কিছু random ফোটোগ্রাফি : স্মৃতির পাতা থেকে - part 02

in hive-129948 •  3 years ago 

বিগত কয়েকদিন নিজের বিজনেসের কাজে বেশ ব্যস্ত থাকার কারণে "কুঞ্জবিহারীর নিকুঞ্জ" নামক হাস্যরস ও কল্পবিজ্ঞানের মিশেল গল্পটি কন্টিনিউ করতে পারছি না । আশা করছি এই সপ্তাহ থেকে আবারো নিয়মিত ভাবে আপডেট দিতে পারবো ।আজকে তাই নিয়ে আসলাম আবারো আর একটি ফোটোগ্রাফি পোস্ট । ফোটোগ্রাফি এক সময় ভালোই করতাম । শখের ফটোগ্রাফার তো তাই ।আমার ভাই আবার কলকাতার একটি নামি ফোটোগ্রাফি ক্লাবের সদস্য । ক্লাব থেকে ওকে একটা আইডি কার্ড দিয়েছি, ওই আইডেন্টিটি কার্ড শো করলে পশ্চিমবঙ্গের যে কোনো স্থানে পুলিশ বা প্রশাসনের স্পেশাল পারমিশন ছাড়াই ফটো তুলতে পারবে । আর প্রতি মাসে একবার করে একটা ম্যাগাজিন বের করে ওই ক্লাব । ওটাও আমাদের বাড়ি নিয়মিতভাবে পাঠায় ।সেই ম্যাগাজিনে আছে দুর্ধর্ষ দুর্ধর্ষ সব ফটোগ্রাফ । আমার ফটোগ্রাফের সাথে তাদের আকাশ পাতাল তফাৎ । কারণ ওঁনাদের প্রায় সবাই প্রফেশনাল ফটোগ্রাফার ।আমার ভাইয়ের দুটো দামি ক্যামেরা আর বেশ কয়েকটি লেন্স আছে, যেমন নাইট মোডে ক্লিয়ার ছবি তোলার জন্য বিশেষ এক ধরণের লেন্স, প্রখর সূর্যালোকে তোলার জন্য এক রকম, কুয়াশা ঢাকা পরিবেশে তুলতে একরকম, ম্যাক্রো ফটো তুলতে একরকম আবার দূরের ছবি তোলার জন্য টেলিফোটো লেন্স । এমন অনেক ধরণের লেন্স । আমি ভয়ে ছুঁই না ও সব । বেশিরভাগ ছবি আমি মোবাইল দিয়ে তুলি, আর না হয় সনির একটা ছোট ডিজিটাল ক্যামেরা আছে; ওটা দিয়েই তুলি ।

তো চলুন আজকে আরো কিছু ছবি শেয়ার করি, আমার ধূসর পুরোনো স্মৃতির অ্যালবাম থেকে । এদের মধ্যে বেশ ক'টি ছবি আমার @royalmacro আইডিতে শেয়ার করেছি এর আগে । অধিকাংশ ছবিই ৪-৫ বছরের পুরোনো ।


নাম না জানা অচেনা ফুলমঞ্জরীর ছবি
আলোকচিত্র তোলার তারিখ : জুলাই, ২০১৭
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


নদীর পাড়ের বালির মধ্যে ঘাস গজিয়েছে
আলোকচিত্র তোলার তারিখ : জুলাই, ২০১৭
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


ঘাসের closed শট
আলোকচিত্র তোলার তারিখ : জুলাই, ২০১৭
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


এক ধরণের আর্থ্রোপোড
আলোকচিত্র তোলার তারিখ : জানুয়ারী , ২০১৭
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


পাটগাছের মাথার closed শট
আলোকচিত্র তোলার তারিখ : জানুয়ারী , ২০১৭
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


শিমের ফুল
আলোকচিত্র তোলার তারিখ : ফেব্রুয়ারি , ২০১৭
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


শসার ছবি
আলোকচিত্র তোলার তারিখ : ফেব্রুয়ারি , ২০১৭
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


ক্ষেতের আলের ধারে ছোট্ট একটি খেঁজুর গাছের চারা
আলোকচিত্র তোলার তারিখ : ফেব্রুয়ারি , ২০১৭
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


নাম না জানা হলুদ ছোট্ট ফুলরাশি
আলোকচিত্র তোলার তারিখ : ফেব্রুয়ারি , ২০১৭
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


কলাগাছ
আলোকচিত্র তোলার তারিখ : ফেব্রুয়ারি , ২০১৭
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


পেয়ারা
আলোকচিত্র তোলার তারিখ : ফেব্রুয়ারি , ২০১৭
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


ক্যামেরা পরিচিতি : SONY
ক্যামেরা মডেল :DSC-W710
ফোকাল লেংথ : ৫ মিমিঃ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

মাথা ভাল থাকলে,ক্যামেরাও ভাল করে ধরে নেয়। সবটাতেই ঠান্ডা মাথা প্রয়োগ প্রয়োজন। কিসের ছবি, তা স্পষ্টই বুঝা যাচ্ছে। স্বাগতম

দাদা অনেক সুন্দর ফটোগ্রাফি করছেন।প্রতিটা ছবিই অসাধারণ হয়ছে। বিশেষ করে প্রথম ছবি এবং দশ নাম্বার ছবিটা অস্থির লাগতেছে।

আপনার ফটোগ্রাফি লেভেল দাদা অনন্য উচ্চতায় রয়েছে। আমার কাছে সবচাইতে ভালো লেগেছে আর্থোপোডা পর্বের প্রাণীর ছবি। অসংখ্য ধন্যবাদ দাদা আমাদের সাথে এমন অসাধারণ ছবিগুলো শেয়ার করার জন্য।

আমি ভয়ে ছুঁই না ও সব ।

হা হা।
ফটোগ্রাফির বেসিক ব্যাপারগুলো সম্বন্ধেও আমার তেমন একটা ধারণা নেই। যারা প্রফেশনাল ফটোগ্রাফার তারা অনেক চমৎকার ফটোগ্রাফি করেন। একেক কাজের জন্য একেক ধরনের লেন্স ব্যবহার করে ফটোগ্রাফি করা হয়! ফটোগ্রাফি ত তাহলে বিশাল ব্যাপার। আমি ত মনে করতাম কেবল একটা ডিএসএলআর বা প্রফেশনাল ক্যামেরা হলেই হয়। আমিও মোবাইল ফোনে ছবি তুলে থাকি একজন আনাড়ি ফটোগ্রাফার হিসেবে। আপনার ছবিগুলো অনেক দুর্দান্ত হয়েছে এবং ফুলের ছবি গুলো খুব ভালো লেগেছে।

দাদা,সত্যি আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি তুলতে পারেন। আপনার ফটোগ্রাফি দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেছি। দাদা,আপনার প্রতিটি ছবি এতো মনমুগ্ধকর কোনটা ফেলে কোনটাকে পছন্দ করব বুঝতে পারছি না। তবে আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর লেগেছে নদীর পাড়ে বালির বুকে সবুজ গাছ গজিয়েছে এই ফটোগ্রাফি টা আমার অনেক অনেক ভালো লেগেছে। দাদা, অসংখ্য ধন্যবাদ। আপনি এত সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন বলে।

রেনডম ফটোগ্রাফি গুলা জাস্ট দুর্দান্ত হয়েছে। বিশেষ করে পাটের মাথা এবং শসার ছবিটি আমার ব্যক্তিগতভাবে অনেক পছন্দ হয়েছে। ছবিগুলো প্রফেশনাল ফটোগ্রাফারের মতো হয়েছে। তবে কিছু কিছু জায়গায় লেন্সের ফোকাস এর প্রবলেম হয়েছে যাই হোক সব মিলিয়ে অনেক ভালো ছিল শুভেচ্ছা রইল আপনার জন্য।

দাদা আমি আপনাকে দেখে মুগ্ধ হই। আপনি এমন একটা মানুষ যার সব কাজে পারদর্শিতা আছে। আমি আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে চাই এবং জীবনে সামনে এগিয়ে যেতে চাই। ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে, বিশেষ করে ফুল মঞ্জুরির ছবিটি।

দাদা আপনি একজন বিশেষ রকমের গুণী ব্যাক্তি। এটা বলার কারণ ও বলছি,
আপনি যে আর্থোপ্রোডা পর্বের প্রাণীটির ছবি তুললেন,ছবিটা দেখে মনে হচ্ছে একটা ম্যাক্রো ফটো তুলার ক্যামেরা দিলে তুলা। এর চেয়েও বড় কথা এই প্রাণীর ছবি তুলা তো দূরে থাক,এর আশেপাশেও যাওয়ার সাহস আমার নেই!
আপনি মহান দাদা। 🙏🙏🙏🙏

মুগ্ধ হয়ে গেলাম দাদা ফটোগ্রাফি দেখে। প্রতিটি ছবি ছিল অসাধারণ।

দাদা, দ্বিতীয় ছবিটি খুবই সুন্দর। অনেক ভালো লাগলো। দারুন উটেছে ছবিগুলো। ভালো থাকুন দাদা

কেন দাদা আপনার ছবি গুলো তো খুবই চমৎকার হয়েছে।মোবাইল দিয়েই যদি এত সুন্দর তোলেন তাহলে ক্যামেরা দিয়ে তুললে কি হবে ভাবতেই পারছি না।আর একটা আরথ্রোপোডার যে ছবি তুলেছেন সেটা এতটা পরিষ্কার হয়েছে যে আমি দেখে ভয় পেয়েছি।অনেক সুন্দর হয়েছে সব গুলো ছবি।আর দাদা সাদা অপরাজিতার ছবিটাও দারুন হয়েছে।ধন্যবাদ আপনাকে।

দাদা আপনি চমৎকার চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মধ্যে শেয়ার করেছেন। সবগুলো ফটোগ্রাফি অসাধারণ ছিল। আর্থ্রোপোড প্রানির ছবি বেশ ভালো লেগেছে।ধন্যবাদ দাদা আমাদের মাঝে আপনার অসাধারণ ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

আমাদের আশে পাশে থাকা খুব সাধারণ বিষয়গুলো খুব সুন্দর ভাবে আপনার ফটোগ্রাফিতে ফুটে উঠেছে। সকল ফটোগ্রাফি প্রকৃতির সৌন্দর্যটাকে আরও বাড়িয়ে তুলেছে। সকল ছবিগুলো যেন নিখুঁত।
ধন্যবাদ দাদা এতো সুন্দর একটা পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ ছিল। সবুজ প্রকৃতির দৃশ্য ও বিভিন্ন ধরনের ফল এবং ফসলের ফটোগ্রাফি আপনার ফটোগ্রাফার এর মাধ্যমে সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। এতো ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

এহ হে, দাদা পোকমাকড়ের ফটোগ্রাফিও করেন দেখছি, আপনার স্মৃতির পাতায় মেলা কিছু আছে । স্মৃতির পাতা হতে আরো ফটোগ্রাফি দেখতে চাই, ভিন্ন ভিন্ন দৃশ্যগুলো বেশ ছিলো। ধন্যবাদ

আপনার ফোন তো দেখছি ডিএসএলআর মতো!! একদম অস্থির ছবি সবগুলো দাদা। খুবই সুন্দর ছবিগুলো। মাঝে মাঝে আমাদের সাথে ফটোগ্রাফি ও শেয়ার করইরেন 🥰

ওয়াও দাদা সেই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। আমার কাছে আরথ্রোপোডা পর্বের প্রাণীর ছবিটা খুব ভালো লেগেছে।তবে আমি এগুলো দেখে একটু ভয় পাই।

দাদা সব গুলি ফটোগ্রাফি সেই ছিল। আর দাদা কে ভাবতাম যে ভালো ছবি তুলে কিন্তু এটা জানা বাকি ছিল যে একজন বড় মাপের ফটোগ্রাফার। যেহেতু অই কার্ড এর এত টা মূল্য তাহলে এটা তো আর যাকে তাকে দিবে না।

image.png

এটা দেখে দাদা একটু কেমন কেমন জানি লাগলো।

এদের বলে Millipede । এরা আরথ্রোপোডা পর্বের প্রাণী ।

❤️❤️❤️🙏🙏❤️❤️

ধন্যবাদ দাদা রিপ্লে করার জন্য।

এক কথায় অসাধারণ সবগুলো ফটোগ্রাফি, আপনার ফটোগ্রাফি সাথে তো আর কারো তুলনা হয়না।নাম না জানা হলুদ ছোট্ট ফুলরাশিগুলো আমার নজর কেড়ে নিয়েছে, আর শশাটি দেখে তো আমার সহ্য হচ্ছে না কারণ শশা আমার অনেক পছন্দের।

দাদা, আপনার ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে সত্যিই অসাধারণ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল দাদা।

খুবই সুন্দর ফটোগ্রাফি করেছেন দাদা। প্রত্যেকটি ছবি দারুন দেখাচ্ছে। কুয়াশায় ভেজা হলুদ ফুল আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে।

অসম্ভব সুন্দর সকল ছবিগুলো।আমি শুধু মুগ্ধ হয়ে দেখি।ক্যামেরার অনেক লেন্স সম্পর্কে জানতে পারলাম।আর আর্থ্রোপোড প্রাণীটিকে গ্রাম্য ভাষায় আমরা কিন্ন বলি।প্রকৃতির মাঝে দুই একটি প্রাণীর ছবি দেখতে ভালোই লাগে।অসংখ্য ধন্যবাদ দাদা সুন্দর মনমুগ্ধকর ছবি আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য।

তবে দাদা 7 নং ছবিটি শ্বেত অপরাজিতা ফুলের।

ভাই ইংরেজিতে একটা কথা আছে-"Old is gold"পুরানাই সোনা।আপনার শেয়ার করা ৪/৫ বছরের পুরাতন ফটোগ্রাফি হলে কি হবে, অনেক সুন্দর এসব ফটোগ্রাফি। ধন্যবাদ আপনাকে সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

দাদা দারুন সব ছবি তুলেছেন । বিশেষ করে আর্থ্রোপোড এর ছবিটি একটি ভিন্নধর্মী ছবি । আমাদের এখানে ওটাকে কেরা বলে সবাই চেনে। প্রচুর পরিমানে ওগুলো এখানে আছে। অনেকে বলে এটা দেখেই নাকি ট্রেন আবিস্কার হয়েছে। বিভিন্ন সাইজের। আপনার স্মৃতির পাতার ছবি গুলি সবগুলোই খুবি সুন্দর । ভাল লেগেছে। ভাল থাকবেন দাদা ।

প্রাণবন্ত ও জীবন্ত। শিমের ফুলের ছবিটা সবচেয়ে বেশি ভালো লেগেছে । তাছাড়া সব ফটো গুলোই সুন্দর। শুভেচ্ছা রইল আপনার জন্য।

দাদা আপনার সবগুলো ছবিই অসম্ভব সুন্দর হয়েছে। ১ ম ছবিটি আর শিমফুলের ছবিটি আমার খুব ভালো লেগেছে। ছবিগুলো দেখলেই বোঝা যায় আপনি প্রকৃতিপ্রেমী।আপনাকে অনেক ধন্যবাদ এতো সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল ।

আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে দাদা।বিশেষ করে আমার কাছে খেজুর গাছের চারার ছবিটি এবং কলাগাছের ছবিটি খুব ভালো লেগেছে। ধন্যবাদ দাদা আপনাকে এমন সুন্দর ছবি আমাদের সাথে শেয়ার করার জন্য। শুভ কামনা রইল আপনার জন্য দাদা।

খুবই সুন্দর ফটোগ্রাফি করেছেন ফটোগ্রাফি গুলো দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি। ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে বিশেষ করে আমার কাছে শসার ফটোগ্রাফিটি অনেক ভাল লেগেছে কারণ এই শসা গাছ আমারও রয়েছে। আমি শসা খেতেও পছন্দ করি।এবং সিমের ফুলের ফটোগ্রাফিটি অসাধারণ লেগেছে, আমার খুবই ভালো লেগেছে। খুবই সুন্দরভাবে ফটোগ্রাফি করেছেন আপনার প্রশংসা করতেই হবে।শুভেচ্ছা রইলো।

দাদা ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। দাদা আপনি শখের ফটোগ্রাফার হয়েও প্রফেশনালদের মতো ফটোগ্রাফি করেছেন । প্রত্যেকটি ফটো তোলা খুবি সুন্দর হয়েছে। ধন্যবাদ দাদা আপনাকে এত সুন্দর সুন্দর প্রকৃতির ছবি আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

অনেক অনেক সুন্দর হয়েছে ছবিগুলো ।বিশেষ করে ছিমের ফুল শশা কলার গাছের ছবিগুলো দেখলে দিল খুশ হয়ে যায় ।ধন্যবাদ দাদা এতোসুন্দর ছবি শেয়ার করার জন্য।

দাদা, আমি দেখলাম আপনার ছবি গুলো 2017 সালের, আজ থেকে প্রায় পাঁচ বছর আগের ছবি। বিশ্বাস করেন দাদা, ছবি দেখে মনে হচ্ছে কিছুক্ষণ আগের তোলা ছবি। আমি ছবি গুলো দেখে পুরাই মুগ্ধ।
অসাধারণ অসাধারণ। দাদা সত্যিই আপনি গ্রেড। অনেক ধন্যবাদ আপনাকে।

নাম না জানা হলুদ ফুলরাশি যেটা বলেছেন অইটা কে আমরা আমাদের ভাষায় শরিষাফুল বলি দাদা। এটা কে আমাদের এলাকায় শরিষাফুল নামে চিনে। আপনার ফটোগুলো খুবুই সুন্দর।

দাদা প্রতিটা ছবি দেখলাম অনেক সুন্দর লাগলো। আপনি অনেক ভালো ফটোগ্রাফি করেন
দাদা আর্থোপোড ওইটাকে আমাদের এলাকায় কেন্ন বলে ডাকে।

বাহ্ দাদা
বাহ্
কি চমৎকার ফটোগ্রাফি গুলো আপনার যেন জীবন্ত ফটোগ্রাফি প্রতিটি ছবি আপনার আমার কাছে খুবই খুবই খুবই ভালো লেগেছে যা বলার অপেক্ষা রাখে না।

কোনটা ছেড়ে কোনটা ছবির কথা বলব প্রত্যেকটা ছবি অসাধারণ হয়েছে দাদা শুভ কামনা আপনার জন্য♥