আমার ওরিজিন্যাল বাংলা কবিতা "লড়াই" (My Original Bengali Poetry "Struggle")

in hive-129948 •  3 years ago 

লড়াই


একটি বৃষ্টির রাত দমকা হাওয়া
আমি এই রাস্তার মোড়ে আটকে
সামনে বৃষ্টির মিছিল আরো ভয়ংকর
জমে হচ্ছে অথৈ জলে চারিদিকে।
কেউ নেই আমার পাশে
এতো নির্জন দুর্যোগের দিনে,
জীবনেরও বাদলা দিন ছিল
ঠিক এই রকম নিঃসঙ্গ অনিশ্চিত।
জানি এই দুর্যোগ থেমে যাবে
আমি ভিজে বাড়ি ফিরবো
পেটে নিয়ে রাক্ষুসে খিদে,
কেউই জানবে না এই রাতের কথা।

আমার জীবনের নদীতে প্রবল ভাঙ্গন
ভেঙে গেছে আমার বাড়ি ঘর
কেউ সেদিন আসেনি ,আমি আশ্রয়হীন,
আজকের এই রাতে অন্তত এই শহর
আমাকে দিয়েছি একটি একচালা ঠাঁই।
কংক্রিটের হৃদয়ে ও কোমলতা আছে
নিজের মানুষের মরুভূমির বুকে,
আমি শুধু দেখেছি সাইমুম ঝড়।

আমার নদীর ওপারে এই শহর
আমাকে দিয়েছি বাঁচার সাহস,
আমি খুঁজেছি আমার মধ্যে অন্য মানুষ।


The above photograph was originally captured by me

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বৃষ্টি রাতে প্রবল ঝড়ে
ভয়ংকর ঐ রাত দুপুরে
জন শূন্য একলা হয়ে
কাটছিল যে ভয়ে ভয়ে।

জীবন নামের নদীতেও
প্রবল ভাংঙ্গন খেলা
আশ্রয়হীন আশাবাদি
যায় কেটে যায় বেলা।

কংক্রিটের এই হৃদয়েও
আছে কমলতা,
মরুভৃমির সাইমুম ঝড়ের
ভীষন ব্যাকুলতা।

এই শহরটা নদীর ওপার
সাহস দিয়ে বলে
ফিরে আসলাম তোমার বুকে
বাঁচব দুজন মিলে।

দারুন হয়েছে, শুধু দু'একটি বানান শুদ্ধ করুন আর একটা পোস্ট করে দিন । খুব ভালো লেগেছে আপনার এই কবিতাটি আমার কাছে ।

ধন্যবাদ দাদা।

"আমার নদীর ওপারে এই শহর
আমাকে দিয়েছি বাঁচার সাহস,
আমি খুঁজেছি আমার মধ্যে অন্য মানুষ।" বাহ্ ফিনিশিং টা সেই রকম হয়েছে ভাই ।

আপনার ভালো লেগেছে জেনে আমারও খুবই ভালো লাগলো, ধন্যবাদ :)

Take ❤️ দাদা!

থ্যাংক ইউ :)

অনেক সুন্দর ছিল কবিতাটা। আপনার ফটোগ্রাফি দেখে আমি ভাবছিলাম। কোথাও থেকে নেওয়া। পরে দেখি আপনার নিজের তোলা।অনেক ভালো লাগল দাদা আপনার পোষ্টটা।

ফোটোগ্রাফিটা তাহলে খারাপ হয়নি, কি বলেন ?

দাদা খারাপ হওয়ার তো প্রশ্নই আসে নাই। মনে হচ্ছে একজন প্রফেশনাল ফটোগ্রাফারের তোলা।

অনেক ধন্যবাদ আপনাকে :)

❤️🥰🥰

  ·  3 years ago (edited)

কবিতাটি চমৎকার হয়েছে। এককথায় অপুর্ব। ফটোগ্রাফিটা দারুন হয়েছে।

আপনার প্রশংসাটাও খুবই চমৎকার হয়েছে, অনেক ধন্যবাদ :D

অসাধারন কবিতা। কবিতার মাঝে অনেক কথা লুকিয়ে রয়েছে।

কবিতাটির সারমর্ম realize করতে পারার জন্য আপনাকে অভিনন্দন :)

ধন্যবাদ ভাই

কংক্রিটের হৃদয়ে ও কোমলতা আছে
নিজের মানুষের মরুভূমির বুকে,
আমি শুধু দেখেছি সাইমুম ঝড়।

প্রতিনিয়ত এই রকম দৃশ্যের নির্মম স্বাক্ষী হচ্ছি এই শহরের মাঝে এসে, কিন্তু কোথায় যেন আটকে আছে সবাই, কেউ এগিয়ে যায় না কারোর জন্য কারন বিবেক আজ পেরেকের মাঝে থাঁঠা পোষ্টারের মতো হয়ে নিথর হয়ে গেছে।

অন্যবদ্য লেখা দাদা, কোন কথা হবে না, শুধু তালি হবে।

আপনিও তো অনবদ্য ব্যাখ্যা করলেন, সাহিত্যজ্ঞান গভীর আপনার :)

দাদা জানেন তো,,, আপনার লেখা অনেকটা বাস্তবমুখী। মনে হয় যেন জীবন থেকে নেওয়া।

কবিতা লেখার সময় আমার মাথায় আর কিছু ঢোকে না, শুধু মানুষের জীবনের কঠিন বাস্তবতাটাই চোখের সামনে দেখতে পাই, তাই সব কবিতাই জীবনমুখী মনে হয় আপনাদের কাছে :)

অসাধারন কবিতা, খুবই ভাল লাগল। আরো অসাধারন ফটোগ্রাফিটি।

অনেক ধন্যবাদ আপনাকে ম্যাডাম ।

অনবদ্য কবিতা লিখেছেন দাদা।যা বাস্তবিকতায় ভরা। জীবনের প্রতিটা মুহূর্তই সংগ্রাম এবং লড়াইয়ের।কিন্তু মনে সাহস রেখে তার সমাধান ও নিজেকেই করতে হয়।নিজের মানুষ শুধু সান্ত্বনা দিতে পারে।কংক্রিট এবং মরুভূমির বুকেও শান্তি আছে সেটা শুধু নিরাশ্রয় মানুষেরাই বোঝে।ধন্যবাদ দাদা ।

চমৎকার ব্যাখ্যা দিয়েছ কবিতাটির , অনেক ধন্যবাদ তোমাকে :)

চমৎকার হয়েছে কবিতাটা দাদা। একেই মনে হয় বলে সর্ব জ্ঞানের অধিকারী। প্রোগ্রামার, কবি, ফটোগ্রাফার, ক্রিপ্টোকারেন্সি এক্সপার্ট একই মানুষের এতগুলো গুণ সত্যিই বিরল। দাদা আপনি আসলেই অনন্য।

শুধু আমি নই, আমরা সকলেই আসলে অনেক গুলিগুনের অধিকারী যেটা আমরা টের পাই না । শেষমেশ উপযুক্ত চর্চার অভাবে গুণগুলি প্রকাশিত হতে পারে না সেভাবে ।

অনেক সুন্দর লিখেছেন, তবে সাধারণ নিয়মের বাহিরে আপনার কবিতাগুলো।

অনেক ধন্যবাদ আপনাকে ম্যাডাম আপনার মতামত প্রকাশ করার জন্য :)

ফটোগ্রাফি মোমেন্টটা অনেক জোস, আমি কবিতা সম্পর্কে তেমন অভিজ্ঞ নই, তাই আমার এ বিষয়ে মন্তব্য করা অনর্থক, তবে আমার চোখ ফটোগ্রাফিতেই আটকে গেছিল। আশা করি আরো কবিতা ও ফটোগ্রাফি শেয়ার করবেন ভাই। 💖

এই ছবিটা তোলা কিন্তু গ্রামে, এক বর্ষার বিকেলে , কিন্তু দেখে মনে হচ্ছে যেন সন্ধ্যায় তোলা হয়েছে ।

সম্ভবত ব্যাকগ্রাউন্ড ব্লার থাকার কারনে সন্ধ্যা মনে হচ্ছে সাচ আ ম্যাজিকাল মোমেন্ট।

হ্যাঁ, আর এমন মেঘ করে এসেছিলো যে মনে হচ্ছিলো সন্ধ্যা হয়ে গেছে :)



আমাদের জীবনের প্রথম লড়াই শুরু হয় কোটি কোটি শুক্রানুর সাথে জন্ম লাভের উদ্দেশ্যে।

মাঝ বয়সের যুদ্ধটা হয় ঘাম আর রক্তের সাথে সন্তানের মুখে দুবেলা দুমুঠো খাবার তুলে দেয়ার উদ্দেশ্যে।

আর শেষ বয়সের যুদ্ধটা হলো শ্বাস-প্রশ্বাসের সাথে, ফুসফুসের মধ্যে একটু বেশি অক্সিজেন নিয়ে দু চার মিনিট একটু বেশি বেঁচে থাকার।

এযেন শুধু মাত্র লড়াই করার জন্য পৃথিবীতে উপর ওয়ালা আমাদের প্রেরন করেছেন।
যতক্ষন বেঁচে আছি শুধু মাত্র লড়াই করতে হবে।



দাদা আপনার কবিতা খুব ভালো লাগলো।
একদম বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ।

  ·  3 years ago (edited)

"যতক্ষন বেঁচে আছি শুধু মাত্র লড়াই করতে হবে" ......... অসাধারণ লিখেছেন আপনি । আমার কবিতাটির ব্যাখ্যা এর চাইতে আর ভালো কিছুই হতে পারে না । ধন্যবাদ :)

ধন্যবাদ দাদা। দোয়া করবেন এ লড়াইয়ে যেন হেরে না যাই।

অসাধারন কবিতা, খুবই ভাল লাগল। আরো অসাধারন ফটোগ্রাফিটি। ধন্যবাদ দাদা শুভ কামনা রইলো 🥀

কবিতাটা খুব সুন্দর হয়েছে দাদা।খুব ভালো লাগছে আমার কাছে।এরকম কবিতা আরো আপনার কাছে থেকে পাবো বলে আশা করছি।আপনার কবিতা গুলো বেজে থাক সারাজীবন।ভালোবাসা রইলো দাদা।

আমার জীবনের নদীতে প্রবল ভাঙন
কেউ আসেনি সেদিন, আমি আশ্রয় হীন
আমি খুঁজেছি আমার মধ্যে অন্য মানুষ।

এই বোধ জীবনের যে কোন সময় বেশির ভাগ মানুষেরই হয় তারপর সে বদলে যায় আমিও বদলেছি তাই হয়তো বেশি ভালো লাগলো।