নাটক রিভিউঃ "গার্লফ্রেন্ড যখন ভাবি" // (10% Beneficiary To @shy-fox)

in hive-129948 •  3 years ago 

  • আসসালামু আলাইকুম


  • ২৪-০১-২০২২

    ১০ই মাঘ, ১৪২৮ বঙ্গাব্দ



    হ্যালো বন্ধুরা

    আশা করি সবাই ভালো আছেন এপার ওপার দুই বাংলার মানুষ। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি।আজ আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে নতুন একটা বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে। আজ আমি আপনাদের সামনে আমার পছন্দের একটি নাটক গার্লফ্রেন্ড যখন ভাবি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে বন্ধুরা শুরু করা যাক।

    প্রসঙ্গঃ"গার্লফ্রেন্ড যখন ভাবি"

    IMG_20220123_162525.jpg

    নাটকটি দেখার সময় মোবাইল থেকে স্ক্রিনশট তোলা ছবি


    গার্লফ্রেন্ড যখন ভাবি নাটকের পরিচিতিঃ

    নাটকগার্লফ্রেন্ড যখন ভাবি
    পরিচালকওসমান মিরাজ
    সহকারী পরিচালকশাহিদ শাহ্
    অভিনয়জোভান, তানজিন তিশা, খালেকুজ্জামান, হদৃয়, তানজিম হাসান অনিক ও কাজী উজ্জ্বল।
    রচনাঅনামিকা মন্ডল
    চিত্র গ্রহনবিশ্বজিত দন্ড
    দেশবাংলাদেশ
    সময়৪৩ মিনিট
    মুক্তির তারিখ২০২১ সালে জানুয়ারি মাস

    গার্লফ্রেন্ড যখন ভাবি নাটকের রিভিউঃ


    IMG_20220124_163917.jpg

    নাটকটি দেখার সময় মোবাইল থেকে স্ক্রিনশট তোলা ছবি


    নাটকটিতে জোভান নাম হলো অনিক আর তানজিন তিশা নাম হলো মিমি। তাদের মধ্যে দুজনের ভালোবাসার সম্পর্ক ছিল অনেক আগে থেকে। মিমি চাপ দেয় অনিকে বিয়ে করার জন্য কিন্তু অনিক বলে আগে আমার বড় ভাই বিয়ে করবে তারপর আমি বিয়ে করবো। তারপর মিমক বলে তোমার বড় ভাই বিয়ে করে নাহ কেন। আর বলে বড় বিয়ে নাহ করলে কি ছোট্ট ভাই বিয়ে করতে পারে নাহ৷ তারপর মিমি অনিক কে ২ সপ্তাহ সময় দিলো আর বললো এই সপ্তাহে যদি তুমি তোমার ভাইয়ের বয়ে দিতে নাহ পারো তাহলে আমার বিয়ে তোমাকে দেখতে হবে অন্য ছেলের সাথে। এই বলে বাসায় চলে যাই৷ এই নিয়ে অনিকে টেনশনে করে৷

    অনিকের ফ্রেন্ড নাম হলো তিমি সে রাস্থায় মিমি কে বলে ও তোমায় বিয়ে করবে না। আমি তোমায় বিয়ে করবো চলো। মিমি রাগ হয়ে তার গালে একটা থাপ্পর মেরে বাসায় চলে গেল।

    IMG_20220124_163840.jpg

    নাটকটি দেখার সময় মোবাইল থেকে স্ক্রিনশট তোলা ছবি


    ওই দিকে অনিক বাসায় গিয়ে তার বড় ভাইকে বিয়ে কথা বললো৷ তার বড় ভাই বললো আমি বিয়ে করবো কি নাহ সেটা আমার বেপার তোমার এত নাক গলার কি আছে। এই নিয়ে একটু বড় ভাইয়ের সাথে ঝগড়া হইল৷ কিছুক্ষণ পরে তার মা চলে আসলো সেখানে তার মা এসে বলল অনিক তো ঠিকই বলছে তোমাকে বিয়ে করতে হবে না। তারপর অনিকের বড় ভাই বলল ঠিক আছে আমি বিয়ে করবো তোমরা মেয়ে দেখো। অনিকের মা কিন্তু অনেক আগে থেকে মেয়ে দেখে রাখছে।

    IMG_20220124_164525.jpg

    নাটকটি দেখার সময় মোবাইল থেকে স্ক্রিনশট তোলা ছবি


    তারপর খুশি হয়ে তার গার্লফ্রেন্ড মিমি সাথে দেখা করতে গেল৷ সে মিমি কে গিয়ে বললো আমার ভাইয়া এক সপ্তাহে মধ্যে বিয়ে করবে। মিমি অনেক খুশি হইলো। তারপর মিনি অনিক কে বলল কালকে আমাকে বর পক্ষ দেখতে আসতেছে আমি কি করবো। অনিক বলল তুমি বিয়ে করবা না বলে দিবা। মিলি বললো সেটা কোনভাবেই সম্ভব না এর আগে আমি অনেক বিয়ে ভেঙ্গে দিয়েছি এই বিয়েটা তোমাকে ভাঙ্গতে হবে। অনিক বললো ঠিক আছে এই বিয়ে ভাঙ্গার দায়িত্ব আমার।

    IMG_20220124_164709.jpg

    নাটকটি দেখার সময় মোবাইল থেকে স্ক্রিনশট তোলা ছবি


    পরের দিনে অনিকের পরিবার মেয়ে দেখার জন্য কনে বাড়িতে গেল। সেখানে গিয়ে অনিকের বাবা তার বন্ধুকে দেখে অবাক হয়ে গেল। দুই বন্ধু অনেকদিন পর দেখা তাই দুজনে অনেক বিষয় নিয়ে গল্প করতে শুরু করল আর বলল বিয়ে হতে হবে কোন প্রকারের ভাঙ্গা যাবে না৷ ওইদিকে অনেক খুশিতে আত্মহারা হয়ে গেল ভাইয়ের বিয়ে ঠিক হয়ে গেল৷ সে বাইরে এসে মিমি কে ফোন দিল খুশির খবর দেওয়ার জন্য। কিন্তু মিমির ফোন রিসিভ হচ্ছে না।

    IMG_20220124_164809.jpg

    নাটকটি দেখার সময় মোবাইল থেকে স্ক্রিনশট তোলা ছবি


    তাই সে একটু ওপরে ছাদে গেল সেখানে গিয়ে দেখল একটা মেয়ে দাঁড়িয়ে আছে তাকে ভাবি বলে ডাকতেছে কিন্তু সে জানে না ওই মেয়েটাই মিমি। যখন দেখল তখন অবাক হয়ে গেল তাদের মধ্যে অনেক বিষয় নিয়ে কথাবার্তা হলো দুজনে অনেক টেনশনে পড়ে গেছে বিয়ে কিভাবে ভাঙ্গবে ভেবে পাইতেছে নাহ। তারপর মিমি অনিকের বন্ধুকে ফোন দিল আর বললো বিয়ে টা ভাঙ্গতে হবে। তিমি বললো ঠিক আছে। তিমি অনিকের বাবা এসে অনেক কিছু বলে বিয়ে টা ভাঙ্গতে চেস্টা করে কিন্তু কোন লাভ হইলো নাহ।

    IMG_20220124_165001.jpg

    নাটকটি দেখার সময় মোবাইল থেকে স্ক্রিনশট তোলা ছবি


    তারপর অনিক তার বড় ভাইকে বলতেছে এই বিয়ে হবে নাহ। তারপর বড় ভাই বলতেছে কেন হবে নাহ। অনিক বলতেছে অই মেয়েটি ভালো নাহ। এই নিয়ে একটু ঝগড়া হলো বড় ভাইয়ের সাথে৷ অনিক রাগ হয়ে বাসা থেকে চলে যাই মিমির কাছে।

    IMG_20220124_163859.jpg

    নাটকটি দেখার সময় মোবাইল থেকে স্ক্রিনশট তোলা ছবি


    দুই জনে চুপ করে বসে আছে। মিমি অনিক কে বলতেছে তোমার দাঁড়ায় একটা কাজ ঠিক মতো হয় নাহ৷ অনিক রাগ করে বললো তুমি আমার বড় ভাই কে বিয়ে করো এই বলে যায়। অনিক রাস্থায় একায় হাঁটে আর ভাবে যে কি করবে। কিন্তু কোন পথ খুঁজে পাইতেছে। মিমি ও অনিক দুই জনে দুই দিকে অনেক কান্না করে।

    IMG_20220124_165510.jpg

    নাটকটি দেখার সময় মোবাইল থেকে স্ক্রিনশট তোলা ছবি


    তারপর অনিকের বড় ভাই বলতেছে তুই কি আমার উপর মন খারাপ করে আছি সে বলতেছে নাহ ভাইয়া৷ তারপর বড় ভাই বলে উঠলো আমি বিয়ে করতে যাবো চল। অনিক বলতেছে ঠিক আছে ভাইয়া।

    IMG_20220124_163709.jpg

    নাটকটি দেখার সময় মোবাইল থেকে স্ক্রিনশট তোলা ছবি


    অনিকের তার পুরা পরিবার কে নিয়ে কনে বাড়িতে গেল। অনিক শুধু টেনশনে করতেছে আর বলতেছে এটা কি হচ্ছে। সবাই একসাথে বসে বিয়ে আলোচনা করতেছে৷ অনিক রাগ করে উঠে এক চাদে গিয়ে একাই দাঁড়িয়ে কাঁন্না করতেছে। কিছুক্ষণের মধ্যে সেখানে মিমি চলে আসলো আর বলতেছে তুমি এখানে কেন। তুমি নাহ গেলে তো তোমার ভাই আমায় বিয়ে করবে নাহ। অনিক বলতেছে আমি যাবো নাহ। তারপর মিমি বলতেছে পাত্র নাহ গেলে কনে কাকে বিয়ে করবে। অনিক বলতেছে এসব কি বলতেছো। তারপর তার বড় সম্পূর্ণ বেপার টা খুলে বললো। আর বললো মিমি আমায় সব আফে বলে দিছে। আমি তোর মুখ থেকে শোনার অপেক্ষা করছিলাম। অনিকে কিছু বকা দিলো আর বলতেছে ভালোবাসতে পারিস সেটা প্রকাশ করতে পারিস নাহ বোদ্ধ কোথাকার। অনিক বললো আমার মুখ থেকে শোনার জন্য তোমাদের এতো প্লান। অবশেষ দুই ভালোবাসা পরিপূর্ণ হলো ।

    নাটকটি দেখে আমার মতামতঃ-

    এই নাটকটি একটি কমেডিয়ান নাটক। অনেক হাসির একটি নাটক। নাটকটি দেখে আমি খুবেই মজা পাইলাম। কিন্তু আমি একটা কথায় বলি বড় ভাইয়া পাশে থাকলে বড় ধরনের সম্যাসা ও দূর হয়ে যায়। একমাত্র বড় ভায়ের জন্য দুই জনে ভালোবাসা পরিপূর্ণ হলো। আমি মনে করি বাবা- মা ভালোবাসার পরে স্থানটি হল বড় ভাইয়ের।

    আশা করি আপনাদের ভালো লাগবে আমার পোষ্টটি পড়ে। কোন রকম ভুল-ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন ও নিজের প্রতি খেয়াল রাখবেন।

    ধন্যবাদ জানাই "আমার বাংলা ব্লগ" সকল সদস্যদের।


    নাটকটির লিংঃ

    Authors get paid when people like you upvote their post.
    If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
    Sort Order:  

    তিশা আপুর নাটক আমার খুবই ভালো লাগে আমি এই নাটকটি আগে কখনো দেখিনি কিন্তু নাটক টি‌ আপনি যেভাবে রিভিউ করেছেন মনে হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটি নাটক।

    আমি একটা কথায় বলি বড় ভাইয়া পাশে থাকলে বড় ধরনের সম্যাসা ও দূর হয়ে যায়। একমাত্র বড় ভায়ের জন্য দুই জনে ভালোবাসা পরিপূর্ণ হলো। আমি মনে করি বাবা- মা ভালোবাসার পরে স্থানটি হল বড় ভাইয়ের।

    নাটকটি আমি সময় পেলে অবশ্যই একবার দেখতে চাইবো । আপনার মন্তব্যটি দারুন ছিল ভাই ধন্যবাদ আপনাকে।

    হ্যাঁ ভাইয়া সময় পেলে অবশ্যই দেখবেন ভালো লাগবে। ধন্যবাদ আমাকে উৎসাহিত করে আমার পাশে থাকার জন্য।

    ➡️ খুব অসাধারণ একটি নাটকের রিভিউ দিয়েছেন আপনি। নাটকটি আমার খুবই ভাল লেগেছিল। নাটকের মধ্যে অনেক মজা পেয়েছিলাম দেখে। খুব সুন্দর একটি নাটকে রিভিউ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

    ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

    নাটকটি এখনো দেখা হয়নি, তবে আপনার পোস্ট পড়ে দেখার আগ্রহ বেড়ে গেছে। আমি নাটকটি দেখতে যাচ্ছি টা টা😁

    আপু অবশ্যই দেখবেন খুবই ভালো লাগবে খুবই মজার একটি নাটক। শুভকামনা রইল আপনার জন্য।

    আপনি অনেক সুন্দর একটা নাটকের রিভিউ দিয়েছেন। এই নাটকটি আমার কাছে ভীষণ ভাল লেগেছিল। এরকম বাংলা নাটক গুলো আমি দেখি খুব ভালোই লাগে। এত সুন্দর একটি নাটকে রিভিউ আমাদের মাঝে উপস্থাপন করার জন্য অনেক ধন্যবাদ।

    আপনাকেও ধন্যবাদ ভালো থাকবেন আপু।

    EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

    আপনার রিভিউ দেখে যেইটা বুঝলাম নাটক টার কাহিনি অনেক সুন্দর। জোবান এর নাটক আমার অনেক ভালো লাগে। আমি নাটকটি দুই দিনের মধ্যেই দেখে ফেলবো। আপনাকে অনেক ধন্যবাদ অসাধারণ একটি নাটকের রিভিউ করার জন্য। আপনার জন্য শুভকামনা রইলো।

    EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

    ধন্যবাদ ভাইয়া। শুভকামনা রইল।