একটি দেশের পতাকা হলো সেই দেশের সম্মান,
একটি দেশের পতাকা মানেই সেই দেশেরই জনগণ ।
পতাকা মানেই একটি জাতির ধর্ম, মান, প্রাণ,
লুন্ঠিত হয় সকলই, যখন হয় সেই পতাকার অসম্মান ।
আমার দেশের বিরুদ্ধে যখন তোমার কণ্ঠ চড়ে,
প্রতিবাদের ভাষা হোক পতাকা না পায়ে মাড়িয়ে ।
তোমার দেশের পতাকা যদি কারো পায়ে রাখে,
দেখি তখন তোমার দেশের মর্যাদা কোথায় থাকে ?
আমি তীব্র নিন্দা জানাই। যারা দেশ ধর্মের উপর আঘাত নিয়ে আসে তারা মানুষ নয়। তারা জন্তুর চাইতেও নিকৃষ্ট। যে মানুষ সে কোন দেশ বা জাতির ধর্ম বর্ণের উপর আঘাত আনতে পারেনা। পতাকা তো হতেই পারে না। যারা এ কাজটি করে তারা বিকলাঙ্গ, কুলাঙ্গার। জন্মের ঠিক আছে কিনা তাও সন্দেহ আছে। এটার চরম নিন্দা জানাই চরম চরম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এটা একেবারে নিকৃষ্ট একটি কাজ। আসলে কোনো দেশের মানুষ এটা কখনোই মেনে নিতে পারবে না। ছবিটা দেখে খুব খারাপ লাগলো দাদা। আমাদের দেশের শিক্ষার্থীদের কাছ থেকে এটা কখনো আশা করিনি। যাইহোক সবার শুভবুদ্ধির উদয় হোক সেই কামনা করছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একটা দেশের শত কোটি মানুষকে একটা পতাকার দ্বারাই এক করা হয়। তাই এই পতাকার সম্মান সবার উপরে থাকা উচিত। এই পতাকার অসম্মান হলে জোরালো কন্ঠে প্রতিবাদ অবশ্যই করা উচিত। বাংলাদেশে আমাদের দেশের জাতীয় পতাকার যে অসম্মান ঘটেছে তা দেখে জাস্ট মর্মাহত আমি। 😭😭 যারা এই কাজটা করেছে তাদের ক্ষমা কোনদিন হবে না। এই অপরাধ ক্ষমার অযোগ্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তীব্র নিন্দা জানাই। কোন সুস্থ মস্তিষ্কের মানুষ এ ধরনের কাজ, কোন অবস্থাতেই করবে না। আর যারা করছে, তারা কুচক্রী মহলের প্রলোভনের শিকার । দিনশেষে একদম জগাখিচুড়ি অবস্থা, নিজেরাই ভীষণ দুশ্চিন্তায় আছি, সামনের দিনগুলোতে যে কি হবে সেটা নিয়েই ভাবছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এটা দুঃখজনক, অপ্রত্যাশিত এবং অনাকাংখিত। প্রত্যেক জাতি তার মর্যাদা এবং দেশের সম্মান রক্ষায় বব্ধ পরিকর, সুতরাং জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবারই উচিত সকলের প্রতি শ্রদ্ধাশীল থাকা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এসব কখনোই কোনো সুখকর ব্যাপার বয়ে আনবেনা।অহেতুক প্রতিবাদের নামে এসব যেনো অপমানের খেলায় মেতে ওঠা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সহমত। পতাকা নিয়ে এটা করা একেবারেই ঠিক হয় নাই। এটাকে সমর্থন করি না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই জিনিস গুলো দেখে আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে দাদা।যে দেশের মানুষ অন্য দেশের পতাকাকে সম্মান করতে পারে না, সে দেশের মানুষ নিজের পতাকা রক্ষা করতেও পারে না।আমরা এমন একটা সময় পার করতেছি এর প্রতিবাদ করারও কোনো উপায় নেই।তবে মন থেকে দেরকে আমি ঘৃণা করি।আমরা লজ্জিত।এমন বাংলাদেশ আমি কখনোই চাইনি।আমার বাংলাদেশ হবে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ।আমরা সবাই এক ও ভিন্ন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এটা দেখে সত্যিই অনেক বেশি কষ্ট পেলাম। সত্যি বলতে এই কাজগুলো কখনোই করা কাম্য নয়। তবে কিছু মানুষ এত নিকৃষ্ট মস্তিষ্কের কিভাবে হয় বুঝিনা। দেশে এসব কি শুরু হয়েছে কিছুই বুঝতে পারছি না। কথায় আছে, কাউকে সম্মান করতে না পারলে অসম্মান করো না। কিন্তু এটা তো দেখছি তারাও ঊর্ধ্বে চলে গেল। সত্যি খুবই খারাপ লাগলো এরকম একটা বিষয় দেখে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Congratulations, your post has been upvoted by @nixiee with a 100 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার থেকে এই প্রতিবাদটুকু আশা করে বসেছিলাম। অসহনীয় এই আচরণকে কি ভাষায় ধিক্কার জানাবো আমার অভিধানে নেই৷ এই ভাবে কখনও লড়াই বা প্রতিবাদ হয় না৷
শিক্ষা বড় বিপন্ন আজ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বর্তমানে আমাদের শিক্ষিত সমাজ ব্যবস্থা এমন কিছু কাজ করে যা দেখে তাদেরকে শিক্ষিত মনে হয় না। আসলে এই কাজগুলো দেখে খুবই খারাপ লাগলো। একটি দেশের পতাকা অনেক মূল্যবান। পতাকার মধ্যেই দেশের সম্মান জড়িয়ে রয়েছে। এই কাজটি দেখে আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে খুবই খারাপ লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পতাকা প্রতিটি দেশের মানুষের কাছে আবেগ ,গর্ব ,ভালোবাসার প্রতিক ।
এই মুর্খতার তিব্র নিন্দা জানাই ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি বরাবরই এমন নিন্দনীয় ও ঘৃনিত কাজ গুলোকে ঘৃনা করি। এমন কাজগুলো যারা করে থাকে, তাদের সবসময়ই বোঝাতে থাকি। কিন্তু, ২-১ জনের কারনে পুরো দেশ, জাতির মানুষের বদনাম হতে হয়।
এই মুর্খতার তিব্র নিন্দা জানাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এটা অনাকাঙ্ক্ষিত, কখনোই এমনটা আশা করি নি। তাদের জ্ঞানের প্রসার হোক, তাঁরা ভুল পথে হাঁটছে সেটা তারা অনুভব করুক।একটি দেশের পতাকার অবমাননার তীব্র নিন্দা জানাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এটা খুবই খারাপ হয়েছে।খুবই লজ্জিত এইরকম আচরণ এর জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ওই অমানুষ গুলো পড়ালেখা শিখে আর কি করবে? অমানুষগুলো সারা জীবন অমানুষই থেকে যাবে।খুবই খারাপ লেগেছে বিষয়টি দেখে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে এই কাজগুলো কখনোই করা কাম্য নয়। তীব্র নিন্দা জানাই। দেশে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। একটি দেশের পতাকা অনেক মূল্যবান ও সম্মানের।সবার উচিত সবার প্রতি শ্রদ্ধাশীল থাকা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এটা রীতিমতো লজ্জা দাদা। আপনার কাছে কিছু বলার কোন মুখ নেই আমাদের। এদের বিবেক মনুষ্যত্ব শিক্ষা কিছুই নেই। একটা দেশের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক খারাপ থাকতেই পারে। বাহ অন্য কোন সমস্যা থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু এইভাবে পতাকা কে অসম্মান করা একটা দেশকে অসম্মান করা কখনোই কোন সুস্থ্য শিক্ষিত বিবেকবান মানুষের কাজ হতে পারে না। আপনার কাছে ক্ষমা চাওয়ার মুখটাও নেই আমাদের।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যারা এই কাজ টি করেছে অবশ্যই নিন্দনীয় কাজ করেছে এবং মনে হয় পুরো পৃথিবীতে নতুন একটি অন্যায় এর রচনা করেছে! এমন ঘৃণ্য কাজ ভবিষ্যতে কেউ কখনোই না করুক, সেই প্রত্যাশা। আমি ভীষণ লজ্জিত এমন একটি ঘটনার সাক্ষী হতে হচ্ছে বলে! যারা এমন কাজ করেছে এবং জাতীয় পতাকার উপর পা মারিয়ে গিয়েছে তারা সকলেই অবিবেচক, বিবেখীন পশু ছাড়া আর কিছুই না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit