ধনবাড়ী জামালপুরের এতিহ্যবাহী সুস্বাদু মেন্দা

in hive-129948 •  3 years ago 

আসসালামু আলাইকুম
আমি @rokibulsanto . আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন ।
আমার বাসা টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলায় । আজকে আমি আমাদের এলাকার জনপ্রিয় একটি খাবার আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি । এই খাবারটি ধনবাড়ী, সরিষাবাড়ী , জামালপুর এলাকার বিখ্যাত একটি খাবার । জামালপুর এর দিকে এটিকে মিল্লি নামে অভিহিত করা হয়। আমাদের ধনবাড়ীতে এটি মেন্দা নামেই পরিচিত।

ranna2.jpeg

ranna.jpeg

এটি মূলত মৃত্যুবার্ষিকী বা কুলখানিতে আয়োজন করা হয় । বড় বড় পিতলের ডেকে গরুর মাংস রান্না করে এর যে ঝুল টা থাকে সেটাতে চালের গুড়া মিশিয়ে দিয়ে ঝুল টা ঘন করা হয় । মাংস টা এত পরিমান সিদ্ধ করা হয় যে নরম তুলতুলে হয়ে যায় । খেতে যে পরিমান মজা সেটা বলে বুঝাতে পারব না । আমার জিভে জল চলে এসেছে 🤭😋

allfriends.jpeg

গত শুক্রবারে আমার বন্ধুর দাদার কুলখানিতে মেজবানের আয়োজন করা হয় । আমি এবং আমার বন্ধুরা সবাই মিলে খেতে যাই । সারিবদ্ধ ভাবে সবাই বসে একসাথে খাওয়ার ব্যাপারটাই অন্যরকম । আগে এটী কলাপাতায় পরিবেশন করা হত । ইদানিং উয়ান টাইম প্লেটে দেয়া হয় । কলাপাতাতে মেন্দা খেতে বেশি মজা লাগে ।

vat.jpeg

selfie.jpeg

eatilngme.jpeg

কোন খাবারের স্বাদ আসলে বলে বুঝানো যায় না । আমার বাংলা ব্লগ কমিউনিটির কোন বন্ধু যদি ধনবাড়ীতে আসেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন । মেন্দা খাওয়াব 🥰

আজ এ পর্যন্তই । ধন্যবাদ যারা পোস্টটি এতক্ষন পড়েছেন । 🤍

শুভেচ্ছান্তে
@rokibulsanto

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি নিয়মিত পোস্ট করেন না কেন ?কমিউনিটি থেকে সাপোর্ট পেতে হলে অবশ্যই আপনাকে নিয়মিত হতে হবে।

সেমিস্টার এক্সাম নিয়ে একটু বিজি ছিলাম ভাই। এখন থেকে রিগুলার পোস্ট করার চেষ্টা করব ইনশাল্লাহ

দাওয়াতটা পেট ভইরা কাইতে পারছিলামরে

হ্যা বন্ধু 🤤