Indian Museum ভ্রমণ -পর্ব ১৫

in hive-129948 •  3 years ago 

Indian Museum ভ্রমণ -পর্ব ১৫


পূর্বের এপিসোড : Indian Museum ভ্রমণ -পর্ব ১৪


শুভ অপরাহ্ন বন্ধুরা,

আজকে কুয়াশা অনেক কম, রোদ উঠেছে । কিন্তু, ঠান্ডা অনেক বেশি । আজকে বিকাল থেকে অনেক বিজি থাকবো । তনুজার জন্মদিন আজকে । বাড়িতে একটা ছোটোখাটো ঘরোয়া পার্টি আছে আজকে রাতে । তাই কিছু কেনাকাটার উদ্দেশ্যে একটু পরেই বেরিয়ে পড়বো । এই পোস্টটা করেই বেরিয়ে যাবো বাড়ি থেকে ।

আজকে আমি আরো বেশ কিছু মাংসাশী শিকারী প্রাণী ও নিরীহ তৃণভোজী প্রাণীদের স্টাফ করা দেহের ফোটোগ্রাফি শেয়ার করবো । আজকে কোন কোন প্রাণী থাকছে :

১. বেঙ্গল টাইগার
২. ব্রাউ এন্টলার্ড ডিয়ার
৩. শিয়াল, বনরুই, শজারু
৪. সোয়াম্প ডিয়ার
৫. গন্ডার (জাভান ও ভারতীয় এক শৃঙ্গী গন্ডার)
৬. রেড ফক্স, কমন পাম সিভেট, ভোঁদড়, এশিয়ান গোল্ডেন ক্যাট
৭. এশিয়ান হাতি
৮. ইন্ডিয়ান মাউস ডিয়ার, বুনো শূকর, কাঁকড়াখেকো বানর

তো চলুন দেখে নেওয়া যাক আজকের আয়োজন ।


রয়েল বেঙ্গল টাইগার । এই নমুনাটিও কিন্তু আসল বেঙ্গল টাইগার । গাঁয়ের লোম সাদা রঙের কারণ হলো এটি একটি albino টাইগার । albino একটি বিরল জিনঘটিত প্রব্লেম । এর ফলে যে কোনো প্রাণীর গাঁয়ের রং সাদা হয়ে যায় ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


ব্রাউ এন্টলার্ড ডিয়ার । বিশাল সাইজের এর হরিনের বিশেষত্ব হলো এদের মাথায় ডালপালার মতো বিস্তৃত বিশাল বিশাল শিং আছে ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


সোয়াম্প ডিয়ার । এদের দেহাকৃতিও বিশাল । কিন্তু এদের মাথার শিং তুলনামূলক ভাবে ছোট ও প্রশাখাবিহীন । মূলতঃ জলাভূমিতে এদের দেখতে পাওয়া যায় ।তাই এদের নাম সোয়াম্প ডিয়ার বা জলাশয়ের হরিণ ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


শিয়াল (উপরে মাঝে), বনরুই (মাঝের সারির মাঝখানে), শজারু (মাঝের সারির বামে) ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


একশৃঙ্গী ভারতীয় গন্ডার । বিশাল দেহ এদের । যেন ছোটোখাটো একটি হাতি বিশেষ ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


রেড ফক্স (সবার উপরের তাকে), কমন পাম সিভেট (তার নিচের তাকে), ভোঁদড় (সবার নিচের তাকে), এশিয়ান গোল্ডেন ক্যাট (সবচাইতে সামনে)
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


ভারতীয় হাতি । এটি একটি মাঝারি আকৃতির তরুণ হাতির দেহ ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


ইন্ডিয়ান মাউস ডিয়ার (সবার উপরের তাকে), বুনো শূকর (নিচের তাকে ডানে ), কাঁকড়াখেকো বানর (নিচের তাকে বামে ) । মাউস ডিয়ার এখন খুবই রেয়ার প্রাণী । এদের আকৃতি ক্ষুদ্র এবং দেখতে অনেকটাই ইঁদুরের মতো । তাই এর নাম মাউস ডিয়ার । আর ক্র্যাব ইটিং ম্যাকক বা কাঁকড়াখেকো বানর প্রজাতিটিও এখন অস্তিত্বের হুমকির সম্মুখে ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


ক্যামেরা পরিচিতি : OnePlus
ক্যামেরা মডেল : EB2101
ফোকাল লেংথ : ৫ মিমিঃ


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

🌹🌹🌹ধন্যবাদ দাদা আমাদের মাঝে আবারও ইন্ডিয়ান মিউজিয়াম এর আরেকটি পর্ব শেয়ার করার জন্য। তবে প্রথমেই বৌদির জন্মদিনের জন্য শুভেচ্ছা জানাচ্ছি🎂🎂🎂। আপনারা সকলে মিলেমিশে একসাথে থাকবেন এটাই আমরা কামনা করি মন থেকে। দাদা এত ব্যস্ততার মাঝেও যে আমাদের জন্য এত সুন্দর একটি পোস্ট করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার এই পোস্ট থেকে অনেকগুলো প্রাণীর পরিচয় খুব সুন্দরভাবে বুঝতে পেরেছি।🌹🌹🌹🌹

ভ্রমণ মানেই হচ্ছে আনন্দ এবং জ্ঞান আহরণ জ্ঞান আহরণের জন্য ভ্রমণের বিকল্প নেই। এ ভ্রমণের মধ্য দিয়ে অনেক কিছু জিনিস আমরা জানতে পারি সাধারণ জ্ঞান হিসেবেও আমরা অনেক কিছু শিখতে পারি। তাই দাদা আপনার এই ভ্রমণকে সাধুবাদ জানাই।

দাদা প্রথমেই বৌদিকে জন্মদিনের শুভেচ্ছা জানাবেন আমার পক্ষ থেকে।
আপনার এই পোস্টগুলোর অপেক্ষায় থাকি দাদা। কেননা আমি বারবার ভাবি আমি হয়তো কলকাতার ইন্ডিয়ান মিউজিয়াম কখন দিতে পারব না কিন্তু আপনার মাধ্যমে কলকাতা মিউজিয়াম আমার প্রায় ভ্রমণ করা শেষের দিকে যতদিন আপনি আমাদের মাঝে এত গুরুত্বপূর্ণ তথ্য ছবি শেয়ার করবেন ততদিন আমি ইন্ডিয়ান মিউজিয়াম ভ্রমণ করব। আজ আপনি যে মাংসাশী প্রাণীগুলো সম্পর্কে আমাদের মাঝে তুলে ধরেছেন তারমধ্যে গুটিকয়েক স ছাড়া অধিকাংশ প্রাণীর নাম এবং তাদের বৈশিষ্ট্য খাদ্য প্রক্রিয়া সম্পর্কে আমার ধারণা ছিল না কিন্তু আপনার এই পোস্ট গুলোর মধ্য দিয়ে আমি প্রতিনিয়ত নতুন নতুন তথ্য নতুন নতুন প্রাণী ও বিলুপ্তপ্রায় প্রাণীর সাথে পরিচিত হতে পারছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা এত সুন্দর তথ্যবহুল বিষয়গুলো আমাদের সাথে তুলে ধরার জন্য।

They are beautiful

আপনার পোস্টের মাধ্যমে অনেক কিছু জানতে পারি দাদা। আর আজকে বৌদির জন্মদিন উপলক্ষে আপনি অনেক ব্যস্ত থাকবেন। তাও আমাদের সাথে একটি পোস্ট শেয়ার করলেন। খুবই ভালো লাগছে। আর আজকে দিনে বৌদির জন্য অনেক প্রার্থনা রইল।

ব্রাউ এন্টলার্ড ডিয়ার এর শিং গুলো অন্যরকম যা আমি আগে কখনো দেখেনি। বরাবরের মতোই বর্ণনাগুলো খুব ভালো লাগছে এবং শেষ পর্যন্ত অবশ্যই দেখে যাব।

দাদা আপনি সত্যি খুব সুন্দর সুন্দর পোস্ট করেন। আপনার থেকে আমরা অনেক কিছু শিখতে পারলাম। আমার পক্ষ থেকে বৌদিকে জন্মদিনের শুভেচ্ছা রইল। দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

দাদা কত গুলা এপিসোড, যতই দেখছি ততই ভালো লাগছে। টাইগার,রেড ফক্স, হাতি, ভারতীয় গন্ডার, মাউস ডিয়ার সবগুলোই মনে হচ্ছে জীবন্ত।দাদা আপনি কেমনে এতগুলো ছবি তুলেছেন? দাদা বলতেই হয়,আপনার অনেক ধৈর্য।

সুন্দর পর্বে থাকতে পেরে ভালোই লাগছে । বৌদির জন্য জন্মদিনের শুভেচ্ছা রইল। ভালোবাসা অবিরাম ❤☺🙏🎂

Greet post

Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Please consider to approve our witness 👇

Come and visit Italy Community

প্রথমেই বৌদির জন্য জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। দোয়া করি, বৌদি যেন পরিবারের সবাইকে নিয়ে সারাজীবন সুখে ও আনন্দে থাকে জীবনের প্রতিটি দিন। দাদা আজকের পর্বে স্টাফ করা সবগুলো প্রাণীদেহে দেখতে খুবই সুন্দর এবং আকর্ষণীয়। আপনি যে আজ এত ব্যস্ততার মাঝেও আমাদের জন্য সময় বের করে এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন তার জন্য অনেক ধন্যবাদ দাদা আপনাকে। শুভকামনা রইল আপনার জন্য।

প্রথমেই আমাদের প্রিয় বৌদিকে জানাই শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।🎂🎂বৌদির আগামীদিনের পথচলা সুন্দর ও হাসিময় হয়ে উঠুক এই কামনাই রইলো। আজকের প্রতিটি জীবজন্তুর ছবি দেখে বেশ উপভোগ করলাম দাদা।কত যত্নশীলভাবে রাখা হয়েছে প্রাণীগুলোকে,চমৎকার ও আকর্ষণীয়ভাবে।এছাড়া দাদা আপনার ও আপনার পরিবারের জন্য অনেক অনেক শুভকামনা রইলো মন থেকে।

শ্রদ্ধেয় দাদা আশা করি ভাল আছেন? প্রিয় বৌদিকে আমার পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা জানাবেন দয়া করে। বৌদির আগামী দিনগুলো আনন্দে সুখে শান্তিতে কাটুক। আপনার পোষ্টের মাধ্যমে অনেক প্রজাতির প্রাণীর দেখার এবং তাদের সম্পর্কে জানার সুযোগ হলো। যতই আপনার পোস্ট গুলো দেখে ততো আমার কাছে ভালো লাগতেছে। এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই।

দাদা ফটোগ্রাফি গুলো জাস্ট অসাধারণ হয়েছে।

নতুন নতুন তথ্য পাওয়া যায় আপনার পোস্ট গুলোর মধ্যে। আপনার ও আপনার পরিবারের সকলের জন্য অনেক সময় শুভকামনা রইল ❣️❣️

প্রথমেই বৌদির জন্মদিনের শুভেচ্ছা রইল, এই দিনটি বৌদির জীবনে বারবার ফিরে আসুক। আজকে আপনি অনেক ব্যস্ততার মধ্য দিয়েও খুবই সুন্দর এই পোস্টটি করেছেন। আসলে আপনার পোস্টের মাধ্যমে এই ফটোগ্রাফি গুলো দেখতে পেয়ে আমার খুবই ভালো লাগছে। খুবই সুন্দরভাবে ধাপে ধাপে আমাদের মাঝে জাদুঘরের সকল ফটোগ্রাফি দেখার সুযোগ করে দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।

আমি সর্বপ্রথম তনুজা বৌদিকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি তনুজা বৌদির এই বিশেষ দিনে পরিবারের সকলে মিলে অনেক সুন্দর সময় কাটাবেন। আপনি আপনার এতো ব্যস্ততার মাঝেও মিউজিয়ামের ভেতরের বিভিন্ন প্রাণীদের স্টাফ করা দেহের ফটোগ্রাফস আমাদের মাঝে শেয়ার করেছেন এটা দেখে ভালো লাগলো দাদা। আপনার এই ফটোগ্রাফস গুলো দেখে অনেক প্রাণী সম্পর্কে জানতে পারলাম। দাদা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দারুন কিছু ফটোগ্রাফস শেয়ার করার জন্য।

🎉🎀প্রথমেই তনুজা বৌদিকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। এবং দোয়াকরি এই দিনটা যেন তার জীবনে শতবার আসে।🎉🎊

আপনার আজকে শেয়ার করা প্রাণীদেহের ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল। বিশেষ করে বেঙ্গল টাইগারের গায়ের সাদা লোম টা বেশ আশ্চর্য হয়েছিলাম। পড়ে কারণটা জানতে পারলাম।

এবং শিয়াল বনরুই সজারু গন্ডার ভারতীয় হাতি এগুলো জাস্ট অসাধারণ ছিল👌👌👌

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Excellent

দাদা আপনার প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ লাগলো প্রতিটি পোস্টের। তবে আজকে যে যে প্রাণী গুলো দেখলাম তার মধ্যে অনেক গুলোই চিনি কিন্তু নাম জানিনা। আজ অনেক কিছুই জানা হলো। প্রতিটা পোস্ট এই জ্ঞান অর্জন করার মতো ছিল। ধন্যবাদ দাদা।

প্রথমত দাদাভাই যেহেতু আজকে আপনাদের পরিবারের আজকে বিশেষ একটি দিন। তাই আগে ওইটা নিয়েই বলি। আমার পক্ষ থেকে তনুজা বৌদির জন্য জন্মদিনের অনেক শুভেচ্ছা রইল। সব সময় তার এবং আপনাদের সুস্থতা কামনা করি।
দাদা এই ভ্রমণ পর্ব গুলো যতই দেখি ততই ভালো লাগে। প্রতিটি ভ্রমণ পর্ব নতুন নতুন জিনিস দেখে এবং নতুনত্ব সব কিছু শিখতে পারি।আর আমাকে সবচেয়ে আকর্ষণ করে এই ব্যাপারটা যে সবকিছু অনেক বাস্তবিক মনে হয়। ধন্যবাদ দাদা আমাদেরকে ভারতের জাদুঘর ভ্রমণ উপভোগ করার জন্য আপনার ভ্রমণ পর্ব গুলোর মাধ্যমে। অনেক কৃতজ্ঞ থাকব এজন্য।আপনার জন্য অনেক ভালোবাসা ও শুভকামনা রইল।

প্রথমেই জানাই আমাদের সবার প্রিয় তনুজা বৌদিকে জন্মদিনের প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। বৌদি এবং আপনি পাশাপাশি থেকে বাকি জীবনটা খুব ভালো ভাবে পার করে দেন এই প্রার্থনা করি। আর ইন্ডিয়ান মিউজিয়াম সম্পর্কে কি বলবো দাদা আপনি তো আমাদের পুরো ইন্ডিয়ান মিউজিয়াম সঙ্গে খুব ভালভাবে পরিচয় করিয়ে দিচ্ছেন। বাড়ি থেকে আমরা ইন্ডিয়ান মিউজিয়াম টা খুব ভালোভাবেই উপভোগ করতে পারছি। আপনি এত ব্যস্ততার মাঝেও এত সুন্দর করে আমাদের মাঝে ইন্ডিয়ান মিউজিয়াম এর চিত্র গুলো তুলে ধরতেছেন। অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা দাদা আপনার আগামীর জন্য।

এই পর্বে বিভিন্ন জীবজন্তুর ছবি আমাদের সাথে শেয়ার করেছেন। তবে রেড ফক্স দেখে লাজুক খ্যাকের কথা মনে পড়ে গেল।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা এতো সুন্দর দৃশ্য গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

সাদা রয়েল বেঙ্গল টাইগার এই প্রথম দেখলাম। আর এই রোগের ব্যাপারেও ঠিক জানা ছিলো না।
দাদা আপনার এই সিরিজ এর কারণে অনেক কিছু দেখতে পেলাম।তবে বৌদির জন্য করা আয়োজনের এক ঝলক দেখতে চাই দাদা।

তনুজার জন্মদিন আজকে । বাড়িতে একটা ছোটোখাটো ঘরোয়া পার্টি আছে আজকে রাতে।

আজ আমাদের সকলের প্রিয় তনুজা বৌদির জন্মদিন। তাই আমরা সকলে অনেক খুশি। এই মানুষটি আজকের এই দিনে পৃথিবীতে এসেছিলেন। আপনি বৌদির জন্মদিন উপলক্ষে ঘরোয়া পার্টির আয়োজন করেছেন এটা জেনে ভালো লাগলো দাদা। বৌদিকে জানাচ্ছি জন্মদিনের শুভেচ্ছা। এছাড়া দাদা আজকে আপনি যে ফটোগ্রাফিগুলো শেয়ার করেছেন সেগুলো খুবই আকর্ষণীয়। বিলুপ্তপ্রায় বিভিন্ন প্রাণীর স্টাফ করা দেহের ফটোগ্রাফিগুলো অনেক সুন্দর ভাবে তুলে ধরেছেন দাদা। দাদা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা রইলো আপনার জন্য।

সিরিজ গুলো এভাবে দেখতে ভালোই লাগছে সাথে অনেক কিছু জানতে পারতেছি বটে। ধন্যবাদ দাদা আপনাকে।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

দাদা, আজকের ফটোগ্রাফিগুলোও বরাবরের মতো অনেক সুন্দর ছিলো। প্রতিটি ছবি খুব ভালো লাগছে। বিশেষ করে ছবির সাথে তথ্যগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যা আপনার প্রতিটি পোস্টে বিদ্যমান। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইলো।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

That's really awesome

ভ্রমণ -পর্ব ১৫ এর প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। দেখতে দেখতে আপনার ভ্রমণ পর্ব 15 পর্যন্ত দেখলাম। আপনি খুবই চমৎকার ভাবে ভ্রমন কাহিনী গুলো উপস্থাপন করেছেন। সেই সাথে এত চমৎকার চমৎকার ফটোগ্রাফি আমাদেরকে দেখার সুযোগ করে দিয়েছেন এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা♥♥

দাদা প্রথমে নমস্কার নেবেন আর তনুজা বৌদির জন্মদিনের অনেক শুভেচ্ছা রইল।অন্য দিনের ন্যায় আজকের ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিলে ।অনেক ধন্যবাদ, এতে সুন্দর পোস্ট শেয়ার করার জন্য ।

বৌদিকে জন্মদিনের শুভেচ্ছা দাদা
আজকের পর্বটিও বেশ ইনফরমেটিভ ছিল। albino সম্পর্কে জানা ছিল না আগে। শুধু দেখতাম বাঘরে শরীর দাদা। তাইতো রয়েল বেঙ্গল টাইগারের শরীরের মাঝে সাদা সাদা ভাজ করা অংশ দেখা যায়।

দাদা আপনার পোস্টের মাধ্যমে আমরা অনেক অজানা তথ্য পাই যা দেখে এবং জেনে খুব ভালো লাগে।

অত্যন্ত চমৎকার সব ছবি শেয়ার করেছেন ভাইয়া আজকে। গন্ডারের স্টাফটি খুবই ভালো লাগছে দেখতে। একেবারে নিখুঁতভাবে প্রতিটি ডিটেলস সহকারে তৈরি করা হয়েছে এই স্টাফটি। আবারও আমাদের মাঝে চমতকার মিউজিয়ামের ছবি গুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া। শুভেচ্ছা ও শুভকামনা রইল আপনার এবং আপনার পরিবারের জন্য।

সোয়াম্প ডিয়ারের ছবি দেখে মনে হলো ঘরে টানিয়ে রাখতে পারলে ভালো হতো। স্টাফ রয়েল বেঙ্গল টাইগারও দারুণ। বৌদির জন্মদিন উদযাপন স্মরনীয় হয়ে থাক। শুভেচ্ছা দু'জনের জন্যই।

গন্ডার বাস্তবিকভাবে অনেক সাহসী ও শক্তিশালী। মিনিয়েচার এর মাধ্যমে অনেক প্রাণির প্রকৃত প্রতিচ্ছবি নির্ধারণ করে রাখা হয়েছে যা পরবর্তী প্রজন্মের জন্য ইতিহাস হয়ে অনেকদিন থেকে যাবে কারণ অনেক প্রাণীকেই আমরা দেখছি বিলুপ্ত হয়ে যাচ্ছে।

Wow, that's cool
Will definitely like to check in a India museum 🖼️

বৌদিকে,শুভ জন্মদিনের শুভেচ্ছা।এতো ব্যস্ততম দিনেও আমাদের সাথে ইন্ডিয়ান মিউজিয়ামের ভ্রমণ নিয়ে, মাংসাশী শিকারী প্রানী এবং নিরীহ কিছু প্রাণীর সুন্দর ফটোগ্রাফি উপহার দিয়েছেন,তার জন্য ধন্যবাদ।অন্যান্য প্রাণীগুলোর সাথে বিশেষকরে,শজারু,ভারতীয় হাতি,রেড ফক্স,শিয়াল,রয়েল বেঙ্গল টাইগারের ছবি ছিলো মনজুড়ানোর মতো।আপনিসহ আপনার পরিবারের জন্য, আজকের এই বিশেষ দিনে হৃদয় নিঙরানো ভালবাসা ও শুভকামনা রইলো।ভালো থাকুক,পৃথিবীর সকল ভালো মানুষেরা।