কিছু random ফোটোগ্রাফি : স্মৃতির পাতা থেকে - part 08

in hive-129948 •  3 years ago 

তিনদিন পরে আবারো চলে এলাম "স্মৃতির পাতা থেকে" সিরিজ ফোটোগ্রাফি পোস্টের অষ্টম এপিসোড নিয়ে । এই এপিসোডটা নানান ধরণের ফোটো নিয়ে সাজানো হয়েছে । কিছু ছেলেমানুষি পোস্টও শেয়ার করছি আজকে ।

বি: দ্রঃ এদের মধ্যে বেশ ক'টি ছবি আমার @royalmacro আইডিতে শেয়ার করেছি এর আগে । অধিকাংশ ছবিই ৩-৪ বছরের পুরোনো ।


কলকাতার আলিপুর চিড়িয়াখানায় তোলা জিরাফের ফটোগ্রাফ
আলোকচিত্র তোলার তারিখ : ফেব্রুয়ারী , ২০১৭
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


ইন্ডিয়ান মন্দিরের বহির্ভাগ
আলোকচিত্র তোলার তারিখ : ফেব্রুয়ারী , ২০১৭
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


উড়িষ্যার সমুদ্রের তীরবর্তী একটি জঙ্গলের বাইরে পাথরে ভর্তি সমুদ্র বেলা
আলোকচিত্র তোলার তারিখ : ডিসেম্বর , ২০১৭
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


ভিক্টোরিয়া মেমোরিয়াল
আলোকচিত্র তোলার তারিখ : ফেব্রুয়ারী , ২০১৭
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


সমুদ্রতীরে বালি দিয়ে ভাস্কর্য নির্মাণ চলছে
আলোকচিত্র তোলার তারিখ : ডিসেম্বর , ২০১৭
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


উড়িষ্যার সমুদ্রের একটি পাথরে ভর্তি তীরে পাথর সরানোর কাজ চলছে
আলোকচিত্র তোলার তারিখ : ডিসেম্বর , ২০১৭
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


সমুদ্রতটে বালি খুঁড়ে জল বের করার একটা আলাদা মজা রয়েছে
আলোকচিত্র তোলার তারিখ : ডিসেম্বর , ২০১৭
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


ক্যামেরা পরিচিতি : SONY
ক্যামেরা মডেল :DSC-W710
ফোকাল লেংথ : ৫ মিমিঃ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

17 years ago visited the Victoria memorial with my Dad and my youngest. That was so excited.

Click and join the chat
🚀🚀🚀
https://bit.ly/31aOmeR

@rme দাদা ছবি গুলো ৩-৪ বছরের পুরানো হলেও ছবি গুলো বর্তমান সময়ের ছবির চেয়েও খুবই সুন্দর।
সমুদ্রতীরে বালি দিয়ে ভাস্কর্য নির্মাণ দেকে আমার ছোট বেলার কথা মনে পরেগেল! ছোট বেলায় পদ্মা নদীর তীরে বসে অনেক কিছু বানাতাম এমন বালু দিয়ে। ধন্যবাদ দাদা! আমাদের সাথে আপনার পুরানো দিনের সুন্দর মুহূর্ত গুলো শেয়ার করার জন্য।

আপনার মধ্যে সত্যিই একটা ছেলে মানুষী ব্যাপার আছে দাদা। যা আমাদের সকলেরই পছন্দ এটাই আমি মনে করি। আপনার কাজ গুলো দেখলেই বুঝা যায় আসলে আপনার মনটা কতটা পরিষ্কার কারণ খুব জটিল মনের মানুষেরা কখনো এত সহজ-সরল কাজগুলো কখনোই করবেনা। অথবা তাদের মনে আনন্দটাও কম থাকে।ভিক্টোরিয়া মেমোরিয়াল টা দেখে খুব সুন্দর লাগছে। একদম রাজপ্রাসাদের মতোই দেখতে। আপনার প্রত্যেকটা ছবি আমার কাছে খুবই সুন্দর লাগে দাদা ।

দাদা অনেক অনেক সুন্দর দিন কাটিয়েছিলেন বোঝায় যাচ্ছে। সব থেকে ভালো লাগছে বালি হাঁস বানানোর ব্যাপারটা। প্রতিটি ছবি মনোমুগ্ধকর দাদা।

দাদা এর আগে তো আমি আপনাকে কখনো দেখিনি। আজকেই আমি আপনাকে প্রথম দেখলাম।আজকে বিশ্বাস হলো যে আপনি কথাবার্তাতেই না, আসলেই ছেলে মানুষী স্বভাব পছন্দ করেন।
ছেলে মানুষ করা মানুষগুলোর মন বেশি ভালো হয়। আপনার মনটাও স্বচ্ছ পানির ন্যায় পরিষ্কার। আমাদের সকলের সাথে আপনার মজার মূহুর্ত শেয়ার করাতে খুব খুশি হলাম।

দাদা খুব সুন্দর ছবি তুলেছেন.ধন্যবাদ আপনাকে

দাদা আপনার ফটোগ্রাফি বরাবরই খুব সুন্দর হয়। আমার কাছে আপনার ফটোগ্রাফি গুলো খুবই ভালো লাগে । প্রতিটি ছবির নিচে আপনি জায়গার বর্ণনা দিয়েছেন যেটি খুবই আকর্ষনীয় ছিল ।সমুদ্র তীরে ভাস্কর্য টি দারুন তৈরি করেছেন।দাদা বালুতে বসা কি আপনি?জানতে ইচ্ছে করছে।ধন্যবাদ আপনাকে।

প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ হয়েছে দাদা। বিশেষ করে পাথরের ফটোগ্রাফিগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। এছাড়া বালি খুঁড়ে জল বের করার ফটোগ্রাফিটি আমার কাছে খুবই ভালো লেগেছে। এই সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি দাদা।

"সমুদ্রতীরে বালি দিয়ে ভাস্কর্য নির্মাণ চলছে" সুন্দর বানিয়েছেন ভাই । বাকিসব ফটোগ্রাফি গুলোই সুন্দর। শুভেচ্ছা রইল আপনার জন্য।

প্রতিটি ছবিই অসাধারণ হয়েছে দাদা। জিরাফটা দেখতে খুব সুন্দর লাগছে ।বিশেষ করে সমুদ্রতীরে বালি দিয়ে যে ভাস্কর্য তৈরি করেছেন সত্যিই খুবই সুন্দর হয়েছে ভাস্কর্যটি। বালি দিয়ে এত সুন্দর ভাস্কর্য বানানো যায় চিন্তাই করতে পারিনি এটা আপনার দ্বারাই সম্ভব। আর পাথর এর ছবিগুলো দেখে মনে হচ্ছে পাথরের উপর যেযে একটু বসি। এককথায় প্রত্যেকটি ছবি অপূর্ব। অনেক ধন্যবাদ দাদা আপনাকে সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

বাহ পরিবেশটি আশ্চর্যজনক প্রাকৃতিক সৌন্দর্য, আমার ভাই শটগুলি খুব ভাল এবং খুব নিখুঁত, এটি সত্যিই আশ্চর্যজনক এবং আমি প্রথমবারের মতো এত সুন্দর পরিবেশ দেখছি।

ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ

দাদা আপনি যে খুব ভালো ছবি তুলতে পারেন তাতে কোন সন্দেহ নেই। তিন-চার বছর আগে এত সুন্দর ছবি তুলতেন তাহলে এখন কেমন হবে? এখনকার ছবিগুলো তো আরো সুন্দর হয়ে থাকে। এ পোষ্টের ৫ নাম্বার ছবিটা আমার খুব ভালো লেগেছে। ধন্যবাদ দাদা আমাদের সাথে পুরানো দিনের সুন্দর মুহূর্ত গুলো শেয়ার করার জন্য। দাদা আপনার দীর্ঘ হায়াত কামনা করি

অসাধারণ সব চিন্তা ভাবনা আপনার দাদা
সেটা বলতে হবে 🙏👌❣️

আপনি চারিত্রিক দিক দিয়ে যেমন সরল প্রকৃতির
আপনার কাজের মধ্যেও সেটা ফুটে ওঠে 🥰

ছবিগুলা আমার কাছে খুব ভালো লেগেছে
আপনার জন্য অফুরান ভালবাসা রইলো দাদা ❣️❣️❣️❣️❣️

দাদা আপনার তোলা ছবিগুলো খুব অসাধারণ হয়েছে। দাদা আমি আপনাকে কখনো দেখি নি ছবিতে দেখা যাচ্ছে যিনি তিনি মনে হয় আপনি হবেন। যেখানে থাকেন সৃষ্টিকর্তা যেন আপনাকে ভালো রাখে আশা রাখছি।

সুন্দর ছবি 🤩🤩🤩

আপনার তোলা ছবিগুলো খুব সুন্দর ও মনোরম হয়েছে। শেষ করে আপনার হাতের বানানো ভাস্কর্যটি দেখতে খুব চমকপ্রদ লাগছে। ধীরে ধীরে আমি আপনার ফটোগ্রাফির বিশাল বড় ফ্যান হয়ে যাচ্ছি। 😍

দাদা, ছবিগুলো কয়েক বছরের পুরনো হলেও দেখতে অসাধারণ লাগছে।। বিশেষ করে সমুদ্রতীরে বালু দিয়ে ভাস্কর্য নির্মাণ অসাধারণ সুন্দর লেগেছে আমার কাছে। দাদা আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

দাদা ছেলে মানুষি বলুন আর যাই বলুন ছবিগুলো অসম্ভব সুন্দর ছিল ♥️
বিশেষ করে বালির ভাষ্কর্য তৈরি ছবিটি হৃদয় ছুঁয়ে গেছে। আপনাকে মনে হলো আরো কাছে থেকে দেখতে পেলাম। অনেক অনেক শুভকামনা রইল দাদা।

দাদা ছেলেমানুষি পোস্ট গুলোই সব থেকে বেশি ভালো লেগেছে। সমুদ্রতীরে বালি দিয়ে হাঁস বানানো এবং বালি খুঁড়ে সমুদ্রের পানি তোলার ব্যাপার গুলোর মধ্যে সত্যিই অনেক আনন্দ ও ছেলেমানুষি লুকিয়ে রয়েছে। দাদা আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি সবসময় অনেক সুন্দর ও মনমুগ্ধকর হয়। ফটোগ্রাফি গুলো দেখে খুব বিনোদন পেলাম। দাদা আপনার পরবর্তী রেনডম ফটোগ্রাফির জন্য অপেক্ষায় রইলাম। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য আমাদের সবার প্রিয় দাদা।

Beautiful post from your side .
The picture is also good
@affable
@deepak94

আপনার প্রত্যেকটি ছবি অসাধারণ সুন্দর হয়েছে দাদা।আমরা অনেকেই যে স্থাপনাগুলো দেখতে পাই নি আজ সেগুলো চোখের সামনে ধরা পড়েছে।অনেক সুন্দর সুন্দর জায়গার ছবি আপনি তুলে ধরেছেন। তাছাড়া আপনাকেও মনে হয় আমি আজকে প্রথম দেখতে পেলাম। আপনার জন্য প্রাণ থেকে আশির্বাদ করি।আপনার আগামীটা যেন আরও পরিপূর্ণ হয়। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করার জন্য।

সবগুলো ছবি অসাধারণ হয়েছে।আর জায়গা গুলো দেখে আমার খুব ভালো লেগেছে আসলেই এমন জায়গাগুলোতে ঘুরতে গেলে মন অনেক ভাল হয়ে যায়। এমন জায়গায় ঘুরতে যেতে হলে ভাগ্য লাগে। অনেক সুন্দর করে সবগুলো ছবি উপস্থাপন করছেন দাদা।

random ফোটোগ্রাফি : স্মৃতির পাতা থেকে এ পর্বে সব ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। তন্মধ্যে সমুদ্র তীরে বালি দিয়ে হাঁসের ভাস্কর্য তৈরির ফটোগ্রাফিটি আমার খুব পছন্দ হয়েছে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।

দাদা, যখনই আমি আপনার পোস্ট দেখি তখন বলার মত আমার কিছু থাকেনা। দারুণ কিছু ছবি নিয়ে পোস্ট করেন আপনি, দাদা আপনার এই ছেলে মানুষি কিন্তু অসাধারণ লাগে, দারুন করে হাস তৈরি করছিলেন। অনেক ভাল লাগলো আজকের পোস্টে দেখে, কেন যেন একটা ভাল লাগা কাজ করেছে। অনেক অনেক ধন্যবাদ দাদা।

প্রথম দৃশ্যটা দারুণ ছিলো দাদা, জিরাফের ফটোগ্রাফি আমার কাছে ভালো লাগে। আর সমুদ্রতীরে বালি দিয়ে রাজ হাঁস তৈরী করেছেন মনে হচ্ছে, খুব মনোযোগ দিয়ে একেবারে পোক্ত করে আসনে বসে তারপর তৈরী করছেন, দৃশ্যটা ক্যাপচার করেছে কে? ফটোগ্রাফিগুলো বেশ ভালো লেগেছে। ধন্যবাদ

ফটোগ্রাফিতে সব সময় অসাধারণ, আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে উড়িষ্যার পাথর সরানোর দৃশ্যের ফটোগ্রাফিটি, এরপর জিরাফ, বালু খুঁড়ে জল বের করার দৃশ্যটি। ভাস্কর্য নির্মাণ কিন্তু খারাপ হয়নি, অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

ছবি দেখতে আমার বরাবরই ভালো লাগে। তা স্থির বা চলমান যাই হোক না কেন। আর আপনার তোলা ছবিগুলো সব সময় অনেক সুন্দর।

  ·  3 years ago (edited)

ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে। আপনাকে দেখে আমার সেটাই মনে হচ্ছে দাদা। একজন সৃষ্টিশীল মানুষ যেখানেই যাক সেখানে তার চিহ্ন রেখে আসে। চমৎকার হয়েছে ছবিগুলো। সময়টা খুব ভাল উপভোগ করেছেন বোঝা যাচ্ছে। পুরনো স্মৃতি রোমন্থন করতে ভালোই লাগে। ধন্যবাদ দাদা এত চমৎকার একটি ভ্রমণ আমাদের সাথে শেয়ার করার জন্য।

দাদা সব গুলো ছবিই জাস্ট অসাধারণ হয়েছে। দেখতে অসাধারণ হয়েছে। বুজাই যাচ্ছে যে সময়গুলো ভালোই কেটেছে আপনার

সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে দাদা। বিশেষ করে সমুদ্রতীরে বালি দিয়ে ভাস্কর্য তৈরি আমার খুবই ভালো লেগেছে। আপনি খুব দক্ষতার সাথে সুন্দর ভাস্কর্যটি তৈরি করেছেন। এছাড়া বালি খুঁড়ে জল বের করা এটি আমার খুবই ভালো লেগেছে। সবচেয়ে বেশি ভালো লেগেছে আপনাকে দেখে। আপনি অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছেন এটা আপনার ফটোগ্রাফিগুলো দেখেই বুঝা যাচ্ছে। ধন্যবাদ দাদা এই সুন্দর মুহূর্তগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ হয়েছে দাদা। বিশেষ করে পাথরের ফটোগ্রাফিগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। এছাড়া বালি খুঁড়ে জল বের করার ফটোগ্রাফিটি আমার কাছে খুবই ভালো লেগেছে। এই সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি দাদা।

তোমার সুন্দর ছবি দেখি।
জিরাফ কি ইতিমধ্যেই নিয়ন্ত্রিত নাকি এখনও মানুষের উপস্থিতিতে ভয় পায়।

দাদা আপনার প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। প্রতিটা ফটোগ্রাফি মনে হচ্ছে জীবন্ত,, মনে হচ্ছে অনন্ত।।


20211017_092449-01.jpeg

Your post has been upvoted by @mostofajaman Community Curation Trail.

Subscribe to our community

Support us by delegating STEEM POWER.
20 SP50 SP100 SP250 SP500 SP

Follow @steemitblog for last updates


20211017_092449-01.jpeg

Your post has been upvoted by @mostofajaman Community Curation Trail.

Subscribe to our community

Support us by delegating STEEM POWER.
20 SP50 SP100 SP250 SP500 SP

Follow @steemitblog for last updates

পাথর ভর্তি বিচ অসাধারণ। সব ছবিগুলো হাতছানি দিয়ে ডাকছে। ধন্যবাদ দাদা শেয়ার করার জন্য।

সমুদ্র তটে বালু দিয়ে ভাস্কর্য নির্মান সত্যি অসাধারণ হয়েছে। কিছু বিষয় কখনই ভোলা যায় না। আমরাও কত বালু দিয়ে আপনার মত মজা করেছি। সত্যি সুন্দর একটা সময় কাটিয়েছেন এক সময়। আপনার জন্য শুভ কামনা রইল । ভাল থাকবেন সব সময়।

সমুদ্রতীরে বালি দিয়ে ভাস্কর্য নির্মাণটি অসাধারণ হইয়েছে। তাছাড়াও প্রতিটি ছবি নজরকাড়া।

দাদা দিন যাচ্ছে আর আপনার ফটোগ্রাফির ফ্যান হয়ে গেছি প্রতিটা ছবি অসাধারণ হয়েছে।

বিশেষ করে কলকাতার এইযে ভিক্টোরিয়া মেমোরিয়াল এই ছবিটা অসাধারণ হয়েছে।

অও,দারুণ তো মাটি খুঁড়ে জল বের করা এবং মাটির উপর ভাস্কর্য তৈরি করা খুবই মজার।হাসটি দারুণ বানিয়েছেন দাদা।খুবই সুন্দর লাগছে।ধন্যবাদ দাদা।

আপনার সবগুলো ছবিই ভীষণ সুন্দর হয়েছে ।আমার বেশি ভাল লেগেছে আপনার জঙ্গলের পাশে পাথর ভর্তি সমুদ্র বেলা আলোকচিত্র গুলো। ধন্যবাদ এত সুন্দরগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য ।