ইনস্ট্যান্ট ওয়াটার কালারে ফাস্ট ড্রয়িং - বিমূর্ত শিল্প "রাধার মন" (Instant Water Color Painting - Abstract Art "Heart of Radha")

in hive-129948 •  3 years ago 

পাঁচদিন আগে একটা ওয়াটার কালারে অ্যাবস্ট্রাক্ট আর্ট করতে চেয়েছিলাম । কিন্তু, শুধু মাত্র স্কেচ করে টিনটিনের উৎপাতে আর করা হয়নি । তাই আজকে ভাবলাম আর্টটি করি । কিন্তু টাইম বের করতে পারছিলাম না । বেশিক্ষন দরজা বন্ধ করে যে আর্ট করবো তাও সম্ভব নয়, কারণ টিনটিন । সে ঘুরে ঘুরে বেড়ায় এ ঘর থেকে ও ঘর ।

রং তুলি , প্লে ডো এ সব দেখলেই তার মন নেচে ওঠে । তখন আর কিছুই করা পসিবল হয় না । তাই, আজকে ৩০ মিনিটের একটা ঝোড়ো চ্যালেঞ্জ নিলাম তনুজার সাথে । মাত্র তিরিশ মিনিটে অ্যাবস্ট্রাক্ট আর্ট করবো । এটা সত্যি কথা বলতে গেলে আসলেই অসম্ভব একটা চ্যালেঞ্জ । যাঁরা আর্ট করে থাকেন তাঁরা ব্যাপারটা বুঝতে পারবেন ।

তাও আমি চ্যালেঞ্জটি একসেপ্ট করলাম । একটি মাত্র তুলি দিয়ে আর কালার মিক্সিং না করেই ঝড়ের গতিতে তুলি চালালাম । ৩৫ মিনিটে হয়ে গেলো অ্যাবস্ট্রাক্ট আর্ট "রাধার মন "। কৃষ্ণ বিহনে বৃন্দাবনে রাধার দিন কাটছে । বিরহে কাতর রাধা সবখানে কৃষ্ণকে দেখতে পারছে । সব কিছুই এখন রাধার কাছে শুধুই কৃষ্ণময় ।


আর্টটির কয়েকটি ধাপ :


IMG_20211204_143106.jpg

IMG_20211204_143748.jpg

IMG_20211204_143937.jpg

IMG_20211204_144055.jpg

IMG_20211209_144628.jpg

IMG_20211209_144928.jpg

IMG_20211209_145757.jpg

IMG_20211209_150422.jpg

IMG_20211209_150909.jpg

IMG_20211209_152437.jpg

IMG_20211209_153121.jpg

IMG_20211209_153651.jpg

IMG_20211209_154315.jpg

IMG_20211209_154319.jpg

কৃষ্ণ বিহনে রাধার সর্ব অঙ্গ শুধুই কৃষ্ণময়


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

30/35 মিনিট তো অনেক দূরের কথা আমি মনে হয় এটা ছয় ঘণ্টারও পারবোনা। আসলে ছোটবেলায় আর্ট করার পরে আর খুব বেশি একটা রং পেন্সিল হাতে নেয়া হয়নি আর জলরং সেটা তো প্রশ্নই আসে না। তারপরও ইদানিং সবাইকে আর্ট করতে দেখে খুবই আগ্রহ পাচ্ছি মনে হয় শুরু করে দিতে পারব। তাছাড়া মেয়ের বয়স দুই বছর এর কাছাকাছি তাই তার সাথে আঁকাআঁকি করার আনন্দঘন মুহূর্ত গুলোর জন্য কিছুটা আর্ট অবশ্যই শিখতে হবে।
কৃষ্ণ বিরহে রাধার যে অবস্থা তা জলরং এর মাধ্যমে খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে। রাধার এখন সব কৃষ্ণময়। দারুন

দাদা অনেক সুন্দর পেইন্টিং করেছেন।আপনার সুন্দর আর্টটি বোঝাই যেত না,যদিনা জল রং দিয়ে পেইন্টিং করতেন। শেষের লাইনটা যথার্থ বলেছেন।এত সুন্দর একটি পেইন্টিং খুব কম সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা

ক্যাপশন টা কিন্তু দারুন দাদা- "কৃষ্ণ বিহনে রাধার সর্ব অঙ্গ শুধুই কৃষ্ণময়"।
প্রথমে বলব 30 মিনিটে চিত্রাংকন করা, স্কেচ করা, অ্যাবস্ট্রাক্ট অংকন যাই বলি না কেন বেশ চ্যালেঞ্জিং একটা ব্যাপার। কিন্তু দাদা আপনাকে অলরাউন্ডার বলতেই হবে তা না হলে কি এরকম একটা চ্যালেঞ্জিং বিষয় আর এত সুন্দর একটা ছবি কেউ করতে পারে!
খুবই চমৎকার লেগেছে আমার কাছে যদিও প্রথমে আমি বুঝতে একটু কষ্ট হয়েছে আপনি কি একটা চাইছিলেন হাহাহা। তবে শেষ পর্যন্ত গিয়ে বুঝতে পারলাম ছবিটাতে কি বুঝানো হয়েছে।
খুবই ভালো লেগেছে চিত্রাংকন টি। পরবর্তীতে নতুন নতুন উদ্ভাবনার অপেক্ষায় রইলাম দাদা।

দাদা,আপনি খুবই সুন্দর একটি চিত্র অঙ্কন করেছেন তাও মাত্র 35 মিনিটে এটা বিশ্বাসে বাইরে।দাদা,আপনি খুবই সুন্দর ভাবে শ্রীকৃষ্ণের চিএ অংকন করেছেন। চিত্র অংকন এর মাধ্যমে আপনি বৌদির সাথে চ্যালেঞ্জ জিতে গেলেন।দাদা, আপনি সত্যি অলরাউন্ডার।দাদা, চিত্রাংকন এর প্রতিটি ধাপ আপনি খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন আমাদের মাঝে।দাদা, আরো নতুন নতুন জল রং দিয়ে চিত্র অংকন আমরা দেখতে চাই আপনার আঁকা।অসংখ্য ধন্যবাদ দাদা।

অও,দাদা জাস্ট অসাধারণ হয়েছে👌👌।আপনার আর্ট মানে না বলা কথার প্রতিফলন।সব রঙে মিশে আছে এক একটি কাহিনী।অসম্ভব সুন্দর মনের ভাব প্রকাশ।খুবই সুন্দর হয়েছে আপনার "রাধার মন"আর্টটি।এগুলো খুবই সময়সাপেক্ষ ।দেখে খুবই ভালো লাগলো।আপনার হাতের কাজের তুলনা হয় না দাদা।যা খুবই নিখুঁত ও আকর্ষণীয় হয়।ধন্যবাদ দাদা।

দাদা আসলে আপনার প্রশংসা না করে পারছি না। আপনি আসলেই সুপার হিরো সুপার পাওয়ার আপনার মধ্যে আছে। না হলে একটা মানুষ এতগুলো বিষয়ে কিভাবে দক্ষ হয়। আপনি প্রতিটা বিষয়ে অনেক দক্ষতার সাথে কাজ করেন। সব গুলোই আমাদের খুবই ভালো লাগে। একটা মানুষের চারো দিকে সমান গুন, সত্যি দাদা আপনাকে পেয়ে আমরা অনেক আনন্দিত। আপনি খুবই সুন্দরভাবে অল্প সময়ে চ্যালেঞ্জ নিয়ে এত সুন্দর একটি আর্ট করেছেন। এই আর্টটি আমার খুবই ভালো লেগেছে। এত অল্প সময়ের মধ্যে আর্ট করা আসলেই সম্ভব নয়। সেটা আপনি সম্ভব করেছেন। ,,রাধার মন
আর্টটি আপনি খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আমার খুবই ভালো লেগেছে। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল দাদা।

৩৫ মিনিটে হয়ে গেলো অ্যাবস্ট্রাক্ট আর্ট "রাধার মন "। কৃষ্ণ বিহনে বৃন্দাবনে রাধার দিন কাটছে । বিরহে কাতর রাধা সবখানে কৃষ্ণকে দেখতে পারছে । সব কিছুই এখন রাধার কাছে শুধুই কৃষ্ণময় ।

দাদা সত্যিই আপনি বৌদির সাথে চ্যালেঞ্জ জিতে গেছেন ড্রয়িংটি অসাধারণ হয়েছে। দেখে অনেক ভালো লাগলো। আশাকরি আপনি আমাদের মাঝে আর সুন্দর সুন্দর ড্রয়িং শেয়ার করবেন এই অপেক্ষায় রইলাম। আপনার জন্য শুভকামনা রইলো

দাদা আপনার অঙ্কন করা স্কেচটি অসাধারণ হয়েছে।টিনটিন বাবু অনেক ছোট,একটু ডিস্টার্ব করবেই। তা সত্বেও আপনি অনেক সুন্দর চিত্র অঙ্কন করেছেন। এরপর খুব অল্প সময়ে আপনার অংকন করা স্কেচটিতে সুন্দর পেইন্টিং করেছেন। আপনার পেইন্টিংটি দেখে মুগ্ধ হয়ে গেলাম।

কৃষ্ণ বিহনে বৃন্দাবনে রাধার দিন কাটছে । বিরহে কাতর রাধা সবখানে কৃষ্ণকে দেখতে পারছে । সব কিছুই এখন রাধার কাছে শুধুই কৃষ্ণময় ।

খুব যথার্থ ছিল এই কথাগুলো। শুভকামনা রইল আপনার জন্য।

দাদা আপনি আসলেই দক্ষ। আপনি সকল কাজ খুবই দক্ষতার সাথে করেন। আমি বুঝতে পারি না একজন মানুষ কিভাবে এত সব দিকে দক্ষ হতে পারে। আপনাকে না দেখলে বুঝতেই পারতাম না। আপনার আজকের আর্টটি আমার খুবই ভালো লেগেছে। আপনি মাত্র 30 মিনিটের চ্যালেঞ্জ এটা আসলেই অসম্ভব। যারা চিত্র অঙ্কন করে তাদের পরিকল্পনা করতে করতেই 30 মিনিট চলে যায়। তার পরেও আপনি 30 মিনিটে চ্যালেঞ্জ নিয়ে মাত্র 35 মিনিটে এত সুন্দর একটি আর্ট করেছেন যা আমার খুবই ভালো লেগেছে।আপনার প্রতি শ্রদ্ধাশীল জানাই।

ওয়াও দাদা অনেক সুন্দর হয়েছে অংকন টি প্রতিটা ধাপে ধাপে সুন্দরভাবে তুলে ধরেছেন জল রং দিয়ে আপনি শ্রীকৃষ্ণের অনেক সুন্দর পেইন্টিং তৈরি করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।

দাদা আপনি খুবই সুন্দর ভাবে এই আর্টটি অঙ্কন করেছেন। আসলে মাত্র ৩০ মিনিটে চ্যালেঞ্জটা খুবই কঠিন। আমি মোটামুটি অঙ্কন করি আমি বুঝতে পারি যে ৩০ মিনিটে এত ভাল একটি আর্ট করা কতটা কষ্ট কর। তারপরে আপনি সুপারম্যানের মতো চ্যালেঞ্জ গ্রহণ করে মাত্র ৩৫ মিনিটের মধ্যে সম্পন্ন করতে পেরেছেন. আপনি আসলেই দক্ষ দাদা।আপনার প্রশংসা না করে পারছি না। আপনি খুবই সুন্দর ভাবে এটা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো এবং আর্টটি আমার খুবই ভালো লেগেছে।

দাদা বিশাল একটা চ্যালেঞ্জ নিয়েছেন। একটা আর্ট করা এতোটা সহজ নই তবু ও আবার ৩০ মিনিটে । তবে দাদা আপনি প্রথম যেভাবে আর্ট টা শুরু করেছিলেন আমি কিছুই বুঝতে পারছিলাম না ,পরে আস্তে আস্তে বুঝতে পারলাম অসাধারন দক্ষতা আপনার দাদা। মানতেই হবে দাদা। অনেক ধন্যবাদ দাদা।

আপনি সকল কাজ খুবই মনোযোগ দিয়ে করেন। আপনি আসলেই সুপারহিরো সকল দিকে আপনি সমানভাবে পারদর্শী। আপনার চিত্র অংকন দেখে আমার খুবই ভালো লাগলো। আপনি আজকে যে আর্টটি করেছেন। এই আর্টটি মাত্র ৩০ মিনিটের চ্যালেঞ্জ নিয়েছিলেন। ৩০ মিনিটের চ্যালেঞ্জ নিয়ে আসলেই করা খুবই কষ্টকর।তার পরেও আপনি খুবই দ্রুততার সাথে ৩৫ মিনিটে এত সুন্দর একটি আর্ট অংকন করলেন। সত্যিই আপনার প্রশংসা করতে হবে। আর্টটি প্রথমে বুঝতে আমার কষ্ট হয়েছিল পরে রং তুলি দিয়ে রং করার পরে আমি খুবই সুন্দর ভাবে বুঝতে পারলাম। আপনার প্রতি অনেক ভালোবাসা রইল দাদা।

চমৎকার দাদা মাত্র ৩৫ মিনিটে ড্রয়িং এটা অভিক্ষ না হলে কখন ও ই সম্ভব না ।আমি ড্রয়িংকরতে বসলে মিনিমাম দু ঘন্টা লাগে ।এরপরে এই অল্প সময়ে এতো সুন্দর আর্ট চোখে পরার মতো দাদা ।আপনার আর্ট দেখে অনুপ্রানিত হলাম এভাবেই চেষ্টা করবো দাদার মতো তবে দাদার মতো হতে পারবোনা চেষ্টা করবো ।ধন্যবাদ ও দোয়া রইলো দাদা এতো সুন্দর ড্রয়িং শেয়ার করার জন্য।

দাদা প্রথমে আপনাকে অভিনন্দন জানাচ্ছি চ্যালেঞ্জে বিজয়ী হওয়ার জন্য। মাত্র 35 মিনিট সময় নিয়ে অসাধারণ সুন্দর একটি আর্ট করেছেন। রাধার মন অংকনের প্রতিটি ধাপ দেখি আমি সম্পূর্ণ মুগ্ধ হয়ে গেছি। এখন ভাবছি যে একজন মানুষ কিভাবে এত দক্ষতা অর্জন করতে পারে। সত্যি দাদা আপনি ভগবানের একটি বিশেষ উপহার। দাদা আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আপনার আগামী দিনের চলার পথ আরো সুন্দর ও আলোকিত হোক এই কামনাই করি।

কৃষ্ণ বিহনে রাধার মন এই রাধা কৃষ্ণের প্রেম আমাদের কলেজের প্রথম বর্ষে পড়েছিলাম বৈষ্ণব পদাবলীতে। সত্যি দাদা আপনার গুণের যতই প্রশংসা করবো ততই কম হবে।সত্যিই অসাধারণ একটি অ্যাবস্ট্রাক্ট আর্ট এঁকেছেন। তাও আবার মাত্র ৩৫মিনিটে। একটি মাত্র তুলি দিয়ে যে এত সুন্দর ভাবে অঙ্কন করা যায় দাদা আপনার আঁকা না দেখলে সত্যিই বুঝতে পারতাম না। অনেক দক্ষতার সাথে আপনি অঙ্কন করেছেন বোঝাই যাচ্ছে। ছবিটা সত্যিই খুব মিনিংফুল। খুব সুন্দর একটা চ্যালেঞ্জ আপনি একসেপ্ট করেছেন তার জন্যই আমরা এত সুন্দর একটা আর্ট ও দেখতে পেলাম। অনেক ধন্যবাদ দাদা এত সুন্দর একটি আর্ট আপনি অঙ্কন করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।অনেক শুভকামনা রইল আপনার জন্য।

দাদা আপনার প্রতিভা দেখে আমি মুগ্ধ হয়ে যাই। আমার মনে হয় এমন কোন কাজ নেই যা আপনি পারেন না। সত্যি দাদা আপনার গুণের কথা বলে শেষ করার মতো নয়। আপনি যে ভালো ছবি আঁকতে পারেন এটার প্রমাণ আপনি দিয়েছেন। সত্যি দাদা একটা মানুষের ভিতরে যে এতটা গুন লুকিয়ে রয়েছে তা আপনাকে দেখলেই বুঝা যায়। আমার চোখে দেখা আপনি হচ্ছেন আমার জীবনের শ্রেষ্ঠ হিরো। মাত্র 35 মিনিটের মধ্যে যে এত সুন্দর আর্ট শেষ করা যায় তা আমি কল্পনাও করতে পারি না। আমিও আর্ট করতে পছন্দ করি। যখন আমি আর্ট পড়তে বসি এরপর কখন যে 2 ঘন্টা বা তিন ঘন্টা কেটে যায় বুঝতেই পারিনা। আপনি মাত্র 35 মিনিটে এত দারুন একটি আর্ট করেছেন যেটা সত্যিই অসাধারণ। আপনার প্রশংসা না করলেই নয়। হয়তোবা আপনার প্রশংসা করে আপনার গুণের কথা বলে শেষ করার মতো নয় শুধুমাত্র মন থেকে উপলব্ধি করলেই বোঝা যায় যে আপনি কতটা দক্ষতার অধিকারী। আপনার মাধ্যমে আমরা সকলে কাজ করার অনুপ্রেরণা পাই। আপনি যদি এত ব্যস্ততার মাঝেও দারুন দারুন অঙ্কন চিত্র আমাদের মাঝে উপস্থাপন করতে পারেন আমরা কেন একটু সময় দিয়ে ভালো কিছু উপস্থাপন করতে পারি না এটাই ভাবি। আপনার কাছ থেকে সব সময় অনুপ্রেরণা পাই দাদা। আশা করছি এরকম সুন্দর সুন্দর আর্ট আরো দেখতে পাবো। ধন্যবাদ দাদা আপনাকে আপনার জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো।

কৃষ্ণ বিহনে বৃন্দাবনে রাধার দিন কাটছে। বিরহে কাতর রাধা সবখানে কৃষ্ণকে দেখতে পারছে । সব কিছুই এখন রাধার কাছে শুধুই কৃষ্ণময় ।

টিনটিন বাবু তার বাবার কাছ থেকে অঙ্কন শিখতে চাচ্ছে। আপনি যেমন সবদিকে পারদর্শী আশা করছি ভবিষ্যতেও আমাদের ছোট্ট মিষ্টি টিনটিন বাবু আপনার মত সবদিকে পারদর্শী হবে। বাবার কাছ থেকে বাবার গুণগুলো আয়ত্ত করতে একটু দুষ্টুমি করবেই। দুষ্টুমি না করলে শিখবে কি করে। ছোট বাচ্চাদের শান্ত ভালো লাগেনা। তাদেরকে দুষ্টুমি করতে দেখলে ভালো লাগে। কারণ দুষ্টামির মাধ্যমেই তাদের জ্ঞানের বিকাশ ঘটে। দাদা আপনি বৌদির সাথে চ্যালেঞ্জে একদম সফলভাবে জিতে গেছেন এটা বলাই যায়। আমিও মাঝে মাঝে বিভিন্ন ধরনের চিত্র অঙ্কন করি। তবে এতো কম সময়ে এত দারুন একটি চিত্র আপনি তৈরি করেছেন যেটা দেখে আমি অবাক। কতটা দক্ষতার অধিকারী হলে একজন মানুষ এত সহজে একটি দারুন চিত্র উপস্থাপন করতে পারে সেটা আপনাকে না দেখলে বুঝতে পারতাম না। সত্যি দাদা আপনার কথা কি আর বলব হয়তোবা আপনার কথাগুলো বলে শেষ করার মতো নয়। একদিকে আপনি যেমন ভালো ফটোগ্রাফি করেন অন্যদিকে আপনার লেখা পড়ে মুগ্ধ হয়ে যাই। আবার এখন দেখছি আপনি দারুন অঙ্কন করতে পারেন। একটি মানুষের মধ্যে লুকিয়ে রয়েছে হাজার হাজার গুণ। এই গুনগুলো আসলে সবার মধ্যে থাকে না। তবে যাই বলুন না কেন আপনার অংকিত চিত্রটি কিন্তু অসাধারণ হয়েছে। আধার মন বোঝা বড় দায়। আপনার এই পোষ্টের অঙ্কন চিত্রটির মাধ্যমে সকলেই রাধার মন বুঝতে পারবে। দারুন একটি চিত্র সকলের সাথে শেয়ার করার জন্য আপনাকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল দাদা।

দাদা আপনি যে আসলে কি পারেন না সেটাই ভাবছি।এমন কোন কাজ নেই যে মনে হয় আপনি পারেননা। সত্যিই অসম্ভব একটি কাজ করেছেন ৩০ মিনিটের মধ্যে একটি পেইন্টিং তৈরি করা। 35 মিনিটে পেইন্টিং শেষ করেছেন সত্যিই অসম্ভবকে সম্ভব করেছেন। খুবই সুন্দর হয়েছে দাদা আপনার পেইন্টিংটি। সত্যিই আপনি পারেন দাদা। প্রতিটি ধাপে খুব সুন্দর হয়েছে সব মিলিয়ে অসাধারণ হয়েছে দাদা। অনেক ধন্যবাদ দাদা আপনি শত ব্যস্ততার মাঝেও আমাদের সাথে প্রতিনিয়ত কিছু না কিছু শেয়ার করেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল দাদা।

দাদা আপনি অনেক ভালো চেস্ট করেছেন। চ্যালেঞ্জে জয়ী হবেন আশা করা যায়। এগিয়ে যান, সফলতা আসবে । আর এই আর্টটি অনেক সুন্দর হয়েছে। শুভকামনা রইলো। ধন্যবাদ

এত অল্প সময়ে চ্যালেঞ্জ নিয়ে আপনি খুবই সুন্দর একটি অংকনের পরিকল্পনা করেছেন। আসলেই যারা অঙ্কন করে তারা বুঝতে পারবে যে 30 মিনিটে এত ভালো আর্ট করা সম্ভব না। আপনি সেই অসম্ভবকে সম্ভব করে ৩৫ মিনিটয়ে আর্ট করেছেন। এই আর্টটি আমার অনেক ভালো লেগেছে। আপনি খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করলেন। আমার খুবই ভালো লেগেছে। রং তুলি দিয়ে রং করার পরে আর্টটি আমার আরো বেশি ভাল লেগেছে। আপনার জন্য শুভকামনা রইল দাদা।

  • ওয়াও দাদা পেইন্টিংটি দেখে এক কথায় আমি মুগ্ধ হয়ে গেছি। এমন সৃষ্টিশীল পেন্টিং আমি আগে কখনো দেখিনি। এখান থেকে আমি প্রথম দেখলাম এবং প্রথম দেখাতেই অনেক ভালো লেগেছে। টিনটিন সোনার মিষ্টি দুষ্টামি আমার অনেক ভালো লাগে। ও একটু দুষ্টুমি করবেই কেননা অনেক ছোট। যাইহোক দাদা অসাধারণ পেইন্টিং হয়েছে আপনার জন্য শুভকামনা রইল।

৩০ মিনিটের চ্যালেঞ্জে এই আর্ট প্রায় অসম্ভব কাজ দাদা। ৩০ মিনিটে স্কেচ করা, অ্যাবস্ট্রাক্ট ড্রয়িং আসলেই অনেক চ্যালেঞ্জিং এর কাজ। এতো কম সময়ের মধ্যে ড্রয়িং করেও খুব সুন্দর ড্রয়িং করেছেন দাদা। কালার কম্বিনেশনও অনেক সুন্দর করে করেছেন। সব মিলিয়ে খুব সুন্দর একটি ড্রয়িং। যদিও বুঝতে কিছুটা সময় লেগেছে কিন্তু শেষে বুঝেছি ড্রয়িং এর আসল মানে। পরবর্তী ড্রয়িং এর অপেক্ষায় রইলাম দাদা। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

জল রঙের আঁকা দৃশ্য গুলো এমনিতে খুব সুন্দরভাবে ফুটে ওঠে। প্রথমে পেন্সিল দিয়ে দৃশ্য অঙ্কন করে পরবর্তীতে জল রং দিয়ে দৃশ্য টা সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। অসাধারণ জলরঙের চিত্রটি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ দাদা।

দাদা আপনি খুবই ট্যালেন্টেড একজন মানুষ। মাত্র ৩৫ মিনিটে যে এত সুন্দর আর্ট করা যায় তা দেখে আমি অবাক। এটা আসলেই একটি অসম্ভব ব্যাপার। দাদা আপনি তা সম্ভব করে দেখিয়েছেন। চিত্রটির কালার কম্বিনেশন টা অনেক সুন্দর হয়েছে দাদা। শুভকামনা রইল আপনার জন্য।

ঠিক বলেছেন দাদা, 30 মিনিটে রং তুলি দিয়ে আর্ট করা খুবই কঠিন একটি কাজ। আর যদি ছোটবাচ্চা থাকে তাহলে তো এরকম কাজগুলো করা একেবারেই অসম্ভব। আপনার মত আমিও যখন আর্ট করি অনেক কষ্ট করে করি। আমার মেয়ের বয়স দেড় বছর। ওর জন্য কতবার আঁকা রেখে উঠতে হয় তা বলে বোঝানো যাবে না। সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখে। একেবারে টিনটিন বাবুর মত। তারপরেও অনেক কষ্ট করে আপনি খুব সুন্দর একটি আর্ট করেছেন। হয়তো ব্যস্ততার মাঝেও আমাদের মাঝে এরকম করে সময় দেন।

দাদা ৩০ থেকে ৩৫ মিনিটের মধ্যে জল রং দিয়ে চিত্র অংকন করা খুবই কঠিন হয়ে পড়ে। আর আপনি ঝড়ের গতিতে নয় বিদ্যুতের গতি মনে হয় চিত্র অঙ্কন করেছেন। আর এত তাড়াতাড়ি চিত্র অংকন করার পরেও এত সুন্দর একটি চিত্র আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য। আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে দাদা।

এত অল্প সময়ে এত সুন্দর একটি অ্যাবস্ট্রাক্ট আর্ট করা সত্যি অকল্পনীয়। মনে দৃঢ় বিশ্বাস থাকলে যেকোনো কিছু করাই সম্ভব যা আপনি দেখিয়ে দিয়েছেন। ছবিটা কিন্তু অসাধারণ হয়েছে আপনি আপনার সৃজনশীলতা বরাবর আমাদের মাঝে এমন ভাবে উপস্থাপন করছেন আমরা সত্যিই মুগ্ধ হয়ে তাকিয়ে রয়েছি ।আপনার দিকে তাকিয়ে ভাবি কি পারেন না আপনি আপনার মধ্যে আসলে কোন কিছুর কি ঘাটতি আছে? জানতে ইচ্ছে করে এই বেকুল মন। আপনাকে ধন্যবাদ দিয়ে এত সুন্দর একটি কাজ কে ছোট করে দিব না। বুক ভরা ভালোবাসা রবে আপনার জন্য আপনার কাজের জন্য।

রঙের চমৎকার ব্যবহার দেখে মুগ্ধ। ৩০ মিনিটের আর্ট কিভাবে সম্ভব? বেদনার রং নীল তাই বিরহের ছবিতে নীল রঙের ব্যবহার যথার্থ খুব ভালো লেগেছে দাদা। আমি আপনার ছবির ফ্যান হয়ে গেছি মাঝে মাঝেই খুঁজে দেখি নতুন ছবি একেছেন কি না?

মাঝে মধ্যে কিছু আর্ট থাকে যা নিয়ে বেশি কিছু বলার থাকে না।আজকের আর্টটিও ঠিক তাই ছিলো দাদা।
তুলির আঁচড় গুলো একদম পারফেক্ট, আর রঙ এর ধরণটাও অসাধারণ।

অসাধারণ হইছে আপনার চিত্র টি।পতিটি ধাপ অনেক সুন্দর ভাবে দাখিছেন।জা বুজতে কোনো সমস্যা হই নাই।ধন্যবাদ দাদা আমাদের মাজে সুন্দর পোস্ট উপহার দেওয়ার জন্যে।

দাদা আপনার ছবিটি দেখে মন জুড়িয়ে গেল। বার বার শুধু দেখতেই ইচ্ছা হচ্ছে।

কৃষ্ণ বিহনে রাধার সর্ব অঙ্গ শুধুই কৃষ্ণময়

দাদা ক্যাপসনটাও আমার খুব পছন্দ হয়েছে ❤️।

এককথায় অসাধারন। মনের মাধুরী মিশিয়ে একদম আকিঁয়েছেন দাদা। চ্যালেঞ্জে আপনি জিতবেন এটা ত আপনার আকাঁ দেখে যে কেউ বলতে পারবে। এতো সুন্দর একটা ড্রয়িং ৩০ মিনিটে করেছেন এটা ভাবতেই আশ্চর্যজনক লাগছে। একদম দক্ষ না হলে এতো তাড়াতাড়ি এতো সুন্দর আঁকানো যায়না । আপনি আমাদের জন্য অনুপ্রেরণা দাদা। ভালোবাসা অবিরাম।

তাও আমি চ্যালেঞ্জটি একসেপ্ট করলাম । একটি মাত্র তুলি দিয়ে আর কালার মিক্সিং না করেই ঝড়ের গতিতে তুলি চালালাম ।

দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর করে একটি ছবি অঙ্কন করে দেখিয়েছেন। মানুষের প্রচেষ্টা মানুষকে সাফল্যে দ্বারপ্রান্তে নিয়ে যায়। আপনি চ্যালেঞ্জ করেছেন এবং চেষ্টা করেছেন তাই এত সুন্দর অঙ্কন করতে পেরেছেন। আপনার অংকন দেখে আমি মুগ্ধ হয়েছি।
রাধা কৃষ্ণের প্রেমের বিষয়ে আমরা অনেকেই কমবেশি জানি। আমরা জানি কৃষ্ণর বিরহে রাধার মন ছিল জর্জরিত,তবুও নারীর মনের অবাধ ভালোবাসা জমে ছিল। যে ভালোবাসার টানে দীর্ঘদিন রাধা কৃষ্ণ বিহনে উপস করেছিল, কষ্ট করেছিল তবেও কৃষ্ণ কে সে ভালোবাসা কমতি করে নাই।
আপনি রাধাকৃষ্ণের সে ভালোবাসাকে স্মরণ করিয়ে দিয়েছেন। সত্যি দাদা আপনি ধন্য, মুগ্ধ করেছেন 'আমার বাংলা ব্লগের' সদস্য বৃন্দকে।

May allah bless you

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আপনি আমার জন্য দোয়া প্রার্থনা করেছেন সৃষ্টিকর্তার নিকট। আমিও আপনার জন্য দোয়া প্রার্থনা করি,যেন আল্লাহ আপনাকে মঙ্গল করেন। তবে আপু এটা আমার বাংলা ব্লগ কমিউনিটি, এজন্য এখানে বাংলায় কমেন্ট করা প্রযোজ্য। আশাকরি আপনি আমার বাংলা ব্লগ কমিউনিটি সকল প্রকার গাইডলাইন মেনে চলবেন। আপনার পথ যাত্রা শুভ হোক সে দোয়া কামনা করি। আপনি চাইলে অতিশীঘ্রই এবিবি-স্কুলে লেভেল ওয়ানের' ক্লাস করতে পারেন ডিস্কট চ্যানেলের মাধ্যমে।

Sorry bangla type kore nai kintu ame corte parbona karon amar computer set kora na thai amar bangla type corthe pari na maze modi amar post goli school e cori maze mase thai oi gula different language leka zai amar map core den alaphas assalimwalikum warahmatula wabbarakatu

মাত্র স্কেচ করে টিনটিনের উৎপাতে আর করা হয়নি । তাই আজকে ভাবলাম আর্টটি করি । কিন্তু টাইম বের করতে পারছিলাম না । বেশিক্ষন দরজা বন্ধ করে যে আর্ট করবো তাও সম্ভব নয়, কারণ টিনটিন । সে ঘুরে ঘুরে বেড়ায় এ ঘর থেকে ও ঘর ।

দাদা মাঝে মাঝে আমারো ও এমন হয় যেন কোনো কিছু করতে গেলে শুধু কাজ আর কাজ।কাজের জ্বালায় আর করা হয় না।মাঝে মাঝে আমি ও ঘরে দরজা লাগিয়ে কাজ করি।দাদা আপনার আর্ট দেখে মনে হয় আমি ও আর্ট করব।কিন্তু আমি তা করতে পারি না।দাদা একদিন আমাদের টিনটিনের পরিচয় করে দিয়েন।তাকে দেখার অনেক ইচ্ছে। আসলে ছোট মানুষগুলো সবার প্রিয়।আর যখন একটিু দুষ্টুমি করে তখন অনেক আনন্দ লাগে।ধন্যবাদ দাদা।❤️❤️

May allah bless your heart

দাদা সত্যি অসাধারণ মাত্র ৩৫ মিনিটে আপনি এতো সুন্দর একটি এবাস্ট্রাক্ট একেছেন, প্রতিটি ধাপ খুব সুন্দর ছিলো, বৌদির সাথে চ্যালেঞ্জ নিয়ে দারূন করে একেছেন এবং খুব সুন্দর করে সম্পন্ন করেছেন দাদা😍😍😍

ভালোবাসা অবিরাম দাদা😍😍😍

দাদা, অসাধারণ এঁকেছেন। ওয়াটার কালারে কোনো চিত্র ফুটানো অনেক কাজ। আপনি অনেক সুন্দর ভাবে চিত্রটিকে ফুটিয়ে তুলেছেন। আমার কাছে চিত্রটি অনেক ভালো লেগেছে। আশা করি সামনে আরো চিত্রাঙ্কন দেখতে পারবো। দাদা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

অ্যাবস্ট্রাক্ট আর্ট গুলোতে মনে হয় সব কিছু ধরা যায় না। অনেক কিছুই কল্পনা করে নিতে হয়। আমার মনে হচ্ছে কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে। মাত্র 30 মিনিটে এই আর্ট আসলে অসাধ্য সাধন। ভালো হয় টিনটিন বাবুকে আর্টের সামগ্রী কিনে দিলে। তাহলে হয়তো সে রং-তুলি নিয়ে ব্যস্ত থাকবে আর আপনিও কাজে মন দিতে পারবেন। ধন্যবাদ আপনাকে অসাধারণ একটি পেইন্টিং শেয়ার করার জন্য

হাতে বাঁশি মাথায় চূড়া
নুপুর দুই চরণে
খোয়াজ মিয়া পাগল হইল কালার বাঁশির টানে

30 মিনিটের চ্যালেঞ্জের আধ্যাত্মিকতার আবিষ্কার । ছবিটা দেখে আমি অবশ্যই অনেক কিছু বুঝতে পারছিনা । তবে ভগবান শ্রীকৃষ্ণের বাঁশি আর মাথার চূড়া ভক্তের জন্য স্বর্গ ।
আর দাদা যথার্থই বলেছেন কৃষ্ণ প্রেমে পোড়া য়ার সবেতে দেখে কৃষ্ণ ছায়া ।

আপনি একটি খুব সুন্দর ছবি এঁকেছেন, তবুও এটি মাত্র কয়েক মিনিট পরে অবিশ্বাস্য হয়ে উঠছে। রাধার হৃদয় আপনার দ্বারা চমৎকারভাবে চিত্রিত হয়েছে। আমার মতে আপনি একজন সত্যিকারের অলরাউন্ডার। আপনি আমাদের পেইন্টিং প্রক্রিয়ার প্রতিটি ধাপ ব্যাখ্যা করার জন্য একটি চমৎকার কাজ করেছেন। আমরা তাজা জলের রং ব্যবহার করে আপনার আরো অঙ্কন দেখতে চাই। সকলের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। |

আমাকে একটি সুন্দর পেইন্টিং দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ, শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ;

কৃষ্ণ বিহনে রাধার সর্ব অঙ্গ শুধুই কৃষ্ণময়

আর্ট সম্পর্কে আমার তেমন কোন ধারনা না থাকলেও, স্বল্প সময়ে, প্রথম জলরং দিয়ে রাধা'র বিরহের এই স্কেচ তুলে ধরার বিষয়টা খুব যে সহজ ছিলনা,তা সহজেই অনুমেয়।
আপনি আরও পারেন এই কামনায়------

এই অল্প সময়ে জলরং দিয়ে আর্ট করা অনেক কষ্টসাধ্য ব্যাপার দাদা। আমিও জলরং এবং পোস্টার রঙ দিয়ে আর্ট করি, আমি জানি কতটুকু সময় ধরে কাজ করতে হয়। আপনি তো পেন্সিল এবং জলরং ২ টাই ব্যবহার করেছেন। খুব সুন্দর হয়েছে আপনার আর্ট। খুব ভালো লাগলো আমার। অনেক ধন্যবাদ দাদা,আপনার এই গুণ আমাদের মাঝে তুলে ধরার জন্য।

May allah bless you and make you big in life

শ্রদ্ধেয় দাদা আশা করি ভালো আছেন ? আপনি খুব সুন্দর আর্টিস্ট করতে পারেন। আপনার আর্টিস্টি খুব চমৎকার হয়েছে।কৃষ্ণ রাধার জল রং এর কালার খুব মানিয়েছে। আপনি খুব অল্প সময়ে সূক্ষ্মভাবে আর্টিস্টি শেষ করেছেন। এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ‌। ভালো থাকবেন দাদা।

দাদা খুবই চমৎকার হয়েছে ছবিটা । দেখে বোঝা যাচ্ছে এটা প্রকৃত রাধার মন। কৃষ্ণ বাঁশি বাজিয়ে রাধার মন জয় করে নিচ্ছে । দেখলে নিজের মনেও একটা প্রশান্তি আসে। আর এত তাড়াতাড়ি কিভাবে যে ড্রইংটা শেষ করলেন আমি এখনও ভাবছি। কারণ কোনো অ্যাবস্ট্রাক্ট আর্ট করতে গেলে অনেক সময় লাগে আর ঠান্ডা মাথায় করা লাগে । আপনি সত্যিই অভূতপূর্ব মেধার অধিকারী।

May allah bless you

যারা আর্ট করে থাকি তারা জানি জে,একটা আর্ট করতে কতো টাইম লাগে।আর জল রঙের কথা বাদই দিলাম।আপনি যে ৩০ মিনিট এ এত সুন্দর একটা আর্ট করেছেন যা অকল্পনীয়। সত্যিই দাদা আসলে প্রসংসার জজ্ঞ।আর একটা জিনিস খেয়াল করলাম আর্টটা রাধা নাহ থাকলে কৃষ্ণকে খুব ভালভাবেই বোঝা যাচ্ছে।

বাহ সুন্দর পেইন্টিং দাদা, আপনার ভাল শিল্প আছে খুশি

Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Please consider to approve our witness 👇

Come and visit Italy Community

Hello there rme, you really did nice art keep it up more more post from you stay safe always🙂🙂

follow me and vote please

Si me regalas un voto??

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



এত অল্প সময়ে আপনি আমাদের মাঝে দারুন একটা আর উপহার দিয়েছেন দাদা। আপনি শুধু মাত্র ৩৫ মিনিটে এমন সুন্দর একটা ছবি আমাদের মাঝে উপহার দিতে পেরেছেন। কিন্তু এটা যদি আমি চেষ্টা করতাম তাহলে একদিনের বেশী লেগতো তার পরেও এমন সুন্দর করে তৈরি করতে পারতাম না।

অসাধারণ একটি চিত্রাঙ্কন করেছেন। কালার করার পর একদম প্রফেশনাল লেভেলের হইছে। ৩০-৩৫ মিনিটে আসলে অ্যাবস্ট্রাক্ট আর্ট অনেক কঠিন ব্যাপার। কিন্তু আপনি অল্প সময়ে অনেক সুন্দর ভাবে চিত্রটি ফুটিয়ে তুলেছেন। সামনে আরো আর্ট দেখতে চাই। আপনার জন্য শুভকামনা রইলো।