স্বাধীনতা দিবস উপলক্ষে "আমার বাংলা ব্লগ" এর তরফ থেকে স্পেশ্যাল giveaway (A special giveaway for celebrating independence day on 15 August)

in hive-129948 •  3 years ago 

15augustt.png

আগামীকাল ১৫-ই অগাস্ট, আমাদের মহান স্বাধীনতা দিবস । ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের সময় মঙ্গল পাণ্ডে সেই যে ইংরেজদের বিরুদ্ধে সংগ্রামের প্রথম অগ্নিস্ফুলিঙ্গ সৃষ্টি করেন সেটা চলেছিল প্রায় ১০০ বছর ধরে । প্রায় ১০০ বছর ধরে চলা অবিরত এই রক্তক্ষয়ী স্বাধীনতা সংগ্রামের ফল ১৯৪৭ সালের ১৫-ই অগাস্ট । পরাধীনতার শৃঙ্খল ভেঙে মুক্ত বাতাসে নিশ্বাষ নেওয়ার প্রথম দিন । মুক্তির মন্দিরের সোপানতলে কত সহস্র লক্ষ শহীদের আত্ম বলিদানের ফল এই স্বাধীনতা, রক্তনদীর ধারায় অবগাহন করে মাথা উঁচু করে বাঁচার স্বপ্ন দেখিয়েছিলেন ভারত মাতার এই লক্ষ লক্ষ বীর শহীদ । জীবন আর মৃত্যুকে পায়ের ভৃত্য করে অবিরত স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়েছিলেন তাঁরা । এই মহান পুণ্য দিনে সেই সব শহীদদের স্মরণ করে আমাদের স্বাধীনতা দিবস উদযাপন করতে হবে । উপেক্ষিত যেন না থাকেন কোনো শহীদের পুণ্য আত্মবলিদানের স্মৃতি - ক্ষুদিরাম, সুর্য্য সেন, থেকে শুরু করে নেতাজি সুভাষ চন্দ্র বোস সবাইকে স্মরণ করেই আমাদের স্বাধীনতা দিবস উদযাপন করতে হবে আগামীকাল ।


আগামীকাল ১৫-ই অগাস্টের স্বাধীনতা দিবসে আমাদের সবার প্রিয় "আমার বাংলা ব্লগ" -এর পক্ষ থেকে কিছু মেমোরেবল টোকেন দেওয়া হবে "আমার বাংলা ব্লগ" -এর প্রত্যেক একটিভ ভারতীয় ব্লগারকে ।

সময় : ১৫-ই আগস্ট ২০২১

উপলক্ষ : ভারতের স্বাধীনতা দিবস উদযাপন

giveaway : 50 STEEM each to every Indian active blogger of "আমার বাংলা ব্লগ"


নেতাজির স্বপ্ন যেন একদিন সত্যি হয়, স্বাধীন ভারতে যেন কেউ কোনো দিন একবেলাও না খেয়ে থাকে, প্রতিটি শিশু যেন সুরক্ষিত শৈশব পায়, শিক্ষা-স্বাস্থ্য-বাসস্থান এই তিনটি মানুষের মৌলিক অধিকার যেন সুনিশ্চিত থাকে প্রত্যেক ভারতীয় নাগরিকের ।

আসুন অতুলপ্রসাদ সেনের সাথে গলা মিলিয়ে বলে উঠি সবাই একবার -

"ভারত আবার জগত-সভায় শ্রেষ্ঠ আসন লবে"

☼ জয় হিন্দ ☼

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

50 steem has been transferred to every Indian active blogger of "আমার বাংলা ব্লগ"

@isha.ish, @green015, @kingporos, @simaroy, @featherfoam, @tanuja

Untitled.png

কি বলবো তার ভাষা খুঁজে পাচ্ছি না! অসংখ্য ধন্যবাদ @rme দা 😇🙏🏾

অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ @rme দাদাকে । দাদার এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানাই। অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্পূর্ণ ভাবে দাদার একা এত বড় একটা উদ্যোগ নিয়ে যেভাবে আমাদের কাজে উৎসাহ ও উদ্দীপনা বাড়ানোর সাথে সাথে এমন একটা মহান দিনে দিনটি আমাদের কাছে অনেক স্বরণীয় হয়ে থাকবে সেই রকম ভাবেই আমরা দাদার পুরস্কার গ্রহণ করে আজ ভারতীয় হিসাবে কিছুটা বিজয়ের আনন্দ আরও বেড়ে গেলো। সত্যি বলতে ভাবতে পারে নি দাদা এমন একটা চমক দেবে । সত্যিই @rme দাদাকে অনেক কৃতজ্ঞ ও ধন্যবাদ জানাই।

এই মুক্তিযুদ্ধে অংশগ্রহনকৃত সকল শহীদ যোদ্ধাদের জানাই অন্তরের অন্তস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। তারা যদি স্বাধীনতার জন্যে যুদ্ধ না করতেন, তাহলে আজকেও হয়তো আমরা নীল চাষ করতে বাধ্য থাকতাম, তাদের পা চাটাগোলাম থাকতাম।

আমাদের স্বাধীনতাকামী পূর্বপুরুষের আত্মত্যাগের বিনিময়েই পেয়েই এই স্বাধীনতা। তাদের প্রতি ভালোবাসা কখন কমবে না।

একেবারে যথার্থ কথাই বলেছেন আপনি । সকল শহীদদের স্মরণ করি আমরা এই দিনটিতে :)

Loading...

অসাধারণ একটা উদ্দ্যোগ দাদা। আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই ভারতীয়দের এতো সুন্দর একটা উপহার স্বাধীনতা দিবসে দেওয়ার জন্য। আশা করি সবাই বিষয়টাতে খুবই আনন্দিত হবে।
দাদা আপনার জন্য ভালোবাসা এবং শুভ কামনা সব সময়।

আপনাকেও শ্রদ্ধা জানাই ভিন্ন দেশের লোক হয়েও আমাদের দেশের স্বাধীনতা দিবসে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য ।

সব সময় ভালোবাসা দাদা আপনার জন্য।❤️

অসাধারণ,লেখাটি পড়ে অনেক ভালো লাগলো দাদা। সত্যিই আপনি অনেক ভালো একটা উদ্যোগ নিয়েছেন দাদা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইলো 🥀

আপনাকে অনেক ধন্যবাদ :)

শুভ কামনা রইলো 🥀

ভালো উদ্যোগ। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা রইলো সকল ভারতীয় বন্ধুদের জন্য।

ভিন দেশের মানুষের কাছ থেকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা পেয়ে খুবই ভালো লাগলো, ধন্যবাদ :)

আমি বাংলাদেশী হলেও ভারতীয় কিছু ব‍্যক্তিত্ব আমার কাছে খুব প্রিয়। মোহনদাস করমচাঁদ (গান্ধিজীর) অহিংস্র আন্দোলন।নেতাজির আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব, এই কথাগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আপনাদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।

আপনাকে আমাদের স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি ।

ধন্যবাদ।

লেখাটি পড়ে অনেক ভালো লাগলো দাদা। সত্যিই আপনি অনেক ভালো একটা উদ্যোগ নিয়েছেন দাদা। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ পোস্টটি পুরো পড়ার জন্য :)

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছ। নেতাজি,খুদিরাম, সূর্যসেন,মঙলপান্ডে সহ মহান মহারথীদের আত্বদানে স্বাধীনতা পেয়েছিল এই ভারত উপমহাদেশ।

আপনাকেও আমাদের স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি । ধন্যবাদ :)

ধন্যবাদ ভাই

  ·  3 years ago (edited)

যেকোনো জাতির জীবনে স্বাধীনতা সূর্যকে ছিনিয়ে আনা কষ্টকর তার চেয়ে কষ্ট কর ওই স্বাধীনতা রক্ষা করা । অনেক রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে আমরা ব্রিটিশদের শাসনের হাত থেকে ভারতের স্বাধীনতা অর্জিত হয়েছিল। স্বাধীন দেশের ভেতরে বাইরে শত্রুর অভাব নেই। তারা ওৎ পেতে থাকে। যেকোনো মুহূর্তে তাঁরা হিংসাত্মক আক্রমণ করতে পারে। তাই আমাদের সকলের সদা প্ৰস্তুত থাকতে হবে। দাদা ভারতের স্বাধীনতা অর্জন তথা নেতাজি সুভাষের স্বপ্ন দেখা সব কিছু খুব সুন্দর ভাবে বাখ্যা করেছেন । অনেক অনেক ধন্যবাদ দাদা এই কমিউনিটিতে স্বাধীনতার কথা তুলে ধরেছেন। এমনকি মহৎ একটা উদ্যোগ নিয়েছেন এমন একটা বিজয়ের দিনে। ধন্যবাদ দাদা

ঠিকই বলেছে তুমি, স্বাধীনতা অর্জনের চাইতে সেটা রক্ষা করাটা যতটা কঠিন ঠিক ততটাই আমাদে সবার দ্বায়িত্ত্ব সেটা রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করা ।

চমৎকার উদ্যোগ দাদা, আশা করছি সবাই আরো বেশী আগ্রহ নিয়ে স্বাধীনতার বিষয়টি উপভোগ করবে এবং কমিউনিটিতে এ্যাকটিভ থাকবে।

অনেক ধন্যবাদ ভাই আপনাকে আমাদের সাথে থাকার জন্য :)

স্বাধীনতা দিবসের শুভেচ্ছা রইল সকল ভারতীয় ইউজারদের জন্য।

আপনাকেও শ্রদ্ধা জানাই ভিন্ন দেশের লোক হয়েও আমাদের দেশের স্বাধীনতা দিবসে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য ।

খুব ভাল উদ্যোগ দাদা। মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা রইল সকল ভারতীয়দের।

অনেক ধন্যবাদ আলামিন ইসলাম ।

সর্বভারতীয় জানাচ্ছি স্বাধীনতার অনেক অনেক শুভেচ্ছা এবং বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি সকল শহীদদের প্রতি। স্বাধীনতা যেন তার সঠিক অর্থ খুঁজে পায় এই কামনাই রইল সব সময়

শহীদের রক্ত আমরা কখনই বৃথা যেতে দেব না । ধন্যবাদ আপনাকে :)

প্রায় 200 বছর ব্রিটিশ রাজত্বের পর,ব্রিটিশদের কবল থেকে আমাদের ভারতবর্ষ সহস্র লক্ষ শহিদের আত্মবলিদানের বিনিময়ে আমরা ফিরে পেয়েছি আমাদের স্বাধীনতার সূর্যকে।ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন বিদ্রোহে বিভিন্ন ধর্মালম্বী বা জাতির মানুষের রক্তের ফলস্বরূপ আমাদের প্রিয় স্বাধীনতা।আজ আমরা সেই বীরদের জন্য মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি।তাই আমি সেই মহান শহীদ বীর যোদ্ধাদেরকে স্মরণ করে মন থেকে জানাই বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম।

মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা রইলো।দাদা ভারতের মহান স্বাধীনতা দিবস উদযাপন সম্পর্কে সুন্দর ব্যাখ্যা করেছেন।অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে এবং আপনার নেওয়া প্রতিটি উদ্যোগকে।
জয় হিন্দ

তোমাকেও জানাই ৭৫তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা :) জয় হিন্দ

ব্রিটিশ সাম্রাজ্যের শাসন-শোষণ থেকে ভারতকে স্বাধীন করতে যে বীর স্বাধীনতা সংগ্রামীরা শহীদ হয়েছিলেন, তাদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা ।

আপনাকেও স্যালুট জানাই ভিন্ন দেশের লোক হয়েও আমাদের দেশের স্বাধীনতা দিবসে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য ।

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে আমার পক্ষ থেকে সকল ভারতীয় বন্ধুদের শুভেচ্ছা, আপনি আসলেই অনেক বড় মনের মানুষ দাদা, আপনার এই উদ্যোগকে স্বাগত জানাই।

আপনাকেও আমাদের স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি । ধন্যবাদ :)

অনেক সুন্দর ভাইয়া উদ্যোক্তা দেখে আসলেই অনেক ভালো লাগলো। দেশের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা দেখে আমার মনটা যেন ভরে গেল।

আমার স্বাধীনতা দিবস উদযাপনের উপলক্ষ করে করা পোস্টটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই :)

আপনার কেউ ধন্যবাদ জানাই ভাইয়া, এত সুন্দর একটি ব্লগ আমাদেরকে উপহার দেওয়ার জন্য।

বীর শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা

থ্যাংক ইউ :)

অনেক অনেক বড় উদ্যোগ এটি। দাদা আপনার এই উদ্যোগ কে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। দাদা খুব সুন্দর ভাবে ভারতের স্বাধীনতা অর্জন কে বাখ্যা করেছেন ।এই জন্য ও অনেক আন্তরিক ধন্যবাদ।এরকম উদ্যোগে সকলের কাজে আগ্রহ ও উদ্দীপনা বাড়বে। অনেক ধন্যবাদ দাদা।

ঠিকই বলেছেন, স্বাধীনতার লড়াইয়ে এক সাগর রক্ত ঝরেছে , তবেই আমরা স্বাধীন হতে পেরেছি ।

স্বাধীনতা দিবসের অসংখ্য শুভেচ্ছা দাদা।

আপনাকেও জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা :)

ধন্যবাদ দাদা

স্বাধীনতা দিবসে প্রাণঢালা শুভেচ্ছা রইলো 🥰

অসংখ্য ধন্যবাদ ফারহান তানভীর ।

ভালো একটি উদ্যোগ নিয়েছেন দাদা।এতে করে ভারতীয় যারা আছে ব্যাবহারিরা আরও একটিভ থাকবে।অসংখ্য ধন্যবাদ আপনাকে।

আপনাকেও অনেক ধন্যবাদ হায়দার ইমতিয়াজ ।

স্বাগতম দাদা

স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। যুদ্ধ করে যারা এই দেশের স্বাধিনতা অর্জন করেছেন, সকলকে জানাই বিনম্র শ্রদ্ধা।

আমার স্বাধীনতা দিবস উদযাপনের উপলক্ষ করে করা পোস্টটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই :)

শুভকামনা ভাই 💖

স্বাধীনতার দিবসের শুভেচ্ছা দাদা

ভারতীয় সকল নাগরিককে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। স্বাধীনতা অর্জনের কারিগরদের জন্য রইলো বিনম্র শ্রদ্ধা

আপনাকেও শ্রদ্ধা জানাই ভিন্ন দেশের লোক হয়েও আমাদের দেশের স্বাধীনতা দিবসে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য ।

ভারতের স্বাধীনতা দিবসের আনন্দ আপনাদের সাথে ভাগ করে নিতে পেরে গর্বিত। ভালো থাকবেন।

আমরাও খুব খুশি "আমার বাংলা ব্লগ" এর সাথে সবাই স্বাধীনত দিবসের আনন্দ ভাগ করে নিতে পেরে । ধন্যবাদ আপনাকে :)

@rme দাদা,স্বাধীনতা দিবস এর শুভেচ্ছা রইল।
'স্বাধীনতা দিবস' কথাটা কানে এলেই , আমার কেনো জানিনা চোখে জল আসে। কিভাবে আসে বুঝতে পারিনা।

আমরা যে আজ স্বাধীন। তার জন্য কত প্রাণের বলিদান হয়েছে। কত মা এর কোল ফাঁকা হয়েছে। ভালোবাসার মানুষ হারিয়ে গেছে। কত যুদ্ধ ,কত কিছুর পর আজ আমরা বলতে পারছি আমরা স্বাধীন ভারতের স্বাধীন ভারতবাসী।

তাই আজকের দিনে সকল ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের এবং এখনও যারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে আমাদের এত সুরক্ষা প্রদান করছে। তাদের প্রণাম জানাই । তাদের ভালোবাসা জানাই। সকলে সুস্থ থাকুক। পৃথিবী সুস্থ থাকুক। ❤️🙏

২০০ বছর ধরে প্রবল পরাক্রান্ত ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করে শহীদ হয়েছেন কত লক্ষ লক্ষ বীর , তাঁদের সবাইকে জানাই সশ্রদ্ধ প্রণাম :)

স্বাধীনতা দিবসের শুভেচ্ছা দাদা।জয় হিন্দ

আপনাকেও আমাদের ৭৫তম স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি । ধন্যবাদ ভাই :)

এটি সত্যিই অসাধারণ, সংগ্রামের ঘামও বীরদের আত্মত্যাগ যারা স্বাধীনতার জন্য মরতে ইচ্ছুক।

ঠিকই বলেছেন স্বাধীনতা অর্জনের রাস্তা বড়ই কঠিন ।

খুব সুন্দর একটা আয়োজন। বাংলাদেশের স্বাধীনতা দিবসের জন্য অপেক্ষায় রইলাম দাদা।

ধন্যবাদ আবু সালেহ নাহিদ ।