"আমার বাংলা ব্লগের" অ্যাডমিন প্যানেলের পুনর্গঠন [Reformation of Amar Bangla Blog Admin Panel]

in hive-129948 •  3 years ago 

logo.png


দেখতে দেখতে আমাদের সবার প্রিয় "আমার বাংলা ব্লগ"-এর বয়স প্রায় পাঁচ মাস অতিক্রম করে ফেললো । এই পাঁচ মাসে কমিউনিটি যথেষ্ঠ গ্রোও করেছে , প্রচুর নতুন ব্লগার আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং এখনো প্রতিদিন নতুন নতুন ব্লগার যুক্ত হচ্ছেন । শুরুতে ছিলাম কেবল ৮-১০ জন । এখন ১২০০ পার করে ফেলেছি । আমাদের কমিউনিটির এই উত্তরোত্তর বৃদ্ধিতে আমাদের কমিউনিটির পরিচালনা পর্ষদের উপর যথেষ্ঠ প্রেশার পড়ছে । সাথে আছে আবার discord চ্যানেল পরিচালনা। সেখানেও প্রচুর কাজ , কারণ ওখানেও দিন দিন পপুলারিটি বাড়ছে । এই সব দিক বিবেচনা করে আমি "আমার বাংলা ব্লগ"-এর ফাউন্ডার নতুন পরিচালনা পর্ষদ গঠন করার তাগিদ অনুভব করছি । কমিউনিটি প্লাস discord - দুটোই সুচারুভাবে পরিচালনা করতে নতুন অ্যাডমিন প্যানেল গঠন করা ছাড়া আর কোনো উপায় দেখি না । তাই আমাদের কমিউনিটি সঠিকভাবে পরিচালনা করার জন্য আমি ফাউন্ডার নতুন পরিচালনা পর্ষদ গঠন করে তার ঘোষণা করলাম ।

বর্তমানে, চারিদিকে নারীশক্তির জয়জয়াকার । আমাদের কমিউনিটিতেও কোয়ালিটি সম্পন্ন প্রচুর নারী ব্লগার আছেন । নিত্য নতুন প্রচুর নারী ব্লগার ঢুকছেন ।সেই সব নারী ব্লগারদের সঠিকভাবে গাইড করার জন্য এবারে শিক্ষানবিশী মডারেটর হিসাবে আমাদের কমিউনিটি থেকে তিন জন নারী ব্লগারকে নির্বাচন করা হলো । ওনারা আসলে মডারেটরদের হেল্পিং হ্যান্ড হিসাবে ভূমিকা পালন করবেন । তাই শুধুমাত্র নারী ব্লগারদেরকে মডারেট করা নয় নারী পুরুষ নির্বিশেষে মডারেট করতে পারবেন, তবে নারী ব্লগারদের-কে মডারেট করার ক্ষেত্রে ওনারা প্রায়োরিটি বেশি পাবেন ।

আমাদের নতুন অ্যাডমিন প্যানেল


IDDesignationRole
@rmeFounderInfrastructure development & all programming works
@blacksExecutive AdminAll administrative works
@rex-sumonAdmin Quality ControllerControl the quality of entire community
@hafizullahAdmin Bangladesh RegionAll administrative works in Bangladesh region
@moh.arifAdmin Bangladesh RegionAll administrative works in Financial field of steemit in Bangladesh region
@shuvo35Admin Bangladesh RegionAll administrative works in Social Networking
@winklesAdmin India RegionAll administrative works in India region
@rupokCommunity ModeratorAll moderation works within community & discord
@alsarzilsiamCommunity ModeratorAll moderation works within community & discord
@kingporosCommunity ModeratorAll moderation works within community & discord
@amarbanglablogMain CuratorCuration of all posts in the community
@curatorsSecondary CuratorExternal curator of the community
@royalmacroSecondary CuratorExternal curator of the community
@photomanSecondary CuratorExternal curator of the community
@shy-foxExtreme CuratorExternal curator of the community
@endplagiarism04Steemit WatcherAbuse Checker of the Community
@abb-schoolSteemit SchoolLearning Point of Steemit
@nusuranurCommunity Apprentice ModeratorAll moderation works within community & discord, Helping hand of Community Moderators
@brishtiCommunity Apprentice ModeratorAll moderation works within community & discord, Helping hand of Community Moderators
@tangeraCommunity Apprentice ModeratorAll moderation works within community & discord, Helping hand of Community Moderators

উপরের লিস্টে সবার পদ ও ভূমিকা উল্লেখ করা হলো । সবার কাছ থেকে সহযোগিতামূলক আচরণ প্রত্যাশা করছি । নতুন এডমিনদের/মডারেটরদের/এপ্রেন্টিস মডারেটরদের সর্বোচ্চ ক্ষমতা প্রদান করা হলো । আশা করছি আপনারা আপনাদের কাজের প্রতি সৎ থেকে আমাদের কমিউনিটি কে আরো এগিয়ে নিয়ে যাবেন ।

সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই :)

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

@nusurarur @brishti @tangera নতুন মডোরটর হিসাবে আপনাদের কে অভিনন্দন। অনেক সুন্দর ভাবে কাজ করুন আপনাদের সবার জন্য দোয়া রইলো। এভাবেই আমাদের প্রান প্রিয় কমিউনিটি এগিয়ে যাচ্ছে। কমিউনিটির জন্য শুভকামনা রইলো

দুয়া করবেন ভাইয়া। অসংখ্য ধন্যবাদ।

Community Apprentice Moderator দের অভিনন্দন জানাচ্ছি, আশা করছি তাদের দক্ষতা দিয়ে আমার বাংলা ব্লগ কমিউনিটির কাজকে আরো গতিশীল করার চেষ্টা করবেন।

আমাদের ৩ জন নতুন মডারেটর দের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আশা করছি সকলে মিলে যথাযথ ভাবে অন্যান্য মেম্বার দের সাহায্য সহযোগিতা করবেন। @nusuranur,@brishti,@tangera আবারো অনেক অনেক শুভেচ্ছা রইল আপনাদের জন্য।

উদ্যোগ ভাল, নতুন এডমিনেদর সাথে পুরাতনদেরও জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন।

নতুন মডারেটর দেরকে অভিনন্দন জানাচ্ছি। নতুন নতুন মডারেটর নিল দেখে খুব ভালো লাগলো।

ওয়াও নারী মডারেটর। খুবই ভালো লাগছে শুনতে।
Community Apprentice Moderator তিনজনকেই অভিনন্দন। আশা করছি আপনাদের মাধ্যমে আমার বাংলা ব্লগের অগ্রযাত্রা আরো বৃদ্ধি পাবে। আবার শুভকামনা রইলো আপনাদের তিনজনের জন্য।

অভিনন্দন♥♥

আমি যে কি করে ধন্যবাদ দিবো দাদা আমি নিজেও জানিনা।
আমি সত্যি একেবারে আবেগে আপ্লুত হয়ে গেলাম।আমি কোনোদিন ও ভাবতেও পারিনি আমাকে এর জন্য যোগ্য ভাবা হবে। আমি আমার সর্বোচ্চটা দিয়ে সব কিছু শিখার এবং করার চেষ্টা করবো।
আমার কাছে সব কিছু জাস্ট স্বপ্নের মতো মনে হচ্ছে। আমি যে কি বলবো তার ভাষাও খুঁজে পাচ্ছিনা। অনেক ধন্যবাদ সকলেই ধন্যবাদ।

নতুন মডারেটর দের জন্যে রইল শুভেচ্ছা ও স্বাগতম। আশা রাখি সততা নিষ্ঠার সাথে এগিয়ে নিয়ে যাবেন আমার বাংলা ব্লগকে।আমরাও যেন আপনাদের সাথে লম্বা পথ পাড়ি দিতে পারি

আমি মনে করি ঠিক যা করা প্রয়োজন দাদা সঠিক সময়ে তাই করে থাকেন। নতুনদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল🥰🥰🥰🥰🥰🥰 সবাইকে পাশে নিয়ে এগিয়ে যাবো এটাই চাওয়া।

প্রথমেই ধন্যবাদ জানাই দাদাকে। কারণ তিন আপুকে নতুন মডারেটর হিসেবে নিয়োগ দেওয়ার জন্য। অভিনন্দন ও শুভ কামনা রইলো তিন আপুর জন্য। আশা রাখি আপুদের উপর অর্পিত দায়িত্ব সুন্দরভাবে সম্পন্ন করতে পারবে।

দাদা অনেক ভালো উদ্যোগ গ্রহণ করেছেন।এটা দ্বারা নারী ও পুরুষের সমান মর্যাদার অধিকার প্রতিষ্ঠা হবে। নতুন মডারেটরদের জন্য অনেক অনেক শুভকামনা। 😍😍😍

@nusuranur @bristhi @tangera নতুন মডারেটর আপুদের স্বাগতম, আপুদের কাছে আমরা অনেক বিষয় শিখতে এবং বুঝতে পারবো।আপুদের জন্য দোয়া রইলো।

নতুন মডারেটরদের জানাই আমার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।

প্রথমে দাদাকে অনেক ধন্যবাদ জানাই দাদা আমাদের ভেতর থেকে তিনজনকে মডারেটর হিসেবে বেছে নিয়েছেন । নতুন মডারেটর তিনজন আপু আপনাদেরকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি ওনারা তিনজন ওনাদের দায়িত্ব ভালোভাবে পালন করার চেষ্টা করবে। শুভকামনা আপনাদের তিনজনের জন্য।

সময় উপযোগী সিদ্ধান্ত। নতুন পুরাতন সকলের জন্য আন্তরিক শুভেচ্ছা রইল। ধন্যবাদ।

আমার বাংলা ব্লগ সম্প্রদায়ের নতুন মডারেটরদের অভিনন্দন, এটি সম্প্রদায়ের আশ্চর্যজনক এবং খুব দ্রুত বিকাশের একটি

এক কথায় সুন্দর হয়েছে দাদা । শুভেচ্ছা রইল যারা নতুন পদ পেলেন এই কমিউনিটিতে। দাদা শুভেচ্ছা নিবেন। ভাল থাকবেন।

আমি ইংরেজিতে লিখলে আমি ক্ষমাপ্রার্থী, কি হয় যে আমি বাংলায় যা প্রকাশ করতে চাই তা গুগল অনুবাদক ঠিক অনুবাদ করে না।

cinta steemit.png

Congratulations to all the new members of the community, you really deserve to be there. They have been able to take a great step with love, dedication and effort, I hope that many great things from you, I am sure that you will come great achievements that have to overcome I wish you much luck with that, although there are some mistakes that must be corrected.

What errors?

He speaks more than a parrot in discord and it is difficult for me to follow the step, I mean the conversation, so please, have mercy on me when I take time to answer.

কি বলে যে দাদাকে ধন্যবাদ জানাই, আমার কাছে আজ ভাষা নেই৷ আমি অনেক খুশি এবং সেই সাথে ইমোশনাল হয়ে গেছি। অনেক অনেক ধন্যবাদ দাদা আমাকে এই পদবীর যোগ্য মনে করেছেন। আমি আপনাকে অবশ্যই নিরাশ করবোনা।

অসংখ্য ধন্যবাদ সবাই কে 💗💗💗

@nusuranur
@brishti
@tangera

অভিনন্দন। কমিউনিটির জন্য ও সবার জন্য শুভকামনা। এগিয়ে যাক আমাদের আমার বাংলা ব্লগ

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া 😇

সত্যি কথা বলতে কি আমি কখনও কল্পনাও করতে পারে নি যে কোনদিন এই কমিউনিটির মডারেটর হতে পারব।এটি সত্যিই আমার কাছে অনেক বড় একটি পাওয়া। অনেক অনেক ধন্যবাদ আমাদের সকলের প্রিয় দাদাকে আমাকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

ধন্যবাদ দাদা নারীদের জন্য এত সুন্দর একটি সিদ্ধান্ত নেওয়ার জন্য। অনেকেই রয়েছেন ছেলে মডারেটরদেরকে তাদের সমস্যার কথা বলতে সংকোচ বোধ করেন কিন্তু এখন তারা সহজেই তাদের সমস্যাগুলো নারী মডারেটরদের কাছে উপস্থাপন করতে পারবেন। আমি এডমিন প্যানেলের এই সিদ্ধান্তকে সম্মান জানাই। নতুন মডারেটরদের জন্য প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা রইলো।

@tangera
@brishti
@nusuranur

অনেক অনেক অভিনন্দন আপু। এভাবে এগিয়ে যাক আমাদের প্রিয় আমার বাংলা ব্লগে।বিষয় ভাবে জানাই ধন্যবাদ দাদা।

অভিনন্দন নবনির্বাচিত মডারেটরগণ। আমি এখন সাথে অভিনন্দন জানাচ্ছি আমার বাংলাব্লগের প্রতিষ্ঠাতা এবং পুরাতন সকল মডারেটরগণ কে। দারুন সুন্দর একটি উদ্যোগ গ্রহণ করেছেন পুরাতন ও নতুন মডারেটরদের প্রচেষ্টায় আরো এগিয়ে যাবে আমার বাংলা ব্লগ কমিউনিটি।

সকল নতুন মোডারেটরদের জানাই অভিন্দন। আপনাদের আগামি পথ চলা শুভ হোক। ❤️🙏

অভিনন্দন আমার বাংলা ব্লগ কমিউনিটির নতুন মডারেটরদের। দাদা আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন এটা শতভাগ আমাদের ভালোর জন্য এবং আপনি যখন একটি নির্বাচন করেছেন সেই সাথে আপনার প্রতিও অভিনন্দন এবং ভালোবাসা অবিরাম এগিয়ে যাক আমার বাংলা ব্লগ।

অনেক অনেক শুভকামনা রইলো নতুনদের।
ভালোবাসা রইলো আমার বাংলা ব্লগ পরিবারের উপর💓💓

"অভিনন্দন"

@tangera
@brishti
@nusuranur

আপনাদের অভিনন্দন জানাই নতুন মডোরেটর হিসেবে দায়িত্ব পাওয়ার জন্য।
আমার বাংলা ব্লগ পরিবার এগিয়ে যাচ্ছে নারী নেতৃত্ব তার প্রমাণ। আমি সাধুবাদ জানাই চমৎকার এই উদ্যোগের জন্য। 💌

নতুন তিনজন মডারেটর কে আন্তরিক ভাবে শুভেচ্ছা জানাই। সত্যি অনেক ভালো উদ্যোগ নিয়েছেন দাদা। কমিউনিটিতে নারিদের অবদান অসামান্য। কোয়ালিটি পোস্টের দিক থেকে নারীরা অনেক ভালো কাজ করে চলেছে। সেই সাথে কমিউনিটির নানাবিধ কাজে নারীরা যাতে অগ্রণী ভূমিকা রাখতে সেই রকম উপায় করেছে দাদা। নারী পুরুষ সকলের অগ্রণী কাজের মধ্যে বাংলা কমিউনিটির জয় হোক। অসংখ্য ধন্যবাদ আপনাকে দাদা।

কমিউনিটিতে নতুন মডারেটরদের আগমন শুভেচ্ছা স্বাগতম, প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন, এভাবেই এগিয়ে যাবে আমার বাংলা ব্লগ পরিবার।

@tangera
@brishti
@nusuranur
অভিনন্দন এবং দোয়া রইল আপনাদের জন্য।

নতুন community Apprentice Moderator দের শুভেচ্ছা ও অভিনন্দন রইলো ।আমার বাংলা ব্লগ এমনিই খুব গতিশীল কমিউনিটি ।আর নতুনদের আগমনে আরও সংবেদনশীল ও ডিজিটাল হবে আশা করি ।ধন্যবাদ।

অভিনন্দন, কমিউনিটির জন্য ও সবার জন্য রইলো শুভকামন

Community Apprentice Moderator নতুনদের সুস্বাগত, শুভেচ্ছা ও অভিনন্দন।
সেই সঙ্গে আমার বাংলা ব্লগ কমিউনিটি সকল নেতৃবৃন্দকেও শুভেচ্ছা ও অভিনন্দন।
আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ফাউন্ডার এডমিন ফ্যান্টম ভাইকে।
ধন্যবাদ।

অনেক অনেক শুভকামনা ও অভিনন্দন রইলো আপুদের জন্য।

নতুন 3 জন মডারেটরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।নতুন নারী মডারেটরদেরকে পেয়ে আমরা খুবই খুশি।ধন্যবাদ দাদা।

প্রথমেই দাদা আপনাকে অনেক ধন্যবাদ দেব এতো সুন্দর একটা উদ্বেগ নেয়ার জন্যে, হয়তো এই নতুন মডারেটরের জন্যে আমাদের সবার যাত্রা আরো সহজ হবে বলে আসা করছি,আমার কাছে বিষয় টা খুবই ভালো লেগেছে ,অনেক শুভঃ কামনা রইলো সবার জন্যে।

অভিনন্দন জানাই Community Apprentice moderator দেরকে৷ অনেক অনেক শুভকামনা রইল আপুদের জন্য। আমার বাংলা ব্লগকে আরো শক্তিশালী করে তুলতে সাহায্যকারী হয়েছেন সবাই। অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় দাদাকে।

বাংলা ব্লগের সকল এডমিন এবং মডারেটরদের কে শুভেচ্ছা জানাই এবং সেই সাথে নতুনদেরকেও শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা রইল। আশা রাখছি তারা সব সময় তাদের কাজের প্রতি অটুট থাকবে।

দাদা আমরা আসলে আপনার প্রতি চির । এই যে নিঃশারর্থে আপনি আমাদের সুবিধার্থে অনেক কাজ করে যাচ্ছেন। এবং কি আমরা যাতে কিছু শিখতে পারে এবং কি আরও স্বয়ংসম্পূর্ণ একজন ব্লগার হতে পারি সেজন্য আপনি নতুন আরও তিনজন মডারেটর যোগ দিয়েছেন। আপনার এই পদক্ষেপে আমি খুবই আনন্দিত আপনার প্রতি ভালোবাসা অবিরাম দাদা।