কোরিয়ান এক্সচেঞ্জ বাইনান্সের অন্ধকার দিক

in hive-129948 •  last year 


image source : cionews


গতকাল সন্ধ্যায় বেশ বড় একটা ভুল করেছিলাম । আমার Binance একাউন্টে steem পাঠাতে গিয়ে ভুলে SBD পাঠিয়েছিলাম । একটা কারণে মন বিক্ষিপ্ত থাকার কারণে এই ভুলটা করে ফেলেছিলাম । তবে বাইনান্সে আমার সঠিক স্টিম ডিপোজিট এড্ড্রেসে SBD পাঠিয়েছিলাম সঠিক মেমো ইউজ করে । এরপরে যখন ভুলটা ধরতে সক্ষম হই তখন আর করার কিছুই ছিল না আক্ষরিক অর্থে ।

তবে, যেহেতু অতীতে Bittrex, Poloniex এবং Huobi তে এই ধরণের ভুল করে আমার SBD রিফান্ড পেয়েছিলাম তাই এবারো আশা ছিল যে Binance এর সাপোর্ট সেন্টারে কন্ট্যাক্ট করে SBD রিফান্ড পাবো । তবে, আমার সেই আশায় জল ঢাললো Binance ।

এই দেখুন আমার SBD ট্রন্সফার হয়েছে Binance এর hot ওয়ালেট এ -

Screenshot 2024-03-09 154655.png

এমাউন্ট ছিল বেশ বড় । ১৪৬৯ SBD । তার মানে প্রায় $৭,৬০০ ডলার । ট্রান্সাকশন আইডি : fa330a74d56cdd6a094f649a3341ae2f033d2626

এরপরে binance এর সাপোর্ট সেন্টারে যোগাযোগ করে একটা এপ্লিকেশন দিলাম unlisted coin deposit রিকভারির জন্য । বাইনান্স ঠিকই ফান্ডটা লোকেট করতে পারলো , বাট, তারা জানালো যে তাঁদের binance এর ওয়ালেটে SBD এক্সেস করতে পারবে না । কথাটি আসলে একদম ডাহা মিথ্যে কথা । স্টিমিট ওয়ালেট STEEM এবং SBD দুটো টোকেনই একই সাথে accessible । একটা টোকেন এক্সেস করতে পারলে অন্যটা না পারার কথা নয়। দুটো টোকেনরই ওয়ালেট একই এবং ওয়ালেটের প্রাইভেট কী-ও একই ।

তাই, Binance টিমের পক্ষ থেকে এই ভাষণ মিথ্যা ভাষণেরই সামিল । তাদের হট ওয়ালেটে আমার SBD এখনো বিদ্যমান ।

Screenshot 2024-03-09 155636.png

Binance থেকে তাই সাবধান । আপনি অন্য কোনো এক্সচেঞ্জে এমন ঘটনা ঘটলে আপনার ফান্ড ঠিকই ফেরত পেতেন । কিন্তু, বাইনান্স থেকে পাওয়ার কোনো আশাই নেই । তারা সিম্পলি illegally আপনার টাকা মেরে দেবে ।

তাই, আবারো বলছি Binance থেকে সাবধান ।


Binance এর স্ক্যাম এর কারণে আমার প্রায় ১৪৭০ SBD লস হয়েছে । এটা আর রিকোভার করার আশা নেই । তাই অন্যভাবে এটা রিকভার করতে চাচ্ছি । আর এই জন্য @sbd-recovery নামে অন্য একটা স্টিমিট আইডি খুলেছি । এই আইডি থেকে ডেইলি একটা করে শর্ট পোস্ট করে যাবো টানা ১০০ দিন । আশা করছি, তাহলেই আমার ১৪৭০ SBD রিকভার হয়ে যাবে । ভবিষ্যতে, "আমার বাংলা ব্লগ" এর অ্যাডমিন/মডারেটর বা কোনো ভেরিফাইড ব্লগারের আমার মতো যদি কখনো সেইম কারণে SBD লস্ট হয়ে থাকে তবে এই স্টিমিট এর এই আইডিতে পোস্ট করার মাধ্যমে সেটি পুনরুদ্ধার করতে সক্ষম হতে পারবেন । তবে, কিছু নিয়ম কানুন মেনে চলার সাপেক্ষে এটা পারবেন -

০১. এই আইডিতে পোস্ট করার মাধ্যমে একদিনে সর্বোচ্চ দু'টি পোস্ট এবং সর্বোচ্চ ২০ SBD আর্ন করা সম্ভবপর ।

০২. এবং একটানা একজন ব্যক্তি সর্বোচ্চ ১০০ দিন পোস্ট করতে পারবেন । এর বেশি কখনো নয় ।

০৩. একজন ব্যক্তির রিকোভারি চলাকালীন অন্যজন ব্যক্তি কখনোই পোস্ট করতে পারবেন না । তাঁকে চলমান রিকোভারি প্রসেস শেষ না হওয়া অব্দি wait করতে হবে ।

০৪. একজন ব্যক্তির SBD রিকভারির উর্ধসীমা : ২,০০০ SBD ।


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫৫৫ ট্রন জমানো (Today's target : To collect 555 trx)


তারিখ : ০৯ মার্চ ২০২৪

টাস্ক ৫২২ : ৫৫৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫৫৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : 65169049b88604da330b528f5590990a219c3122c75c0e73e0d0add4793e989a

টাস্ক ৫২২ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

»»——⍟——««

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

দাদা আপনার পোষ্টটি পড়ে খুবই খারাপ লাগলো। Binance ইচ্ছে করলে SBD ফেরত দিতে পারতো কিন্তু সততা ও নৈতিকতার অভাবে তা ফেরত দেয়নি। বিষয়টি অনেক দুঃখজনক। শতভাগ প্রত্যাশা রইল @sbd-recovery এর মধ্য দিয়ে ১০০ দিনের মধ্যে যেন আপনার টার্গেট পরিপূর্ণ হয়। দোয়া ও ভালোবাসা রইলো অবিরাম দাদা💗

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Congratulations, your post has been upvoted by @upex with a 42.48% upvote. We invite you to continue producing quality content and join our Discord community here. Keep up the good work! #upex

দাদা আপনার পোস্ট পড়ে সত্যি অনেক খারাপ লাগলো। আসলে Binance পারবে না এটা সত্যি মিথ্যা কথা। যেহেতু লস হয়ে গেছে তাই আর কিছু করার। তবে @sbd-recovery নামের আইডিটি খুলে অনেক ভালো করেছেন। দোয়াকরি @sbd-recovery তে যেন সফলতা আসে। ধন্যবাদ দাদা।

Posted using SteemPro Mobile

আসলে দাদা আপনার সাথে ঘটে যাওয়া পুরো ঘটনাটি পড়ে বেশ খারাপ লাগছে। বাইনান্স ইচ্ছা করলেই আপনার পুরো এসবিডি ফেরত দিতে পারতো। দাদা বাইনান্সে যেহেতু এসবিডি লিস্টে নেই কিন্তু তারা এসবিডি কিভাবে একসেপ্ট করল! অনেকগুলো এসবিডি লস হয়েছে তাই নতুন একটি এসবিডি রিকভারি একাউন্ট খুলেছেন এটা বেশ ভালো করেছেন আশা করি এই একাউন্ট থেকে আপনার পুরো এসবিডি রিকভারি সম্ভব হবে।

Posted using SteemPro Mobile

Congratulations, your post has been upvoted by @nixiee with a 100 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

দাদা খুব খারাপ লাগলো সম্পুর্ন পোস্টটি পড়ে।বাইনান্সের সাথে ঘটে যাওয়া ঘটনাটি কখনও কাম্য নয় কারোই।ইচ্ছে করলে তারা পারতো এর সমাধান করতে।কিন্তু করলো না।যাই হোক আশাকরি আপনার নতুন প্রচেষ্টায় আপনি আপনার হারানো এসবিডি ফেরত পাবেন।দোয়া রইলো আপনার জন্য।

Posted using SteemPro Mobile

হিউজ একটা এমাউন্ট বলা যায়। বাইন্যান্স এতো বড় একটা ফান্ড রিকভার করলো না দাদা, ব্যাপারটা হতাশাজনক। আমরা সেই বাইন্যান্স এর উপর ডিপেন্ড করে ক্রিপ্টো এক্সচেঞ্জ করি। আর সেই বাইন্যান্সে এমন ঘটনা ঘটলো, ফান্ড গেলে রিকভার করে দিল না! অনেকটা আস্থা হারালাম বাইন্যান্স থেকে। তবে লসের কথা বিবেচনা করে কিন্তু আপনি ভালো একটা উদ্যোগ নিয়েছেন। ১০০ দিনের মধ্যে আশা করি আপনার ফান্ড উঠে যাবে।

আসলেই দাদা, বিষয়টি সত্যি অনাকাংখিত। ভুল হতেই পারে এবং তার জন্য অবশ্যই সমাধান থাকা উচিত। অন্যায্য কিছু কখনোই গ্রহণযোগ্য নয়। তবে আপনার এই উদ্যোগকে স্বাগতম জানাই। এর আগে আমিও এই রকম অপ্রত্যাশিত ঘটনার স্বীকার হয়েছিলাম। অনেক ধন্যবাদ

১৪৬৯ SBD লস হয়েছে জেনে সত্যিই অনেক খারাপ লাগলো দাদা। একটু ভুলের জন্য অনেক বড় ক্ষতি হয়ে গেল। @sbd-recovery খুবই গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। আশা করছি এর মাধ্যমে সবাই নিজেদের ক্ষতি রিকভার করতে পারবে। আর অনেক বড় ক্ষতির সম্মুখীন হওয়া থেকে নিজেকে রিকভার করতে পারবে।

শুনে খুবই খারাপ লাগলো দাদা খুবই দুঃখজনক ঘটনা। এত গুলো এসবিডি আপনার লস অনেক টাকার ব্যাপার। তবে দোয়া করি আপনি যেন টাকা গুলো উদ্ধার করতে পারেন যে কোন উপায়ে। আপনি ঠিক করলেন আমাদের সাথে বিষয়টি শেয়ার করলেন। আপনি সব সময় সবার মঙ্গল কামনা করেন। তাই বিষয়টি আমাদের সবাইকে জানান দিয়ে রাখলেন। অসংখ্য ধন্যবাদ জানাই শুভ কামনা রইল।

দাদা আপনার এত বড় একটি এমাউন্ট চলে গিয়েছে কিন্তু Binance এর সাপোর্ট সেন্টারে কন্ট্যাক্ট করেও ফিরে পাওয়া যায়নি এটা সত্যিই খুবই দুঃখজনক ব্যাপার। সবসময়ই আমরা সবাই Binance এর উপরে বিশ্বাস করি কিন্তু তারা যদি এভাবে আমাদের সাথে প্রতারণা করে তাহলে তো সেখানে কাজ করা সম্ভব না। আপনি আবার এই লস রিকোভার করার জন্য @sbd-recovery নামে অন্য একটা স্টিমিট আইডি খুলেছেন জেনে খুশি হলাম। দাদা দুঃসংবাদের পাশাপাশি সুসংবাদ পেয়ে ভালো লাগলো। যদি আমরা কখনো এমন বিপদে পড়ি তাহলে একটু হলেও আশার আলো খুঁজে পাবো জেনে ভালো লাগলো। তারপরও সবসময় সতর্ক থাকার চেষ্টা করবো। ধন্যবাদ দাদা গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করার জন্য।

পুরো ঘটনাটি পড়ার পরে কি লিখবো সেটা ভেবে পাচ্ছিলাম না। অনেকগুলো এসবিডি, টাকার পরিমাণও অনেক। বাইনান্স যে কাজটি করেছে এটা মোটেও তাদের ঠিক হয়নি। আর তাদের থেকে এমন কাজ আশা করা যায় না। এত বড় একটা এক্সচেঞ্জার হওয়া সত্বেও তারা জঘন্যতম কাজ করেছে। সব প্রমাণ দেয়ার পরে তাদের উচিত ছিল এটা ফিরিয়ে দেওয়া। এরা অনেক বড় মিথ্যাচার করেছে দাদা আপনার সাথে।

Posted using SteemPro Mobile

দাদা আজকে আপনার পোস্ট পড়ে সত্যি অনেক বেশি খারাপ লাগলো। দুঃখ জনক একটি ঘটনা। বাইনেন্স অনেক বড় একটা টাকার এমাউন্ট মেরে দিলো। দাদা আপনি সব সময়ই চমৎকার উদ্যোগ নিয়ে থাকেন। দোয়া করি আপনি যেনো আপনার হারানো এমাউন্ট @sbd-recovery একাউন্ট এর মাধ্যমে ফিরে পান। গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ নিয়েছেন আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

Posted using SteemPro Mobile

মানুষ মাত্রই ভুল।তবে বাইনান্স এর এরকম করা ঠিক হয়নি।দিনে দুপুরে ডাকাতি বলে যাকে।আপনার অনেক গুলো এস বিডি লস হলো দাদা।সত্যি অনেক খারাপ লাগলো পোস্টটি পড়ে।কোনো কারণে মন বিক্ষিপ্ত ছিল এজন্য বেশ বড় একটি পরিমাণ লস এর সম্মুখীন হতে হলো।তবে এস বিডি রিকোভার অন্য সিস্টেম এ করা সম্ভব হবে যেটা আগামীতে যে কারো লস প্রজেক্ট হয়ে গেলে এভাবে রিকোভার করতে পারবেন।দোয়া করি ওই একাউন্ট টার মাধ্যমে এসবিডি গুলো নিরাপদে আপনার হাতে ফেরত আসুক।ধন্যবাদ দাদা সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

এতগুলো এসবিডি লস হয়ে গেলো,জেনে সত্যিই খারাপ লাগলো দাদা। সাপোর্ট সেন্টারে যোগাযোগ করার পরেও তারা এতো বাজে একটা কাজ করলো। তাদের রেপুটেশন এতো ভালো হওয়া সত্ত্বেও, এমন একটি কাজ কোনো ভাবেই আশা করা যায় না। আসলেই আমাদের সবার উচিত বাইনান্সের মাধ্যমে সাবধানতার সঙ্গে লেনদেন করা। তবে আপনি যে এসবিডি-রিকভারি নামে একটি স্টিমিট আইডি খুলেছেন,এতে করে ভবিষ্যতে আমরাও উপকৃত হবো ইনশাআল্লাহ। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

Posted using SteemPro Mobile

সামান্য ভুলে অনেক এসবিডি লস হয়ে গেলো , এটা দেখে সত্যিই ভীষণ খারাপ লাগলো দাদা ৷ এতো গুলো এসবিডি অনেক টাকার ব্যাপার ৷ তবে বাইনান্স টিমের উচিত ছিলো সেটা ফিরিয়ে দেওয়ার ৷ আপনি তাদের সাপোর্ট সেন্টারে যোগাযোগ করেও তারা বিষয়টা এড়িয়ে গেলো , এটা জেনে আরো বেশি খারাপ লাগলো ৷ যাই হোক , খুবই সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন দাদা ৷ ভুল করে এসবিডি লস হলে @sbd-recovery এর মাধ্যমে সেই এসবিডি ফিরে পাবো জেনে খুবই ভালো ৷ অসংখ্য ধন্যবাদ দাদা

Posted using SteemPro Mobile

একটি ভুল জীবনের একটা অভিজ্ঞতা। আমি আশা রাখি একদিন আপনি আপনার ১৪৭০ SBD রিকভার করতে পারবেন। আর আপনার একটি ‍ভুলের মাধ্যমে আমরা শত শত মেম্বার সকর্ত হয়ে গেলাম। আমি একবার স্টিম সেল দিতে গিয়ে হাই রেট দিয়ে বাই করে ফেলেছিলাম। পরে লসে সেল দিতে হয়েছে। তারপর থেকে সতর্কতা অবলম্বন করি। ধন্যবাদ দাদা।

আপনার সাথে ঘটে যাওয়া ঘটনাটি সত্যিই অনেক দুঃখজনক।
তবে তাদের উচিত ছিল এই এমাউন্টটা ব্যাক দেওয়া।
তবে আপনি বর্তমানে যে পদক্ষেপ নিয়েছেন এটাকে সাধুবাদ জানাই ।
ভবিষ্যতে আমরা এমন বিপদে পড়লে অবশ্যই আপনার মাধ্যমে উদ্ধার হবে।

দাদা Binance এমনিতে আমার কাছে সব সময় রিক্স মনে হয়। আমার যে কোন ফান্ড রাখতে আমার অনেক বেশি ভয় লাগে। Sbd গুলো তারা নিজ ইচ্ছে করে দিচ্ছে না তাও বুঝে গিয়েছি। Binance প্রতি তো আমার নেগেটিভ ধারণা তৈরি হয়ে গেল আজ থেকে। অনেক বড় একটি ফান্ড লস হয়েছে দাদা। @sbd-recovery অ্যাকাউন্ট টা খুলে অনেক বেশি ভালো করেছেন।

আসলেই অনেক দুঃখজনক ঘটনা। এটা রিটার্ন দেওয়ার ব্যবস্থা থাকলে আরো ভালো হতো। এটার প্রতি মানুষের আস্থা বেড়ে যেত । আমিও এর আগে ভুল করে এভাবে পাঠিয়েছিলাম। আপনার এই মহৎ উদ্যোগ আমাদের সবারই কাজে দিবে । ভুল হতেই পারে তার সমাধানও থাকা উচিত। আশা করি এটা সবারই ভুল সংশোধনের জন্য অনেক গুরুত্বপূর্ণ কাজে দেবে।

ব্যাপারটা সত্যিই দুঃখজনক দাদা।
আসলে ওরা চাইলেই আপনার এসবিডি ফেরত দিতে পারে কিন্তু তারা সেটা করলো না। যাইহোক আপনার পোস্টের মাধ্যমে আমরা সবাই সতর্ক হয়ে গেলাম।
অন্য একটি একাউন্টের মাধ্যমে আপনার এসবিডি রিকভার করার আইডিয়াটা দারুন। ইনশাআল্লাহ আপনার এসবিডি রিকভার হয়ে যাবে।

Posted using SteemPro Mobile

Really very unexpected, I wish you recover the loss soon!

Posted using SteemPro Mobile

ওরা কিন্তু চাইলেই sBD ফিরত দিতে পারতো।একটি ভুল থেকে শিক্ষা। আমরা এই পোস্টের মাধ্যমে সাবধান হলাম।পোস্টের মাধ্যমে যদি SBD রিকভারি করা যায় তাহলে ভালোই হবে।ধন্যবাদ

Posted using SteemPro Mobile

এটাই তাহলে আপনার ওই মজার সিদ্ধান্ত দাদা।তবে আপনি নিজের সমস্যার জন্যে অন্য সবার সমস্যাটাও অনুভব করে সে অনুযায়ী ব্যবস্থা নিলেন ব্যাপারটা সত্যিই খুব প্রশংসার দাবি রাখে।তবে এতোগুলো টাকার কথা ভাবলেই খারাপ লাগে ।

এত বড় একটা এমাউন্ট দেখে ফাইন্যান্সেও লোভ সামলাতে পারে নাই দেখছি। তা না হলে তো অন্যান্য এক্সচেঞ্জ এর মত ওরাও এসবিডি গুলো ফেরত দিত। খুব খারাপ লাগলো শুনে। দাদা অনেক বড় এমাউন্টের ক্ষতি হয়ে গেল। যদিও বিকল্প পন্থা বের করেছেন কিন্তু তারপরও ওগুলো তো আপনারই অর্জিত এসবিডি ছিল।

দাদা আপনার পোস্ট পড়ে সত্যিই আমার খুবই খারাপ লাগছে। এত বড় একটি অ্যামাউন্ট বাইনান্সের এত বড় একটি এক্সচেঞ্জ এর মাধ্যমে রিকভার করার যাচ্ছেনা।তারা এভাবে মিথ্যা বলতে পারলো। এটা আসলেই মেনে নেওয়া কষ্টের। আশা করছি আপনার এই উদ্যোগটি সফল হবেন এবং এই উদ্যোগটি আমাদের জন্য অনেক ভালো হবে।তবে বাইনান্স আমাদের সত্যি হতাশ করে দিল।

Posted using SteemPro Mobile

বাইন্যান্স এর এটা অনেক খারাপ একটা দিক।এর আগে আমার সাথেও এমন হয়েছে,তবে সেটা অন্য কয়েন। ধন্যবাদ দাদা, সাধারণ ইউজার দের স্বার্থের জন্য আপনি অনেক বড় একটি পদক্ষেপ নিয়েছেন।এমন উদ্যোগ কে সাধুবাদ জানাই।

বাইনান্স এরম একটা কাজ করবে সেটা অত্যন্ত একটা অনাকাঙ্ক্ষিত। এতো বড়ো কোম্পানি হয়ে পুরো টাকা তারা সরিয়ে ফেলবে যেটা খুবই দুর্ভাগ্যজনক। আসলে লসের পরিমানটা অনেকটাই।

একটা ভুলের কারণে তো দেখছি বেশ বড়সড়ো একটা লস খেয়েছেন। যাইহোক আপনি খুব ভালো কাজ করেছেন এটা সবার সামনে তুলে ধরে আশা করা যায় এর মাধ্যমে সবাই সতর্ক হতে পারবে। আবার শেষে দেখি লস ফিরিয়ে আনার নতুন একটি আইডিয়া বের করেছেন। যাই হোক ধন্যবাদ আপনাকে এই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

একটা ভুলের কারণে তো দেখছি বেশ বড়সড়ো একটা লস খেয়েছেন। যাইহোক আপনি খুব ভালো কাজ করেছেন এটা সবার সামনে তুলে ধরে আশা করা যায় এর মাধ্যমে সবাই সতর্ক হতে পারবে। আবার শেষে দেখি লস ফিরিয়ে আনার নতুন একটি আইডিয়া বের করেছেন। যাই হোক ধন্যবাদ আপনাকে এই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

Will definitely take this to heart, binance did not try at all, i hope no one is meant to experience such loss it is really enormous I can't say I understand since I haven't lost anything before close to that amount, this is sad indeed hopefully we all learn from this.

Upvoted! Thank you for supporting witness @jswit.

বাইনান্স এর মত এত বড় একটা প্রতিষ্ঠান এমন একটা খারাপ কাজ করবে এটা জেনে খুবই খারাপ লাগছে। সব থেকে বেশি খারাপ লাগছে আপনার ডলার গুলো চুরি করে নিল বলে। আর আপনি যে নতুন উদ্যোগটা গ্রহণ করেছেন সেটা আমার কাছে খুবই ভালো লেগেছে।

দাদা আপনার সাথে ঘটে যাওয়া এমন ঘটনা পড়ে বেশ খারাপ লাগলো। আসলে এমন ঘটনা আমাদের কারওই কাম্য নয়। নিজের অসেচতার কারনে কতগুলো এসবিডি আপনাকে হারাতে হলো। তাই তো আপনি আমাদের জন্য একটি সর্তক বার্তা স্বরূপ এই পোস্টটি করেছেন। তবে ভবিষতে আমরা সর্তক থাকবো ইনশাল্লাহ্।

আপনার অ্যামাউন্ট লস হয়েছে এটা জেনে বেশ কষ্ট পেলাম। তবে যখন আপনি আরেকটি খুশির খবর দিলেন মনটা আনন্দে নিচে উঠেছে। সত্যিই প্রতিটি ভুল আপনি যেমন সংশোধন করেন ঠিক আমাদের জন্য বড় একটা চিন্তা আপনার মাথায় থাকে সবসময়।

হয়তো পরিবার থেকেও যদি কোন ক্ষতির সম্মুখীন হত তাহলে পরিবাররা হয়তো আমাদের জন্য এমন চিন্তা করত না। আমাদের লস গুলো পুষিয়ে দেওয়ার জন্য এবং আপনার লস পুষিয়ে নেওয়ার জন্য এটা একটি কার্যকরী উপায়।

পোস্ট পড়ে বেশ ভালো লাগলো। আসলে দাদা এমন ভুল আমরা মাঝে মাঝে চাই। যেখান থেকে আমাদের জন্য আপনি কোন কিছু চিন্তা করেন এবং তা আমাদের মঙ্গল করে।

সৃষ্টিকর্তা আপনার মঙ্গল করুক। এবং লস ফান্ড পুষিয়ে নেওয়ার সক্ষমতা দান করুক।

#weloverme
🫂🫂

It's a big loss brother, it's definitely a by chance mistake, and others should learn from it. You helped many by sharing your mistakes.

I wish you planned to recover the fund completed as soon as possible. My countdown started to read your recovery post after 100 days. Wish you the very best of luck. Take care.

Posted using SteemPro Mobile

বাপরে এত বড় একটা এমাউন্ট বাইনান্স স্কাম করল এটা সত্যি অনেক দুঃখজনক। বাইনান্স আমি ‌ অনেকদিন যাবত ব্যবহার করি তবে এত বড় কালো দিক রয়েছে এটা সম্পর্কে আমি একেবারেই অবগত ছিলাম না । আমার খুবই খারাপ লাগছে দাদা 😐😔😔

Posted using SteemPro Mobile

একসাথে এতগুলো sbd লস হয়ে যাওয়া মানে বিরাট ব্যাপার । সত্যি বিষয়টা শুনে খারাপ লাগলো । আর বাইনান্স এর মতো এরকম একটা প্রতিষ্ঠান এটা করলো এটা যেনে আরো খারাপ লাগলো । আর আপনি ভাল একটা উদ্যোগ নিয়েছেন দাদা @sbd-recovery নামে একটি স্টিমিট আইডি খুলেছেন যেখানে টানা ১০০ দিন পোস্ট করে আপনি আপনার লস পুষিয়ে নিতে পারবেন সত্যি বিষয়টা ভালো লাগলো । আমাদের কারো কখনো কোন সমস্যা হলে এটার মাধ্যমে হয়তো আমরা উপকৃত হতে পারব । ধন্যবাদ দাদা গুরুত্বপূর্ণ একটি বিষয় জানানোর জন্য ।

বাইনেন্স এর এমন অসৎ কাজের জন্য প্লে স্টোর মাঝে মধ্যেই তাদের এপস প্লে স্টর থেকে বাতিল করে দেয়। বর্তমানে বাংলাদেশে বাইনেন্স নাম্বারে কোড দিতেও অনেক ঝামেলা করতেছে। তাই বাংলাদেশ থেকে যারা steem ট্রান্সফার করবেন তারা সাবধান।

Posted using SteemPro Mobile

বাইন্যান্স এর মতো প্রতিষ্ঠানের এমন আচরণ সত্যিই খুবই প্রত্যাশিত এবং হতাশাজনক। আসলে দাদা কথায় আছে আলোর নিচে অন্ধকার, আজ বাইন্যান্স এর মতো প্রতিষ্ঠানের এরূপ আচরণে প্রমাণিত হয়েছে যে ওরা সুযোগ পেলেই অন্যের সম্পদ গিলে খাবে। তাই আমাদের সকলকেই বাইন্যান্স সম্পর্কে এখন থেকেই সাবধান হওয়া উচিত।

Posted using SteemPro Mobile

দাদা আমার ও একটি ভুল হয়েছে।আমি স্টীম ট্রান্সফার করার সময় বিনান্সে সুধু মেমো নাম্বারটি দিতে ভুলে গিয়েছি।এখন আমার প্রায় 244 টি স্টীম বিনান্সে একাউন্টে ঢুকেনি।এটা কি রিকোভার করার কোন পদ্ধতি আছে দাদা দয়াকরে একটু বলবেন কি?

দাদা আপনি খুবই বড় এমাউন্টের টাকা লস করলেন, দেখে আমার অনেক বেশি খারাপ লাগলো 😞। আসলে দাদা বাইন্যান্স এক্সচেঞ্জ আমাদের কে আগের মতো আর সাপোর্ট দিচ্ছে না। আমার দেখা অনুযায়ী বেশ কয়েকজন মানুষের ডলার ফ্রিজ হয়ে যাওয়া দেখেছি।এই পোস্টের মাধ্যমে আমাদের কমিউনিটির সকল ব্যবহারকারী সচেতন হবে।আর দাদা আপনি লস রিকভার করার জন্য, একটি নতুন রাস্তা বের করেছেন, এটা দেখে আমার বেশ ভালো লাগলো।

  ·  last year (edited)

পোস্ট পড়ে কতটা খারাপ লেগেছে দাদা বলে বুঝাতে পারবো না, আমাদের একটা ছোট্ট ভুলের জন্য অনেক বড় ক্ষতি হতে পারে, তবে এখন Binance আইডি অবশ্যই সাবধানে থাকতে হবে। তবে আশাকরি দাদা নিউ আইডি থেকে পোস্টের মাধ্যমে হারিয়ে হওয়া sbd রিকবার করতে সক্ষম হবেন।

প্রথমে খুব দুঃখ প্রকাশ করছি দাদা অনেক বড় এমাউন্ট লস হয়ে গেল। আসলে বাইনান চাইলে এই এমাউন্টটা ফেরত দিতে পারতো। অনেক বড় একটা এক্সচেঞ্জ এটার সমাধান করতে পারবে না এটা মেনে নেওয়া যায় না। আসলে বাইনান্সের উপরে অনেক ভরসা ছিল, সেটা যেন আজকের মাধ্যমে সেই ভরসাটা হারিয়ে ফেললাম। তবে আপনার পদক্ষেপটা আমাদের জন্য অনেক উপকারে আসবে।

Posted using SteemPro Mobile

This is very bad thing to Binance is considered to be one of rhe biggest and reputed exchange but what they did now is just a corrupt and careless activity. It can ve easily solved, sorry to listen that dada.

Posted using SteemPro Mobile

দাদা আজকে আপনার এই পোস্টের মাধ্যমে আমরাও সর্তক হয়ে গেলাম। আশা করি আগামীতে আমরা এমন ধরনের ভুল করা থেকে বিরত থাকতে পারবো। ধন্যবাদ দাদা এমন সতর্কতা মূলক একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

ভাই রে ভাই, এতগুলো টাকা লস খেলে, আমি মনে হয় এতক্ষণ আর পৃথিবীতে থাকতাম না। যদিও রিকভারি প্রসেস দেখিয়েছেন ভাই, এটা অবশ্য এক দিক থেকে সকলের জন্য ভালো।

দাদা আপনার লেখা পোস্ট পড়ে সত্যি আমার কাছে বেশ খারাপ লাগলো। আসলে দাদা Binance টিম ইচ্ছে করলে আপনার পুরো এসবিডি ফেরত দিতে পারতো কিন্তু তারা রিফান্ড দিচ্ছে না জেনে সত্যি বেশ খারাপ লাগলো। তবে আপনি @sbd-recovery একটি অ্যাকাউন্ট খুলে টানা ১০০ দিন শট পোস্টের মাধ্যমে সাপোর্ট দিয়ে রিকভারি করার চিন্তা করেছেন যিনে সত্যি বেশ ভালো লাগলো। তবে আমাদের সকলের কথা মাথায় রেখে আপনি Binance হইতে সাবধানের কথা বলেছেন জেনে সত্যিই বেশ ভালো লাগলো। আশা করি দাদা আপনি খুব দ্রুত রিকভারি করতে পারবেন। আপনার জন্য শুভকামনা রইল।

আপনার পোস্ট পড়ে সত্যিই অনেক বেশি খারাপ লাগলো দাদা। ছোট একটা ভুলের কারণে অনেক বড় একটা ক্ষতি হয়ে গিয়েছে দেখছি। যাইহোক যেহেতু ক্ষতি হয়ে গিয়েছে তাহলে তো এখন আর কিছু করার নেই তবে আপনি অন্য উপায় একটা অবলম্বন করেছেন যার মাধ্যমে হয়তোবা কিছুটা রিকভারি করা সম্ভব। অবশ্যই বাইনান্স থেকে এখন অনেক বেশি সাবধান থাকবো এবং সতর্ক হওয়ার চেষ্টা করব। ব্যাপারটা আসলেই অনেক বেশি দুঃখজনক।

Posted using SteemPro Mobile

দাদা প্রথম বলবো যেন আপনার sbd গুলো ফিরে পান এমনটাই প্রত্যাশা করি ৷ তবে আপনার একটা বড় লোস ৷ তবে পোষ্ট করছেন সেটা আমরা সবাই জানতে পারলাম ৷ নয়তো আমরাও ভুলে sbd ডিপোজিট করতাম ৷ বলতে গেলে গুরুত্বপূর্ণ পোষ্ট ৷

দাদা আপনার পোস্ট টা সব গুলো বিষয় জেনে খুব খারাপ লাগছে। একটু ভুলের জন্য এতো গুলো sbd চলে গেছে। আর তারা কেমন sbd গুলো মিথ্যা বলে নিজেদের কাছে রেখে দিয়েছে।দোয়া করি খুব তাড়াতাড়ি দাদার sbd গুলো ফিরে আসুক।

Posted using SteemPro Mobile

দাদা খুব খারাপ লাগলো পোস্টটি পড়ে। বিশাল একটা এমাউন্ট বলা যায়। বাইনান্সের ঘটনাটি মেনে নেওয়ার মতোনয়।ইচ্ছা করলে বাইনান্সের সমস্যার সমাধানটি দিতে পারতো কিন্ত সমস্যার সমাধান তারা করলো না। নতুন এসবিডি রিকভারি অ্যাকাউন্ট খুলেছেন এটা জেনে বেশ ভালো লাগলো। আশা করছি আপনার হারানো
এসবিডি নতুন প্রচেষ্টায় ফেরত পাবেন। অনেক দোয়া রইল দাদা আপনার জন্য।

কি বলবো দাদা মাথা খারাপ হয়ে যাওয়ার মত একটি বিষয় ঘটলো। এত বড় একটা ফান্ড এরা মেরে দিল এটা আসলে মানতে পারাটা স্বাভাবিক বিষয় নয়। ঠিকই বলেছেন এরা চাইলে এটা রিফান্ড করতে পারে, কিন্তু তাদের লিগেল অজুহাত দেখিয়ে এত বড় একটি ফান্ড মেরে দিল। অনেকবার স্টিম ভুল মেমোতে পাঠানোর পর সাপোর্ট সিস্টেমএ কথা বলে আবার পেয়েছি তবে এসবিডি দিয়ে এখনো কখনো এরকম ট্রাই করিনি। তবে এরা আপনি @sbd-recovery আইডি খুলেছেন এটা ভালোই করেছেন।তবে দাদা এই স্টিমিট এর এই আইডিতে পোস্ট করার মাধ্যমে সেটি পুনরুদ্ধার করতে সক্ষম হতে পারবেন ।এই বিষয়টি বুঝলাম না। এটা কি আইডি নামে একটা ট্যাগ ইউজ করবে? না অন্য কিভাবে এখানে পোস্ট করবে একটু জানার ইচ্ছে রইল দাদা ধন্যবাদ।

আসলে দাদা আপনার সাথে ঘটে যাওয়া ঘটনা পড়ে খুবই খারাপ লাগলো।তবে আপনি আমাদের মাঝে পোস্ট টি শেয়ার করে খুবই ভালো করছেন।আমাদের এখন থেকে সবার উচিৎ বাইন্যান্স থেকে সাবধান হতে।আপনার পুরো পোস্ট পড়ে অনেক কিছু জানতে পারলাম। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদা।

It's unfortunate to hear that. if I'm honest, thanks to Binance my financial situation is deplorable. Approximately 4 years ago I sold my house with the hope of entering the world of cryptocurrencies, I changed all my money into Bitcoin and transferred it to the address that Binance gave me but that money never arrived, I claimed and claimed and I never had a response from them. . To this day I have not even been able to recover financially, let alone buy another house. 😔😔

Posted using SteemPro Mobile

বাইনান্সের মতো এক্সচেঞ্জে এরকম কর্মকান্ড প্রত্যাশিত নয়, বিষয়টি অনেক খারাপ লাগলো দাদা এবং এই বিষয়টি আপনি গতকালই আমাদের সাথে শেয়ার করেছিলেন। সত্যিই অন্যান্য এক্সচেঞ্জে এরকম হলে কিন্তু টাকাটা ফেরত পাওয়া যেত এবং বাইনান্স চাইলেও সেটা ফেরত দিতে পারতো কিন্তু সেটা তারা করেনি। তাই আমাদের উচিত অন্যান্য এক্সচেঞ্জের দিকে এক্টিভ থাকা।আমাদের সকলের উচিত এই বিষয়ের সতর্ক থাকা। আপনার পোস্টটি পড়ে এই বিষয়ে আরো সতর্ক হলাম দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আসলে এই ব্যাপারটা খুব খারাপ লাগলো।যেখানে অন্যান্য এক্সচেঞ্জে Sbd রিফান্ড পেয়েছেন সেখানে বাইন্যান্স এর কাছ থেকে রিফান্ড পাননি।এটা আসলেই দুঃখজনক। তাছাড়া এভাবে তো তারা অনেকের অর্জিত অর্থই মেরে দিচ্ছে।এভাবে মিথ্যে বলে কারো কষ্টের অর্থ আত্মসাৎ করা একদম ঠিক হচ্ছে না।যাইহোক দাদা আপনি রিকভারী একাউন্ট খুলে sbd রিকভারী করতে পারলেই হলো।এতে কেউ ভুল করলেও আবার রিকভার করে নিতে পারবে। সবারই উপকার হবে।

এটা সামান্য ভুল। এমনটি যে কারো ক্ষেত্রেই হতে পারে। কিন্তু এদের কথাবার্তা আর মেসেজ খুবই হাস্যকর। একটা এত জনপ্রিয় এক্সচেঞ্জ সাইট এরকম কথা বলতে পারে!! এটা একেবারে আনাড়ি ও আনপ্রফেশনাল কথা বলেছে binance
তারা লিস্টেট করেছে বলেইতো ডিপোজিট করা যায়। এরপর যখন এক্সেসিবল নয় বলে তখন মাথার চুল ছিড়ার মত অবস্থা। এটা খুবই দুঃখজনক। এই মডার্ন যুগে এটি খুব অবাক করেছে আমাকে। এরকম পৃথিবীর ২য় কোন এক্সচেঞ্জ সাইট পাওয়া যাবে বলে আমার মনে হয় না। এরাই একমাত্র তাই আসলেই এদের থেকে সাবধান থাকা উচিৎ। যারা এমন কথা বলতে পারে তারা যে কাউকে যে কোন সময় যে কোন কিছু বলতে পারে। তাদের হট ওয়ালেটে এটা আনসেটেল যা স্পষ্ট। জাস্ট মেরে দিয়েছে SBD গুলো। এটাই বড় কথা। ধন্যবাদ শেয়ার করার জন্য দাদা।

This is very sad 💔😔, I am so sorry such a thing happened to you Dada, but I think that by consistently asking their support team, a solution can be sought.

This is very bad for an exchange like binance 💔😔

Posted using SteemPro Mobile

বাইন্যান্স এর কাছ থেকে এ ধরনের কিছু কখনোই আশা করিনি। বাইন্যান্স এর মতো একটা স্বনামধন্য প্রতিষ্ঠান যদি এই ধরনের কাজ করে তাহলে অনেক সমস্যা হয়ে যাবে আমাদের জন্য।এখন আমাদের অন্য কোন নিরাপদ এক্সচেঞ্জ খুঁজে বের করতে হবে । তবে আপনি যে উদ্যোগটা নিয়েছেন সেটা আমাদের সবার জন্য খুবই উপকারী হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে দাদা।

বিষয়টি খুবই দুঃখজনক। এত বড় একটা এক্সচেঞ্জার হয়ে ইউজারের ফান্ড মেরে দেওয়া টোটালি ডাকাতি করার সামিল। এখন তারা যদি এই এসবিডি গুলো একসেস করতে না পারে তাহলে এখন দেখার বিষয়, ওদের স্টিম ওয়ালেট থেকে কখনো এসবিডি সরায় ফেলে কিনা।

তবে, তাদের উচিত ছিলো তাদের রুলসে কিছু পরিবর্তন নিয়ে এসে ফান্ডগুলো রিফান্ড করে দেওয়া। এখন দুঃখ পোষন করা ছাড়া কিছুই করার নেই দাদা।

বিষয়টা শুনে খুবই খারাপ লাগলো দাদা। অনেক গুলো এসবিডি। আশা করি এই ক্ষতি শিগ্রই পুষিয়ে উঠবেন। আমাদের সবাইকেও সাবধান থাকতে হবে এই বিষয়ে। তবে বাইনেন্স এর উচিৎ ছিলো এটা রিফান্ড করার। তারা মিথ্যা দিয়ে এসবিডি গুলো নিজেদের করে নিলো।

  ·  last year (edited)

এত বড় একটি এমাউন্ট এভাবে হারিয়ে ফেলা খুবই দুঃখজনক। বাইনান্সের উচিত ছিল ফান্ড টি কোন ঝামেলা ছাড়াই ফিরিয়ে দেওয়া। তা না করে এক প্রকার অন্যায় ভাবেই আত্মস্যাৎ করে নিলো।

তবে আপনার @sbd-recovery একাউন্টের আইডিয়া টা খুবই ভালো হয়েছে। আশা করছি শীঘ্রই আপনি এই প্রসেস এর মাধ্যমে হারিয়ে ফেলা SBD আবার রিকভার করে উঠতে পারবেন।

বিষয়টা জেনে খুবই খারাপ লাগলো দাদা। এটা করা একেবারে ঠিক হয়নি। আমার কাছে মনে হয় তারা চাইলেই এটা ফেরত দিতে পারতো।