কবিতা টবিতা লেখায় আমি কোনোদিনই সিদ্ধহস্ত ছিলুম না । এমনকি এ যাবৎ প্রচুর কবিতা লেখা সত্ত্বেও আমি একটুও দক্ষতা অর্জন করতে সক্ষম হইনি ওই ব্যাপারটিতে । শুধু কোনোরকমে লিখে গিয়েছি একটার পর একটা । মনে যা আসে তাই আমার কলমের ডগা দিয়ে খাতায় কলমের আঁচড়ে কবিতা হয়ে ফুটে ওঠে । আমার লেখা এই সকল আবোলতাবোল কবিতার যে কোনো অন্তর্নিহিত ভাব আছে সেটা আমি নিজেই বিশ্বাস করিনি কোনোদিন । গদ্য কবিতার আধুনিক ভার্শনগুলো আমার কাছে তেমন দুর্বোধ্য কোনোদিনই মনে হয়নি । তা সত্ত্বেও নিজের লেখা আবোলতাবোল লেখাগুলোর মধ্যে তেমনভাবে কোনো অন্তর্নিহিত ভাব ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছি কি না এটা সম্পর্কে আমার মনে দ্বিধা রয়েই গিয়েছে ।
সেই ভাবনা থেকেই মজার এই সিরিজটি চালু করার সিদ্ধান্ত নিয়েছি । এই সিরিজে প্রতি সপ্তাহে একটি পোস্ট থাকবে । সেই পোস্টে আমার এক বা একাধিক কবিতা দিয়ে আপনাদের কাছে জানতে চাইবো কবিতাটি বা কবিতাগুলির মধ্যকার অন্তর্নিহিত ভাবটি কি ?
মজার ব্যাপারটি হলো কারো ভাবনার সাথেই কিন্তু অন্য কারো ভাবনা সম্পূর্ণরূপে মিলবে না । এটাই হলো আসল মজা । তবে এই ধরণের পোস্টে কমেন্ট প্রায় পাবোই না । আমার ধারণা আমরা প্রায় কেউই আধুনিক গদ্য কবিতা সেভাবে বুঝতে পারি না । আমি নিজে ভাবি যে আমি বুঝতে পারি, কিন্তু অন্য কারো সাথে আমার ভাবনাটা শেয়ার করলেই সব পরিষ্কার হয়ে যাবে যে তাঁর সাথে আমার ভাবনার কিছুমাত্র মিল নেই ।
ভারী মজার ব্যাপার । নয় কি ?
তবে আজকে প্রথম এপিসোড, তাই একদম সহজ একটা আধুনিক গদ্য কবিতা শেয়ার করছি আপনাদের সাথে । দেখি কেমন ভাবনা আপনাদের, আমার সাথে মেলে কী না !
নিচে আমার লেখা পুরোনো দু'টি কবিতা দিলাম । কবিতা দু'টি পড়ে সেদু'টির অন্তর্নিহিত ভাবটি সম্পর্কে আপনার ভাবনা কমেন্ট বক্সে লিখে ফেলুন ঝটপট -
আমার সে দিন ভিজে গেছে
শ্রাবণ মেঘের ধারায় ।
আমার সে দিন ভেসে গেছে
বর্ষণমুখর সন্ধ্যায় ।
আমার সে দিন মরে গেছে
তোমার অপেক্ষায় ।
আমার সে দিন ফুরিয়ে এসেছে,
হয়নি তো বলা - ভালোবাসি তোমায়।
আমি একটা গল্প থেকে বের হওয়ার চেষ্টায় আছি,
গল্পটা আমাকে একটু একটু করে আঁকড়ে ধরছে রোজ ।
ধীরে ধীরে সে গ্রাস করে নিচ্ছে গল্পকারকে,
গল্পের মাঝে বিলীন হওয়ার এক সুতীব্র আহব্বানে ।
সে ইশারায় সাড়া না দিয়ে থাকা যায় না ।
গল্পের সে মেয়েটি আমার কাছে আসে,
খাঁ খাঁ করা বৈশাখের নির্জন দুপুরে,
বর্ষণ সিক্ত কোনো এক ঝুম বরষার শ্রাবণ সন্ধ্যায়,
সে আসে, বারে বারে সে আসে ।
আমার হৃদয় কুটিরে কাল বৈশাখীর ঝোড়ো হাওয়ার সাথে সে আসে,
বর্ষণমুখর রাতে সে আসে বৃষ্টির ছাঁটের সাথে ভেজা হওয়ায় মিশে ।
কল্পনার মোড়কে আমার বাস্তব সত্ত্বা,
আজ হারিয়ে ফেলেছে বাস্তবতার মোড়কে সাজানো কল্পনার রাজ্যে ।
------- ধন্যবাদ -------
পরিশিষ্ট
Account QR Code
VOTE @bangla.witness as witness
OR
Good
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দুটি কবিতা পড়ে যতটুকু বুঝতে পারলাম প্রথম কবিতায় হয়তো কারো জন্য প্রতীক্ষায় হৃদয়ের ব্যাকুলতা তুলে ধরা হয়েছে। আর দ্বিতীয় কবিতাটিতে কাউকে ভালোবাসার ব্যাকুলতা তুলে ধরা হয়েছে। হয়তো সেই ভালোবাসা অনুভূতির সাথে মিশে আছে। হয়তো বাস্তবতায় ফিরে গেলে সেই ভালোবাসা শুধুই কল্পনা।
আধুনিক গদ্য কবিতা সম্পর্কে খুব একটা ধারণা নেই। তবে আপনার লেখা কবিতা পড়তে সব সময়ই ভালো লাগে দাদা। আধুনিক গদ্য কবিতার অর্থ হয়ত সেভাবে বুঝিনা তবে আপনার লেখা কবিতার মাঝে বেশ গভীর অনুভূতি খুঁজে পেয়েছি দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Congratulations, your post has been upvoted by @upex with a 40.83% upvote. We invite you to continue producing quality content and join our Discord community here. Keep up the good work! #upex
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Congratulations, your post has been upvoted by @nixiee with a 100 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা, আমি বিশ্বাস করি আপনি একজন কবি। নিজের মনের কথাগুলো কলমের মাধ্যমে লিখে প্রকাশ করাটা অনেক সহজে একটি বিষয় নয়, এই বিষয়টা আমরা অনেকেই পারি না। তবে কবিতার মনের ভাব একে অপরের থেকে ভিন্ন হবে, এই বিষয়টি স্বাভাবিক। তবে এই বিষয়ে আপনি একটি নতুন সিরিজ শুরু করেছেন। দেখি আপনার কবিতা গুলোর সাথে আমার ভাবনার মিল করতে পারি কিনা।
এক নম্বর অনু কবিতা পড়ে আমি যা বুঝেছি-
এখানে আমার মতে একতরফা ভালবাসার বহিঃপ্রকাশ হয়েছে। ভালোবাসার মানুষকে নিজের কথাটি বলতে না পাওয়ার বেদনাটি প্রকাশ পেয়েছে।
দুই নম্বর অনু কবিতা পড়ে আমি যা বুঝেছি-
এখানে আমার মতে, এই সমাজের ব্যস্ততা এবং এই সমাজের বেঁচে থাকতে হলে আমাদের দৈনন্দিন কাজগুলো একে অপরের কাছে পরিপূরক হয়ে ওঠে। এই কাজগুলো থেকে আমরা কখনোই বেরিয়ে আসতে পারি না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.
Come and visit Italy Community
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা প্রথম কবিতায় হয়তো আপনি যৌবন কালকে বুঝিয়েছেন। যেই সময়টাতে আপনি কাউকে ভালোবাসার কথা বলার ছিল। কিন্তু সময় ফুরিয়ে যাওয়ার কারণে আপনি ভালোবাসার কথা বলতে পারেননি।
আর দ্বিতীয় কবিতাই আপনি বুঝাতে চেয়েছেন যে, আপনি কোন একটি গল্প পড়তে গিয়ে গল্পের একটি মেয়েকে কল্পনা করেছেন। আপনি কল্পনা করেছেন সে হয়তো প্রায় সময় আপনার কাছে আসে। আপনি কল্পনা করেন সে বৃষ্টির সন্ধ্যায় আপনার কাছে আসে। কিন্তু বাস্তবতার কারণে এক সময় কল্পনার সেই মেয়েটি হারিয়ে যায়।
আমি যতটুকু বুঝেছি ততটুকুই এখানে শেয়ার করার চেষ্টা করলাম। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো। ধন্যবাদ দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
১ম কবিতাটির মর্মার্থ হলো,ভালোবাসার মানুষের কাছে না আসার কারণ এ অভিমান থেকে বলা কথা।
২য় কবিতাটির মর্মার্থ হলো,কোনো প্রেমিক তার প্রেমিকাকে অসম্ভব ভালোবাসে।হয়তো মাঝেমধ্যে ভাবে এসব ঝঞ্জাট থেকে মুক্ত হলেই হয়,কিন্তু তাও পারে না মুক্ত হতে।আসলে তো প্রেমিকের মুক্ত হতে ইচ্ছেই করে না।কারণ ভালোবাসে খুব তাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি এই সিরিজটি চালু করার সিদ্ধান্ত নিয়েছি কারণ আমি আমার লেখায় কোনোদিনই সিদ্ধহস্ত ছিলুম না । আমি একটা আধুনিক গদ্য কবিতা শেয়ার করছি আপনাদের সাথে । দেখি কেমন ভাবনা আপনাদের, আমার সাথে মেলে কী না !
নিচে আমার লেখা পুরোনো দু'টি কবিতা দিলাম । কবিতা দু'টি পড়ে সেদু'টির অন্তর্নিহিত ভাবটি সম্পর্কে আপনার ভাবনা কমেন্ট বক্সে লিখে ফেলুন ঝটপট -
(১)
আমার সে দিন ভিজে গেছে
শ্রাবণ মেঘের ধারায় ।
আমার সে দিন ভেসে গেছে
বর্ষণমুখর সন্ধ্যায় ।
আমার সে দিন মরে গেছে
তোমার অপেক্ষায় ।
আমার সে দিন ফুরিয়ে এসেছে,
হয়নি তো বলা - ভালোবাসি তোমায়।
(২)
আমি একটা গল্প থেকে বের হওয়ার চেষ্টায় আছি,
গল্পটা আমাকে একটু একটু করে আঁকড়ে ধরছে রোজ ।
ধীরে ধীরে সে গ্রাস করে নিচ্ছে গল্পকারকে,
গল্পের মাঝে বিলীন হওয়ার এক সুতীব্র আহব্বানে ।
সে ইশারায় সাড়া না দিয়ে থাকা যায় না ।
গল্পের সে মেয়েটি আমার কাছে আসে,
খাঁ খাঁ করা বৈশাখের নির্জন দুপুরে,
বর্ষণ সিক্ত কোনো এক ঝুম বরষার শ্রাবণ সন্ধ্যায়,
সে আসে, বারে বারে সে আসে ।
আমার হৃদয় কুটিরে কাল বৈশাখীর ঝোড়ো হাওয়ার সাথে সে আসে,
বর্ষণমুখর রাতে সে আসে বৃষ্টির ছাঁটের সাথে ভেজা হওয়ায় মিশে ।
কল্পনার মোড়কে আমার বাস্তব সত্ত্বা,
আজ হারিয়ে ফেলেছে বাস্তবতার মোড়কে সাজানো কল্পনার রাজ্যে ।
------- ধন্যবাদ ------
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এটা বেশ ভালো একটা উদ্যোগ।আপনি ঠিক ই বলেছেন দাদা কারো ভাবনার সাথেই কিন্তু অন্য কারো ভাবনা সম্পূর্ণরূপে মিলবে না ।তবে আমার ভাবনা থেকে আমি বলছি--
১ম অনুকবিতা -- প্রথম কবিতাটিতে ছেলেটি মেয়েটির জন্য চোখ ভিজিয়েছে,বৃষ্টিতে ভিজেছে,তার জন্য অপেক্ষায় থেকে থেকে আজ মৃত্যুশয্যায়।কিন্তু মেয়েটিকে বলা হয়নি ভালোবাসি।
২য় অনুকবিতা -- কোন একটা বইয়ের গল্প পড়ে গল্পের মেয়েটির প্রেমে পরে গেছেন।সেই মেয়েটি আপনার কল্পনাতে আসে।কিন্তু বাস্তবতার কারনে তাকে হারিয়ে ফেলেছেন।
😂 নিজের ভাবনা থেকে যা বুঝেছি তাই লিখলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
১ম অনুকবিতাটি মনে হয়েছে, এক ব্যর্থ প্রেমিকের মনের গভীরের দীর্ঘশ্বাস! যে কিনা মনে মনে অনেক দূর এগিয়েছিলো তার প্রিয়তম মানুষ টিকে নিয়ে। কিন্তু বাস্তবতা ছিলো অন্যরকম। বাস্তবতার খাতিরে, সেই প্রিয়তম মানুষ টিকে মনের ভাব প্রকাশ করার আগেই সেই মানুষ টি তার জীবন থেকে বহুদূর চলে গিয়েছে। সাথে নিয়ে গেছে সেই সুন্দর মুহূর্ত গুলোও!
২য় কবিতা পড়ে, আমাদের চাওয়ার জীবন আর যাপিত জীবনের মাঝের পার্থক্য এর কথাই মনে হচ্ছে! আমরা যে জীবন যাপন করি, তা বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের কল্পনার মতো হয় না। জীবনের অনেক সময়ই আমাদের মনে প্রশ্ন জাগে জীবনটা তো এমন না হলেও পারতো! কল্পনার জীবনটা আমাদের পিছু ছাড়ে না যেন কখনোও!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Grandpa boss greetings you have very good feelings that makes you great among passionate poets..
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আপনার লেখা আগের কবিতা গুলোর মধ্যে জীবনের অনেক বাস্তবতা খুঁজে পেয়েছি। যেটা নিজেই অনেক বড় সাক্ষী । একটি কথা ঠিক প্রতিটা মানুষের ভাবনা এক নয় তবুও জীবনের অনেক ভাবনা অনেকের সাথে মিলে যায় । জীবনের এই অনুভূতির ভাবনাগুলো যখন কবিতার মধ্যে ঠাই পায় তখনই কবিতা লেখার সার্থকতা খুঁজে পাওয়া যায়। আজকের লেখা কবিতার প্রথম প্যারার লাইনগুলোর মধ্যে জীবনের বাস্তবতা মিশে আছে। না বলা ভালোবাসা যেটা কখনো সম্ভব হয়নি বলা। সেই না বলা ভালোবাসার কথাগুলো নীরব নিস্তব্ধতায় কতটা পীড়া দিয়েছে যেটা আপনার কবিতা পড়ে আবার মনে পড়ে গেল। আপনার লেখা কবিতার অনেক বড় ভক্ত আমি এর আগেও বলেছিলাম দাদা।🥰
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আপনি সবসময়ই খুব ভালো কবিতা লিখেন এবং এটা একেবারেই সত্য। যাইহোক কবিতা আমি বরাবরই একটু কম বুঝি,তবুও আমার ভাবনায় প্রথম কবিতাটির মর্মার্থ হচ্ছে, আমরা ভালোবাসার মানুষকে এক নজর দেখার জন্য এবং ভালোবাসার কথা বলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি। কিন্তু শেষ পর্যন্ত ভালোবাসার মানুষের দেখা না পেলে,কিছুই বলা হয়ে উঠে না। আমার ভাবনায় দ্বিতীয় কবিতাটির মর্মার্থ হচ্ছে, অনেক সময় আমরা কারো প্রতি এতটাই দুর্বল হয়ে যাই যে,শত বাঁধা বিপত্তি রয়েছে সেটা জানা সত্ত্বেও,তার কাছ থেকে দূরে থাকতে পারি না। মোটকথা আমাদেরকে চুম্বকের মতো আকর্ষণ করে। যাইহোক এতো সুন্দর সুন্দর কবিতা দুটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা,আপনার সকল কবিতা গভীর অর্থসম্পন্ন।সেই হিসেবে আপনি যদি আপনার লেখাকে আবোলতাবোল বলেন তাহলে আমার লেখা কবিতাগুলো অতীব তুচ্ছ।আপনি আমাদের অনুপ্রেরণা।যাইহোক আমার সামান্য দক্ষতা দিয়ে চেষ্টা করছি আপনার লেখা কবিতার অন্তর্নিহিত ভাবটি তুলে ধরার জন্য।এটি দারুণ একটি উদ্যোগ,তো আমার ভাবনাটি---
(১)
কবির জীবনের কিছু সময় কেটে গিয়েছে প্রিয় মানুষের জন্য অপেক্ষায় আর কিছু সময় অব্যক্ত ভালোবাসায়।অপ্রকাশিত এই ভালোবাসা তীব্র ও খাঁটি হওয়া সত্ত্বেও এটা ব্যর্থ হয়ে রইয়ে গিয়েছে।কিছু সময় মানুষের একতরফা খাঁটি ভালোবাসাগুলি কল্পনাতেই রূপান্তরিত হয়।তখন মানসিক যন্ত্রনা ও অবসাদ ঘিরে ধরে মনকে আর প্রকৃতির নানা রূপ-ই একমাত্র সঙ্গী হয় এই নিঃসঙ্গ জীবনের।
(২)
এই কবিতায় পুরোটাই কবির কাল্পনিক জগৎ ফুটে উঠেছে।যেটা তার কল্পনার প্রিয় মানুষের সঙ্গে প্রকৃতির মিশেল ফুটে উঠেছে।এই কল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার প্রয়াসে কবির চিন্তন ব্যাকুল হয়ে উঠেছে।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কবিতা নিয়ে আমার আগ্রহ কম বলেই হয়ত 'গদ্য কবিতা'র ব্যাপারটি অজানা ছিল। আপনাকে ধন্যবাদ নতুন এই বিষয়টি জানানোর জন্য। গদ্য কবিতা আসলেই ভিন্ন স্বাদের একটি উপলক্ষ্য। একজনের সাথে আরেকজনের ভাবনার মিল ঘটবেনা। আমি কমেন্টগুলো পড়ে অন্তত তা-ই বুঝলাম। দারুণ একটি বিষয় শুরু করেছেন। এবার আমার মতামত বা আমি কি ভাবলাম তা বলার সময় হয়েছে।
১. এখানে এমন এক দিনের কথা বলা হয়েছে যে দিনটি ছিল শ্রাবণের বৃষ্টিস্নাত কোন একটি দিন। সেদিন, কবি (কিংবা পুরুষ) অপেক্ষায় ছিল তার পছন্দের মানুষের; যাকে সে খুব ভালোবাসে, কিন্তু তখনও প্রকাশ করতে পারেনি। তার ইচ্ছা ছিল সেদিনই মেয়েটির কাছে তা প্রকাশ করবে। কিন্তু কোন এক কারনে মেয়েটির সাথে দেখা হয়নি; হয়ত মেয়েটি সেখানে আসেনি। অর্থাৎ, বেশ বিফল একটি দিন ছিল তা। সে হয়ত সকাল থেকেই অপেক্ষা করছিল। হয়ত দুপুর থেকে। কিংবা বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত।
কিন্তু অপেক্ষার ফল না আসায় কবি দিনটিকে মৃত হিসাবে ধরে নিয়ে আরেক দিনের জন্য প্রস্তুতি নিচ্ছে। একদিন মরে গেছে, এর মানে তো আর এই না যে সবদিন মরে গেছে।
২.
এখানে একজন লেখকের বাস্তবতার বেড়াজালে অপ্রাপ্তির পরিণতি সম্পর্কে বলা হয়েছে। লেখক তার নিজেরই সৃষ্টি করা এক চরিত্রকের মায়ায় পড়ে গিয়েছেন। নিজের প্রিয়জনকে যেভাবে তিনি দেখতে চান, বাস্তব দুনিয়ায় সেভাবে তিনি পাননি বলেই গল্পের মধ্যে সেই চরিত্রকে ফুটিয়ে তুলেছেন। কিন্তু সেখান থেকে তিনি বের হতে পারেননি। মোহগ্রস্থ হয়ে গিয়েছেন; গল্পটি চারপাশে বৃত্ত তৈরি করে তাকে বেধে রেখেছে। কবি যেভাবে তাকে কাছে পেতে চাইতেন সেভাবেই অপার্থিব সেই মেয়েটি তার কাছে আসে। হয়ত আরও অনেক কিছুই করে। এই বিভ্রম লেখককে এতটাই কাব করে ফেলেছে যে লেখকের কাছে কল্পনা আর বাস্তবতার ফারাকটুকুও মুছে গেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কমেন্ট যা করব তা যদি ধৃষ্টতা মনে হয় অবশ্য ক্ষমা করবেন৷ তবুও যেহেতু আধুনিক গদ্যকবিতার কথা উঠল তাই কিছু কথা বলাই যায়৷
আমরা কিন্তু আধুনিক গদ্য কবিতার যুগ পেরিয়ে এসছি৷ বর্তমান যা লেখা হয় তা সবই উত্তরআধুনিককে ভাঙাগড়ার খেলা।
কবিতার নিয়মই বলে কবি যা লিখছেন তা কেন ও কি বলতে লিখছেন তা কেবল মাত্র কবিই জানেন। কারণ কবিতায় তাঁর একটা পর্দা থাকে যা আমরা রূপক নামে জানি৷ তাও কি কবিতার বিশ্লেষন হয় না? অবশ্যই হয়৷ যে বিশ্লেষণ হয় তা পাঠকের দৃষ্টিভঙ্গির ওপর নির্ভরশীল। কারণ দেখা গেল কবি মুড়ি খেতে খেতে মুড়ির প্রতি প্রেম নিবেদন করছেন। সেটাই আবার কবিতা আকার পেলে মনে হবে নারী/পুরুষ৷ রূপক এমনই এক জাদু।
বর্তমান কবিতার ধারা অনেক রকম। কেউ বলে রূপকের আড়াল থাকবে না৷ আবার কেউ বলে থাকবে৷ আমিও বলি থাকবে৷ ওই টুকু আড়াল না থাকলে তো গৃহযুদ্ধ অবশ্যম্ভাবী৷ হা হা হা।
যাইহোক এবার আপনার কবিতায় আসি দাদা, প্রথম কবিতাটি অন্তমিলের কবিতা৷ আমার মনে হয়েছে একটি কাল এর চিত্রায়ণ করা হয়েছে। কাল তো ফুরিয়েই যায় যেমন আমরা। তবু কিছু না বলা থেকে যায়৷ এই দর্শনের ওপর নির্ভরশীল হয়ে লিখেছেন "হয়নি তো বলা- ভালোবাসি তোমায়" সময় ফুরিয়ে যায়, যেমন বক্তারও সময় ফুরিয়ে যাচ্ছে।
দ্বিতীয় কবিতায় গল্প বলতে আপনি কোন পরিস্থিতি বা ভাবনা কে বোঝাতে চেয়েছেন কবি। যেখানে এক নারী আসে, সমস্ত বাধা বিপত্তি উপেক্ষা করেই আসে৷ বাস্তব ও কল্পনার পরস্পর অনুঘটক সম্পর্ককে দোলা দেয়। দোলা দেয় কবির জীবনের নানান পরিস্থিতিকে।সে যখন আসে সব কিছুর সাথে মিশে আসে। আলাদা করে তার আগমনে অপ্রাকৃতিক হুল্লোড় হয় না। হয়তো সে সব সময়ই আসে। সে সব সময়ই থাকে৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথম কবিতায় যা বুঝেছি ভাই তা হচ্ছে, কাউকে না পাওয়ার বিষয়টা সেখানে ফুটে উঠেছে এবং তা কবির মনে পড়ছে দীর্ঘ বহুদিন পরে, কোন এক বর্ষণমুখর বেলায়।
দ্বিতীয় কবিতা পড়ে যেটা বুঝেছি ভাই তা হচ্ছে, হাজারো ঝুট ঝামেলার মাঝেও ভালোবাসা উঁকি দেয় মনে, সেটাই মাঝে মাঝে প্রকাশ পায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
为你写诗,为你静止,我也不知道我说的啥
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা প্রথমেই আপনাকে সাধুবাদ জানাই। এত চমৎকার একটি উদ্যোগ গ্রহণের জন্য। আসলে এক একজনের ভাব একেক রকমের। একজনের ভাবনাকে আর একজন বহিঃপ্রকাশ করতে গেলে গবেষণার প্রয়োজন হয়। নিশ্চয়ই আমার বাংলা ব্লগের ইউজাররা অর্থাৎ আমরা আস্তে আস্তে সবাই গবেষণা করতে শুরু করে যাব।ভাবতেই দারুন লাগছে।
দাদা আপনার প্রথম কবিতাটিতে জীবনের অন্যতম একটি সময় কে বুঝিয়েছেন। যে সময়টি আর কখনোই ফিরে আসবে না। প্রত্যাশিত সময়টিতে না পাওয়ার বেদনার অন্যরকম বহিঃপ্রকাশ।
আর দ্বিতীয় কবিতাটিতে অনন্ত প্রেমের বহিঃপ্রকাশ ঘটেছে। অন্তহীন প্রেমের মাঝে কিছুটা অমাবশ্যার আধার লুকিয়ে আছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তোমার এই কথাটা ঠিক দাদা, আধুনিক গদ্য কবিতা সেইভাবে কেউ বোঝে না। সুতরাং এই ধরনের পোস্টগুলোতে কমেন্টের সংখ্যা একটু কমই হবে, এটা তুমি ঠিক বলেছো। যাইহোক, তোমার লেখা আজকের কবিতা দুটি সত্যি অসাধারণ হয়েছে দাদা, এইগুলো পড়ে আমার খুবই ভালো লাগলো ।
আমার মনে হয়, তোমার লেখা প্রথম কবিতাটা প্রিয় মানুষের প্রতি অভিমান এবং তাকে স্মরণ করে লেখা। আর দ্বিতীয় কবিতাটিতে হয়তো প্রিয় মানুষকে ভুলে থাকার আপ্রাণ চেষ্টা প্রকাশ পেয়েছে। তবে শত চেষ্টা করেও সেটা সম্ভব হচ্ছে না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
good
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit