"রমজান বাজার উপলক্ষে একটু ঘুরাফেরা " || (১০% প্রিয় লাজুক খ্যাঁক কে)

in hive-129948 •  3 years ago 

০৪-০৪-২০২২

২১ই চৈত্র, ১৪২৮ বঙ্গাব্দ


  • আসসালামু আলাইকুম

  • সবাইকে স্বাগতম

    হ্যালো বন্ধুরা,

    আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।


    IMG20220404173231.jpg

    IMG_20220404_200609.jpg


    প্রথমে সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাই। আজ সোমবার মাহে রমজানের দ্বিতীয় দিন। সারাদিন অফিস শেষ করে বিকাল ৫ টা বাজে রুমে আসলাম। একটু ফ্রেশ হয়ে নিয়ে বাজারে গেলাম একটু ঘুরতে। বাজারে গিয়ে দেখি, বাজারে যেন আছড়ে পড়া ভিড় লাগছে। সবাই বাজার করা নিয়ে বেস্ত। এই বাজারটির নাম হচ্ছে খান বাজার, ধড়র তুরাগ - ঢাকা।

    IMG_20220404_200756.jpg

    IMG_20220404_200523.jpg


    বিশেষ করে ইফতারির দোকান গুলোতে প্রচন্ড ভিড় জমেছে। এক এক করে সিরিয়াল নিয়ে ইফতারি নিতেছে। ফুটপাতের অনেক ইফতারির দোকান বসেছে। আমি সম্পূর্ণ বাজার টা একটু ঘুরাফেরা করলাম। একটা জিনিস লক্ষ্য করলাম রমজান মাসে বাজার যেন জাঁকজমক হয়ে উঠেছে।

    IMG_20220404_200420.jpg

    IMG_20220404_200259.jpg

    IMG_20220404_200357.jpg

    IMG_20220404_200445.jpg


    কিছুক্ষণ পর আমার বন্ধু আমাকে ফোন দিয়ে বলতেছে, ইফতারি নিয়ে আসিস। তারপর আমি বল লাম ঠিক আছে। তারপর আমি ইফতারি নিতে গেলাম একটি ভালো দোকানে যেখানে সব কিছু পাওয়া যায়। ইফতারি তো অনেক রকম জিনিস দিয়ে করা যায়। আমি ইফতারি জন্য বুট, বুন্দিয়া, পিঁয়াজু বড়া ও বেগুনির চপ নিলাম। তারপর এক কলার দোকান থেকে ৪ পিচ কলা নিলাম। তারপর একটি ফলের দোকানে গেলাম কিছু ফল কিনতে। সেখানে গিয়ে দেখি ফলের প্রচুর দাম।

    IMG_20220404_200719.jpg

    IMG_20220404_200333.jpg


    প্রচুর দাম হলে তো খাইতে হবে তাই নাহ। তারপর কিছু খেজুর ও কমলা নিলাম। তারপর শরবত এর জন্য এক দোকানে গেলাম। সেখান থেকে রুআপজা, ইসুবগুলের ভুষি ও তোকমা নিলাম শরবত করার জন্য। তারপর কিছু চিনি নিলাম। মুড়ি আর নিলাম কারণ মুড়ি রুমে আছে। ইফতারির জন্য সব কিছু নেওয়া হয়েছে মোটামুটি। তারপর আমি আর দেরি না করে বাসার দিকে রহনা দিলাম। আজকের মতো এখানে শেষ করলাম।


    সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আমার পোস্ট টিতে কোন রকম ভুল-ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

    ধন্যবাদ জানাই "আমার বাংলা ব্লগ" সকল সদস্যকে।
    ফটোগ্রাফার@robiul02
    মোবাইলOppo a31
    স্থানঢাকা
    লোকেশনউৎস
    Authors get paid when people like you upvote their post.
    If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
    Sort Order:  

    আসলেই ভাই রমজান মাসে বাজার খুবই জাঁকজমক থাকে। সবাই অনেক বেশি কেনাকাটা করে আসলে। ইফতারি কিনতে যদি দেরি যাওয়া যায় তা তো পাওয়া যায় না। আপনি রমজান মাসে বাজারে ঘুরাফেরা করে ভালো কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে শুভকামনা রইল

    আমার পোস্টটি পড়ে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনার জন্য অনেক শুভেচ্ছা রইল।

    রমজান মাস উপলক্ষে ইফতারির দোকান গুলো অনেক ব্যস্ত হয়ে পড়ে। কারণ শ্রদ্ধার আগে সবাই ইফতারি করার জন্য ওই দোকানগুলোতে ভিড় করে। ইফতারি কিনতে গিয়ে অসাধারন একটি মুহূর্ত পার করেছেন আপনি মনে হচ্ছে। সুন্দর মুহূর্তটাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইল ভাই আপনার জন্য।

    আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

    রমজান মাসে ইফতারের বাজারে আসলেই পা রাখা যায়না। অনেক ভীর ও জাঁকজমক থাকে। আপনি আপনার ইফতার কেনার অভিজ্ঞতা খুব চমৎকারভাবে আমাদের সাথে শেয়ার করেছে। শুভকামনা রইল আপনার জন্য।

    হ্যাঁ আপু আপনি ঠিক বলেছেন রমজানে মাসে ইফতারের বাজার একটু জাঁকজমক হয়। ধন্যবাদ আপু।

    আসলেই ঠিক বলেছেন রমজানের সময় কেনাকাটায় মানুষ একটু বেশি ভিড় করে থাকে। তবে সত্যি বলতে ঢাকায় দুই দিন গ্যাস না থাকায় মনে হচ্ছে ইফতারের দোকানগুলোতে একটু বেশি ভিড়।

    হ্যাঁ ভাইয়া এই দিকে ও দুই দিন থেকে গ্যাসের সমস্যা। অনেক সমস্যা মধ্যে আছি ভাইয়া। ধন্যবাদ ভাইয়া।

    ভাই আর বইলেন না, বাজারে গেলে যে পরিমানে ভিড় থাকে, তাই বাজারে যেতে মন চায় না। তবে আপনার ঘুরাফেরা দেখে ভালোই লাগলো। ধন্যবাদ শেয়ার করার জন্য আমাদের সাথে।

    হ্যাঁ ভাইয়া রমজান মাস তো তাই একটু বাজারে আঁচড়ে পড়া ভিড়। ধন্যবাদ ভাইয়া।

    রমজান মাসে বিকেলের বাজার অনেক সুন্দর এবং অনেক জাজমক পুর্ন হয়। যেখানে বেশিভাগই দেখা যায় সবাই আছর এর নামাজের পর সদাই কিনতে ব্যস্ত হয়ে পড়ে। অনেক রকমের খাবারের দোখান দেখা যা অন্যান্য মাসে চেয়ে। আপনার রমজান বাজার উপলক্ষে একটু ঘুরাফেরা করার সাথে রোজার ইফতারের জন্য কেনা খাবার সব মিলে অসাধারন একটি ব্লগ করেছেন । শুভকামনা

    নিজের মতামত টা প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।