চলুন তাহলে যাওয়া যাক মূল পর্বে।
জীবনে প্রথম একটি কবিতা লিখতে যাচ্ছি। আর কবিতাটি আমি দাদার পরিবারের জন্য উৎসর্গ করলাম। এবং সেটা আমি আমার এই পোষ্টের মাধ্যমে এপার বাংলা ওপার বাংলার সকল বন্ধুদের কাছে শেয়ার করতে যাচ্ছি। জানিনা কার কাছে কেমন লাগবে। মনের অজান্তে আমার এই কবিতাটি লিখা এবং দাদার পরিবারের জন্য এই কবিতাটি উৎসর্গ করা।
![]() |
---|
আমার কিছু কথা না বললেই নয়, প্যান্টম দাদা, ব্ল্যাক দাদা বৌদি এবং টিনটিন একসময়ে নামগুলো আমি জানতাম না এবং কখনো শুনিও নাই। কিন্তু এখন প্রতিনিয়ত মোবাইলটা হাতে নিলেই তাদের কথা মনে পড়ে। মনে হয় যেন তারা অনেক আপন জন চিরচেনা এবং যে সম্পর্কের মাঝে নিজের অন্তরের একটা টান হয়ে গেছে।
মাঝে মাঝে কিছু বিষয় খুব অবাক লাগে এ পরিবার এবং এই পরিবারের প্রতিটি সদস্যকে উপরওয়ালা নিজের হাতে তৈরি করেছে। তাদের অন্তর এত বিশালতা করেছে যা প্রতিটি মানুষের জন্যই তাদের হৃদয় কাঁদে। এবং তারা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে তাদের সাধ্যমতো সবাইকে আগলে রাখার জন্য। তাইতো তাদের জন্য আমার বাংলা ব্লগের প্রতিটি মানুষের হৃদয় কাঁদে।
হৃদয়ে লেখা একটি পরিবার।
আমার বাংলা ব্লগে আমি এসেছিলাম যখন
কুল-কিনারা পায়নি খুঁজে একটুখানি তখন
আস্তে আস্তে করে যখন পেলাম আমি খোঁজ
গিয়ে দেখি ডিসকোডে তে দুই বাংলা দেশ।
সবাই যেন হাসিখুশি করছে মাতামাতি
বোকার মত ছেয়ে ছেয়ে আমি শুধু থাকি
আস্তে আস্তে করে সবাই শুরু করল কথা
হঠাৎ দেখি চলে গেল আমার মনের সকল ব্যথা।
![]() |
---|
দাদা দাদা করে সবাই দিচ্ছে যখন জান
হঠাৎ দেখি নড়ে উঠলো আমার নিথর প্রাণ
দাদা যেন হয়ে গেল ভালোবাসা রাধা
সারাটিদিন খুঁজি আমি আমার প্রানের দাদা।
![]() |
---|
আস্তে আস্তে আমি যখন দেখি তনুজা নামের মৌ
পরে গিয়ে দেখি আমি আমার দাদার তনুজা হলো বউ
ডাকলাম আপু দিল সারা ভরে গেল মন
সারাটাদিন ঘুরে ঘুরে এই ভাবনা এখন
তনুজা বৌদি আমার আপনজন।
![]() |
---|
মাঝে মাঝে দেখি আমি টিনটিন নামের সুর
রিদয়ের মাজে লাড়া দিল কে হলো এই হুর
দাদা বলে আমার নয়ন বৌদি বলে যান
মাঝে মাঝে মনে হয় টিনটিন আমার প্রাণ।
![]() |
---|
ব্লাক্স ব্লাক্স করে সবাই করছে আড়াআড়ি
খুঁজতে আমি শুরু করলাম অতি তাড়াতাড়ি
সামনে গিয়ে দেখি আমি এ তো আমার ব্লাক্স ভাই
সে যে হল মহাকবি তার তুলনা নাই।
ব্লাক্স দাদা ব্লাক্স দাদা
আছো তুমি কই
তোমায় নিয়েই কবিতার রাজ্যে
লিখা হচ্ছে অনেকে বই
দাদা তুমি আমারও প্রিয়
আছে আরও তিন
তাইতো আমার সারাটা দিন
তাইতো আমার সারাটা দিন
মন টি করে তিড়িংবিড়িং।
ব্লাক্স দাদা ব্লাক্স দাদা
ডাকে যখন সব
তাকাই দেখি ডিসকোডে তে
হচ্ছে কলরব।
![]() |
---|
দেখতে তুমি অতি মিষ্টি
লাগে বড় বেশ
তাইতো আমি মনে মনে বলি
এটাই হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড এর দেশ।
এপার বাংলা ওপার বাংলার আমার সকল বন্ধুদের কেমন লেগেছে আমার কবিতাটি তা আমি জানিনা। তবে এটা আমার জীবনের প্রথম কবিতা। এবং কি কোন প্রিপারেশন ছাড়া এ কবিতাটি আমি পোস্ট করেছি। কোথাও লিখা হয়নি কোথাও লিপিবদ্ধ করা হয়নি। হৃদয়ের গহীন থেকে ফুটিয়ে তুলেছি আমি। জানিনা আপনাদের কাছে কেমন লেগেছে। ভালো মন্দ কমেন্টে জানাবেন, সাপোর্ট দিয়ে পাশে থাকবেন। আজকের মত বিদায় নিচ্ছি, সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন
আল্লাহ হাফেজ।