ভালোবাসা (LOVE)

in hive-129948 •  3 years ago 

love
image source & credit: copyright & royalty free PIXABAY


ভালোবাসা কি ?
শুধুই কি একটি অনুভূতি ?
নাকি আরো কিছু ?

হাজার প্রিয় মানুষের ভীড়ে
যখন তুমি অনুভব করবে শূন্যতা
কারো বিহনে,
জানবে তার নামই ভালোবাসা ।

শত মন খারাপের মাঝে
যার কণ্ঠস্বর, একটি রাঙা গোলাপ
তোমাকে অপার আনন্দ দেবে,
জানবে সেটিই ভালোবাসা ।

খুশির দিনে যাকে সর্বপ্রথম
খুশির ভাগ দিতে মন ব্যাকুল হবে,
জানবে সেই ব্যাকুলতাই ভালোবাসা ।

কাজের চাপে কোনো পুরুষ যদি
তোমায় সময় দিতে অপারগ হয়;
তবে এর মানে এই নয় যে
সে তোমাকে ভালোবাসে না ।

তোমাকে সুখী করতেই নিরন্তর
সে নিজেকে সপেঁছে কর্মব্যস্ত জীবনের যাঁতাকলে,
শুধু তোমাকেই ভালোবেসে,
শুধু তোমারই জন্য ।

যে নারী সবার সমানে তোমাকে
করে প্রত্যাখ্যান, এর মানে এই নয় যে
সে ভালোবাসে না তোমায় ।

নারী জীবন পুরুষের মতো নয়,
পরিস্থিতির কাছে সে আসলেই অসহায় ।
প্রকাশ্যে প্রত্যাখ্যান করলেও জানবে
সে আসলে শুধু তোমাকেই চায় ।

যে পুরুষ চোখের জল লুকিয়ে
শুধু হাসিই উপহার দেয়,
বুঝবে সে আসলেই তোমাকে ভালোবাসে ।

যে নারী তার অন্তরের ব্যাথা তোমাকে দেখাবে,
বুঝবে সে তোমাকেই শুধু ভালোবাসে,
আর কাউকে নয় ।

কেননা নারী হৃদয়ের গোপন কান্না
শুধু নিজ হৃদয়ের সাথেই শেয়ার করে
আর তুমি তার সেই হৃদয়টাই ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

যে পুরুষ চোখের জল লুকিয়ে
শুধু হাসিই উপহার দেয়,
বুঝবে সে আসলেই তোমাকে ভালোবাসে ।

কেননা নারী হৃদয়ের গোপন কান্না
শুধু নিজ হৃদয়ের সাথেই শেয়ার করে
আর তুমি তার সেই হৃদয়টাই ।

ভালোবাসা এমন একটি শব্দ যেটি গুণগতভাবে পরিমাপের আওতায় নিয়ে আসা যায় না কিন্তু খুব ভালোভাবে অনুভব করা যায়। ব্যাকুলতা এবং ভালোবাসার মানুষের জন্য ভালো কিছু করার চেয়ে প্রত্যয় তা দিয়েই আমরা বুঝতে পারি ভালবাসার গভীরতা। অনেক ভালো লেগেছে কবিতাখানি। এরকম কবিতা আরো ভবিষ্যতে দেখতে চাই যা জীবনের উপলব্ধি এবং জীবনকথা কে ফুটিয়ে তোলে। ধন্যবাদ।

জাস্ট অসাধারণ দাদা, আপনি ভালোবাসা নিয়ে অনেক সুন্দর একটি প্রবন্ধ আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনি অনেক রকম ভাবে আমাদের বুঝিয়েছেন ভালোবাসা কি...!! আসলে আমার কাছে মনে হয় ভালোবাসা টা হচ্ছে এক এক জনের কাছে এক এক রকম। তবে আমার কাছে ভালোবাসা মানে কি..!এর দুইটি ব্যাখ্যা আছে, এক নম্বর ব্যাখ্যা হলো ভালোবাসা মানে অনেক দূর থেকে তাকে দেখে মনের মধ্যে প্রশান্তি অনুভব করা। আর একরকম হচ্ছে তাকে পাবোনা জেনেও মন প্রাণ দিয়ে ভালোবেসে যাওয়া।

ভালোবাসার মধ্যে কোনো সীমা-পরিসীমা থাকে না, ভালোবাসা সকল কিছুর ঊর্ধ্বে। 💔পৃথিবীতে আর এক প্রকার ভালোবাসা থেকে যায় সেটা হচ্ছে, আমি যাকে ভালোবাসি অর্থাৎ অপর পাশের মানুষটার কাছ থেকে কোন কিছু আশা না করা 🤟হোক সেটা ভালোবাসা বা অন্যকিছু😍 এটাই আমার কাছে ভালোবাসার মানে💔💔

দাদা আপনি অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন। আসলেই ভালোবাসা কি এখন হয়তোবা মানুষ বুঝে উঠতে পারেনি। ভালোবাসা একটি অফুরন্ত জায়গা এই কথাটি বেশ সুন্দর হবে কবিতার মাঝে উপস্থাপন করেছেন। এই কবিতার মাঝে চারটি চরণ আমাকে সব থেকে বেশি ভালো লেগেছে।

নারীর জীবনে পুরুষের মতো নয়, পরিস্থিতির কাছে আসলেই সে অসহায়। প্রকাশে প্রত্যাখ্যান করলে জানবে, সে আসলে শুধু তোমাকে চায়।

অসাধারণ হয়েছে দাদা আপনার কবিতাটি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

আপনার কবিতায় সব সময় ভালো হয় আর এই কবিতাটি ও তার ব্যতিক্রম নয় ।কবিতাটি সত্যিই চমৎকার হয়েছে। ভালোবাসা নিয়ে আপনার অনুভুতি যেভাবে ব্যক্ত করেছেন এককথায় বলতে গেলে মন ছুঁয়ে গেছে। হাজারো মানুষের ভিড়ে শূন্যতা অনুভব করা যায় যদি সত্যিই কাউকে ভালোবাসা যায়। এই লাইনটি আমার সবচাইতে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর কবিতাটি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

যে পুরুষ চোখের জল লুকিয়ে
শুধু হাসিই উপহার দেয়,
বুঝবে সে আসলেই তোমাকে ভালোবাসে ।

আমার জীবনের সাথে এই লাইনগুলো হুবহু মিলে গেছে। জীবনের অনেক কষ্ট আমি একা সামলিয়েছি, কাউকে বুঝতে দেইনি। আমার হাসির মাঝে সত্যিই কষ্ট আড়ালে পরে গিয়েছিল। পরিবারের প্রতিটি সদস্যকে আগলে রাখছি সীমাহীন কষ্টের পাহাড়ের আড়াল থেকে। তবুও বলি ভালো থাকুক প্রিয় জনেরা আর কষ্ট পুষে থাক হৃদয়ে।

নারী জীবন পুরুষের মতো নয়,
পরিস্থিতির কাছে সে আসলেই অসহায় ।
প্রকাশ্যে প্রত্যাখ্যান করলেও জানবে
সে আসলে শুধু তোমাকেই চায় ।

এই লাইনটা দাদা অসম্ভব সুন্দর। আপনার কবিতা লেখার স্কিল প্রশংসা করলেও কম হয়ে যাবে। প্রতিটা লাইন মন ছুঁয়ে গেছে। সত্যি দাদা আপনি অলরাউন্ডার আপনার যেমন তো কবিতা তেমন সুন্দর ছবি তুলতে পারেন।

Love
(L--Long-lasting দীর্ঘস্থায়ী।
O -- Originalমূল্য।
V -- Valuable মূল্যবান।
E -- Emotions আবেগ ।)

এই ভালোবাসা দীর্ঘস্থায়ী হবে যাতে মূল্য দিতে হবে যাতে ভালোবাসা মূল্যবান হয় এবং আবেগে এ ভরপুর হয়ে থাকে ।ভালোবাসা এমন যখন প্রিয় মানুষ দূরে যায় তখন হা হাকার হয় অন্তর মনে হয় কি যেন নেই কাছে ।

শত মন খারাপের মাঝেযার কণ্ঠস্বর,একটি রাঙা গোলাপ তোমাকে অপারআনন্দ দেবে,জানবে সেটিই ভালোবাসা ।

আসোলেই দাদা এটাই ভালোবাসা যে শত মন খারাপের মধ্যেও বুজে নেয় ।আপনার লেখনি পরে এতোভালো লাগলো যে কি বলবো ।প্রতিটি চরনে মনে হলো ভালোবাসার ছোয়া লেগে আছে ।ধন্যবাদ ও দোয়া রইলো এমন সুন্দর কবিতা শেয়ার করার জন্য শত ব্যস্তোতার মধ্যেও ।

সবগুলো লাইনই হৃদয় ছুয়ে যাওয়ার মত!অনেক সুন্দর ভাবে নারী ও পুরুষের প্রকৃত ভালোবাসা আমাদের সামনে ফুটিয়ে তুলেছেন।

হাজার প্রিয় মানুষের ভীড়ে
যখন তুমি অনুভব করবে শূন্যতা
কারো বিহনে,
জানবে তার নামই ভালোবাসা ।

একদম খাঁটি কথা, হাজারো প্রিয় মানুষের মাঝে যদি কারো জন্য শূন্যতা অনুভূত হয়, তাহলে সেটি ভালোবাসা না হয়ে আর কি হতে পারে?

নারী জীবন পুরুষের মতো নয়,
পরিস্থিতির কাছে সে আসলেই অসহায়

প্রতি মানুষই কোনো না কোনো সময়ে অসহায়। মেয়েরা বাড়ির মানুষের কাছে অসহায় আর ছেলেরা নিজেদের দায়িত্ব বোধের ক্ষেত্রে।

দাদা প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই এই কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য

নারী জীবন পুরুষের মতো নয়,
পরিস্থিতির কাছে সে আসলেই অসহায় ।
প্রকাশ্যে প্রত্যাখ্যান করলেও জানবে
সে আসলে শুধু তোমাকেই চায় ।

দাদা আপনার এই লাইনগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। মনে হচ্ছে যেন আমাদের বাস্তব জীবনের অনেকটাই এখানে ফুটে উঠেছে। আসলে এখনকার নারীরা পরিস্থিতির কাছে অনেকটাই অসহায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা এত সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

একজন মানুষকে ভালবাসার জন্য এটি ক্রমাগত প্রকাশ করার প্রয়োজন হয় না এবং আমি মনে করি যে সত্যিকারের ভালবাসা হল যখন একজন ব্যক্তি অন্যকে রক্ষা করে, যতক্ষণ না সেই ভালবাসা প্রতিদান হয় ততক্ষণ সে তার পাশে থাকার জন্য কিছু করবে।

ভালবাসা এমন একটি অনুভূতি যার অনেক বর্ণনা, সংবেদন এবং আবেগ রয়েছে, আমরা সবাই একইভাবে ভালবাসি না যা আমাদের অনন্য করে তোলে।

ভালোবাসা টাকা দিয়ে কেনা হয় না, ভালোবাসা অর্জিত হয় অঙ্গভঙ্গি, মনোযোগ, বোঝাপড়া দিয়ে। একজন পুরুষকে সচেতন হতে হবে একজন মহিলা কী পছন্দ করে এবং কী পছন্দ করে না। ছোট বিবরণ অনেকের জন্য গণনা করে।

দাদা আপনি কবিতার মাধ্যমে ভালবাসার সংগা টি দিয়েছেন দারুন। তবে সত্যিকারের ভালবাসা কিন্তু দাদা শুধু মা আর বাবার কাছ থেকেই পাওয়া যায়। এছাড়া সব ভালবাসার মধ্যে একটু হলেও গিভ এন্ড টেইক পলিসি বিদ্যমান ।এটা আমার মতামত। হাজারো মানুষের ভীরে শুধু একজনের কথাই বার বার মনে পড়ার নাম ভালবাসা। কথাটি ১০০% সত্যি কিন্তু এই ইট কাঠ পাথরের শহরে ভালবাসা নামক শব্দটি যেন একটি ঘাসের উপর এক ফোটা শিশির বিন্দুর মত। যাই হোক দাদা সুন্দর লিখেছেন । ধন্যবাদ।

দাদা আপনার লেখা কবিতাটা অনেক সুন্দর ছিল। ভালোবাসার মানুষের জন্য অনুভূতি গুলো খুব সুন্দর ভাবে আপনার কবিতায় ফুটিয়ে তুলেছেন। আসলে বর্তমানে আমরা ভালোবাসা বলতে শুধু সারাদিন কাছে থাকা কিংবা প্রকাশ করা ভালোবাসাগুলো কেউ বুঝি।ভালোবাসা না বলেও ভালোবাসার মর্ম বোঝানো সম্ভব। সব মিলে আপনার কবিতাটি আমার কাছে অনেক ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।

নিজের কাছ থেকে দূরে থাকা মানুষটিকেও মিস করার নাম হলো ভালোবাসা। কল্পনায় প্রিয় মানুষের সঙ্গে কাটানো স্মৃতিগুলো চোখের সামনে ভেসে ওটার নাম হলো ভালোবাসা। ভালোবাসার মানুষ কর্মব্যস্ত তার মানে এই নয় যে, সে আপনাকে ভুলে গেছে। বরং আপনার সুখের জন্য কাজ করে যাচ্ছে। ভালোবাসা বিষয়টিকে খুব সুন্দর ভাবে আপনার কবিতায় ফুটিয়ে তুলেছেন। কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো। এত সুন্দর একটি কবিতা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।

হাজার প্রিয় মানুষের ভীড়ে
যখন তুমি অনুভব করবে শূন্যতা
কারো বিহনে,
জানবে তার নামই ভালোবাসা

দাদা আপনি এত সুন্দর ভাবে কবিতা লেখেন মনের প্রতিটি কথা ফুটে উঠে। আপনার কবিতাটি অত্যান্ত দুর্দান্ত হয়েছে, যার তুলনা হয় না। কবিতার প্রতিটি লাইনে অনেক অর্থ লুকিয়ে আছে। যা বাস্তবতার সাথে অনেকটাই মিল। কবিতাটি আমার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। যতবার পড়ছি শেষে আবার পড়তে মন চায়। এত সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি ।ভালো থাকবেন দাদা।

সবটা পড়ে খুব পরিচিত লাগছে, নিজের আত্মার সাথে এই সব লাইন গুলোই যেন মিলিত।

যা করে এসেছি এত দিন, আর যেভাবে আমি আমার ভালোবাসা কে পেয়ে এসেছি। পুরোটাই যেন আপনি এক নাগাড়ে লিখে গেলেন।

মাঝে মাঝে ব্যাপার টা বড়ই অদ্ভুত লাগে, এই যে ধরুন

সব কিছুর মধ্যে , এত ব্যস্ততার মধ্যেও হুট করে একটা মানুষের কথা মনে পড়া, না চাইতেও ভেতর থেকেই হুট করে ছোট্ট কোনো ঝলক সামনে আসে যখন, তখন কেমন লাগে?
নিজেকে একটা পাগল মনে হয়।

সব শেষে কাজ শেষে, রাত্রির বেড়া জালে যাওয়ার জন্য যখন প্রস্তুত আমি, তখন সেই মানুষটির একটু নিশ্বাস শুনতে ইচ্ছা করে, মনে হয় পাখি যেমন বাসায় ফেরে, আমিও আমার ঘরে ফিরলাম। আমার ভালবাসা প্রত্যক্ষ দৃষ্টিতে বহুদূরে অবস্থিত। স্পর্শ নেই।

কিন্তু তবুও তাকে সবচেয়ে কাছে লাগে কেন, আমি মনে মনে এটাই ভাবি যে এটাই হয়তো ভালোবাসা,

ভালবাসা শুধুই একটি অনুভূতি একদমই নয়, এর সংজ্ঞা দেওয়াটাই যেন ভালোবাসা, সহজ হয়েও খুব জটিল, জটিল হয়েও সহজ।

কবিতার লাইন গুলো পড়েও মানুষ বুঝবে না ভালোবাসা কী,,, যতক্ষণ না সেই বেদনা ,সেই আবেগ, সেই অভিমান, সেই যন্ত্রণা এবং সেই পাগলামি জীবনে না ধরা দেয়,
যার জীবনে ভালোবাসা আছে এবং তা একেবারেই এ যুগের ছেলে খেলার মত নয় , পুরোপুরি সচ্ছ কিছু, তার উচিত সেটা আগলে রাখা, কারণ সত্যিই এই জগতে সেরকম কিছু পাওয়া যেন ভগবানের দেওয়া একটা বড় উপহার।

আপনি যা বলেছেন, প্রতিটি লাইন সত্য। অনেক ভালো লাগলো যে আপনি এত বাস্তবভিত্তিক হয়ে ,আজকের সমাজ কে এই জিনিস গুলো চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিতে চেয়েছেন।

এই সমাজে সত্যিই ভালোবাসার বড়ই অভাব।

অসাধারণ কবিতার লেখনী।দাদা,আপনার প্রত্যেকটি কবিতা ভিন্ন ভিন্ন ধরনের হয় এবং ভিন্ন আঙ্গিকে ভিন্ন বিষয়ের ইঙ্গিত দেয়।তার মধ্যে লুকিয়ে থাকে বাস্তবতা,গভীরতা ও পরম ভালোবাসা।যেমনটি এই কবিতায় ভালোবাসার মাঝে হাজারো লুকায়িত কথা ফুটে উঠেছে।নারী ও পুরুষ উভয়ের মধ্যে ভালোবাসার মেলবন্ধন সৃষ্টি হয়।তাতে থাকে হাসি ,কান্না,ব্যাথা ,আনন্দঘন মুহূর্ত ,বেদনা ,শূন্যতা ইত্যাদি বিষয়।যার মন একে অপরের দুঃখে কেঁদে ওঠে এবং একজনের অনুপস্থিতিতে শুন্যতা অনুভব হয় তার নামই ভালোবাসা কবি এখানে বুঝিয়েছেন।আর এটি শুধুমাত্র পরস্পরের গভীর ভালোবাসার দ্বারাই সম্ভব।ধন্যবাদ দাদা।

দাদা আপনি অনেক সুন্দর ভালোবাসার উপর একটা কবিতা আলোকপাত করেছেন। নিজের লেখার মধ্যে অনেক সুন্দর লিখেছেন দাদা। আসলেই ভালোবাসা মানেই জীবনের নতুন জীবন পাওয়া। দাদা সত্যি সত্যি মনে হচ্ছে আপনি একজন ভালোবাসা প্রেমিক। ধন্যবাদ দাদা সুন্দর একটা কবিতা আমাদের উপহার দেওয়ার জন্য। শুভেচ্ছা ও ভালোবাসা রইলো অবিরাম।

দাদা আসলে আপনি সুপারহিরো। আপনি যে কাজটা করেন সেই কাজটাই একদম দেখার মত। আপনি খুবই সুন্দর ভাবে আজকে এই কবিতাটি লিখেছেন। ভালোবাসা নিয়ে কবিতাটি খুবি সুন্দর ভাবে আমাদের উপহার দিয়েছেন। খুবই সুন্দর ভাবে আপনি ভালোবাসা কি এবং ভালোবাসার সম্পর্ক কি তা এই কবিতাটি আমাদের মধ্যে উপহার দিলেন। দাদা সত্যিই আপনার প্রশংসা না করে পারছি না। আমার খুবই ভালো লেগেছে কবিতাটি। আপনি প্রত্যেকটা কাজ খুবই সুন্দর ভাবে করেন। আপনার জন্য রইল অনেক ভালোবাসা। যে পুরুষ চোখের জল লুকিয়ে শুধু হাসি দেয় সে তোমাকে প্রকৃত ভালোবাসে এই কথাটি আমার খুবই ভালো লেগেছে এই কথাটি একদম সত্যি দাদা।

দাদা আপনার কবিতাগুলো আমার সব সময় খুব ভালো লাগে। আর ভালোলাগার কারণ হচ্ছে আপনি খুব ছন্দ মিলিয়ে খুব গুরুত্বপূর্ণ একটি মানে রাখেন কবিতার মধ্যে। যা সব সময় খুব ভালো লাগার।কিছু লাইন একটু বেশীই ভালো লেগেছে। কারণ কবিতাটি হলো ভালোবাসা নিয়ে। আর যে কয়েকটি লাইন আমার কাছে ভালো লেগেছে, ওই লাইনগুলো হলো- এই যে নারীরা অবশ্যই সবাইকে নিজের মনের কথা বলে না। তাকেই বলে যাকে সে সত্যিকারে ভালোবাসে। ব্যপারগুলো আপনি খুব সুন্দর ভাবে বুঝতে পারেন এবং গুছিয়ে লিখেছেন। সত্যি দারুন লেগেছে।

দাদা আপনার কবিতাটি অসাধারণ হয়েছে কবিতার প্রতিটি লাইনের মধ্যে অনেক সুন্দর মাধুর্য দেখতে পাচ্ছি। আপনার কবিতাটি আমার ভীষণ ভালো লেগেছে আপনার কবিতাগুলো বরাবরই খুবই চমৎকার হয়ে থাকে। এরকম কবিতা আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।🤗🤗🤗

দাদা আপনার কবিতাটি আমার খুবই ভালো লেগেছে। আপনি খুবই সুন্দর ভাবে ভালোবাসা সম্পর্কে কবিতাটি লিখেছেন। আপনি সত্যিই অসাধারণ কবিতা লেখেন। আমার খুবই ভালো লেগেছে। আপনার কবিতাটির মধ্যে যে পুরুষ কাজের চাপে তোমাকে সময় দিতে পারে না ভেবে নিও না যে সে তোমাকে ভালোবাসে না। এই কথাটি একদম সত্যি।এত সুন্দর কবিতা আমাদের উপহার দেওয়া জন্য আপনার ধন্যবাদ।

দাদা আপনার প্রশংসা কিভাবে করব বুঝতে পারছি না। আপনি খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন, এই কবিতাটি যতবার পড়েছি ততবারই ভালো লেগেছে। আমি অনেকবার আপনার কবিতাটি পড়লাম। আপনি খুবই সুন্দর ভাবে ভালোবাসা নিয়ে কবিতাটি প্রকাশ করেছেন। ভালোবাসার সকল দিক এই কবিতাটির মধ্যে রয়েছে। আসলে নারীরা তাদের হৃদয়ের গোপন কান্না কাউকে বুঝতে দেয় না। আর পুরুষেরা শত ব্যস্ততার মধ্যেও সময় যদি না দিতে পারে তাহলে ভালোবাসা ফুরিয়ে যায় না। আপনি খুবই সুন্দর ভাবে এই ভালবাসার প্রকাশ করেছেন কবিতাটির মাধ্যমে। আপনার জন্য শুভকামনা রইল।

দাদা, নারী পুরুষ উভয়ের নিয়ে সে ভালোবাসার মেলবন্ধনে আপনার কবিতাটি অনবদ্য হয়ে ফুটে উঠেছে। ভালোবাসার অনেক বাস্তবতা তুলে ধরেছেন। নারী পুরুষের উভয়ের গভীরতম অনুভূতি অনেক সুন্দর ভাবে কবিতায় তুলে ধরে দুই জনের বোঝা পড়ার মধ্যে ভালোবাসা আরও অটল হয় দারুন ভাবে রচনা করেছেন ।অনেক শুভেচ্ছা নিবেন দাদা

আসলে দাদা আপনি ভালোবাসা নিয়ে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। এই কবিতাটির মধ্যে ভালবাসার সকল দিক রয়েছে। আসলেই যে নারী সবার মাঝে প্রত্যাখ্যান করে সে যে ভালোবাসে না এটা ঠিক না। সে মন থেকে প্রত্যাখ্যান করে না। এটা আমি বাস্তব প্রমাণিত। আপনি খুবই সুন্দর ভাবে এই কবিতাটি লিখেছেন। আপনার এই কবিতার লাইন সাথে আমার মিলে গেছে। আপনার কবিতাটি আমার খুবই ভালো লেগেছে। আপনার জন্য শুভকামনা রইল।

নারী জীবন পুরুষের মতো নয়,
পরিস্থিতির কাছে সে আসলেই অসহায় ।
প্রকাশ্যে প্রত্যাখ্যান করলেও জানবে
সে আসলে শুধু তোমাকেই চায় ।

একদম দাদা, বেশ চমৎকারভাবে হৃদয়ের কথা ফুটিয়ে তুলেছেন আপনি, ভালো লাগলো আজকের কবিতাটি, ভিন্ন অনুভূতির ছোঁয়া পেলাম আজ।

ভালোবাসা মানে আমার কাছে অনেক কিছু
হয়তো থাকে পাওয়া-না পাওয়ার ছোট অভিযোগ
সমীকরণ হতে পারে অন্ধকারাচ্ছন্ন,
কিন্তু হৃদয়ের আবেগ, বিশ্বাসের স্তর,
থাকে সর্বদা সেথায় অবিচল।

প্রত্যেকটা কথাই চরম সত্য। কিন্তু সবাই এটা বুঝতে চায় না।

খুশির দিনে যাকে সর্বপ্রথম
খুশির ভাগ দিতে মন ব্যাকুল হবে,
জানবে সেই ব্যাকুলতাই ভালোবাসা

খুবই চমৎকার উপলব্ধি দাদা। খুব ভালো লিখেছেন। ধন্যবাদ দাদা।

দাদা আপনার কবিতা পড়ার পর কয়েক মিনিটের জন্য ভাবের সাগরে বয়ে গিয়েছিলাম। দাদা আমার কবিতার প্রতিটি লাইন আমার হৃদয়কে স্পর্শ করে গেছে।
"ছন্দ মিলিয়ে এত গভীর অর্থ রেখে যেভাবে আপনি তুলে ধরলেন ভালোবাসার কবিতা,
ভালোবাসার এ কবিতা শুনে প্রেমে পড়ে যাবে যেকোনো ললিতা।"
আমি আপনার কবিতা যত পড়ি তত বেশি আবেগে জড়িয়ে পড়ি। কবিতাটার চরণ গুলো যেকোনো কাউকে সরল অর্থে ভালোবাসার অর্থ ও মর্ম বুঝে দিতে পারে। দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা এত ব্যস্ততার মধ্যেও আমাদের সাথে শেয়ার করার জন্য।

দাদা আপনার কবিতার কোনো তুলনা হয়না , প্রতিটি লাইন অজানা কারো দিকে আংগুল তুলে ইশারা করছে , যেন বলছে এটাই তুমি ,আপনার কবিতার অনেক মানে থাকে ,কিন্তু এই মানে গুলো খুঁজে পাওয়া অনেক কষ্টের। আমি আপনার কবিতা গুলো সবসময় মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করি , আর আমার কাছে অনেক বেশি ভালো লাগে, অনেক ধন্যবাদ দাদা।

Loading...

শত মন খারাপের মাঝে
যার কণ্ঠস্বর, একটি রাঙা গোলাপ
তোমাকে অপার আনন্দ দেবে,
জানবে সেটিই ভালোবাসা

হ্যাঁ দাদা এটা সত্যিই অনেক ভালো কথা বলেছেন যে অনেক সময় মন খারাপ থাকলে কোন কাজে জয়ী হওয়া যায় না। মনের ভিতর ডিপ্রেশন কাজ করে পারিবারিক চিন্তা এবং অন্য রকম সমস্যার কারণে অনেক ছেলে হতাশায় ভোগে যদি তার ভালোবাসার মানুষটি তার পাশে থেকে তাকে একটু সাহস দেয়। সে কিন্তু সেখানে একটু সুখ পায়। সুখের ছোঁয়া পায় এটি খুবই আনন্দ লাগে।সত্যি আজকে কথাগুলো অনেক ভালো লাগলো। যে পুরুষ হাঁসির মাঝে কান্না লুকিয়ে সেই পুরুষ তোমাকে ভালোবাসে। আসলে কথাটা খুবই বাস্তব। আজকের কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। এত সুন্দর ছিল প্রতিটি কথার সারমর্ম

অসাধারণ হয়েছে দাদা আপনার কবিতাটি।

হাজার প্রিয় মানুষের ভীড়ে
যখন তুমি অনুভব করবে শূন্যতা
কারো বিহনে,
জানবে তার নামই ভালোবাসা ।

লাইনটা যেনো মন ছুয়ে দিলো। অসাধারণ ভালোবাসার প্রতীক। একজনের শূন্যতায় বোঝা যায় তার প্রয়োজন কত এবং তাকে কত ভালবাসি। আপনার কবিতাটা জাস্ট অসাধারণ হয়েছে। ভালোবাসার সম্পূর্ণ দিক যেন তুলে ধরেছেন। ধন্যবাদ এত সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা এবং মন ভরা ভালবাসা রইল।

হাজার প্রিয় মানুষের ভীড়ে
যখন তুমি অনুভব করবে শূন্যতা
কারো বিহনে,
জানবে তার নামই ভালোবাসা।

হাজার প্রিয় মানুষের ভিড়ে শূন্যতা অনুভব করলে তখনই ভালবাসার গভীরতা অনুভব করা যায়। যখন কারো চারপাশ ঘিরে রাখে তার প্রিয় জন কিন্তু তার মাঝেও বুকের মধ্যে চাপা কষ্ট নাড়া দিয়ে ওঠে তার সেই ভালবাসার মানুষের জন্য তখন বোঝা যায় ভালোবাসা কাকে বলে। হাজার লোকের ভিড়ে দুচোখ খুঁজে বেড়ায় সেই ভালোবাসার মানুষটিকে। যখন আমাদের চারপাশে হাসি আনন্দে মেতে রয়েছে সবাই তখন ভিতরে চাপা কষ্ট নাড়া দিয়ে ওঠে সেই প্রিয় মানুষটির জন্য। কারণ তার বিহনে সেই হাসি আনন্দ সব কিছুই যেন বৃথা। কোন ভালো মুহূর্তে সেই প্রিয় মানুষের জন্য হাহাকার করে ওঠে হৃদয়। হাজার লোকের ভিড়ে শূন্যতা বসত করে চারপাশ ঘিরে। এরই নাম বুঝি ভালোবাসা। ভালোবাসা ভালোবাসা শুধুই ভালোবাসা। দাদা আপনার কবিতার প্রতিটি লাইন একদম বাস্তব জীবনের সাথে অনেক মিল রয়েছে। বাস্তব জীবনের প্রতিটি কথা আপনি আপনার কবিতার মাধ্যমে তুলে ধরেছেন। আমাদের জীবনের লুকানো কথা গুলো অনেকটা কবিতার মত। হয়তো মনের না বলা কথা এভাবেই অজানাই রয়ে যায়। দাদা আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

দাদা অসাধারণ কবিতাটি লিখেছেন।কবিতাটিতে একটি পুরুষ ও একটি নারী মধ্যে প্রেম ভালো কথোপোকথন গুলোকে অনেক দারুন ভাবে ফুটিয়ে তুলিয়েছেন।আসলে ভালোবাসা হলো দুটির মনের মিলন,সেখানে কখনো ঝগড়া বিবাদ,মনে মালিন্যে ইত্যািদির মধ্যে তাদের মধ্যে ভালোবাসা একই রকম থাকবে।এটি হলো ভালোবাসা।অনেক ধন্যবাদ ,এতে সুন্দর একটা কবিতা উপহার আর পড়ার সুযোগ করার জন্য।

দাদা আপনি যে কত গুনের অধিকারী তা এখনও অজানা। আপনি সব বিষয়এ এত পারদর্শী। আপনি প্রতি নিয়ত এত সুন্দর সুন্দর ফোটগ্রাফি আর্ট কবিতা উপহার দিচ্ছেন। আজকেও তার ব্যতিক্রম নয়। খুব সুন্দর কবিতা লিখেছেন আজকে। প্রতিটা লাইন যেন চিরন্তন সত্য।

ভালোবাসার অর্থ ব্যক্তিভেদে ভিন্ন ভিন্ন হতে পারে তবে হাজারো ব্যস্ততার মাঝে যে তোমার কথা স্মরণ করবে সেটি ভালোবাসা। তবে অনেকের ক্ষেত্রেই একটি অভিযোগ সব সময় দেখতে পাওয়া যায় ভালবাসার মানুষটাকে সময় দিচ্ছে না। তারা এটা বুঝেনা, যে কাজগুলো করছে সেটি কিন্তু ভালোবাসার মানুষকে সুখে রাখার জন্যই করছে। এই বিষয়টি বুঝতে হবে।। দাদা আপনি খুবই চমৎকার একটি কবিতা লিখেছেন।।

যে পুরুষ চোখের জল লুকিয়ে
শুধু হাসিই উপহার দেয়,
বুঝবে সে আসলেই তোমাকে ভালোবাসে।

লাইনটি অসাধারন ছিলো দাদা।

যে নারী তার অন্তরের ব্যাথা তোমাকে দেখাবে,
বুঝবে সে তোমাকেই শুধু ভালোবাসে,
আর কাউকে নয় ।

এই কথাটা আমার অনেক ভালো লেগেছে, কথাটা ১০০% সত্যি। দাদা অসাধারণ কবিতা লিখেছেন সত্যি দাদা আপনি সব পারেন, ফটোগ্রাফি, আর্ট, একাধারে কবি ও, প্রতিটি লাইন জাস্ট অসাধারণ আমার কাছে অনেক ভালো লেগেছে শুভকামনা দাদা💓💓💓💓

দাদা এর আগেও আপনি অনেক কবিতা লিখেছেন প্রতিটি কবিতাই অসাধারণ ছিল। কিন্তু আজকের কবিতাটি যেন বিশেষ ভাবে আমার কাছে ভালো লেগেছে। আজ কোন নির্দিষ্ট কিছু লাইন নিয়ে বলবো না, যে দাদা এই লাইনটি আমার ভালো লেগেছে তেমন ভাবে বলতে গেলে পুরো কবিতাকেই নিয়ে বলতে হবে। দাদা কি যে ভালো লেগেছে বলে বঝাতে পারবো না। অসাধারণ। দাদা আপনার কাছে এরকম কবিতা আরও আশা করছি যা হৃদয় ছুয়ে যায়।
ধন্যবাদ দাদা।

অন্তরের কথা গুলো যখন কোন কেউ কবিতা র ভাষায় উপস্থাপন করে তখন তাকে বলে ভালোবাসা।

দাদা। আমি আসলে আপনাকে প্রশংসা করে ছোট করতে চাই না। ভালোবাসা কাকে বলে আপনি অক্ষরে অক্ষরে আপনার মনের অনুভূতি আবেগ এবং সমস্ত ভালোবাসা দিয়ে প্রকাশ করেছেন। আপনার ভালবাসার এই কবিতার মধ্য দিয়ে ফুটে উঠেছে আমাদের সকলের হৃদয়ের কাঙ্খিত আবেগের এবং অনুভূতির কথা গুলো।

যেগুলো সত্যি সত্যি কাউকে বলে বোঝানো সম্ভব নয়। ভালোবাসার দৃষ্টান্তমূলক উদাহরণ আপনার এই কবিতা।

এক কথায় যাকে বলে হৃদয় স্পর্শ করার মত।

কাজের চাপে কোনো পুরুষ যদি
তোমায় সময় দিতে অপারগ হয়;
তবে এর মানে এই নয় যে
সে তোমাকে ভালোবাসে না ।

দাদা কবিতার মাঝে এই লাইনগুলো আমার খুবই ভালো লেগেছে। কারন পুরুষরা এই লাইনটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। প্রিয় মানুষটাকে যদি সময় দিতে না পারে, নিশ্চিতে বলে দিবে তাকে এখন ভালোবাসি না। কিন্তু আপনার লাইনটি দিয়ে তাকে সুন্দর একটি কথা বলতে পারব। ধন্যবাদ দাদা আপনাকে এত সুন্দর একটি অসাধারণ কবিতা শেয়ার করার জন্য

কিভাবে পারেন দাদা এত ছন্দ মিলিয়ে কবিতা। এই পুরো কবিতাটি আমার অনেক বেশি ভালো লেগেছে কিন্তু তার মধ্যে

নারী জীবন পুরুষের মতো নয়,
পরিস্থিতির কাছে সে আসলেই অসহায় ।
প্রকাশ্যে প্রত্যাখ্যান করলেও জানবে
সে আসলে শুধু তোমাকেই চায় ।

এই লাইনগুলো অনেক বেশি ভালো লেগেছে। বুড়ো কবিতার মধ্যে নারী এবং পুরুষের দিগ গুলি তুলে ধরেছেন। আসলে দাদা আপনি সবকিছু অনেক চিন্তা ভাবনা করে করেন। এই কবিতাটি অনেক চিন্তা-ভাবনা এবং ভালোবাসার সাথে লিখেছেন। অনেক ধন্যবাদ দাদা এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

হাজার প্রিয় মানুষের ভীড়ে
যখন তুমি অনুভব করবে শূন্যতা
কারো বিহনে,
জানবে তার নামই ভালোবাসা।

দাদা আপনি একদমই ঠিক বলেছেন। আসলে ভালোবাসা এমন একটি জিনিস আসলে যে ভালোবাসার মূল্য বোঝে সে ছাড়া কেউ বলতে পারবেনা। একজন নারী যখন একজন পুরুষ কে ভালোবাসে সে তাকে জীবন দিয়েই ভালোবাসে। নারীরা যাকে ভালোবাসা তাকে হৃদয় দিয়ে ভালোবাসে একদমই ঠিক বলেছেন। দাদা আজকে আপনার ভালোবাসার কবিতা পড়ে অনেক ভালো লাগলো। এবং আপনার কবিতা থেকে অনেক কিছুই শিখতে পারলাম। আপনার জন্য শুভকামনা রইলো ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় এই কামনাই করি।

দাদা আপনাকে সাধুবাদ জানাই, আপনি খুবই সুন্দর ভাবে ভালোবাসার সংজ্ঞা ইঙ্গিত করেছেন। প্রতিটি লাইনের ইঙ্গিত আমার জীবনের সাথে ওতপ্রোতভাবে কাল্পনিকভাবে মিলে গিয়েছে। আমার কাছে মনে হয় পৃথিবীর পাহাড় সমান কষ্ট থাকলেও ভালোবাসার মানুষটি যদি হাতে হাত রাখে তাহলে কোন কষ্টই মনের ভেতর আর কষ্ট মনে হয় না।

কি বলবো বুঝতেছিনা!! তবে দাদা আমি ভালোবাসার সংজ্ঞাটা কিছুটা হলেও বুঝতে পেরেছি। প্রতিটা লাইন এতো গভীরভাবে লিখেছেন, বার বার শুধু পড়তেই ইচ্ছে করছে।

যে পুরুষ চোখের জল লুকিয়ে
শুধু হাসিই উপহার দেয়,
বুঝবে সে আসলেই তোমাকে ভালোবাসে ।

লাইনগুলো আমার ভীষন ভালো লেগেছে। প্রত্যেকটি লাইনে যেন ভালোবাসার সংজ্ঞা। নারীর সেই হৃদয়টাই হওয়ার যেন সৌভাগ্য সবার হয়। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এমন একটি কবিতা আমাদের সাথে শেয়ার করেছেন।

যে পুরুষ চোখের জল লুকিয়ে
শুধু হাসিই উপহার দেয়,
বুঝবে সে আসলেই তোমাকে ভালোবাসে।

দাদা আপনার কবিতা পড়ে অনেক ভালো লাগলো। পুরুষরা নিজের চোখের জল লুকিয়ে প্রিয় মানুষটিকে হাসিমুখ উপহার দেয় এটাই সত্যি কথা। প্রিয় মানুষের সামনে তার চোখের জল লুকিয়ে রাখে সবসময়। বুকে হাজারো কষ্ট নিয়ে হাসিমুখে নিজেকে উপস্থাপন করাই সবচেয়ে বড় বিষয়। এটি শুধুমাত্র ভালবাসা থাকলেই সম্ভব। কারণ ভালোবাসা না থাকলে বুকে হাজার কষ্ট নিয়ে মুখে হাসি ফোটানো সম্ভব নয়। হয়তো কোনো পুরুষের চোখে জল দেখলে তার ভালবাসার মানুষ অনেক কষ্ট পাবে সেটা ভেবেই হাজারো কষ্টের মাঝে সেই পুরুষ তার নিজের চোখের জল তার প্রিয় মানুষটির কাছ থেকে লুকিয়ে রাখে। কখনো বুঝতেও দেয়না তার ভিতর জমা কষ্টগুলো। সুখের ভাগ তার প্রিয় মানুষের সাথে শেয়ার করতে চায় কিন্তু কষ্টের ভাগ তাকে কখনো দিতে চায়না। নিজের কষ্ট গুলো নিজের ভিতরে চেপে রেখে জীবন পার করতে চায়। এরই নাম হয়তো ভালোবাসা। এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপহার দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।

খুশির দিনে যাকে সর্বপ্রথম
খুশির ভাগ দিতে মন ব্যাকুল হবে,
জানবে সেই ব্যাকুলতাই ভালোবাসা ।

আপনার এই লাইন তিনটি আমার কাছে মনে হয়েছে ভালোবাসার মানে বুঝানোর জন্য যথেষ্ট। দাদা আপনার কবিতার লাইন গুলো ছোট কিন্তু মানে অনেক বিশাল বড়। এতো সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ দাদা।

দাদা আপনার কবিতাটি আমার খুবই ভালো লেগেছে। আপনি খুবই সুন্দর ভাবে ভালোবাসা সম্পর্কে কবিতাটি লিখেছেন। আপনি সত্যিই অসাধারণ কবিতা লেখেন। আমার খুবই ভালো লেগেছে। আপনার কবিতাটির মধ্যে যে পুরুষ কাজের চাপে তোমাকে সময় দিতে পারে না ভেবে নিও না যে সে তোমাকে ভালোবাসে না। এই কথাটি একদম সত্যি।এত সুন্দর কবিতা আমাদের উপহার দেওয়া জন্য আপনার ধন্যবাদ।

বাহ দাদা অসাধারণ। যুগান্তকারী একটি কবিতা লিখেছেন। বর্তমান যুগে ভালোবাসা মানে আমরা অন‍্যকিছুই বুঝি।

কিন্তু ভালোবাসা মানে কী এটা আপনার কবিতা পড়ে সম্পূর্ণ বুঝলাম। ঠিকই বলেছেন দাদা পুরুষের ভালোবাসা এবং চোখের জল কেউ দেখে না। কারণ পুরুষরা এই দুইটা গোপন করতেই হয়তো বেশি পছন্দ করে।

অসাধারণ কবিতা ছিল দাদা।

आश्चर्यजनक

শত মন খারাপের মাঝে
যার কন্ঠস্বর একটি রাঙা গোলাপ
তোমাকে অপার আনন্দ দেবে
জানবে সেটিই ভালোবাসা।
কিভাবে অসম্ভব এই কথাগুলো এত সহজে বলা যায়? অনুভূতির এই প্রকাশ সত্যি আলোড়ন তুলে
গেলো। ব্যস্ততা জীবনের বড় অংশ জুড়ে এর মাঝেও
মন যাকে খোঁজে সেটাই ভালোবাসা দারুণ ব্যাখা।

কাজের চাপে কোনো পুরুষ যদি
তোমায় সময় দিতে অপারগ হয়;
তবে এর মানে এই নয় যে
সে তোমাকে ভালোবাসে না.।

দাদা,এই লাইনগুলো পড়ে হঠাৎই আমার বৌদির কথা মনে পড়ল। আপনার ব্যস্ততার সময় চিন্তা করে 😊। অনেক সুন্দর কবিতা দাদা। এতই সাবলীল যে বুঝতে কোনো অসুবিধাই হবে না। খুব সুন্দর কথাগুলো, অনেক অনেক ভালো লেগেছে কবিতাটি। অনেক ধন্যবাদ দাদা।

  ·  3 years ago (edited)

নারী জীবন পুরুষের মতো নয়,
পরিস্থিতির কাছে সে আসলেই অসহায় ।
প্রকাশ্যে প্রত্যাখ্যান করলেও জানবে
সে আসলে শুধু তোমাকেই চায় ।

কথাটা ১০০/১০০ পারসেন্ট সত্যি। এটা প্রতিনিয়তই ঘটতে দেখা যায়। বিশেষ করে এটা আমার কাছের মানুষের সাথেই ঘটছে। বেঁচে থাকুক পৃথিবীর সত্য ভালোবাসা গুলো।

হাজার প্রিয় মানুষের ভীড়ে
যখন তুমি অনুভব করবে শূন্যতা
কারো বিহনে,
জানবে তার নামই ভালোবাসা ।

সেটা হতে পারে,বাবা-মা,ছেলে-মেয়ে,বন্ধু-বান্ধব বা পথে দেখা সুখী-দুঃখী মানুযটিও।
শব্দের গাঁথুনিতেও পাওয়া যায়, অভিজ্ঞতার গন্ধ। এগিয়ে যেতে বাধা দেখিনা। সময় থকুক অনুকূললে......

এক কথায় অসাধারণ হয়েছে ভাইয়া। সত্তিকারের মনের মানুষ পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার। সে ভাগ্য সবার হয় না। ভালোবাসি বলেই তাকে পেতে হবে, থাকুক না কিছু ভালোবাসা অপূর্ণতায়।

কাজের চাপে কোনো পুরুষ যদি
তোমায় সময় দিতে অপারগ হয়;
তবে এর মানে এই নয় যে
সে তোমাকে ভালোবাসে না ।

এই কথা গুলো একদম আমার জীবনের সঙ্গে মিলে গেছে ভাই । সুন্দর লিখেছেন। শুভেচ্ছা রইল ।

খুব ভালো একটি কবিতা উপহার দিলেন আমাদের।

দাদা অসাধারণ এবং অতুলনীয় একটি কবিতা মনে আমাদের উপহার দিয়েছেন। আপনার কবিতাটি পড়ে আমি সম্পূর্ণ মুগ্ধ হয়ে গেছি। ভালোবাসা নিয়ে দারুণ এক আবেগ অনুভূতি প্রকাশ করেছেন।
(যে পুরুষ চোখের জল লুকিয়ে
শুধু হাসিই উপহার দেয়,
বুঝবে সে আসলেই তোমাকে ভালোবাসে ।) এ লাইন দুটি পড়ে সত্যি দাদা মন উতলা হয়ে গেল। দাদা আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য। সেইসঙ্গে আফসোস যে জীবনে দু লাইন কবিতা লিখতে পারলাম না। ভালোবাসা কে আপনি কবিতার মাধ্যমে যেভাবে বিশ্লেষণ করেছেন তা সত্যিই প্রশংসনীয়

gambar yang bagus

[WhereIn Android] (http://www.wherein.io)