কিছু random ফোটোগ্রাফি : স্মৃতির পাতা থেকে - part 05 (Nature & Flower Photography)

in hive-129948 •  3 years ago  (edited)

আবারো হাজির হলাম "স্মৃতির পাতা থেকে"-র আরো একটি এপিসোড নিয়ে আপনাদের সামনে । আজকের বিষয় : ফুল ও প্রকৃতি । আসলে প্রকৃতির সান্নিধ্য আমি ভীষণভাবে উপভোগ করি । আর ফুলের কথা কি আর বলবো । দুনিয়ার মধ্যে সব চাইতে সৌন্দর্য্যের ও পবিত্রতার প্রতিরূপ হলো এই ফুল । কিন্তু, দুঃখের বিষয় ফুল আমার খুবই ভালো লাগা সত্ত্বেও প্রায় অধিকাংশ ফুলের নাম আমি জানি না । ভাবছি এখন থেকে এ ব্যাপারে একটু টুকটাক জ্ঞান আহরণ করা শুরু করলে কেমন হয় । প্রকৃতির মধ্যে আমার সব চাইতে প্রিয় হলো বন-জঙ্গল আর নদী । ঘন্টার পর ঘন্টা নদীর ঘাটে কাটানো কিংবা জঙ্গুলে জায়গায় টো টো ঘুরে বেড়ানোর মধ্যে সত্যি দারুন একটা মজা আছে । দারুন এনজয় করে থাকি আমি এগুলোকে ।

তো আর বাড়তি কথা না বাড়িয়ে চলুন আজকের ফোটোগ্রাফি পোস্টের ছবিগুলি দেখি । কেমন হয়েছে জানাতে ভুলবেন না যেন ।

বি: দ্রঃ এদের মধ্যে বেশ ক'টি ছবি আমার @royalmacro আইডিতে শেয়ার করেছি এর আগে । অধিকাংশ ছবিই ৩-৪ বছরের পুরোনো ।


গোধূলি বেলায় গঙ্গার ঘাটে
আলোকচিত্র তোলার তারিখ : জানুয়ারী, ২০১৮
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


নাম টাম জানি না, কিন্তু দেখতে বেশ ফুলটি
আলোকচিত্র তোলার তারিখ : জানুয়ারী, ২০১৮
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


পাতার রঙের সাথে প্রায় মিশে গেছে পোকাটি
আলোকচিত্র তোলার তারিখ : মার্চ, ২০১৮
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


না ফোটা কুমড়ো ফুল
আলোকচিত্র তোলার তারিখ : মার্চ, ২০১৮
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


গোধূলি বেলায় গঙ্গার ঘাটে, ব্যারাকপুরের গান্ধী ঘাট
আলোকচিত্র তোলার তারিখ : জানুয়ারী, ২০১৮
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


লেটুস পাতার মতো দেখতে অদ্ভুত দর্শন এই ফুলটি
আলোকচিত্র তোলার তারিখ : এপ্রিল, ২০১৮
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


লাল-গোলাপি মিশেল, দেখতে সত্যি দারুন এই ফুলটি
আলোকচিত্র তোলার তারিখ : এপ্রিল, ২০১৮
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


সাদা রঙের বেগনভিলিয়া (কাগুজে ফুল )
আলোকচিত্র তোলার তারিখ : এপ্রিল, ২০১৮
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


গোলাপি রঙের বেগনভিলিয়া (কাগুজে ফুল )
আলোকচিত্র তোলার তারিখ : এপ্রিল, ২০১৮
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


কি ফুল ? কেউ কি এর নাম জানেন ?
আলোকচিত্র তোলার তারিখ : এপ্রিল, ২০১৮
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


ক্যামেরা পরিচিতি : SONY
ক্যামেরা মডেল :DSC-W710
ফোকাল লেংথ : ৫ মিমিঃ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

দাদা আপনি বললেন আপনি ফুলের নাম জানেন না। আর এখন দেখি আপনি ফুলের বিশেষজ্ঞ। আপনি যদি কোন ওয়ার্ল্ড ফোটোগ্রাফির অনুষ্ঠানে অংশগ্রহণ করেন আপনি অবশ্যই স্বর্ণের মেডেল পাবেন। কারন আপনার ফটোগ্রাফি গুলো সেই লেভেলের। আর আপনি কখনো জঙ্গলে জঙ্গলে টোটো করে ঘুরে বেড়িয়েছেন কিনা আমি জানিনা। তবে আমি অনেক ঘুরে বেরিয়েছি বন জঙ্গলের ফল পাকরা পশুপাখি সবকিছুর সাথে সারাটি দিন কেটে যেত আমার। আমার সেইসব মনে পড়লে এখনও হৃদয় কাঁদে কি সুন্দর দিন গুলো হারিয়ে ফেলেছি। আবার এমনও দিন কেটেছে বাঁশবাগানে বাসের তিরমুনি তে হাওয়ার সাথে দুলছি পাখি ধরার জন্য। সত্যি দাদা ছবিগুলো পুরনো হলেও খুবই সুন্দর চোখ জুড়ানোর মতো। আর আপনার লেখার প্রশংসা করতে হয়। আপনি অনেক সুন্দর করে লিখেন। আপনার জন্য শুভেচ্ছা রইল দাদা।

고민

দাদা আপনার স্মৃতির পাতা থেকে আজকের নেওয়া ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর। বরাবরই আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়ে থাকে। প্রত্যেকটা ফটোগ্রাফি যেন মন ছুয়ে যাওয়ার মত। ১ ও ২ ফুলটি এর আগে আমি কখনো দেখেছি কি না মনে নেই। তবে দেখি নাই মনে হয়। দাদা শুভেচ্ছা রইল আপনার জন্য।

top

nice pictures

সত্যিই দাদা খুবই চমৎকার ফটোগ্রাফি করেছেন। মনে হচ্ছে প্রফেশনাল ফটোগ্রাফি। সত্যিই আপনার ফটোগ্রাফি গুলো অনেক দক্ষতার সাথে করেছেন যা প্রফেশনাল এর চেয়েও বেটার বেটার মনে হয়েছে আমার কাছে।
আগামীতে আরও ভাল ভাল ফটোগ্রাফি আপনার কাছে প্রত্যাশা রেখে আজকের মত এখানেই♥♥

আমার ও একই অবস্থা দাদা, ফুল অনেক ভালো লাগে কিন্তু ফুলের নাম জানিনা।
দাদা এই বেগুনি রং এর ফুলটি আমি আজকেই প্রথম দেখলাম, আর কোনোদিন ও কোথাও দেখিনি এর আগে। ছবিগুলো আশ্চর্যরকম এর সুন্দর লাগছে আমার কাছে। আর ওই গৌধুলী লগ্নের ছবিটা একদম কল্পনার রাজ্যের কোনো এক অংশ এর মতো লাগছে। আপনি সবেতেই ফার্স্টক্লাশ দাদা একদম।

এক কথায় অসাধারণ দাদা

দাদা প্রথম ছবিটা একদম বাঁধিয়ে রাখার মত সত্যি। সব কটা ছবিই সুন্দর। তবে লেটুস পাতার মতো দেখতে যেই ছবি শেয়ার করেছেন ওই ফুলটা ভীষণই গর্জিয়াস লাগছে।

খুবই সুন্দর ফটোগ্রাফি করেছেন। সকল ফটোগ্রাফিগুলো আমার অনেক ভালো লেগেছে। নদীর পাড়ে বিকেল বেলার ফটোগ্রাফিগুলো অসাধারন ছিল। আমার এই নদীর পাড়ে ছবিগুলো খুবই ভালো লেগেছে তারপরে ফুলের ফটোগ্রাফি গুলো অসাধারণ খুবই সুন্দর হয়েছে। একজন প্রফেশনাল ফটোগ্রাফারের মতো আপনার ফটোগ্রাফি হয়েছে। খুবই সুন্দর লেগেছে আমার।

চমৎকার দাদা! আপনার ফটোগ্রাফি কোন তুলনা হয় না। সুন্দর প্রাকৃতিক পরিবেশের সাথে মনোরম ফুলের দৃশ্যের যে কম্বিনেশন ফুটিয়ে তুলেছেন তা অসাধারণ লেগেছে।

গঙ্গার ধারের ছবি গুলো বেশি সুন্দর লাগছে । তবে ফুলের ছবি গুলোও অনেক সুন্দর। ধন্যবাদ শেয়ার করার জন্য। শুভেচ্ছা রইল আপনার জন্য।

বরাবরের মতো চমৎকার সব ফটোগ্রাফি, আপনার বেগুনি রংয়ের প্রথম ফুলটি আমি দেখেছি সম্ভবত এই ফুলটিকে মে পপ বলা হয়।আর শেষের ফুলটিও পরিচিত মনে হচ্ছে, এই ফুলটিকে মনে হয় ব্রাশ ফ্লাওয়ার বলা হয়, বাংলাদেশ দেখেছি এই ফুলটি।আপনার ফটোগ্রাফির পোস্টগুলি সত্যিই খুবই উপভোগ করি।

আপনার আলোকচিত্র গুলো অসাধারণ হয়েছে। আপনি খুব সুন্দর করে ছবি তুলেছেন।

আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই।

beautiful photos

পৃথিবীতে ফুলকে ভালোবাসে না এমন লোক খুঁজে পাওয়া মুসকিল।একমাত্র বুদ্ধিপ্রতিবন্দী ছাড়া ছাড়া সবাই আমরা ফুলকে ভালোবাসি।
ফুল তো ফুলেই বেশি নাম জেনে লাভ কি?
সাধারন যেফুলগুলো নাম আমরা জানি তাতে যথেষ্ট।
ভাই আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে ভাগ করার জন্য।

দাদা প্রথম ফুলটি রাখিপূর্ণিমায় ফোটে ও রাখির মতো দেখতে বলে এর নাম (রাখিফুল বা ঝুমকো লতা ফুল),চার নম্বরের ফুলটির নাম (করবী ফুল) এবং একদম শেষ ফুলটির নাম (মে ফুল বা ফুটবল লিলি ফুল)।

প্রত্যেকটি ছবিই মন ছোয়াঁনো।আসলে নদীর দৃশ্য দেখতে কার না ভালো লাগে।তবে গোধূলি বেলার দৃশ্য সূর্য অস্ত যাওয়ার ছবি,মাঝির নৌকা বেয়ে চলা সবগুলো ছবিই ভীষণ দক্ষতার সঙ্গে ক্যামেরাবন্দি করা হয়েছে।যেটি আমার ভীষণ ভালো লেগেছে।অনেক ধন্যবাদ দাদা।

দাদা আপনার ফটোগ্রাফি বরাবরই খুব ভালো হয়। আজকের ফটোগ্রাফি গুলোও তার ব্যতিক্রম নয়। প্রতিটি ছবি খুব সুন্দর হয়েছে। আপনার প্রথম ফুলটি এই প্রথম আমিও দেখলাম। আপনার লাস্টের ফুলটির নাম খুব সম্ভবত মে ফুল। প্রতি বছর মে মাসে একবার এই ফুলটি ফোটে। আমাদের বাসায় একটা ছিল। ধন্যবাদ দাদা নতুন নতুন কিছু ফুলের ছবি আমাদের সাথে শেয়ার করার জন্য।। আপনার পরবর্তী ফটোগ্রাফি অপেক্ষায় রইলাম।

দাদা আপনার হৃদয়ের পাতা থেকে নেওয়া ফটোগ্রাফি গুলো অনেক ভারি মিষ্টি হয়েছে।আমার কাছে সব গুলো ছবি ভালো লাগছে দাদা।আপনার জন্য শুভ কামনা রইল দাদা।

অসাধারণ হয়েছে আপনার ফটোগ্রাফি। আমার কাছে খুবই ভালো লেগেছে। বিশেষ করে ১ম ফটোটা

দাদা,আপনি খুবই সুন্দর ফটোগ্রাফি করেন। দাদা, আপনার ফটোগ্রাফি গুলো আমার খুবই পছন্দের।যখন আপনি পোস্ট করেন তখন বোঝেনি যে আপনি কোন কিছুর ফটোগ্রাফি দিবেন ।আজকে আমার খুবই পছন্দের ফটোগ্রাফি আপনি দিয়েছেন। ফুল আমি খুবই পছন্দ করি এটা যে কোনো ফুল হোক না কেন। দাদা, আপনার এই ফুলের ফটোগ্রাফি মধ্যে এই ফটোগ্রাফি টা খুবই ভালো লেগেছে খুবই ভালো লেগেছে
লেটুস পাতার মতো অদ্ভুত এই ফুলটি।
ধন্যবাদ দাদা, এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন

দাদা প্রথম দৃশ্যটা দেখেই মুগ্ধ হয়ে গেলাম, জাষ্ট অসাম শট।
আপনার ফটোগ্রাফিগুলো সত্যি দারুণ হয়, তবে সবুজ পাতার উপর সবুজ রং এর পোকাটি দেখে গা সিউরে উঠেছে। ফুলের দৃশ্যগুলোও অনেক সুন্দর ক্যাপচার করেছেন। ধন্যবাদ

গোধূলিবেলার গাঙ্গের ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে দাদা। পাশাপাশি বর্ণনাগুলো হয়েছে দারুন। দাদা আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।

অসাধারন ছিলো, সত্যিই খুব সুন্দর হইছে দাদা।

দাদা আমিও আপনার মত অধিকাংশের বেশি ফুলের নাম জানিনা। কিন্তু ফুল আমার খুবই খুবই পছন্দের। দাদা সবার শেষের ফুলের ফটোগ্রাফিটি দেখে মনে হচ্ছে এটি রঙ্গন ফুল। রঙ্গন ফুলটি সবেমাত্র ফোটা শুরু করেছে। দাদা আপনার প্রতিটি ফটোগ্রাফি সবসময়ই অসাধারণ সুন্দর হয় যা নতুন করে বলার কিছু নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা এতটা সুন্দর ও মনমুগ্ধকর প্রকৃতি এবং ফুলের ছবি আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য দাদা।

  ·  3 years ago (edited)

বাহ দাদা বাহ,,, কিছু বলার ভাষা হারিয়ে ফেলছি বোধ হয়, প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ,,,, এত সুন্দর ফটোগ্রাফি কিভাবে হতে পারে। যে ফুলটির নাম দাদা জিজ্ঞাসা করেছেন সে ফুলটি আমি দেখেছি কিন্তু সেটার নাম আমি জানিনা। প্রতিটি ফটোগ্রাফি দেখার মত। দেখে চোখ ফেরানো যায় না।
অনেক সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলো করেছেন দাদা,,, অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ফাউন্ডারের পোস্ট বলে কথা। এ পোস্টে মন্তব্য করার কি যোগ্যতাই বা আছে আমার । ছবি ও লেখা দেখে মনে হচ্ছে,এই পোস্টটি কোন অভিজ্ঞ লোকের হতে পারে। সুদৃষ্টির আশায়....

Lovely diary from.your side keep posting @deepak94

খুব সুন্দর, আমি এটা দেখতে ভালোবাসি এবং বিভিন্ন রঙের ফুল খুব সুন্দর

প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ হয়েছে দাদা। প্রথমের ফটোগ্রাফিটি আমার বেশি ভাল লেগেছে। গোধূলি বেলায় আবছা আলো-আঁধারির খেলার মধ্যে প্রকৃতি নতুন রূপ ধারণ করেছে। গোধূলি বেলার ফটোগ্রাফিগুলো অনেক সুন্দর হয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ফুল গুলোর ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ফুল যেন প্রকৃতির অপরূপ দান। ফুলের সৌন্দর্য দেখলে মন আনন্দে ভরে যায়। প্রতিটি ফুলের ফটোগ্রাফি দেখে মনে হচ্ছে যেন জীবন্ত ফুল দেখছি। সবকিছু মিলিয়ে অসাধারণ হয়েছে। এই সুন্দর সুন্দর ফটোগ্রাফিগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দাদা।

প্রথম যে বেগুনি রঙের ফুলের ছবি দেখে মুগ্ধ হলাম

image.png

ফুলের নামঃ স্কাডক্সাস মাল্টিফ্লোরাস।

গাছের নামঃ বাল্ব।

ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে দাদা সব দেখার মত। অসংখ্য ধন্যবাদ আপনাকে দাদা, অনেক সুন্দর সুন্দর ফুলের ছবি আমাদেরকে উপহার দেওয়ার জন্য।

এক কথায় অসাধারণ সবগুলো ফটোগ্রাফি। আপনার পূর্বের ফটোগ্রাফিগুলোর মত এখানেও সেই অভিজ্ঞতা দেখা যাচ্ছে। এক্সপার্ট ফটোগ্রাফার বা প্রফেশনাল ফটোগ্রাফার আপনি দাদা। অনেক অনেক সুন্দর ফটোগ্রাফি করেন। ধন্যবাদ রইল এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

আপনার ছবিগুলো অনেক সুন্দর দেখতে। আপনি ঠিকই বলেছেন নদীর ঘাট এবং বন জঙ্গলে ঘুরাঘুরি করা অনেক রোমাঞ্চকর একটা বিষয়। তবে সব থেকে ভালো লাগে নদীর ঘাটে বসে বন্ধুদের সাথে আড্ডা দেয়া। আর আপনার নদীর ঘাটে তোলা ছবিগুলো এতটাই সুন্দর হয়েছে যে বলে বোঝাতে পারবো না।

আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

ব্যারাকপুরের গান্ধী ঘাট এর ছবিগুলো অনেক চমৎকার লাগছিলো বিশেষ করে প্রথম ছবিটি যেখানে সামনেই সুন্দর ছাদ থেকে উপভোগ করার সুযোগ রয়েছে। ধন্যবাদ চমৎকার কিছু ছবি আমাদের মাঝে শেয়ার করার জন্য।