্পনা করেছেন। আপনার প্রতিটা উদ্যোগ আমার অনেক ভালো লাগে। আপনি খুবই সুন্দর ভাবে এই উদ্যোগ নিয়েছেন ইউজারদের আনন্দময় এবং হাসিখুশি রাখতে। খুবই সুন্দর একটি সার্ভিস চালু করেছেন। আপনার জন্য রইল শুভকামনা।

খুব ভালো লাগে দাদা,আপনার নতুন নতুন কাজের মাধ্যমে আপনি আমাদেরকে অনেক কিছু উপহার দিয়ে যাচ্ছেন। আপনার সবগুলো কাজ আমার খুব ভালো লাগে। আজকের এই নতুন উদ্যোগ দেখে সত্যিই খুব ভালো লাগতেছে। ধন্যবাদ রইল দাদা।

সত্যি দাদা আপনি ইউজারদের জন্য দিনের পর দিন কাজ করে যাচ্ছেন। আপনি অনেকগুলো সার্ভার যুক্ত করেছেন এই ইউজারদের জন্য। ডিসকর্ড় ব্যবহার করে এখন খুবই মজা পায়। বিশেষ করে ডিজে রোল,ছক্কা খেলা রেড়িও এগুলো খুবই আনন্দ দেয় আমাদের। আমরা প্রতিটা ইউজারা অনেক মজা করি এই ডিসকর্ড়ের মাধ্যমে। আজকে আপনি নতুন একটা উদ্যোগ নিয়েছেন। তার জন্য আমি অনেক আনন্দিত। আমরা আরও একটা নতুন সার্ভিসে যুক্ত হতে পারবো। আপনি দিনের পর দিন কাজ করে যাচ্ছেন আমাদের আনন্দ দেওয়া জন্য ।আপনাকে অনেক ধন্যবাদ দাদা।

অসাধারণ উদ্যোগ দাদা এটা।এমনিতেই তো আমরা অনেক ইনজয় করি। এবার মনে হয় আরো জমজমাট হয়ে যাবে। সকল ইউজারদের মধ্যে টানটান উত্তেজনা। সত্যিই অনেক ভালো লাগলো আপনার এই উদ্যোগ শুনে এবং কিভাবে এটা জোশ ছিল। ধন্যবাদ দাদা আপনাকে।

অনেক কিছু আসছে এবং আমাদের ডিসকর্ড সার্ভারটি কহুব ভালো সাড়া ফেলেছে এবং এটা আরো বৃদ্ধি পাবে। যারা ডিসকর্ড-র একটিভ থাকবে তারা খুব সহজেই এর সুফল পাবে এবং অনেক অনেক giveway আসছে।

রিয়াল ক্লিপটি আয় করার সুযোগ পাচ্ছে পাশাপাশি giveway জিতে গেলে তো কপাল খুলে গেল। ভিডিও কনটেন্ট তৈরি এর জন্য সুবর্ণ সুযোগ আছে যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে কারণ আমি ভিডিও কনটেন্ট ক্রিয়েট করা থাকি।

অনেকগুলো সুখবর একসাথে

অসংখ্য ধন্যবাদ দাদা আমাদের জন্য অনেক সুন্দর ভাবে আয়োজন করছেন। আপনি এমন এমন কাজ করছেন আমরা খুশি না হয়ে উপায় নেই 🥰

দাদা এটা আমাদের জন্য খুশির সংবাদ। আমরা সবাই এটাতে অনেক খুশি থাকলাম। এরপরে আরো নিত্যনতুন কিছু আমাদের সামনে নিয়ে আসবেন এ প্রত্যাশা করতেছি। আমরা সবাই একে অপরের কাঁধে কাঁধ ও ভালোবাসা বিনিময় করে কাজ করি। ধন্যবাদ দাদা এত সুন্দর খুশির সংবাদ আমাদের সাথে শেয়ার করে দেওয়ার জন্য। ভালোবাসা অবিরাম।

দাদার উদ্যোগ মানেই অসাধারণ কিছু।
আপনি যেভাবে আমাদের খেয়াল রাখেন আর সব অসাধারণ এক একটি জিনিস নিয়ে হাজির হন সত্যিই অকল্পনীয়। দোয়া এবং শুভ কামনা সবসময়ই রয়েছে ❣️

নতুন নতুন চমক দাদা
দিয়ে যাচ্ছ তুমি
উদারতা আকাশ ছোঁয়া
নান্দনিক ও তুমি।

আইডিয়াটা বেজায় ভালো
ডিসকর্ডে ছড়াবে আলো
আড্ডা হবে বেশ
আমার বাংলা ব্লগে তার
ছড়িয়ে যাবে রেশ♥♥

খুবই সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন আমাদের জন্য দাদা।গিভ ওয়ে চ্যানেল সবার ভাগ্য বদলায়ে ফেলবে খুব তারাতাড়ি। আমাদের সবার ভবিষ্যত জীবন সুন্দর হবে এই কথা চিন্তা ভাবনা করেই এত সুন্দর একটি ব্যবস্থা নিয়েছেন।দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল দাদা।

দাদা আপনাকে অনেক ধন্যবাদ এরকম একটা ভালো উদ্যোগ নেওয়ার জন্য। আশা করি আপনি আমাদের জন্য এরকম আরো অনেক কিছু নিয়ে আসবেন।

দাদা,আপনি খুবই ভালো এবং দারুণ একটি উদ্যোগ নিয়েছেন। আমরা সবাই মোটামুটি ডিসকর্ডে ইনজয় করি। এখন দাদা,আপনার এই উদ্যোগের কারণে প্রতিটা ইউজারই ডিসকর্ডে একটিভ থাকবে। অসংখ্য ধন্যবাদ দাদা শুভকামনা রইল।

সত্যি অনেক এক্সাইটেড লাগছে। আমাদের জন্য আপনার এতো আয়োজন একেবারেই অসাধারণ। প্রতিযোগিতার অংশ হতে পারলে আরও ভালো লাগবে। ডিস্কোর্ডে এখন থেকে সর্বোচ্চ একটিভ থাকার চেষ্টা করবো।আর আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা এই গিভ এআয়ে চালু করার জন্য।

দাদা,আপনি খুবই ভালো এবং দারুণ একটি উদ্যোগ নিয়েছেন। আমরা সবাই মোটামুটি ডিসকর্ডে ইনজয় করি। এখন দাদা,আপনার এই উদ্যোগের কারণে প্রতিটা ইউজারই ডিসকর্ডে একটিভ থাকবে। অসংখ্য ধন্যবাদ দাদা শুভকামনা রইল।

হ্যাঁ দাদা খুব ভালো একটা উদ্যোগ নিয়েছেন। অবশ্যই আমরা এই টি খুব ভালো ভোবে উপভোগ করবো। ধন্যবাদ দাদা। শুভকামনা রইলো।

আমাদের জন্য, আপনার নিত্য মনোমুগ্ধকর আয়োজন গুলো , আসলে আমাদেরকে আপনার প্রতি টানে। আপনি অসাধারণ সংগঠক।আমরা আছি, থাকব ইনশাল্লাহ।

সত্যিই এটি একটি অসাধারন উদ্যোগ।এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

চমৎকার যারা সক্রিয় এবং মতবিরোধে অবদান রাখে তাদের প্রশংসা করার এটি একটি উপায়, ধন্যবাদ দাদা

যারা মতবিরোধে অবদান রেখেছেন তাদের প্রতি মনোযোগ দেওয়ার একটি ভাল প্রচেষ্টা, ধন্যবাদ দাদা

সত্যি দাদা খুবই ভাল একটি উদ্যোগ নিয়েছেন। আমি আপনার উদ্যোগকে সম্মান জানাই এবং আসলেই এত সুন্দর সুন্দর জিনিস আপনি আমাদের মাঝে নিয়ে আসছেন সত্যিই আমরা কল্পনার বাহিরে। আপনার জন্য দোয়া রইল

কি আর বলবো। আসলে প্রতিনিয়ত আমাদের জন্য সুবর্ণ সুযোগ তৈরি করে দিয়েছেন প্রিয় দাদা। সুন্দর সুন্দর ডিসিশন নিসেন আমাদের আগামীর উজ্জ্বল ভবিষ্যতের জন্য।

অনেক অনেক ধন্যবাদ দাদা সুন্দর সুন্দর পদক্ষেপ গুলো আমাদের সামনে নিয়ে আসার জন্য

এটি খুব দুর্দম্য একটি পদক্ষেপ দাদা ।আমার বাংলাব্লগ ইউজারদের জন্য এটা একটি চমৎকার সুযোগ দাদা ।এতে আরও সবাই ডিসকোর্ডে একটিভ হবে ।ইনগেজমেন্ট বাড়বে কাজের অগ্রগতি বাড়বে ।আমার বাংলাব্লগ সব কমিউনিটি থেকে উর্ধ্বে থাকবে ।ধন্যবাদ ও দোয়া রইলো দাদা এমন সুবর্ন সুবর্ন সুযোগ আমাদের উপহার দেওয়ার জন্য।

সত্যি কথা বলতে দাদা আমাদের জন্য প্রতিনিয়ত কত নিত্য নতুন ও ইউনিক চিন্তাভাবনা করে থাকেন এতে আমরা সত্যিই খুবই আনন্দিত। এজন্য দাদা আমরা আপনার কাছে কৃতজ্ঞ, আপনার মাধ্যমে এত সুন্দর একটি প্ল্যাটফরমে আমরা আমাদের স্বাধীন মতামত গুলো প্রকাশ করতে পারছি। অসংখ্য ধন্যবাদ দাদা আমরা ভবিষ্যতেও আরো ভালো ভালো ইউনিক অনেক কিছু আপনার কাছ থেকে পাব এই আমার বিশ্বাস।

এতকিছু এক সঙ্গে ভাবতেই তো খুশিতে মন নেচে উঠছে। দাদা আপনার দ্বারাই সম্ভব এত নতুন নতুন কোন কন্টেন্ট আমাদের জন্য তৈরি করা। এখন তো আর সারাদিন ডিস্কোর্ড থেকে বের হতে মন চাইবে না। এমনিতেও খুব ভালো লাগে ডিস্কোর্ড এ সময় পার করতে। মন ভালো হয়ে যায়। শুভকামনা রইল দাদা আমাদের নতুন giveaway এর জন্য।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



অতি ক্ষুদ্র থেকে অতি বৃহৎ giveaway এখন থেকে হোস্ট করা হবে । যাঁর ভাগ্যে বড় giveaway prize বাধবে তাঁর তো কপালই খুলে যাবে ।

দাদা আপনি দারুন একটি উদ্যোগ নিয়েছেন। ইহা দ্বারা ডিস্কট একটিভিটি বৃদ্ধি পাবে সদস্যদের মধ্যে। 'আমার বাংলা ব্লগ' প্রতি বেশি উৎসাহ প্রদান সৃষ্টি হবে। আশা করি সকলেই চেষ্টা করবে ডিস্কট একটিভ থাকা এবং সঠিক নিয়ম মেনে কাজ করা জন্য।

ওয়াও দাদা,,, সত্যিই অভাবনীয়।

আমার বাংলা ব্লগ কমিউনিটি তে কি নেই ?? যেটা একসময় মানুষ কল্পনাও করতে পারত না এখানে, সেটা এখন বাস্তবে রূপ নিচ্ছে । আমাদের কমিউনিটি অন্যান্য কমিউনিটির রোল মডেল।

দাদা আপনিতো একেরপর এক সারপ্রাইজ দিয়েই যাচ্ছেন । আমাদের কমিউনিটির ডিস্করড এমনিতেই সেরা। আপনার এই উদ্যোগে আরও এগিয়ে যাবে। ধন্যবাদ দাদা।

আমার বাংলা ব্লগ কমিউনিটি ধীরে ধীরে পুরো বিশ্বের কাছে জনপ্রিয়তা অর্জন করেছে। এখানে বিভিন্ন দেশের মানুষ কাজ করতে আগ্রহ প্রকাশ করছে। বাংলা ভাষাভাষী মানুষের পাশাপাশি এখানে অন্য ভাষার মানুষও কাজ করার প্রতি আগ্রহ দেখাচ্ছে। এই বিষয়টি দেখে খুবই ভালো লাগে। ডিসকর্ড giveaway আমাদের সকলের জন্য একটি নতুন চমক। আশা করছি সকলে এই সার্ভারের মাধ্যমে অনেক বেশি আনন্দ পাবে। দাদা আপনি প্রতিনিয়ত নতুন নতুন সার্ভার যুক্ত করছেন যেগুলো আমাদের জন্য খুবই আনন্দদায়ক। আমি আশা করছি এই নতুন সার্ভারটি আমাদের জন্য খুবই আনন্দদায়ক হবে। দাদা আপনার দেওয়া এই নতুন উপহারের জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার জন্য শুভকামনা রইলো দাদা।

দাদা আপনি অনেক ভাল উদ্যোগ নিয়েছেন প্রত্যেকটি বাঙালি মানুষের জন্য। আমি আশা করি আপনি প্রত্যেকটি বাঙালিদেরকে একটি বন্ধনে আবদ্ধ করতে সক্ষম হবেন। এই ধরনের গিভওয়ে হবার ফলে আমরা সবাই আরও বেশি উৎসাহ পাবো আরো ভালোভাবে কাজ করার জন্য।

দাদা আপনি খুবই সুন্দর ও ভালো উদ্যোগ গ্রহণ করেছেন। উদ্যোগগুলো সবই আমার বাংলা ব্লগ পরিবারের জন্য। আমাদের জন্য দাদা আপনি অনেক ভাবেন ও অনেক কিছু আমাদের উপহার দেন। দাদা অনেক অনেক ভালো লাগলো আপনার মহৎ উদ্যোগের গ্রহণের জন্য। অন্তরের অন্তস্থল থেকে অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা রইল দাদা।

আমার বাংলা ব্লগ কমিউনিটি তে সবকিছুই মোটামুটি আছে এবং আরো ভবিষ্যতে আশাকরি অনেক সুন্দর সুন্দর ইভেন্ট চলে আসবে। Giveaway চলে এসেছে, এটি সত্যি অনেক খুশির সংবাদ। আপনারা সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটি সাথে থাকুন, ধন্যবাদ।

দাদা এমনিতেই মনে হয় যেন সারা জীবন যতই যা করেছে তার চেয়ে বেশি এনজয় করছি এই আমার বাংলা ব্লগে এসে। আপনি দিন দিন আমাদের কে শুধু নতুনত্বের ছোঁয়া দিয়ে যাচ্ছেন। আর আমরা উপভোগ করছি। সত্যি দাদা আপনি অসাধারণ একজন মানুষ আপনার তুলনা শুধু আপনি নিজেই। আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না আপনার প্রতি গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা রহিলো।

  ·  3 years ago (edited)

দাদা, অসাধারণ একটি উদ্যোগ গ্রহণ করেছেন। আপনার এই মহান কাজকে সাধুবাদ জানই। ডিসকর্ডে এমনিতেই অনেক এক্টিভ থাকি এখন থেকে আরো বেশী এক্টিভ থাকবো। দাদা, আপনার জন্য শুভকামনা।

  ·  3 years ago (edited)
দাদা আপনাকে প্রথমেই আমার অন্তর অন্তর অন্তস্থঃতল থেকে ধন্যবাদ জানাই সব সময় আমাদেরকে এতো ধরনের সুযোগর এর সুবিধা করে দেওয়ার জন্য।
আজকের এতো সুন্দর একটা বিষয় আমাদের জন্য চালু করেছেন, যা দেখে মনটা খুশিতে ভরে উঠল। এখন থেকে আমরা আমাদের ডিসকোড অ্যাকটিভিটি আরও বাড়াতে পারব।
আপনাকে অনেক অনেক।ধন্যবাদ দাদা। আপনার জন্য শুভ কামনা এবং ভালোবাসা।

অসাধারণ উদ্যোগ নিয়েছেন দাদা। আমাদেরকে এত সুন্দর একটি চ্যানেল উপহার হিসেবে দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই দাদা। সবাই যখন এই চ্যানেলের সাথে যুক্ত হবে আরো কমিউনিকেশন বাড়বে।

দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ। কারন আমাদের জন্য এত বেশি ভাববেন যে তা আপনার প্রতিটি পদক্ষেপ দেখে বোঝা যায়। আসলে আপনি সব সময় আমাদেরকে নিয়ে অনেক বেশি চিন্তা করেন, অনেক বেশি পরিকল্পনা করেন। অবশ্যই আমার বাংলা ব্লগ অনেক বড় একটি স্থান দখল করবে।

Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Please consider to approve our witness 👇

Come and visit Italy Community

দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের জন্য এত কিছু করছেন। সত্যি আপনার এই উদ্যোগটি খুবই সুন্দর এবং ভালো একটি উদ্যোগ। আপনার আজকের পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো দাদা। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

খুব সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন। ব্যাপারটি শুনে মনে হচ্ছে খুব ইনজয় করতে পারব। যেহেতু নতুন তাই হয়তো Steem Power Giveaway তে অংশগ্রহণ করতে পারছিনা । হবে আমি অবশ্যই চেষ্টা করব সব Giveawayতে অংশগ্রহণ করতে

সত্যি দাদা অসাধারণ, আমার বাংলা ব্লগ কমিউনিটি ইনশাআল্লাহ বিশ্বের দরকারে ১ নাম্বার কমিউনিটি হবে ইনশাআল্লাহ । আর সব মেম্বার দের সাথে যোগাযোগের একমাত্র মিডিয়া গলো ডিস্কড, আর এই ডিস্কড আমি থাকার চেস্টা করি৷ আর দাদা আপনি দারূন উদ্যোগ নিয়েছেন। 💗💗💗

শ্রদ্ধেয় দাদা আপনি খুব একটি ভালো উদ্যোগ গ্রহণ করেছেন। আপনি আমাদের নিয়ে অনেক কিছু ভাবেন এজন্য এত নতুন নতুন উদ্যোগ গ্রহণ করেন। এইজন্য আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি ভালো থাকবেন দাদা।

দাদা আপনি প্রতিনিয়ত আমাদের বিনোদনের জন্য কাজ করে থাকেন। যে কোন কিছুতে আপডেট না করলে টিকে থাকা অসম্ভব। দাদা আপনার প্রতি নিহত আমাদের বিনোদনের জন্য ডিসকর্ড সার্ভারকে আপডেট করে যাচ্ছেন। ছক্কা পাঞ্জা, মডারেটর এবং এডমিন ভাইদের সঙ্গে যোগাযোগ করার জন্য টিকিট সিস্টেম চালু সহ ধীরে ধীরে সবকিছুই যুক্ত করছেন। গতানুগতিক এই ধরায় এবারের গিভওয়ে সিস্টেমটিও আমাদেরকে আরও বিনোদিত করবে। শুভেচ্ছা রইল দাদা আপনার জন্য।

দাদা আপনার উদ্যোগকে সাধুবাদ জানাই। আপনি প্রতিনিয়ত নতুন নতুন চিন্তা ধারা নিয়ে আমাদের মাঝে উপস্থাপন করছেন যা খুবই ভালো লাগে। ডিসকর্ড গিভআওয়ে এর মাধ্যমে সবাই কাজ করার অনেক বেশি উৎসাহ পাবে। বিশেষ করে সকলে তাদের অ্যাক্টিভিটি বাড়াতে উৎসাহিত হবে। আশা করছি নতুন সার্ভারের মাধ্যমে সবাই অনেক উপভোগ করবে। আমাদের সকলের কথা মাথায় রেখে আপনি সবসময় দারুন দারুন উদ্যোগ নেন এটা খুবই ভালো লাগে। আশা করছি আমরা সকলে অনেক বেশি উপভোগ করবো এই বিষয়টি। দাদা আপনাকে ধন্যবাদ জানাই। শুভকামনা রইল আপনার জন্য।

দাদা খুব ভালো লাগলো।
এতো সুযোগ সুবিধা অনেক দারুণ একটি উদ্যোগ নিয়েছেন দাদা।
দাদা আপনার সাথে কারো কোন তুলা হয় না। আপনি আমাদের জন্য দিনের পর দিন কষ্ট করে যাচ্ছেন।

দাদা আপনার জন্য অনেক দুআ ও শুভকামনা রইলো। আপনি সব সময় সুস্থ থাকুন এই কামনাই করি।

একটি সন্দেহ ছাড়া, এটি একটি চমৎকার প্রকল্প. এটি আমাদের আরও আনন্দদায়ক সময় কাটাতে দেয়। সম্পূর্ণরূপে সৎ হতে, আপনার চিন্তা সবসময় মৌলিক. এটা আমাদের জন্য আশীর্বাদ যে আপনি মননশীলভাবে সৃজনশীল। তোমার জন্য আমার অনুভূতি সবসময় থাকবে। আপনার সুদূরপ্রসারী পরিকল্পনার জন্য আপনাকে শুভকামনা জানাই, ধন্যবাদ ভাই

সুন্দর একটি উদ্দেগ গ্রহণ করেছেন দাদা।আমাদের উপভোগের জন্য আপনি সব সময় নানান ধরনের পরিকল্পনা গ্রহণ করে বাস্তবায়িত করেন।ডিসকর্ড গিভআওয়ে নিঃসন্দেহে অনেক ভালো এবং কার্যকরী হবে সকল আমার বাংলা ব্লগ বাসীদের জন্য যারা যারা ডিসকোড এও রয়েছেন।আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Market Wrap: US Inflation at 39-Year High Fails to Buoy Bitcoin
https://www.cryptocrash.club/2021/12/market-wrap-us-inflation-at-39-year.html

UAE Wealth Fund Mubadala Investing in Crypto Ecosystem: CEO
https://www.cryptocrash.club/2021/12/uae-wealth-fund-mubadala-investing-in.html

Best crypto trading video course
Be like a professional trader
👇
Crypto quantum leap

এটা নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। আমরা যারা আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করি তাদের জন্য একটা ভালো সংবাদ। প্রতিনিয়ত আমাদের সাপোর্ট দেওয়ার জন্য দাদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং ভরপুর ভালোবাসা।

আমি ভিডিও করতে প্রচন্ড ভালোবাসি ।
আপনার উদ্যোগ মহৎ তাই আপনাকে সবসময় ভালবাসি জাতি বর্ন নির্বিশেষে।

দাদা আপনার এই পোষ্ট টি পড়ে খুবই অনুপ্রানিত হলাম। খুব বড় ধরনের একটা সুযোগ করে দিলেন। চেষ্টা করবো সবটুকু দেবার। ধন্যবাদ। দাদা।

দাদা আমাদের জন্য অবারো একটি বড় সুযোগ করে দিলেন। আমরা ডিসকর্ডে একটিভ থেকেও অনেক আর্ন করতে পারবো। এটা আমাদের জন্য অনেক সৌভাগ্য।
দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সব দিক দিয়ে সুবিধা দেওয়া জন্য
❤️❤️❤️❤️❤️

অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে। এত সুন্দর সুযোগ করে দেওয়ার জন্য। আমি অবশ্যই চেষ্টা করব একটিভ থাকার জন্য ।

প্রিয় প্রশাসক,
আমি শ্রীলঙ্কায় একজন Steamit ব্যবহারকারী। আমি কি এই সম্প্রদায়ে নিবন্ধ পোস্ট করতে পারি? এর জন্য নিয়ম কি?

জ্বি আপনি আমাদের এই কমিউনিটিতে পোস্ট করতে পারেন। সর্বপ্রথম আপনাকে একটি পরিচিতমূলক পোষ্ট লিখতে হবে বাংলায়। তারপর আমাদের গ্রাজুয়েশন প্রক্রিয়ার মাধ্যকে ক্লাস করে ভেরিফাইড মেম্বার হতে হবে।

দাদা বেশ সুন্দর একটা উদ্যোগ গ্রহন করছেন।এখানে কাজ করলে আবার অনেক সুন্দর উপহার ব্যবস্থা আছে,যেন আমার অনেক ভালো লাগছে।এমনি আমরা অনেক আনন্দ উপভোগ করবো।অনেক ধন্যবাদ দাদা ,এতে সুন্দর একটা নতুন চ্যানেল উপহার দেওয়ার জন্য।

সব মিলিয়ে খুব সুন্দর একটি উদ্যোগ গ্রহণ করেছেন দাদা। আপনার এই উদ্যোগের কারণে আমরা সবাই অনেক আনন্দিত। আমার ব্যক্তিগত ভাবে এই উদ্যোগ টি বেশ ভালো লেগেছে।
এ জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ ❤️💜

Nice

দাদা আপনি অনেক সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আমাদের জন্য এতো কিছু করতেছেন তাই আপনাকে প্রথমেই জানাই অনেক অনেক শুভকামনা। আর যাই হোক এতো সুন্দর করে পোস্ট টি আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য। আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে দাদা।

আপনি সব সময় নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে ডিসকর্ডকে আরও সমৃদ্ধ করে তুলেছেন । আপনার এই নতুন সংযোজন ডিসকর্ড গিভআওয়ে ডিসকর্ডকে আরও বেশি আকর্ষণীয় করে তুলবে। সবার আগ্রহ আরো বেশি অনেক পরিমাণে বৃদ্ধি পাবে ডিসকর্ডে সময় কাটানোর জন্য ।এখানে যেহেতু পুরস্কারের ব্যবস্থা থাকবে সবার আগ্রহ বৃদ্ধি পাবে কারণ বেশি সময় কাটালেই আমরা একটি পুরস্কার লাভ করতে পারব। ধন্যবাদ এত সুন্দর একটি আয়োজন করার জন্য। শুভকামনা রইল।

ওয়াও!! এটি খুবই খুশির খবর আমাদের জন্য। ডিস্কর্ডে গিভওয়ের ব্যবস্থা সত্যি অসাধারণ একটি উদ্যোগ। দাদার এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। আশা করি কমিউনিটির সদস্যরা ডিস্কর্ডে আরও মনোযোগী হবে। ভালোবাসা অবিরাম দাদা।

সত্যিই খুশির খবর দাদা।
সবার ডিস্কোর্ড এর প্রতি আকর্ষণ আরো বেশি বৃদ্ধি পাবে এই আশাই করি।