স্টিমিটের উইটনেস এবং ডেভেলপার justyy র এক অসাধারণ স্টিম অটো এক্সচেঞ্জ টুল : "STEEM-TO-USDT"steemCreated with Sketch.

in hive-129948 •  2 years ago 

banner-steem-2-usdt.png


বর্তমানে steem ক্যাশ আউট করার জন্য বিভিন্ন ধরণের ক্রিপ্টো এক্সচেঞ্জ সাইট ছাড়া গতি নেই আমাদের । প্রথমে আপনার steem কোনো এক্সচেঞ্জ সাইটে ডিপোজিট করতে হবে সঠিক মেমো ইউজ করে, ভুল হলে ডিপোজিট ফেল । এরপরে সেই steem USDT পেয়ার খুঁজে বের করে ট্রেড বসাতে হবে আপনার কাঙ্খিত price সেট করে । সেটা যতক্ষণ পর্যন্ত না ফুলফিল হচ্ছে wait করতে হবে আপনাকে, কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টা অব্দি । এরপরে order ফুলফিল হলে আপনি steem থেকে USDT পেয়ে যাবেন, কিন্তু তখনও সেটি ওই এক্সচেঞ্জ সাইটেই থেকে যাবে । এবার withdrawal অপসন এ গিয়ে আবার USDT উইথড্র দিতে হবে আপনার পার্সোনাল USDT ওয়ালেটে । এতগুলি স্টেপ এবং এতটা সময় ব্যয় করতে হবে আপনার STEEM কে ক্যাশ আউট করে USDT তে আনতে ।

অথচ এমন একটা অটোমেটিক এক্সচেঞ্জ সার্ভিস যদি থাকতো যেটা ইউজ করে খুব সহজেই আমরা আমাদের steem -কে USDT -তে রূপান্তর করতে পারতাম তাহলে অসাধারণ হতো, তাই না ?

ঠিক এই সার্ভিসটাই স্টিমিটের একজন ডেভেলপার এবং উইটনেস @justyy ডেভেলপ করেছেন । এটি ফুলি অটোমেটিক এবং রোবোটিক ওয়েতে কাজ করে । এটি ইউজ করাও খুবই সহজ । আপনার steem কে USDT তে কনভার্ট করে আপনার পার্সোনাল ওয়ালেটে নিয়ে আনতে সর্বোচ্চ ২ মিনিট টাইম লাগে ।

এই সার্ভিসিটি steem/usdt pair এ প্রাইসটা একদম কারেক্ট দিয়ে থাকে, অর্থাৎ আপনি আপনার steem কে বর্তমান মার্কেট প্রাইসেই USDT -তে পেয়ে যাবেন ইনস্ট্যান্ট । আর হ্যাঁ, এই সার্ভিস টুলটি ইউজ করে আপনি STEEM এর পাশাপাশি আপনার SBD কেও USDT-তে কনভার্ট করতে পারবেন ।

তবে, একটা জিনিস মাথায় রাখবেন এই সার্ভিসিটি ইউজ করে আপনি শুধুমাত্র Tron ব্লকচেইনে USDT আনতে পারবেন । তাই TRC-20 Tron এড্রেস-ই হলো আপনার USDT এড্রেস । এটি ERC-20 থেকে অনেক ফী কম (পর্যাপ্ত পাওয়ার এবং এনার্জি থাকলে ফী লেস ), সুপার ফাস্ট এবং secured ।


✅সার্ভিস টুল : STEEM TO USDT

✅কাজ : ইন্সট্যান্টলি আপনার STEEM বা SBD কে অটোমেটিক্যালি USDT (TRC-20)-তে কনভার্ট করা

✅ফীস : ১%

✅ডেভেলপার : @justyy


এবার চলুন টিউটোরিয়াল দেখি কি ভাবে সার্ভিসটি আমরা ইউজ করবো


✍ টিউটোরিয়াল ✍


➤ প্রথমে steemyy এর ওয়েবসাইট ঢুকুন । ক্লিক করুন । এরপরে STEEM-TO-USDT ট্যাবে ক্লিক করুন ।


➤ এই পেজটি ওপেন হবে - https://steemyy.com/steem2usdt.php । নিচের স্ক্রিনশটটি লক্ষ করুন । আপনি কত steem/sbd সেল করে USDT পেতে চান সেই এমাউন্টের steem/sbd নিচের এই একাউন্টে সঠিক মেমো সহ ট্রান্সফার করুন -

Transfer To : @steem2usdt
Amount : আপনি যত সেল করতে চান
Memo : আপনার tron এড্রেস

একটি জিনিস মাথায় রাখবেন memo হিসেবে আপনার tron এড্রেস দিতেই হবে । এটা মাস্ট । যে ট্রন এড্ড্রেস দেবেন সেই এড্ড্রেসে আপনার USDT জমা হবে । ভুল মেমো বা মেমো ব্ল্যাঙ্ক থাকলে আপনি অটোমেটিক্যালি আপনার steem/sbd রিফান্ড পেয়ে যাবেন ।

Estimate বাটনে ক্লিক করে আপনি ঠিক এক্সাক্টলি কত USDT পাবেন সেটা জানতে পারবেন ।


➤ নিচের স্ক্রিনশট দু'টি খুব ভালো করে লক্ষ করুন । আমি আমার একাউন্ট @rme থেকে ১০০ steem ট্রান্সফার করেছি @steem2usdt একাউন্টে এবং memo হিসেবে আমার Tron TRC-20 এডড্রেসটি দিয়েছি ।


➤ ট্রান্সফার করার পরে আপনার এক্সচেঞ্জটির স্ট্যাটাস পেতে "Latest STEEM/SBD to TRC-20 USDT Swap" সেকশন এ চেক করুন ।


➤ এবার দেখুন আমি আমি ১০০ steem সেল করে 23.169 USDT পেয়ে গিয়েছি আমার ট্রন ওয়ালেটে । ১ মিনিট লেগেছিলো অনলি পুরো প্রসেসটা কমপ্লিট হতে ।


কিছু গুরুত্বপূর্ন জিনিস মনে রাখবেন সার্ভিসিটি ইউজ করার সময়ে


০১. USDT address হিসেবে সব সময় আপনার Tron TRC-20 এডড্রেসটি ইউজ করবেন

০২. আপনার steem/sbd শুধুমাত্র @steem2usdt এই একাউন্ট ছাড়া আর কোনো একাউন্টে ট্রান্সফার করবেন না

০৩. মেমো হিসেবে শুধুমাত্র আপনি আপনার যে ট্রন ওয়ালেটে USDT চান সেই ট্রন এডড্রেসটি দেবেন । আর কিচ্ছু লিখবেন না মেমো তে । মেমো যদি ইনভ্যালিড হয় বা ফাঁকা থাকে তবে আপনি রিফান্ড পেয়ে যাবেন সঙ্গে সঙ্গে ।

০৪. steem বা sbd যেটাই পাঠাবেন তার মিনিমাম ভ্যালুর চাইতে কম পাঠালে সেটা ফরফিট করা হবে অর্থাৎ বাজেয়াপ্ত করা হবে । রিফান্ড পাবেন না । মিনিমাম 2 STEEM অথবা 1 SBD অথবা আপনার কাঙ্খিত USDT মিনিমাম $1 হতে হবে ।

০৫. কোনো ধরণের এক্সচেঞ্জ ফেল বা প্রব্লেমের মুখোমুখি হলে কন্টাক্ট করতে পারবেন : ইমেইল : [email protected]


শর্টকাট 👌


10 STEEM বা 5 SBD 💲💲💲এর চাইতে বেশি যে কোনো এমাউন্ট জাস্ট সেন্ড করুন @steem2usdt এই একাউন্ট এ । মেমো হিসেবে দিন আপনার tron address ।

আর পেয়ে যান USDT💰💰💰ইন্সট্যান্টলি । 😍😍😍 🎉🎉🎉

A big 👍to @justyy 👑


✡ ধন্যবাদ ✡


পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫০০ ট্রন জমানো (Today's target : To collect 500 trx)


তারিখ : ০১ মার্চ ২০২৩

টাস্ক ১৯১ : ৫০০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫০০ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : f8776e1cfb8364b5624b9d7d6a0857ff4d828b293074569ea2db1bdf31f0a7af

টাস্ক ১৯১ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Thank you for voting @jswit as witness. I also voted for @bangla.witness. Have a wonderful day!

Thanks for Supports Us, Good day.

steem কে USDT তে কনভার্ট করার জন্য খুবই গোছালোভাবে প্রতিটি ধাপ তুলে ধরেছেন দাদা। আশা করছি সবাই এখন খুব সহজেই নিজের steem বা sbd কনভার্ট করতে পারবে। সত্যি দাদা আপনার এই উদ্যোগটি দারুন লেগেছে। এখন থেকে সময় বেঁচে যাবে এবং নিরাপত্তার সাথে প্রতিটি প্রসেস সম্পন্ন করা যাবে। খুবই গুরুত্বপূর্ণ একটি পোস্ট আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি দাদা।

এ ধরনের সার্ভিসের ফলে আমাদের অনেকের উপকার হবে।আসলে দাদা প্রতিনিয়ত আমাদের জন্য যাতে সমস্ত কিছুই সহজ হয়।তার জন্য এক এক পরিকল্পনা করে থাকেন।মোটকথা সব সময় আমাদের চিন্তায় ব্যস্ত থাকেন।অসংখ্য ধন্যবাদ দাদা, এত সুন্দর একটি বিষয় আমাদের মাঝে শেয়ার করার জন্য।

বাহ স্টিমিটের উইটনেস এবং ডেভেলপার justyy র অসাধারণ স্টিম অটো এক্সচেঞ্জ টুল দেখে অনেক ভাল লাগলো। এটা ব্যবহার করলে খুব তারাতারি USDT পাওয়া যাবে। যে কেউ কয়েকবার চেষ্টা করলেই তার কাছে পসেসটি অনেক সহজ হয়ে যাবে। ধন্যবাদ দাদা।

এটাতো আমাদের জন্য খুবই ভালো একটা বিষয় দাদা। এর মাধ্যমে আমরা খুব সহজেই আমাদের উপার্জিত স্টিম গুলোকে খুব সহজেই নিজেদের একাউন্টে নিয়ে নিতে পারব। এটা জানার পরে খুবই ভালো লাগলো।

স্টিম কে USDTতে কনভার্ট করতে গিয়ে অনেক সময় লেগে যেত। এখন এই অটো স্টিম এক্সচেঞ্জ টুলস এর মাধ্যমে স্টিম এক্সচেঞ্জ করলে আশা করি আমাদের অনেক সময় বেঁচে যাবে। ধন্যবাদ দাদা আপনাকে অল্প সময়ে স্টিম কে USDTতে কনভার্ট করার এই টুলস এর সাথে আমাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য ‌।

এত সুন্দর একটি সার্ভিস আছে সেটি মোটেও জানতাম না। এর আগেও ইউপিভিউ এর একটি প্রজেক্ট সম্পর্কে আপনি আমাদের মাঝে টিউটোরিয়াল আকারে তুলে ধরেছেন। আজকে স্টিমিটের উইটনেস এবং ডেভেলপার justyy র এই স্টিম টু ইউএসডিটি কনভার্টের বিষয়টি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। আর এতে করে আমাদের জন্য অনেক বেশি সুবিধা হবে।এতে করে সরাসরি স্টিম পাঠিয়ে কাঙ্খিত মানের ইউএসডিটি নিজের ওয়ালেটে নিয়ে যেতে পারবো ধন্যবাদ দাদা।

I used this service and received the correct usdt amount in less than a minute. Fee is 1% of total amount.

  ·  2 years ago 

!thumbsup

Hello @rme! You are superb!


command: !thumbsup is powered by witness @justyy and his contributions are: https://steemyy.com
More commands are coming!

এরকম একটা ফিচার দরকার ছিল! জাস্টি সাহেবকে ধন্যবাদ না দিলেই নয়,, 🤭। এখন সহজেই স্টিম থেকে ইউএসডিটি কনভার্ট করতে পারবো কোনো হেজিটেশন ছাড়াই! আপনি খুব সুন্দর করে দেখিয়েছেন টিউটোরিয়ালটি দাদা! ধন্যবাদ দাদা 😍

Nice

প্রিয় দাদা, আপনার প্রতিটি সেবা সমূহ সত্যি অসাধারণ এবং অতুলনীয়। প্রিয় দাদা, আপনি ডেভেলপার justyy র এক অসাধারণ স্টিম অটো এক্সচেঞ্জ টুল গুলোর ব্যবহার ধাপে ধাপে অতি চমৎকারভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এখন যে কেউ অতি সহজেই এবং নিরাপত্তার সাথে steem/sbd কে USDT তে রূপান্তর করতে সক্ষম হবে। অত্যন্ত উপকারী এবং কল্যাণকর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য প্রিয় দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ।💓💓💝

দাদা আপনি প্রতিনিয়ত আমাদের জন্য নতুন নতুন সার্ভিস নিয়ে আসছেন। আজকে নতুন একটা টুলস এর কাজ দেখতে পেয়ে ভীষণ ভালো লাগলো। যদিও এটা ডেভলপ করেছে জাস্টি কিন্তু আমাদের মাঝে তুলে ধরেছেন আপনি। না হলে তো এই বিষয়টা আমরা জানতেই পারতাম না। মনে হচ্ছে এখন থেকে আমাদের জন্য বিষয়টি সহজ হয়ে যাবে। এখান থেকে নতুন নতুন কিছু শিখতে পেরে ভালই লাগে। অনেক ধন্যবাদ দাদা আমাদের মাঝে তুলে ধরার জন্য।

টিউটোরিয়াল টি আমাদের সবার খুব কাজে আসবে দাদা। steem কে USDT তে কনভার্ট খুব সহজেই করা সম্ভব হবে। এছাড়াও sbd কনভার্ট করা যাবে জেনে ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ দাদা এত সুন্দর একটা সার্ভিস আমাদের সবার সামনে তুলে ধরার জন্য।

নিঃসন্দেহে এটা আমাদের সবার জন্যই অনেকটা উপকারী৷ ডেভেলপার justyy র এক অসাধারণ স্টিম অটো এক্সচেঞ্জ টুল তৈরি করেছে ৷ সর্বোপরি আপনি অনেক সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন ৷ অনেক ভালো লাগলো দেখে ৷ এরপর থেকে এই ফিচার টি ব্যবহার করবো ৷

এত সুন্দর একটি উদ্যোগ আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে । এরকম নতুন নতুন উদ্যোগের মাধ্যমে স্টিমেট অনেক বেশি এগিয়ে যেতে পারবে । Justyy এর STEEM বা SBD কে অটোমেটিক্যালি USDT (TRC-20)-তে কনভার্ট করার এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা খুব সহজেই STEEM বা SBD কে USDT তে রূপান্তর করতে পারব । দাদাকে অসংখ্য ধন্যবাদ , এত সুন্দর একটি বিষয় ধারাবাহিকভাবে আমাদেরকে টিউটোরিয়াল আকারে বুঝিয়ে বলার জন্য ।

খুবই উপকারি একটা পোস্ট। এখন আমরা খুব সহজে justyy এর সাহায্য খুব সহজে steem কে কনভার্ট করতে পারবো এবং খুব কম সময়ে বেশ ভালো লাগলো।ধন্যবাদ

বিষয়টা আমাদের জন্য আসলেই দারুন হয়েছে। এমন একটা টুলের প্রয়োজনীয়তা অনেক দিন থেকেই অনুভব করছিলাম। আমার এখনো মনে পড়ে ২০১৮ সালের দিকে আমরা স্টিমিটের ওয়ালেট থেকে স্টিম কিংবা এসবিডি ব্লক ট্রেডস এর মাধ্যমে অন্য কোন এক্সচেঞ্জে নিতাম। তবে জাস্টির এই টুলটা আমাদের সকলের অনেক কাজে লাগবে। ধন্যবাদ দাদা আপনাকে আমাদের সাথে শেয়ার করার জন্য।

Your post has been rewarded by the Seven Team.

Support partner witnesses

@seven.wit
@cotina
@bangla.witness
@xpilar.witness

We are the hope!

অনেক সুন্দর ভানে তুলে ধরেছেন প্রতিটি ধাপ আশা করি সকলে এই নিয়ম ব্যবহার করে স্টিমকে ফলারের পরিনত করতে পারবে অনেক সহজ ভানে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন একটি সহজ নিয়ম দেখানোর জন্য।

এই প্লাটফর্মের জন্য অনেক ভালো একটা দিক ।এভাবে আমরা ব্যবহার করার চেষ্টা করব। যেটা আমাদের জন্যই উপকারী হবে অনেক ভালো একটা বিষয় তুলে ধরেছেন দাদা।

GOOD

Thanks for @souna12

Super

যত দিন যাচ্ছে নতুন নতুন ফিচার দেখতে পাচ্ছি।
মার্কেট ঠিক হয়ে গেলে এই ফিচারটি ব্যবহার করতে পারবো ইনশাআল্লাহ। শুধু সময়ের অপেক্ষা।

সত্যি বলতে দাদা এরকম একটি প্রজেক্ট রয়েছে সেটি আসলে কখনো চিন্তাও করতে পারতাম না যদি আপনি এত সুন্দর ভাবে উপস্থাপন না করতেন। স্টিম অটো এক্সচেঞ্জ টুল এর মাধ্যমে অনেক সহজ হবে আমাদের স্টিম বা এসবিডি থেকে ইউএসডিটি কনভার্ট করতে। ধন্যবাদ দাদা আপনার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করি।

ট্রাই করলাম। ১ মিনিটেই হয়ে গেল। অসাধারন। ধন্যবাদ দাদা।

প্রতিনিয়ত দেখা যাচ্ছে আমার বাংলা ব্লগ তার ইউজারদের জন্য নতুন নতুন সার্ভিস চালু করে যাচ্ছে। যেগুলো প্রতিটি ইউজারের কাজের উৎসাহকে আরও বেশি বাড়িয়ে দিবে।