আপনারা সকলেই জানেন যে আমরা প্রতিনিয়ত এই প্লাটফর্মের জন্য কাজ করে যাচ্ছি। তো এই প্লাটফর্মের বড় একটি মাথাব্যথা ছিলো এতোদিন DAO প্রপোজাল পাশ করানো। কারণ রিটার্ন প্রপোজালকে ক্রস না করতে পারলে এতোদিন প্রপোজাল পাশ করানো সম্ভব হতো না।যে কারণে অনেক ডেভলপাররাই চাইলেও কোনো ডেভেলপমেন্ট করতে পারতো না ফান্ডের অভাবে। কিন্তু আমাদের এই DAO প্রপোজাল এর জন্য এখন ওই ব্যাপারটি অনেকটাই সহজ হয়ে গিয়েছে। তাই যারা এখনো আমাদের প্রপোজাল এ ভোট দেননি আপনারা ভোট দেবেন , এমনটাই আশা করছি ।
যদিও অনেকেই ভোট দিয়েছেন ইতিমধ্যে এবং আমিও গতকাল হ্যাংআউটে এ বিষয়ে অনেক বিস্তারিত আলোচনা করেছি। তবে আমি তাও একেবারে সংক্ষিপ্তভাবে যদি এই প্রপোজাল সম্পর্কে বলতে চাই। অর্থাৎ এই প্রপোজাল আনার কারণ। সেটা হলো ,এখন থেকে যারা স্টিমিট প্ল্যাটফর্ম এর জন্য কাজ করতে চাইবে তারা আমাদের প্রপোজাল এই পাশ করা ফান্ড থেকেই রেওয়ার্ড নিতে পারবে এবং সে ফান্ড পাওয়ার মাধ্যমে যার যতোটুকু কাজ তা সে ততোটুকু করতে পারবে ।আগের মতোন অনেক বেশি পরিমাণ এর ভোট কিংবা অনেক বেশি এসপি এর ভোট এর মাধ্যমে প্রপোজাল পাশ করানোর ঝামেলা নেই।
প্রত্যেকটা আলাদা আলাদা স্টিমিট প্রপোজাল পাস করানো বিশাল ঝামেলার কাজ, কারণ প্রত্যেকবার campaign চালু করে সবার সমর্থনের আশা করলেও খুব একটা বেশি সমর্থন পাওয়া সম্ভবপর হয় না । এই কারণেই ইতিপূর্বে খুব বেশি প্রপোজাল পাস করানো যায়নি । ২০২০ - ২০২৫ এই পাঁচ বছরে মোটে একটা প্রপোজাল পাস করানো গিয়েছে ।
স্টিমিটের একটা বড় অংশ প্রপোজাল সাপোর্ট করলেও তাদের সম্মিলিত ভোট ভ্যালু রিটার্ন প্রপোজাল এর টোটাল ভোট ভ্যালুর অর্ধেকও হয় না । অথচ রিটার্ন প্রপোজালকে cross করতে না পারলে প্রপোজাল পাস হবে না । এই জন্য কোনো প্রপোজাল পাসও হয় না , আর স্টিমিটের কোনো ডেভেলপমেন্টও হয় না ।
এই প্রব্লেমটা সল্ভের জন্যই "STEEM DAO RESERVE FUND প্রপোজাল" । মাত্র একটিবার আমরা সমগ্র স্টিমিটে ব্যাপক প্রচারণা করে নিজেদের সম্মিলিত শক্তি কাজে লাগিয়ে এই প্রপোজালটা একবার পাশ করাতে পারলে আগামী ১০ বছরের জন্য একদম নিশ্চিন্ত । যে সকল স্টিমিট প্রপোজাল ভালো কিন্তু পাস করতে পারবে না তাদের প্রজেক্টের ফান্ডিং হবে আমাদের এই DAO Reserve থেকে । এভাবেই , একমাত্র বর্তমান সমস্যার সমাধান সম্ভব ।
STEEM DAO থেকে ফান্ডিং এর পাশাপাশি আমরা বিভিন্ন crowdfunding এর মাধ্যমেও STEEM DAO RESERVE FUND এ SBD জমা করতে পারবো ।
এখন আপনাদের সাথে Proposal এর সংক্ষিপ্ত বিবরণি শেয়ার করি,
আমাদের প্রপোজাল পোস্ট লিংক : https://steemit.com/proposal/@dao.reserve/proposal-for-steem-dao-reserve-fund
আমাদের প্রপোজালকে সমর্থনের জন্য প্রথমে আপনার steemit wallet -এ লগইন করুন : https://steemitwallet.com
এরপরে , এই পেজে যান : https://steemitwallet.com/proposals
এরপরে ওই পেজে "Proposal for STEEM DAO Reserve Fund" নামের প্রোপোজালের বাম পাশের আপভোট সিম্বলে ক্লিক করুন -
বর্তমানে, Steemit প্ল্যাটফর্মটি খুবই নাজুক অবস্থায় রয়েছে।ডেভলপমেন্ট এর অভাবে ইউজারদের আর attract করানো যাচ্ছে না। এই পরিস্থিতিতে নতুন Dapps, BlockChain Game, DeFi প্রজেক্টগুলো এই প্ল্যাটফর্মে আনা অত্যন্ত প্রয়োজনীয়। অন্যথায় আমরা Hive-এর সাথে প্রতিযোগিতায় পিছিয়ে পড়বো ।
Steemit ইকোসিস্টেমে আমরা যদি DeFi, Blockchain Game এবং dApps আনি তবে প্ল্যাটফর্মে ইউজার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে। কারণ, নতুন ইউজাররা এট্রাক্ট হবে এবং এতে STEEM টোকেনের দাম বৃদ্ধি পেতে পারে।
ব্লকচেইন-ভিত্তিক গেমসগুলো ইউজারদের আরো বেশি এট্রাক্ট করবে, যেখানে Play-to-Earn (P2E) মডেল এ গেমাররা STEEM টোকেন বা ইন-গেম অ্যাসেট আর্ন করতে পারবেন। এতে খুব সহজেই গেমার ও ডেভেলপারদের আকৃষ্ট করা সম্ভব হবে।এতে ব্লকচেইন একটিভিটি বাড়বে, STEEM-এর দীর্ঘমেয়াদী হোল্ডিং বাড়বে এবং তা এর প্রাইসে ইতিবাচকভাবে প্রভাব ফেলবে।
Steemit প্ল্যাটফর্মে (dApps) চালু হলে NFT Marketplace, কনটেন্ট মনিটাইজেশন টুল ও Social dApps এর ব্যবহার বৃদ্ধি পাবে। এতেও ইউজার আকৃষ্ট হবে অনেক বেশি।
যেহেতু ইউজার বৃদ্ধি পাবে ,ডেভেলপমেন্ট বৃদ্ধি পাবে এবং ইনভেস্টর আকৃষ্ট হবে। সে ক্ষেত্রে Steem এর প্রাইস ও বৃদ্ধি পাওয়া সম্ভাবনা অনেক বেশি থাকবে।অর্থাৎ সর্বপরি স্টিমিট ইকোসিস্টেমে পজেটিভ ইমপ্যাক্ট পড়বে ।
তবে ,এই ফান্ড থেকে ফান্ডিং পাওয়ার জন্য কিছু নিয়ম অনুসরণ করতে হবে।নিয়মসমূহ হলো -
প্রপোজাল ক্রিয়েট করা ইউজারকে অবশ্যই ৬০+ রেপুটেশন সম্পন্ন একজন পরিচিত Steemit ডেভেলপার বা কন্ট্রিবিউটরের হতে হবে এবং প্রথম ৩০ জন উইটনেস এর মধ্যে কমপক্ষে ১৬ জনের আপভোট থাকতে হবে। সে সাথে কোনো Steemit প্রপোজালকে তখনই বৈধ হিসেবে গণ্য করা হবে যখন প্রপোজালটি New Return porposal কে ক্রস করবে। ফান্ডের দৈনিক সর্বোচ্চ সীমা 100 SBD নির্ধারণ করা হয়েছে। কাজ চলাকালীন DAO Reserve Fund এর ফান্ড অন্য কোনো অ্যাকাউন্টে স্থানান্তর করা যাবে না বা কাউকে লোন বা STEEM ডেলিগেট করা যাবে না।
এখন আসি নিরাপত্তার বিষয়ে। কারণ এতো বড় এমাউন্টের নিরাপত্তা হতে হবে অত্যন্ত বেশি। এ বিষয়ে আমার প্রস্তাব হলো -
বর্তমানে Steem DAO Reserve Fund ওয়ালেট multisig নয়,যা দ্রুত করা উচিত। নিরাপত্তা বাড়াতে এই ওয়ালেটটি multisig করা ও নিয়মিত পর্যবেক্ষণ ও অডিট করতে হবে। এছাড়া, ওয়ালেটের রিকভারি অ্যাকাউন্ট একজন পরিচিত ও বিশ্বস্ত Steemit User এর একাউন্ট সেট করা উচিত বলে আমি মনে করি।
কোনো প্রশ্ন, মতামত বা অভিযোগ থাকলে এই পোস্ট এ কমেন্ট করুন।সকলকে ধন্যবাদ! আমার মূল প্রস্তাব হলো,চলুন Steemit-কে আরও শক্তিশালী করি।
এই Dao Proposal এর বাজেট হলো - 300 SBD Daily.
------- ধন্যবাদ -------
পরিশিষ্ট
$PUSS Account QR Code
VOTE @bangla.witness as witness
OR


গত হ্যাংআউটে পুরো বিষয়টি বিস্তারিত ব্যাখ্যা করার পর কারো বুঝতে কোন সমস্যা থাকার কথা না, পুরো প্লাটফর্মের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাই সকলে দ্রুত সমর্থণ করবে বলে আমার বিশ্বাস।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি যদি কোডিং করতে পারতাম, তাহলে আমিও স্টিমিট এর ডেভলপমেন্ট এ অংশগ্রহণ করতাম। যদিওবা আমি মাত্র কোডিং শেখা শুরু করেছি, ইনশাআল্লাহ্ খুব দ্রুত শেখা শেষ করতে পারবো এবং স্টিমিট এর প্রতি কন্ট্রিবিউট করতে পারবো! 😊
সকল ডেভেলপার এর জন্য অগ্রিম শুভকামনা রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুবই দূরদর্শী চিন্তা দাদা। পাঁচ বছরে মাত্র একটি প্রপোজাল পাশ হবার পিছনে তাহলে কারন এটাই যা আপনি ব্যাখ্যা করলেন। এই প্রপোজালে সবাই ভোট দিন, এটি পাশ হলে অন্য প্রপোজাল পাশ হতে বেগ পেতে হবে না। স্টিমিটের ডেভেলপমেন্ট হবে। ধন্যবাদ দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই আবারও সম্পূর্ণ বিষয় সুন্দর ভাবে বুঝানোর জন্য। যদিও প্রথমেই আমি ভোট দিয়ে দিয়েছি। এই ফান্ড আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা এখনও ভোট দেয়নি আশা করি আপনার এই পোস্ট পড়ে সকলেই খুব তাড়াতাড়ি ভোট দিয়ে দেবে। আপনার এই উদ্যোগ কে আমরা সবাই সমর্থন করি। আমরা সবাই এটা বিশ্বাস করি আপনি যা করেন তা আমাদের ভালোর জন্যই করেন। ধন্যবাদ দাদা সুন্দর ভাবে সবকিছু বুঝিয়ে দেওয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আপনি প্রতিনিয়ত এই প্লাটফর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে চলেছেন। নতুন যে উদ্যোগ গ্রহণ করেছেন সত্যিই সেটা আমাদের জন্য অনেক ভালো। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছিলেন হ্যাং আউটে পোস্টের মাধ্যমে আবারও তুলে ধরলেন। এটাই স্টিমেট এর জন্য ভালো একটা প্রপোজাল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যদিও বিগত হ্যাংআউটে আপনি টুকটাক বিষয় বলার চেষ্টা করেছিলেন , তবে আজ যখন তা পোস্টের মাধ্যমে বিস্তারিত লিখে প্রকাশ করেছেন, তা পড়ে বেশ ভালো লাগলো। এই প্লাটফর্মের উন্নতি সাধনের জন্য, এ ধরনের সিদ্ধান্তকে অবশ্যই সাধুবাদ জানাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Steemit কে আরও শক্তিশালী করার লক্ষ্যে অভিনব এ উদ্যোগকে সাধুবাদ জানাই। আমি অলরেডি ভোট দিয়ে সমর্থন করেছি। আশাকরি স্টিমিটের ডেভেলপমেন্ট ও প্রাইস ফুল খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। তথ্যবহুল পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার উদ্যোগ বরাবরই প্রশংসনীয় দাদা,যেটা সবসময় উন্নত চিন্তাশীলতার।আমি ভোট দিয়ে ফেলেছি,আশা করি যারা বাকি রয়েছে তারাও সবাই ভোট দিয়ে এগিয়ে নিয়ে যাবে এই উদ্যোগকে।আপনার লেখা পড়ে অনেকটাই বুঝতে পারলাম,ধন্যবাদ দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আপনি খুবই সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন। আশা করছি এই উদ্যোগ টির মাধ্যমে স্টিমিট প্লাটফর্মের ব্যাপক উন্নতি ঘটবে।আমি ইতিমধ্যে ডাও প্রপোজালে ভোট প্রদান করেছি। যারা এখন পর্যন্ত ভোট দিতে পারেনি, আশা করছি তারা খুবই দ্রুত সময়ের মধ্যে ভোট প্রদান করবে।আমি মন থেকে বিশ্বাস করি যে, আপনার এই উদ্যোগ টি সফল হবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Steemit প্ল্যাটফর্মের ভবিষ্যৎ উন্নয়নের জন্য এটি নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ । DAO Reserve Fund প্রস্তাবনা পাশ হলে নতুন ডেভেলপমেন্ট ও প্রজেক্টগুলো আরও সহজ হবে, যা পুরো কমিউনিটিকে শক্তিশালী করবে। আমরা সবাই একসঙ্গে সমর্থন করলে Steemit আরও সামনে এগিয়ে যেতে পারবে। ধন্যবাদ দাদা বিষয়টি সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাংআউটে পুরো বিষয়টি বুঝিয়ে বলেছিলেন এবং এই পোস্টের মাধ্যমে সম্পূর্ণ বিষয়টি দারুণভাবে আলোচনা করেছেন দাদা। আমি ইতিমধ্যেই ভোট দিয়েছি এবং আশা করি আমাদের কমিউনিটির সবাই ভোট দিয়ে সমর্থন করবে। কেননা স্টিমিট প্লাটফর্মের ডেভেলপমেন্ট অবশ্যই প্রয়োজন। যাইহোক এতো গুরুত্বপূর্ণ একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চমৎকার উদ্যোগ স্টিমিট প্লাটফর্মের জন্য। আমি প্রথম দিনই ভোট দিয়ে ফেলেছি।আপনি নতুন নতুন কার্যক্রম করে যাবেন আমি আছি সব সময়।আপনার সকল উদ্যেোগকে মন থেকে সাপোর্ট করি।দোয়া করি আল্লাহ আমাদের কাজের সহায় হবেন।ধন্যবাদ দাদা সুন্দর ভাবে বিষয়টি তুলে ধরার জন্য। ❤️❤️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Make steemit Great again.😇
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কথাটা ঠিক স্টিমিট এর ডেভেলপ এখন সময়ের দাবি। বিগত সময়ে এটা একেবারে স্থবির হয়ে ছিল এইজন্যই স্টিমিট এর কোন অগ্রগতি হয়নি বলা যায়। আপনার উদ্যোগ টা বেশ দারুণ দাদা। আশাকরি সবাই নিজের সর্বোচ্চ সাপোর্ট দিয়ে আপনার পাশে থাকবে। এবং প্রোপাজাল টা নিয়ে আপনি আরও এগিয়ে যাবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গত হ্যাংআউটে খুব সুন্দরভাবে বিষয়টি আমাদের বুঝিয়েছিলেন। আজকেও লেখার মাধ্যমে আরো সহজ ভাষায় তুলে ধরলেন।স্টিমিট এবং আমাদের জন্য আপনি প্রতিনিয়ত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।তাই আমাদের উচিত স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বৃহত্তর স্বার্থে সকল স্টিমিট ইউজারদের এই প্রপোজাল কে সবার সর্বোচ্চ টা দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া উচিত বলে মনে করছি। এত ভালো একটি উদ্যোগ নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা। আপনি এরকম উদ্যোগ না নিলে হয়তো আগামী ১০ বছরেও এমন উদ্যোগ কেউ নিত না। অনেক অনেক ধন্যবাদ দাদা ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই বিষয়টি সম্পর্কে যখন আমি প্রথমে শুনেছিলাম তখন আমি এটি সম্পর্কে বুঝতে পেরেছিলাম দাদা৷ এর পরবর্তীতে হ্যাংআউটের মাধ্যমে যখন সবকিছু জানানো হয়৷ তখনও এটি সম্পর্কে আরো বিস্তারিত ভাবে জানতে পেরেছি৷ আজকে আপনার এই পোস্টের মধ্য দিয়ে এই বিষয়টি সম্পর্কে আরো অনেক বিস্তারিত বিষয় সম্পর্কে জানতে পারলাম৷ আশা করি যাদের এই বিষয়টি সম্পর্কে অনেকটা অজানা তথ্য ছিল সেগুলো আজকের এই পোস্টের মধ্য দিয়ে আরো ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার প্রতিটি উদ্যোগকে সম্মান এবং শ্রদ্ধা জানাই।প্রতিনিয়ত স্টিমিটের ডেপেলপমেন্ট থেকে শুরু করে যাবতীয় সকল প্রয়োজনীয় কাজ আপনি নির্দ্বিধায় করে থাকেন। আর আমাদের নিরাপত্তা এবং ভালো দিক চিন্তা করে সবসময়ই সঠিক সিদ্ধান্ত নেন।আশা করি সবাই এই প্রপোজালকে সমর্থন করে ভোট দিবে এবং ডেভেলপমেন্ট এর কাজকে এগিয়ে নিয়ে যাবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই প্রস্তাবটি সত্যিই অসাধারণ!
STEEM DAO Reserve Fund স্টিমিটের ভবিষ্যতের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ হতে পারে। ফান্ডিং সমস্যার সমাধান, ব্লকচেইন ইনোভেশন, DeFi, গেমিং ও dApps উন্নয়নের পরিকল্পনা সত্যিই প্রশংসনীয়। বিশেষ করে নিরাপত্তার জন্য multisig ওয়ালেট যুক্ত করার বিষয়টি দারুণ উদ্যোগ।
স্টিমিটের দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য এই প্রস্তাব অবশ্যই সমর্থন করা উচিত।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাংআউট এবং আজকের এই পোস্টের মাধ্যমে পুরো বিষয়টা খুব সুন্দর ভাবে বুঝতে পারছি।পাশাপাশি নিজের মূল্যবান ভোট প্রদান করছি।আমাদের সকলের চেষ্টায় আমরা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Congratulations, your post has been upvoted by @nixiee with a 100 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুবই বিস্ময়কর ব্যাপার লাগলো এটাই যে গত পাচঁ বছরে একটামাত্র প্রপোজাল পাস করানো গেল। আশা করছি Steem Dao Proposal টা পাশ করানো সম্ভব হবে। স্টিমিটে DApss, Blockchain ভিত্তিক গেইম নিয়ে আসা এখন অতীব জরুরি। কারণে বর্তমানে স্টিমিটের বর্তমান অবস্থা নাজুক বলা যায়। আশা করছি স্টিমিট সামনে ভালো কিছু নিয়ে আসবে আমাদের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গত হ্যাংআউটে পুরো বিষয়টি বিস্তারিত ব্যাখ্যা করার পর কিছুটা বুঝতে পেরেছিলাম। আজ আপনার পোস্টের মাধ্যমে আরও ভালোভাবে বুঝলাম। এই প্রজেক্ট স্টিমিটের জন্য বেশ গুরত্বপূর্ণ। সেই সাথে গুরুত্বপূর্ণ আমরা যারা স্টিমিটের সাথে যুক্ত। প্রথম দিনই ভোট দিয়েছি দাদা। ধন্যবাদ সুন্দরভাবে বিষয়টি উপস্থাপনের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আপনার যেকোন উদ্যোগ আমাদের জন্য অনেক সফলতা বয়ে আনে। যদিও হ্যাংআউটে ক্লিয়ার ভাবে বলেছেন তারপরও পোষ্টের মাধ্যমে আরো সুন্দরভাবে বিস্তারিত লিখেছেন যেন আমরা পড়েই বুঝতে পারি। এটা মনেপ্রাণে বিশ্বাস করি আপনি যে কাজটি আমাদের জন্য করেন সেটাই আমাদের জন্য ভালো। ধন্যবাদ দাদা পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জী দাদা আমরাও চাই সবাই সম্মিলিত ভাবে Steemit-কে আরও শক্তিশালী করা দরকার। বর্তমানে স্টিমের প্রাইস খুবই কম। সেজন্য আমাদের উচিত জরুরী ভিত্তিতে স্টিমিটের ডেভেলপমেন্ট এর কাজ করা। আশা করি আপনার প্রস্তাবটি বিশ্বের সমস্ত স্টিম মেম্বার সাদরে গ্রহণ করবে। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
স্টিমিটের কার্যক্রমে আরও বিকল্প আনতে এই প্রকল্পটি একটি সময়োপযোগী পদক্ষেপ। স্টিমিট ও এরসাথে সম্পৃক্ত সকল ডেভেলপারদের জন্য শুভকামনা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit