আমার অরিজিন্যাল বাংলা দেশাত্মবোধক কবিতা "সুভাষ এখনো ঘরে ফেরেনি" (My original bengali poetry on patriotism)

in hive-129948 •  4 years ago  (edited)


heading_image.png


সুভাষ এখনো ঘরে ফেরেনি


সুভাষ এখনো ঘরে ফেরেনি
তবে স্বাধীনতা এসেছে ঘরে ঘরে।
তোমার আমার ইচ্ছেরা আজকে,
দাম পায় এই স্বাধীন ভারতে।
শুধু মায়ের মুখে হাসি ফুটবে বলে
মাথা নিচু করেনি একটি ছেলে
পরাধীন ক্ষমতা নয়, সক্ষমতা চাই,
গর্জন ওঠে উত্তাল ভারতবর্ষে।

দেশপ্রেম কাকে বলে ?
ক্ষুদিরাম হার মানে নি বলে,
তোমার আমার টাইমলাইন
জুড়ে আজ স্বাধীনতা কথা বলে।

অনেক রাত করে পেটে খিদে নিয়ে,
আমি ভাবি স্বাধীনতার আসল মানে।
যে ছেলেটি চাকরি পেলো না,
দুর্নীতির কাছে মার খেয়ে,
তার কাছে স্বাধীনতার কি মানে?
যে মেয়েটি রাতে বাড়ি ফেরেনি
পরের দিন মেলে তার ক্ষতবিক্ষত দেহ,
স্বাধীনতা কোথায় তখন?

ছুটে যাই আমি আমার ছাদে
যেখানে আমার ক্রোধ জমে
হঠাৎ বিস্ফোরণের আগে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

স্বাধীনতা দিবসের শুভেচ্ছা, আমরা সবাই যেন মুক্ত আত্মা হয়ে উঠি এবং আমাদের পূর্বসূরীদের সেবার কথা ভুলে না যাই।

ইন্দোনেশিয়ান সবাইকে জানাই আমাদের ভারতের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ।

আপনাকে অনেক ধন্যবাদ merme আমরা সবাই মুক্ত আত্মা হতে পারি, ইন্দোনেশিয়া থেকে শুভেচ্ছা

খুব সুন্দর কবিতা আমার বন্ধু, এটা খুব চলমান এবং আমি এটা খুব পছন্দ করি।

ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ

অনেক অনেক ধন্যবাদ বন্ধু :)

আপনাকে স্বাগতম
😊

  ·  4 years ago (edited)

প্রথমেই দাদা আপনাকে জানায় ভারতীয় স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আপনার কবিতাটা অসাধারণ হয়েছে। যারা আমাদের দেশের জন্য জীবনকে বাজি রেখেছে তাদেরকে সারাটা জীবন স্বরণ করে যেতে হবে। ভারতীয় সকল শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।
ধন্যবাদ দাদা এতো সুন্দর একটা কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনার জন্য ভালোবাসা এবং শুভ কামনা।

আপনাকেও জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা :)

🥰❤️

আপনার কবিতাটি অসাধারণ হয়েছে। অসাধারণ ভাবে ফুটিয়ে তুলেছেন আপনি বিষয়গুলো। আপনাকে এবং সকল ভারতীয় কে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা যানাই। সব শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি যারা যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন।

আমাদের স্বাধীনতা দিবসের অভিনন্দন জানানোর জন্য আপনাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ।

ধন্যবাদ

দাদা স্বাধীনতা দিবসে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। কবিতাটি ভারতের স্বাধীনতা সূর্য ছিনিয়ে আনা হলেও ভারত যে এখনো পুরোপুরি স্বাধীন নয় যার কঠিন বাস্তব চিত্র আপনার কবিতার মধ্যে দিয়ে সুস্পষ্ট ভাবে তুলে ধরেছেন। ভারত স্বাধীনতা অর্জন করেছে ঠিকই কিন্তু ভারতের সকল স্তরের মানুষ সম অধিকারে স্বাধীনতা স্বাদ অনুভব করতে পারছে না এটা কঠিন বাস্তব অসংখ্য ধন্যবাদ স্বাধীনতা দিবসে এত সুন্দর একটা কবিতা উপহার দেবার জন্য।

অনেক ধন্যবাদ আমার কবিতাটি সঠিকভাবে উপলব্ধি করার জন্য ।

কবিতাটি খুবই সুন্দর হয়েছে দাদা, স্বাধীনতা দিবসে ভারতীয় সকল শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।

আপনাকেও জানাই স্বাধীনতা দিবসের অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা :)

খুবই সুন্দর কবিতা,,ভিষণ ভালো লেগেছে

থ্যাংক ইউ জীবন :)

স্বাগতম দাদা

সুন্দর লিখেছিলেন, স্বাধীনতার মানে আমাদের কাছে এখন অন্য কিছু হয়ে যাচ্ছে, কারন আমরা দিন দিন স্বাধীনতার স্বাদ হতে বঞ্চিত হচ্ছি।

এই জন্য দেশ যারা পরিচালনা করছে তারা নয়, আমাদেরকেই শক্ত হাতে হাল ধরতে হবে সত্যিকারে স্বাধীনতা আদায়ের লক্ষ্যে :)

দাদা আপনাকে জানাই মহান স্বাধীনতা দিবসের প্রীতিও প্রানঢালা অফুরন্ত শুভেচ্ছা।এটি খুবই মর্মাহত বিষয় যে আমরা অনেক মহান ব্যক্তিত্বকে হারিয়েছে।কিন্তু তাদের আত্মত্যাগ ও তাদের হারানোর ফলেই আজ আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে।অনেক ত্যাগের বিনিময়েই এসেছে আমাদের সোনালী সূর্য।
অসাধারণ, অনবদ্য কবিতা লিখেছেন দেশমাতৃকাকে নিয়ে, দেশের শহীদ বীরযোদ্ধাদেরকে নিয়ে।আপনাকে অশেষ ধন্যবাদ দাদা।

ভালোই লিখেছো স্বাধীনতা দিবস নিয়ে, অনেক ধন্যবাদ তোমাকে :)

আমার এগুলো পড়লে কান্না পেয়ে যায় 😭😭😭
অনেক কষ্টের কবিতা কিন্তু কাব্যিক মহিমায় মহিমান্বিত

অনেক ধন্যবাদ আপনাকে কবিতাটি পড়ার জন্য :)

অসাধারণ কবিতা
স্বাধীনতা দিবসের শুভেচ্ছা

আপনাকেও জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ।

খুব ইমোশনাল হয়ে গেছি কবিতা টি পড়ে 😢। সব শহীদদের প্রতি আমার শ্রদ্ধা রইলো।

আপনাকেও জানাই আমাদের স্বাধীনতা দিবসের গৈরিক অভিনন্দন ও শুভেচ্ছা :)

তোমরা আমাকে রক্ত দাও
আমি তোমাদের স্বাধীনতা দেব- সুভাষচন্দ্র বোস।
আপনাকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।

ইমন, আপনাকেও স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা জানাই :)

ধন্যবাদ দাদা💖

একটু আগে বিধাননগর স্টেশনে তুললাম

ফিরতে দেওয়া হয়নি দাদা। দেশের দুর্ভাগ্য। আমাদের দুর্ভাগ্য।

১০০ ভাগ ঠিক বলেছো , সত্যি আমাদের বড় দুর্ভাগ্য যে, এমন একজন দেশনায়কের ঘরে ফেরা আর হলো না ।

সত্যিই তাই। যারা প্ল্যান করে খুন করলো তাঁরা প্রধানমন্ত্রী হয়ে দেশের বারোটা বাজিয়ে গেলো

আসল জায়গাতেই ঘা দিয়ে দিলেন দেখছি । নেহেরু প্রধানমন্ত্রী হওয়াটা আমাদের জন্য সব চাইতে দুর্ভাগ্য ছিল ।

দাদা, যে বাড়ির ভীত ভালো না, সে বাড়ি যতই উঁচু হোক না কেন ভঙ্গুর হবেই।

দাদা কবিতাগুলো গতানুগতিক হয় না, এটা আমরা আগেই জেনেছি। তবে আজকের কথাগুলোর গভীরতা অনেক বেশী এবং বাস্তবধর্মী। সত্যিকারের স্বাধীনতা আজ বড্ড অনুপস্থিত। ধন্যবাদ দাদা

সেই সত্যিকারের স্বাধীনতা অর্জনের লক্ষে আমাদের সবাইকে দৃপ্ত পদক্ষেপে এগিয়ে যেতে হবে, দুর্নীতির বিরুদ্ধে হবে আমাদের প্রথম লড়াই ।

অসাধারণ,খুব ইমোশনাল হয়ে গেছি কবিতা টি পড়ে 😢। সব শহীদদের প্রতি আমার শ্রদ্ধা রইলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা কবিতা শেয়ার করার জন্য

আপনাকেও অসংখ্য ধন্যবাদ শহীদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য ।

অবিরাম ভালোবাসা রইলো 🥀

আপনার কবিতায় দাদা সুন্দরভাবে বাস্তবের কথাগুলো তুলেধরেছেন।খুবই গভীর চিন্তাধার।ধন্যবাদ দাদা।

আপনাকেও ধন্যবাদ হায়দার ইমতিয়াজ ।

স্বাগতম দাদা।

"দেশপ্রেম কাকে বলে ?
ক্ষুদিরাম হার মানে নি বলে,
তোমার আমার টাইমলাইন
জুড়ে আজ স্বাধীনতা কথা বলে।" যথার্থ ভাই । শুভেচ্ছা রইল স্বাধীনতা দিবসের।

আপনাকেও সকল ভারতবাসীর পক্ষ থেকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই ।

যথার্থ একটি কবিতা।
আমার ভেতরের স্বাধীনতা নিয়ে যে চাপা কষ্টগুলো জমা ছিল মনে হলো যেন সব এখানে স্বর্ন অক্ষরে রচিত হয়েছে।।
কিছুটা হালকা লাগছে কবিতাটি পড়ে।
সত্যিই অনবদ্য @rme দাদা।

অনেক ধন্যবাদ আপনাকে কবিতাটি উপলব্ধি করার জন্য ।

অনেক অনেক শুভেচ্ছা রইল স্বাধীনতা দিবসের।অসাধারন একটি কবিতা উপহার দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ যা অতি নিখুঁতভাবে এর প্রকৃত ভাবমূর্তি আমাদের সামনে তুলে ধরেছেন।

আপনাকেও আমাদের মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই ।

  ·  3 years ago (edited)

স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। কথাটা বাস্তব। কারণ অর্জিত স্বাধীনতা যে কত কষ্টের, কত রক্তের ফল তা আমরা উপলব্ধি করতে পারিনা।তাইতো সীমাহীন দুর্নীতি, ঘুষ এসবের মাধ্যমে কেউ হয়ে গেছে রাজা বাদশা, আবার কেউ দুই বেলা দুই মুঠো খেতে পায়না। স্বাধীনতা তার সঠিক অর্থ ফিরে পাক এই কামনাই রইল। শুধুমাত্র কাগজে-কলমে নয় বাস্তব স্বাধীনতা টাই প্রতিষ্ঠিত হওয়া চাই 💪✊

সেই জন্যই তো আমাদের প্রথম লড়াইটা করতে হবে সর্বস্তরের দুর্নীতির বিরুদ্ধে । তবেই, সত্যিকারের স্বাধীনতা অর্জনের লক্ষে বিশাল একটা পদক্ষেপ হবে আমাদের ।

দাদা অনেক অনেক ধন্যবাদ। এত সুন্দর একটি কবিতা আমাদের কমিউনিটি তে শেয়ার করার জন্য এবং আমাদের এই কবিতাটি পড়ার সুযোগ করে দেওয়ার জন্য

আপনাকেও জানাই আমাদের স্বাধীনতা দিবসের অভিনন্দন ও শুভেচ্ছা :)

অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

অসাধারণ লিখেছেন দাদা। খুবই ভালো লেগেছে। আপনাকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা দাদা।

সমগ্র ভারতবাসীর পক্ষ থেকে আপনাকেও জানাই আমাদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন ।

স্বাধীনতা,,,বড়ই আশ্চর্য ব্যাপার এটা

হুম, সত্যি আশ্চর্যের ব্যাপার ।

খুব সুন্দর কবিতা দাদা। দেশ প্রেম থাকবেই যেখানেই থাকি।

শুভেচ্ছা অবিরাম :)

অনেক সুন্দর করে কবিতার মাধ্যমে একটি তাৎপর্যপূর্ণ বিষয়ে ফুটিয়ে তুলেছেন সেটি হচ্ছে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। আমরা অনেক দেশ স্বাধীনতা অর্জন করেছে কিন্তু সেই স্বাধীন দেশে এমন কিছু ঘটনা ঘটে যায় যেটা স্বাধীনতা শব্দটাকে কলুষিত করে দেয়। স্বাধীনতার আসল স্বাদ প্রকৃত স্বাধীনতার মাধ্যমে অর্জন করা সম্ভব, অন্যথায় নয়। অনেক সুন্দর হয়েছে এবং ভালো লাগলো পড়ে অন্তত আপনাদের স্বাধীনতার দিনে। ধন্যবাদ।

সেই জন্য আমাদের আমজনতার প্রথম লড়াইটা হবে সর্বস্তরের দুর্নীতির বিরুদ্ধে । তবেই, সত্যিকারের স্বাধীনতা অর্জনের লক্ষে বিশাল একটা পদক্ষেপ হবে আমাদের ।

অনেক সুন্দর লিখেছেন,🥰কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো. আর অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য 🥰🥰

আপনাকে অনেক ধন্যবাদ লেমন ।

সুভাষ এর মত হাজারো সুভাষ ঘরছাড়া হয়েছে আমাদের মাতৃভূমিকে রক্ষা করার জন্য। সকল সুভাষ এর জন্য বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা রইলো।

সৃষ্টিকর্তা তাদেরকে স্বর্গবাসী করুক এই কামনা রইল