আমার ওরিজিনাল বাংলা কবিতা "জীবন সায়াহ্ন) - My Original Bengali Poetry "Nightfall of Life"

in hive-129948 •  3 years ago  (edited)

❀ জীবন সায়াহ্ন ❀


আমার পুরো সন্ধ্যাটা কেটে যায়
স্টেশনে বসে হরেক রকম মানুষ দেখে ।
জনসমুদ্রে উত্তাল আহ্বান ,
আমার জীবন মোহনায় ।
আটকে আছে আকস্মিক ব্যবধান;
বিজ্ঞাপনের পর বিজ্ঞাপন দেখি ।
কোথায় ছাপা হয়,আমার ব্যর্থতার ছবি?
আমি এক সৈনিক জীবনের রণক্ষেত্রে;
শুধু আমি নই তুমি আমি আমরা সবাই,
লড়ে যাচ্ছি যে যার মতো করে ।
শুধু জিততে হবে বলে নয়,
পরাজয়ের গ্লানিতে করি না ভয় ।
যুদ্ধটাই আসল লড়ে যেতে হয়।
যে নাবিক হারিয়েছে দিশা
মাঝ সমুদ্রের নির্জনতায় ।
তাকে আর কি দুঃসংবাদ দেবে?
অনেক আগেই মরে গেছে ,
তার ইচ্ছেরা ভীষণ লবণাক্ততায়।




বেশ রাত হয়ে এলো আঁধার বাড়ছে,
এখন বাড়ি ফেরার পালা;
সময়ের সাথে চলে যাবে,
আমার না বলা অসংখ্য কথা।



┉┉┉┉┉┉┉┉┉┉┉┉┉┉┉┉ × ┉┉┉┉┉┉┉┉┉┉┉┉┉┉┉┉

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

দাদা অনেক সুন্দর কবিতা লিখছেন।

ধন্যবাদ আপনাকে ভাই ।

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

থ্যাংক ইউ fuli

বাহ অনেক সুন্দর তো কবিতা লিখতে পারেন ভাইয়া। পড়ে খুবই ভালো লাগলো, ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

অনেক ধন্যবাদ কবিতাটি পড়ার জন্য :)

আপনি এতো সুন্দর কবিতা লিখতে পারেন, এটা জানা ছিলো না। যখনই পোষ্ট করার কিছু পাবেন না, তখনই আমাদের সাথে এই রকম চমৎকার কবিতা শেয়ার করবেন।

কবিতা আমাদের দুঃসময়ের বন্ধু ।যখন কিছুই পোস্ট করার থাকে না তখন আমাদের বাঁচিয়ে দেয় একটি কবিতা ।

হা হা হা হা এইটা সত্যি কথা।
তবে কবিতা লেখা খুব সহজকথা না, শব্দ চয়ন এবং লাইনের ছন্দ ও অর্থ ঠিক রাখা অনেক কঠিন। মেলা সময় লাগে একটি কবিতাকে পূর্ণতা দিতে।

ঠিক বলেছেন ভাইয়া

কবিতাটি আপনাদের ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম :) অনেক ধন্যবাদ

অনেক ভালো হয়েছে, সত্যি।
আমিও চেষ্টা করি মাঝে মাঝে, অতোটা ভালো না। স্বাগতম দাদা।

দাদা কবিতাটি খুবই সুন্দর হয়েছে। অনেক ভালো লিখেছেন। অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।

আপনার ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম :)

শুভেচ্ছা রইলো আপনার জন্য। ভালোই লিখেছেন ভাইয়া।

কবিতাটি পড়ার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ ।

আপনার কাছ থেকে কবিতা শুনে আমি আনন্দিত,আপনাকে অনেক ধন্যবাদ

আপনাকেও অসংখ্য ধন্যবাদ বন্ধু :)

অনেক সুন্দর হয়েছে কবিতাটি। আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

চেষ্টা করেছি জাস্ট লিখতে , ভালো লেগেছে জেনে খুশি হলাম :)

বিজ্ঞাপনের পর বিজ্ঞাপন দেখি কোথায় ছাপা হয়,আমার ব্যর্থতার ছবি?
খুব সুন্দর একটা লাইন ছিলো ভাইয়া। পুরো কবিতাটাই আমার অনেক ভালো লেগেছে।

সপ্তাহে একটা এই রকম কবিতা চাই!! 😍😍

সপ্তাহে একটি কবিতা ? দেখি পারি কি না ? যখন টাইম পাই না কিছু লেখার তখনি কবিতা লিখি ।

  ·  3 years ago (edited)

সত্যি সত্যিই এটা একটি নতুন চমক আমার কাছে ,এত সুন্দর কবিতা লিখেছেন , ছন্দটাও দারুন খুবই ভালো লাগলো কবিতাটি পড়ে।

আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম, অনেক ধন্যবাদ :)

এককথায় অসাধারণ

ধন্যবাদ :)

দাদা কবিতাটা খুব সুন্দর হয়েছে।মানব জীবনকে খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন।ধন্যবাদ দাদা এতো সুন্দর একটা পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

তিন কলামের টেক্সট এর প্রয়োগ দেখিয়েছি এই পোস্ট এ । যদিও আমি সাধারণত প্লেইন পোস্ট করি without any markdown code

জি দাদা বুঝতে পারলাম।ধন্যবাদ।

খুবই সুন্দর লিখেছেন দাদা।আমাদের সঙ্গে শেয়ার করার জন্য ধন্যবাদ।

আপনাকেও অনেক ধন্যবাদ আমার লেখা পড়ার জন্য :)

Beautiful post and really good photos. Thanks for sharing.

Thank you very much, all photographs were originally snapped by me :)

খুব ভালো একটা কবিতা। এক কথায় অসাধারণ

ধন্যবাদ তোমাকে সিদ্ধার্থ :)

কবিতাটি খুব সুন্দর হয়েছে দাদা।ধন্যবাদ শেয়ার করার জন্য।

তোমাকেও ধন্যবাদ পড়ার জন্য :)

দাদা কবিতাটা খুব সুন্দর হয়েছে।মানব জীবনকে খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন।ধন্যবাদ দাদা এতো সুন্দর একটা পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

কবিতাটি আপনি রিয়েলি ফীল করতে পেরেছেন, আপনার মন্তব্য পড়লেই সেটা বোঝা যায় । ধন্যবাদ

হুম ভাই

এই প্রথম আপনার কবিতা পড়লাম। ভালোই লিখেছেন। শুভেচ্ছা রইলো।

এর আগেও এখানে আরো একটি লিখেছিলাম । আপনাকেও ধন্যবাদ বৌদি :)

অসাধারন কবিতা,

একজন রিয়েল কবির কাছ থেকে প্রশংসা পেলাম । খুব ভালো লাগছে । অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমার কবিতাটি পড়ার জন্য :)

রিয়াল কি না জানিনা ভাই
নকল করিনা
সত্য যা তা লিখে ফেলি
ভয় করিনা।

অসংখ্য ধন্যবাদ দাদা ভাই।

বাহ্! আপনি তো ছন্দের জাদুকর :)

তাই বুঝি

কবিতাটি অনেক সুন্দর হয়েছে। তিন কলামে আরো ভালো লাগছে বিষয়টা।

হ্যাঁ, তিন কলামটা প্রয়োগ করলাম এই পোস্টে :)

চমৎকার দাদা।আপনার শব্দ চয়ন দারুন।আরও চাই ❤️

দেখি চেষ্টা করে , মাসে ১ তা অন্তত যদি দিতে পারি :)
অনেক ধন্যবাদ :)

কি অনবদ্য লিখেছেন দাদা। কবিতা পড়তে অনেক পছন্দ করি। এ রকম লেখা পেলে কয় এক বার করে পড়ি। মাঝে মাঝে এমন কিছু লেখা অবশ্যই আমাদের উপহার দেবেন 💞

আপনার ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম, ঠিক আছে মাঝে মাঝে কিছু শেয়ার করবো ।

অদ্ভুত এক অনুভূতি হয়েছে কবিতা টি পড়তে পড়তে। মন হয়েছে বুকের ভিতর কে জানি টান দিচ্ছে। সত্যিই অসাধারণ। ধন্যবাদ দাদা আপনাকে।