"আমার বাংলা ব্লগে" অননুমোদিত P2P Exchange এর মাধ্যমে আপনার উপার্জনকৃত STEEM cashout-এ নিষেধাজ্ঞা

in hive-129948 •  8 months ago 

3382f7d2-e575-43a9-a89e-c9469cac1bc9.png
কপিরাইট ফ্রী ইমেজ সোর্স:Binance


আপনারা সবাই জানেন যে একদম শুরুর দিন হতে "আমার বাংলা ব্লগ" STEEM cashout এর ক্ষেত্রে যে কোনো ধরণের অননুমোদিত P2P এক্সচেঞ্জ এর বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে । কোনো অবস্থাতেই "আমার বাংলা ব্লগের" কোনো ইউজার থার্ড পার্টি অননুমোদিত P2P এক্সচেঞ্জ করে ব্লগ থেকে আর উপার্জনকৃত অর্থ তুলতে পারবে না ।

এ ব্যাপারে আমরা বহু পোস্ট করেছি । সাপ্তাহিক হ্যাংআউটে বলেছি, abb-school এ বলেছি । তারপরেও বহু ইউজার অননুমোদিত P2P এক্সচেঞ্জ করে প্রতিনিয়ত তাঁদের উপার্জনকৃত অর্থ ব্যাংকে আনছেন । এবার থেকে আমরা এই নিয়মের ব্যত্যয় হতে দেখলে যেসকল ইউজার জড়িত পাবো তাঁদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবো ।

আমি কম্যুনিটির সংশ্লিষ্ট সকল অ্যাডমিন এবং মডারেটরদেরকে বলবো আপনার অননুমোদিত P2P এক্সচেঞ্জ ব্যবহার করে কোনো ইউজারকে অর্থ উত্তোলন করতে দেখলে সঙ্গে সঙ্গে আগে তাঁকে ব্যান করবেন । পরে, রেসল্যুশনে আসার চেষ্টা করবেন । বাট, সবার আগে চাই সেই ইউজারের একাউন্ট banned হোক ।

আর এই নিয়ম কম্যুনিটির অ্যাডমিন এবং মডারেটরদের জন্যও প্রযোজ্য হবে এখন থেকে ।

অননুমোদিত P2P এক্সচেঞ্জ ব্যবহার করা একধরণের Money Laundering । তাই এটা থেকে আমাদের সবাইকে অবশ্যই বিরত থাকা দরকার । স্টিমিট থেকে উপার্জনকৃত অর্থ রেমিট্যান্স হিসেবে সরকার অনুমোদিত চ্যানেলের মাধ্যমে আপনার নিজস্ব ব্যাঙ্ক একাউন্টে আনা ১০০% সম্ভব । এই ভাবে অর্থ দেশে আনলে সেটা লিগ্যাল হবে এবং দেশের অর্থনীতিও সমৃদ্ধশালী হবে । দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি পাবে ।

আর অননুমোদিত P2P এক্সচেঞ্জ ব্যবহার করে অর্থ উত্তলোন করলে সেটাকে black money বা কালো টাকা হিসাবে মার্ক করা হবে । এছাড়াও অননুমোদিত P2P এক্সচেঞ্জ ব্যবহার করার রিস্ক মাত্রারিক্ত । আপনি যে পার্টির সাথে P2P এক্সচেঞ্জ করবেন সেটি যেহেতু অননুমোদিত তাই সেই পার্টির সাথে প্রত্যক্ষ মানি লন্ডারিং এর কানেকশন থাকতে পারে, চোরাচালান কারবারিদের সাথে সংশ্লিষ্টতা থাকতে পারে, অস্ত্র ও মাদক কারবারিদের সাথেও সেই পার্টির যোগ থাকতে পারে । আর সব চাইতে ভয়ঙ্কর ব্যাপার হলো যদি তাদের সাথে কোনো আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের ফান্ডিং টাচ থেকে থাকে ।

তাহলে কিন্তু আপনিও ফেঁসে যাবেন । কারণ, আপনার সাথে ওই পার্টির আর্থিক লেনদেনের বিষয়টি আইন প্রয়োগকারী সংস্থার নজরে আসতে পারে । আর এ ভাবেই লিগ্যালভাবে আর্ন করা আপনার White Money নিমেষে Black Money তে পরিণত হয়ে যাবে ।

আর তাই আমাদের কমুনিটিতে অননুমোদিত P2P এক্সচেঞ্জ ব্যবহার করে আপনার উপার্জনকৃত STEEM উইথড্র করা সম্পূর্ণ বেআইনি হিসাবে ঘোষণা করা হলো ।

তবে, বিশেষ পরিস্থিতে নিম্নের কয়েকটি Finance Regulated P2P এক্সচেঞ্জ ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলো -

০১. Paxful : নিজের নামে ভেরিফায়েড একাউন্ট থাকতে হবে এখানে । নিজের অর্থ নিজের ব্যাঙ্ক একাউন্টে এক্সচেঞ্জ করা যাবে শুধুমাত্র নিজের ভেরিফাইড Paxful একাউন্ট ইউজ করে । অন্য কারো Paxful একাউন্ট ইউজ করে অথবা, নিজের Paxful একাউন্ট দিয়ে অন্য কারো অর্থ এক্সচেঞ্জ করা সম্পূর্ণ নিষিদ্ধ ।

০২. Binance P2P : নিজের ভেরিফাইড Binance একাউন্টে নিজের steemit ওয়ালেট থেকেই শুধুমাত্র ডিপোজিট করা যাবে । কোনো থার্ডপার্টি ডিপোজিট গ্রহণযোগ্য নয় । এরপর ডিপোজিটকৃত STEEM-কে নিজের Binance একাউন্টের Binance P2P সেক্শনে Verified এবং regulated P2P Exchanger এর মাধ্যমে নিজের ব্যাঙ্ক একাউন্ট বা E-wallet -এ আপনার দেশের Fiat Currency হিসাবে উইথড্র করতে পারবেন ।


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫৫৫ ট্রন জমানো (Today's target : To collect 555 trx)


তারিখ : ১৬ মার্চ ২০২৪

টাস্ক ৫২৮ : ৫৫৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫৫৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : 4913e096449af057b8356e1cc8707fc597394ece9de200e15d0e105227fad227

টাস্ক ৫২৮ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

»»——⍟——««

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আসলে P2p আমাদের জন্য করা ঠিক না।এগুলো বিষয় আগে আমাদের বলা হয়েছে। এবং এবিবি স্কুল থেকেও পড়া হয়েছে। আমরা সবাই চেষ্টা করবো এগুলো কাজ থেকে বিরত থাকার।ধন্যবাদ দাদা সুন্দর ভাবে পোস্ট টি শেয়ার করার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Congratulations, your post has been upvoted by @nixiee with a 100 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

Congratulations, your post has been upvoted by @upex with a 41.52% upvote. We invite you to continue producing quality content and join our Discord community here. Keep up the good work! #upex

জ্বী দাদা অবশ্যই এই বিষয়ে আমরা কঠোর দৃষ্টি রাখবো এবং বার বার সতর্ক করার পরও যারা এই ক্ষেত্রে জড়িত থাকবে বা কোন ধরনের প্রমান পাবো তাকে বা তাদের সাথে সাথে ব্যান করা হবে। সহজ ও বৈধ উপায়ে রেমিট্যান্স আনাটা দেশের জন্য, নিজের জন্য খুবই জরুরী। অনেক ধন্যবাদ

শুরুর দিক থেকে আপনি এটা বলছিলেন। আশা করি সবাই পি২পি থেকে একশোহাত দূরে থাকবে। আমার বাংলা ব্লগ কখনোই বেআইনিভাবে টাকা উত্তোলন সাপোর্ট করে না। আপনি যে নিষেধাজ্ঞা আরোপ করেছেন সেটা আমাদের সকলের জন্য মঙ্গলকর বলে আমি বিশ্বাস করি।

Posted using SteemPro Mobile

দাদা আপনি আজকে গুরুত্বপূর্ণ একটি পোস্ট করেছেন। আপনার চমৎকার উদ্যোগ কে আমরা সকলেই সাধুবাদ জানাই। চমৎকার কিছু কথা তুলে ধরেছেন। ইনশাআল্লাহ দাদা আমরা সকলেই আপনার কথা মতো সাধ্যমত কাজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আশাকরি সবার জন্য ভালো হবে। দাদা আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকবেন।

অবশ্যই এই বিষয়ে আমাদেরকে কঠোর সতর্কতা অবলম্বন করতে হবে।
কেননা আমরা যে কোন মুহূর্তে যেকোনো ধরনের বিপদের সম্মুখীন হতে পারি যদি আমরা উল্টো পথে হাঁটি।
অবশ্যই আমাদের উপার্জনকৃত অর্থ হোয়াইট মানি হিসেবে দেশের রিসার্ভ বাড়াতে সহায়তা করা উচিত।
ধন্যবাদ দাদা আমাদেরকে আবারও সতর্ক করে দেওয়ার জন্য।

দাদা আমাদের কমিউনিটি এবং সবার ভালোর জন্য বেশ দারুন উদ্যোগ নিয়েছেন। এখন থেকে আমাদের সবার উচিত হবে P2P থেকে দূরে থাকা এবং লিগ্যাল ওয়ে ব্যবহার করে দেশের অর্থনৈতিক উন্নয়ন করা। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।

Posted using SteemPro Mobile

এই বিষয়টি নিয়ে আপনি আরো অনেকবার অনেকগুলো পোস্ট করেছিলেন কিন্তু তারপরও দুঃখের বিষয়, এরকম বিষয় বারবার আমাদের সামনে আসছে। এটা ঠিক বলেছেন দাদা নিয়ম প্রত্যেকের জন্যই সমান হবে এবং যে সব পথ আপনি দেখিয়েছেন সেসব পথেই আমরা সব সময় চলার চেষ্টা করব। আপনার ধন্যবাদ দাদা আবার ও এই সতর্কমূলক বার্তাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

p2p থেকে বিরত থাকার জন্য সেই শুরুর দিন থেকেই শুনে আসছি।আমাদের সকলেরই যাওয়া হবে আমাদের এত কষ্টের টাকা যেন ব্লাক টাকায় পরিণত না হয়, সেদিকে আমাদের নিজেদেরই দৃষ্টির রাখা অতীব জরুরী। তথ্যবহুল এবং সতর্কীকরণ পোস্টটি করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দাদা।

এ ব্যাপারে অবশ্যই আমাদের সবাইকে যথেষ্ট মনোযোগী হতে হবে এবং নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে এবং এমন কার্যকলাপ থেকে অবশ্যই নিজেকে দূরে রাখতে হবে। ধন্যবাদ ভাই, সমসাময়িক সময়ে বিষয়টি নিয়ে লেখার জন্য।

খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করেছেন দাদা। অর্থ উত্তোলনের ব্যাপারে আমাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে। সবার উচিত বৈধ উপায় অবলম্বন করে ক্যাশ আউট করা। কারণ অবৈধ উপায় অবলম্বন করলে নিজেরাই একসময় ঝামেলায় পরতে পারি। আশা করি আমাদের কমিউনিটির সবাই এই নিয়ম মেনে চলবে। যাইহোক এতো গুরুত্বপূর্ণ একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

Posted using SteemPro Mobile

This is a great post, it is very important that all transactions related to steems are legal, this way, we can draw in more investors.

Thank you Dada for sharing this with us 😊❤️❤️❤️

ঠিক বলেছেন দাদা।
যাদের সাথে আমাদের লেনদেন হচ্ছে বা হবে, তাদের যদি লিংক আপ কোনো সন্ত্রাসমূলক কাজের সাথে জড়িত থাকে তাহলে কোনো প্রকার অপরাধ না করেও আমরা বড়ধরনের বিপদে পড়ে যেতে পারি। আমাদের কষ্টের উপার্জিত White Money নিমিষেই Black Money তে রুপান্তর হয়ে যাবে।

সবাইকে সতর্ক করার জন্য এবং এই বিষয়ে নতুন নিয়ম করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা। 💞

দাদা আপনি কমিউনিটি সবার ভালোর জন্য বেশ ভালো একটি উদ্যোগ নিয়েছেন। সত্যি আমাদের সবারই উচিত আমাদের টাকা গুলো বৈধ উপায়ে উত্তোলন করা। আপনার আদেশ আমাদের সবারই মেনা চলা উচিত। ধন্যবাদ দাদা উদ্যোগটি নেওয়ার জন্য।

জ্বি দাদা,আমাদের সকলের উচিত নিয়মানুযায়ী কাজ করা,সেটা টাকা উত্তোলনের ক্ষেত্রেও একই ব্যাপার।আর অনেকভাবেই খুব ইজি পন্থা আপনি শিখিয়ে দিয়েছেন।আশা করছি সকলেই রুলস ফলো করবে।

অনলাইন প্লাটফর্মে উপার্জিত টাকা লেনদেনের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ । আমাদের টাকা যদি সন্ত্রাসী কর্মকাণ্ড করা মানুষের সাথে সংযোগ তৈরি হয় তাহলে আমরা বিপদে পড়ে যাব। সেজন্য নিজের থেকে সচেতনতা অবলম্বন করে। এই ধরনের কাছ থেকে বিরত থাকতে হবে । সেটা দাদা শুরু থেকেই বলে আসছে।

প্রিয় দাদা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আমাদের সকলের উচিত P2P Exchange সম্পূর্ণরূপে পরিহার করা। তাই আমি মনে করি সকল ইউজারের উচিত এই পোস্টটি মনোযোগ সহকারে পড়ে আপনার এই গুরুত্বপূর্ণ নির্দেশনা সঠিকভাবে মেনে চলা।

Posted using SteemPro Mobile

মানি লন্ডারিং এর সাথে অনেকগুলো বিষয় জড়িত থাকতে পারে যেমনটি দাদা পোস্টে ব্যাখ্যা করেছেন। অনেক ইলিগ্যাল ফাইন্যান্সিং এর সাথে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেশীয় আইন প্রয়োগকারী সংস্থা একশনে যেতে পারে ও সর্বোপরি কষ্টার্জিত সাদা টাকা সহজেই কালো টাকা হয়ে যাচ্ছে।

আশা করি, সবাই সহজ এই দুই পথ বেছে নিবে যেমনটি দাদা শেয়ার করেছেন। ধন্যবাদ দাদা বিস্তারিত বলার জন্য।

খুবই সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটি পোস্ট শেয়ার করেছেন দাদা ৷ অবশ্যই আপনার নিয়ম গুলো মেনে চালার চেষ্টা করবো ৷ আসলে এসব ব্যাপারে সতর্ক থাকাই ভালো ৷ আপনি সম্পূর্ণ বিষয় অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন ৷ আশা করি সবাই বিষয়টি সবাই বুঝতে পেরেছে এবং মেনে চলার চেষ্টা করবে ৷ আমি অবশ্যই আপনার দিক নিদর্শন গুলো অনুসরণ করবো ৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে

Posted using SteemPro Mobile

দাদা আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি পোস্ট শেয়ার করেছেন। আশা করছি সবাই আরো বেশি সতর্ক হবে এবং নিজের উপার্জিত অর্থ সঠিক উপায়ে তুলবে। আমরা সবাই চেষ্টা করব সঠিক নিয়ম কানুন মেনে চলার। অনেক গুরুত্বপূর্ণ একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি দাদা।

Upvoted! Thank you for supporting witness @jswit.

খুবই গুরুত্বপূর্ণ একটি পোস্ট শেয়ার করেছেন দাদা। আসলে এই দিকনির্দেশনা সবারই পালন করা উচিত।সত্যি বলতে দাদা আমি খুব বেশি প্রয়োজন ব্যতিরেকে স্টিমিট থেকে টাকা তেমন একটা উঠাইওনি।বেশিরভাগই পাওয়ার আপ করেছি আর এখনো কিছু লিকুইড জমিয়ে রেখেছি পাওয়ার আপের জন্য। হয়তো যে কোন মুহূর্তে পাওয়ার আপ করতে পারি । তবে এটা ঠিক বৈধ পন্থা অবলম্বন করে আমাদের সকলেরই উচিত উইথড্র করা। ধন্যবাদ দাদা সবার উদ্দেশ্যে এই পোস্টটি শেয়ার করার জন্য।

অনেক অনেক ধন্যবাদ দাদা, খুবই সতর্কতামূলক একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার এই পোস্ট আমাদের প্রত্যেকটি ইউজারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি আমরা সকলেই আপনার দেয়া নিয়মকানুন ও সঠিক পথ মেনে চলবো। নিঃসন্দেহে আপনার এই পোস্ট আমাদের সকলকেই সতর্ক করতে সহায়তা করবে। আবারও অনেক অনেক ধন্যবাদ দাদা, খুবই গুরুত্বপূর্ণ একটি পোস্ট শেয়ার করার জন্য।

আজ গুরুত্বপূর্ণ একটি পোস্ট করেছেন দাদা।
আমাদের সবার উচিত নিয়ম অনুযায়ী কাজগুলো করা এবং কষ্টার্জিত অর্থ সঠিক উপায়ে বের করা। ইনশাআল্লাহ সবাই নিজ নিজ জায়গা থেকে সচেতন হবে এবং এগিয়ে যাবে। অনেক ধন্যবাদ দাদা সময়োপযোগী একটি পোস্ট উপহার দেয়ার জন্য এবং সবাইকে সতর্ক করার জন্য।

Posted using SteemPro Mobile

দাদা আপনি খুবই গুরত্বপূর্ণ একটি পোস্ট শেয়ার করেছেন।আমরা আরো বেশি সতর্কতা অবলম্বন করতে সক্ষম হবো পোস্টটির মাধ্যমে।সঠিক উপায়ে অর্থ উত্তোলন উচিত সবার ।অবশ্যই আমরা কোনো অবৈধ পন্থা অবলম্বন করবনা যেটা বাংলা ব্লগে নিষিদ্ধ ।ধন্যবাদ দাদা সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

দাদা আপনি আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল ইউজারের এবং সকল স্টিমেট ইউজারের ভালোর জন্য বেশ দারুন একটি পোস্ট আজকে আমাদের মাঝে লিখে শেয়ার করেছেন। ঠিক বলেছেন দাদা আমাদের উপার্জনের টাকাগুলো যদি আমরা বৈধ উপায়ে দেশে নিয়ে আনতে পারি তাহলে আমাদের দেশের অর্থনৈতিক চাকা আরো সমৃদ্ধশালী হবে। আশা করি আমার বাংলা ব্লগের সকল ইউজার আপনার দেখানো পথ অনুসরণ করবে। ধন্যবাদ দাদা এত সুন্দর একটি পোস্ট লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আমার বাংলা ব্লগ সবসময়ই P2p এবং মানি লন্ড‍্যারিং এর বিরুদ্ধে ছিল। আশাকরি ব‍্যাপার টা সবাই বুঝতে পারবে এবং এটা থেকে দূরে থাকবে। আশাকরি আমি নিজেও এটা থেকে দূরে থাকতে পারব। আপনাকে ধন্যবাদ দাদা পূণরায় একবার এটা নিয়ে সতর্ক করে দেওয়ার জন্য।

Posted using SteemPro Mobile

দাদা কথা গুলো মন্দ বলেন নি ৷ আসলেই ঠিক আমরা কাজ যেহেতু সততার সাথে করি ৷ তবে সেই অর্থ টাও যেন সততার সাথে আর্ন করি ৷ আর এটা আমাদের দেশের জন্য উপকার ৷ আর আরেকটা বিষয় দেশের রির্জাভ ভালো থাকে ৷ দাদা খুব গুরুত্বপূর্ণ কথা তুলে ধরেছেন আজকের ব্লগে ৷
অসংখ্য ধন্যবাদ দাদা আমরা এসব নিয়ম মেনে কাজ করবো এমনটাই প্রত্যাশা করি ৷ ভালো থাকবেন দাদা ৷

Posted using SteemPro Mobile

বৈধ উপায়ে টাকা আনলে সেটা একদিকে যেমন দেশের রেমিট্যান্সে অবদান রাখে , দেশের উপকার হয় অন্য দিকে নিজের আয়ের উপর নিজের ও একটা স্যাটিসফেকশন থাকে । সুতরাং মানি লন্ডারিং এর মত অন্যায় পথ অবলম্বন না করে সবার উচিৎ বৈধ উপায়ে ব্যাংকের মাধ্যমে টাকা নিয়ে আসা । ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই ব্যাপারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করার জন্য ।

আমরা যারা আমার বাংলা ব্লগ কমিউনিটির মেম্বার রয়েছি তারা এই বিষয়ে অনেকবার আপনার থেকে শুনেছি এছাড়াও কিভাবে বৈধভাবে টাকা আনা যায় এটা নিয়েও একবার ক্লাস হয়েছে। এরপরেও যদি কোন ভেরিফাইড মেম্বার নিষেধাজ্ঞা অমান্য করে থাকে তাহলে এটা আসলেই অনেক দুঃখজনক। আমার মনে হয় প্রত্যেকটা ইউজারকে এই পোস্টটা পড়া উচিত এবং সবাই সাবধান হয়ে যাওয়া উচিত কারণ আমাদের এত কষ্টের হোয়াইট মানি নিমিষেই কালো টাকা হয়ে যেতে পারে ছোট্ট একটি ভুলের কারণে।

আপনি খুব গুরুত্বপূর্ণ একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করলেন। অনেক ভালো লাগলো বিষয়টি আপনি বিস্তারিত শেয়ার করলেন। P2P বিষয়টি সবার জন্য খুবই ক্ষতিকর। আমাদের সবাইকে P2P থেকে সাবধান করলেন অনেক ভালো হয়েছে দাদা। কারণ একজনে করে নষ্ট সবই দুঃখ পায়। আর আমরা এত কষ্ট করে কাজ করতেছি সেটা লিগ্যালভাবে নিবো। ডিপোজিট আমরা করতে পারি আমাদের নিজেদের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে। সেটা আপনি বেশ ভালই বলছেন ভালো লাগলো শুনে। অনেক ধন্যবাদ দাদা আপনাকে বিস্তারিত বিষয়টি আপনি আমাদের সাথে আলোচনা করলেন।

আসলে এই সম্পর্কে তেমন জানতাম না তবে পোস্ট পড়ে বেশ ভালো বুঝতে পেরেছি।পিটুপি মানেই যে ব্ল্যাক মানি আর এটা করলে যে এই এইনঅসুবিধা তা এই পোস্টের মাধ্যমে জানতে পারলাম।ধন্যবাদ

Posted using SteemPro Mobile

খুবই গুরুত্বপূর্ণ একটি পোস্ট করেছেন দাদা। আপনার এই পোস্ট দেখে অবশ্যই সকালে আরো সতর্ক হবে। আপনি সবসময় এই P2P থেকে আমাদেরকে সতর্ক করেছেন। আশা করি আজকের এই পোস্টটি দেখে সকলে আরো সতর্ক হবে। আমাদের সকলেরই উচিত সঠিকভাবে টাকা উত্তোলন করা আর P2P থেকে দূরে থাকা। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা এত গুরুত্বপূর্ণ একটি পোস্ট করার জন্য।

দাদা, এই ব্যাপারটা নিয়ে যে তুমি অনেকবারই সতর্ক করেছো, সেটা আমাদের প্রত্যেকের ভালোর জন্যই। আমি নিজেও আসলে কখনো চাইবো না যে, বাইরের কারো সাথে P2P Exchange করে ক্রিমিনালের খাতায় নাম লেখাতে। তবে আজকের পর থেকে এই ব্যাপারে আরো অনেক বেশি সতর্ক হয়ে যাব এবং লিগ্যাল ওয়ে ব্যবহার করে নিজের অর্থ উত্তোলন করব। তোমাকে অসংখ্য ধন্যবাদ দাদা, এরকম একটা সতর্কতামূলক পোস্টের মাধ্যেমে আমাদের সচেতন করে দেওয়ার জন্য।

যে বিষয়টি দীর্ঘদিন ধরে কড়া নিষেধাজ্ঞার মধ্যে দিয়ে চলছে তা যদি কেউ করে তাহলে অবশ্যই তাকে কঠিন শাস্তির আয়ত্তায় আসতে হবে। এ বিষয়টি আমরা সবাই জানি। তারপর দাদা এই P2P করার খারাপ দিকগুলো আপনি সুন্দরভাবে আমি তুলে ধরেছেন। আশা করি এই দিক বিবেচনা করেও কেউ আর এরকম কাজ করতে সাহস পাবে না। ধন্যবাদ সব সময় আমাদের কথা চিন্তা করার জন্য।

আমার বাংলা ব্লগ কমিউনিটি একটি পরিবার আর এই পরিবারের বটবৃক্ষ বা কর্তা হল আমাদের সবার প্রিয় @rme দাদা।দাদা এমন একজন মানুষ জিনি আমাদের এই পরিবারের সকলের ভালো-মন্দ,সুখ-দুঃখ নিয়ে সবসময় চিন্তা করেন তার প্রতিফলন আমরা প্রতি মুহূর্তই পেয়ে থাকি।আমাদের যেন কখনো অযাচিত কোন বিপদের সম্মুখীন না হতে হয় এই জন্যই দাদা সব সময় আমাদেরকে সঠিক পরামর্শ এবং সঠিক দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন।আমরা সকলেই দাদার সকল পরামর্শ এবং আজকে যে বিষয়টি আবারও আমাদের সামনে উপস্থাপন করেছেন এটি সঠিকভাবে পালন করে যাওয়া আমাদের দায়িত্ব ও উচিত।

স্টিমিট প্লাটফর্মে কিভাবে নিজের উপার্জন করা অর্থ নিজের হাতে পাওয়া যাবে,সব কিছু এবিবি স্কুলে শিখানোর পরেও কেন মানুষ বেআইনি পন্থা অবলম্বন করে সেটা আমার বুঝে আসে না। তা ছাড়া নিজের টাকা বৈর্ধ ভাবে নিজের একাউন্টে নেওয়াটা কঠিন কিছু নয়। একটু বুঝলে আর চেষ্টা করলেই বিষয়টা সহজ হয়ে যায়। আশা করি সবাই বিষয়টা মেনে চলার চেষ্টা করবে। ধন্যবাদ।

অনেক দিন পর "আমার বাংলা ব্লগে ঢুকলাম। অনেক গুরুত্ব পূর্ণ বিষয়ে কথা বলার জন্য অনেক অনেক ধন্যবাদ।

আসলে দাদা এটি খুবই গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা যেটি এর আগেও কয়েকবার আমাদের মাঝে শেয়ার করেছেন।সত্যি বলতে আমাদের কারোই উচিত নয় এভাবে ট্রানজেকশন করা এবং পিটুপি করা। আশা করছি সবাই এবার থেকে এ নিয়ম মেনে চলবে। ধন্যবাদ দাদা আপনার এবং আপনার ফ্যামিলির সুস্বাস্থ্য কামনা করছি।

অননুমোদিত কারো সাথে লেনদেন করা আসলেই মারাত্মক ঝুঁকির ব্যাপার। আপনার এই পোস্টের পরে আশা করি সকলে সাবধান হয়ে যাবে। আমিও সবাইকে অনুরোধ জানাবো যাতে সবাই বাইনান্সের অনুমোদিত পিটুপি অথবা অন্য কোন মাধ্যম ব্যবহার করে টাকা উঠাবেন। কোনো ইউজারের সাথে যেন আর কেউ কোনো রকম লেনদেন না করে। ধন্যবাদ দাদা এই গুরুত্বপূর্ণ পোস্টের জন্য।

যেটি করলে আমরা নিজেরা তো বটেই সেই সাথে গোটা আমরা বাংলা ব্লগ বিপদে পড়তে পারে সে কাজ থেকে বিরত থাকা উচিত। তাছাড়া অননুমোদিত P2P র ডেকে আনতে পারে সমূহ বিপদ। আর যেখানে অনুমোদিত ভাবে রেমিটেন্স আনার সুযোগ আছে সেখানে অন্য পথ ধরবোই বা কেন। ধন্যবাদ দাদা বিষয়টি নিয়ে আবার আমাদের সাবধান করে দেওয়ার জন্য।

666